এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:১১451180
  • বাবলের মাঝের ব টা বাদ্দিন। ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:১০451179
  • দিনে দিনে যা এলাহী কান্ড বাড়ল, পরে আর সামলানো গেল না। ঃ-)
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৮:১০451178
  • আরে মার্কেট স্টাডি করা আছে, কমরেড পিনাকিও এই কইল কিছুক্ষণ আগে। নিও লিবারাল স্পিরিচুয়ালিটি, লিবারাল অবিশ্বাসীদের জন্য ধর্মগ্রন্থ। লিবারাল বাবলকে ধরতে হবে, ফেটে যাওয়ার আগে ধরলেই ভালো।
  • S | 2a0b:f4c0:16c:13::1 | ২৯ জুলাই ২০২০ ০৮:০১451177
  • দিন-ই-ইলাহি। দিনে এলাহি কান্ড।
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ০৭:৫২451176
  • আকা ওসব হাইব্রিড ধর্মগ্রন্থের ধান্দা ছাড়। আমি অনেকদিন আগে একটা হাইব্রিড ধর্ম নাবিয়েছিলাম। নাম দিয়েছিলাম দীন-ইলাহি। বাজারে কাটেনি।

  • একক | ২৯ জুলাই ২০২০ ০৭:৪১451175
  • এই " নিজের নেটওয়ার্ক এর লেখা " বা চয়েস বেসড কন্টেন্ট লিস্টিং নিয়ে একদল মানুষের এট্টু বোঝাপড়ার সমস্যা আচে।  তাঁরা ভাবেন এতে সবাই ক্যাপ্সুলে সেঁদিয়ে যাবে।  কেও আনকোরা জিনিস পড়বে না।  বা নতুন বিষয় দেকবে না। কথা টা একশো ভাগ ভুল নয়।

    কিন্তু এর ওষুধ গুরুর মদ্যেই আচে।  অরিন যেটা বল্লেন ঃ ভাটিয়ালি।  লোকে ভাটয়ালিতে এসে ওইভাবে লেখার লিনক রেফার করে একে অপর কে পড়তে বলবে।  একে অন্যের মতামত চাইবে। তাতে একটা ক্যাপ্সুল বিহিন জায়গা হল আবার আড্ডাটাও লেখালেখি জুড়ে হল। 

                     

  • অরিন | ২৯ জুলাই ২০২০ ০৭:৩০451174
  • গুরুচন্ডালীতে যা বেরোয় তার মতো ভালো লেখা এবং একই সঙ্গে  এতো discerning পাঠক  আপনি কোথাও পাবেন  না ।

    খুব বেশি ভালো জিনিস পেলে যা হয়, তাই হয়েছে  । 

    আমার মনে হয় দুটো কি তিনটে জিনিস হলে ভালো হয়:

    ১) ভাটিয়ালি, টইপত্তর ও বুলবুলভাজা মধ্যে একটা শেয়ারিং এর লিংক থাকুক, যেমন উদাহরণ, টইপত্তরে কোনো লেখা পরে ভালো লাগলে তাকে ভাটিয়ালিতে অনায়াসে শেয়ার করে নেওয়া যায়।  বা ভাটিয়ালিতে কোনো আলোচনা টইপত্তরে টেনে আনা  গেলো কিন্তু সেখানে আলোচনাকে কেন্দ্র করে সবকিছু একটা সুতোয় (threaded discussion) হয়ে রইলো।  

    ২) বুলবুলভাজায় যে লেখাগুলো আসছে, সেখান থেকে লেখাটার excerpt/link ধরা যাক ভাটিয়ালি তে চলে এলো।  

    ৩) কনটেক্সট সেনসিটিভ আলোচনা গুলো সুতোয় বাধা রইলো, তার সঙ্গে ট্যাগ  থাকুক যাতে ছোট করে খুঁজে পাওয়া  যায়, 

    ৪)  লগ ইন করলে আপনার নিজের নেটওয়ার্ক এর লেখাগুলো প্রথমে আসুক, বা অন্তত কোনো একটা সাইড  বার বা কোন একটা জায়গায় থাকুক,  তারপরে অন্যান্য লেখাগুলো । 

  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৭:০০451173
  • একক আসে না, আসে না। এসেই বুম, এক ধাক্কায়, নির্ভুল বানামে একখানা ধামাকা নামিয়ে দিয়েছে।
  • একক | ২৯ জুলাই ২০২০ ০৬:৫০451172
  • 1 ) বারংবার যদি দেকা যায় যে : পাঠক বলচেন "অমুক ধরণের লেখা পাচ্ছিনা " এবং গুরুজন কাওকে এসে ঝুড়ি কোদাল দিয়ে দেকাতে হচ্চে যে সেরূপ লেকা নিকট অতীতেই বর্তমান তাহলে একপ্রকার বুজতে হবে যে লেখক ও পাঠকের মধ্যে যে মাধ্যম বা ইন্টারফেস বা ধাত্রবস্তু সেইটাতে মূলগত গোলযোগ রয়েচে . এই সত্য যত দ্রুত বুঝে নেওয়া যায় ভালো | এবং কিচু তথাকথিত আধুনিক "ফেসিলিটি " ছুঁড়ে দিয়ে এ জিনিস মিটবে না উপরন্তু উপদ্রব বাড়বে সেইটেও হুঁশ থাকা সমীচীন |

    2) এদানি গুরুতে যে হারে লেখা প্রকাশ বেড়েচে তাতে কালেকশন -ফলো আপ - এডিটিং -সার্কুলেশন সমস্ত বিভাগের ধন্যবাদ প্রাপ্য | কোনো কথা হপে না | কিন্তু -

    3) প্রসূতি সদনে বেড বাড়ালে যেমন পাঁচ বছর অবধি শিশুমৃত্যুহার সুনিশ্চিত করা যায়না , সেইরূপ : এই এতো লেখক - মানে কিনা এতো রিসোর্স যে গতিতে "বার্ন আউট" হচ্চেন সেই হারে মাথাপিচু পাঠক পাচ্চেন কিনা সেইটে দেকা আশু কর্তব্য | এক নম্বর কারণের ফলে যদি সেইখেনে গোলতা থাকে তাহলে ; প্রকৃত প্রস্তাবে যা খাড়াবে তা হলো : গুরুর "ব্র্যান্ডিং " নিয়ে দুদিন চলে তারপর " ওখেনে লেকা দিলে তো কেও পড়ে না " বলে একে একে লেখক পাঁচ হবেন ও অন্য উদ্যোগের মাধ্যমে লেখা ছাপবেন | এতে একটা বাংলা গুরুপ থেটার সুলভ মহত্ত আচে বটে , তবে যাঁরা নিজনিজ কষ্টের কড়ি জলের মতো ঢেলে এই উদ্যোগটা চালান তাঁরা বোধহয় অতটা দীনতার অভিমানে খুশি থাকতে চাননা | কিংবা জানিনা , চান হয়তো | যদি না চান , সেক্ষেত্রে -

    4) পাঠক কিরূপে নিজের ধাত ও পছন্দমাফিক লেকা পড়তে পাবেন সেটা দেখা জরুরি | সকালবেলা ব্রেকফাষ্ট বানাতে বানাতে বানাতে একদিন দেখলুম সুকির লেকা "হেবার'স প্রসেস " নে , ভারী আহ্লাদ হলো যে পরে পশ্চাতে পড়চি | ওমা , বইকেল বেলা দেকি চার পাঁচখান হেই সামালো টাইপ পোবোন্ধো তাকে উদ্বর্তনের খেলায় হারিয়ে ভোগে পাঠিয়ে দিয়েচে | এই অবধি পড়েই যিনি বুকমার্ক বুকমার্ক করে ল্যাপাচ্ছেন তিনি একটু কুলথ্থ কলাই ভিজিয়ে খান বরং | বাকিরা "টু রীড" লিস্ট নিয়ে ভাবুন | এবং খেয়াল রাখুন সেই লিস্ট লার্ন করবে যে দিনের কোন সময় পাঠক সেই লেখা আবার রিভাইভ করে পড়ে / তার নেচার অফ কন্টেন্ট কি / রীডিং টাইম কত নেয় |

    5) আমি করোনা নিয়ে লম্বা লম্বা প্রবন্ধ পড়তে চাই না | আমি গল্পের নামে উদ্ভুটে ছাগলাটে নিরীক্ষা পড়তে চাই না | আমি " আমার ছোটপিসের সঙ্গে বিবাদীবাগের আলাপ ছিল " গোছের ডায়াস্পোরাতেও আগ্রহী নোই | আবার আমরা কেও আগ্রহী এর কোনো টা বা সবকটাই পড়তে | অথচ আমাদের কোনো সুযোগ নেই নিজের প্রায়োরিটি অনুযায়ী লেখা পড়ার | বেছে নেবার | কেন নেই ?

    6) কারণ গুরু আর পাঁচটা পত্রিকার মতো সাহিত্য - রাজনীতি -স্বাস্থ্য এইভাবে ক্লাস্টার করে নি | করেচে বুলবুল -হরিদাস এইভাবে | এবং এটা পার্ট অফ ব্র্যান্ডিং | কিন্তু আদৌ কি এই ব্রান্ডিং এর সঙ্গে পাঠকের চাহিদার সংঘাত আচে ? দুটো একসঙ্গে সম্ভব না ?

    7) খুপ সম্ভব | লেখার সঙ্গে ট্যাগ জোড়া নিয়ে একারণেই একসময় মাতামাতি কোরেছিলুম | হাই লেভেলে বিজ্ঞান -স্বাস্থ্য -সাহিত্য এইভাবে বেঁটে দেওয়া হচ্ছে পুরোনো দিনের ডিজাইন | এখনকার ডিজাইনে , প্রতিটা কন্টেন্ট এর সঙ্গে যে লোকাল ট্যাগ জুড়ে আচে সেটাই যথেষ্ট তাকে উপযুক্ত পাঠকের দিকে তুলে ধরতে | পাঠক কী করবেন ?

    8) লগইন করে , ত্যাগ বাস্কেট থেকে নিজের পছন্দের ট্যাগ গুলো বেছে রাখবেন | আমি রাজনীতি - কবিতা -বিজ্ঞান এই তিনটে সিলেক্ট করলুম | এবার এর প্রায়োরিটি কী , রাজনৈতিক কবিতা না বিজ্ঞানের রাজনীতি , ওয়েট কিভাবে হিসেব কত্তে হয় সেসব নিয়ে অঙ্ক কষে দেওয়ার অধিকারী লোক গুরুতে এক সে এক আচেন | আমি মাথা না গলালেও চলবে| মোদ্দা হিসেব আমার একটি "রিডার প্রোফাইল " যেন গুরুর কাচে থাকে যা একনজরে আমাকে আমার পচন্দের লেখাটুকু দেখতে সক্ষম গুরু এপস এ ঢোকার সঙ্গে সঙ্গে | এপ্স ?? সেখানে তো কেও ঢোকেনা ? !

    9) কেন ঢুকবে ? ইনসেন্টিব টা কী ? এপ্স এ ঢুকলে আমার চয়েস অনুযায়ী শুধু সেইটুকু কন্টেন্ট পড়তে পাবো ? হরিদাস পাল বা দের ফলো করে রাখতে পারবো ? বুলবুলের জনরা সিলেক্ট করে রাখতে পারবো ? বা ধরুন নতুন কারো লেখা পছন্দের বাইরে গিয়ে পড়লুম দু-তিন বার | সেই লেখক বা সেই লেখার জনরা কে লার্ন করে নেবে আমার ইউসার সেটিং ? এসব কিছুই না পেলে ঠিক কিসের উৎসাহে এপ্স এ ঢুকবো , লোগিনেরচাপ নেব, সেটা কোনো গুরুজন বললে ভালো হয় | নোটি ?

    10 ) বস্তা বস্তা নাইভ নোটিফিকেশন চাইনে | পাঠক বিরক্ত হয় ওতে | লেখক কে নোটি দিন, দিনে একবার কম্পাইল করে যে তার লেখার পৌঁছ কী হলো | "কনক্লুসিভঃ ডেটা" দিন যাতে লেখক বুঝতে পারে যে পাঠক কোন কোন ট্যাগের এগেনস্টে একটা লেখাকে আলোচনা করচে | দিনের কোন সময়ে সবচে বেশি রিচ ? কোন ডেমোগ্রাফি ?

    11) অসহায় পাঠক নোটি চায় নি কো | সে মূলত কথা ফাঁদতে ভয় পায় | তাই একটু ধরতাই লাগে | কবিতার তলায় কী লিকবে ? গপ্পে কিভাযে পাঠপ্রতিক্রিয়া জানাতে হয় ?? " ভালো লেগেচে " লিকতে লজ্জা লাগে , "খারাপ লেগেচে " লিকতে ভয় হয় ; ক্রিয়েটিব রাইটিং এ ফিডব্যাক সিস্টেম এক সম্পূর্ণ আলেদা জগৎ | ওখানে ফেসবুকের লাইক রাখলে হয়ে যায় খেলো আবার পাঠকের স্বাধীনতার নামে একখান ন্যাড়া টেক্স্টবক্স ধরিয়ে দিলে তা হয়ে দাঁড়ায় তৃষ্ণার্তকে গাই দুইয়ে নিতে বলার সামিল | কীভাবে ট্যাগ কেন্দ্রিক পদ্ধতি কাজে লাগিয়ে ক্রিয়েটিভ কন্টেন্ট এর এনগেজমেন্ট মডেল তয়ের করা যায় তা গুরুজনরা ভেবে দেকতে পারেন | ছুঁচোবাজি না হলেও রকেট সায়েন্স কিচু না |

    12) এই সেতুবন্ধন গুলো জরুরি | আর তারচেয়ে জরুরি সেতু নির্মাণের গতির সঙ্গে ওই প্রসূতি সদনের শয্যা সংখ্যার একটা সাযুজ্য রাখা | নইলে "বার্ন আউট " এর ফলাফল চোখে দেকতে পাবেন না | একটা সময়ের পর আরওআই মিলবে না , হতাশা চলে আসবে | আর হ্যাঁ - ক্রিটিভ কন্টেন্ট-এর এনগেজমেন্ট নিয়ে এই মুহূর্তে দুনিয়ার সবাই ঘোল খাচ্চে | গুরু যদি আলাদা রকম কিচু ভাবতে পারে সেটা পথ দেকাবে | আমার বিশ্বাস বাংলায় এটা সম্ভব |

    [ আমি কিন্তু একদিনের জন্যেও গুরুর কোনো কামে লাগিনা | ট্যাহা খরচ ও করিনা | এতো হ্যাজ দিলুম একমাত্র একটাই কারণে যে , বেশ কিছুকাল দেকচি একাধিক মানুষ সৎভাবে খাটাখাটনি করচেন গুরুচণ্ডালী উদ্যোগটার উন্নতি করতে , তাই এট্টু বাদাম খেতে খেতে অলস কাঠবিল্লীর ভূমিকা নিভালাম | নিভানো কি বাংলা ? না হিন্দি ! :))) ]
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৬:০৮451171
  • ইয়েস সে রামও নেই সেই শুক্কুরবারও নেই। আমি ধর্মগ্রন্থের দিকে এগবো ঠিক করেছি, কম্পিটিশন কম ওদিকে।

    ন্যাড়াদা আর কেসির থেকে বেদের পাঠ নিয়েই স্যানের থেকে তিপিটক পড়তে যাব, তারপরে আমার নিজের ধর্মগ্রন্থ বাজারে আসবে।
  • lcm | 99.0.80.158 | ২৯ জুলাই ২০২০ ০৬:০৩451170
  • একটা উদাহারণ :

    When the British music magazine New Musical Express became an online-only publication in March 2018, reader engagement times dropped by an estimated 72 percent over the following year.

    Interestingly, the magazine’s net weekly and monthly readership grew during the year after it discontinued its print edition, even while the number of minutes readers spent engaged with the brand dropped year-over-year by 307 million, from 424 million the year prior.
  • Tim | 174.102.66.127 | ২৯ জুলাই ২০২০ ০৬:০১451169
  • অ্যালগো তো তোমার কাছেই আছে। শুক্কুরবারের পদ্য?
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৬:০১451168
  • অণু প্রবন্ধ লিখব ঠিক করেছি।
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৫:৫৯451167
  • টিম কইছে লেখার ল্যাবরেটরি খুলতে। তারপরে লেখার অ্যালগো বেরবে।
  • lcm | 99.0.80.158 | ২৯ জুলাই ২০২০ ০৫:৩৭451166
  • পিনাকী যেটা বলেছে - যে রিডারশিপ বাড়ছে কিন্তু এনগেজমেন্ট কমছে -- এটা এখন একটা গ্লোবাল ইস্যু।

    একটা লেখা দেখছিলাম, যে কীভাবে হু হু করে কনটেন্ট বেড়ে যাচ্ছে ইন্টারনেটে - সব রকম কনটেন্ট - টেক্সট, অডিও, ভিডিও -- সব -- এবং --- অডিয়েন্স, মানে পুরো যাকে বলে মেসমেরাইজড --- বুঝতেই পারছে না কোনটা ছেড়ে কোনটা পড়বে - ভাল করে পড়ে, ভেবে, কনটেন্ট ডাইজেস্ট করে তা নিয়ে মতামত লেখা - সে তো দূরের ব্যাপার - -
  • S | 2405:8100:8000:5ca1::395:52c3 | ২৯ জুলাই ২০২০ ০৫:২৬451165
  • এনগেজমেন্ট কমার বা র‌্যাদার পাতি আড্ডার ফ্রিকোয়েন্সি কমার আরেকটা বড় কারণ মনে হয় রাজনৈতীক অসহিষ্ণুতা এবং পরিবেশ। এই সাইটে আগে অনায়াসে যেধরনের আড্ডা দেওয়া যেত এবং মন্তব্য করা যেত, সেসব মন্তব্য এখন পটিখানায় বসে ভাবতেও ভয় লাগে যে এই কেউ এসে হয়ত পাকিস্তানের টিকিট কেটে দিল। আরেকটা ব্যাপারও মনে হয় পাল্টেছে। আগে যারা রাজনৈতীক ঝগড়ায় অংশ নিত, তারা কেউ পেইড জনগণ ছিলনা। বহুক্ষেত্রেই সময় কাটানোর এবং মজা করার উদ্দেশ্যেই করত। এখন ভয় হয় যে সবাই বোধয় আইটি সেলের পাবলিক।
  • Tim | 2607:fcc8:ec45:b800:8946:8cd3:ff04:6b31 | ২৯ জুলাই ২০২০ ০৫:২৬451164
  • লেখা ভালো হচ্ছেনা, স্মার্ট হচ্ছেনা, এনগেজ করছেনা --এগুলো সবই সত্যি হতে পারে। সবাই সৈকতদার মত প্রবন্ধ লিখবে এটা তো হতে পারেনা (তাহলে সৈকতদাই বা কী লিখবে?)। কিন্তু সেগুলো বিবেচনা করার সঙ্গেই নিশ্চয়ই এটা দেখার দরকার আছে নতুন লেখাপত্র যথেষ্ট সময় ধরে সামনে থাকছে কি? কতদিন অন্তর লেখা উঠলে ম্যাক্সিমাম পাঠক অন্তত একবার সুযোগ পাবেন কী কী লেখা উঠলো খেয়াল করার? সপ্তাহের মধ্যে কোন কোন দিনে এনগেজড হবার সম্ভাবনা বেশি কম আছে কি? এগুলো আমি জাস্ট যেমন মনে এলো বললাম, কিন্তু এগুলো মনে হয় ভাবার দরকার আছে।

    কী করলে আরো বেশি এনগেজ করা যায় এই এক্সপেরিমেন্ট একমাত্র তখনই সম্ভব যখন একটা একটা করে প্যারামিটার বদলে দেখা হবে।
  • Pinaki | 136.228.209.39 | ২৯ জুলাই ২০২০ ০৫:০০451163
  • রীডারশিপ কিন্তু কমেনি। বরং ইউনিক ভিজিট এবং রিটার্নিং ভিজিট বেড়েছে। আমরা প্রতিদিন নতুন ব্লগ রিকোয়েস্ট পাচ্ছি। নতুন লেখা পাচ্ছি যা আমাদের কোনোরকম পরিচিতি ছাড়া সরাসরি মেলে এসেছে। এবং কিছু তার মধ্যে বেশ ভাল লেখা, বুবুভা করার মত। এটা কিন্তু কয়েকমাস আগেও ছিল না। তার মানে নতুন একট সেট অফ পাঠক আমরা পাচ্ছি। কিন্তু যেটা রিমার্কেবলি কমেছে সেটা হল এনগেজমেন্ট। পঠিত-র সংখ্যা ১০০০ অথচ একটাও কমেন্ট নেই - এরকমও লেখা রয়েছে।
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ০৪:৪৮451162
  • খুব গুরুত্বপূর্ণ ল্যাখা ল্যাখা হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় ওভারঅল  রিডেবিলিটি কমেছে। তবে আমিও আরও বুড়ো হয়েছি, থ্রি ইডিয়টস ধরণের মুভি ছাড়া কিসু ভাল্লাগেনা।

  • Pinaki | 136.228.209.39 | ২৯ জুলাই ২০২০ ০৪:৪১451161
  • কারণ সমাজের লেফট লিবারাল মহলের একটা বাবল তৈরী হয়েছে -- এটা সোশাল মিডিয়ার বাবলের কথা বলছি।
  • Pinaki | 136.228.209.39 | ২৯ জুলাই ২০২০ ০৪:৩৯451160
  • হ্যাঁ, এটা আমারও মনে হয় সমাজ সচেতনতার ওভারডোজ হলে সেই লেখার ধার কমে। আজকাল সমাজ সচেতন বা প্রগ্রেসিভ এজেন্ডায় লেখার একটা বাজার তৈরী হয়েছে, কারণ সমাজের লেফট লিবারাল মহলের একটা বাবল তৈরী হয়েছে। তাঁরা নিজেরা নিজেদের সার্কেলে এরকম দাগিয়ে দেওয়া সমাজ সচেতন লেখা হলে শেয়ার টেয়ার করেন, ফলে এরকম লেখা ঐ গন্ডীর মধ্যে একটা দূর অব্দি একধরণের ট্র‌্যাক্শন পায়। কিন্তু সেই গন্ডীর মধ্যেই, যাঁদের ঐ বিষয়গুলোতে সচেতন হওয়ার জন্য ঐ লেখাগুলো না পড়লেও চলত। মানে তাঁরা অলরেডি এগুলো নিয়ে সচেতন একভাবে। এই একটা দূর অব্দি নিজেদের প্রগতিশীল সার্কলে ট্র‌্যাকশন পাওয়া এবং কিছুটা এনগেজমেন্ট পাওয়ার তাগিদটা লেখককেও প্রভাবিত করছে এই ধরনের লেখা লিখতে। অথচ আমার অভিজ্ঞতা থেকে দেখি এই প্রগতিশীল বাবলের বাইরের লোককে একটা সমজ সচেতন প্রবন্ধ তখনই আকর্ষণ করতে পারে, যখন সেই লেখায় লেখকের একধরনের অনেস্ট জার্নির ছাপ থাকে, যা একটা মরাল হাইগ্রাউন্ড থেকে আম জনতাকে সচেতন করার মহান দায়িত্ব নিয়ে লেখা প্রবন্ধ না হয়। কিন্তু সেরকম লেখা আর কজনই বা লিখতে পারে। অন্যদের দুঃখ দিতে চাই না। কিন্তু মিঠুনের কাশ্মীর নিয়ে লেখা যে কারণে আমার এত পছন্দের। একটা বিষয়কে একধরণের সততা নিয়ে গভীরভাবে নেড়েচেড়ে দেখছি এবং শিখছি। যা দেখছি, যা শিখছি সেটা পাঠকের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তাকে সঙ্গে নিয়ে এগোচ্ছি। এরকম লেখায় কোনো অ্যানালিসিস ভুল হলেও আমি বলব এরকম লেখা বেশি দামি, অন্তত যাদের সচেতন করতে চেয়ে লেখা দরকার, তাদের জন্য। আমি আসলে সবই জানি, কিন্তু মানুষকে সচেতন করা কর্তব্য, তাই লিখছি - এরকম লেখায় দূরের
    পাঠক আসলে দূরেই থেকে যায়। কাছের পাঠকদেরও কদিন পরে একঘেয়েমি আসে। তখন তারা ঐ টুকটাক লাইক শেয়ার করেই কর্তব্য সমাধা করে। যেহেতু ঐ লেখাগুলি থেকে তাদেরও নতুন কিছু পাওয়ার থাকে না, তাই অর্গ্যানিক এনগেজমেন্টও হয় না।
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৪:৩৬451159
  • খবরের কাগজের সব আর্টিকল মন দিয়ে আমার বাবা আর কাকু পড়ে, আমি ফোন করলে দুজনে আপডেট দেয়, এক্জন আবাপর, অন্যজন বর্তমান বা এইসময়ের।

    পাঠক সন্খ্যা আর লেখার সন্খ্যার মধ্যে একটা সামন্জস্য রেশিও থাকলে বেশি লোকে পড়বে মনে হয়। তারপর কি লেখা, পাঠকের মানচিত্র কেমন ইত্যাদির ওপর অনেক কিছু ডিপেন করে।

    আর গুরু প্রথম দিকে ভাটানোর জায়গা ছিল, লেখক আর পাঠক একই জনসমষ্ঠি, তাই ইন্টারয়াকশন বেশি হত। এইসব আর কি।
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৪:১৬451158
  • মাঝে মাঝে কে যেন এক ভান্ডারী না পার করিবার কান্ডারী আসেন টইতে। কবিতা দ্যান। সে যা কবিতা ---- হী হী হো হো হো হো ওরে বাবা। ঃ-)
  • দাবী | 37.143.130.57 | ২৯ জুলাই ২০২০ ০৪:১৩451157
  • আরেকটু ফুট কেটে যাই। লেখায় ইস্যুকে আন্ডারলাইন করা বন্ধ করুন। হয়তো যা নিয়ে লিখছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু বেশিরভাগ লোক বেশিরভাগ বিষয়ে উদাসীন। সেটা কুমড়োর মত সৎ ও পুষ্টিকর বিষয় হলে আরও বেশি উদাসীন। হরেক সমস্যার জন্য এমপ্যাথির রাডার খাটিয়ে বসে নেই। ফলে একটা প্রবন্ধে বড়জোর অতি নিস্পৃহভাবে সমস্যার বিশ্লেষণ করা যেতে পারে। প্রায় প্রতিটা বাক্যে মন ছুঁয়ে যাবার চেষ্টা করলে বা 'আমি সবরকম অন্যায়ের বিরুদ্ধে' বোঝানোর চেষ্টা করলে লেখাটা ক্লিশে হয়ে যায়। পাঠক হিসেবে তখন প্রথম প্যারাটুকু পড়ে ডিডিদার পুরানো কোনো লেখায় চলে যাই। ক্লিশে বাদ দিন। আর স্মার্ট বাক্য লিখুন। ফর্ম নিয়ে ভাবুন। ফাইনালি, লেখার নীচে 'ভালো লাগল'র পাশাপাশি 'বাজে লাগল' মন্তব্য করা শুরু হোক।

  • Pinaki | 136.228.209.39 | ২৯ জুলাই ২০২০ ০৪:০৮451156
  • আসলে এখন ফেবু মানুষের সাইট ব্যবহারের ধরণ পাল্টে দিয়েছে। অনেক নতুন লেখক গুরুতে লিখছেন, কিন্তু যেহেতু গুরু তাঁদের নিজস্ব সোশালাইজেশনের মাধ্যম নয় (সেটা হল ফেবু), তাঁরা গুরুকে কেবলমাত্র লেখার মাধ্যম হিসেবেই দেখছেন। ফলে তাঁরা কেবলমাত্র লেখক আইডেনটিটি নিয়ে গুরুতে আসেন। পাঠক আইডেন্টিটি নিয়ে আসেন না। তাঁরা তাঁদের লেখায় কমেন্ট পড়লেও উত্তর দেওয়ার জন্য অনেক ক্ষেত্রেই এভেলেবল থাকেন না। বা সেটুকু থাকলেও অন্যের লেখায় তাঁদের এনগেজমেন্ট শূণ্যের কাছাকাছি। এতে যেটা হচ্ছে, গুরুর যে মূল চরিত্র, অর্থাৎ লেখকই পাঠক হবেন আবার পাঠকই লেখক - এই কমিউনিটি চরিত্রটা ব্যহত হচ্ছে। লেখক পাঠকের মধ্যে গ্যাপ রয়ে যাচ্ছে। যেটা আগে ছিল না, কারণ আগে গুরু লেখকদের নিজস্ব সোশাল মিডিয়াও ছিল। এখন এই সোশাল মিডিয়া চরিত্রটা ফেবু খেয়ে নিয়েছে। তাছাড়া ধরুন আমরা এরকম কমপ্লেন লেখকদের কাছ থেকে অনেক সময়েই পাই যে গুরুতে তাঁদের লেখায় মন্তব্য এলে তাঁরা যেহেতু নোটিফিকেশন পান না, ফলে তাঁদের আর সেসব মন্তব্যের উত্তর দেওয়া হয়ে ওঠে না। কেউ কেউ আছেন, যাঁরা আবার বলেন গুরুর এই নিক নেম নিয়ে লেখা, যেখানে নামের পিছনে আসল ব্যক্তিকে চিনতে পারা যায় না, সেটায় তাঁরা আনকম্ফর্টেবল ফীল করেন। এরকম নানা কিছু আছে। তবে ঘুরে ফিরে দেখা যাবে ফেবুর ডিজরাপশন একটা বড় কারণ। সেখানে ঘপাঘপ ছবি দেওয়া যায়, লেখা এডিট করা যায়, বন্ধুবান্ধবকে ট্যাগ করা যায়, নোটি পাওয়া যায় - ফলে সেই তুলনায় গুরু অনেকটাই প্রিমিটিভ এখন। গুরু একমাত্র গুরুগম্ভীর প্রবন্ধের জন্যই লেখকদের কাছে রেলেভ্যান্ট, কারণ ফেবুতে গুরুগম্ভীর প্রবন্ধের বাজার নেই। অর্গ্যানিকালি নিজের কথা লেখার জন্য ফেবুর স্ট্যাটাস আছে, ঘনিষ্ঠ লোকজনের সাথে আড্ডা দেওয়ার জন্য আছে হোয়াটসঅ্যাপ, খিল্লির জন্যও ফেবু যথেষ্ট স্যুইটেবল। এসবের পরে যা গুরুর জন্য পড়ে থাকছে তাই দিয়ে গুরুর চরিত্র নির্ধারিত হচ্ছে খানিকটা।
  • Amit | 203.0.3.2 | ২৯ জুলাই ২০২০ ০৪:০৪451155
  • এই করোনাকালে প্রায় সব দেশের GDP-ই নেগেটিভ হয়ে যাচ্ছে. এখন ওটা নিয়ে বিশেষ কিছু করা যাবে বলে মনে হয়না. অন্তত বাকি দেশগুলো এই সময়ে সোশ্যাল সাপোর্ট, উনএমপ্লয়মেন্ট সাপোর্ট এসব বাড়িয়ে লোকজনকে কোনোমতে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, আর ইন্ডিয়াতে রামমন্দির ওপেনিং নিয়ে নাচানাচি হচ্ছে গত কদিন ধরে. একদিকে লোকে খেতে পাচ্ছেনা, করোনা ছড়াচ্ছে হুহু করে, হসপিটালে নরকের মধ্যে থাকছে, অন্যদিকে রামমন্দিরের পেছনে ঠিক এই সময় টাইম ক্যাপস্যুল গোজা হচ্ছে. জাস্ট অশ্লীল.

    আর ভারতের ইকোনমি তো করোনা র অনেক আগে থেকেই ধুঁকছিল মোদির ডিমনি আর GST-র জঘন্য ইমপ্লিমেন্টেশন র সুবাদে, সেসব নিয়েও তখন কোনো মেনস্ট্রিম মিডিয়া আলোচনা হতো না. যত আলোচনা সেই পাকিস্তান, বালাকোট আর চীন নিয়ে. মোদির এগেইনস্ট এ কিছু বলার সাহস ই দেখায় না 90-% মেনস্ট্রিম মিডিয়া. এক ওই রাভিশ কুমার ছাড়া.
  • S | 2001:bc8:1840:1519::1 | ২৯ জুলাই ২০২০ ০৩:৪৭451154
  • অর্থনীতি নিয়ে আমার বক্তব্যটা আলাদা ছিল। জেনারালি মিডিয়াতে আগে যেমন জিডিপি গ্রোথ কবে ১০% হবে, বা কেন ৮% হচ্ছে না, বা কেন ১% কমে গেল বলে চোখ টোখ খুঁটে দেশের জন্য দুফোঁটা জল বার করে লেখা আসতো, এখন সেসব দেখিনা। এদিকে জিডিপি গ্রোথ প্রায় এক্স অ্যাক্সিসে এসে মিশেছে। এইভাবে চললে অ্যাক্সিস ক্রস করেও যেতে পারে। কিন্তু তেমন হেলদোল তো দেখিনা। অবশ্যি এখন ভারতের মিডিয়াও কম ফলো করছি।
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৩:৪২451153
  • টিম,
    ফেবু নেপো সব দই মেরে দিয়েছে বলছ? ;-)
  • দাবী | 37.143.130.57 | ২৯ জুলাই ২০২০ ০৩:৩৫451152
  • মামুর মত প্রবন্ধ চাই। ওইরকম ক্যাজুয়াল গুলে দিতে হবে। আর গুরুগম্ভীর প্রবন্ধেও যুক্তিবিন্যাস হবে ঝকমকে। যেমন সতীদাহের লেখাটায়। দুঃখের বিষয় অধিকাংশ লেখকই এটা পারেন না।

  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৩:৩০451151
  • দু দি,
    ধন্যবাদ। পুরো নামটা এই প্রথম জানতে পারলাম। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত