এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৭৯১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.25 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৭:০৮588672
  • যারা মেধাকে সমর্থন করে তারা।
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৭:০৮588673
  • ডিডিদা, এটা হয়ে থাকলে অবশ্যই ভালো। যে চাইবে করবে, যে চাইবে করবেনা - এটা ভালো পলিসি। কোন রাজ্যের লোক যদি মনে করে তাদের চাকরি চাইনা তো নো প্রব্লেম। আর কোন রাজ্যের লোক যদি মনে করে তাদের ইন্ডাস্ট্রি চাই, ইনভেস্টমেন্ট চাই, কাজ চাই, তো সেই রাজ্যে ইনভেস্টমেন্ট হবে।
  • cm | 122.79.37.39 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৭:১১588674
  • তিনো সুপ্রিমো কি ভাঙলের ভয় পাচ্ছেন? আবাপ বা অন্য কাগজ থেকে লিং দিন তো। সুড়সুড়ির ডিফেন্সে কাউন্টার সুড়সুড়ি ব্যবহার করুন।
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৭:১১588675
  • মেধা বা মেধার সমর্থকেরা বলেন যে এর আগে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের জন্য পঃবংগে শিল্প হয়নি বা বন্ধ হয়ে গেছে ?! :D
  • pi | 24.139.221.129 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৪588676
  • হ্যাঁ, সন্দেহ নেই, খুবই ভাল। কারুর কারুর জন্য।

    'What Jaitley didn't mention was that by omitting the social assessment part, the government in essence has got away with a very important hurdle. In the earlier law, the assessment was meant to find out how many people will be impacted. So apart from the land owner, all those who are dependent on the land also needed to be compensated. But the new ordinance ensures that only land owners will be compensated.

    এবং,

    Also whether the land is fertile or not will also not be taken into consideration while acquiring it for these five specific sectors. Thus even if the land is extremely fertile like it was the case in Singur, it can be acquired if it fits the criterion of these five sectors, no question asked.'
  • PM | 11.39.80.29 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৮:২০588678
  • দিদি জেলে গেলো কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই কুনাট্য পঃবঃ এর উন্নয়ন আর শিল্প সম্ভবনাকে ২ গজ জমির নিচে পাঠিয়ে দিয়েছে। আমরা যারা কলকাতাকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি তাদের পরবর্ত্তী প্রজন্মের হাল সত্যি খারাপ। প্রবাসী বিপ্লবী আর নৈরাজ্যবাদীদের অবশ্য এই সমস্যা নেই। এখানে বিপ্লব বিপ্লব চু কিত কিত খেলে প্রবাসে শান্তির নীড়ে ফিরে যেতে কোনো অসুবিধাই নেই তাদের।
  • sm | 233.223.158.75 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৮:২৭588684
  • খাইসে ! এতগুলান এক সাথে!
    তবে প ব শিল্প সম্ভবনা মাটির ২ গজ নিচে পাঠিয়ে, নতুন দিগন্ত খুলে দিলেন। আন্ডার গ্রাউন্ডে শিল্পের কথা টা ভেবে দেখিনি তো!
    জমি অধিগ্রহনের মত বদ খত ব্যাপার টাকেই হুশ করে দিলেন!
    সিম্পলি অসাম !
  • PM | 11.39.80.29 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৮:২৮588685
  • খুব দুঃখিত। মোবইল থেকে পোস্ট রপ্ত হই নি এখনো। মাঝে অজন্তার রাস্তায় টাওয়ার ও ছিলো ন। অকালের লেখা পোস্ট এখন পোস্ট করালাম
  • PT | 213.110.246.25 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৯588687
  • এ কিসের ইঙ্গিত?
    "I am warning those who are behind this malicious campaign, including Narendra Modi's BJP, that if Mamata Banerjee is touched or arrested, entire Bengal will be on fire and many will have to die in this blaze," Ali said at a party meeting in his constituency, the video of which was aired by TV channels Wednesday.
    http://www.deccanherald.com/content/450833/bengal-burn-mamata-arrested-trinamool.html
  • . | 59.207.231.109 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৯:০২588691
  • তবে এই চু-কিতকিত খেলা মরসুমী বিপ্লবীদের জন্য যে সর্বনাশ হয়েছে তাতে দ্বিধা নেই।
  • সর্বনাশ | 90.254.154.67 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৩588692
  • যাঃ, সর্বনাশ হয়ে গেল? একে আমরা কী বলতে পারি? ফুটকি বাবুর পুটকি জ্যাম?
  • SC | 34.3.17.255 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২০:৩৪588693
  • হ্যান, এবারে মোদী আ গয়া, সব কা বাপ। সব বিপ্লবীদের সিধে করে দেবে।
  • ranjan roy | 24.96.232.103 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২১:০৭588694
  • পিটি,
    আপনার লিং থেকেইঃ
    ড্র। ডস্গুপ্ত অত্ত্রিবুতেস থে জোব্স পের্ফোর্মে তো হিস গোভের্ন্মেন্ত’স পুশ তো স্মল্ল-লে ইন্দুস্ত্র্য।

    এস্ত এঙ্গল হস থে লর্গেস্ত নুম্বের ওফ স্মল্ল-লে মনুফ্তুরিঙ্গ উনিত্স, হে সইদ।

    “Between 1991 and 2011— when we revised our industrial policy under Jyoti Basu — 2,531 new big and medium units were set up.”

    Best period of industrialisation
    A Communist Party of India(Marxist) source said that after the 1960s, the State saw its best period of industrialisation during 2004-2011.

    Small-scale manufacturing enterprises were developed at the district level and all this culminated in Singur.

    Prior to Singur, 1,872 middle and big industrial projects were developed during the period.
    আপনার সিপিএম নেতাই বলছেনঃ
    ১৯৯১ থেকে আমরা জ্যোতিবসুর শিল্পনীতি পরিবর্তন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দিলাম। ফলে ২০০৪-১১ তে সুফল পেলাম।

    অর্থাৎ ১৯৭৭ থেকে ২০০৪ অব্দি বঙ্গে শিল্পের কি হাল ছিল--বোঝাই যাচ্ছে।
    ওই সুতোয় দেখবেন অনেকেই সংগত প্রশ্ন তুলেছেন যে তুলনাটা আপেল ও কমলালেবু হচ্ছে কারণ পার মাথাপিছু রোজগার বৃদ্ধি হিসেব না কষলে এই স্ট্যাট কিছুই বোঝায় না।
    দ্বিতীয়তঃ এই প্রশ্নে শুধু ম্যানুফ্যাকচারিং ধরা হয়েছে। আইটি ও অন্যান্য সার্ভিস সেক্টর ধরলেজব ক্রিয়েশনে তামিলনাড়ু বঙ্গের থেকে এই সময়ে অনেক এগিয়ে থাকবে।
    তৃতীয়তঃ দেখতে হবে নীট রোজগার বৃদ্ধি, অর্থাৎ একই সময়ে কত কারখানা খুলে কত নতুন চাকরি তৈরি হল মাইনাস কত কারখানা বন্ধ হয়ে কত লোক চাকরি হারালো। ফলে নীট রোজগার প্লাস না মাইনাস?
    আপনি যেমন সেই একই হিন্দু থেকে আউট অফ কন্টেক্স্ট দুটো পরিসংখ্যান দিয়ে অন্যদের প্রতি দ্বিচারিতার অভিযোগ তোলেন তেমনি মমতার অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স ্‌বিভাগ গ্রাফ ও ডেটা দিয়ে দেখাচ্ছে যে গোটা দেশের গ্রোথ ৭% এর বেশি নয়, অথচ মমদিদির নেতৃত্বে বঙ্গে আর্থিক বিকাশ দর নাকি ৪০%!!!!

    ঘোড়ারা আজও হাসে, তখনও হেসেছে। কারণ তারা নিত্যদিনের অভিজ্ঞ্তায় জানে কত মিল বন্ধ হচ্ছে কত লোক আত্মঘাতী হচ্ছে।
    আপনি গুরুতে প্রকাশিত বাম সরকারের শিল্প-শ্রম বিভাগের তথ্য দেখুন যাতে দেখানো হয়েছে যে (মানে বাম সরকারের দফতর দেখাচ্ছে) যে যত নতুন শিল্প খুলছে সবই আগের তুলনায় পুঁজিনিবিড়। ফলে আগের শ্রমনিবিড় শিল্প ক্রামাগতঃ বন্ধ হওয়ায় যত নতুন লোক চাকরি পাচ্ছে তার চেয়ে বেশি পুরনো লোক কাজ হারাচ্ছে। ফলে নীট রোজগার বৃদ্ধি নেগেটিভ।
    এই ধরণের স্ট্যাট দেখিয়ে নিজের পিঠ নিজে চাপড়ানোর ব্যাপারে তিনোদের সঙ্গে আপনার বেশ মিলে আছে।
  • cm | 122.79.37.100 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২২:৪৯588695
  • মাথাপিছু হিসেবে আবার পাশের রাজ্য থেকে ইনফ্লোকেও হিসেবে নিতে হবে। তামিলনাড়ুতে তেমন কিছু হয়েছে কি?
  • PT | 213.110.243.21 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২৩:১১588696
  • '১৯৭৭ থেকে ২০০৪ অব্দি বঙ্গে শিল্পের কি হাল ছিল--বোঝাই যাচ্ছে।"
    হয়্ত!
    কিন্তু ঐ সময়ে এবং ২০১১ পর্যন্ত পব-তে অন্য কিছু হয়েছিল, যে কারণেঃ West Bengal (has seen a dip of ) 15 percentage points in BPL population (34.3 % to 19.98 %)......Moreover, Bengal has a smaller proportion of the poor than developed Karnataka (20.91 %). Also, it is just 2-3 percentage points behind developed states Gujarat (16.63 %) and Maharashtra (17.35 %) in terms of proportion of BPL population.
    http://www.hindustantimes.com/india-news/newdelhi/bihar-mp-bengal-and-up-show-impressive-decline-in-poverty/article1-1097818.aspx

    "১৯৯১ থেকে আমরা জ্যোতিবসুর শিল্পনীতি পরিবর্তন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দিলাম। ফলে ২০০৪-১১ তে সুফল পেলাম।"
    আর ঐ ১৯৯১-তে ভারতের অর্থনীতিতে কি যেন একটা হয়েছিল?

    "এই ধরণের স্ট্যাট দেখিয়ে নিজের পিঠ নিজে চাপড়ানোর ব্যাপারে তিনোদের সঙ্গে আপনার বেশ মিলে আছে।"
    এই তথ্য রাজ্যসভাতেও লিখিত ভাবে পাওয়া যাচ্ছে।
    গতকাল এক আলোচনাতে ঋতব্রত ফোকাস বাংলায় রাজ্যসভার ঐ তথ্য পেশ করেছে। বিজেপির জয়প্রকাশ সহ অন্যন্য বিরোধীরা হাসিমুখে সেই তথ্য মেনেও নিয়েছে। এই ঘোড়ায় হাসা-টাসার মত কিছু বলেনি।

    তাই বলি কি আপনি অঙ্ক কষতে থাকুন আর অর্ধ ইতিহাস চর্চা করে বামেদের মুন্ডুপাত করতে থাকুন। কিন্তু ভবিষ্যতে ক্ষমতায় যেই আসুক পবতে তাদের বামেদের দেখানো রাস্তাই ধরতে হবে।
    তাছাড়া পব-র আর বাঁচার দ্বিতীয় কোন রাস্তা নেই।
  • ম্যাক্সিমিন | 127.194.237.155 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২৩:১৭588697
  • এন-এস-এস সোর্স উল্লেখ করা এই খবরটা শুধুমাত্র 'দি হিন্দু'তে ছাপা হয়েছিল। লিখেছে data accessed exclusively by The Hindu. তারিখ দেখবেন, ২৬ এপ্রিল ২০১৪ -- ভোটের ঠিক আগে। খবর কনফার্ম করেছিলেন মিস্টার দাশগুপ্ত।
  • ranjan roy | 24.96.232.103 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৮588698
  • ম্যাক্সি,ঃ))
    ওটা আর বললাম না যে ওই খবরটা ২০১১র পর এতদিন কেন কেউ ক্লেম করেনি? কেন লোকসভা ভোটের আগে জনৈক --! মমতার অর্থমন্ত্রীও সেদিন পত্রিকায় এইজাতীয় গ্রাফ বের করেছেন।
    ঘোড়ারা খালি টিভির কচকচিতে থাকে বুঝি?
    আপনি যদি চেনাজানার মধ্যেই কত লোকের ছেলেপুলে কাজের ধান্দায় পশ্চিম ও দক্ষিণ ভারতে পাড়ি দিচ্ছে বা যাওয়ার জোগাড় করছে সেটা না দেখতে পান তো কিছুই বলার নেই।
    আর নীট রোজগার বৃদ্ধি নিয়ে বাম সরকারের তথ্য নিয়ে কিছু বলুন। পুরো সোর্সের উল্লেখ গুরুর বুলবুলভাজাতেই ছিল।
  • PT | 213.110.243.21 | ০১ জানুয়ারি ২০১৫ ০০:২৭588699
  • আপনি খালি গেলাসই দেখতে চান। আপনাকে গেলাসে আদ্দেক জলও যে আছে তা কি করে দেখাই? কোন আয়ই না হলে দারিদ্র দূরীকরণ কি করে সম্ভব হয়? আর HDI-তেই বা পব কি করে কর্নাটক আর অন্ধ্রের মাঝখানে থকে?
    http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_territories_by_Human_Development_Index
  • PT | 213.110.243.21 | ০১ জানুয়ারি ২০১৫ ০০:২৯588700
  • "ওটা আর বললাম না যে ওই খবরটা ২০১১র পর এতদিন কেন কেউ ক্লেম করেনি?"
    আমি নিজে এই লিংটা বার তিনেক দিলাম!!
  • ranjan roy | 24.99.239.28 | ০১ জানুয়ারি ২০১৫ ০৭:৩২588703
  • পিটি,
    এটা রিয়েলি নির্মল আনন্দ!
    HDI? আপনারই দেওয়া চার্টে বঙ্গ লীড করছে Low HDI group এ, তুলনাকরা হচ্ছে জিম্বাবোয়ের সঙ্গে।
    গোটা দেশে HDI এ ৩৪ বছর বাম শাসনের পর বঙ্গ ১৭ নম্বরে।
    কিন্তু লীড করছে বাম শাসিত কেরালা।
    তাই জনগণ (ছাগল) বঙ্গে বাম কে ছুঁড়ে ফেলছে কিন্তু কেরালায় রেসপন্স দিচ্ছে!
    গেলাসের মধ্যে জল? কোথায় দেখছেন? Low HDI? 17th position? ৩৪ বছরে?
  • ranjan roy | 24.99.239.28 | ০১ জানুয়ারি ২০১৫ ০৭:৩৮588704
  • সিবি,
    আপনাকে ধন্যবাদ! আম্মো যাবোঃ))
  • cm | 122.79.36.166 | ০১ জানুয়ারি ২০১৫ ০৮:১০588705
  • কেরালার পাশেই বিহার আর বাংলাদেশ আছে বুঝি? জনঘনত্ব দিয়ে ব্যাপার স্যাপার একটু নর্মালাইজ করলে কেমন হয়?
  • PT | 213.110.243.21 | ০১ জানুয়ারি ২০১৫ ০৮:৪২588706
  • আবার সেই অর্ধ ইতিহাসের চর্চাঃ
    আপনার গর্বের তামিলনাডু লাওসের সমতুল্য আর বর্তমানের "সব মডেলের সেরা মডেল" গুজরাট এঙ্গোলার!! ভারতীয় হিসেবে গর্ব আর বাঙালী হিসেবে লজ্জা বোধ করছেন তো? বেশ বেশ!!

    ৬৭ বছরের স্বাধীন ভারত উরুগুয়েকে ছুঁতে পেরেছে। কেরালা উরুগুয়ের তুল্য হওয়ায় সেখানে মানুষ গর্বের সঙ্গে বামেদের ক্ষমতায় ফিরিয়ে এনেছে? তাইতো?

    আপনার মত অনেকের যুক্তিবিন্যাস ২০০৯ থেকে ২০১১ তিনোদের ক্ষমতারোহনে সাহায্য করেছিল। এবারে সেই একই যুক্তিবিন্যাস ২০১৬-তে বিজেপিকে বিপুল সাহায্য করবে সে বিষয়ে সন্দেহ নেই।
  • SC | 34.3.17.255 | ০১ জানুয়ারি ২০১৫ ১২:৪০588707
  • এখানে যাদের সাথে তর্ক বিতর্ক হয়, সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
    রাজনীতির ট্রিভিয়া টাও যোগ করে দি, তৃনমূল কংগ্রেস এর প্রতিষ্ঠা দিসব আজ, ষোলো বছরে পা দিল মমতা বন্দোপাধ্যায়ের দল।
  • PM | 11.39.61.33 | ০১ জানুয়ারি ২০১৫ ১৩:৩৮588708
  • সক্কলকে নতুন বছরের শুভেচ্ছা।
  • দেব | 133.63.241.33 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:০৭588709
  • পিটি একটা প্রশ্ন করেছিলেন - "আর জ্যোতিবাবুর আমলে কারখানা হয়নি বলে বুদ্ধবাবুর আমলেও হতে দেব না-এ কেমন যুক্তি?"

    এটার উত্তর কি হবে?
  • cm | 122.79.37.30 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:৩৪588710
  • পিটিদা আবার কবে কারখানা বিরোধী হলেন!
  • দেব | 133.63.241.33 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:৪৭588711
  • প্রশ্নটা পিটিকে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন