এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 14.139.196.11 | ০৪ আগস্ট ২০২০ ১৩:৩০451482
  • *বাসীরা
  • অরিন | ০৪ আগস্ট ২০২০ ১৩:২২451480
  • *যে দিন ২৮ শূন্য কেস রেজিস্টার করলে*

    যখন পর পর ২৮ দিন শূন্য কেস রেজিস্টার্ড হবে । 

  • অরিন | ০৪ আগস্ট ২০২০ ১৩:১৯451479
  • @a: "এখন অরিনবাবু কি বলেন এখন যা অবস্থা কড়া লকডাউনে লাভ হবে?"

    দেখুন আসলে সব দেশ তো এক নয়, প্রতিটি দেশের সমস্যা নিজেদের। তাছাড়া, শুধু লকডাউনে তো পুরোটা কন্ট্রোল করা যায় না, লকডাউন কিন্তু যা দেখা যাচ্ছে, প্রথমবারই যা করার করতে হয়, লকডাউনের মূল উদ্দেশ্য মানুষজনকে এবং ক্লাসটারগুলোকে যতটা সম্ভর আলাদা করে রেখে ট্রানসমিশনের রেট-টাকে প্রায় শূন্যে নামিয়ে আনা (যাতে করে ক্রমাগত টেসট করেও দেখা যাবে যে ০ নতুন কেস রেজিসটারড হচ্ছে) । লকডাউন অনির্দিষ্ট কালের জন্য তো কখনোই করা সম্ভব নয়, শুধু সেইটুকু সময়ের জন্যই করতে পারেন যতদিন সেই অবস্থায় পৌঁছন যায়। যেহেতু করোনাভাইরাস ক্লাসটার ধরে ধরে হয়, ক্লাসটারগুলোকে ধরে ধরে কেসের সংখ্যা কমিয়ে নিয়ে আসা যায়। যার জন্য লকডাউনের সঙ্গে প্রচুর প্রচুর টেসট আর কনট্যাকট ট্রেসিং এর ক্ষমতা বাড়িয়ে নিতে হয়, আর তার সঙ্গে দ্রুত isolation করে ফেলার ক্ষমতাও । এখন অবধি নিউজিল্যাণ্ড-ই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে লকডাউন উঠিয়ে দেবার পর জনসমাজে আর একটিও নতুন কেস ধরা পড়েনি, যদিও টেসটিং-এর পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এখন যদি নতুন ক্লাসটার দেখা দেয়ও, নিউজিল্যাণ্ড খুব দ্রুত ব্যবস্থা নিতে পারবে। কাজেই আমাদের এখানে Second Wave হবার সম্ভাবনা খুব কম (আজকালকার দিনে বলা সম্ভব নয় কখনোই হবে না) । আসলে লক-ডাউন কখন তুলে নিতে হয়,  সেটিও মডেলিং আর তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করাই ভাল, না হলে দুমদাম করে লকডাউন বসালে আর তুলে নিলে কাজ হবে না। করলে ১০০% করুন, (পারলে), জনতাকে বোঝান, তারপর বার বার করে মডেল আর ডাটা পর্যালোচনা করতে করতে স্থির করুন যে দিন ২৮ শূন্য কেস রেজিস্টার করলে তুলে নিন। আজ লকডাউন, কাল খুলে দিলাম, এভাবে হয় না, :-) | তার ওপরে করোনিল, Hydroxychloroquine, "এই ভ্যাকসিন  এল বলে", যত এসব হাবিজাবি জিনিসে মাতবেন, তত কেস হাতের বাইরে যাবে। 

    লকডাউনে ইকোনমি ধাক্কা খেয়েছে এ নিয়ে সন্দেহ নেই । কিন্তু সেটা সারা পৃথিবীতেই, শুধু নিউজিল্যাণ্ড বলে নয়। বাইরের দেশের ট্যুরিস্ট আসা কমে যাবে/গেছে, কিন্তু এখানকার জনতা সেই অভাব পুষিয়ে দিয়েছে। একটা উদাহরণ দিই: আমরা প্রতি বছর এই সময়টায় কাছাকাছি একটা স্লোপে শীতকালটায় স্কি করতে যাই।  প্রতি বছর এই সময়টায় নিউজিল্যাণ্ডে ইউরোপীয়দের ভিড় লেগে থাকে, স্কি রিসর্টগুলোতে জায়গা পাওয়া যায় না। তাহলেও সকাল সাতটা নাগাদ গেলে স্কি স্লোপের পার্কিং-এ জায়গা পাবেন, স্কি ফিল্ডটায় পার্কিং পাওয়া যায়। এ বছর সে জায়গায় না রিসর্টগুলোতে জায়গা পাওয়া গেল, শুধু তাই নয়, সকাল ছ-টা সাড়ে ছ-টায় স্কিফিল্ডের পার্কিং ভর্তি, সারা সিজন উপছে পড়া ভিড়, স্কি স্লোপের ম্যানেজমেন্ট ভাবতে পারেনি। একই ব্যাপার অন্যান্য বেড়াবার জায়গা গুলোতেও, হোটেল-মোটেলগুলোতে থাকার জায়গা পাওয়া যায় না। কয়েকদিন আগে টিভির খবরে বলছিল ছোটখাট ব্যবসাগুলো এখন ভাল রিকভার করেছে।

    বড় ব্যবসা মার খেয়েছে, প্রচুর কর্মী ছাঁটাই হচ্ছে, অবশ্য সেসব লকডাউন হবার আগে  থেকেই শোনা যাচ্ছিল (যেমন এয়ার নিউজিল্যাণ্ড ফেব্রুয়ারী মাস থেকে গান গাইছিল Downsizing নিয়ে )। কাজেই কোথায় যে কি হয় বলা মুশকিল। 

  • যাজ্ঞbulky | 46.19.141.85 | ০৪ আগস্ট ২০২০ ১২:৪৮451478
  • ভ্যাক্সিন বা এআই যা আপনাকে স্থায়ী আভোগ দেবে না তা নিয়ে আপনি কী করবেন?

  • cb | 202.56.61.2 | ০৪ আগস্ট ২০২০ ১২:৪০451477
  • হ্যাঁ ব্রিসবেনটা কেচ্ছা হয়ে গেল। মেয়েদুটো কে তো এনিমি অফ দা স্টেট আখ্যা দিয়েছে ব্রিসবেন টাইমস।

    এবং রেসিস্ট angle তো লেগেই গেছে

    আবার কেঁচে গন্ডুষ।
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ১২:২৫451476
  • আমি অবিশ্যি আপনাকেই লৌহমানব টাইপের ভাবছিলাম. মানে লোহা কোথাও একটা হলেই হলো. :)
  • dc | 103.195.203.56 | ০৪ আগস্ট ২০২০ ১২:১৫451475
  • অমিত :d

    কি এ আই রে ভাই! পুরো এক জালা বুদ্ধি :d
  • S | 2405:8100:8000:5ca1::72e:7b69 | ০৪ আগস্ট ২০২০ ১২:১৩451474
  • আমাকে আবার ফিরিতে বাইবেল দেবে বলছে। goodandevilbook.com
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ১২:০৬451473
  • yesssss. দ্যাখেন ঠিক ধরেছি. :)
  • dc | 103.195.203.56 | ০৪ আগস্ট ২০২০ ১২:০৪451472
  • অমিত ঠিক বলেছেন তো! দুয়েকদিন ধরে য়ুটুবে আয়রন ম্যানের কয়েকটা ক্লিপ দেখছিলাম বটে! এই তাহলে গুগলের এই আই এর বহর!
  • dc | 103.195.203.56 | ০৪ আগস্ট ২০২০ ১২:০২451471
  • আশা করি এই বছরের শেষের দিকে বা ২০২১ এর জান-্ফেব নাগাদ সেফ আর এফেক্টিভ ভ্যাক্সিন তৈরি হবে আর মাস স্কেলে প্রোডাকশান শুরু হবে। শুধু ভ্যাক্সিন না, আরও কয়েকরকম চিকিত্সা পদ্ধতি নিয়ে রিসার্চ চলছে, যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি (কয়েকদিন আগে অবধি এসবের নামও শুনিনি, বায়োলজিতে আমি একেবারেই মূর্খ)। আশা করি আর পাঁচ-্ছ মাসের মধ্যে কিছু একটা উপায় বেরুবে।
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ১১:৫৬451470
  • ডিসি , হতে পারে আপনি হয়তো লৌহমানব টাইপের. দ্যাখেন আপনার স্ট্যাচু বানানোর অর্ডার প্রধান সেবক দিলেন বলে.
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ১১:৫৪451469
  • লক ডাউন কোনোভাবেই, কোত্থাও পার্মানেন্ট সল্যুশন হতে পারেনা যতই ইনিশিয়াল সাকসেস হোক যেকোনো দেশে, অন্য অনেক ফ্যাক্টর ওটাকে নেগেট করে দিতে পারে ইন নো টাইম, সেটা জাস্ট কিছুটা সময় দেয় যাতে কার্ভ টা এক্সপোনেনশিয়াললি বেড়ে না যায়, সোশ্যাল ডিস্ট্যান্সিঙ এসব করে ছড়ানোর রেট একটু কমানো যেতে পারে , এটুকুই. বা তার মধ্যে সরকার একটু হেলথ সিস্টেম একটু গুছিয়ে নিতে পারে. সেটা কোনো দেশই বিশাল কিছু ইনফ্রা ডেভেলপ করে উঠতে পারেনি এখনো অবধি. অলরেডি 6-7 মাস কেটে গেছে.

    কিন্তু প্রশ্ন হলো এভাবে কতকাল চালানো যেতে পারে ? একটা রিমোট ইন্ডাস্ট্রিয়াল সাইট এ প্রচুর ভেন্ডর সাপোর্ট লাগে, কন্ট্রাক্টর সাপোর্ট লাগে যারা বাইরে থেকে আসে. এবার তাদের জন্যে দুদিনের কাজের জন্যে দু হপ্তার কোয়ারেন্টাইন জাস্ট ফিজিবল হচ্ছেনা. সমস্ত শাটডাউন বাধ্য হয়ে পিছিয়ে দিতে হচ্ছে. ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট এর একটা সেফ অপারেটিং পিরিয়ড থাকে, সেগুলোর ক্রিটিকাল মেইনটেনেন্স বন্ধ করলে অনেক বড়ো এক্সিডেন্ট হতে পারে. ইন্ডিয়াতে অলরেডি বেশ কটা হয়ে গেছে. ভাইজাগ LG পলিমার এ প্লান্ট চালু করার সময় গ্যাস লিক করে 500 লোক অসুস্থ আর 10-12 জন মারা গেছে. গুজরাট এ দুটো প্লান্ট এ এক্সিডেন্ট হয়েছে সেই প্লান্ট চালু করতে গিয়ে. অয়েল বা গ্যাস র জাহাজ গুলো দুদিনের লোডিং এর জন্যে দুই + দুই = 4 হপ্তার জন্যে সমস্ত ক্রিউ মেম্বার দের কোয়ারেন্টাইন এর খরচ দিতে রাজি হচ্ছেনা. এমনিতেও অয়েল ডিমান্ড অর্ধেক হয়ে গেছে বলে সবকিছু বন্ধ বলে, একগাদা শেল কোম্পানি লোক ছেটে ফেলেছে, বাকিরাও ছাঁটছে . যেসব বন্ধু IT তে আছে, অনেকেরই চাকরি গেছে গত 2-3 মাসে. IT সার্ভিসেস তো কোনো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ নয় , সেটাও অন্য কোনো কোম্পানিকেই দিতে হয় , পেরেন্ট কোম্পানি নিজেই খাবি খেলে তাকে আর কে কি সাপোর্ট দেবে-? আজকের দুনিয়ায় সব কোম্পানি, সরকার একে অন্যের সাথে প্রচন্ডভাবে ইন্টিগ্রেটেড আর ইন্টার-ডিপেন্ডেন্ট. 2020 ইস ভেরি ডিফারেন্ট দ্যান 1920.

    আর এই লক ডাউন হয়তো অস্ট্রেলিয়া, নিউজিলান্ড মতো কম পপুলেশন, আইল্যান্ড দেশে লিমিটেড সাকসেস পেতেও পারে কিছু সময়ের জন্যে. কিন্তু ফুলপ্রুফ একেবারেই নয় কিছু. জাস্ট একটা উদা দিচ্ছি : ব্রিসবেন বা কুইন্সল্যান্ড যেখানে আমি থাকি , এ খুব ভালো কন্ট্রোল করেছিল গত চার্ পাঁচ মাসে, কিন্তু তারপর ইকোনমিক প্রেসার এ স্টেট্ বর্ডার খুলে দেয়. বর্ডার খুলে দেওয়ার পরে গত সপ্তায় দুটি মেয়ে মেলবোর্ন এ বেড়াতে যায় আর ইনফেক্টেড হয়, অবভিয়াসলি তাদের জ্বর না আসা অব্দি জানে নি. তাদের মধ্যে একটি মেয়ে একটা স্কুলে কাজ করে, এবার তার পসিটিভ আসার পরে সেই স্কুলের 700 বাচ্চা , তাদের পেরেন্টস দের টেস্টিং হয়েছে, সুপার স্প্রেডার কেস. এবার সেই 300-400 পেরেন্টস এর মধ্যে ধরেন জাস্ট 10-% ও যদি অন্য স্কুল, পাবলিক হাসপাতাল, অন্যান্য পাবলিক সার্ভিসে কাজ করেন, তাহলে কত তাড়াতাড়ি এটা ছড়াতে পারে ? গত পাঁচ মাসের সব চেষ্টা , লক ডাউন সব জলে যেতে পারে জাস্ট 2-3 হপ্তায়.

    নিউ জিলান্ড র কথাই ধরেন , ট্যুরিজম একটা মেজর রেভিনিউ আর্নার ওখানে, বহু লোকে ওটার ওপর ডিপেন্ডেন্ট, এবার দু হপ্তার কোয়ারেন্টাইন থাকলে কে আসবে বেড়াতে ? এখন হয়তো ম্যানেজ হয়ে যাচ্ছে, কিন্তু আরো কমাস গেলে হোটেল, ট্রাভেল বিসনেস সব লালবাতি জ্বলে যাবে, কোনো সরকারের রিসোর্স ই ইনফাইনাইট নয় যে মাসের পর মাস , বছরের পর বছর ধরে দিয়ে যেতে পারে, লেটস বি প্রাকটিক্যাল. এবার লক ডাউন ধরলাম বাধ্য হয়ে রিলাক্স করলো ছমাস পরে যাতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটু সামলাতে পারে , তখন ইন্ডিয়া , কোরিয়া , রাশিয়া, চীন থেকে মাত্র কয়েকজন কোভিদ + টুরিস্ট এসে ছমাসের লক ডাউন জাস্ট জলে ভাসিয়ে দিতে পারে কয়েক সপ্তায়.

    আর এভাবে তালাবন্ধ করে লোকেদের ঘরে আটকে রাখা জাস্ট ইনহুমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে. কত লোকের বাবা-মা, ফ্যামিলি অন্য স্টেট্ এ আছে, অনেকে ফ্লাই ইন- ফ্লাই আউট কাজ করে, তারা কত মাস ফ্যামিলি ছাড়া এভাবে থেকে যেতে পারে মাসের পর মাস-? মাইন্ড ইট, আমি জাস্ট অস্ট্রেলিয়ার কথা বলছি যেখানে সরকার সোশ্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে এখনো, ইমার্জেন্সি সাপোর্ট খুব ভালো , ওল্ড এজেড সাপোর্ট ও ঠিক ঠাক(যদিও ওল্ড এইজ হোম গুলোতেও ছড়াচ্ছে এখন), এখানে সরকার লক ডাউন করলেও অনেক প্ল্যান করে, স্টেজ বই স্টেজ করছে. সেখানেও লোকে হাল ছেড়ে দিচ্ছে কারণ এই লিমিটলেস স্ট্রেস আর নিতে পারছেনা .

    ইন্ডিয়ার মতো জায়গায় যেখানে লোকে তিন ঘন্টার নোটিশে আটকে পরে কয়েকশো লোক হেটে বাড়ি ফিরতে গিয়ে এক্সিডেন্ট এ স্রেফ মরে গেলো , নোবডি বদারস. হয়তো এখন গ্রামে না খেতে পেয়ে মরছে বা অন্য অসুখে ভুগে মরছে, তারা স্ট্যাটিস্টিক্স এ আসেই না. সেসবে আমি ঢুকছি ই না. জাস্ট নিজের কথাই ভাবছি. বাবা মা রা একা পড়ে আছেন ওখানে, লক ডাউন এ তাদের বিশ্রী অবস্থা, পুরোটাই কাজের লোকের ভরসায় থাকেন তাঁরা অনেকেই , তারা অসহায় হয়ে আছেন পুরো. বন্ধু দের থেকে শুনেছি কিছু কিছু ওল্ড এইজ হোমে অনেকে খেতে পাচ্ছেন না কারণ কেও দেখার নেই, কাজের লোক হয়তো নিজেই ইনফেক্টেড. অসহ্য অবস্থা, এখন তো এমন হয়ে গেছে যে রোজই ফোন করার আগে টেনশন হয় যে কি শুনবো. কিছু হয়ে গেলে তো ছেড়েই দেওয়া গেলো, কারোর কিছু করার নেই. যাওয়ার ঊপায় নেই , গেলেও কোয়ারেন্টাইন , কোনো কিচ্ছু করার নেই .

    এভাবে কোত্থাও আর জাস্ট সাসটেইনেবল হচ্ছে না. তাও একটা পিরিয়ড জানা থাকলে লোকে টানেলের শেষে আলো দেখতে পায়, জানে শেষ এসে গেছে. এতো অন্ধকার শেষই হচ্ছে না.
  • :{ | 51.75.144.58 | ০৪ আগস্ট ২০২০ ১১:৪২451468
  • কী করবেন। সবই জেবনের অস্থায়ী আভোগ।

  • dc | 103.195.203.56 | ০৪ আগস্ট ২০২০ ১১:৪১451467
  • আমি কম্পুর ব্রাউজারে অ্যাড দেখতে পাইনা কারন কম্পুতে অ্যাড ব্লকার লাগানো আছে। ফোনে পাই। এখন ফোনে দুটো অ্যাড দেখাচ্ছেঃ

    Shree TMT Bars with unique 3X design

    আর

    Xtra TMT Ab toh namaskar karona

    কথা হলো, টিএমটি বারের অ্যাড কেনো? আমি লোহার বিজনেস করিনা, বাড়ি বানানোর প্রশ্নই নেই, এমনকি লোহার রড দিয়ে কাউকে পিটিয়ে মারার হুমকিও দিইনি। তাহলে এতো এতো টিএমটি বার নিয়ে কি করবো?
  • lcm | 99.0.80.158 | ০৪ আগস্ট ২০২০ ১১:১৩451466
  • আমাকে একটা এরকম অ্যাড দিল ভাটিয়ালিতে -
  • a | 59.102.28.173 | ০৪ আগস্ট ২০২০ ০৯:৪৭451465
  • ভিক্টোরিয়াতে কেস ছড়িয়েছে হোটেল কোয়ারান্টাইন থেকে। গার্ড বা গার্ডরা ট্রেন্ড ছিলোনা ফলে যা খুশি করেছে। আর তারপর বাড়ি বা দোকানে বা পাবে গিয়ে স্প্রেড করেছে। এখন অরিনবাবু কি বলেন এখন যা অবস্থা কড়া লকডাউনে লাভ হবে?

    এদিকে গরমেন্ট তিন মাসের কোয়ারান্টাইন প্রসেসের জুডিশিয়াল এনকোয়ারির জন্যে ৩ মাস সময় নিয়েছে। সার্কাসের চুড়ান্ত!!!
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ০৯:২৩451464
  • 90 তে মনে হয় মেনস্ট্রিম মিডিয়া এতটা স্পাইনলেস ছিল না, অনেক নিউট্রাল রিপোর্টিং করতো, প্রশ্ন করার সাহস দেখাতো. এখন তো মোদী বসতে বলার আগেই পায়ের নিচে শুয়ে পরে.
  • Du | 47.184.29.20 | ০৪ আগস্ট ২০২০ ০৯:১৩451463
  • ভাবছি ৯২তে এইসব টিভিরা আবাপ ইত্যাদি থাকলে কি করতো।
  • S | 2405:8100:8000:5ca1::72a:1632 | ০৪ আগস্ট ২০২০ ০৭:৪৫451462
  • ভাগ্যিস চাড্ডীরা হোয়াট্সাপের বাইরে খুবেকটা এদিক সেদিক পড়াশুনা করেনা।
  • Atoz | 151.141.85.8 | ০৪ আগস্ট ২০২০ ০৭:৩১451461
  • আজই সুকুমার রায়ের "লক্ষ্মণের শক্তিশেল" পড়ছিলাম। ভাবছিলাম আজকের দিনে এই লেখা প্রকাশ করতে পারতেন? অথচ সেই কোন আমলে লিখে গিয়েছেন। তখনও রাস্তায় গ্যাসবাতি জ্বালিয়ে দিয়ে যেত সন্ধ্যায়। রাস্তায় টাঙ্গা চলত। ফোন ছিল দূরের কল্পনা। এত যন্ত্রপাতি, এত প্রযুক্তি, এত জ্ঞান বিজ্ঞান তাহলে কী করল আমাদের?
  • Atoz | 151.141.85.8 | ০৪ আগস্ট ২০২০ ০৭:২৩451460
  • আরে রূপ কানোয়ার ভুলে গেলেন? এসব আজকের নয়। এখন বেশি চাগিয়ে উঠেছে, এই আরকি। ওদিকে তো শুনলাম একজন গুণবান যুবককে ( অবসর নিয়েছিলেন মেজর পদে ওঠার পরে) স্রেফ গুলি করে মেরে ফেলেছে পুলিশ বাংলাদেশে। ছেলেটি আমাদের এক সহব্লগারের বন্ধু ছিল।
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ০৭:০৫451459
  • হ্যা , দেশে আজকে মুজতবা আলী, নজরুল , পরশুরাম etc. এনারা সব বেঁচে থাকলে হয় পিটিয়ে মারা, নয় চাপাতি, নাহলে জেল. নেহাত মরে গিয়ে এনারা সব বেঁচে গ্যালেন.

    পারলে এখন রামমোহন, বিদ্যাসাগর কেই আবার কবর থেকে তুলে পোড়াতো. ওই কি একটা খিলজীর মুভি র সময় তো গতবছর সতিপ্রথার গ্লোরিফিকেশন চলছিল.
  • Du | 47.184.29.20 | ০৪ আগস্ট ২০২০ ০৬:৫৭451458
  • সিবিএসে একটা সিরিয়াল দেখছি এক ফ্যামিলি নতুন বয়্ফ্রেন্ডকে চার্চে নিয়ে যেতে চাইছে। লোকটি বলছে দেখো ভাই আমি ঠিক ধার্মিক নই।তালে তুমি নাস্তিক? হুম্ম ঐ শব্দটা আমার পছন্দ নয়, বরং সেনসিবল বলতে পারো। ঃ)))। দেশে এই ডায়লোগ লেখার দিন গেছে।ঃ((
  • Atoz | 151.141.85.8 | ০৪ আগস্ট ২০২০ ০৬:৪৮451457
  • আরে পরশুরামের সেই তিন বিধাতা না কোন গল্পে যেন আছে, ইভ ঠোঁট ফুলিয়ে বাসুকির সঙ্গে যেতে চাইছে। বাসুকি বলছে, ওরেব্বাবা, আমার পঞ্চাশটা সাপিণী, সর্বদা ফোঁস ফোঁস করছে, তার মধ্যে তোমাকে কোথায় নিয়ে যাবো? তুমি বরং আদমকেই গিয়ে খোঁচা মারো।
  • Atoz | 151.141.85.8 | ০৪ আগস্ট ২০২০ ০৬:৪৫451456
  • পালে পালে পাজির পাঝাড়া নেমেছে দুনিয়ায়। সামলাতে আর পারা যায় না। শেষে কৃষ্ণ নামলেন সুদর্শন চক্র নিয়ে।
  • Atoz | 151.141.85.8 | ০৪ আগস্ট ২০২০ ০৬:৪২451455
  • এক একটা রাজার চোদ্দো-পনেরোটা করে রাণী, মন্ত্রী সান্ত্রী পাত্র মিত্র অমাত্যরাও কম কীসের? ছেলেপিলেতে ছয়লাপ। এই করে করে এই অবস্থাটা হয়েছে।
  • Amit | 203.0.3.2 | ০৪ আগস্ট ২০২০ ০৬:১৭451454
  • রামায়ণ মহাভারতে অবশ্য বেশির ভাগ ক্যারেক্টার এর জন্মই বেশ গোলমেলে ব্যাপার স্যাপার. কে কার আসল বাবা, মা - সেসব খুঁজতে গেলে প্রায় কেঁচো খুঁড়ে সাপ বেরোনোর দশা হতে পারে.
    বরং এসব পড়ে মনে হয়, হয়তো কিছু কিছু ক্ষেত্রে তখনকার সমাজ অনেক কম কনজারভেটিভ ছিল. তারপর সব বিগড়ে গেলো.

    চাড্ডি দের অবশ্য যুক্তি রেডি ই আছে. মুসলিমরা এসেই সব বিগড়ে দিয়েছে, পুরো রামরাজত্ব থেকে হারামরাজত্ব.
  • Atoz | 151.141.85.8 | ০৪ আগস্ট ২০২০ ০৬:১৪451453
  • নাগরাজকন্যা। টাইপো ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত