এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::678:8323 | ২৯ জুলাই ২০২০ ১১:২২451210
  • ইতিহাস বইতে সেরকমই লেখা ছিল যে সাতবার ধ্বংস হয়েছিল। তার মধ্যে একবার মহামারীতে। এইকারণেই তো নাম দেওয়া হয়েছে মহেন্জোদাড়ো।
  • হেহহে | 2405:8100:8000:5ca1::425:baac | ২৯ জুলাই ২০২০ ১১:১৭451209
  • ট্যানের ভাই ত সেই লোককে নিয়ে স্ট্যাটাস নাবোয়েছিল। চেনাশনা লোকের কুকিত্তির হিসেব নাবোয়েছিল।
    ট্যানের কি ভাইয়ের সাতেও সদ্ভাব নাই যে দেখে শোনে নাই?
  • r2h | 2405:201:8805:37c0:5cc2:69ae:3656:a873 | ২৯ জুলাই ২০২০ ১১:১৫451208
  • নতুন ধর্মের ব্যাপারটা আমারও মাথায় আছে। আমার হাতে অলরেডি একপিস অবতারও আছেন, কমান্ডমেনট্গুলি গুছিয়ে লিখে ফেলেলেই হয়।

    (মর্মপীড় ভরসা)

    S ১০:৩৬ হুমঃ)
  • b | 14.139.196.11 | ২৯ জুলাই ২০২০ ১১:১৪451207
  • Pinaki | 136.228.209.39 | ২৯ জুলাই ২০২০ ০৪:০৮
    হ্যাঁ, একেবারে ঠিক।
  • চিঁড়ে | 37.111.231.176 | ২৯ জুলাই ২০২০ ১১:০৩451206
  • ভালো লাগ লো জ্যাকোবিন।
  • b | 14.139.196.11 | ২৯ জুলাই ২০২০ ১১:০২451205
  • আমার এক দিদি সেদিন কোশ্ন করলোঃ মহামারীর ফলে পুরো সভ্যতা মুছে গেছে ( পরিবর্তিত নয়, একে বারে এক্সটিংক্ট) এরকম কোনো কেস আছে কি না? ওকে নাকি কে বলেছে হরপ্পা মহেঞ্জোদরো এরকম অতিমারীর ফলে ধ্বংস হয়ে যায়।
  • r2h | 2405:201:8805:37c0:5cc2:69ae:3656:a873 | ২৯ জুলাই ২০২০ ১১:০০451204
  • এটুজি, লোকটির নাম না শোনায় অসুবিধে কিছু নেই, সবাইকে সবার কথা শুনতে হবে তার তো কোন মানে নেই, সে তো আপনি ইরাবতী কার্ভেরও নাম গত বছরের আগে শোনেননি, হতেই পারে, সবাই নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, কার আর অত সমকালীন কবি টবিদের খোঁজ করার সময় আছে, গুগল ফুগল উইকি ফুইকিতে বা নিদেনপক্ষে ফেসবুকে থাকলে তাও একরকম। আমিও বিজ্ঞানী, অঙ্কবিদ পদার্থবিজ্ঞানী এঁদের নাম জানি না, তবে সে আমারই জ্ঞানের দৈন্য।

    তবে, অংশুমান কর আমাদের সময়ের, মানে এই নয়ের দশক অনওয়ার্ডস, পরিচিত নাম। খুঁজেপেতে দুয়েকটা কবিতা পড়লে হয়তো খারাপ লাগবে না। মানে, একটা লোকের নামে খাপ বসলো বলেই তাকে নস্যাৎ করে দিলাম এটা একটু কেমন লাগে।
    আমি অবশ্য অডিও ক্লিপ শুনিনি, এমনকি সবাই এক কবি এক কবি বলছে, তাই কোন কবি সেটা খুঁজে বের করতে একটু আয়াস দিতে হলো, বঙ্গীয় আঁতেল সমাজের সঙ্গে গুরুচণ্ডা৯ ছাড়া তো আর যোগসূত্র নেই। তাই কতটা খারাপ কথা উনি বলেছেন জানি না, সে বিচার করার আগ্রহও নেই। তবে তার জন্যে ভদ্রলোকের সব লেখালিখি বৃথা হয়ে গেল, এইটা তো ঠিক কথা না।
    ওদিকে কৃত্তিবাস দেখছি ঐ কারনে বিজ্ঞপ্তি দিয়ে অংশুমান করের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
    সুনীল, যাঁর প্রিয় বিষয় নাকি ছিল নারী আর হরিতকী, জীবিত থাকলে কী বলতেন কে জানে।

    কৃত্তিবাস বা নব (না নতুন? এ যেন লক্ষ্মীবাবুর সোনা চাঁদি) কৃত্তিবাস, এই প্রতিষ্ঠানগুলিকে আমার সবসময়ই একটু উৎকট মনে হতো। 'তরুণতম' কবি সাহিত্যিকদের মুখপত্র বৃদ্ধদের হাতে গেলে যা হয়। খামোখা লিগ্যাসির ক্রুশকাষ্ঠ বয়ে বয়ে ব্র‌্যাণ্ডিং ভাঙানোর কী দরকার।

    এক ব্যাগ নব্বইয়ে অংশুমান করের সরে দাঁড়ালেন লেন্ডল বই থেকে এই কবিতাটা পড়লেই মনে হয়, চার কি থাকবে না আমাদের, আমাদের চার থাকবে না কি?

    "সৌরভকে অমরনাথের টিপস
    ~~~~~~

    না না, তোমার রানিং বিটুইন দ্য উইকেটস একেবারেই ভাল না
    মাসিমার ঝোলানো থ্রোতেও
    কলতলা থেকে বাড়ি পৌঁছতে পৌঁছতেই উইকেট
    ভেঙে গেল
    লেগের দিকে কোমরের ওপর ওঠা বলে তোমার দুর্বলতা
    সক্কলে জানে

    মেয়ে দেখলেই অফ স্টাম্প ভুলে যাও
    ছোট্ট সুইং - ব্যস, সোজা ফার্ট স্লিপে - গন
    গ্যালারির জন্য খেলো না গ্যালারির জন্য
    খেলো না
    নিজের জন্য খেল, দেশের জন্য

    প্রথম পাঁচ ওভার শুধু ভি-এর মধ্যে টুকটাক
    তারপর হাত জমে গেলে
    তুমি বিশ্বাসকাকুকে রুমকিদের পাঁচিলের ওপারে
    ফেলতে পারো
    অফস্টিকের ওপর হাফভলিকে কভারের মাঝ দিয়ে
    সোজা পেপসির বোর্ডে

    কিন্তু এখন?
    না না
    তোমার রানিং বিটুইন দ্য উইকেট ভাল না
    ফরোয়ার্ড ডিফেন্সে ব্যাট প্যাডের মাঝে এততোটা ফাঁক
    আগে অফস্টিকটা চেনো

    আমি ভাবছি: এতগুলো মাইনাস পয়েন্ট নিয়েও
    সৌরভ দিব্যি চালিয়ে দিচ্ছে

    আর বাংলা কবিতায় আমার ছয় টয় না হোক
    একটা দুটো চারও থাকবে না ? "
  • S | 2405:8100:8000:5ca1::6ea:2f4a | ২৯ জুলাই ২০২০ ১০:৪১451202
  • পুরো ২৭শে জুলাইয়ে ভাটে পোস্ট পড়েছিল মোটে ৭ টা। আজ ২৯শে জুলাই এখনও অবধি তার ১০ গুনের বেশি পোস্ট পড়ে গেছে।
  • S | 2405:8100:8000:5ca1::3b9:9c24 | ২৯ জুলাই ২০২০ ১০:৩৬451201
  • খোঁচা খুবই উত্তম অস্ত্র। মানব জাতির উন্নতির জন্য মাঝে মধ্যে দেওয়া প্রয়োজন।
  • হে_হে | 37.111.228.49 | ২৯ জুলাই ২০২০ ১০:১৯451200
  • ফেসবুক লাগে ওভার স্যাচুরেটেড।
    এক বড়বাবু দরখাস্ত সমেত নালিশ করেছেন যে ছোট বাবু অমুক দিন ফেসবুকে তমুক বলে তাকে হেয় প্রতিপন্ন করেছেন - সেই পোস্টে ১১টা হাহা রিয়াক্ট ১৩টা এংরি রিয়াক্ট পড়েছে তাও দরখাস্তে আছে
    ফেসবুক যেন কাছারিপাড়া - এমনিতেই নানা তরিবতের তেলসাগর আর দলকানার বাহার সমাহার - এখন ওয়াল নিয়ে নালিশ থেকে কেস এর দিকে গেলে ফেসবুকে লগিনের আগে চুল আঁচড়ে বসতে হবে। এদিকে নালিশের পর তো ক্রাইমসিন তো পরিস্কার গ্রুপে ভাগ হয়ে গেল । দূর থেকে যারা বলছিলো একটা ওয়েব সাইট নিয়ে কত মাতে দেখো মানুষ - তারা দূর থেকে  আরো  দূরে পড়ে গেলো ।

    খবরের কাগজ নিয়ে একটা আশা ছিলো যে তারা ওয়েবের আত্ম সচেতনতার বিষয়টা আঁচ লাগাবে , কোথায় কি - আরো ফাঁকিবাজি শিখেছে , সেলেব ফেসবুকারের আস্ত স্টাটাস তুলে দিয়ে মাঝে মাঝে দায় সারে ।  স্টাটাসওয়ালা  বললেন তা হলে আমার ষোল টাকাটাও দেন । না খবরের কাগজের পেজ ভরাট ও হলো ফাঁকিবাজিতে । এই তো অবস্থা -  দূর থেকে মাঝে মধ্যে ঢিল ছুড়তেও কি মনে চায় না ।
    তাতে  করোনা এসে  বিশ্ব-ভ্রাতৃত্ব মজবুত করে দেছে ।

    তো এই হলো হেথায়  আসবার  কারণ , নাম চিঁড়েচ্যাপ্টা , পুরো নাম চিঁড়েমুড়িগুড়খৈ আলুভাজা চ্যাপ্টা ।  :) 

  • b | 14.139.196.11 | ২৯ জুলাই ২০২০ ১০:১২451199
  • দেকেচো, এক খোঁচায় ভাটিয়ালি সরগরম। আমি কি গুরু ইনফ্লুয়েন্সার? ঃ))
  • | ২৯ জুলাই ২০২০ ০৯:৪৮451198
  • "আমার ছোটপিসের সঙ্গে বিবাদীবাগের আলাপ ছিল"
    হা হা হা হা হা হা হা হা হা হাহা :-))))
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ০৯:৪৩451197
  • দ্বিজুবাবু ছেলে লিখেছিলেন।

    রত্নধান্যপুষ্পিতা, বসুন্ধরাসুখন্বিতা
    পুণ্যভূমনন্দিতা তমাঙ্কনন্দিনীরমা।
    স্বপ্নমেখলাস্মৃতিস্মিতাশুভসুলক্ষণা।
    রূপনিলায়ম অতুলানিয়াম অমৃতবৈভবরমন।
    ধরণীরাজ্ঞীং তং বরেণ্যম জন্মোভূমি নমি, মম জন্মভূমি নমি।

    কানে শুনে সংস্কৃত লেখা। এলেবেলেবাবু এসে ঠিক করে দেবেন।

  • r2h | 2405:201:8805:37c0:5cc2:69ae:3656:a873 | ২৯ জুলাই ২০২০ ০৯:৩৬451196
  • গুরুচণ্ডা৯'র সব প্রবন্ধ উইকি ফুইকি গুগল ফুগল করে লেখা পড়ে খুব মজা পেলামঃ)
  • ধন-ধান্য | 185.220.101.197 | ২৯ জুলাই ২০২০ ০৯:২৮451195
  • প্রথম ১.৫০ মিনিটের লিরিক কী দ্বিজু বাবু লিখেছিলেন? একই প্রশ্ন সুরের জন্য ।

  • π | ২৯ জুলাই ২০২০ ০৯:২৭451194
  • আর হ্যাঁ। এই খাপ সত্যি ভয়নকর। কিন্তু এটাই আবার ফেবুর আকর্ষণ, নেশা, ইউ এস পিও। বিরক্তিকর জিনিসও কীরকম টানে, ফেসবুক শেখাল। আর যেগুলো খুব অপছন্দের, সেসবেও খিল্লি খোরাকের রসদ জুটে যায়, এও নেশা। বহুজিনিস কত বিচিত্রবিদঘুটে হতে পারে, দেখার নেশা। নিজেকে অবাক করে দেওয়ার লিমিটটাই রোজ ক্রস করে দেওয়ার নেশা। এই কবি অধ্যাপক সংক্রান্ত অডিও ক্লিপিং গুলোই প্রচণ্ড বিরক্তিকর লাগলেও, পরের ক্লিপিং এলেই শুনতে চাওয়ার একটা নেশা। তার উপর আছে, মারাত্মক পিয়ার প্রেশার। এখন যে দেওয়ালে দেওয়ালে ওঁ্র বিরুদ্ধে বয়ানটা ঘুরছে, সেটা সবাইকেই দিতে হবে, চাপ। এই নিয়ে বক্তব্য রাখতেই হবে, চাও। না রাখলেই তার বিরুদ্ধে পাল্টা খাপ বসছে।
    আর এসবই কত লোককে কী ভীষণ এনগেজ করে রাখে। অন্য কোথাও তাঁ্রা সময় দেবেন কীকরে, দেবেন কেন?
    ফেবুর রোজের কেচ্ছা আর খাপ নিয়েই আবার কর কত গ্রুপ পেজ খুলে গেল, সেখানেও লোকের কী ভীষণ এনগেজমেন্ট!
    ওই বাচ্চা ছেলেপুলের কথা হচ্ছিল না, এসবে এদের উতসাহও দেখার মত! মধ্যবয়সীদের সংগে সমান তালেই।
    ফেবু বহু কিছু প্রচণ্ড বদলে দিল। অর্কুট এমন পারেনি, চায়ওনি হয়ত। এই দেওয়ালের কন্সেপ্ট নিয়ে প্রথমদিকে, অর্কুট ফেবু ওভারলাপের যুগে খুব ফেবু বিতৃষ্ণা ছিল, মূলত এই দেওয়ালদেখনলিখন নিয়েই, আর লাইকপত্তর তো সেটাই তো কালে কালে অভ্যেস হয়ে গেল। অর্কুটের ওই স্ক্র‍্যাপবুকের কনসেপ্টই বেটার ছিল মনে হয়। লোকের ধ্যানজ্ঞান দেওয়াল সর্বস্বও করে দেয়নি।
    এরপর আছে ফিড। না চাইলেও কতটা সময় যে খাবেই, স্রেফ নেশা কি অভ্যেসের বশে।
  • π | ২৯ জুলাই ২০২০ ০৯:০৮451193
  • একক,অরিনদা, টিমের আইডিয়াগুলো ভাল। কিন্তু এতটা সময় দেবে কে? যা হচ্ছে তাই করতেই লোকের নাভিশ্বাস উঠছে, বহ কিছু করব ভেবেও করা যাচ্ছেনা, সময়ের অভাবে, কাজের জন্য লোকবল না বাড়লে সেসব হবে কীকরে ভাবতেও আজকাল ভয় করে।
    তবে অরিনদার কথামত পছন্দের লেখা একে অন্যকে পড়ানো, এখানে হোক বা যেখানে, এটা করলেও অনেকটা হয়।
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৯:০৮451192
  • কেউ ধোয়া তুলসীপাতা নয়।

    কিন্তু একজন সেক্স অফেণ্ডারেরও সঠিক বিচার হওয়া দরকার। ফেবু খাপটি অত্যন্ত ভয়ন্কর।
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৯:০২451191
  • আর যারা দুই এক দিন পর পর স্টেটমেন্ট বদলাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা কতটুকু? ক'দিন পরে হয়তো দেখা যাবে সবটাই বানোয়াট প্রমাণ করল।
    (কিছুদিন আগে কাগজে এইরকম খবরও দেখেছিলাম মোবাইল কিনে দেয় নি বলে মেয়ে বাপের বিরুদ্ধে রেপের অভিযোগ এনে পুলিশে ধরিয়ে পর্যন্ত দিয়েছিল। পরে সব স্বীকার করে, তখন বাপ পায় ছাড়া। একেবারে শাঁখের করাত হয়ে গেছে, কারুর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যে যা পারছে করে যাচ্ছে। )
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:৫৮451190
  • আকা,
    এই লোকটির নামও শুনিনি আগে, কবিতা তো আরও দূরের কথা। তবে নিশ্চয়ই ভক্তকূল জানতেন। কিন্তু ভক্তকূলের বাইরে আসমুদ্রফেসবুক এই ধাক্কায় পাবলিসিটিও হয়ে গেল। রোদ্দুরীয় কায়দা হতে পারে।
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:৫৫451189
  • এককের
    " রাজনৈতিক কবিতা না বিজ্ঞানের রাজনীতি , ওয়েট কিভাবে হিসেব কত্তে হয় সেসব নিয়ে অঙ্ক কষে দেওয়ার অধিকারী লোক গুরুতে এক সে এক আচেন | "

    এইটা সেরা । ঃ-)
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৮:৫৪451188
  • এরমধ্যে প্রকৃত ভিকটিম কবির স্ত্রী ও তার মেয়ে।

    বাকিদের কথা শুনে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না।
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:৪৪451187
  • খাপের আর কোনো দরকারই নেই। খাপের বাপ এসে গেছে। ফেবু।
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:৪৩451186
  • ভাগ্যিস হোয়াটসাপ নাই। কী উত্পাত কী উৎপাত! ফেবু তে তো মাঝেসাঝেই গোল সবেদার মতন মুখওয়ালা ভিডিও ভেসে উঠছে, ভুল করে ক্লিকিয়ে ফেল্লেই চিত্তির। কতরকম আপদ যে আছে দুনিয়ায়!
  • Atoz | 151.141.85.8 | ২৯ জুলাই ২০২০ ০৮:৪০451185
  • আকা, নাটক। দুই পক্ষ থেকেই সাঁট করে নাটকটা নামাচ্ছে কিনা তাই বা কেজানে! মাঝখান থেকে বহু লোকে মজা নিচ্ছে।
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৮:৩৮451184
  • ঐদিকে এক প্রথিতযশা কবি কিসব করেছেন সেইসব কেচ্ছা ফেসবুকে মুড়ি মুরকির মতন বিলোচ্ছে।

    অপরাধ করলে তার নিয়ম অনুযায়ী সাজা ইত্যাদি হোক কিন্তু যে অপরাধী তারও প্রাইভেসি বলে বস্তু আছে। অবশ্য হাই প্রোফাইল কেসে কখনোই হয় না।

    ডিস্টার্বিঙ্গ অডিও হোয়াতে এল সব। পুরোটাই কেমন সিক, খানিক শুনে মন খারাপ হয়ে গেল।
  • aka | 2600:1005:b115:3337:bcc7:da79:5a6b:8127 | ২৯ জুলাই ২০২০ ০৮:৩৫451183
  • বাঙ্গলা এআই ক্রমে আসিতেছে।
  • সম্বিৎ | ২৯ জুলাই ২০২০ ০৮:২০451182
  • বাকি সবাইকার টাইপিং টিসিপি। এককের টাইপিং ইউডিপি। ফায়ার আ্যন্ড ফরগেট। হনুও মাঝে ধরেছিল।

  • দাবী | 37.143.130.57 | ২৯ জুলাই ২০২০ ০৮:১৮451181
  • লেট করে ফেলেছেন। রোদ্দুর রায় অলরেডি ধর্ম প্রচার করছে। ২৪১ কে সাবস্ক্রাইবার। হাজার হাজার ভিউজ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত