এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ০৭ জুন ২০২০ ০৩:০২447298
  • সরোষে কহিলা ডিসিরে মহাপাতক
    সম্বিৎ - এবে অনুবাদক চূড়ামণি,
    করিলেই যদি এ অনুবাদায়োজন
    চিন্তালিলে না কেন দাসের প্রয়োজন?
    কন্টেক্সিলে অমৃতসম তব সৃষ্টিকে
    - মহাপাতকের কোন পাপে - আধুনিকে?

  • Atoz | 151.141.85.8 | ০৭ জুন ২০২০ ০২:৩৫447297
  • ওহ্হ, ডিসি, কী অনুবাদ!!!!! ওই উমা থুর্মান এর জায়্গাটা , ওহ্হ ঃ-) ঃ-) ঃ-) ঃ-)
  • r2h | 2405:201:8805:37c0:3c6a:38bc:427:9922 | ০৭ জুন ২০২০ ০২:১৪447296
  • ডিসির অনুবাদ টূ গুড। মাঝেমাঝে এমন অনুবাদ করবেন!
  • Du | 47.184.21.53 | ০৭ জুন ২০২০ ০২:০১447295
  • ডিসি, এস ঃ)))
  • এলেবেলে | 202.142.96.118 | ০৭ জুন ২০২০ ০১:৫৫447294
  • পরিযায়ী যাঁরা তাঁরা ঋতু অনুযায়ী ঘর ছাড়েন ভিন্‌ জেলা বা রাজ্যে কাজের খোঁজে। অভিবাসী যাঁরা তাঁরা পাকাপাকিভাবে ওই রাজ্যেই থাকেন সব ঋতুতেই। উৎসব বা ছুটিছাটায় ভিটেমাটিতে কিছুদিন কাটিয়ে ফের চলে যান। কলকাতার যাঁরা চর্মকার, ধুনুরি, মোটবাহক, কুলি, ট্যাক্সি ড্রাইভার তাঁরা মুলত অভিবাসীই, পরিযায়ী নন। সর্বোপরি এই শব্দবন্ধে একটা 'আদারাইজেশন'-এর গল্প প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে, যা কেবলমাত্র শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। এইটুকুই।

  • r2h | 2405:201:8805:37c0:3c6a:38bc:427:9922 | ০৭ জুন ২০২০ ০১:৪৮447293
  • অভিবাসনের সঙ্গে স্থায়িত্বের যোগ আছে।

    যাঁরা দুর্দশায় পড়েছেন তাঁরা কি স্থায়ী ভাবে ওসব জায়গায় থাকেন? না এই বছর ত্রিপুরায় রেলে কন্ট্রাকটারের কাজে, আগের বছর গুজরাটে হাইওয়ে তৈরীর কাজে, আগামে বছর সেন্ট্রাল ভিস্তার কাজে যাবেন?

    সে যাই হোক, কাজের জায়গায় স্থায়ী বাসস্থান হলে এই দুর্দশা হতো না, আর নিজের দেশে অভিবাসন, এইটাও একটু গোলমেলে মনে হয়।

    পাই লিখেছে সিজনাল মাইগ্রেশন, মূলত এঁদের সমস্যা নিয়ে তো কথা হচ্ছে।
  • pi | 42.110.139.194 | ০৭ জুন ২০২০ ০১:৩৯447292
  • আমি তো পরিযায়ী, অভিবাসী দুটোই ব্যবহার করলাম। মানে দুটো আলাদা করারই চেষ্টা করলাম। seasonal migration কে আলাদাই করতে চাই, তাঁদের সমস্যা দেখাই যাচ্ছে কিভহুটা অন্যরকম। ঘরে ফেরার তাড়না তাঁদের অনেক বেশি। কারণ ঋতু পেরলে এম্নিতেই ফিরতে অভ্যস্ত। অন্য জায়গাটা কখনই কোনভাবেই নিজের মনে হওয়া দূরের কথা, খুবই অস্থায়ী, কোন শিকড় না গজানো ঠাঁি। ডিসি যে কথাগুলো বললেন, অভিবাসী শ্রমিকরা সেগুলো ভাববেন না বলেই মনে হয়।
    এই অস্থায়ী, পরিযায়ীদের আর্থসামাজিক অবস্থাও আরো অনেক বেশি খারাপ। স্বাস্থ্য, শিক্ষা, সব। কারণ এই সিজনাল মাইগ্রেশনের জন্যই কোনটাই ঠিকঠাক পাওয়া যায়না।

    তবে ডিসি, ওঁরা বহু লোকেই আর ফিরবেন না মনে হয়। আজই এক খবর পড়লাম, বহু শ্রমিক বলেছেন, শুকনো রুটি খেয়ে থাকবেন, তাও সই। গ্রাম ছেড়ে ভিনরাজ্যের শহরে আর নয়!
  • aka | 2600:1005:b102:3382:bc43:6d49:ce84:c605 | ০৭ জুন ২০২০ ০১:১২447291
  • আচ্ছা একটা শব্দের মধ্যে আপত্তির কি আছে সেটা বুঝি না। পরিযায়ী বা অভিবাসী যাই বলি না কেন তাতে তো তাদের অবস্থার উন্নতি হবে না।
  • অর্জুন | 223.223.144.129 | ০৭ জুন ২০২০ ০০:১৪447290
  • চেষ্টা করে দেখব। এখনকার অবস্থায় কবে কি করে উঠতে পারব বলা মুশকিল। 

    ঝড়ের পরে আর এখানে আসা হয়নি। 

    ঝড়ে আমাদের এলাকাটা সিরিয়ার আকার নিয়ে ছিল। পাড়ার অধিকাংশ মহীরুহ বনস্পতি গুলো পড়ে গেছে। এখনো বিধ্বস্তের ছাপ স্পষ্ট । পুরসভা আর সি ই এস সির কাজ চলছে। আমার জানালা খুললে পাশের বাড়ির এক টুকরো জঙ্গল  আছে, সেটা রয়ে অক্ষত গেছে।  

    পরশু সন্দেশখালি যেতে  পারি একটা দলের সঙ্গে ।  

  • অর্জুন | 223.223.144.129 | ০৭ জুন ২০২০ ০০:০০447289
  • Modern history পড়তে আর ভাল লাগছে না। বেশ কিছুকাল হল Patricia Crone, Tom Holland , Guy Stroumsa পড়ছি । মানে ডুবে আছি যাকে বলে। 

    Ancient and medieval history.........  Fascinating লাগছে । 

  • এলেবেলে | 202.142.96.118 | ০৬ জুন ২০২০ ২৩:৫৬447288
  • পাইকে ধন্যবাদ 'পরিযায়ী শ্রমিক'-এর বদলে 'অভিবাসী শ্রমিক' লেখার জন্য। এ কথা আমি দীর্ঘ দিন ধরেই বলে আসছি। নিজের লেখাতেও ওই শব্দবন্ধই ব্যবহার করেছি।

    অর্জুন, কোথায় আছে জেনে তো লাভ কিছু হবে না। হাতে পেলে হবে। দেখুন যদি এ অভাগার হাতে তুলে দিতে পারেন। এ মাসেই গুটিয়ে ফেলব পড়ার কাজ। তার পরে শুধুই লেখা-কাটাকুটি-লেখা-খুঁতখুঁতুনি- ফের লেখা!

  • অর্জুন | 223.223.144.129 | ০৬ জুন ২০২০ ২৩:৫২447287
  • আশাকরি সবাই ভাল আছেন ! 

    @এলেবেলে, বিদ্যাসাগর বিষয়ক Brian Hatcher র বইটি সম্ভবত সি এস এস এসে আছে । 

  • .. | 122.180.175.42 | ০৬ জুন ২০২০ ১৯:৫৮447285
  • অসাধারণ অনুবাদ ঃ) @dc
  • S | 2405:8100:8000:5ca1::21e:53b0 | ০৬ জুন ২০২০ ১৮:০৫447284
  • ক্রিকেট আর আমেরিকান ফুটবলটা বেশ ভালো কম্বিনেশান।
  • b | 14.139.196.11 | ০৬ জুন ২০২০ ১৮:০৫447283
  • যাদের এস বি আই তে অ্যাকাউন্ট আছে একটা টেস্ট করুন তো। অনলাইনে রেকারিং ডিপোসিট খুলতে পারছেন কি?
    একেবারেই ব্যক্তিগত ব্যপার, হয়তো আমার ব্রাউজারেরই সমস্যা।
  • b | 14.139.196.11 | ০৬ জুন ২০২০ ১৭:৫৭447282
  • আবাপ-র খেলার পাতায় প্রথম ১০ টা খবরের মধ্যে ৮টাই ক্রিকেট নিয়ে। ১ টা ফুটবল আর ১ টা আম্রু ফুটবল।
  • dc | 103.195.203.11 | ০৬ জুন ২০২০ ১৬:৩৬447279
  • পাই ম্যাডাম, ওনাদের দুজনেরই বাড়ি বিলাসপুরের এক গ্রামে। ওনারা যেখানে কাজ করতেন সেখানে এপ্রিল মাসে কাজ বন্ধ হয়ে গেছিল, ফলে প্রায় মার্চ মাসের শেষ থেকে মাইনে পাননি। কনস্ট্রাকশানের কাজ প্রায় সব জায়গাতেই এখন বন্ধ, কবে পুরোপুরি শুরু হবে কোন ঠিক নেই। ওনাদের সাথে অন্য যারা ছিলেন তাঁদের থেকে জানা গেছে যে গ্রামে ওনাদের আত্মীয় আছে যাঁদের ওনারা টাকা পাঠাতেন।

    আর বাড়ি ফিরতে চায় প্রায় সব্বাই। টাকা থাক না থাক, কাজ থাক না থাক, সবাই একবার বাড়ি যেতে চান। অনেকেই বলেছেন গ্রামে এসব রোগের ঝামেলা নেই, সেখানে গেলে ওনারা বেশী নিশ্চিন্ত বোধ করবেন। তাছাড়া এতোগুলো মাস হয়ে গেল, শহরে বন্দী হয়ে পড়ে থাকতে কেউ চান না। ওনারা বলছেন বাড়ি গিয়ে তিন চার মাস কাটিয়ে আবার ফিরে আসবেন, কাজও আবার পেয়ে যাবেন। কিন্তু সরকার সেটা চাইছে না, ফলে ট্রেন চালাতে নানা টালবাহানা করছে, চালালেও এমনভাবে যাতে বাকিরা ভয় পেয়ে আর ফিরতে না চায়।
  • সেই ক্যান্টিন | 80.211.254.252 | ০৬ জুন ২০২০ ১৫:২১447278
  • S এর লেখাটি চমৎকার , তবে আরো কিছু ঐতিহাসিক চরিত্র এলে হয়তো সম্পূর্ণতা পেতো 

    যেমন ধরুন ওই ক্যান্টিন এর কোনার টেবিলে এক বেঁটে ধুতি পরা বয়স্ক ভদ্রলোক একমনে ফিশ ফ্রাই চুসছিলেন (2011 তে সব দাঁত পড়ে গিয়ে ৭ পার্সেন্ট দাঁত রয়েছে তাই চিবোনো যাচ্ছেনা ), হঠাৎ উঠে এসে কৌটো নাড়িয়ে বললেন -আমাদের ফিশ ফ্রাই ফান্ড এ চৈনিক রেশন বন্ধ , আমাদের ও কিছু রেসিপি দিয়ে সর্বমারা দের সাহায্য করুন 

    এটা কেমন হতো ? আরো সাজেশন প্রত্যাশী 

  • ঘোরপ্যাঁচে দোলগোবিন্দ | 2a0a:c802:4:1::34 | ০৬ জুন ২০২০ ১৫:২০447277
  • সায়েন্স ফেল করে গেল নাকি মশাই ?? খুড়োর ভুত নামানোর বাস্কটাই বরং বের করি।

  • PT | 116.193.135.125 | ০৬ জুন ২০২০ ১৫:১৪447276
  • dc-র ভেতরে যে এক ইংরেজ শিব্রাম ছিল তা কে জানত?
  • b | 14.139.196.11 | ০৬ জুন ২০২০ ১৪:৪০447275
  • WHO-র তো পুরো who's who অবস্থা। একবার বলে মাস্ক পরো, আবার বলে পোরো না, একবার বলে হাক্লোন খাও, একবার বলে খেয়ো না। তাইলে গোমূত্র কি দোষ কল্ল?
  • pi | 2402:3a80:a54:3619:0:59:baa3:1f01 | ০৬ জুন ২০২০ ১৪:১৮447274
  • এস, অভি ঃঃ))

    ডিসির পোস্ট পড়ে খুব খারাপ লাগল। একটা কথা বলুন। লকডাউন এখন উঠে গেছে। ওই ক্নস্ট্রাকশনের কাজ কি আবার শুরু হবেবলছে? মানে গ্রামে ফেরার এই ডেস্পারেশন, এই জার্নি নিয়ে এত ঝামেলা, তাতে রোগ হওয়ার এত রিস্ক, গেলেই কোয়ারান্টাইন, তারপরেও কেন এত ফিরতে চাওয়া, যেখানে আপনারা মোটামুটি খাওয়ার ব্যবস্থা করেছিলেন, সরকারি রেশন আসছিল। এটা কি পুরোই অনিশ্চয়তার ভয়, আপন না হওয়া/করে নেওয়া শহরের আতনক, অতিমারীর আবহে আশংংংকা? মানে কতটা ডেস্পারেট হলে কেউ আত্মহত্যা করেন ঃঃ(
    অন্ধ্র বা তেলেংানাতেও কুয়োয় ডুবে এক পরিবস্র আত্মহত্যা করেছেন, সেনিয়েও তেমন হইচই হয়নি। কিন্ত তাঁ্রাচ অনেকদিন আগেই চলে আসা অভিবাসী শ্রমিক, সেঅর্থে পরিযায়ী বলা যায়না। লকডাইনে কাজ গেয়ে খেতে না পেয়ে করেছেন।৷
  • avi | 2409:4061:2e13:10fe:eb49:1fde:8694:12ea | ০৬ জুন ২০২০ ১৪:০৫447273
  • দুটি গোলাপ ফুল কাছাকাছি এগিয়ে এল দেখিয়ে দিলেই তো মিটে যায়, আমাদের টাইম টেস্টেড মেথড। অশৌচের মতো এটাও প্রাচীন ভারতের করোনা সচেতনতা হিসেবে তুলে ধরা যায়।

  • কি কান্ড | 80.211.254.252 | ০৬ জুন ২০২০ ১৩:৫৩447272
  • উত্তর_করোনা_বিধিনিষেধ_এবং_

    ভয়ানক বিপদে পড়েছেন টেলিউডের ক্রিয়েটিভ মস্তিষ্করা। এক মাথা ঠিক করেছেন ঘনিষ্ট দৃশ্যে তাঁরা ম্যানিকিন ব্যবহার করবেন।  
    উফফ মাগো.. কী মাথা !! করোনা এত বড় পরীক্ষায় ফেলবে এটা তাঁরা স্বপ্নেও ভাবেন নি 
    একজন আবার  বলেছেন সে-রকম চরম পরিস্থিতি উপস্থিত হলে তিনি   " অবজেক্ট " ব্যবহার করবেন। সেটি যে কী বস্তু তা তিনি অবিশ্যি খোলসা করেন নি। 

    তাহলে কি অচিরেই সেক্স-ডল  পর্যন্ত আসতে চলেছে টেলিউডে?? জয় মা !!
    ( সংবাদ সূত্র : আ বা প )

  • dc | 103.195.203.11 | ০৬ জুন ২০২০ ১৩:৩৮447271
  • এ তো সোজা অনুবাদ!

    Dont go night, tonight, taking the stars with you!
    If you go, kind hearted, I will pluck a potol;
    If cruel sun rises above the dawn terminator I will lose my eye.
    Having gone through hell for 12 months, I got Uma Thurman.
    Can you tell me what will I do in only 3 days?
    For three days a gold lamp is shining in this home
    And I am hearing sweet voices;
    If you extinguish the lamp and if Aladdin refuses to light it again,
    The darkness will become double and Uma will not be able to do her five point palm exploding heart trick
    Thus spake the wife of Girish in the park near the metro station.
  • বিশ্বরূপ রায় | 3.112.97.169 | ০৬ জুন ২০২০ ১৩:৩০447270
  • নমস্কার আপনাকেও আকাদা 
    না  না চাপ দেওয়ার কোনো চাপ নেই 
    নরম পাকের জিনিষ , চাপ পড়লে তো মুশকিল , হ্যা কালোজাম হলে অন্য কথা 
    সুজির অনুপাত টাই শুধু লাগবে 
    দ্যাখেন সময় করে যদি 
     

    শেক্ষপীর দাড়িদাদু আর ফিলিপ দা র জোট টা কিন্তু সুপারহিট , সেই পান্তুয়াই সবাইকে মিলিয়ে দিলো 

  • সম্বিৎ | ০৬ জুন ২০২০ ১২:৩০447269
  • উফ, কেয়াবাত! এইবার এটা একটা অনুবাদ জোগাড় হলেই ষোলকলা পূর্ণ হয়।  

  • lcm | 99.0.80.158 | ০৬ জুন ২০২০ ১২:২১447268
  • এসেছে
  • lcm | 99.0.80.158 | ০৬ জুন ২০২০ ১২:২১447267
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত