এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 172.69.134.188 | ১৫ মার্চ ২০২০ ১৭:১৬435841
  • পিনাকী, সবাই যে কথা শোনা বাধ্য বাচ্চা তাও অবশ্য না। তবে একটা সিগনিফিক্যান্ট সেকশানকে ওভাবেই বড়ো করা হচ্ছে (অন্তত তাদের মাবাবারা চেষ্টা করছে)।
  • পিনাকী মিত্র | ১৫ মার্চ ২০২০ ১৭:০৮435840
  • না না, কথা শোনা বাধ্য বাচ্চা কেউ নয়। এখানকার মত করে নিয়ম ভাঙার প্রবণতা ভালমতই আছে। আর এখানে বাচ্চাদের রাইট এতটাই বেশি, যে বড়রা একটা লেভেলের বেশি ওপিনিয়ন চাপাতে পারে না। কেস খেয়ে যাবে সেরকম হলে। 

  • r2h | 172.68.167.39 | ১৫ মার্চ ২০২০ ১৭:০৬435839
  • একটু আগেই ফেসবুকে মাহফুজ আলমের লেখা পড়ছিলাম, পিছিয়ে থাকা এলাকায় শিক্ষকতার অভিজ্ঞতা, পড়ুয়াদের স্বপ্ন আর স্বপ্নভঙ্গ, সুযোগ না থাকা, এগোনোর জন্যে কঠিন লড়াই এইসব নিয়ে।
  • dc | 172.68.146.169 | ১৫ মার্চ ২০২০ ১৭:০৩435838
  • বাচ্চাগুলো আর কিই বা শিখবে? ধুলোবালি গায়ে না লাগিয়ে বড়ো হচ্ছে, কেউ বড়োদের অবাধ্য হওয়ার কথা মনেও আনে না। ক্লাস কেটে সিনেমা দেখতে যাওয়া কাকে বলে তাও জানে না। নিয়ম মেনে খেলাধুলো করে, নিয়ম মেনে বাড়ি ফেরে, নিয়ম মেনে পড়তে বসে। শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট রোবট তৈরি হচ্ছে ঃ-)
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৭:০১435837
  • আবাসন না জেলখানা?
  • dc | 172.68.146.169 | ১৫ মার্চ ২০২০ ১৭:০০435836
  • আর এটা শুধু ইস্কুলে না, এই ক্লাস বিভাজন আবাসনগুলোতেও সারাক্ষন মেনে চলা হয়। এমনিতে তো বাইরের কারুর ভেতরে ঢোকারই উপায় নেই, সিকিউরিটির লোকজন ঢুকতে দেবে না (তাঁদের ওপর কড়া নির্দেশ থাকে)। আবাসনের কোন বাচ্চা যদি বাইরে গিয়ে খেলতে চায় তো সে নিয়েও কথা শুরু হয়ে যায়।
  • পিনাকী মিত্র | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৯435835
  • এর মধ্যে শুনলাম এক খ্রীষ্টান সংগঠন সিদ্ধান্ত নিয়েছে করোনা নিয়ে প্রেয়ার কনফারেন্স করবে প্রায় ১৫০০ ভক্ত নিয়ে। সরকারের ৫০০ জনের ওপর গ্যাদারিং নিয়ে নিষেধাজ্ঞা আছে বলে বাবুরা তিনটে স্লটে ভাগ করে করবে, এমন বদের বাসা। 

  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৭435834
  • বাচ্চাগুলো কি শিখছে কে জানে?
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৭435833
  • প্রথম বিশ্বের লোকেরা নিজেদের এক্সেসটা বুঝতে পারেনা। সেটা একটা সমস্যা তো বটেই।
  • dc | 172.68.146.169 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৬435832
  • S এটা নিজের চোখে দেখা। একবার না, বেশ কয়েকবার।
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৪435831
  • ডিসিদা এইটা কি সত্যি? তাহলে সত্যিই খুব খারাপ অবস্থা।
  • পিনাকী মিত্র | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৩435830
  • প্রথম বিশ্বের সমস্যাগুলো অদ্ভুত। পরশু একটা বিতর্ক পড়ছিলাম একটা সুইডিশ অনলাইন পোর্টালে। একটা স্কি রিসর্টে অথরিটি সিদ্ধান্ত নিয়েছে চেয়ার লিফট, যেগুলোতে একসাথে ঠাসাঠাসি করে ৮ জন বসতে পারে, সেখানে করোনার কারণে ৮ জনকে বসতে দেওয়া হবে না। সেফ দূরত্ব বজায় রাখতে চারজনকে বসতে দেওয়া হবে। তাতে একদল লোক বিতর্ক তুলেছে যে এতে করে যে কিউ তৈরী হবে লিফটে ওঠার, সেখানে তো অনেক বেশি ভিড় তৈরী হবে। সেটাকি করোনার জন্য খুব সেফ হবে? 

    আমি হাসব না কাঁদব ভেবে পাই না। এতকিছুর মধ্যেও স্কি টা করতেই হবে। ওটা যেন খাওয়া, ঘুমের মতই অপরিহার্য। ওটাকে ধ্রুব সত্য ধরে নিয়ে তারপর বাকি বিতর্ক। 

  • r2h | 172.68.167.45 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৩435829
  • "দেশ যদি তার নাগরিকদের কথা না ভাববে তো কারা ভাববে তাদের কথা?" - প্রচণ্ড একমত।
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫৩435828
  • এখন আমেরিকাতে যেটা হচ্ছে সেটা হল স্টেটাস কুয়োটা কন্টিনিউ হচ্ছে। এলিটদের ছেলেপুলেরাই পড়াশুনা করে এলিট হচ্ছে। তারা আইভি লীগ যাচ্ছে, হোয়াইট কালার জব পাচ্ছে। এরাই এমনভাবে পলিসি তৈরী করছে যাতে স্টেটাস কুয়ো মেইন্টেইন হয় যেটার সবথেকে বড় বেনিফিশিয়ারি তারা নিজেরা। বাকীরা আঙুল চুষছে। এখন অবস্থা একটু বদলেছে। লোকে ফ্রী এডুকেশান, ফ্রী হেল্থকেয়ারের কথা বলছে।
  • সে | 162.158.150.131 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫১435827
  • “ আর আমাদের মিডিল ক্লাস লোকজন এমন লেভেলে রেসিস্ট যে পেরেন্টরা ইস্কুলে গিয়ে শিক্ষকদের চাপ দেয় যেন নিজের বাচ্চাকে ছোটলোকদের সাথে মিশতে না দেওয়া হয়, তাহলে জাত যাবে।” ছি ছি।
  • সে | 162.158.150.131 | ১৫ মার্চ ২০২০ ১৬:৫০435826
  • কেটের ছেলে যেদিন ভাল নম্বর পেল প্রথম, তার পরের দিন অফিসে এসে সে ছুটে এসেছে আমার ঘরে। ঢুকে দেখে ঘরে অন্য লোক বসে আছে, আমরা মিটিং করছিলাম। সে ময়লার ঝুড়টা পরিস্কার করে দিয়ে চলে গেল। বাইরে ওৎ পেতে অপেক্ষা করছিল। মিটিং শেষ হতেই ঢুকে পড়েছে ঘরে। আনন্দে তার সর্বাঙ্গ কাঁপছে, গুছিয়ে কথা বলতে পারছে না, এত খুশি।
  • dc | 172.68.146.169 | ১৫ মার্চ ২০২০ ১৬:৪৯435825
  • আমাদের দেশে আরটিই অয়াক্ট পাশ করা হলো, কিন্তু ইমপ্লিমেন্টেশানের অভাবে কিছু করা গেল না। আর আমাদের মিডিল ক্লাস লোকজন এমন লেভেলে রেসিস্ট যে পেরেন্টরা ইস্কুলে গিয়ে শিক্ষকদের চাপ দেয় যেন নিজের বাচ্চাকে ছোটলোকদের সাথে মিশতে না দেওয়া হয়, তাহলে জাত যাবে।
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৪৪435824
  • বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে শিক্ষাকে কিছু লোকজন কুক্ষিগত করে রেখেছে। কোথাও জাতপাতের নামে, কোথাও রেস, কোথাও গায়ের রং এইসব করে। কারণ জানে যে এডুকেশান ইজ আ গ্রেট লেভেল প্লেয়িং ফিল্ড। ক্লাস বেরিয়ার ভাঙার সবথেকে বড় হাতিয়ার হল শিক্ষা।
  • dc | 172.68.146.169 | ১৫ মার্চ ২০২০ ১৬:৪২435823
  • হ্যাঁ, ভারতীয়দের মতো উগ্র রেসিস্ট কম দেশেই হয়।
  • sm | 162.158.227.69 | ১৫ মার্চ ২০২০ ১৬:৪২435822
  • মাকু রা, এখন বহু জায়গায় তেল এর সন্ধানে আছে।পাচ্ছে না।বড্ড হতাশ!
    কথায় আছে,
    বাঙ্গালীর আমাশা,
    মাকু দের হতাশা -
  • dc | 172.68.146.169 | ১৫ মার্চ ২০২০ ১৬:৪১435821
  • "আগে সুযোগটুকু দাও, তারপর তো অন্য কথা"

    এটা আসল কথা। পড়াশুনোর সুযোগ পেলে কিভাবে অবস্থা বদলে যায়, এটা আমিও দুয়েকবার কাছ থেকে দেখেছি। আমাদের আগের পাড়ায় একটি মেয়েকে ছিলো যে ফুল বিক্রি করতো আর রাতের বেলা ল্যাম্পপোস্টের নীচে বসে বসে পড়তো। একেবারে লিটারালি বিদ্যাসাগর কেস। তবে তামিলরা লোকজনকে বেশ সাহায্য করে, পাড়ার কয়েকজন মিলে মেয়েটির পড়াশুনোর খরচ দিতো। সেই মেয়েটি আজ দিব্যি চাকরি করছে।
  • সে | 162.158.150.29 | ১৫ মার্চ ২০২০ ১৬:৪১435820
  • রেসিজম অত্যন্ত বাজে জিনিস। তবে দুনিয়ার সর্বত্র আছে নানান ফর্মে। ভারতের চেয়ে ইয়োরোপে রেসিজম কম। অ নে ক কম। কম হলেও নিন্দনীয়।
    সেসবের কথা পরে লিখব।
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৩৭435819
  • সেতো আমাদের দেশেও দিদি মোদি ভক্তের সংখ্যা কম নয়। সোকল্ড শিক্ষিতদের মধ্যে।
  • pi | 162.158.23.108 | ১৫ মার্চ ২০২০ ১৬:৩৬435818
  • হানুদা, না৷ Newyorker,, এর লেখা দিল্লি দাংা নিয়ে ছিল।

    আর আম্রিগাতেও তো এত্ত ট্রাম্প ভক্ত তৈরি হয়েছে, তার বেলা?৷

    ইউরোপে রেসিজম আছে জানি, কতটা আছে? অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে? ওখানজার লোকজন লিখুন না একটু, নিজেরা ফেদ করেছেন?
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:৩৫435817
  • দিদি তো বলেই দিয়েছেন যে তেলেভাজা বিক্রি করে লোকে তিনতলা বানাচ্ছে। তার প্রসাদ খাওয়া চ্যালারা তো ডাক্তারি মোক্তারি ছেড়ে সেসব করলেই পারে। অন্তত কিছু লোকের জীবন বেঁচে যাবে।
  • সে | 162.158.150.29 | ১৫ মার্চ ২০২০ ১৬:২৯435816
  • শুনুন। একটু জাহির করি।
    আমাদের অফিসের এক মেথর (জ্যানিটর না কী যেন বলে ইংরিজিতে) মহিলা (নাম কেটে, বয়স ৩০, রিফুজি, তিনটে বাচ্চা, স্বামী পঙ্গু ইলেট্রিশিয়ান, সব জায়গায় অনেক ধার দেনা, শিক্ষা ইস্কুল অবধি, পুরো পড়তেও পারেনি কারণ কসভোর সেই জেনোসাইড, ওরা মুসলমান, গায়ের চামড়ার রং সাদা)।
    কেটের রোজগারে সংসার চলে। মাসের শেষে চার থেকে সাড়ে চার হাজার তার ইনকাম (ডলার=সুইস ফ্র্যাংক ধরে নিয়ে)।
    সেই টাকায় বাড়িভাড়া দেয়, অসুস্থতা ইনশিওরেন্সের প্রিমিয়াম দেয় পাঁচজনের, গাড়িভাড়া, ইলেকট্রিসিটি, খাবার, জামাকাপড়।
    তার উচ্চাকাঙ্খ্যা ছিল না বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য। বড়ো ছেলে ক্লাস নাইন ( সেকেন্ডারি ইস্কুল) গাড়ির মেকানিক হবে, গাড়ি খুব ভালবাসে। মেঝটা মেয়ে ক্লাস সিক্স। মন দিয়ে পড়ে না, মা কে দেখছে ঝিগিরি করতে, মা রোজ অফিসের টয়লেট সাফ করে, বাড়ি গিয়ে খেতে পারে না, গা গুলোয় তার, মাথার মধ্যে টয়লেটের ব্রাশ এবং বড়ো বড়ো ভ্যাকুয়াম ক্লিনার টেনে টেনে পরিস্কার করার যন্ত্রণা।
    কেটের সঙ্গে বন্ধুত্ব হলো। সে সব বলল আমায়।
    বললাম বাচ্চাগুলোকে মন দিয়ে পড়াও। রোজ যেন ক্লাসে পড়া পারে। রোজ যেন হোমওয়ার্ক করে। ইস্কুলে পেরেন্ট টিচার মীট হলে ওদের চিচারকে জানাও যে তারা মায়ের মত হবে না, আরও পড়বে, ইউনিভারসিটিতে পড়বে। ক্লাসের সব নোট যেন ৫ কিংবা ৬ থাকে।
    কেটে বলল, ওরা পড়লে তো আরও পাঁচ বছর ওদের টানতে হবে আমাকে। বললাম টানো। এতদিন যদি পেরে থাকো আরেকটু পারবে। কিন্তু তোমার বাচ্চারা চেয়ারে বসে অফিসার হবে সেটা ভালো না? কালিঝুলি কম মাখবে সেটা ভালো না?
    মাথায় ঢুকল কথাটা। তারপর একদিন এসে বলে ছোট ছেলে অঙ্কে জারমানে ইংরিজিতে ৬ পেয়েছে। ছোট ছেলের পড়ায় মন বসেছে। দেখাদেখি মেয়েও পড়তে চাচ্ছে।
    কেটের বাচ্চারা যদি ইউনিভারসিটি থেকে পাশ করে বড়ো চাকরি পায় সেটা যেমন কেটের সাফল্য তেমনি দেশেরও। কেটে টিউশন ফির চিন্তায় থাকলে তাকে মোটিভেট করা যেত না।
    স্ট্যাটিসটিক্স তো তার পরের গল্প। আগে সুযোগটুকু দাও, তারপর তো অন্য কথা। তোমরা তাকে শিক্ষার জন্য ঢুকতেই দেবে না, তারপর স্ট্যাটিসটিক্সের বড়াই করবে এ কেমনধারা বদমায়েসী। রেখে দাও স্টযাটিসটিক্স। দেশের মানুষের কথা ভাবো।
    আগের দিনে যেমন ছোটোলোকেদের পড়তে দিতে বাধা দিত, এও তেমনি। জাত নয়, টিউশনফি দিয়ে ঠেকানোর বন্দোবস্ত। দেশ যদি তার নাগরিকদের কথা না ভাববে তো কারা ভাববে তাদের কথা? এসব স্ট্যাটিসটিক্সের বড়াই তাদের মানায় না।
  • sm | 162.158.227.69 | ১৫ মার্চ ২০২০ ১৬:২৬435815
  • না, না,ছোটন।ডাক্তার রা চষম খোর হলেও চিকিৎসা করে কিছু লোকের প্রাণ বাঁচায়।এম বি এ গুলো ওয়ার্থ লেস।
    সারা জীবন ধরে কি করে কি বলে নিজেই বোঝে না।
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:২৩435814
  • *চশমখোর
  • S | 162.158.107.84 | ১৫ মার্চ ২০২০ ১৬:১৯435813
  • আমেরিকাতে হায়ার এডুকেশানের প্রয়োজন হয়ে পড়েছে অ্যাভারেজ ওয়েজ বাড়ানোর জন্য, ইনক্রিজড স্কিল রিকোয়ারমেন্টের জন্য।

    বাকী কথায় একমত। সেটা কিছু চষমখোর ডাক্তারদের দেখলেই বোঝা যায়।
  • lcm | 172.68.142.160 | ১৫ মার্চ ২০২০ ১৬:১১435812
  • কলেজ/হায়ার এডুকেশন একটা ক্লাস তৈরি করে, সেগ্রিগেশন তৈরি করে, হায়ার এডুকেটেড ক্লাস - এসেট্রা । ইউনিভার্সাল হায়ার এডুকেশনের অপশন থাকলেও, সবাই তো নানা কারণে অতদূর নাও পড়তে পারে, সুতরাং যারা পড়ছে আর যারা পড়ছে না - তাদের মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছে। কিন্তু হায়ার এডুকেশনের মরাল এবং ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন - সেটি তো সবসময়ই প্রশ্নের মুখে । উচ্চশিক্ষা কি মানবিকতা, সহমর্মিতা গড়ে তুলতে সাহায্য করে? কোনো ডাইরেক্ট কোরিলেশন কি আছে - নেই/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত