এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 162.158.150.29 | ০৬ এপ্রিল ২০২০ ১৪:৫০441309
  • বিংগো!
    এই তবলিঘি জামাত এর চারজন মেম্বারের সঙ্গে আলাপ হবার দুর্ভাগ্য হয়েছিল একবার। সেই বর্ণনা আগে করেছি। এরা কিন্তু অসম্ভব হিংস্র ছিল। ভিন্নধর্মীদের এবং মেয়েদের প্রচণ্ড ঘৃণা করে। উন্মাদের মত ব্যবহার করে ঘৃণার প্রকাশ করতে।
  • quark | 162.158.150.93 | ০৬ এপ্রিল ২০২০ ১৩:৫৬441308
  • মার্চ ৪ : ২৯
    মার্চ ১০ : ৬২ - ৬ দিনে দ্বিগুণ
    মার্চ ১৬ : ১২৯ - ৬ দিনে দ্বিগুণ
    মার্চ ২০ : ২৪৯ - ৪ দিনে দ্বিগুণ
    মার্চ ২৩ : ৪৯৯ - ৩ দিনে দ্বিগুণ
    মার্চ ২৮ : ৯৮৭ - ৫ দিনে দ্বিগুণ
    এপ্রিল ১ : ১৯৯৮ - ৪ দিনে দ্বিগুণ
    এপ্রিল ৫ : ৪২৮৯ - ৪ দিনে দ্বিগুণ

    লববাবু বলেছেন "দেশে এখন গড়ে ৪.১ দিনে দ্বিগুণ হচ্ছে। তবলিগি জামাত না হলে ওটা হ্ত ৭.৪ দিনে"।

    অঙ্ক তো মেলেনা।

    ডিঃ তবলিগি জামাতের সমর্থনে কুন বক্তব্য নাই।
  • সে | 162.158.150.131 | ০৬ এপ্রিল ২০২০ ১৩:৫২441307
  • মহারাষ্ট্র থেকেও প্রচুর দাস গেছে ডারবানে।
    কেপটাউনে এক ট্যাক্সি ড্রাইভার সেরকম পরিবার উদ্ভূত। সে বার বার ইন্ডিয়া যেতে চায়। তার আত্মীয় স্বজনদের খুঁজে বের করতে চায়।
    অন্যদিকে বাঙালি বংশোদ্ভূতদের সঙ্গে দেখা হল রবেন আইল্যান্ডে। তারাও টুরিস্ট। থাকে জোহানেসবের্গে, বিশাল শিল্পপতি। বাংলা একবর্ণও জানে না। অসম্ভব ভদ্র এবং মার্জিত।
  • সিএস | 162.158.22.153 | ০৬ এপ্রিল ২০২০ ১৩:১৫441306
  • হ্যাঁ, কলকাতায় ইংরেজ আমলে, আঠারো শতকেও দাস কেনাবেচার দোকান ছিল, বিজ্ঞাপণ বেরোত। অসীম রায়ের 'নবাব বাঁদী' উপন্যাসের পরিপ্রেক্ষিত ছিল তো এটাই। গল্পটা ভুলে গেছি, আবছা মনে আছে, এদেশীয় দুই চরিত্র তো গ্রাম থেকে কলকাতায় আনা, দাস হিসেবে বিক্রয়ের জন্য।
  • সে | 162.158.150.21 | ০৬ এপ্রিল ২০২০ ১৩:১২441305
  • এমন এক পরিবারের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আলাপ হয়েছিল।
  • o | 162.158.63.51 | ০৬ এপ্রিল ২০২০ ১২:৫২441304
  • পোর্তুগিজরা স্লেভ ট্রেড চালাত। জমিদাররা হাটে দাস কিনে নিয়ে যেত। অমিয়ভূষণের গল্প আছে এ নিয়ে। আর কোলকাতায় অনেকদিন পর্যন্ত কাগজে অ্যাড বেরোত এরকমঃ

    WANTED

    Two Coffrees who can play very well on the French Horn and are otherwise Handy and Useful about a house relative to the business of a Consumer, or that of a Cook; they must not be fond of liquor.

    Any person or persons having such a dispose of, will be treated with by applying to the Printer.

    https://medium.com/the-calcutta-blog/slaveryincalcutta-4f3eb50ec713

    কাঙাল মালসাটে এর উল্লেখ আছে। নবারুণ হেবি খচরা লেখক। ফ্যাতাড়ু ইত্যাদি হুলাবিলার মধ্যেও কোলকাতার সাবল্টার্ন হিস্ট্রিটাকে ঢোকাতে ভোলেননি। ঃ-))

    কিন্তু এর উল্টোদিকও আছে। সেটা হচ্ছে মগরা যেমন এখানকার মানুষ ধরে নিয়ে গিয়ে আরাকানে বেচে দিত (ডোম অ্যান্টনিও, আবার অমিয়ভূষণ), তেমনি পোর্তুগিজরা বেচত কেপ অফ গুড হোপে। ফলে সাউথ আফ্রিকায় একটা বাঙালি ডায়াস্পোরা তৈরী হয়। এরা নিজেরাও ভুলে গেছে বাঙালি পরিচয়। যদিও স্লেভ ট্রেড নিয়ে চর্চা আফ্রোসেন্ট্রিক হওয়ায় আমরা এদের কথা তত জানিনি। এদের নিয়ে একটা বই পড়েছিলুম ফ্রম বেঙ্গল টু দ্য কেপ বলে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার-স্যাপার।

  • সিএস | 162.158.22.153 | ০৬ এপ্রিল ২০২০ ১২:৪০441303
  • হ্যাঁ, T, স্ট্যাফোর্ড। ১৬৭৯ - এ।

    আর পর্তুগীজ মাল্লা আর জলযোদ্ধারা - এরা সেই সময়ে বেশ দাঁতাল টাইপের ছিল।
  • r2h | 162.158.22.33 | ০৬ এপ্রিল ২০২০ ১২:৩৬441302
  • এইসব জাহাজ টাহাজ প্রসঙ্গে, নেটফ্লিক্সে ভাইকিংস দেখছি।

    ইংরেজগুলো তখনো কেমন নিটপিটে ছিল, এমন গুন্ডো হলো কবে কে জানে। (অবশ্য র‌্যাগনারকে সাপ দিয়ে খাইয়ে দিলো ঐ জায়গায় আসিনি এখনো।)
  • T | 141.101.107.5 | ০৬ এপ্রিল ২০২০ ১২:২৩441301
  • ইয়ে, সিএস, জাহাজের কাপ্তানের নাম স্টাফোর্ড তো। প্রথম ইংরেজ জাহাজ যা হুগলি অবদি গিশল। ১৬৭৮ বা ১৬৭৯। তার আগে সায়েবদের জাহাজ গার্ডেনরিচ অবদি পেরোতে পারত না। পোর্তুগিজ মাল্লাদের কাছে যা ছিল জলভাত।
  • সম্বিৎ | ০৬ এপ্রিল ২০২০ ১১:৫৮441300
  • ইন্টারনেট আর্কাইভে বাস্কে পেয়ে গেলাম। আবার পেন্নাম।
  • o | 162.158.63.125 | ০৬ এপ্রিল ২০২০ ১১:৫২441299
  • হুঁ, যদিও বরাহনগরের নামের উৎপত্তি নিয়েও কোনো রেফারেন্স নেই। কেবল 'অনেকে বলেন' লেখা আছে। মনে হয় এগুলো কিংবদন্তী থেকে জানা।

    ঠিকই আছে, কলোনিবাসীর কিংবদন্তী ছাড়া আবার রেফারেন্স কি? :-) আর সাহেবদের লেখাও নির্ভরযোগ্য নয়। এই যে হেজের সঙ্গে চার্নকের হেবি শত্রুতা ছিল। তাই ডায়েরিতে চার্নকের নামে যা খুশি লিখে গেছে। ঃ-)))
  • সম্বিৎ | ০৬ এপ্রিল ২০২০ ১১:৪৮441298
  • শ্রীপান্থ "মেটিয়াবুরুজের নবাব"-এ দুলাইনে সেরেছেন -

    "মেটিয়াবুরুজ কিন্তু আরও পুরানো জায়গা। ও'ম্যালি লিখেছেন মুঘল আমলে সেখানে একটি কেল্লা ছিল। নাম ছিল - আলিগড় কেল্লা। নদীর ওপারে আর এক কেল্লা - থানা। পশ্চিমীরা বলতেন - টানা। নদীর এপার ওপারে লোহার জিঞ্জিরের বন্ধন। উদ্দেশ্য - অবাঞ্ছিত জাহাজকে আটকানো। ক্লাইভ ১৭৫৬ সনে কলকাতা অভিযানের পথে দুটিই দখল করে নিয়েছিলেন। মাটিতে গড়া সে আলিগড় কেল্লা থেকেই - মাটিয়াবুরুজ। জনতার - মেটেবুরুজ।"

    হরিসাধনের কথা মনে ছিলনা। শেষ উল্টেছি বছর বারো আগে।
  • S | 162.158.107.150 | ০৬ এপ্রিল ২০২০ ১১:৪২441297
  • আচ্ছা শোনা যাচ্ছে যে ট্রাম্প নাকি ম্যালেরিয়ার ওষুধ চেয়ে পাঠিয়েছে। বলছে সেই ওষুধ দিয়ে নাকি ট্রিটমেন্ট করবে।

    এটা ডাক্তারদের নিজস্ব সিদ্ধান্ত না? দেশের রাষ্ট্রপতি ডিসাইড করতে পারে যে কোন ওষুধ দেওয়া হবে রোগীদের?
  • সিএস | 162.158.154.132 | ০৬ এপ্রিল ২০২০ ১১:৩৯441296
  • শায়েস্তা খাঁ, দুটি কেল্লা তৈরী করেছিল। একটি মেটিয়াবুরুজে আর অন্যটি অপর পারে। পরে, অর্থাৎ যখন বইটি লেখা হচ্ছে তখন ঐ 'অপর পারে' কোম্পানির বাগানের সুপারিন্টেন্ডেন্ট সাহেবের বসতবাড়ী গড়ে উঠেছিল। এই দুটি দূর্গকে 'মোগলের থানা' বা 'থানা' বলা হত।

    বাণিজ্য জাহাজটি আসারও আগে, বিলেত থেকে কোম্পানি স্ট্রেনশ্যাম মাস্টার নামে এক ইংরেজকে মাদ্রাজের কুঠির কর্তা করে পাঠায়। হুগলী আর কাশিমবাজারের কুঠি তখন মাদ্রাজ কুঠির অধীন কিন্তু ঐ দুটি জায়্গার ফ্যাক্টরেরা নিজেদের ইচ্ছেমত কাজকর্ম করত, কোম্পানির ব্যবসার উদ্দেশ্যকে পাত্তা না দিয়ে। তো তাদের নিয়ন্ত্রনের জন্য স্ট্রেনশ্যাম মাস্টারের আসা। তিনি বালেশ্বর অবধি এসে, সেখান থেকে একটি ছোট জাহাজ নিয়ে ভাগীরথীতে ঢোকেন, মেটিয়াবুরুজের ওপর দিয়ে পার হন। মোটামুটি ১৬৭৬-৭৭ র ঘটনা, মাস্টার 'বরাহনগর' দিয়েও যান, তখন সেখানে শুয়োর পাওয়া যেত খুব বেশী পরিমাণে এবং ডাচদের কারখানা ছিল ঐসব শুয়োরের মাংস নুন মাখিয়ে ইওরোপে পাঠানোর জন্য। অনুমান যে শুয়োরের উৎপাতের জন্য অথবা ঐ মাংস কারখানার জন্য, জায়গটির নাম হয়েছিল 'বরাহনগর'।
  • S | 162.158.107.150 | ০৬ এপ্রিল ২০২০ ১১:৩৯441295
  • এস ই জি কিন্তু ইন্ডিয়াতে ২০০০এ আসে। চীনে তার বহু বছর আগে বোধয় ৮০তেই চলে এসেছিল। ট্যাক্স ছাড় ছাড়া এস ই জি গুলোর একটা মূল উদ্দেশ্য ছিল ডোমেস্টিক লেবার ল কে বাইপাস করা। ইন্ডিয়াতে সেসবে খুব খারাপ কিছু না হলেও, শোনা কথা যে চীনে নাকি একদম নোংরা ভাবে ব্রুটাল ক্যাপিটালিজম চালানো হয়েছিল এই জায়্গা গুলোতে।
  • o | 108.162.219.107 | ০৬ এপ্রিল ২০২০ ১১:২৯441294
  • রাইট! রাইট! হরিসাধন সপ্তম অধ্যায়। খুঁজে পেয়েছি। আর হেজের ডায়েরি ঐসময়ের ইম্পর্টেন্ট সোর্স। ভুলে গেছিলুম। ঃ-(
  • hkg | 141.101.99.226 | ০৬ এপ্রিল ২০২০ ১১:২৭441293
  • ****লা=ল
  • hkg | 141.101.99.226 | ০৬ এপ্রিল ২০২০ ১১:২৭441292
  • ডিসি, আমি জানি না এস এভাবে দেখেন কিনা, কিন্তু বাংলা হলো, শুধু তো সস্তা না, লেবার লা আদৌ না থাকা দেশে ম্যানুফাকচারিং ট্রান্সফার করা টা নানা দিক দিয়ে সুবিধা জনক। মালিকের পক্ষে। আমাদের এস ই জেড এই সাসপেন্সান অফ লেবার ল হবার অনেক আগে এই জিনিস অন্যত্র হয়েছে।
  • সিএস | 162.158.22.153 | ০৬ এপ্রিল ২০২০ ১১:১১441291
  • @০, @সম্বিৎবাবু,

    আমি পড়ছিলাম হরিসাধন মুখোপাধ্যায়ের 'কলিকাতা একালের ও সেকালের' (১৯১৫)। সেখানে দেখলাম, ইংরেজদের প্রথম যে বাণিজ্য জাহাজ ভাগীরথীতে এসেছিল, নাম ছিল 'ফ্যাকন' আর ক্যাপ্তেন ছিলেন ক্যাপ্তেন স্টুয়ার্ট, সেই জাহাজটি মেটিয়াবুরুজে নোঙর করেছিল, জায়্গাটিতে তখনই বাণিজ্যপোত নোঙর করত। তো এই তথ্যটির সূত্র ধরে ঐ শায়েস্তা খাঁয়ের উল্লেখ, ফুটনোট হিসেবে। লেখাপত্তরের উল্লেখটা আমার যোগ করা। নিস্চয় কোম্পানীর কাগজে বা অন্য লেখায় জাহাজটির যাত্রাপথের তথ্য ছিল। হরিসাধনের বইটিতে অবশ্য নির্দিষ্ট ভাবে বলা নেই কিছু এ ব্যাপারে।

    (যদি সোমনাথের চোখ পড়ে, তাহলে হয়ত দেখলেন ইন্টারনেট ঘেঁটে ঐসকল লেখাগুলো কোন কোন লাইব্রেরী থেকে বার করে আনল ঃ-)।

    সাঁওতাল বিদ্রোহ নিয়ে, b যেমন বলেছেন ধীরেন্দ্রনাথ বাস্কের বইটা পড়ে দেখতে পারেন। আর একটা ছোট লেখা পড়েছিলাম এক সময়ে; বিদ্রোহ পরবর্তী সময়ের বিবরণ, ঐ সময়ের এক 'মাঝি'-র লেখা, আসামে চলে যাওয়া ইত্যাদি। মহাশ্বেতা দেবীর 'বর্তিকা' পত্রিকায় বেরিয়েছিল অনুবদটি, পরে আলাদা চটি বই হয়ে, ধীরেনবাবুর বইটিতেও এই লেখাটি আছে কিনা, ভুলে গেছি।
  • সম্বিৎ | ০৬ এপ্রিল ২০২০ ১০:৫৬441290
  • প্রণাম হই b-মশাই।
  • S | 162.158.107.194 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৫৪441289
  • shalikh | 108.162.215.195 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৩০
    -------------------------------------------------------------------
    আপনাকে বলিনি।
  • S | 162.158.107.194 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৪৪441288
  • খ দা,
    নাইকি ১৯৮০র দশকেই আমেরিকার প্রায় সব কারখানা বন্ধ করে দিয়ে সব প্রোডাক্ট বাইরে তৈরী করতে শুরু করে। সেটাও স্ট্যান্ডার্ড বিজনেস মডেল তো বটেই। নইলে এতোদিন টিকত না। ১৯৭০ থেকেই অপারেশানস আর প্রোডাক্শান ম্যানেজেমেন্ট খুব প্রচলন হয়। এক প্রফেসার বলেছিলেন যে তার আগে অপারেশান রিসার্চের সব বইতেই নাকি শুধু ওয়ার গেমের প্রবলেম থাকত। সেটা ঐসময় বদলায়। জে আই টি ও টয়োটা ৬০ এর দশক থেকেই প্র‌্যাক্টিস করছে।

    ইন্টারনেট টেকনলজির একটা পার্ট। সস্তায় পার্সোনাল কম্পিউটার আরেকটা পার্ট। নইলে মাস লেভেলে আইটি অফশোরিং সম্ভব হতনা।

    জিই বহুদিন আগেই ইনফি-টিসিএসকে দিয়ে কাজ করাতে শুরু করে দেয়। ওয়াই টু কের ফলে আইটি সেক্টরে বুম আসে। অন্যদিকে বাজপেয়ি সরকার শাইনিং ইন্ডিয়া শাইনিং ইন্ডিয়া বলে এত চেঁচামেচি শুরু করে যে আমেরিকানদের চোখে পড়ে যায়।
  • b | 172.68.146.157 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৪০441287
  • সম্বিৎবাবু যদিও আমাকে জিজ্ঞাসা করেন নাই, তবু কিঞ্চিৎ ধীরেন্দ্রনাথ বাস্কে-র বইটা দেখতে পারেন।
  • dc | 172.68.146.217 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৩৮441286
  • " ইন্টারনেট না থাকলে আউটসোর্স কারখানা কে কেন স্ট্যান্ডার্ড বিজনেস মডেল বলা যাবে না"

    দুইটা কথা আছে।

    প্রথম, স্ট্যান্ডার্ড বিজনেস মডেল বা বিজনেস স্ট্র‌্যাটেজি বা টেমপ্লেট, আউটসোর্সিং এর ক্ষেত্রে এটা হয়েছে নব্বুই এর পর। তার আগে যে আউটসোর্সিং হতো সেটা কোম্পানিগুলো বিজনেস স্ট্র‌্যাটেজি হিসেবে করতো না। এমেনসি গুলো দেখতো যে কিছু দেশে কারখানা করে ম্যানুফ্যাকচার করলে, আর সাপ্লাই চেন ম্যানেজ করে অন্য দেশে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট বিক্রি করতে পারলে, তাদের লাভ হয় বেশী, তাই করতো। এটা স্ট্যান্ডার্ড বিজনেস প্র‌্যাক্টিস বা বিজনেস স্ট্র‌্যাটেজি হিসেবে এমার্জ করে নব্বুইএর সময় থেকে, তখন প্রায় সব কোম্পানিই এই মডেল ফলো করার চেষ্টা করে।

    দুই, আউটসোর্সিং কিন্তু শুধুমাত্র ইন্টারনেট এর জন্য হয়নি। গ্লোবাল সাপ্লাই চেন আর গ্লোবাল ট্রাভেল এবিলিটির উদ্ভবও সাহায্য করেছে আউটসোর্সিং অয়াজ এ বিজনেস মডেল পপুলারাইজ করতে। আউটসোর্সিং এর যে রিস্ক বা আনসার্টেনটি, সেটা মিনিমাইজ করার জন্য এই তিনটে ফ্যাক্টরই সমান সাহায্য করেছে।
  • o | 173.245.52.212 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৩২441285
  • "তো সেই সময়ে বৃটেন থেকে সাহেবরা যখন বালেশ্বর থেকে ভাগীরথীত দিয়ে হুগলী বা কাশিমবাজার যাচ্ছে, সেই সময়ের কিছু জনের লেখায় মেটিয়াবুরুজের উল্লেখ আছে।"

    কাদের লেখায়? মানে আমি ঐ সময়ের সাহেবদের চিঠিপত্র/ স্মৃতিকথা ইত্যাদি পড়তে/ সন্ধান পেতে আগ্রহী। হিকির লেখাপত্তর তো আরও একশ বছর পর।
  • সম্বিৎ | ০৬ এপ্রিল ২০২০ ১০:৩০441283
  • ও হ্যাঁ, আমিও এরকমই পড়লাম। শ্রীপান্থয় কি? মাটির বুরুজ ছিল। মাটির কেল্লা বললে তিতুমিরের কতগা মনে হয়। সৈকতবাবু, সাঁওতাল অভ্যুত্থানের ওপর কোন সুখপাঠ্য ভারতের ইতিহাস রেকমেন্ড করতে পারেন?
  • shalikh | 108.162.215.195 | ০৬ এপ্রিল ২০২০ ১০:৩০441282
  • এপাড়ায় ক্যাপিটালিজমের উদুম ভক্ত কেউ আছে নাকি? ;-)
  • hkg | 162.158.159.19 | ০৬ এপ্রিল ২০২০ ১০:২৮441281
  • হ্যাঁ এগ্রিড। কিন্তু আমি বুঝতে পারছিনা, ইন্টারনেট না থাকলে আউটসোর্স কারখানা কে কেন স্ট্যান্ডার্ড বিজনেস মডেল বলা যাবে না। যায় হোক, কিন্তু উত্তেজিত বা বিরোধী চেঁচামেচি টা আরম্ভ হয়েছে , হোয়াইট কলার জব আউট সোর্স হবার পরে।
  • S | 162.158.107.230 | ০৬ এপ্রিল ২০২০ ১০:২৩441280
  • ক্যাপিটালিজমের নিজস্ব নিয়ম মেনেই আউটসোর্সিং-অফশোরিং এসেছে।

    কিন্তু অনেকেরই এটা সহ্য হয়নি। এদিকে তারা আবার ক্যাপিটালিজমের উদুম ভক্ত। তাই তারা ক্যাপিটালিজম চায়, কিন্তু আউটসোর্সিং চায়্না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত