এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৬৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 126.202.219.117 | ১০ এপ্রিল ২০১৪ ১৯:৩৮580692
  • কল্লোলদা ইনি মুলায়েম সিং যাদব
  • এমেম | 127.194.242.217 | ১১ এপ্রিল ২০১৪ ০২:১১580693
  • 'Any leniency shown in the matter would not only be misplaced but would give rise to a feeling of private revenge among people, leading to lawlessness in society. The court would not like such a situation to prevail.'

    নির্ভয়া হত্যা মামলায় দিল্লি হাইকোর্টের রায়ের অংশ ছিল।
  • এমেম | 127.194.242.217 | ১১ এপ্রিল ২০১৪ ০২:১৭580694
  • এমনিতে নির্ভয়া কেসের রায় সমর্থন করি। কিন্তু উপরে উদ্ধৃত যুক্তি কতটা শক্তিশালী, শিয়োর ছিলাম না। শিয়োর ছিলাম না বলেই কোট করেছিলাম।
  • এমেম | 127.194.242.217 | ১১ এপ্রিল ২০১৪ ০২:২৯580695
  • Any leniency shown in the matter would be misplaced -- এটুকু বলাই যথেষ্ট ছিলনা কি? পরের অংশ অ্যাপোলোজেটিক শোনালো। বস্তুতপক্ষে, মৃত্যুদন্ড নিয়ে আপত্তি এখন এতটাই প্রবল, যে বিচারকেরা অ্যাপোলোজেটিক।
  • কল্লোল | 125.242.180.91 | ১২ এপ্রিল ২০১৪ ০৭:২৯580696
  • স্চ। গতকাল এখানে (লুরুতে) অলকানন্দা রায়ের একটা সাংবাদিক সম্মেলনে ছিলাম। এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশন ওনার পরিচালনায় সংশোধনাগারের বাসিন্দাদের নিয়ে করা বাল্মিকী প্রতিভা মঞ্চস্থ করছে আজ। সেই উপলক্ষে সাংবাদিক সম্মেলন। একটা আধ ঘন্টার ছবি দেখানো হলো। উনি প্রায় একঘন্টা বললেন।
    ছবিটা দেখে আমার অদ্ভুত লাগছিলো। প্রায় ৩৬ বছর পরে প্রেসিডেন্সি জেলের ভিতর গেলাম। জেল এতোটা পাল্টে গেছে যে ভাবাই যায় না।
    জেলে আমার পাশেই থাকতেন সৌমেন গুহ। ওনার স্ত্রী ও বোনও (লতিকা গুহ আর অর্চনা গুহ) একই জেলে মহিলা ওয়ার্ড ছিলেন। ওঁরা দুসপ্তাহে একবার পরষ্পর পরষ্পরের সাথে দেখা করতে পারতেন, তাও দুজন রক্ষী থাকতো সামনে।
    আর আজ ছেলেরা মেয়েরা একসাথে রিহার্সল দিচ্ছে, জেলের বাইরে অনুষ্ঠান করছে, কোনও এসকর্ট ছাড়া।
    উনি বলছিলেন শুধু নাইজেল নয়, প্রায় ৫০-৬০ জন সাজাপ্রাপ্ত মানুষ এই নাচ ও গানের অনুষ্ঠান করে পাল্টেছে নিজেদের। এতোটাই পাল্টেছে যে এর মাঝে মাঝে প্যারোলে বাড়ি যায় কোন পুলিশ ছাড়া, এবং নিজেরা ফিরে আসে, সময়ের অন্ততঃ আধ ঘন্টা আগে।
    আমি অভিভুত। ওনাকে লিখতে বলেছি ওনার অভিজ্ঞতা। পারলে ওনার সাথে কথা বোলো। কলকাতাতেই থাকেন, ভবানীপুরে।
    চেষ্টা করছি ব্যাঙ্গালোরের সংশোধনাগারে এই রকম কিছু করার। উনি এখানকার ইচ্ছুক শিল্পীদের নিয়ে কর্মশালা করতে রাজী। উনি আবার এখানে এলে চেষ্টা করবো ওনার সাক্ষাতকার নিয়ে গুরুতে তুলে দিতে।
    মানুষ পাল্টায়।
  • ranjan roy | 24.99.108.72 | ১২ এপ্রিল ২০১৪ ০৭:৪৭580697
  • কল্লোল,

    নাইজেলকে নিয়ে শিবপ্রসাদ-নন্দিতার "রক্তধারা" ফিল্মটা দেখিস।
    খুব মেলোড্রামাটিক, এবং ফর্মূলা সত্ত্বেও ভালো লেগেছে। সেখানে ওই জেলের কয়েদিদের নিয়ে "বাল্মিকীপ্রতিভা' করানোর সময় ওরা সুড়ঙ্গ কেটে পালায়; কিন্তু শেষ মুহূর্তে ফিরে আসে।
    জনিনা বাস্তবে এর কতটা সম্ভব!
  • কল্লোল | 111.63.138.191 | ১২ এপ্রিল ২০১৪ ০৮:২২580698
  • না ওটা শিবপ্রসাদ-নন্দিতার গল্পের গরু সুরঙ্গে নেমেছিলো।
    তাতে নাইজেল অলকনন্দা সহ সংশোধনাগারের অন্য বাসিন্দারা খুবই ক্ষুব্ধ। নাটকীয়তা আনার জন্য ওনাদের চরিত্রহনন ওঁরা একদম মানতে পারেন নি। এটাও গতকাল অলকনন্দা বললেন।
  • কল্লোল | 111.63.138.191 | ১২ এপ্রিল ২০১৪ ০৮:২৩580699
  • আর ওটা রক্তধারা নয় মুক্তধারা।
  • π | ১২ এপ্রিল ২০১৪ ০৮:৫৭580700
  • মুক্তধারা বেশ বাজে লেগেছিল। ঃ(
  • কল্লোল | 125.242.161.196 | ১৩ এপ্রিল ২০১৪ ০৯:৩৪580702
  • গতকাল নাইজেলদের বাল্মিকী প্রতিভা দেখলাম। নাইজেলকে বাদ্দাও। ও তো এখন পুরোদস্তুর অভিনেতা। অন্যরা অসাধারণ। এরা কোনদিন জীবনে নাচেনি। এখানে আসার ৭ দিন আগে এই টিমের ৫ জনের জামিন হয়ে যায়। গত ৭ দিন ধরে নতুনেরা দিনে ৮ ঘন্টা রিহার্সল করেছে।

    তারচেয়েও ভালো খবর, ব্যাঙ্গালোরের মুখ্য সংশোধনাগারের আবাসিকেরা, কিং লিয়র ও একটি কনাড়া নাটক করেছে। এখানকার আইজি কারেকশনাল হোমস কথা দিলেন সেই টিম নিয়ে কলকাতায় যাবার। উনি কলকাতার কর্ণাটক অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবেন।
  • সিকি | 131.241.127.1 | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:০০580704
  • এ কী লিংক পড়ালেন?

    সব ঝাপসা হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছি না চোখে।

    এমনও হয়?
  • কল্লোল | 125.242.156.38 | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:০৪580705
  • জয় হোক সেই মায়ের। ওনার কদম চুমে আমার প্রণাম।
  • সিকি | 131.241.127.1 | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:১১580706
  • খুবই ক্লিশে লাগে শুনতে, কিন্তু পড়ে প্রথম দাড়িদাদুই মাথায় ধাক্কা মারল।

    দণ্ডিতের সাথে
    দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে ...
  • এমেম | 127.194.253.190 | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:১৬580707
  • আমারও ভালো লাগল।
  • এমেম | 127.194.253.190 | ১৭ এপ্রিল ২০১৪ ১৬:২০580708
  • এই থ্রেডে 'দি ইডিয়টে'র রেফারেন্স দিয়েছিলাম। কেউ পড়ল না।
  • - | 109.133.152.163 | ১৮ এপ্রিল ২০১৪ ১০:০৬580709
  • কিন্তু, কিন্তু, সব ঘটনায় সে কল্লোলের নকশাল আমলেরই হোক বা "সে"-র হুটুতুতসি ডকে, বা এই "বি"র দেওয়া ইরানি লিঙ্কে, সর্বত্রই মেয়েরাই কেন ক্ষমা করে? কোত্থাও তো পুরুষের দেখা নাই, বেশ অদ্ভুত, না?
  • কল্লোল | 125.241.85.247 | ১৮ এপ্রিল ২০১৪ ১১:০২580710
  • ক্ষমা করাটা আজও দুর্বলতার লক্ষণ বলে ধরেন পুরুষেরা। তাই ওসব কাজে মেয়েদেরই এগিয়ে দেন। ইরানের এই ঘটনায় কিন্তু বাবাটিও ক্ষমা করতে রাজি। কিন্তু কাজটা করবেন মা-ই।
    যেমন পুরুষের নাকি কারুর সামনে কাঁদতে নেই। উহা দুর্বলতা। তাই ওটি মেয়েরাই করে থাকেন। অবশ্য বেশীরভাগ মেয়েরাই তাইই মানেন।
  • - | 109.133.152.163 | ১৮ এপ্রিল ২০১৪ ২০:৪৩580711
  • কারুর সামনে কান্নাকাটি করাটা অবশ্যই দুর্বলতা। সহানুভূতি পাবার জন্য অথবা নিজের আবেগকে নিয়ন্ত্রন করার অক্ষমতা বশতই ঘটে থাকে। বাচ্চারা করে :-)
    আর ক্ষমা তারই সাজে যার মারার ক্ষমতা আছে। আগে তো দন্ড দিতে শিখুক, মারতে শিখুক, তারপর ক্ষমা করবে!
    ঐ যেমন দন্ডদাতার ভূমিকায় আসীন হয়ে সহানুভূতি প্রকাশের কোবতে বল্লেন এক্ষুনি, তেমন।
    প্রথমে কেড়ে খেতে শেখাটা দরকার; তারপর না হয় চীবর পরে ভিক্ষা করবে।
    প্রথমেই ভিক্ষার জন্য হাত পাতাটা দুর্বলতা বই কি!
  • - | 109.133.152.163 | ১৮ এপ্রিল ২০১৪ ২০:৫২580713
  • মনে হয়, "মা হওয়া কি মুখের কথা" টাইপের গ্লোরিফিকেশন করে মেয়েদের বহু-বহু বছর যেমন আটকে রাখা হয়েচে এবং এখনও হচ্ছে, তেমনি "ক্ষমা মহৎ ধর্ম" টাইপের শ্লোগান দিয়ে দুর্বৃত্ত পুরুষদের অত্যাচারের সুযোগ সমস্ত জীবন ভ'রে দেওয়া হচ্ছে। মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে।
    সুগার কোটিঙে মেয়েরা আর কত কত কত বছর মুগ্ধ হয়ে থাকবে কে জানে? হায় মেয়ে!!
  • pi | 24.139.209.3 | ২২ এপ্রিল ২০১৪ ১৮:০১580714
  • A 14-year-old dalit girl was gang-raped by five people inside a moving bus and then flung out of the vehicle in Singrauli district on Sunday in a shocking re-run of Delhi's Nirbhaya tragedy that shook the conscience of the nation. The bus driver also joined in the monstrous act. Also, the rear wheels of the bus missed her by inches as she lay bleeding and unconscious on a dirt road in Nalhatani village, 15 km from the district headquarters.

    Hours later, villagers picked her up and took her to district hospital after informing the police. She narrated the ordeal to police after gaining consciousness....
  • pi | 24.139.221.129 | ০৫ জুন ২০১৪ ১০:৫৯580716
  • হ্যাঁ, ইউপির অবস্থা ভয়ানক। আজ আরো কিছু খবর শুনলাম।
    এক জায়গার ধর্ষিতা বলছিলেন, শুধু পুলিশ প্রশাসন ই নয়, সামাজিকভাবেও কে পরিমাণ অপমান সহ্য করতে হচ্ছে।
  • hotas | 24.99.136.90 | ০৬ জুন ২০১৪ ২১:৩৩580717
  • উত্তরপ্রদেশের কি ভয়াবহ অবস্থা , দিনের পর দিন একেকটা নতুন নারকীয় ধর্ষণ -খুনের ঘটনা ! কিন্তু গুরুতে কারুর এটা নিয়ে বলার আগ্রহ নেই , সুতো ডুবে যাচ্ছে :-(
  • ## | 127.194.199.175 | ০৬ জুন ২০১৪ ২২:৪০580718
  • প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে।
  • - | 109.133.152.163 | ০৭ জুন ২০১৪ ০৭:৫৯580719
  • প্রাইজের কথা না, জানেন, এই মেয়েরা এত মহৎ, এত মহৎ যে ওরা এই সব রেপিস্টদের ক্ষমা করে দিয়েছে? আর মেয়েরাই যখন ক্ষমা করে করে মরে গেল, তখন আর শাস্তির কথা বলে মনুষ্যত্বের অপমান করা কি উচিত?
  • - | 109.133.152.163 | ০৭ জুন ২০১৪ ০৮:০৩580720
  • তাই, প্রাইজ বা শাস্তি কিছুই না ভেবে, আপাতত মেয়েদের এই ক্ষমার কথা শুনে কেঁদে কীবোর্ড ভাসিয়ে দেওয়া ছাড়া আর কিচ্ছুটি করার চিন্তা নেই।
  • b | 135.20.82.164 | ০২ জুলাই ২০১৪ ১৩:০৩580721
  • হামিদা জানডুবি (ফ্রান্সের শেষ মৃত্যুদন্ড)-র গিলোটিনঃ
    9th September 1977

    Execution of Djandoubi, Tunisian citizen.

    At 3:00 p.m., [presiding] judge R. notified me that I had been appointed to assist with the execution. I feel repulsed, but I can't get out of it. I thought about it all afternoon. My role will consist of taking note of the prisoner's statements.
    At 7:00 p.m., I went to the cinema with B. and B. B., then we had something to eat at her place and watched a late night movie until 1:00 a.m. I went home, I did some chores, then laid down on my bed. Mr. B. L. telephoned me at 3:15 a.m., as I requested. I got ready. A police car came to pick me up at 4:15 a.m. During the journey, no one said a word.

    We arrived at Marseilles' Baumettes prison. Everyone was there. The District Attorney (DA) [avocat général] arrived last. A large group formed. 20 or 30 guards, the 'officials'. All along the path, brown blankets were spread on the ground to cover the sound of our footsteps. On the path, in three places, tables holding basins of water and towels.
    The cell door was opened. I heard someone say that the prisoner was dozing, but not sleeping. He was made to 'get ready'. It took a long time, since he had an artificial leg and it had to be put on. We waited. No one spoke. I think this silence, and the apparent calmness of the prisoner, relieved those present. No one wouldn't have wanted to hear crying or protests. The group reformed itself, and we took the path back. The blankets on the ground had been pushed to the side slightly, and we were no longer trying to avoid making too much noise with our steps.
    The group stopped beside one of the tables. The prisoner was seated on a chair. His hands were locked behind his back with handcuffs. A guard gave him a filter cigarette. He started smoking without saying a thing. He was young. Very dark hair, neatly styled. His face was rather handsome, with even features, but he was pallid and had dark circles under his eyes. He looked neither stupid nor brutish. Simply a handsome young man. He smoked, and complained immediately that his handcuffs were too tight. A guard approached and tried to loosen them. He complained again. At this moment, I noticed the executioner standing behind him, accompanied by two assistants. He was holding a cord.
    Originally, it was intended to replace the handcuffs with the cord, but in the end it was decided to just remove them, and the executioner said something horrible and tragic: 'See, you're free!' It sent a shiver down the spine... The prisoner continued to smoke his cigarette, which was nearly finished, and he was given another. His hands were free and he smoked slowly. I understood then that he was beginning to realize that it was all over - that he could not escape now - that his life would end here, and that the moments that he still had would last as long as that cigarette did.
    He requested his lawyers. Mr. P. and Mr. G. approached. He spoke to them as quietly as possible, because the executioner's two assistants were standing right by him, and it was as if they wanted to steal his last moments as a living man. He gave a piece of paper to Mr. P. who tore it at his request, and he gave an envelope to Mr. G. He spoke to them very little. There was one on either side of him and they did not speak to each other either. The wait continued. He requested the prison director and asked him a question about what would happen to his possessions.

    The second cigarette was finished. Quarter of an hour had already passed. A young and friendly guard approached with a bottle of rum and a glass. He asked the prisoner if he wanted a drink and poured him half a glass. The prisoner began to drink slowly. He understood then that his life would end when he had finished drinking. He spoke a little more with his lawyers. He called back the guard who gave him the rum and asked him to gather up the pieces of paper that Mr. P. had torn up and thrown to the ground. The guard bent down, picked up the pieces and gave them back to Mr. P., who put them in his pocket.
    It was at that moment that everything became confused. This man is going to die, he knows it; he knows that he can do nothing but delay the end by a few minutes. And he became almost like a child that will do anything to delay bedtime! A child who knows that he will be treated indulgently, and who makes use of it. The prisoner continued to drink his rum, slowly, in little sips. He called the Imam who came over and spoke to him in Arabic. He responded with a few words, also in Arabic.
    The glass was nearly empty and, in a last attempt, he requested another cigarette: a Gauloise or a Gitane [unfiltered cigarettes made with strong, dark tobacco], because he didn't like the brand that he had been given. The request was made calmly, almost with dignity. But the executioner, who was becoming impatient, interrupted: "We've already been nice with him - very humane - we have to get this over and done with." In turn, the DA intervened to deny the cigarette, despite the prisoner repeating the request and adding very opportunely: "It will be the last." A sort of embarrassment came over the assistants. About 20 minutes had passed since the prisoner sat down on his chair. 20 minutes, so long and yet so short.

    The request for this last cigarette brought back the reality, the 'identity' of the time which had just passed. We had been patient; we had stood waiting for 20 minutes while the prisoner, seated, expressed wishes which we immediately granted. We had allowed him to be the master of that time. It was his possession. Now, another reality was appearing. That time was being taken back from him. The last cigarette was denied, and to get it over and done with, he was hurried to finish his glass. He drank the last sip. Passed the glass to the guard. Immediately, one of the executioner's assistants took a pair of scissors from his shirt pocket and began to cut off the collar of the prisoner's blue shirt. The executioner signaled that the cut was not large enough. So, to simplify things, the assistant made two big cuts to the shoulders of the shirt and removed the entire shoulder section.
    Quickly (before cutting the collar), his hands were tied behind his back with the cord. He was helped up. The guards opened a door in the corridor. The guillotine appeared, opposite the door. Almost without hesitating, I followed the guards who were pushing the prisoner and I entered the room (or, rather, a courtyard?) where the the 'machine' stood. Beside it was an open brown wicker basket. Everything went very quickly. His body was practically thrown down but, at that moment, I turned away. Not out of fear, but by a sort of instinctive and deep-rooted modesty (I can't find another word).
    I heard a dull sound. I turned round - blood, lots of blood, very red blood - the body had toppled into the basket. In a second, a life had been cut. The man who had spoken less than a minute earlier was nothing more than blue pyjamas in a basket. A guard took out a hose. One has to erase the evidence of a crime quickly... I felt nauseous but I controlled myself. I had a feeling of cold indignation.
    We went into the office where the DA was childishly fussing around to prepare the official report. D. carefully verified every part. It's very important, the official report of an execution! At 5:10 a.m. I went home.
    I am writing these lines. It is 6:10 a.m.
    Monique Mabelly (Juge d'instruction)
  • sosen | 24.139.199.11 | ০২ জুলাই ২০১৪ ১৪:০২580722
  • b -এর ওই লিংক পড়ে বিরক্ত লাগলো। এমনিই এই যে শরিয়ার হিসেব মত ভিকটিমের পরিবার মৃত্যুদন্ডে সরাসরি যুক্ত থাকবে এটাই খুব বাজে। আইন ব্যাপারটার কোনো মানেই আর থাকে না। তারা ক্ষমাও করে দেবে, বেশ ব্যাপার। মাঝে ছ'বছর আইন নামক প্রহসনের প্রয়োজন কি তাহলে?
  • কল্লোল | 111.63.213.240 | ০২ জুলাই ২০১৪ ১৫:০৭580724
  • কেউ কাউকে কেন ক্ষমা করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এর সাথে মৃত্যুদন্ড বিলোপের কোন সম্পর্ক নেই।
    মৃত্যুদন্ড বিলোপ একটা তাত্ত্বিক অবস্থান। আমি মনে করি কেউ জন্ম থেকে অপরাধী হয় না। প্রত্যেক অপরাধীর নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাওয়া উচিত। মৃত্যুদন্ড হলে সেই সুযোগ সে পায় না।
    তাছাড়া মৃত্যুদন্ড আসলে আইনী খুন। একটা অপরাধের শাস্তি আর একটা অপরাধ হতে পরে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন