এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১২:২৩446886
  • লক ডাউন তো ছিলোই।আবার নতুন করে কার্ফু কি করবে?@lcm

  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১২:২২446885
  • @বিভিন্ন চিহ্ন। প্রথমে এক চোট হেসে নেই।দারুন রসিক লোক মহায়!

    ম্যালেরিয়ার সবচে বিপজ্জনক হলো ,ম্যালিগন্যান্ট  ম্যালেরিয়া।প্রাণঘাতী।লাস্ট আবিষ্কৃত যুগান্তকারী ঔষধ হলো অর্টি মিশিনিন।এর বিভিন্ন ডেরিভটিভ ক্রমে এসেছে। এর সঙ্গে কিছু ঔষধ ককটেল করে হয়েছে ;কম্বিনেশন থেরাপি।

    অধিকাংশই সত্তর এর দশকে চাইনিজ প্রোজেক্ট ৫২৩ এর রিসার্চ এর ফসল। প্রোজেক্ট ৫২৩ কি সেটা জানতে গেলে চিনা ভাষা শিখতে হবে।--))

    তা,গোটা কয়েক দশক কেটে গেলো।আমরা মানে, আম জনতা, হা পিত্যেশ করে বসে আছি কখন একটি নতুন যুগান্তকারী ঔষধ আসবে বা ম্যালেরিয়া ভ্যাকসিন আসবে।কিন্তু এসেছে কি?

    খুউব খারাপ লাগে।খুউব!

  • lcm | 99.0.80.158 | ০১ জুন ২০২০ ১২:০৩446884
  • আমাদের এখানে কার্ফু জারি করেছে, রাত ১০টা থেকে ভোর ৫টা।
  • !@#$%^&*( | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১২:০৩446883
  • মলিকিউলের তর্কটা মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, টেকনিক্যালিটি তো বুঝবো না, একটু সামারাইজ করি।

    এবড়োখেবড়ো বলেছিলেন টিবি ম্যালেরিয়া গরীবের রোগ তাই এই নিয়ে কারো কোন মাথাব্যথা নেই, করোনা বড়লোকের রোগ তাই সবাই বিচলিত।

    তাতে আমি বললাম টিবি ম্যালেরিয়া নিয়েও গবেষণা হয়, করোনা নিয়ে বিচলিত হওয়ার আরো কারন আছে, আর করোনা নিয়ে হাত তুলে দিলে গরীব লোকের অপকার হবে না, এমন নয়। বরং গরীবলোকই বেশি কেস খাবে (অলরেডি তাই হচ্ছে)।

    এসেম বললেন টিবি ম্যালেরিয়া তৃতীয় বিশ্বের সমস্যা, তাই 'ফার্মা জায়ান্টরা ইনভেস্ট ও কম করে।রিসার্চ ও কম হয়।'।

    তাতে আমার কোন বক্তব্য নেই, গবেষণা হয় এইটুকু আমি জানি, কারন কম বেশি ঐটা আপেক্ষিক যদি এক্ষেত্রে নাও হয় (তুলনা করার স্কেল আছে, অন্য গবেষণায় বাজেট, কত পেপার টেপার), তবু এটা বিশেষজ্ঞদের সিদ্ধান্তের কাছে আমি ছাড়বো।

    তাতে পাই বললেন যথেষ্ট সিরিয়াস দীর্ঘমেয়াদী গবেষণা হচ্ছে।

    তাতে এসেম বললেন তাহলে নতুন ওষুধ কই। (তাতে আমি মানে করলাম এসেম বলতে চাইছেন গবেষণা হলে ওষুধ বেরুতে বাধ্য, জীবাণু ঠেকানো নিতান্তই আয়ত্বের মধ্যে, তার জন্যে পয়সা থাকলেই হয় - ওষুধ নেই মানে গবেষণা হয়নি)।

    তাতে পাই নানান রকম গবেষণার কথা বললেন (ঐটা আমি ভালো করে পড়িনি, খুবই খটমটে কঠিন ব্যাপার)।

    কিন্তু এসেমের চাই ওষুধ। ওষুধ বেরোয়নি মানে পয়সা ও মনোযোগ নেই।

    এগেন, বক্তব্য নেই, জাহাজীরা কথা বলছেন, আমি শুধু প্রশ্নপরম্পরা বোঝার চেষ্টা করছি।
  • dc | 103.195.203.13 | ০১ জুন ২০২০ ১১:৩৭446882
  • আরে নানা, আর খানিকক্ষন পরেই আরেকটা হিস্টোরিক ডিসিশান আসতে চলেছে।
  • dc | 103.195.203.13 | ০১ জুন ২০২০ ১১:৩৬446881
  • S এর প্রশ্নটা বুঝতে চেষ্টা করিঃ দুটো আলাদা স্যাম্পল নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট টী টেস্ট করে, একটা টি ভ্যালু আর পি ভ্যালু পেয়েছেন।

    আবার দুটো আলাদা স্যাম্পল নিয়ে, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করে, একটা টি ভ্যালু আর পি ভ্যালু পেয়েছেন।

    এরকম কি? আর দুক্ষেত্রেই নিশ্চয়ই লেভিন টেস্ট থেকে ভ্যারিয়েন্স আলাদা কিনা দেখে নিয়েছেন?
  • Amit | 121.200.237.26 | ০১ জুন ২০২০ ১১:২৭446880
  • হিস্টোরিক ডিসিশান কার-? প্রধান সেবক এই তো কালকেই মাঙ্কি বাত দিয়ে উঠলেন.
  • S | 2405:8100:8000:5ca1::4f4:252 | ০১ জুন ২০২০ ১১:২৬446879
  • এখানে কয়েকদিন আগে অভ্যুবাবুকে দেখলাম। একটা প্রশ্ন ছিল। ধরুন আমি দুটো টি-স্ট্যাট পেয়েছি (দুটো পৃথক স্যাম্পেল ডিফারেন্সের)। এই দুটো টি-স্ট্যাট স্ট্যাটিস্টিকালি আলাদা কিনা, সেটা টেস্ট করার কোনও উপায় আছে? স্টেটাতে কমান্ড থাকলে ভালো হয়।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১১:১০446878
  • সেই এক রিপিটিশন! ছোট্ট তো প্রশ্ন।দু তিনটে নতুন ওষুধের নাম বলুন না,যেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় ব্যবহার করা হয় এবং আর্টিমিসিনিন এর পর আবিষ্কৃত হয়েছে?

    খালি নাম গুলো উল্লেখ করলেই চলবে।এক লাইনের উত্তর।এখানে মণি লুকানো আছে ওখানে মুক্তা গাঁথা আছে ,এমন উত্তর না দিলেও চলবে।

  • dc | 103.195.203.13 | ০১ জুন ২০২০ ১১:১০446877
  • এবার একটা হিস্টোরিক ডিসিশান আসতে চলেছে।

    ভয়ে হাত কাঁপছে ঃ-(
  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ১১:০৫446876


  • Patient exploratory, Confirmatory ar Regulatory Review এর আন্ডারে নামগুলো পড়ুন।

    এটার প্রতিটা লাইন পড়ুন, একদম শেষ অব্দি আর আয়নায় তাকিয়ে বলুন যে বলেছেন,ম্যালেরিয়ার ড্রাগ নিয়ে রিসার্চ হচ্ছেনা।
    https://malariajournal.biomedcentral.com/articles/10.1186/s12936-019-2724-z

    নিজের প্রশ্নের উত্তর না পেলে বুঝবেন যে ঠিক করে পড়েননি।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১০:৫৬446875
  • হাবি জাবি তথ্য দিলে তো আর মূল তর্কের বা প্রশ্নের অবসান হয় না।

    মূল প্রশ্ন কি ছিলো,তিনবার রিপিট করেছি।

    ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য যুগান্তকারী নতুন ঔষধের নাম বলুন,যেগুলো আর্টিমিসিনিন এর পরে আবিষ্কৃত হয়েছে?

    এর উত্তর, কিছু কম্বিনেশন হয়!!? সেই উল্লিখিত কম্বিনেশন এর সবকটাই যখন পুরনো ড্রাগ!!

    একটা নতুন ঔষধের নাম এসেছে টাফেনোকুইন।কেন?? ম্যালিগন্যান্ট হোক বা  সিম্পল ফ্যালসিপরাম (আন কমপ্লিকেটেড)কোন কিছুতেই টাফেনকুইন এর ব্যবহার গাইডলাইনের স্থান পেয়েছে?

    মনে হচ্ছে,আম বিষয়ে প্রশ্ন হলে আমড়া নিয়ে বিশদ উত্তর দেওটাই দস্তুর!

  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ১০:৪৪446874
  • আপনার মনে হল আমি ACT মানে জানিনা? আমি প্রথম পোস্ট থেকে ACT নিয়ে লিখছি, একথার মানে আমি ACT কি জানিন্য ঃঃ(

    আর ওই ছবিগুলো আর পেপারটা পড়ে আপ্ননি সত্যি আর্টেমেসিনিন ছাড় খুঁজে পাননি? সত্যি?? মানে এটা বিশ্বাস করাও খুব কঠিন যে একজন শিক্ষিত লোক এটা বলছেন।

    আপনি যদি ছড়িয়ে ছিটিয়ে গোটাতে লজ্জা পাওয়ার জন্য এরকম ভুল তথ্যের ভাংা রেকর্ড বাজিয়ে যেতে থাকেন, অন্য তথ্য চোখের সামনে জ্বল্পজ্বল করলেও, চালিয়ে যান। আপনাকে ইগনোর করা হবে।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১০:৩৯446873
  • যদি না জানেন,তো শিখতে দোষ কি? আমি তো সর্বদা শিখতে রাজি।

    ACT  কা কে বলে বুঝিয়ে দিয়েছি।ACT মানেই হলো আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি।সুতরাং অর্টিমিসিনিন যে মূল উপাদান সন্দেহ নেই।নয়তো আর্টিমিসিনিন এর উল্লেখ থাকতো না।  যতোই আর্টিসুনেট বা আর্টিমেথার এর উল্লেখ করা হোক,সব ই হলো ওই মূল ঔষধ এর ডেরিভটিভ। ক্লিয়ার?

    এবার আসি কম্বিনেশন নিয়ে।পার্টনার ড্রাগ কি কি আছে?মূলত পাঁচটি।সালফাডকসিন পাইরিমেথামিণ কম্বিনেশন, পাইপেরাকুইন,মেফ্ল কুইন, আমোডিয়াকুইন, লুমেফান্ত্রিন।সব কটাই পুরোনো ড্রাগ। নতুন কি আছে? মূল প্রশ্ন।

    নতুন আবিষ্কার কি হলো?এবার কম্বিনেশন ড্রাগ এর রিসার্চে কে কতো ঘাম ঝরিয়েছে জেনে কি হবে।

    মেডিকেল সায়েন্স এ মূহর্মূহ কম্বিনেশন ড্রাগ ব্যাবহার হয়।এসব তো নভিশ রাও জানে।সে ই জন্যই তো চতুর্দিকে এন্টিবাইওটিক,এন্টি হাইপারটেনসিভ, এন্টিডাইয়াবেটিক;কম্বিনেশন আর কম্বিনেশন।

  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ১০:১৭446872
  • ০১ জুন ২০২০ ০৭:৫৬ লাইন বাই লাইন আবার পড়ুন। না বুঝলে আবার পড়ুন। না বুঝলে আবারো। ফরফর করে উতপটাং প্রশ্ন করার আগে আবার আবার পড়ুন। পেপারটাও। লাইন বাই লাইন। ছবিগুলো ক্লিক করে দেখুন। জুম করে। বানান করে করে ওষুধগুলো পড়ুন৷ মলিকিউলগুলো দেখুন।
    বেশিরভাগই ফ্যালসিপেরামের জন্য। মানে মালিগনান্ট ম্যালেরিয়া।৷ ম্যালিগ্নান্ট শব্দটা নেই বলে বোঝেননি, বুঝিনি।

    আর আপনার কাছে ACT কাকে বলে শিখতে হবে, এতটাও দুর্ভাগ্য এখনো হয়নি, তবে দুর্ভাগ্য আপনার সংগে তর্ক করতে হচ্ছে কারণ আমি প্রথম পোস্ট থেকেই ACT র কথাই বলছি।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ০৯:৫৭446871
  • আমি ক্রমশ আরো হতাশ হচ্ছি।প্রথমত আপনি নতুন ড্রাগ হিসাবে প্রচুর ACT এর উদাহরণ দিচ্ছিলেন।কেন কে জানে! সত্যিই বুঝতে পারছি না।

    ACT  কাকে বলে বলে দিয়েছি। কম্বিনেশন কে নতুন আবিষ্কার তো দূর অস্ত ,নতুন ঔষধ ও কেউ বলে না।

    বুঝিয়ে দিচ্ছি।যে কোন টিবির ক্ষেত্রে তিন চারটে ওষুধ এর বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করা হয়।ঠিক আছে?

    দুই,আবার মূল প্রশ্ন কি ছিলো বলছি।সাল দিয়ে বলা হয়েছে। আর্টিমিসিনিন এর পর কোন নতুন ঔষধ,স্পেশ্যাল ম্যালিগন্যান্ট মালারিয়ায় আবিষ্কার হয়েছে কি?

    উত্তর এসেছে; কিছু কম্বিনেশন। কেন সবইকে জানে! সব ই পুরনো ঔষধের ককটেল।

    আর এসেছে, টাফেনোকুন। অবভিয়াসলি যেটা মূলত ইউজ হয় ভাইভ্যাকস এর রিল্যপস রুখতে।আমি বলেছিলাম ,হাতের কাছে অনুরূপ ভালো বিকল্প আছে ;প্রাইমাকুইন।বহু পুরনো ঔষধ।

    যেহেতু মূল প্রশ্ন টি ছিলো,ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নিয়ে।তাই উল্লেখ করেছিলাম প্রাইমাকুইন ইউজ করা হয়,ফ্যালসিপারাম এর ট্রিটমেন্ট হিসাবে।যেটা এখনও পর্যন্ত টাফেনকুইন বিকল্প হিসাবে কোন গাইড লাইনে উল্লিখিত হয়েছে কি?না হলে কেন হয় নি?স্বাভাবিক প্রশ্ন।

  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ০৯:৪৫446870
  • আর আপনি বাংলার সংগে ইংরাজিও না পড়তে পারলে আমি বোঝাতে অপারগ। কতগুলো নতুন মলিকিউল ও এসেছে, সব লেখা আছে।

    আর যিনি কম্বিনেশন ড্রাগ কেন বোঝেন না, পার্টনার ড্রাগের গুরুত্ব বোঝেন না, একেকটা সাকসেসফুল নতুন কম্বিনেশনের পিছনে কতটা গবেষণা কত ট্রায়াল আছে বোঝেন না,একটা জিনিস ভাল কাজ করলে সেটাকেই যত সম্ভব আরো এফেক্টিভ্লি ব্যবহার করা যায়, সেটা কেন দেখতে হয় সেটা জানেন না ( নাই জানতে পারেন, সবাইকে সব কিছু জানতে হবেও না, সম্ভব ও না, কিন্তু জেনেও ভাংব তবু মচকাব না মোডে পুরোনো ভুলভাল জানাগুলোই চালিয়ে যেতে হবে), অথচ তাঁ্র সেই বিষয় নিয়েই একেরবপর এক ভুলভাল মন্তব্য করা চাই, এবার থেকে তাঁ্র এসব কথাকে দুধভাত হিসেবে ট্রাই করতে হবে।
  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ০৯:৩৯446869
  • আপনি সত্যি কি কিছু পড়াশুনা করে বলেন, বা নেহাত পোস্ট পড়ে মানে বুঝে?

    'উল্টে প্রাইমাকুইন ফ্যালসিপারাম এর ট্রিটমেন্ট এ ব্যবহার করা যায়।'।৷ 'উল্টে' আবার কোদ্দিয়ে এল! মানে বুঝিয়ে বললেও কিছুই বোঝেন না! ফ্যালসিপেরামের সিম্পটম কমাতে না, ব্লাড আসেক্সুয়াল স্টেজে ( যার জন্য সিম্পটম আসে) প্রাইমাকুইবের সেরকম এফেক্ট নেই, ট্রান্সমিশন আটকানোর জন্য লাগে, সেটা প্রাইমাকুইনের মত টেফনোকুইন ও পারে, খুব ভালই পারে। শুধু তাই না, টেফানোকুইন ব্লাডের আসেক্সুয়াল স্টেজের উপরেও কাজ করে। তাই ফ্যালসিপেরাম ভাইভ্যাক্স, দুই ক্ষেত্রেই প্রাইমাকুইনকে এটা দিয়ে রিপ্লেস করার জন্য কথাবার্তা অনেক এগিয়েছে, তুল্যমূল্য বিচার চলছে, যে টাকাটা বেশি যাবে, তা দিয়ে বেনিফিট কতটা বেশি আসবে।

    'Tafenoquine is active not only against the liver stages, gametocytes, and sporozoites of Plasmodium falciparum, but also against the blood stages of the parasite . Tafenoquine demonstrated significant protection against P. falciparum infection in Gabon, Ghana, and Kenya. Tafenoquine has been reported to be well tolerated, with only mild gastrointestinal effects'

    আর আপনার বাস্তব ভারত সম্বন্ধে ধারণা নেহাতই কম। এখনি আমার যেমন ইচ্ছে হচ্ছে আপনাকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম সীমান্তের একটা জুমিয়া গ্রামে এই ওষুধ দেবার দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিতে। যেখানে গ্রামগুলোই বহু বহু দূরে, জংগলের মধ্যে। তারপর জুম হয় আরো আরো ভিতরে, গ্রামগুলো থেকে এক থেকে তিন চার ঘণ্টার হাঁটা, ঘন জংগল, ছড়া, টিলার পর টিলা পেরিয়ে। লোকজন জুমে চলে যান হয় ভোরে চার পাঁচটা ছ'টায়, ফেরেন সন্ধে রাতে বা অনেকেই ওই যে টিলায় জুম করেন, তাতে টংঘর বানিয়ে দু'তিন থেকে নয় দশ মাস থেকে যান, সব নিয়ে। বা বাচ্চাকাচ্চা বয়স্কদের গ্রামের ঘরে রেখে জোয়ান ছেলে বউ নিয়ে। যাঁদের যেবার বেশি দূরের টিলায় জুম হয়, তাঁ্রা৷ থেকেই যান। আগে অনেকে এমন ও থাকতেন, প্রায় সারাবছর ওখানেই। জুম থেকে একজন হপ্তায়, দুই হপ্তায় কি মাসে একবার গ্রামে আসেন, হাটবারের আগে, জুমের ফসল বেচেন, সেই টাকায় নুন, সাবান, তেল আর যেটুকু যা লাগে কেনেন।
    খুব জ্বর টর বাড়লে গ্রামে আসেন। টেসট হয়ে ম্যালেরিয়া ধরা পড়লে একদুদিন হয়ত বড়জোর গ্রামে, তারপরেই আবার জুম। তিনদিনের মেইন ডোজই অনেকে শেষ করেন না, বাড়ি বাড়ি গিয়ে আধখাওয়া ফয়েল কত উদ্ধার করেছি। ফ্যালসিপেরাম হলে প্রাইমাকুইনের একটা ডোজই অর্ধেক সময় মিস করেন, তাই এখন ওসব জায়গায় দ্বিতাইয় দিনের বদলে প্রথম দিনেই আর্টে-লুমে খাওয়ানোর সংগেই ওটাও খাইয়ে দিতে বলা হয় আশা দিদের। তার মধ্যে এত স্পিসিস, সব এজ গ্রুপের আশা রা বারবারবভুল করেন, ওষুধই দেওয়া হয়না ওঁদের কাছে অর্ধেক সময়, তাই ডিটেক্ট হলেও ওষুধের জন অপেক্ষা, এম্নকি এম্পিডাব্ল্য রা, পরশুর ওই যে মহিলাকে হাস্পাতালে আনতে হল, ভুল ডোজ দেবার ঘটনা ছিল, প্রথমে ওভার, পরে আন্ডার, আর প্রাইমাকুইন তো পড়েইনি। এছাড়া আরো যা যা লজিস্টিক্স ইস্যু আছে, যা যা দেখি নত্য, লিখতে গেলে মহাভারত হবে। তো, কথা হল, ভাইভ্যাক্স হলে ১৪ দিন নাকি ওই পাহাড় জংগল নদী ঠেংিয়ে, তাও আবার তুমুল বৃষ্টিতে আর পিছল মাটিতে রোজ ৪-৫ ঘ্ণটা যাতায়াত করে একটা করে প্রাইমাক্যুইন ওষুধ খাওয়ানো হবে! আপনাকে দিয়ে এই কাজটা করাতে পারলে আমার কী যে ভাল লাগত!!

    আর হ্যাঁ, এটা নিয়ে অন্য সময়ে তত না ভাবলেও চলে, কন্ট্রোল ফেজে। কিন্তু এলিমিনেশনের সময় ভাবতেই হয়। তাই এলিমিনেশন ফেজের জন্য আলাদা ড্রাগ রেজিমো ভাবতে হয়।
    ভাইভ্যাক্স ফ্যালসিপেরামের থেকে কম ভয়নকর, ড্রাগ রেসিস্টান্স ইস্যুও অনেক কম কিন্তজ এর এলিমিনেশন অনেক বড় চ্যালেঞ্জ। এই রিলাপ্স ও লজিস্টিক্স চ্যালেঞ্জের জন্য।G6PD deficiency ইস্যু তো আছেই। গাদা গাদা বিজ্ঞানীরা এই নিয়ে মাথা কুটছেন, এমনি এমনি না।
    আপনার মত বাইরে থেকে সবই ' অমন মনে হয় '।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ০৯:০৪446868
  • আমি সত্যিই হতাশ,এরম তর্কেরজন্য তর্ক দেখে।
    টেফানোকুইন, ভাইভাকস এর রিলাপ্সঃ প্রতিরোধী ঔষধ। হাতের কাছে বিকল্প হলো,বহু পুরনো প্রাইমাকুইন্।প্রায় একই রকম এফেকটিভ। প্রাইমাকুইণ খুব সস্তা। পয়সা দিয়ে কেনা যায় আর টেফানকুইন বহু দামী।
    একমাত্র সুবিধা, প্রাইমাকুইণ দু সপ্তাহ খেতে হয় আর টাফেনকুইন সিঙ্গল ডোজ।
    এটা তো কম্প্লাএনস সমস্যা! নাথিং এলস।সে জন্য অনেক পন্থা আছে। ইচ্ছে থাকলে, ডটস এর মতন বাড়ি গিয়ে খাওয়ানো যায়।এটা তো প্রাইমারি লেভেল এর লোকজন জানে!
    উল্টে প্রাইমাকুইন ফ্যালসিপারাম এর ট্রিটমেন্ট এ ব্যবহার করা যায়।
    এই জন্যই বলা হয়েছে ভারতের কোন গাইড লাইনে টাফেনোকুইন আদৌ, উল্লিখিত হয়েছে কি?হলে জানান।না হলে কেন হয় নি , সেটাও জানান।
    আর বলা হয়েছিলো, আর্টিমিসিনিন এর পর কোন যুগান্তকারী ঔষধ বেরিয়েছে কি, স্পেশ্যালি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে?
    প্রথমত, টাফেনো কুইন কি কোন ভাবে ফালসিপারাম এর জন্য স্বীকৃত হয়েছে ?যদি হইয়া থাকে জানান।উত্তর না,হলে কোন প্রশ্ন নাই।
    দুই,বার বার পোস্ট এর পর পোস্ট; বিভিন্ন ACT এর উল্লেখ করা হচ্ছে।ACT এর পুরো অর্থই হলো আর্টিমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি। মূল কথা আর্টিমিসিনিন বেসড।সুতরাং অর্টিমেথার,অর্টিসুনেট যা কিছুই থাকুক,মূল উপাদান ওই আর্টিমিসিনিন।এর সঙ্গে কম্বিনেশন হিসাবে যা ব্যবহার করা হচ্ছে,সালফাকসিন -পাইরিমেথামিন (লক্ষ্য করুন, এটাও কম্বিনেশন),মেফ্লকুইন, লুমেফানট্রিন সব ই তো পুরন ঔষধ।নতুন কি হলো?--))
  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ০৮:৪৯446867
  • তবে হ্যাঁ, ইন্ডিয়ার কেমিস্ট্রি ল্যাবগুলো নতুন মলিকিউল কি বেটার ডেরিভেটিভ সিন্থেসাইজ করার জন্য কতটা গবেষণা করে, কম করলে সেটা কেন জানা নেই।
    এখানে csir এর ল্যাব আর ইউনিভার্সিটি থেকে নিত্যনতুন কম্পাউন্ড পাঠান হয়, যার অনেক কিছুই উত্তরপুবের পা হা ড় জংগলের কিছু ভাল আন্টিম্যালেরিয়াল ভেষজ থেকে বের করে আক্টিভ কম্পাউন্ড চিহ্নিত করে সিন্থেসাইজ করা হয়, সেগুলো আমাদের এখানেই কালচারে আর ইঁদুরে টেস্ট করা হয়। ক্রুড এক্সট্রাক্ট তো আছেই। এছাড়া আছে 'প্রমিসিং' ড্রাগ টার্গেট বের করা আর তাকে টার্গেট করে ড্রাগ ডিজাইন।

    সমস্যা হচ্ছে, এসব কাজ দিয়ে একেকজনের PhD হয়ে যায়, আর 'প্রমিসিং' মলিকিউল, এক্সট্রাক্ট, টার্গেট বহু ক্ষেত্রেই সেই থিসিস আর পেপার বন্দিই থেকে যেতে দেখেছি। পরের স্টেপগুলোতে নিয়ে যাওয়ার উদ্যোগ, উদ্যম, ট্রাডিশন, একটা প্রপার পাথওয়্র, প্রসিডিওর ফলো করা, সেটার যে কাল্পচার সেটার খুব অভাব বহুদিন ধরেই দেখছি। নইলে ওই ভেঞ্চারে ইন্ডিয়ার একটা না, আরো অনেক মলিকিউলই আসতে পারত।
    এই নিয়ে যত রিসার্চ হয়, তার সিংহপভাগেরই ট্রান্সলেশানাল অভিমুখটাই থাকেনা। যদিও ফান্ড পেতে, কি থিসিস পেপার লিখতে ওই নতুন ড্রাগ দরকার, সেই অব্জেক্টিভে রিসার্চ, এই কি ওয়ার্ডই থাকে আর ফান্ডিং হয়ও মূলত সেজন্য।
  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ০৮:৩৭446866
  • আমি তো সেটাই লিখেছি পিটিবাবু, সেইজন্যেই নানা স্টেজের কথা লেখা। চার্টগুলোতেও সেই ভাগগুলোই আছে। আর এসব স্টেজের আগে ল্যাবে ল্যাবে যেসব 'প্রমিসিং' মলিকিউল নিয়ে কাজ চলছে, বা তা খুঁজে বের করার, সেটা সবার শেষে। প্রতি ধাপ দেখলেই, বা আমার কোট করা অংশটা পড়লেই বুঝতে পারার কথা, কে কোন স্টেজ টপকাতে পেরেছে বা পারেনি। আর এইসব স্টেজে পরীক্ষার আসার জন্যেই ওই গুচ্ছ মলিকিউল নিয়ে কাজ চলছে, যা ওই রিভিউতে নেই।

    ম্যালেরিয়ার ড্রাগ নিয়ে সেরকম রিসার্চ হয় না, কিছু নতুন বেরচ্ছেনা এধরণের মন্তব্য কোনমতেই ঠিক নয়, সেটাই প্রতিপাদ্য ছিল।
  • PT | 116.193.135.110 | ০১ জুন ২০২০ ০৮:৩১446865
  • "গুচ্ছ গুচ্ছ গ্রুপ দিবারাত্র গুচ্ছ গুচ্ছ কাজ করে চলেছে"-এর সঙ্গে শেষ পর্যন্ত প্রকৃত একটা "ওষুধ" আবিষ্কার হওয়ার মধ্যে বিস্তর ফারাক আছে।
    "Between 5,000 and 10,000 compounds are rigorously studied in numerous laboratory tests and the best ones further optimized. Out of four or five drug candidates that are then tested on humans in clinical studies often only one substance is approved and becomes available to physicians and patients. "
  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ০৮:০৭446864
  • * FDA আপ্রুভাল পেয়েছে। এদেশে আসা নিয়ে কথাবার্তা অনেকদূর এগিয়েছে।
    একটা সমস্যা হল, এটার দাম বেশি।
  • pi | 2409:4065:30a:c274:bdb3:e9a5:ec3b:f78e | ০১ জুন ২০২০ ০৭:৫৬446863
  • আপনি তো বাংলা পড়ে মানেই বোঝেন না! এত পড়েও বুঝলেন না, প্রাইমাকুইন দিয়ে মোটেও 'দিব্যি চালানো যায় না '!
    টেফনোকুইন এখন্ ভারতে ম্যালেরিয়ার গাইডলাইনে এসেছেও কোথায় লেখা হয়েছে? FDA আপ্রুভা

    আর্টেমিথার/ইথার + লুমেফেন্ট্রিন যথেষ্ট যুগান্তকারী, কারণ বিশাল সংখ্যক মানুষ বেঁচে যাচ্ছেন এই কম্বিনেশনটা কাজ করায়, শুধু আর্টেমেসিনিন এর উপর ভরসা করতে হলে আর দেখতে হতনা!

    এর মধ্যে অনেক ওষুধ অনেক আগেই মলিকিউল হিসেবে আবিষ্কৃত হলেও ম্যালেরিয়ার ড্রাগ হিসেবে,
    কম্বিনেশন হিসেবে, তার সিংগল ফরমুলেশন হিসেবে আসেইনি। এখন যে ওষুধ চলে তাতে আর্টিমিথার আর লুমেফেন্ট্রিনের নানা ডোজের কম্বিনেশন সিংগেল ট্যাবলেটে ভরা থাকে। নানা স্ট্রেন নিয়ে এই দুটো ড্রাগ আলাদা করে নিত্যনিয়ত টেস্ট চ্যলাতে হয়, রেসিস্ট্যান্স কতটা কী আসছে বোঝার জন্য। ম্যালেরিয়ার ড্রাগ রিসার্চের অর্ধেক যায় এই কন্সান্ট রেজিস্ট্যান্স মনিটিরিং এ। আর সেই স্ট্রেনগুলোর উপরে নতুন নতুন ড্রাগ পরীক্ষা হয়।মাল্টি কান্ট্রি ট্রায়াল চলে, চলতে থাকে, এই মুহূর্তেও চলছে।
    আপনি বোধহয় গুগুল করে খালি খবরই পড়েন, তাই এটা রইল আপনার জন্য। MMV বলে Medicines for Malaria Venture বলে একটা খুব বড় উদ্যোগ রয়েছে। ভারতের তৈরি মলিকিউল ও আছে।

    এই ছবি দেখুন। ৯ টা নতুন ড্রাগ/ কম্বিনেশন, যা আপ্রুভড।


    এর পরে দেখুন, ট্রান্সলেশন ফেজে কারা ছিল।
    The chiral 8-aminoquinoline derivative, NPC1161B was developed at the University of Mississippi and was still in preclinical studies in 2014 . MK4815 was developed in 2012 at Merck but is still in preclinical studies due to safety issues . CDRI 97/78 is a fast-acting novel trioxane anti-malarial first synthesized in 2001 by a team at the Council of Scientific and Industrial Research in India . Having passed all preclinical studies, it was last seen to have completed first-in-human Phase I trials in 2014 . Developed at the Liverpool School of Tropical Medicine in 2009, N-tert butyl isoquine/GSK369796 was designed as an alternative to amodiaquine [68, 69]. It completed preclinical studies, and was last in Phase I trials in 2008 (NCT00675064). Artemisone is a second-generation semi-synthetic artemisinin derivative developed at the Hong Kong University of Science and Technology, that has previously been shown to be as efficacious as artesunate, with minimal neuro- and cytotoxicity and a comparably low cost of production. It was withdrawn from Phase II/III trials in 2010 (NCT00936767). The bisthiazolium salt, SAR97276, was discovered and developed by Sanofi in 2005 , however further investigation was terminated in 2012 after Phase II trials (NCT01445938). AQ-13 is a chloroquine derivative that was first described in 1946 . While only differing to CQ in the amine side-chain, this difference has been linked to its increased efficacy against CQ-resistant strains . It has a MoA and pharmacokinetic properties similar to that of CQ . AQ-13 last completed Phase II trial at the end of 2017 (NCT01614964), however there has been no mention of any following active trials so the ongoing status of this compound is unclear.

    এই ছবিটা দেখুন।
    ট্রান্সলেশানাল পরবর্তী ফেজে কোন ল্যাব/ কোম্পানির ড্রাগ, কে কোথায় দাঁড়িয়ে। কতগুলো আছে, নিজের গুণে দেখুন।



    এ বাদেও গুচ্ছ মলিকিউল, গুচ্ছ ইউনিভার্সিটি আর কোম্পানি ল্যাব থেকে বেরিয়ে এরও আগের টেস্টিং স্টেজে আছে। যদি সত্যিই জানার ইচ্ছে থাকে, এখানে সেকশন থেকে পড়তে শুরু করুন।
    প্রিক্লিনিকাল আর প্রোডাক্ট ডেভেল্পমেন্ট স্টেজে এতগুলো আছে, যে লম্বা লিস্ট আর দিতে পারছিনা। এখানে প্রিক্লিনিকাল সেকশন থেকে পড়্ততে শুরু করুন।
    https://malariajournal.biomedcentral.com/articles/10.1186/s12936-019-2724-z

    এ বাদেও এর‍ও আগের স্টেজে, মানে ল্যাবের প্লাসমোডিয়াম কালচারে কি ইঁদুরে প্রমিসিং রেজাল্টের কোন অন্ত নেই!৷ মানে, সত্যিই গুচ্ছ গুচ্ছ গ্রুপ দিবারাত্র গুচ্ছ গুচ্ছ কাজ করে চলেছে এনিয়ে!
  • Du | 47.184.21.53 | ০১ জুন ২০২০ ০৩:৩০446862
  • ধর্মস্থানটা তো পুরো ইউএস থেকে কপি মেরে দিল। আমাদের দেশে ধর্মস্থান এমন কি আবশ্যিক ব্যাপার? কেউ কি খুলতে দাবি জানাচ্ছিলো? যদ্দুর জানি কাবা ভ্যাটিকান এখনও বন্ধ।
  • Du | 47.184.21.53 | ০১ জুন ২০২০ ০৩:০৭446861
  • দিলু অনেক আগে বলেছিলো রাজ্য সরকার শ্রমিকদের ফেরত আনার বিরোধিতা করছে। বিশ্বাস করিনি। এবারে এখন যে পরিমান লোক আটকে আছে এবং আসতে পারছে না, যেটা গুরুতেও একটু নিচেই একজন লিখেছেন তাতে বাস্তবে খালি ট্রেন পাঠানো কতটা সম্ভব সন্দেহ। প্রেস অলরেডি পরিযায়ীরা এসে করোনা ছড়াবে হিস্টিরিয়া তুলতে শুরু করেছে সেটা যে কোন লোকের সাথে কথা বললেই বোঝা যাচ্ছে। লাস্টলি আসার পর রাজ্য এদেরকে গাদাগাদি করে বাসে করে নিয়ে টেম্পারেচার দেখে বা না দেখে জেলায় পাঠিয়ে দিচ্ছে। এই সবকটা জিনিস জেনে ওনার কথা ঠিক মনে করার কোন কারন দেখলাম না। রেলওয়ে তুমুল ছড়িয়েছে তাই রেলের দোষত্রুটি ড্রেসিং এর মতো ওপরে না ছড়িয়ে উনি বলবেন এরা এসে আমার বিপদ বাড়াচ্ছে এতোটা বোকা আমি ওনাকে ভাবি না তবে কথার মানেটা বুঝতে অসুবিধে হয়নি। করোনা জিহাদ শুনে যেমন লেগেছিল তেমন ই লেগেছে করোনা এক্সপ্রেস শুনে।
    @দু পদ্মপাল বলেছেন ওদের বাড়ি ফেরার রাইট আছে। আমি সেটা সমর্থন করি। যে পরিমান পিং পং ওনাদের নিয়ে হচ্ছে তারপর যে কেউ এইকথা বললেই সাধুবাদ দেবো তাকে।
  • অর্জুন | 223.223.148.49 | ০১ জুন ২০২০ ০২:৪২446860
  • নিউজিল্যান্ডের @অরিন-দা'র ইমেল আই ডিটি পেলে বাধিত হব। 

  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ০১:৩৬446858
  • ধুর,আর কোন তর্কই করবো না।প্রশ্ন ছিল কটা যুগান্তকারী ঔষধ আবিষ্কার হয়েছে,ম্যালেরিয়া , স্পেশালি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় অর্টিমিসিনিণ এর পর আর টিবি তে রিফামিপসিন এর পর।

    সেরকম কিছু পাওয়া গেলো না।সাল ধরে দেখলাম।তখন এলো ম্যালেরিয়ার ট্রিট মেন্ট কি কি?ওসব নিয়ে কি হবে?

    মূল তর্কে থাকুন,ঝোঁপ ঝাড়ে না কুপিয়ে। বাকি থাকে টাফেনোকুইন,যেটা মূলত ভায়ভক্স এর রীলাপস এর জন্য ব্যবহার করা হয়।যেটা কি না প্রইমাকুইন দিয়ে দিব্য মেটানো যায়।এটাই ছিলো আমার বক্তব্য।

    আপনি টাফেনোকুইন এর আর কি কি ইউজ জানেন? ভারতে কোথায় কোন গাইড লাইনে ব্যবহার হয়?

    এ দুটো প্রশ্নের উত্তর দিলেই চলবে আপাতত।

  • pi | 2409:4065:30a:c274:4d86:41e7:74ec:7654 | ০১ জুন ২০২০ ০১:১৯446857
  • আর সেজন্যই এখনলার যে ড্রাগগুলো পাইপলাইনে, সেগুলো ওই অঞ্চলের প্যারাসাইটের উপর টেস্ট হয়ই, আসিড টেস্ট।৷ সেজন্যই টেস্ট করতে চায় ইন্ডিয়ার নর্থ ইস্টের প্যারাসাইট স্ট্রেনেও, এখানেও সারা ইন্ডিয়ার মধ্যে সবার আগে যেকোন ড্রাগে রেজিস্ট্যান্স আসে, কারণটাভগ্রেটার মেকংবের বেশি কাছে বলেই মনে করা হয়।

    নতুন কী কী ড্রাগ টেস্ট হচ্ছে, অনেকদূর এগিয়েছে, পেপারগুল্প নামিয়ে খুঁটিয়ে পড়লে কিছু লিস্টি পাবেন, না পেলে বলবেন। কোনদিন সময় করে দিয়ে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত