এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২১৭৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 216.52.215.232 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৮431867
  • ডি: সব সিংহ ঘাস পছন্দ করে না। উদা হরভজন সিংহ।
  • Arpan | 216.52.215.232 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৯431870
  • যা:, এই যে শৈবাল বলেন তক্কো করবেন না ;-)

    এইটা দ্যাখেন। গুজরাটে আতসকাঁচ দিয়ে খুঁজলে সবুজ দেখা যায়। আর বাকি যে অঞ্চলের কথা বললাম সেইটা পাশে রাইখ্যা দ্যাখেন।

    http://www.frienvis.nic.in/forestcovermap.htm
  • Arpan | 216.52.215.232 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২২431871
  • ও: পিনাকী লিং দিয়ে দিয়েছে। শৈবাল এইবার ভুল তথ্য দেবার দায়ে আত্মসমালোচনা করেন। ;-)
  • SB | 114.31.249.105 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৫431872
  • ঠিক ঠিক! ম্যাপ দেখে মনে হল আন্দামান ওনাদের জন্যে সবথেকে সুবিধের, ওখানেও কি ওনারা আছেন? পিনাকি জানবে নিশ্চই .... পিনাকি?
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩১431873
  • PT,

    ঐ আশির দশকে,বস্তারের কোটিপতি তামাকু ব্যবসায়ী, ঠিকাদারদের পোষা লেঠেল প বন্দুকধারীদের নলকে বৃদ্ধাগুষ্ঠ প্রদর্শন পূরবক বস্তারের আসিবাসীরা নিজেদের দাবী দাওয়া অভাব অভিযোগ নিয়ে হাজার হাজার চিঠি লিখে, প্রতি মাসে দিল্লিতে গিয়ে মিছিল করছেন, একটু ভাবার চেষ্টা করছিলুম :)

    আপনি মনে হয় এখানে আর কারুর পোস্ট পড়েন না। গণতান্ত্রিক আন্দোলনের স্পেস কোথায় ছিল, কোথায় ছিল না, স্পেস থাকলে গণতান্ত্রিক আন্দোলন করাটাই কাম্য, এসব কথা অনেকেই তো অনেকবার লিখলেন।

    যাহোক, সাঁইবাড়ি নিয়ে আপনার মত জানতে এখনো ও আগ্রহী। :)
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২431874
  • আর, আরো এক্টা প্রশ্ন। শুধু PT বাবুকেই নয়। এই যে এই পুলিশ, জওয়ান হত্যার নিন্দা করা নিয়ে এত কথা হচ্ছে, সবাই এর নিন্দে করছেন না বলে এত নিন্দেমন্দ যে করা হচ্ছে, তাঁদের কাছে প্রশ্ন রাখি। মাওবাদী হত্যার নিন্দে করার কথা বলছি ই না, এখানেই সিদ্ধার্থ মিত্র র ছত্তিশগড় থেকে আঁখো-দেখা-হাল এ বস্তারের অনেক অনেক আদিবাসী হত্যার কথাও আছে। সেগুলোর নিন্দে করেন তো ?

    মাওবাদীদের হত্যাকারী বলুন, ক্ষতি নেই, আম্মো বলি। দেশের সরকারকেও বলেন তো ?
  • SB | 114.31.249.105 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৬431875
  • হ্যাঁ! মুক্তকন্ঠে! একই সাথে মাওবাদী হিংসার ও নিন্দে করি, মুক্তকন্ঠে!

    একে অপরের পরিপুরক।
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:০২431877
  • একমত।

    আর সরকার বলতে কেন্দ্র , রাজ্য দুই ই মিন করেছিলাম। মুক্তকণ্ঠে দুই এর ই নিন্দা করলেন দেখে ভালো লাগলো :)

  • PI | 203.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩২431878
  • @ pi

    মানুষ এবং জনমতের ওপরে বিশ্বাস হারিয়ে বন্দুক নামক ক্ষমতার উৎসে বিশ্বাস রাখা খুব একটা কাজের কথা নয়। আমার তো মনে হয় আদিবাসীদের ঠিক মত সঙ্ঘবদ্ধ করার কাজটা কোন দলই (সিপিএম সহ) ঠিকমত করে উঠতে পারেনি।
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৫431879
  • শংকর গুহ নিয়োগীর মত যাঁরা করতে গেছিলেন, তাঁদের কি গতি হয়েছে, সে তো আপনিও জানেন।
  • Ishan | 12.163.39.254 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৬431880
  • পিনাকীর কথার উত্তর:

    হ্যাঁ, স্থানভেদে এবং কালভেদে আন্দোলনের চরিত্র বদলাতে হয় বৈকি। বস্তারের কথা জোর দিয়ে বলতে পারিনা, কিন্তু জঙ্গলমহলে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধটা কেন চলছে তার কোনো মাথামুন্ডু নেই। ওটা স্রেফ যুদ্ধের মোমেন্টামে যুদ্ধ। উভয় পক্ষের দিক থেকেই।
  • Ishan | 12.163.39.254 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৫431881
  • পাই এর সঙ্গে পোচোন্ডো একমত হচ্ছি।

    লাঠি ছাড়া হিন্দিবলয়ে বাম ঘেঁষা আন্দোলন সংগঠিত করার অভিজ্ঞতা সর্বভারতীয় ক্ষেত্রে দীর্ঘদিন থেকেই ভালো নয়। যাঁরা করতে গেছেন, তাঁদের গলায় জোর বাড়ার পর প্রায় সকলকেই মেরে ফেলা হয়েছে, কিংবা লাঠ্যৌষধি দিয়ে দমন করা হয়েছে। শংকর গুহনিয়োগী, অজিত সরকার, দত্তসামন্ত, চন্দ্রশেখর, মেধা পাটকর(নর্মদা), ইত্যাদি। এমনকি আলোচনায় বসার পর পিডব্লুজিকে অন্ধ্র থেকেও পাতি অ্যানিহিলেট করা হয়।

    ব্যতিক্রম হিসেবে মূল আসামে সিপিএম কিছুটা করেছিল, আর কার্বি আংলং এ মালে। এর কোনোটাই সাসটেন করেনি।

    কিন্তু অবস্থাটা পাল্টানোর সময় এসেছে মনে হয়। এখন সর্বভারতীয় মিডিয়া, সিভিল সোসাইটি, বাধ্য হচ্ছে অঞ্চলগুলোর দিকে তাকাতে। এই মূহুর্তে বোধহয় লাঠালাঠি থেকে পিছিয়ে এসেও ফাইট করা যায়।
  • PT | 203.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২১431882
  • বা:! Ishan শেষের দুটো লাইনে প্রায় আমার মনের কথাটাই লিখে দিলেন।
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৪431883
  • হ্যাঁ, আর এই সিভিল সোসাইটির মধ্যে মহাশ্বেতা দেবী, ব্রাত্য রাও অছেন :)
    তাহলে আর এদের উপর রাগ নেই তো ? :)

  • PT | 203.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৪431884
  • মহাশ্বেতা আমার অত্যন্ত প্রিয় লেখিকা। কিন্তু আমার জ্ঞানবুদ্ধি ও জানা মতে মহাশ্বেতা রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আদিবাসীদের সংঘটিত করেননি। তাঁর ম্যাগসাসে পাওয়া আর শঙ্কর গুহ নিয়োগীর মৃত্যু বরণ করা এই ফারাক টাকে স্পষ্ট করে দেয়। ব্রাত্যর ওপর আমার খুব একটা ভরসা নেই -- এমনকি তার নাটকের খিস্তি-খেউর শুনতে শুনতে একটু ক্লান্ত লাগে। তিনি শম্ভু মিত্র কোন দিনই হবেন না--উৎপল দত্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তিনি কোন কালেই activist হবেন না। আর শাঁওলিকে দেখুন, বিপ্লব ভাল করে শুরু হওয়ার আগেই পদ্মশ্রী পেয়ে, আদিবাসীদের পরম প্রিয় UPA-সরকারের রেলমন্ত্রক থেকে ৫০,০০০ টাকা মাইনে পাচ্ছেন। সবচাইতে বড় কথা এইসময়ে তাঁদের সকলেরই লক্ষ্য অন্য -- যেটার সঙ্গে আদিবাসীদের ভবিষ্যত উন্নতির যোগাযোগ অতি সামান্য।
  • a x | 143.111.108.33 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৪431885
  • একটা লিস্ট দিই? কারা কারা ভারত থেকে ম্যাগসায়্‌সায় পেয়েছেন? কয়েকজনের নাম -

    কিরণ বেদী
    কমলাদেবী চট্টোপাধ্যয়
    শম্ভূ মিত্র
    গৌরকিশোর ঘোষ
    অমিতাভ চৌধুরি
    বিনোবা ভাবে
    সন্দীপ পান্ডে
    সত্যজিত রায়
    জয়প্রকাশ নারায়ন

    এবং

    অরুনা রায়
    পি সাইনাথ

    আরো অনেকে আছে। শেষ দুজনের নাম কেন আলাদা করে লিখলাম মনে হয় বোঝা যাবে।

    তো এই এতগুলান লোক ম্যাগসায়্‌সায় নিয়েছে, এদেরকে তো এই নিয়ে কিছু কওয়া হয়না, হাঠাৎ করে সিপিএম মহাশ্বেতাকে নিয়েই পড়েছে কেন বলুন তো দাদা? মানে দ্বিচারিতা প্রমাণ করতে আরেকটু আট-ঘাঁট বেঁধে নামলে হয়না?
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬431886
  • কি লিখেছি দয়া করে আরেকবার পড়ুন। মহাশ্বেতার সঙ্গে শঙ্কর গুহ নিয়োগীর অবস্থানের পার্থক্য করতে চেয়েছি। আমার ব্যাখ্যার সঙ্গে আপনার একমত হতেই হবে এমন ত কোন কথা নেই।

    তবে আপনার তালিকাতে যাঁরা আছেন, তাঁরা কেউই সেইভাবে ভয় দেখানোর মত করে ভারত নামক রাষ্ট্র ব্যবস্থাকে ধাক্কা দিতে পারেননি।
  • a x | 143.111.108.33 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:২১431889
  • মহাশ্বেতা পেরেছে এরকম কিছু বলছেন?
  • a x | 143.111.108.33 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:২২431890
  • মানে হয় শঙ্কর গুহ নিয়োগী হয়ে রাষ্ট্র কে ভয় দেখিয়ে খুন হতে হবে। আর নয়ত তার চেয়ে কম কিছু করলে ম্যাগসায়্‌সায় পেয়েছে কাজেই তার কোনো লেজিটিমেসি নেই এই বলতে হবে।
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৯431891
  • ... সহজ করে বলি। আমার জানা মতে মহশ্বেতা রাষ্ট্রের কাছ থেকে দাবী আদায় করে নেওয়ার মত করে আদিবাসীদের সংগঠিত করেন নি। হয়ত সেটা তাঁর উদ্দ্যেশ্যও ছিল না। কাজেই pi-এর প্রশ্নের উত্তরে লিখেছিলাম যে আমার মতে মহশ্বেতা ও তাঁর সাথীরা (সিভিল সোসাইটি??) যে কারণে গত দু বছর ধরে আন্দোলন করছেন সেই উদ্দেশ্য সফল হলে আদিবাসী বা সাধারণ ভাবে গরীব মানুষের কোন উপকার হবেনা।

    এবারে আমার ফোকাসিত উধাহরণ দিই। মহশ্বেতারা যে দলের হয়ে প্রচার করেছিলেন সেই দলের সমর্থনে UPA সরকার গঠিত হয়েছে। সেই UPA সরকার আদিবাসীদের বন্ধু (মহাশ্বেতাদের মতে) মাওবাদীদের ঠ্যাঙানোর জন্য আধা-মিলিটারি নামিয়েছে। ""গরীবের উপকারের"" অরাজনৈতিক উধাহরণ চান? আজকে UPA সরকার ইউরিয়ার দাম বাড়িয়েছে। খাবারের দাম আরো বাড়বে। আদিবাসী-প্রেমি মহাশ্বেতাদের পরোক্ষ সমর্থন রয়েছে যে সরকারের পিছনে, তাদের জন্যই সাধারণ খাদ্যদ্রব্য কেনা আদিবাসীদের পক্ষে আরো সমস্যা হবে।

    এত বড় রঙ্গ যাদু, এত বড় রঙ্গ.......
  • a x | 143.111.108.33 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:১২431892
  • আধা মিলিটারি নামানোর জন্য মহাশ্বেতা বিরোধিতা করেছেন। সুমন ভেতরে থেকে প্রতিবাদ করেছেন, তখন তাদের হয় থ্রেট দেওয়া হচ্ছে নয়ত আবার ঘুরিয়ে পেঁচিয়ে দ্বিচারিতার দায় আনা হচ্ছে।

    হ্যাঁ বড় রঙ্গ তো বটেই!
  • Blank | 59.93.194.118 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:২০431893
  • দ্বিচারিতা !! এক ভদ্রলোক এক কালে শুধু দ্বিচারিতা থেকে দুরে থাকার জন্য নাইটহুড ছেরেছিলেন।
    হায় রে Ramon Magsaysay, বেঁচে থাকলে হেব্বি কনফিউসড হতো বটে।
    (উপরোক্ত অংশটি শুধুই মহাশ্বেতা প্রসঙ্গে)

    শুধু তো দ্বি, আগে বহু হোক

    (ইহা কবীর সুমন প্রসঙ্গে)
  • a x | 143.111.108.33 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩০431894
  • তাই তো পি সাইনাথ থেকে অরুনা রায় সবাইএর এই দ্বিচারিতা কি করে সহ্য করা হয় কে জানে!
  • Ishan | 12.163.39.254 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০২:১২431895
  • ম্যাগসাইসাইতে প্রবলেম কি? আমাকে দিলে আমিও নিতাম, নেহাৎই দেয়না তাই। :)

  • kallol | 115.184.4.129 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০০431896
  • এই খেয়েছে। বাংলা লেখার নতুন কলে কিচ্ছু আসছে না। পুরোনো কলে ডানদিকে বাংলা আসছে না। আমি আজ থেকে ie8 ব্যবহার করছি। কেউ কিছু একটা সমাধান বাৎলাও।
  • kallol | 115.184.37.156 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০৬:৫৮431897
  • ও: নানা প্রকার হাৎরানোর পর শেষমেশ নতুন কল পুরোনো চেহারায় ফিরে এলো।
  • kallol | 115.184.37.156 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০৭:২৭431898
  • এসবির Date:18 Feb 2010 -- 06:52 PM
    গরুর রচনা পোস্টের জবাবে।
    আমার প্রশ্ন ছিলো ৩২ বছরেও ""জঙ্গলমহলে"" উন্নয়ন হলো না কেন। উন্নয়ন বলতে আমি বোঝাতে চাইছি, যে অর্থে বর্ধমানের গ্রাম বা দ:/উ: ২৪ পরগনার গ্রাম জঙ্গলমহলের চাইতে উন্নত, সেই অর্থে। তাতে অনুজ পান্ডের উল্লেখ ছিলো। লোকটা সিপিএম করে দৃশ্যত:ই নিজের আখের গুছিয়েছে। তার ওপর মানুষের ক্ষোভও ছিলো।
    অমনি তুমি লিখলে (ভাষাটার মধ্যে পলায়নীটা লক্ষ্য করো) ""আপনি অনুজ পান্ডের নাম করলে আমিও মধু কোড়ার নাম করব""। পড়লেই মনে হয় - এই ত্তো বাঁচার রাস্তা পেয়ে গেছি!
    উন্নয়ন হলো না কেন - এই প্রশ্নের পাশ কাটাতে - দুর্নীতিগ্রস্ত মধু-শিবুকে মাওবাদীরা কিছু বলে না কেন-র নামে গরুর রচনা কে লিখলো তবে?
    আমি তার উত্তরে দ্বিধাহীন ভাবে জানালাম মাও-মধু-শিবু সব সাট আছে। তারপর আমার মূল প্রশ্নে ফিরে গেলাম - ৩২ বছরেও ""জঙ্গলমহলে"" উন্নয়ন হলো না কেন।
    আর গুজরাট নিয়ে তোমার কৌতুহলের জবাব আমার জ্ঞান-বুদ্ধি মতে দিলাম।
    এবার বলো, মূল প্রশ্ন পাশ কাটিয়ে গিয়ে অপ্রাসঙ্গীক বা ততো প্রাসঙ্গীক নয় প্রসঙ্গে চলে যাওয়াটা গরু? না, সেটার জবাব দিয়ে মূল প্রসঙ্গে ফিরে আসাটা গরু?

    এই ব্যবস্থায় রাজ্য সরকারের পক্ষে উ:/দ: ২৪ পরগনা, বর্ধমান, হুগলীর গ্রামে যতটা উন্নতি করা গেছে (বিপ্লব না করেই) ততোটা তো করাই যেতো - সে তো সরকারও স্বীকার করছে, করা হয় নাই।

    হ্যাঁ, কর্মসূচী থেকে বিপ্লবের কথাগুলো ডিলিটের প্রসঙ্গে অ্যাট্টা পোস্নো পেলো - কমরেড এসবি - কি মনে হয় , বিপ্লব হবে????
  • SB | 59.93.198.196 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫২431900
  • কল্লোলদা, আপনার হয়তো চোখ এড়িয়ে গেছে, আমি লিখেছিলাম যে জঙ্গলমহলে উন্নতি কী কী হয়েছে কী কী হয়নি। বর্ধমান, হুগলী, চব্বিশ পরগনার সাথে জঙ্গলমহলের তুলনা উচিত হবে না, রেফেরান্স ফ্রেমটাই আলাদা। যেকোন একটা টাইম ফ্রেম ধরতে হবে আপনাকে, ধরুন ১৯৪৭, বা ধরুন ১৯৭৭, সেই সময়ে ওই জেলাগুলোর সাথে জঙ্গলমহলের তুলোনা করুন, তাহলে তার পর থেকে এখন পর্যন্ত হওয়া উন্নতি টা বোঝা যাবে।

    জঙ্গলমহলের অনুন্নতি উপেক্ষা টা বহু প্রাচীন।

    অনুজ পান্ডের বাড়ি সম্পর্কে, বা আখের গোছনো সম্পর্কে কোন দ্বিমত তো নেই, আগেও ওপেনলি বলেছি। কিন্তু মাওবাদীরা বেছে বেছে অনুজ পান্ডের বাড়িই ভাঙ্গলো, ওদের ইনফ্লুয়েন্স তো অনেক জায়গায়, বাকি কোথাও অনুজ পান্ডে খুঁজে পায়নি ওরা? আপনি কি এটাকে মাওবাদীদের দ্বীচারিতা বলবেন না? আপনি কি বলবেন না এই সিপিএম কে আলাদা করে আইসোলেট করে মাওবাদীদের খুনের রাজনীতি infantile disorder? ঠিক যেমন একটা সময়ে নেহেরু-নেতাজী কে মূল শত্রু বলা হয়েছিলো, ঠিক যেমন চারু বাবু সি পি এম কে মূল শত্রু বলে চিনি্‌হত করেছিলেন।

    যাগ্গে যেটা বলার, বিপ্লব হবে তো, কেন হবে না আপনার মনে হলো কল্লোলদা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন