এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১০

    Jay
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১০ | ১৭৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 61.16.232.26 | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:০৩462249
  • টিম 11.16pm, 5 Dec, আমি তো এর উল্টোটাই জানতাম :))

    জনতা,
    মোবার এক গোলকীপারের নাম মনে আসছে না - যে শিবাজি ব্যানার্জীর সমসাময়িক তার পরেও কিছুদিন খেলেছে - নাহ, জগদীশ নয় - বোধ হয় প্রতাপ ঘোষের কিছু আগে - কেউ হেল্পাবে?
  • gandhi | 203.110.247.221 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:০৮462250
  • pharida

    সাল টা কত হবে মোটামুটি ??? আমার জন্মের আগে তো ?? সাল বলেল তবু ট্রাই নিতে পারি... তনুময় বসু কি ???
  • pharida | 61.16.232.26 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:১৯462251
  • না, তনুময় বসু তো প্রতাপ ঘোষের পরে এসেছিল। মোটামুটি ৮০ - ৮৩ মধ্যেকার কথা - রেডিওতে লীগের খেলা শুনতাম।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৫:৪২462252
  • এই হলো ১৯৮০ থেকে ১৯৮৪র টিম।
    http://mohunbaganac.com/SEPT08/squaddatabase.php
    1980 Pratap Ghosh,Sibaji Banerjee ,Jagadish Ghosh,Shyamal Banerjee,Compton Dutta,Sanjib Chowdhury,Subrata Bhattacharya,Pradip Chowdhury,Asho Chakraborty,Goutam Sarkar,Prasun Banerjee,Manas Bhattarcharya,Bidesh Bose,Shyam Thapa,Mihir Bose,Xevier Pius,Munish Manna,Fransis D'souza,Ranjit Mukherjee Compton Dutta

    1981 Sibaji Banerjee ,Pratap Ghosh,Jagadish Ghosh,Subrata Bhattacharya,Pradip Chowdhury,Compton Dutta, Goutam Bhattacharya,Asoke Chakraborty,Shyamal Banerjee,Biswajit Basu,Satyajit Mitra,Sanjib Chowdhury, Goutam Sarkar,Sujas Bera,Dipak Banerjee,Xevier Pius,Shyam Thapa,Fransis D'souza,Krishna Mitra,Arup Das,Mihir Basu,Surajit Sengupta,Mohan Chetri Pradip Choudhury

    1982 Sibaji Banerjee,Jagadish Chosh,Dilip Paul,Pradip Chowdhury,Subrata Bhattacharya,Sudip Chatterjee,Satyajit Ghosh,Samiran Saha,Compton Dutta,Shyamal Banerjee,Krishnendu Roy,Dilip Palit,Sanjib Chowdhury,Swapan Saha Roy,Goutam Sarkar,Prasun Banerjee,Bikas Panji,Sujas Bera,Shyam Thapa,Manas Bhattarcharya,Xevier Pius,Fransis D'souza,Surajit Sengupta,Bidesh Bose,Krishanu Dey,Amitava Mukherjee,Denis Williams,Amit Bagchi,Ulganathan,Birbahadur Thapa Shyam Thapa

    1983 Sibaji Banerjee ,Dilip Paul,Biswajit Das,Compton Dutta,Subrata Bhattacharya,Sudip Chatterjee,Satyajit Ghosh,Shyamal Banerjee,Krishanu Dey,Rabin Das,Swapan Saha Roy,Goutam Sarkar,Prasun Banerjee,Bikas Panji,Sujas Bera,Manas Bhattarcharya,Xevier Pius,Shyam Thapa,Krishanu Dey,Monojit Das,Biswajit Bhattacharya,Bidesh Bose,Somnath Banerjee,Surajit Sengupta Gautam Sarkar

    1984 Pratap Ghosh,Jagadish Ghosh,Tanumoy Basu,Sibaji Banerjee ,Krishnendu Roy,Compton Dutta,Subrata Bhattacharya,Satyajit Ghosh,Samar Bhattacharya,Ramen Bhattacharya,Shyamal Banerjee,Swapan Saha Roy,Sanjib Chowdhury,Prasanta Banerjee,Bikas Panji,Victor Amalraj,Farid,Sujas Bera,Amit Majumder,Jaydip Majumder,Babu Mani
    ,Manas Bhattarcharya,Krishanu Dey,Arup Das,Xevier Pius,Krishna Gopal Chowdhury,Ulganathan,Bidesh Bose

  • pharida | 61.16.232.26 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:০১462253
  • থ্যাংকু, দিলীপ পাল নামটা মনে আসছিল না - কেন মনে করার চেষ্টা করছিলাম সেটাও আবার ভুলে গেছি !!

    কিন্তু টীমের লিস্ট দেখে কত কী মনে পড়ে যাচ্ছে - ৮০ সালে "ঘরের ছেলেরা" টীম ছেড়ে মহামেডানে চলে গেল। কোনো এক শীল্ড ফাইনালে শেষ মূহূর্ত্তে ফ্রন্সিস ডিসুজার শট জালে জড়াল।

    স্টপারে বাবলুদার মতোই নির্ভর করা যেত সত্যজিত ঘোষের ওপর।

    সাদা কালো টিভিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের জার্সি আলাদা করা যায় না। সাদা প্যান্ট দেখে চেনা যায়।

    মাঠে যাওয়া শুরু যেবার বিজয়ন খেলতে এলো মোহনবাগানে।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:০৭462254
  • আমার খুব অবাক লাগলো ১৯৮১র মোবা টিমে সুরজিতের নাম দেখে।
    ওর তো ১৯৮০তে মহমেডানে-ইবের খেলায় (ইডেনে) চোট হলো। সেই যে স্ট্রেচারে করে বেরিয়ে যাবার সময় আমাগো ক্লাবের সমর্থকেরা হরি বোল বল্লো। (খুব খারাপ কাজ হয়েছিলো সেটা)। তার পর খেলেছিলো আর ?
    এক আধটা জর্জের হয়ে খেলেছিলো, যেবার ভৌমিক প্রথম জর্জের কোচ হলো।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:০৯462255
  • যা:। মোবা ধুসর কালো, ইবে সাদা ধুসর। অবশ্যই মোবা সাদা প্যান্ট, ইবে কালো।
  • phjarida | 61.16.232.26 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:১৫462256
  • কল্লোলদা, কৃশানু কে বোধ হয় প্রথম সীজন থেকেই সুরজিতের সঙ্গেই তুলনা করা হত, তাই না?

    খেলার আসরে একবার দেখলাম পাতা জোড়া রিপোর্ট - শীর্ষক "শ্যামের বাইসাইকেল কি চুরি হয়ে গেছে" - তখনো জানিনা সেটা ফুটবল সংক্রান্ত :))

    সেই সংখ্যাতেই উলগানাথনের ছবি ছিল বল নাচাচ্ছে - সেবার মোবার ফেড কাপ জেতার পেছনে উলগার পায়ের ভূমিকা উল্লেখ করার মতো :)
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩০462257
  • তাই কি? আমার মনে নেই।
    কৃশানুর বাঁ পা টা যেন সিল্কের। ও মূলত: মিডফিল্ডার বা উইথড্রয়াল ফরোয়ার্ড। খেলা তৈরী করতো। কিন্তু সুরো অনেক কমপ্লিট ফুটবলার। দুটো পাই চলতো। গোল করতো নিয়মিত। আবর উইং থেকে খেলা তৈরী করতো। কৃশানু ড্রিবল করে জায়গা তৈরী করতো, বল হোল্ড করে সতীর্থদের জায়গা নেবার সময় করে দিতো। সুরজিত এগুলো তো করতই, তার সাথে ওর ছিলো অ্যাগ্রেসিভ ড্রিবল। সন্তোষে পাঞ্জাব-বাংলা ফাইনাল কোলকাতায় মনে কর। সেই গোল করে ক্রশ বার ধরে ঝুলে পড়া। পর পর চার চারটে ডিফেন্ডারকে শুধু পায়ের টানে মাটি ধরিয়ে, গোলকিপারকে বাইরে টেনে এনে বল শুদ্ধু গোলে ঢুকে যাওয়া।

  • gandhi | 203.110.247.221 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৩৮461658
  • একটা চান্স পেইচি ... শেষদিকে কৃশানু দে র খেলা আম্মো দেখছি... এফ.সি.আই এর হয়ে খেলত তখন...
  • pharida | 61.16.232.26 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৪১461659
  • সেই ফাইনালে কি (আবছা মনে আছে, কেউ বোধ হয় দেখিয়েছিল) - পঞ্জাবের প্লেয়ারেরা (নাকি দু একজন) সিন গার্ড ছাড়া মাঠে ছিল?
  • Bratin | 122.248.183.1 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৪২461660
  • সত্যজিত আমদের বালীর ছেলে । বললে হবে । বাড়ির পাশের দক্ষিণপাড়া মাঠ থেকে উঠেছে। আর শিশির ঘোষ।

    তোমরা সুদীপের কথা বলবে না?
  • Bratin | 122.248.183.1 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৬:৪৩461661
  • কল্লোল দা, কাজল কে নিয়ে একটু বলো প্লিজ।
  • kallol | 119.226.79.139 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৭:০৭461662
  • কাজল মুখার্জি। রাইট হাফ। রেলেই খেললো প্রথম দিকে। তারপর ইস্টবেঙ্গল।
    কাজল ডানপায়ের প্লেয়ার। ছোট ড্রিবলে মাস্তান। তবে অকারণ বল হোল্ড করার প্রবনতা ছিলো। অনেকটা নেশারুর মতো ড্রিবল করতো। এমনও হয়েছে, ছোট ক্লাবের সাথে খেলায় একজনকে কাটিয়ে তারপর আরও দুজনকে কাটিয়ে আবার সেই প্রথম জন এলো ট্যাকেল করতে, তো তাকেও আবার কাটালো। ফলে কাজলের পায়ে বল পড়লেই বিপক্ষের চাইতে নিজের সতীর্থরাই বেশী চ্যাঁচাতো - কাজলদা বল ছাড়ো.......... কাজলদা সামনে দাও।
    খুব ডাকাবুকো ছিলো। যাদবপুরের সিপিএম। কাউকে পাত্তা দিতো না। পিকে তখন ইবের কোচ। ১৯৭১-৭২ হবে। শুনেছি কাজল একদলকে নিয়ে আলাদা কোচিং করাতো। পিকেরও কিছু করার ছিলো না। কিন্তু দুজনেই গুণী প্লেয়ার/মানুষ, তাই কক্ষনো বসিয়ে দেওয়া বা ইচ্ছে করে বাজে খেলা এসব একেবারেই ছিলো না।
    তখন পাশে খেলছে প্রশান্ত সিনহা - অনেক সিনিয়ার। ১৯৭০রেই বোধহয় অবসর, আর বাচ্চা সমরেশ চৌধুরী।
    তারপর ১৯৭২রেই চলে এলো মোহন সিং আর গৌতম। তারপর বোধহয় আর খেলেনি।
    আমি কাজলের খেলা বেশী দেখিনি। কারন ইস্টার্ণ রেলের খেলা আর কে দেখতে যেতো। তারপর ১৯৭১এ ধরা পড়ি। ১৯৭৩ পর্যন্ত কলকাতায় নেই। ততদিনে কাজলও খেলা ছেড়ে দিয়েছে।
  • umesh | 82.9.135.67 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৭:৪৯461663
  • আমাদের এক বন্ধু JU টীমের গোলকিপার ছিল, ওদের কোচ ছিলো কাজল মুখার্জী। বন্ধু টার মুখে শুনেছি, কাজল মুখার্জী লাল দলে সরাসরি যুক্ত থাকার জন্যে, সেরকম সুযোগ বা সম্মান পায়নি।
    বন্ধু টার মতে কাজল মুখার্জী ভারতের সর্বকালের সেরা মিডফিল্ডার।
  • kc | 178.61.96.29 | ০৬ ডিসেম্বর ২০১১ ২০:৩৮461664
  • কাজল মুখার্জির ছেলে আমার বন্ধু। ওনার খেলা দেখিনি, তবে ওনার একটা দারুণ ক্ষমতা ছিল। একটা টেনিস বলকে নিয়ে ড্রিবল করতে করতে একতলা থেকে দোতলায় সিঁড়ি দিয়ে অনায়াসে ওঠানামা করতে পারতেন, কোনওরকম হোঁচট খাওয়া বা থমকে যাওয়ার কোনও সিন নেই।
  • prateek | 122.179.111.187 | ০৬ ডিসেম্বর ২০১১ ২১:২৭461665
  • উরিস্লা,তাইলে তো দারুণ বল ক®¾ট্রাল!
  • kallol | 115.242.192.154 | ০৭ ডিসেম্বর ২০১১ ০৬:৩১461666
  • ঐ যে বললাম, ছোট ড্রিবলে মাস্তান।

  • Bratin | 122.248.183.1 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৫:২২461667
  • বাহ দারুন কল্লোল দা,

    আচ্ছা শ্যাম থাপা, আকবর আর মজিদ বক্সার নিয়ে কিছু লেখো না প্লিজ। জামশেদ নাসিরি।
  • ppn | 204.138.240.254 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৫:২৭461669
  • বাসকার। বক্সার না।
  • Bratin | 122.248.183.1 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫461670
  • ঠিক। সরি।
  • gandhi | 203.110.247.221 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৬:৫০461671
  • জামসেদ নাসিরির খেলা তো দেখিনি .... জন্মাইনি বলে মিস করে গেছি... কোচিং দেখছি... হেব্বি ছড়িয়েছিলেন ... একবার বেঙ্গল-মুম্বাই -এর কোচ হিসেবে আর একবার মোহামেডানের কোচ হিসেবে ...

    আকবর তো নাকি ফোকটে গোল দিত ... হাবিব বল সাজিয়ে দিত... আর আকবার গোল দিত... ( বই পরা বিদ্যে )
  • Bratin | 122.248.183.1 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৭:০৯461672
  • কোন একট ইম্পর্ট্যান্ট ম্যাচে আকবর নাকি ১ মিনিটের কমে গোল করে হিরো হয়েছিল?
  • gandhi | 203.110.247.221 | ০৭ ডিসেম্বর ২০১১ ১৭:২১461673
  • আমার শোনা আকবার হলো ১৬ সেকেন্ডের গোল...(১৯৭৬-এর মোহন-ইস্ট ) আর কোনো কারণে কেউ কখনো আকবরের নাম করেছে বলে মনে পরেনা...
  • nyara | 203.83.248.37 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:১২461674
  • শ্যামের মতন গোল ওই সময়ে আর কেউ চিনত না। পরের দিকে শিশির ঘোষের অনেকটা সেই ক্ষমতা ছিল। তফাত হল শিশিরের হেড ছিল, শ্যামের হেড ছিল না। গোল চেনার কারণ হচ্ছে ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেত আর তুখোড় অ্যান্টিসিপেশন ছিল বলটা কোন জায়গায় পড়বে। আটাত্তরের লিগে ভৌমিকের লাইন থেকে করা সেন্টার (বাঙালরা ধুয়ো তুলেছিল বল বাইরে চেল গেছিল বলে) ধরতে গিয়ে শ্যাম দেখে তার গোলের দিকে পিঠ হয়ে গেছে, কাজেই বাইসাইকেল - এই গল্পটা চলত। পরে বেরোল আগের দিন প্র্যাকটিসে শ্যাম নাকি পঞ্চাশ না একশোটা বাইসাইকেল প্র্যাকটিস করেছে। সেটা যদি সত্যি হয়, তাহলে শ্যামের কীরকম অ্যান্টিসিপেশন ছিল ভাবুন - ভৌমিকের সেন্টার কোথায় আসছে একদম খাপে খাপ আন্দাজ করেছিল।

    মজিদ বাসকার আমার দেখা কলকাতা মাঠের দি মোস্ট স্কিলফুল প্লেয়ার। ওর ক্লাসই আলাদা ছিল। পাতা খেয়ে নিজের বারোটা বাজাল, ক্লাবকে ডোবাল আর আমদের বঞ্চিত করল।

    আকবরের ক্লেম-টু-ফেম ঐ ছিয়াত্তরের লিগে ষোল সেকেন্ডের গোল। তাছাড়া দাদার বাড়ানো বলে গোল করে কোন এক বছরের লিগে যেন হায়েস্ট স্কোরারও হয়েছিল। তবে লোকে বলত আকবর মাঠে থাকলে হাবিব আর কউকে চিনত না, বল ওকেই বাড়াবে অন্য কেউ বেশি ভাল জায়গায় থাকলেও।
  • ppn | 122.252.231.10 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:২৬461675
  • তো, ন্যাড়াদা বাইচুং আর শ্যাম থাপার মধ্যে স্কোরিং এবিলিটিতে কে এগিয়ে থাকবে?
  • nyara | 203.99.254.216 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৩০461676
  • অ্যাকচুয়ালি আমি পুরো বাইচুং-এর কেরিয়ারটা মিস করে গেছি দেশে না থাকার কারণে। বাইচুং সম্বন্ধে কিচ্ছু জানিনা, একটা খেলাও বোধহয় দেখিনি।
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৩১461677
  • আকবর আর হাবিব যে ভাই ভাই তা জানতামই না।

    বিদেশি ফুটবলারদের মধ্যে মনে হয় ব্যারেটোই বেস্ট। মজিদ বাসকরের খেলা দেখি নি, দেখি নি বলা ভুল কিন্তু তখন ঠিক বুঝতাম না।

  • Tim | 198.82.29.217 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৩৬461678
  • বাইচুং এর থেকে ভালো স্ট্রাইকিং এবিলিটি মনে হয়না ভারতীয় ফুটবলে এসেছে। তবে আমিও শ্যাম থাপার খেলা দেখিনি।
    ব্যারেটোকে নিয়ে দ্বিমত আছে। মজিদের সময় ডিফেন্সে কারা খেলতো সেটাও ভেবে দেখতে হবে।
  • ppn | 112.133.206.18 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৪৪461681
  • * অনেকে আছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন