এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 162.158.159.101 | ১৫ মার্চ ২০২০ ২৩:২৩435901
  • সেই একি ঘ্যাঙ্গ্হ্যান আবার করে যাই ;কোনো না কোনো ফর্মে খুব বেসিক লেভেলে তর্কশাস্ত্র , দর্শন এবঙ্গ কারুশিল্প শিক্ষা জরুরি , প্রথগত শিক্ষার বাতাবরনেই ।

    এক্টা মানুষ বড় হচ্ছে তর্কশাস্ত্রের বেসিক না জেনে, এবার এক্টু পালিটিকাল স্টেটমেন্ট জাতে হয়্ত কোনো এক্টা এসোসিএটিভ লজিকের বেসিক প্রব্লেম আছে , তার মাথা সেটা ক্যাচ করেনা, তখন কী করে ? নিজের পক্ষের লোক হলে লাইক , বিরোধি পক্ষ হলে গাল দাও । ভেড়ার পালের মত জীবন ।

    দর্শন বল্লেই ভাব এমন , আরে ভাই বাজারে নতুন এক্শন মুভি এসে গ্যাচে, নাম সায়েন্স । ওসোব দার্শনিক গপ্পোবাজি দিয়ে কী কাম ? গপ্পো দিয়েই আসোল কাম । কতরকোম ভাবে এই গপ্প কে দেখা জায় আর ভাবা যায় তার শিক্ষা তাই জরুরি । হিউম্যান ব্রেইন ইস স্টোরি কম্পাইলার , যার মাথার ভেতর গপ্প ভ্ঙ্গা গড়ার চয়েস নাই তার কিহুই নাই । টেলিফোন ডিরেক্টরির মত সফল জীবন।

    একটা অদ্ভুত বাতাবরনে আমরা বসবাস করি যেখানে আপনি কাওকে টেন্সর ক্যল্কুলাস নিয়ে দুর্বোধ্য দুপাতা গ্যান দিলে সে আপ্নাকে শিক্ষিত ভাববে এদিকে ছড়া লিকেচে তাতে মাত্রার ভুল ধর্লে বলবে আঁতেল !! এদিকে সবাই ভাতে টেন্সর মেখে খাচ্চে এরকম ও না !

    প্রচুর পয়্সা কড়ি রোজগার করে কী হবে জদি নিজের গড়ে ওঠা সেন্স দিয়ে নাই বুঝি কোন আর্ট পীস টা কেন দামি , কোন পোষাকের কোন রঙ্গের সঙ্গে কোন্টা জায় বা জায় না । ইভেন এক্টা গহনার চয়েস , দেয়ালের রঙ্গ, শড়ির পার ,এক্টা স্যুটের কাপোড়ের টেক্স্চার । তখন আমরা পেজ থ্রি কে নকল করি না বুঝে আর দামি ব্রান্ড পরিহিত ক্রিস্মাস ট্রি হয়ে ঘুরে বেড়াই। সুন্দর কী ও কতরকম তা শিখিনি বলে বাজারকে নিয়ন্ত্রন কর্তে পারিনা উল্টে স্নো-পাওডার -ক্রিম কোম্পানিরা আমদের বোকা বনায় আর বুড়ো বয়েসে ভাবতে বসি কত ভুল হয়ে গেছে ।

    এগুলো আমাদের কাছ থেকে সরানো হয়েচে জাতে কিছু কর্পোরেট পালিত "ট্রেন্ড সেটার" এর পেছনে সবাই ভেরার মত ছোটে। রিক্লেইম করা জরুরি।
  • b | 162.158.167.117 | ১৫ মার্চ ২০২০ ২৩:২২435900
  • তবে আকা আরো কয়েকটি অ্যাঙজাইটি বাদ দিলোঃ
    ১) বসার যায়গা পাবো কি না
    ২) দুটো সিটের মাঝখানে পা পড়বে না তো?
    (এর কারণ, গেদে প্যাসেঞ্জারের মত মার্কামারা কয়েকটা ট্রেনে প্রচন্ড ছারপোকা, দুটো সিটের ফাঁকে বসলে থাইয়ের পিছন দিকটা স্রেফ কামড়ে চাকা চাকা করে ফুলিয়ে দেবে, সে যতই আপনি রাইনো ব্রান্ড জিনস পরুন না কেন। তখন ডেলি প্যাসেঞ্জারের উভয় সঙ্কটঃ থাইয়ের পিছন ভয়ঙ্কর চুলকাচ্ছে, অথচ এত কষ্টার্জিত সিট ছাড়াও যাচ্ছে না। রামকৃষ্ণের গল্পের সেই অবধূত থাকলে হয়ত ডেলি প্যাসেঞ্জারকে গুরু মানতেন)
  • aka | 162.158.187.116 | ১৫ মার্চ ২০২০ ২৩:২০435899
  • অর্জুন ঠিক, আমার সারকাজম করা উচিত হয় নি।
  • aka | 162.158.187.116 | ১৫ মার্চ ২০২০ ২৩:১৯435898
  • হখগ, উইদাউট ডেটা ইউ আর অ্যানাদার পার্সন উইথ অপিনিয়ন। ঃ)

    ঐজন্যই তো হলুদ বই শুধু থিওরী হিসেবে বাজারে চলে। ঃ)

    কিন্তু কেলো হল, সব স্কুল বন্ধ, এদিকে সব অনলাইনে চলবে। এতক্ষণ ধরে কেলাস ওয়ানের ছাত্তরের জন্য গণ্ডাখানেক অ্যাপ ডাউনলোড করলাম। এবারে পুরোদস্তুর কন্ফিউজড কোনটায় ম্যাথ করতে হবে আর কোনটায় ড্যান্স। মাক্কালি একটা হোমওয়ার্ক হল ড্যান্স।
  • অর্জুন | 162.158.227.55 | ১৫ মার্চ ২০২০ ২৩:১৮435897
  • @aka,

    মুশকিল, হল আপনি বা আপনার মত এখানে অনেকেই আছেন জারা মনে করেন আপনাদের অভিজ্ঞতার বাইরে আর কারো অভিজ্ঞতা প্রকৃত অভিজ্ঞতা নয়। সেই জন্যে 'কানে কানে' বলে গেল না 'মনে মনে' এ ধরণের sarcasm র আশ্রয় নিতে হয়।  

    আপনি আমার অভিজ্ঞতার কথা জানেন না। আমি আপনারটা না। অভিজ্ঞতাগুলো কি ইউনিভার্সাল ?

    আমি নিজে মফস্বলে ছোটবেলা কাটিয়েছি এবং আমি নিজে সে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমি আমার চার পাশে সে ধরণের প্রচুর মানুষকে দেখেছি।  এসব অঞ্চলে থাকা মানুষরা সব এক সামাজিক কাঠামো থেকে আসে তাও নয়। 

    শান্তিপুর কলকাতা অনেক দূরে। দক্ষিণ ২৪ পরগণা অত দূরে নয়। একটা অংশ তো এখন কলকাতার মধ্যেই। 

    ইন্টারনেটে ভিজুয়েল ডিসটেন্স কমাতে পারলেও অন্যান্য ব্যবধান খুব কম করতে পেরেছে বলে আমার মনে হয়না। 

  • aka | 162.158.187.116 | ১৫ মার্চ ২০২০ ২৩:১৫435896
  • বি, ৫ঃ৫০ এর আপ শান্তিপুর শ্যালদা ছাড়ার পর প্রথম যেখানে দাঁড়াতো আমি সেখানের। প্রথমে ৮ঃ৩৭ এর কৃষ্ণনগর, পরে ৮ঃ০২ নৈহাটি ইত্যাদি। ফেরার সময়ে বেস্ট ছিল উল্টোডাঙা থেকে বজবজ নৈহাটি। খড়দা পেরলে গাড়িটাই আমাদের।
  • হখগ | 162.158.227.69 | ১৫ মার্চ ২০২০ ২৩:১২435895
  • ****হখগ
    @আকা, সব আপ্রোচ ই টেকনোক্রাটিক হলে কি করে হবে। এই জন্যই ভুঁড়ি বাগিয়ে ইত্যাদি ------
  • o | 173.245.52.194 | ১৫ মার্চ ২০২০ ২৩:১১435894
  • আঃ, পিটিবাবু কোথায় গেলেন? সিপিএমের এই শতরূপ ঘোষ যা নেতা হয়েছে না, বুঝলেন পিটিবাবু, ঐ একটি ভেঙে পাঁচটি সুজন চক্কোত্তি হবে। চাম্পি ডিবেট করে মাইরি! ঃ-)))

  • ,খগ | 162.158.227.69 | ১৫ মার্চ ২০২০ ২৩:১০435893
  • কিন্তু থিয়োরাইজেশন এ স্পেকুলেশন থাকবে, @আকা।
  • b | 172.69.134.176 | ১৫ মার্চ ২০২০ ২২:৫৯435892
  • অঃ আকা শান্তিপুর? আমি তো ৮ঃ৩০ এর নৈহাটি। বাকি সব ঐ ঐ ঐ।
  • aka | 108.162.238.118 | ১৫ মার্চ ২০২০ ২২:৩৯435890
  • @অর্জুণ, পন্চেন্দ্রিয় অবজার্ভেশন হিসেবে ভালো, কনক্লুশন ড্র করার জন্য নয়। তাই তার আগে ব্যক্তিগত অবজারভেশন বলে দিলে ভালো হয়।

    এই গ্লোবালাইজেশনের আর ইন্টারনেটের যুগে বোস্টন আর বার্ণপুরেরই মধ্যে কালচারাল গ্যাপ অ্যানক্সাইটির কারণ নয়, তো কোথায় মফস্বঃল আর শহর। সে বছর ২০ আগে অবধি বোধহয় ছিল। তখনও কালচার শক ঐ হঠাত করে শহুরে এলিট হবার শখ যাদের জাগত তাদের মধ্যেই দেখেছি। অবশ্য আমি আর কত দেখেছি।

    যিনি শান্তিপুর লোকালে চেপে রোজ শহরে যেতেন তার একটাই অ্যান্ক্সাইটি ছিল কার্শেডে গাড়ি কতক্ষণ দাড়াবে আর কত নম্বর প্লাটফর্মে গাড়ি দেবে।
  • dc | 162.158.167.53 | ১৫ মার্চ ২০২০ ২২:৩৩435889
  • বাচ্চাদের ইচ্ছেঃ আমার কথা বলতে পারি, বেসিক এডুকেশানের উদ্দেশ্য হওয়া উচিত একটা বাচ্চাকে বড়ো হতে সাহায্য করা, তার চারপাশ সম্বন্ধে ওয়াকিবহাল করা, একটা মিনিমাম সোশ্যাল এমপ্যাথি তৈরি করা। আর একক যেটা বললো, "এক্টা ওভারল এক্স্পোজার দেওয়া যেখান থেকে চয়েস তৈরী হতে পারে", এটা হলো খুব ভালো বেসিক এডুকেশানের লক্ষণ। একটা বাচ্চাকে টিনএজ বয়স অবধি দেখানো জগতে কি কি আছে আর তার কি কি চয়েস আছে। বাকিটা সে নিজেই চুজ করে নেবে।

    "বড়ো হয়ে তুমি কি হবে?" - এটা একেবারে ভুল প্রশ্ন। বড়ো হয়ে সে কি হবে সেটা সে নিজেই ঠিক করবে। তার কিসে ইন্টারেস্ট, সেই কাজটা সে করতে পারে কিনা, এসব নানারকম বিবেচনা করে সে এগোবে। পারলে পারবে, না পারলে নতুন করে শুরু করবে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র ঐ চয়েসগুলো যে আছে সেটা কাউকে জানানো। বাবামারও রোল হওয়া উচিত ঐ ইনফরমেশানটা বাচ্চাকে দেওয়া। বাকিটা সে নিজেই ঠিক করবে।
  • o | 162.158.63.51 | ১৫ মার্চ ২০২০ ২২:৩২435888
  • ন্যায় শাস্ত্র সত্যিই দরকার, প্রশ্ন করতে না শিখে একটা জেনারেশন বড় হল গণিতের বইয়ে একই পাতায় 'পাই একটি অমূলদ সংখ্যা' এবং 'পাইয়ের মান ২২/৭' পড়ে। এরকম ডাবলথটের উদাহরণ অনেক অনেক দেওয়া যায়। জমি তৈরীই ছিল, বিজেপিকে বিশেষ কষ্ট করতে হয়নি।
  • বাচ্চাদের ইচ্ছে | 162.158.74.24 | ১৫ মার্চ ২০২০ ২২:৩০435887
  • তবে বাপ - মা ও সেই বাচ্চার ইচ্ছে সম্মান করেছে - কুডোস টু দেম
  • একক | ১৫ মার্চ ২০২০ ২২:২১435886
  • আই নো আ বাচ্চা, যে পিয়ানো বাজানো ছেরে দিয়ে ড্রামস এ গেছে, পিয়ানো আর টাচ করেনা, কারোন হাউস পার্টি হলেই তাকে সবার সাম্নে পার্ফর্ম কর্তে হয়। তো ড্রাম্স কেনো? বল্লো পীপল ডোন্ট লাইক ড্রামস এট ফ্যামিলি গ্যাদরিঙ্গ।

    ভেবে ভেবে বের ও করেচে ঃ((( কী বিচ্চু!
  • বাচ্চাদের ইচ্ছে | 162.158.74.24 | ১৫ মার্চ ২০২০ ২২:২১435885
  • আমার ধারণা পুরোনো ভারতে বাচ্ছার কথা শুনে চলার নাকিকান্নায় কেউ কান দিত না! সঙ্গীত, নেত্য ও খেলাধূলাও - যদ্দূর মনে পরে তর্কালন্কারের বাচ্চারা করত না!

    এখন, এই আপডেটেড মডেল তো ফ্রেমোয়ার্ক ঢেলে না সাজালে হবে না! সে তো একক যদ্দিন পলিসি না বানাচ্ছে, কিংবা পলিসিমেকার্দের ইন্ফ্লুয়েন্স কর্তে পাচ্ছে, কোনো চান্স দেখছি না !
  • একক | ১৫ মার্চ ২০২০ ২২:১৬435884
  • আরে পড়াশোনা বৈ সর্বস্ব হলে বাচ্চা শুধু গেম খেল্তে চাইবে এটাই স্বাভাবিক। আজকাল আঁকা শিখলেও তাকে কম্পিটিশনের দিকে ঠেলে দেওয়া হয়।

    কী জ্বালা ঃ( আমি হলেও শুধু গেম খেল্তুম।
  • Du | 108.162.221.105 | ১৫ মার্চ ২০২০ ২২:১৬435883
  • হ্যাপি বার্থডে বদলে এখন - রাত্রি নামে গো, ক্লান্তি নামে গো, বাইতে পারি না যে তরনী - আর কত দুর- গাইছি ।
  • একক | ১৫ মার্চ ২০২০ ২২:১২435882
  • একটা পুরোনো মডেল বল্তে পারি, যা কেরানি তৈরির আগে ভারতে চল্তো।

    বাচ্চা কী শিখবে? না, ন্যায় শাস্ত্র যার থেকে লজিকের ফ্রেমোয়র্ক তৈরি হবে, প্রশ্ন কর্তে শিখবে, শুভন্করি আর্যা শিখবে যা থেকে পাটিগনিতের এক্টা বেসিক গ্যান হবে, আদিকাব্যের থেকে কিছু সহ্জ সরল কাব্য পড়বে, নির্দেশ নিতে শিখবে এবঙ্গ দিতে শিখবে জাতে লীডার্শিপ কোয়লিটি গ্রো কর্বে। আর কিছু সঙ্গীত - ন্রিত্য, খেলাধুলা।

    এটাকেই আধুনিক ছাঁচে ফেলে বানানো জেতে পারে।
  • বাচ্চাদের ইচ্ছে | 162.158.74.204 | ১৫ মার্চ ২০২০ ২২:০৭435881
  • তবে আর বাপ-্মা কে দোষ দিয়ে কি লাভ?
    স্কুলে কেরিয়ার সিম্ফোসিয়ামের পর ক্লাস সেভেনের ছেলেকে জিগ্গেস করলাম কি হতে চায়। শুনলাম ফিউনারাল সার্ভিস চালিয়ে খেতে চায়, যখন বড় হবে। তো, এইসব ইচ্ছে কিভাবে সাপোর্ট করা যায় কারো জানা আছে?
    আমি শুধু এক্টা বিজনেস প্ল্যান দিতে বলেছিলাম - তো তারপর আর কিছু এগোয় নি!
    এদিকে স্কুল কাউন্সিলার ক্লাস সিক্সের বাচ্ছাকে জিগ্গেস করছে তোমার কি ইচ্ছে - তুমি আঁকার ক্লাস কর্তে চাও না লেখার ক্লাস করতে চাও। স্কুলে এটাই চয়েস ও সে কোনোটাই চায় না। সেই সময় কম্পুটার পেলে একটু গেম খেলতে চায়।
    তাই বল্ছিলাম - ইচ্ছের বয়সটা কত?
  • একক | ১৫ মার্চ ২০২০ ২২:০৪435880
  • সমাপ্তি কবে সেটা নির্ভর করছে বেসিক এডুকেশনের যে উদ্দেশ্য, এক্টা ওভারল এক্স্পোজার দেওয়া যেখান থেকে চয়েস তৈরী হতে পারে, সেইটা ফুল্ফিল কর্তে পার্ছে কি না। যে কারনে বেসিক এডুকেশনে পন্ডিতি করা কমিয়ে বিগ্যান, কলা, পার্ফর্মিঙ্গ আর্ট সব্কিছুই আগ্রহ তৈরি করর লেভেল্টুকু ওব্ধি শিখিয়ে ছেড়ে দেওআ দর্কার।

    কিন্তু বর্তমানে তা হয়্না। উচ্চশিক্ষা র এভেইলেবিলিটি থেকে ব্যাক ক্যাল্কুলেশন করে কিম্ভুত কোর্স তইরি হয়েচে জেখানে বাচ্চার পার্ফর্ম করার জায়্গা এতো ন্যারো জে চয়েস টুকু তইরি কর্তে হলেই মিনিমাম ক্লাস টেন ওব্ধি পড়তে হবে।

    এটা ক্লাস সিক্সে নাবিয়ে আনা সম্ভব জদি ভ্যারিয়েশন বাড়িয়ে আর ডেপ্থ কমিয়ে আনা হয়।

    এতে কিছু বাপ মা প্রচুর কাঁদবেন যে " বাচ্চা কিছুই শিখছে না ঃ(( শক্ত শক্তো অন্কো কর্তে পারে না, জুলিয়স সীজার আউরাতে পারে না ", এনারা নিজেদের পুরোনো মডেলে ভাবেন। ভাব্না টা পাল্টানো জরুরি। চয়েস তৈরির ফেজে অতো ডেপ্থ এ জাওআর দর্কার নেই। কিছু কগ্নিটিভ এবিলিটি আর কিছু সাব্জেটের প্রতি বেসিক এক্টা ভালোলাগা তৈরি করা দর্কার।
  • রৌহিন | 162.158.227.55 | ১৫ মার্চ ২০২০ ২১:৫১435879
  • বেসিক এডুকেশনের সূচনাটাই তো ভুল তাই সমাপ্তির কোন ঠিকঠিকানা থাকে না। যে বাচ্চা ইশকুলে প্রথম শিক্ষাই পায় যে "কথা শুনতে হয়, প্রশ্ন করতে নেই" তার শিক্ষা তো সেখানেই শেষ। কুশিক্ষার শুরু

  • বাচ্চাদের ইচ্ছে | 162.158.74.106 | ১৫ মার্চ ২০২০ ২১:৪৬435878
  • তা বটে। কিন্তু এই বেসিক এডুকেশানের সমাপ্তি কবে?
  • হখগ | 162.158.227.69 | ১৫ মার্চ ২০২০ ২১:৪১435877
  • পাই ,
    ১। ভালো হয়ে ওঠে ভাই তাড়াতাড়ি।
    ২। আমি কারো কোনো কাজে লাগব না ঠিক করেছি;-))) ৫৬" র ১৮ ঘন্টা ফ্যাসিস্ট ওয়ার্ক এথিক শুধু না, চারিদিকে চিন্তা-স়ংস্কৃতি বিরোধী মরালিস্ট কর্মবীর দের দাপটে শুধু ই ভুঁড়ি বাগিয়ে জগতে র জন্য দুশ্চিন্তা করব ঠিক করেছি, বার্ডেন অফ অলমোস্ট-লিভিং ইন আ্যন আনথিঙ্কিং ওয়ার্ল্ড।
    ৩। এস এম দার কথা ভেবে মরি , আমি শেষ পর্যন্ত এ জীবনে কোন কাজে লেগে গেলে , উনি ভেঙে পড়বেন।:--))))))
  • একলহমা | ১৫ মার্চ ২০২০ ২১:৩৬435876
  • দ | 162.158.154.168 | ১৫ মার্চ ২০২০ ১০:০৭
    দমুদি, গোছা গোছা ধইন‍্যাপাতা! :)
  • একক | ১৫ মার্চ ২০২০ ২১:৩৩435875
  • এটা তো প্রশ্ন না ফ্যালাসি। ফ্যালাসি অফ চয়েস অফ দ্য আনইনিশিয়েটেড।

    অর্থাত যে জানেই না কোন কোন অপসন এভেইলেবল তাকে ভলান্টারি এজেন্ট ধরে নিয়ে চয়েসের ভ্যালিডিটি কে প্রশ্ন করা।

    বেসিক এডুকেশনের পর বাচ্চারা অনেক কিছুই হতে চায় যা প্যারেন্ট্স রা পাত্তা দেন না। সেইটা সমস্যা।

    মন্টেসারির ছানা কে ধরে, তুমি ডাক্তার হবে নাঅ পেইন্টার জিগিয়ে মত নেওয়া হোক, এরোকোম দাবি কাওকে কর্তে শুনিনি ঃ))
  • অর্জুন | 162.158.227.55 | ১৫ মার্চ ২০২০ ২১:২৭435874
  • @aka 

    আমার পঞ্চেন্দ্রিয় 

  • বাচ্চাদের ইচ্ছে | 162.158.74.108 | ১৫ মার্চ ২০২০ ২১:২৩435873
  • আচ্ছা এই যে আপনারা অনেকে খুব ভাবিত বাচ্চারা নিজেরা কি হতে চায় বাপ-্মা ভাবে না - কিন্তু এ প্রশ্নটা আমি কবে থেকে করে যাচ্ছি কেউ উত্তর করে না! বাচ্চারা তো বন্ধুদের সাথে খেলা কমিক্সের বই পড়া - এসব ছাড়া কিছুই কর্তে চাইবে না - সামান্য কিছু এক্সেপ্শান ছাড়া। তো, সেটা মেনে তাদের সারাদিন খেলতে দেওয়া উচিত তো?
  • হখগ | 162.158.227.69 | ১৫ মার্চ ২০২০ ২১:১৪435872
  • ও, এগ্রিড। থ্যাঙ্ক ইউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত