এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 172.68.146.229 | ০৫ এপ্রিল ২০২০ ২৩:০৪441159
  • হাম, গরীব আদমী ,বাবুজি!
  • aka | 108.162.237.111 | ০৫ এপ্রিল ২০২০ ২৩:০০441157
  • মুদী নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী নেতা-নেত্রী সবাইকে ডেকে পাঠিয়েছে, খুব কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে? ট্রু?
  • রৌহিন | 162.158.166.40 | ০৫ এপ্রিল ২০২০ ২২:৫১441156
  • আর নাকি মোটে ৭% করোনা বেঁচে আছে? সত্যি নাকি?

  • dc | 172.68.146.217 | ০৫ এপ্রিল ২০২০ ২২:৩৫441155
  • গুচ্ছের বাজি ফাটানোর আওয়াজে মাঝখান থেকে পাড়ার কুকুর বেড়ালগুলো এমন চমকে গেল যে কেউ আর খেতে এলো না।
  • dc | 172.68.146.217 | ০৫ এপ্রিল ২০২০ ২২:৩৪441154
  • "তবে, রাজনৈতিক ক্ষমতা বিন্যাস বদলাতে গেলে আরও অনেক কিছু হতে হবে"

    খ দা, আমার মনে হচ্ছে আস্তে আস্তে ফালক্রাম অফ পাওয়ার শিফট হচ্ছে। নানান ইন্ডিকেটার দেখতে পাচ্ছি, সবকিছু লিখতে গেলে হয়তো একটা বই লেখা হয়ে যাবে, কিন্তু আমি শিওর যে ক্ষমতার বিন্যাসে শিফট শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল পাওয়ার সেন্টারস আর মুভিং। এলসিএমদা এখুনি দশটা টেবিল এনে হাজির করবে, তবে এটা টেবিলে ধরা যাবেনা ঃ-) এনিওয়ে, দেখা যাক কি হয়।
  • দেব | 162.158.167.9 | ০৫ এপ্রিল ২০২০ ২২:২২441153
  • এই দীপোৎসব এর আগে ও পরে ।
    একটা চ্যানেলে দেখছিলাম । বি জে পি সহ সব দলের প্রতিনিধির ছিল । সবাই এই আলো জ্বালানো নিয়ে চরম কটাক্ষ করছেন । দেশের বিভিন্ন প্রান্তে মানুষদের প্রবল উৎসাহ দেখে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে । বিজেপি বাদে সবাই চিৎকার শুরু করতে লাগলো । সঞ্চালিকা যতই বলছে সারা দেশের মানুষ সাগ্রহে গ্রহণ করছে আর ততই জ্বলছে । এ যেন মোদীর কাছে গো হারা ।
    ন মিনিট পর ?
    বাজী ফাটল । মোদীর কাছে যারা মনে করেছিল হেরে গেছিল তারা ভাবল শেষ টাইমে গোল শোধ করার সুযোগ এল ।
    কিন্তু কারা ফাটালেন ?
    বিজেপি না বিরোধীরা ?
    ঝগড়া চলছে ।
  • hkg | 162.158.155.19 | ০৫ এপ্রিল ২০২০ ২২:১৯441152
  • dc | 162.158.50.247 | ০৫ এপ্রিল ২০২০ ১২:৫৮441167
    যদি একশো বছর পর ইতিহাসে লেখা হয় যে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি হলো এশিয়ান অয়াসেন্ড্যান্সির শতক আর ওয়েস্ট এর ডিক্লাইন এর শতক, তাহলে করোনা তার একটা ডিফাইনিং মোমেন্ট হিসেবে চিহ্নিত হবে।

    হ্যাঁ সন্দেহাতীত ভাবে। তবে, রাজনৈতিক ক্ষমতা বিন্যাস বদলাতে গেলে আরও অনেক কিছু হতে হবে। সব মিলিয়ে কিছুই যদি না বদলায়, তাও এই করোনা কে ভোলা, পরবর্তী প্রজন্মের পক্ষে ভোলা কঠিন হবে। তাছাড়া এখন রেকর্ডিং এর ব্যবস্থা ভালো। বুবনিক প্লেগ এর সময়কার বা তদ্ পরবর্তী প্লেগ গুলির সময়কার সঙ্গে একটা মিল অবশ্য থাকবে, ইস্ট আর ওয়েস্ট এর ন্যারেটিভ এর পার্থক্য। ইফ দ্য চাইনিজ ইংলিশ নিউজ প্রোপাগান্ডা ইজ এনি সাইন।

    আজ ই বুবনিক প্লেগ এর পর থেকে ইউরোপের আউটসাইডার চিহ্নিত করন সংক্রান্ত একটি প্রবন্ধ এডিট সহায়তা করা শেষ করলাম। এতো সময় নিচ্ছিলাম, যে তাতে লেখাটাও আর্কিও লজিস্ট দের রিয়ালমে চলে যাবার ভয় ছিল, লেখক ঝড় দিলেন। :-))

    সেটা করতে গিয়ে মনে হচ্ছিলো, এই যে আমরা ঝগড়া করতে গিয়ে ও , করে ফেলেও , মোটামুটি মাথা ঠাণ্ডা রেখে ফেলি মাঝে মাঝে অন্তত, দেশ এর হয়ে সরকারের হয়ে কথা না বলে একটা প্রতিনিধিত্ত্বমূলক অথচ ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিক ন্যারেটিভ হরে দরে তৈরী যদি করে ফেলতে পারি, এটা কয়েকশো বছরের ইতিহাসে ইউনিক হবে ;-)

    ;;-))))

    ব্যাপারটি কিন্তু গুরুত্ত্বপূর্ণ :-))))))))))))
  • hkg | 162.158.155.133 | ০৫ এপ্রিল ২০২০ ২২:০৩441151
  • সেটা যদি হতেও হয়, তাহলে, ভাইরাস এর স্ট্রেন বিশেষ হতে হবে, সেই নিয়ে কিছু লেখা পত্র পড়লো কেউ?
  • aka | 108.162.237.165 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৫৯441150
  • এসেম, কে বলল যে শুধু জি-৯ ইওরোপীয়ান কান্ট্রিগুলোই বেশি অ্যাফেক্টেড, টার্গেটেড বায়োটেরর।
  • dc | 162.158.167.149 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৫৮441149
  • জটিল তো বটেই। দেখা যাক, আস্তে আস্তে আরও অনেক ডেটা বেরোবে।
  • sm | 172.69.134.50 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৫৬441148
  • তবুও ডিসি।আমেরিকায় তিন লাখ প্লাস সংক্রমিত আর জাপানে তিন হাজার প্লাস।এটা কোন রকম ভাবেই মিলছে না।
    হিসেব ত জটিল,তোপসে!
  • sm | 172.69.135.201 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৫৬441147
  • তবুও ডিসি।আমেরিকায় তিন লাখ প্লাস সংক্রমিত আর জাপানে তিন হাজার প্লাস।এটা কোন রকম ভাবেই মিলছে না।
    হিসেব ত জটিল,তোপসে!
  • sm | 172.69.135.201 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৫৩441146
  • ওসব স্টকে ছিল।আবার কবে সুযোগ হবে কে জানে!
    জনতা তো বেশ আটখানা দেখলাম!
    তবে আমার স্যাম্পেল এর লোকজন মোটামুটি পয়সা ওয়ালা।
    এখন দিন আনি দিন খাই লোকজন কি করছে জানি না।
  • dc | 162.158.50.254 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৪৩441145
  • মাইরি লোকজন এই লকডাউনের মধ্যে বাজি ফাজিও যোগাড় করে রেখেছে! কি দেশ রে ভাই!
  • quark | 162.158.150.29 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৪০441144
  • ভক্তরা বোম ফাটালেন, শাঁখও বাজল।
  • avi | 172.68.146.229 | ০৫ এপ্রিল ২০২০ ২১:৩৩441141
  • হোয়ের ইজ জাপান? স্ট্যান্ড আপ, জাপান।
  • dc | 162.158.50.254 | ০৫ এপ্রিল ২০২০ ২১:২৮441140
  • এসব ছাড়া জাপানিরা বোম ফেলতেও নাকি ওস্তাদ।
  • sm | 172.68.146.229 | ০৫ এপ্রিল ২০২০ ২১:২০441139
  • আমার এই বাজারে জাপান সম্পর্কে খুব জানতে ইচ্ছে করে।কয়েক সপ্তাহ পো কেস সংখ্যভ3000 প্লাস দাঁড়িয়ে আছে।
    মনে রাখতে হবে 12 কোটি জনতার দেশ।হাইলি পপুলাস।ইয় এস এর ওয়ান থার্ড পপুলেশন।
    উন্নত ইকোনমি।ট্রেন,প্লেন, বাসে প্রচুর লোক যাতায়াত করে।দেশের বাইরে ও বিদেশেও।
    টোকিও আর নিউইওরক এর মধ্যে বিরাট পার্থক্য নেই।
    যেটা দেখা যাচ্ছে সেটা হলো পরিসংখ্যান করোনা প্রেক্ষিতে খুব উন্নত।
    কেন এমন টা হলো?
    এরা ঠিক কি স্টেপ নিয়েছে?
    এদের দেশে কি গণ সেরোলোজি টেস্ট হয়েছে?
    যদি উত্তর হ্যাঁ হয়,তাহলে মাত্র তিন হাজার ইন ফেকটেড?
    বাকি জনতা মানে, বাকি বারো কোটি প্লাস জনতা ভার্জিন?
    লক ডাউন উঠে গেলে তো আবার সব বিপুল হারে সংক্রমিত হতে শুরু করবে?
  • Pagla Dashu | 108.162.219.179 | ০৫ এপ্রিল ২০২০ ২১:০৮441138
  • "
    আমেরিকার কনজিউমাররা যে বিগত তিন দশক ধরে মারাত্মক কম ইনফ্লেশান এন্জয় করেছে, আউটসোর্সিং তার অন্যতম কারণ।
    "

    একটু বুঝিয়ে লিখবেন? আউটসোর্সিং এবং ইনফ্লেশন দুটো ই সাধারণ ভাবে বুঝি। বুঝতে চাইছি কার্য কারণ সম্পকে আপনার মত

    নমস্কার
  • dc | 162.158.50.219 | ০৫ এপ্রিল ২০২০ ২০:৪৭441137
  • একটা হোয়া ফরওয়ার্ড পেলাম, পরের নির্দেশঃ এপ্রিলের ১২ তারিখে দুপুর বারোটায় ১২ মিনিট রোদ্দুরে শুয়ে থাকুন। রোদের তেজ শুষে নিন, কিন্তু একদম নড়বেন না। তাহলে করোনা ভাববে আপনি মরে গেছেন, আর পাকিস্তানে চলে যাবে।
  • dc | 162.158.50.219 | ০৫ এপ্রিল ২০২০ ২০:৪৫441136
  • খ দা, পাড়া লেভেলে উদ্যোগ নিতে হলে ফুড প্যাকেট বানানোর ব্যবস্থা করা যায় কিনা ভেবে দেখতে পারেন। দু কিলো করে চাল, ডাল, আটা, তেল, চিনি, নুন, মশলা, বিস্কুট। পাইকারি দোকান থেকে কিনলে এরকম একেকটা প্যাকেট এর দাম পড়ছে তিনশো থেকে চারশো মতো। হপ্তায় দুদিন করে এরকম প্যাকেট বানানোর ব্যবস্থা করতে পারেন।
  • hkg | 162.158.50.219 | ০৫ এপ্রিল ২০২০ ২০:২০441134
  • ব্রিটেনের সবচেয়ে গ্রোটেস্ক হলো, মাইকেল গোভ , বরিস জনসনের ডেপুটি, সরকারি এনাউন্সমেন্টে , 'সেভ দ্য যেন এইচ এস' শ্লোগান ব্যবহার করছে। যেন টোরি রা বছরের পর বছর যেন এইচ এস এর বারোটা বাজানোর চেষ্টা করে নি। এবার ও ব্রেক্সিট ডিল এর অন্যতম প্রধান গল্প ছিল, প্রাইভেট ইন্সিওরেন্স কোম্পানীর সঙ্গে স্পেসিফিক সার্ভিস চালানো।

    টোরি দের ই বা শুধু দোষ দেই কেন। ওয়েসিস গালাঘার ব্রাদার্স এর গানে গানে নর্থ ইংল্যান্ডে ভোট পাবা ১৯৯৭ তে, 'নিউ' লেবার এর ব্লেয়ার এর সরকার, এস এম দার মনে থাকবে, কয়েকটি ওভার-এন্ডোড ফাউন্ডেশন হাসপাতাল বানানোর বদলে যেন এইচ এস সার্ভিস গুলিকে বার বার আন্ডার ফাণ্ড করেছে আর বাজে ম্যানেজারিয়াল স্টাফ দিয়ে ভর্তি করেছে, ডাক্তার নার্স, হেলথ ওয়ার্কার দের কে ক্রমাগত কর্নার করেছে।

    বলছিলাম না, সরকার মাত্রেই সন্দেহজনক। কিছু ক্ষেত্রে স্ট্রেট চোর। যেমন ব্রিটেনের এখনকার সরকার।

    যাই হোক, হেলথ ওয়ার্কার ছেড়ে দিন, মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ওয়ার্কার দের কোনো সেফটি কিসু নেই। সে অবশ্য স্পেন এর ওয়ার্কার রাও অভিযোগ করেছেন দেখলাম। অবশ্য আমাদের এখানে টিভি চ্যানেল, ধাপার মাঠে বা ময়লা পরিষ্কার করার লোকেদের ইনটারভিউ করে না। ব্রিটেনে বাস ড্রাইভার পাঁচজন মারা গেছেন সম্ভবত তাই হৈ চৈ হচ্ছে। যা মনে হচ্ছে শুধু হেলথ ওয়ার্কার না, ট্রান্সপোর্ট ওয়ার্কার, ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়ার্কার দের ও পিপি ই (নানা গ্রেডের) লাগবে। ডেট্রয়েট এর একজন বাস ড্রাইভার মারা যাওয়ায় সি এন এন নিউজ হয়েছে।

    যাই হোক, কাল গার্ডিয়ানে তেহরান এর মেয়র এর প্রবন্ধ টা কেউ পড়লেন?
  • b | 162.158.50.254 | ০৫ এপ্রিল ২০২০ ১৯:০৬441133
  • এখানে তো রেনকোট, ব্রিটেনে গারবেজ ব্যাগ।
    https://www.bbc.com/news/health-52145140
  • hkg | 162.158.50.219 | ০৫ এপ্রিল ২০২০ ১৯:০৬441132
  • অর্জুন , একটা জিনিস শেয়ার করছি।
    - সব মিলিয়ে, আমি যা দেখলাম, গতকাল গণশক্তি পত্রিকায় (অনলাইনে আছে) শুধু পাঁচের পাতায়, ছোট ছোট ৬ টি খবর আছে, বিভিন্ন অসংগঠিত শ্রমিক ইউনিয়ন আর ছাত্র বা যুব সংগঠন থেকে ত্রাণ সামগ্রী বিলি করা হয়েছে। কোন জায়গায় কভারেজ ৫০ থেকে ৫০০ র বেশি না। খবরেই সেরকম দাবী নাই।
    --সিপিএম এখন ছোট পার্টি। ধরে নিন বড়ো পার্টি হিসেবে টি এম সি, যা করবে সেটা এর দশ গুন্ হবে। কিন্তু তাও কি এডিকুয়েট। সুস্থ সময়ের রোজগার কে রিপ্লেস করতে পারে?
    - যে কটি উদ্যোগের সঙ্গে জড়িত হয়েছি, সেগুলোতে ১০-৭০০ কভারেজ রেঞ্জ।
    ---- পারার সবচেয়ে বড়ো ক্লাব টি আজ বোধয় শো পাঁচেক লোককে চাল আলু ডাল দিয়েছে। কত মানুষ পেয়েছেন, আশীর্বাদ করেছেন ছেলেদের। কত মানুষ রেগে গেছেন পান নি বলে।
    -- আমাদের পাড়ায় খুব টাচিং সব খবর আসছে আজ, রিক্সাওয়ালা, ছোট দোকানদার থেকে প্রোমোটার , ব্যবসায়ী , চাকুরে , রিটায়ার্ড মানুষ অনেকে টাকা দিয়েছেন, সাধ্যমতো দিয়েছেন, কিন্তু ওভার অল উদ্যোগ টা উদ্যোক্তা রা নিজেরাই বলছেন, যথেষ্ট অপ্রতুল।
    -- তাও তো চাল ডাল আলু তে কি হয়, জীবনে কি আর কিসু লাগে না?
    -- আপনার ও কি একই অভিজ্ঞতা? প্রচন্ড ইনা aডিকুয়েট। শুধু ব্যক্তিগত চাঁদা টি নয়, উদ্যোগ টাই । ওই আর টকিং হান্ড্রেডস , ওই নিড টু টক মিলিয়ন্স। ভালো পি ডি এস এর বিকল্প নেই।
  • quark | 162.158.150.131 | ০৫ এপ্রিল ২০২০ ১৭:০৭441130
  • এটা পেলাম -

    https://covid-gyan.in/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত