এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এবড়োখেবড়ো | ০১ জুন ২০২০ ২২:১৪446960
  • আমার স্বল্প দিনের গুরুর অভিজ্ঞতায় মনে হয়েছে এখানে পিটিস্যারের মতো সর্বংসহা বোধায় কেউ নন। উনি আজকাল ধনেপাতারও ক্যাশমেমো কেন নিচ্ছেন জানি না। তবে খারাপ লাগে এনার্জির এই ওয়েস্টেজ দেখে।

    'মান্যতা' বা 'লাগু' বাংলা ভাষায় হিন্দি যে ক্রমশ ঢুকছে তার লক্ষণ। বাংলা 'মান্য' যথেষ্ট। নাহলে বৈধতা বলে একটি আলাদা শব্দও আছে। যা বৈধ-র বিশেষ্য রূপ।

  • b | 14.139.196.11 | ০১ জুন ২০২০ ২২:১১446959
  • শামসুর রহমানের মাইকেলকে নিয়ে কবিতেটা কারুর কাছে আছে? শেষ লাইনটা এরকম ছিলো

    'আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত কপোতাক্ষ আছে।"
  • aka | 216.186.177.14 | ০১ জুন ২০২০ ২২:০৪446958
  • আচ্ছা এই “মান্যতা“ কথাটা কি আগে খুব ব্যবহার হত? পিটির বাক্য থেকেই বলি, আমরা কি এরকম বলতাম না - “কোর্টের রায়কেই মান্য করতে হবে“। নাকি মান্যতা শব্দটাই ব্যবহার হত? কেমন জানি মনে হচ্ছে এই শব্দটি এখন বেশি চোখে পড়ছে। কেউ একটু আলোকপাত করলে ভালো হয়।
  • dc | 103.195.203.37 | ০১ জুন ২০২০ ২২:০২446957
  • হ্যাঁ, পিটিদা এইরকম ঘ্যানঘেনে পুরনো প্রসঙ্গ টেনে আনায় আর "আমার জামা ময়লা ঠিক আছে কিন্তু ওর ধুতির থেকে তো পরিষ্কার", এই লাইনের দুর্দান্ত এক্সপার্ট। আমার তো মনে হচ্ছে এগুলো পিটিদা নিজের সাথে নিজে কথা বলছে।
  • !@#$%^& | 2405:201:8805:37c0:fc53:6c1d:79d2:d857 | ০১ জুন ২০২০ ২১:৫৫446956
  • 'এই নিকটি ব্যবহার না করালেই ভাল হত'- হুঁ। আমারও এইটা প্রথ্ম থেকে মনে হচ্ছিল। কিন্তু কপি পেস্ট সর্বস্বদের এসব বলে লাভ নেই।
  • PT | 115.187.44.75 | ০১ জুন ২০২০ ২১:৫১446955
  • "PT বাবু কি আদৌ উত্তর দেবার বদান্যতা দেখাবেন?"

    @আরোপিত চাড্ডি ট্রোল
    আপনি কি এ চত্বরে নতুন?
    তাহলে জানাই যে প্রতিষ্ঠিত গুরুপন্ডিতদের সঙ্গে আমার এই নিয়ে দীর্ঘদিন তক্ক হয়েছে যে অন্ততঃ কোর্টের রায়কে মান্যতা দিতে হবে যতক্ষন না সেই রায়ের পুনর্বিবেচনা হচ্ছে।

    তবে "চুণী কোটাল" (এই নিকটি ব্যবহার না করালেই ভাল হত) নিজেও যদি কোর্টকে মানতেন তাহলে গাঙ্গুলির রায়কে প্রশ্ন করতেন না। করেছেন বলেই প্রশ্ন করেছি। তাঁর তালিকার বাকি ঘটনাও আলোচনার যোগ্য নয়। প্রায় হাওয়ায় ভাসানো গপ্প। কেননা "দোষীদের" নিজেদের অবস্থান ব্যাখ্যা করার কোন সুযোগ নেই। অন্ততঃ পার্থ চক্রবর্তীকে কেউ খুঁজে বের করতে পারলে ভাল হয়।

    সেই হিসেবে তাপসী মালিকের হত্যার জন্য সুহৃদ দত্ত দায়ী এমনটি প্রমাণিত নয়। প্রমাণ করার কোন সদিচ্ছে (বা উপায়) CBI-বা তিনো সরকারের আছে বলে মনে হয়না। অথচ সেই ঘটনায় trial by media করে বিস্তর লম্ফ-্ঝম্প হয়েছে। এমনকি সেই অপ্রমাণিত ঘটনাটি একটা সরকার বদলের ক্ষেত্রে স্বল্প হলেও অনুঘটকের কাজ করেছে।

    আগে গুরুতে বেশ উন্নত মানের তক্ক হত। সেখান থেকে অনেক কিছু শিখেছি গত কয়েক বছরে।
  • !@#$%^& | 2405:201:8805:37c0:fc53:6c1d:79d2:d857 | ০১ জুন ২০২০ ২১:৪৫446954
  • আরোপিত চাড্ডি ট্রোল, আমি কাউকে ৭৫ পয়সা বলিনি, অন্য কেউ বলেছে (তাতে আমার আপত্তি আছে তেমন কিছুও বলছি না)। অন্য লোকের নামে পোস্ট করা হবে, সকপাপেটিং করা হবে, স্প্যামে ভুবন ভরিয়ে দেওয়া হবে, আর লোকজন গালাগাল দেবে না, তা তো হয় না।
  • dc | 103.195.203.37 | ০১ জুন ২০২০ ২১:৪১446953
  • আরে বাবা এই সিপিএম টিপিএম তো বাবরের যুগের ইতিহাস! এসব নিয়ে কার আর আগ্রহ আছে? কবেকার পুরনো কথা, ও দিয়ে হবেটা কি?
  • আরোপিত চাড্ডি ট্রোল | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ২১:১৮446952
  • @chinho babu

    chuni kotal মানেই সেটা ৭৫ পয়সার চাড্ডি ট্রল আর  taposi  মালিক মানে সুস্থ ও সৃজনশীল আলোচনা এটা তো আপনাদের  পুরোনো লেখকদের পোস্ট এই পরিষ্কার 

    সত্যি ই কি চাড্ডি রা আতঙ্কে দিন কাটায় এই কথা ভেবে যে গুরু তে আলোচনা হলে সরকার হড়াস করে হড়কে পড়ে যাবে ?

    চুনী কোটাল এর উত্তর মানেই কি রোহিত ? সেটা কে লিখলেন ?

    আমার জামা ময়লা ঠিক আছে কিন্তু ওর ধুতির থেকে তো পরিষ্কার , এই যুক্তি কিরকম ? 

    ফোরাম যখন ওপেন রেখেছেন , যুক্তি চলুক না , কোনো আপত্তি নেই 
    প্রশ্ন উঠলেই চাড্ডিরা যেমন দেশদ্রোহী বলে থামিয়ে দেয় , আপনারা ওদের বিরোধিতা করতে গিয়ে ওদের রাস্তাই ফলো করছেন না কি?
    আমি PT বাবুকে প্রশ্ন করেছিলাম যে বিচারপতি র কথাই যদি ওঠে তাহলে মোদিকে কে নির্দোষ বলেছিলো ? সেই বিচারপতি কি নিরপেক্ষ ছিলেন? 
    যদি উত্তর হয় ----না , তিনি BJP ছিলেন , সেক্ষেত্রে S S গাঙ্গুলী সিপিএম হতে পারেন  না কেন ? 
     

    নেট এর গোলমালে পোস্ট টা কয়েকবার রিপিট হয়ে যায় , সঙ্গে সঙ্গে ৭৫ পয়সার গল্প আপনারা শুরু করলেন 
    আলোচনা চলুক না 
    PT বাবু কি আদৌ উত্তর দেবার বদান্যতা দেখাবেন ?

  • !@#$%^& | 2405:201:8805:37c0:fc53:6c1d:79d2:d857 | ০১ জুন ২০২০ ২১:০১446951
  • ট্রোলবাবু, দেখুন, ভোটের পার্সেন্টেজ নিয়ে কোন সমস্যা নেই। গুরুর সিপিএমদের জিজ্ঞেস করে দেখুন, তাঁদের মতে সিপিএম চলে যাওয়ার পেছনে গুরুর ষড়যন্ত্রও পৌনে ছ্টাক দায়ী। তো, সিপিএমের ভোটের পার্সেন্টেজ নিয়ে গুরু কী করবে।

    ডিলিট করার কারন, আমার ধারনা, এইসব অর্থহীন ট্রোল, স্প্যাম পোস্ট স্বাভাবিক আলোচনার মধ্যে বিশ্রী চক্ষুপীড়া।
  • Makuder jom | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ২০:৩৬446950
  • পুলিশ পুলিশ 

    পোঁওওওওওওও 

    একি ? মার্ক্স্ এর মহান আদর্শ কে অপমান ? এখুনি মুছে ফেলবো এই পোস্ট , কেউ দেখে ফেললে ৭ পার্সেন্ট থেকে ভোট আরো কমে যাবে যে !!!!

    কি খোরাক মাইরি

  • দ্যুৎ | 37.111.248.147 | ০১ জুন ২০২০ ২০:২৯446949
  • দিন তো গেলো সন্ধ্যে হলো ... হুঁ হুঁ হুঁ 

  • আর | 2401:4900:188a:b22d:cc72:7ddb:fab1:3751 | ০১ জুন ২০২০ ১৮:৫১446942
  • ৭৫ পয়সা পার পোস্ট
  • আর | 2401:4900:188a:b22d:cc72:7ddb:fab1:3751 | ০১ জুন ২০২০ ১৮:৫০446941
  • পিটিরও যেমন কারবার! ৭৫পোস্টের বিজেপি ট্রোলের সাথে গ্যাছেন লজিক লড়াতে!
  • spammer | 2405:201:8805:37c0:fc53:6c1d:79d2:d857 | ০১ জুন ২০২০ ১৮:৩৩446940
  • কপিপেস্টের চক্করে পুরো রেকারিং ডেসিমাল নামিয়ে দিয়েছে।
  • Chuni kotal | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ১৮:১৫446930
  • @PT

    Gujrat riot case e modi nirdosh promanito

    bicharpoti ki BJP chilen?

  • Chuni kotal | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ১৮:১৫446931
  • @PT

    Gujrat riot case e modi nirdosh promanito

    bicharpoti ki BJP chilen?

  • চুনী কোটাল | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ১৮:০৪446929
  •  @PT 

    কোন তাপসী মালিক ? যাকে তপন শুকুর মেরে দিলো আর লক্ষণ শেঠ জ্বালিয়ে দিয়ে কেস সাজাল ?

  • PT | 115.187.44.75 | ০১ জুন ২০২০ ১৭:২০446928
  • @চুণী কোটাল
    আপনার বর্ণিত প্রতিটি ঘটনাই অত্যন্ত নিন্দনীয়। কিন্তু ১৯৯২-এর আগে ও ২০১০-এর পরে পব-তে (ভারত বাদ দিলাম) মোট অস্পৃশ্যতা জনিত ঘটনার একটা তালিকা পাওয়া যেতে পারে? তাহলে খানিকটা তুলনামূলক আলোচনা হতে পারে। দুটি ব্যাপারে আরেকটু জানতে ইচ্ছে করছেঃ
    ১। "১৯৯৫ সালে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস.এস. গঙ্গোপাধ্যায় তাঁর রিপোর্টে জানান যে অধ্যাপকের ব্যবহার নাকি এমন কিছু অপমানজনক ছিল না....."
    বিচারপতিও কি সিপিএমের সদস্য ছিলেন?

    ২। "...........DYFI-এর Zonal Secretary পার্থ চক্রবর্তী । ডাঃ বিশ্বাস সৌজন্যবশতঃ পার্থবাবুকে চা খেতে অনুরোধ করায় তিনি জানান যে তপশিলি জাতির ব্যক্তির সঙ্গে একসাথে চা খেতে তিনি প্রস্তুত নন।"
    এই পার্থবাবু এখনও বেঁচে থাকলে তাঁর মুখ থেকে চা না খাওয়ার ঘটনাটা শোনা যেতে পারে?

    যাঁরা এইসব সুদূর অতীতের ঘটনার কথা তুলে আনতে পারেন এমন নিপুণতার সঙ্গে তাঁরা কেউ তাপসী মালিকের মৃত্যুর তদন্ত নিয়ে কোন উৎসাহ দেখা না কেন?
  • dc | 103.195.203.37 | ০১ জুন ২০২০ ১৬:৫৪446927
  • আচ্ছা সেই ঐতিহাসিক ডিসিশানটার কি হলো? সেটা কি এতোক্ষনে বেরিয়ে গেছে?

    এতক্ষন মিটিং এ ছিলাম, কনকল সেরে দেখি কোথাও কোন খবর নেই।
  • de | 59.185.236.55 | ০১ জুন ২০২০ ১৫:৪৫446926
  • পাই,

    ম্যালেরিয়া আর তোমার ফিল্ড স্টাডি, রিসার্চ নিয়ে একটু বড়ো করে লেখো কখনো। এই ভাটের চাপান-উতোরে অনেক কিছু হারিয়ে যায়।
  • দ্যুৎ | 119.30.38.224 | ০১ জুন ২০২০ ১৫:১৬446925
  • আবার সবাই চলে গেছে

  • দ্যুৎ | 119.30.38.224 | ০১ জুন ২০২০ ১৫:১২446924
  • আমার ইমো কই
    ইনজিরি কই
    তক্ক ধিমে যাচ্ছিল
    ঊসকে
    এজ নেট কানেকশান দে ধণ্য করেছে
    কিছু আসে না
    শুধু এই চ্যানেল ঝিরঝির

  • ফটিক 7:2ec6:7941:3c05 | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ১৫:০৫446923
  • আজকে তিনি শেকল জমা করে
    বেরিয়ে গেলেন কাজের ঘানি থেকে
    না পাওয়াদের দিলেন ক্ষমা করে
    মুক্তি এবার ব্যাঁকা বাণী থেকে।

    এতটা কাল জানলা দিয়ে দেখা
    ডিউটি ফাঁকে উঁকিঝুঁকি মেরে,
    কাজের ভিড়েও কবি ছিলেন একা
    শো কজে নেয় কথার সময় কেড়ে।

    এবার মেয়াদ শেষ হয়েছে কারা’র
    ফিরতে পারেন এখন নিজের গ্রহে
    যার আকাশে জ্বলা প্রতি তারা’র
    উজ্জ্বলতা তাঁর বোনা বিদ্রোহে।

    সেই দুনিয়ায় সত্যিকথার বাস,
    পথের ধারে ছন্দ করে খেলা,
    কবিতাদের ফলন বারোমাস
    পেট পুরে খায় পাঠকরা দুইবেলা।

    এবার থেকে এই পৃথিবীর তিনি,
    হাতকড়া’রা ছাড়তে হলো বাধ্য
    ক্যালেন্ডারের কাছে ভাষা ঋণী
    নিষেধও শেষ, ঠোঁটকে যে সব বাঁধতো।

    অরুণ আঁচল ছড়াক দিকে দিকে
    আলো লিখুক সমকালের পদ্য
    বিদায় দিয়ে বেহায়া চাকরিকে
    অরুণাচল মুক্ত হলেন অদ্য।

    মুক্ত কবির জন্ম হলো সদ্য..সরকারি চাকরি থেকে অবসর নিলেন ডাক্তার অরুণাচল দত্তচৌধুরী। ৩ বছর আগে বারাসাত হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার অব্যবস্থা নিয়ে শাসকের বিরাগভাজন হন তিনি। তাকে নিয়েই কবিতা লিখেছেন আর্যতীর্থ।

  • pure | 119.30.38.224 | ০১ জুন ২০২০ ১৫:০৩446922
  •  ম্যালেরিয়আ  আস্চে
    স ব  আসচে
    যা হ য় এক টা নিয়ে
    মেতে থাক্তে  পার্লেই

  • অতি চালাক | 3.112.92.162 | ০১ জুন ২০২০ ১৪:৫৯446921
  • কে বেশি খারাপ ক্রমশ গুলিয়ে যাচ্ছে , ম্যালেরিয়া মশা না কেন্দ্রীয় সরকার ?

  • !@#$%^& | 2405:201:8805:37c0:6117:2ec6:7941:3c05 | ০১ জুন ২০২০ ১৪:৫৮446920
  • এবড়োখেবড়ো, ওহ হ্যাঁ, দুঃখিত, মাঝখান থেকে ম্যালেরিয়া ঢুকে গেছে।

    আপনার সঙ্গে আমার কথায় আমার বক্তব্য ছিল করোনা নিয়ে হইচই হয়ে যদি তার কিছু হিল্লে হয় তাতে গরীব লোকের উপকারই হবে। আর হইচইয়ের একটা বড় কারন এর অজানা প্রকৃতি ও নূতনত্ব, আর সংক্রমণের ধরন।

    হতে পারে এটা তৃতীয় বিশ্বে আন্ডারপ্রিভিলেজডদের মধ্যে শুরু হলে এতটা মনোযোগ পেত না, অসুস্থদেরই দোষ দেওয়া হত তাদের অভ্যাসের কথা বলে, আমেরিকা যেমন চীনের সঙ্গে করছে, হতেই পারতো, খুবই সম্ভব।
    তবে সেটা যে হয়নি তা মানবজাতির জন্যে ভালোই হয়েছে।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:8301 | ০১ জুন ২০২০ ১৪:৫৮446919
  •  আমি একটা জিনিষ বুঝতে পারছি,সেটা হলো তর্কে র খাতিরে যা খুশি তাই বকে যাওয়া হলো দস্তুর। মূল প্রশ্নের উত্তরে, কিছু হাবি জাবি এসেছে।

    কি আর বলবো!--((

  • চুনী কোটাল 2ec6:7941:3c05 | 151.236.23.107 | ০১ জুন ২০২০ ১৪:৫৫446918
  •  এমনিই লকডাউন এ সময় কাটে 
    লোক জনকে সাবধান করে রাখা ভালো , আবার যদি ৭ পার্সেন্ট টা বেড়ে ৯ পার্সেন্ট হয়ে যায় ? এবারে নোটা কে ছি পি এম এর এগেইনস্ট এ জেতাতেই হবে 
    আমি নোটা র সমর্থক , তাই মহান বামপন্থী দের বিপক্ষে প্রচার করছি ? যার বার্নল লাগার তার ঠিক ই লাগবে 
    2021 এ আসল লড়াই 
    তিনো vs বিজু 
    ছি পি এম  vs নোটা 

  • bokashoka | 119.30.38.224 | ০১ জুন ২০২০ ১৪:৫৩446917
  • আগের টীকা
    আর এখোন্কার টিকা
    এক  না
    পোলিও টীকা  ভাল
    ফ্লু টীকা  not great

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত