এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৮:৫৯451542
  • দেখা যাচ্ছে, কালি আর ব্রহ্মস ছাড়া গতি নেই আমাদের।
  • avi | 2409:4061:192:b956:ebbc:1c3a:8373:a5e1 | ০৫ আগস্ট ২০২০ ০৮:৫২451541
  • লাদাখে চীন গোটা পাঁচেক জায়গায় এগিয়ে এসেছিল। একটা পয়েন্টে কিছুটা পিছিয়ে এসেছে, বাকীগুলোতে একই জায়গায় রয়েছে। ভারতের সেনা কিছুটা পিছিয়ে এসে বাফার জোন তৈরি করেছে। চীনাদেরও মাঝে মাঝে পিছিয়ে গিয়ে বাফার জোন আরো বাড়ানোর কথা বলা হচ্ছে, যেটা তারা বিশেষ শুনছে না। খবরগুলো আমাদের তরফ থেকে খুব উৎসাহব্যঞ্জক নয় বলে বিশেষ উচ্চবাচ্য হচ্ছে না আর।

  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৭:৪৬451540
  • আরে প্রায় বেলা আটটা বেজে গেছে। ভজন পূজন নমনের তো আর ঘন্টা চারেক মাত্র বাকী!
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৭:৪৪451539
  • পঙ্গপালের ব্যাপারটাও মনে হয় ম্যানেজ করে ফেলেছে। আগে ফেবুতে দেখতাম লোকে খুব দিত পঙ্গপালের খবর।
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৭:৩৪451538
  • ওদিকে চীন লাদাখে কী করল কেজানে! খবরে তো আর তেমন দেখছি না!
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৭:২৯451537
  • সাধে কি আর বলে,
    "জন জামাই ভাগনা
    তিন নয় আপনা।"
  • Amit | 203.0.3.2 | ০৫ আগস্ট ২০২০ ০৭:২৩451536
  • এই জামাই গুলো অনেক দেশেই কেস পুরো গড়বড় করে দিচ্ছে. এদিকে ইন্ডিয়ার এক্স-জাতীয় জামাই রবার্ট ভাদড়া হরিয়ানায় আর কোথায় কোথায় জমি স্ক্যাম করে বেড়াচ্ছিল, আর ওদিকে আমেরিকার কারেন্ট জাতীয় জামাই নিজের মতো ছড়িয়ে বেড়াচ্ছে.

    জামাই না থাকলেও অবশ্য শান্তি নেই. মোদীবাউ নিজের বৌকে ছেড়ে, ফকির হয়ে গিয়ে তাপ্পর একাই একশো হয়ে ডিমনি , GST, বালাকোটের কাক, গালওয়ানের চীন etc. সব কিছু ছড়িয়ে বেড়াচ্ছেন.
  • S | 2405:8100:8000:5ca1::747:b21e | ০৫ আগস্ট ২০২০ ০৬:৪৩451535
  • ভ্যানিটি ফেয়ারে একটা রিপোর্ট বেড়িয়েছে। মার্চ মাস নাগাদ আম্রিগার জামাইয়ের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল পুরো দেশে টেস্টিং করার জন্য। পরে যখন দেখা গেল যে ব্লু স্টেটে বেশিলোক আক্রান্ত হচ্ছে আর মরছে, তখন সেসব লাটে তুলে দেওয়া হয়।
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৫:৫৭451534
  • ডীপ স্টেট যে এটা কী করল! দীপাঞ্জন আর দ্রি ও তো দেখা দেন না। তাহলে জানা যেত কবে রাশ টানবে এর। এ তো একেবারে ছড়িয়ে ছত্রিশ করেছে!
  • Amit | 203.0.3.2 | ০৫ আগস্ট ২০২০ ০৫:৫০451533
  • অটোজ. সেই ভ্যাকসিন বা মোটামুটি কার্যকরী ওষুধের এর আশাতেই তো সবাই চাতকের মতো বসে আছি. কিন্তু কেমন যেন মনে হচ্ছে প্রভেন এন্ড টেস্টেড ভ্যাকসিন আসতে আসতে অন্তত এখনো 6 মাস থেকে এক বছর . রাশিয়া চীন বলছে বটে অনেক আগেই আনবে, কিন্তু সেগুলো কতটা এফেক্টিভ হবে কে জানে-? আর কয়েকটা দেশে ডিফারেন্ট ডেমোগ্রাফি র ওপর ডোজ না পড়লে সব পসিবল সাইড এফেক্টস গুলো জানা যাবেনা.

    আর এটা আল্টিমেটলি মার্কেট এ এলে সেটার দখল নিয়ে যে একটা বেশ বড়োসড়ো পলিটিক্যাল টাসসল হবে , সেটা আমার ধারণা. এই ক্লোরোকুইন নিয়েই ট্রাম্প বাবু যা মেজাজ দেখালেন, সেখানে আসল ওষুধ এলে ওটার দখল নিতে মিসাইল ছোড়ার হুমকি না দেয়.
  • অরিন | ০৫ আগস্ট ২০২০ ০৫:৪৪451532
  • ছিল তো । কলকাতায় ছপ্পন ভোগ নামএ  একটা মিষ্টির দোকান ও আছে।  

  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৫:৪০451531
  • অব তক ছপ্পন ---বলে একটা চম্বলের সিনেমা ছিল না? ঃ-)
  • অরিন | ০৫ আগস্ট ২০২০ ০৫:৩৯451530
  • আহা , ছপ্পন তো  আসবেই, ন'মণ  আর ছপ্পন দুজনেই।  

    মানে ভজন , পূজন , নমন , ছপ্পন হলে কাজ সুসম্পন্ন হয় আর কি । 

  • Du | 47.184.29.20 | ০৫ আগস্ট ২০২০ ০৫:৩৩451529
  • নমণ ঃ))) হবে না শুধু ছপ্পন হবে
  • অরিন | ০৫ আগস্ট ২০২০ ০৫:২৯451528
  • @Amit, দারুন লিখেছেন, সব কটা  পয়েন্ট-ই. ।

    দেখুন, এখন অবধি বেশ কয়েকটা দেশ কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ করেছে।  তারপর আবার করোনার  পুনরুত্থান হলেও করেছে। আমরা তাইওয়ান, থাইল্যান্ড, নিউ জিল্যান্ড ছেড়ে দিন, জার্মানি কে দেখুন, ইতালিকে দেখুন, খুব খারাপ কিছু করছে না কিন্তু।  কাজেই বড়  জনসংখ্যার দেশগুলোতেও করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে তো।  অস্ট্রেলিয়া কেই দেখুন না, মানছি মেলবোর্ন নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ করেছে।  অর্থাৎ, ছোট ছোট আঞ্চলিক আউটব্রেক হয়তো হবে, তবে সেগুলো কে সামলালে বা অন্তত ক্লাস্টারগুলোকে নিয়ন্ত্রণ করলে দেখবেন এই সমস্যার হাল হবে।  কিন্তু পুরো ব্যাপারটাই systematically  না করলে গন্ডগোল বাড়বে। 

    এবার ইন্ডাস্ট্রি।  কি যে হতে পারে, হতে চলেছে কে জানে? কারণ, যেমন লিখলেন, গোটা দুনিয়াটাই কানেক্টেড, কোথা  থেকে কোথায় এফেক্ট হবে, কি হবে, সবটাই কালগর্ভে।  নিউ জিল্যান্ডের ডেয়ারি ইন্ডাস্ট্রি'র বড়  খরিদ্দার চীন আর দক্ষিণ পূর্ব এশিয়া। এই মার্কেট টাকে  Fonterra  বহুদিন ধরে তৈরী করেছে (মনে করে দেখুন চীনের লোক, দক্ষন এশিয়ার মানুষ traditionally  খুব একটা দুগ্ধজাত খাবার বা পণ্য তৈরী নিয়ে মাথা ঘামায় নি, চিনে খাবারে সেভাবে আপনি মিষ্টি পাবেন না, দক্ষিণ এশিয়ার মিষ্টি মানে নারকোল আর চালের মিষ্টি, এর কিছু ফিজিওলোজিক্যাল কারণ আছে, মোট কথা, সেই বাজারে দুধ বেচার জন্যে নিউ জিল্যান্ড বিস্তর কাঠ খড়  পুড়িয়েছে এক সময়।  এখন স্যান লু, চাইনিস দুধ কোম্পানি'র টিনে  দেখবেন নিউ জিল্যান্ডের Canterbury 'র মাঠের ছবি, সেখানে গরু চরছে।  শুধু তাই নয়, এই করতে গিয়ে নিউ জিল্যান্ড নিজের দেশের পশু পালন ও খামারের চরিত্রটাই পাল্টে ফেলেছে।  আগে যেখানে ভেড়া পালন হতো (বলা হতো নিউ জিল্যান্ডে মানুষের থেকে ৪০০ গুণ  বেশি ভেড়া চরে বেড়ায়  ), সেদেশে, বিশেষ করে দেশের দক্ষিণ দ্বীপের Canterbury  অঞ্চলে  এখন নেদারল্যান্ড্স  বাদ  দিলে সবচেয়ে বেশি গরু চারণের জমি তৈরী হয়েছে । এর কিন্তু সুদূরপ্রসারী এবং সমূহ ঝামেলা, এই ভয়ঙ্কর গোপালনের ফলে বহু জায়গায় জলের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। এই পরিস্থিতিতে এখন একে  spare  parts  এর ঝামেলা, তার ওপরে এশিয়ার  বাজার পড়ে  গেলে অর্থনীতির বারোটা বাজতে খুব দেরি নেই।  

    যাই  হোক, অর্থনীতি, সমাজ, মানুষের মানসিক অবস্থা, সব মিলিয়ে কোরোনাভাইরাস  একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে।  কোথায় গিয়ে যে দাঁড়াবে কে জানে। এবং আমরা যে যেখানে আছি প্রত্যেকে এর আওতায়।  

  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৫:২৯451527
  • অমিত,
    মোটামুটি কার্যকর ভ্যাকসিন বাজারে এসে গেলে, তখন তো সবরকম লকডাউন খুলে দেওয়া হবে। তাই নয়? বর্তমান পৃথিবীতে আইসোলেটেড হয়ে কোনো দেশই কি থাকতে পারবে? সবাই তো সবার সঙ্গে বাণিজ্যিক ও আরো নানা ব্যাপারে কানেক্টেড।
  • lcm | 99.0.80.158 | ০৫ আগস্ট ২০২০ ০৫:১১451526
  • হা হা, অরিনের দেওয়া লিংকে ---

    Jonathan: Do you read your written brief?
    Trump: I do, I read a lot.
    Jonathan: Really!
    Trump: Yes, I do. I read extraordinarily well. Probably better than anybody you have interviewed in a long time.
  • অরিন | ০৫ আগস্ট ২০২০ ০৫:০৩451525
  • তাই বলুন। আমি নমন কথাটা পড়ে  ভাবছিলাম, ওখানে ভজন  পূজন  এর সঙ্গে বুঝি ন'মণ লাশের অধিকারী  অমিত শাহের আগমন হবে।  ভদ্রলোক covid ১৯ এ ভুগছেন, হাসপাতাল থেকে ছাড়বে? তখন মনে হল হয়তো নমস্কারের কথা বলছে।   

  • Amit | 203.0.3.2 | ০৫ আগস্ট ২০২০ ০৫:০২451524
  • অরিন, কালকের লেখার প্রেক্ষিতে দু একটা পয়েন্ট তুললাম:

    কোনো সন্দেহ ই নেই নিউজিল্যান্ড দারুন কাজ করেছে করোনা কে কনটেন করতে এখনো অব্দি, যেমন আরো দু একটা দেশ - ভিয়েতনাম etc. . প্রোএক্টিভ লক ডাউন, ক্লাস্টার আইডেন্টিফিকেশন এন্ড ইসোলেশন, সব গুলোই খুব এফেক্টিভ. কিন্তু আমার প্রশ্ন ছিল , অন এ লার্জের ডেমোগ্রাফি এন্ড ফর এ লংগার টাইম লাইন, এই রেজাল্ট কতটা রেপিটিটিভ আর কতটা সাস্টেনেবল হতে পারে. কারণ একটু রিল্যাক্স হলেই আবার রেকাররেন্স হতে পারে মনে হয় . আর কারোর না কারোর ক্ষতি না করে লক ডাউন কন্টিনিউ বা রিলাক্স করাটা অনেক ক্ষেত্রেই আর সরকারের কন্ট্রোলে থাকছে না, ইকোনমিক প্রেসার ইস টু লার্জ. আর এধরণের কড়া লক ডাউন মেটিকুলাস প্ল্যান & সাপোর্ট ফাঙ্কশনস করে না হলে যে কী ধরণের হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার হতে পারে, সেটা ইন্ডিয়াতে দেখা গেছে , এখনো দেখা যাচ্ছে. তার বিশদে ঢুকছি না আর, ওটা অন্য সাবজেক্ট, শুধু এই কটা দেশেই করোনার প্রেক্ষিতে বলছি.

    এটা সত্যি যে কারোর কাছেই এর সমাধান নেই, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড পেনডেমিক যেটা সমস্ত বড়ো দেশ গুলোকে প্রায় শুইয়ে ফেলেছে. অনেক দেশেই এখন সেকেন্ড ওয়েভ আসছে.

    আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে, হোয়াট নেক্সট ? ধরছি নিউজিলান্ড (বা ভাগ্য ভালো থাকলে অস্ট্রেলিয়া ও ) ভালো কন্টেন করলো. কিন্তু অন্য কয়েকটা দেশে, ধরুন ইন্ডিয়াতে বা আমেরিকায় সেটা আটকানো সম্ভব হলোনা. তাহলে নেক্সট দু - তিন বছর কি এই দেশ গুলো সম্পূর্ণ নিজেদের ইসোলেট করে রাখবে-? তিনটে সেক্টর এড্রেস করতে চাইছি এখানে. পয়েন্ট বই পয়েন্ট লিখলাম নিচে :

    1. ইন্ডাস্ট্রি: ইন্ডাস্ট্রি রেফারেন্স দিচ্ছিলাম কালকে কারণ সেই ক্ষেত্রে কাজের সুবাদে আমি একটু আধটু প্রাকটিক্যাল সমস্যা গুলো দেখতে পাচ্ছি গত কমাসে. পুরোটা রিপিট করছিনা আর. কিন্তু আজকের দিনে মেজর ইন্ডাস্ট্রি গুলো সবকটাই খুব বেশি অন্য দেশের ওপর নির্ভরশীল, একটা ছোট্ট উদা : আমি এখন জেতাতে আছি, সেটার কন্ট্রোল সিস্টেম আমেরিকান, কম্প্রেসসর ইতালিয়ান, পাম্পস জাপানি, আরো হাজার পার্টস বা স্পেয়ার আরো 10-20 টা দেশ থেকে আসে. সেগুলোর রেগুলার সিস্টেম আপগ্রেড, ফায়ারওয়াল আপগ্রেড, লাইফ এক্সটেনশন অনেক কিছু দরকার হয় যেগুলো রাতারাতি ডোমেস্টিক্যালি বানানো সম্ভব নয়. এবার সেগুলো নেগলেক্ট করলে অনেক বড়ো ফেলিওর বা এক্সিডেন্ট হতে পারে, কালকে উদা দিয়েছি, যেটা অলরেডি কয়েকটা হয়েছে ইন্ডিয়াতে বা অন্য দেশে. তাহলে নেক্সট 2-3 বছর লক ডাউন করতে হলে এই সমস্ত ইন্ডাস্ট্রি গুলো প্রায় বন্ধ করে দিতে হয় , যেটার একটা বিরাট ইকোনমিক ইমপ্যাক্ট আছে , ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল.

    আমি নিজে দেখছি রিমোট সাপোর্ট ইন্ডাস্ট্রি এভল্ভ করছে আস্তে আস্তে, ভেন্ডর দের রিমোট কানেক্টিভিটি দিয়ে অনলাইন কন্ট্রোল সিস্টেম ট্রাবল শুটিং, ক্লাউড বেসড ডাটা এনালাইসিস, ভিডিও কনফারেন্স ফ্রম সাইট, সরাসরি লাইভ ভিডিও ফিড দিয়ে ফিল্ড ইকুইপমেন্ট রিমোট ট্রাবল শুটিং ইত্যাদি , কিন্তু এগুলোর ম্যাচিওর করতে আরো অনেক সময় লাগবে. সেনসিটিভ ইকুইপমেন্ট বা কন্ট্রোল সিস্টেম উপগ্রেড অনেক সময়েই কিন্তু প্রায় রিমোট রোবোটিক হার্ট সার্জারি র মতো সেনসিটিভ . এই করতে গিয়ে সমস্যাও হচ্ছে , রাশিয়ার একটা পাওয়ার প্লান্ট এ কন্ট্রোল সিস্টেম হ্যাক করে পুরো প্ল্যান্ট শাট ডাউন করে দিয়েছে.

    নিউ জিলান্ড কিন্তু এসব সমস্যার থেকে একেবারেই ইন্সুলেটেড নয়. সেখানকার বিশাল মিল্ক এন্ড ডেয়ারী ইন্ডাস্ট্রি বা মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি তে তে যে এতো মেশিনারিজ ব্যবহার হয় , তার 70-80-% জার্মান বা সুইডিশ বা আমেরিকান, কোনোটাই নিউ জিলান্ড এ তৈরী হয়না. ছোটোখাটো মেইনটেনেন্স হয়তো ডোমেস্টিকালি করা সম্ভব , কিন্তু মেজর কিছু হলে ভেন্ডর বা এক্সপার্ট সাপোর্ট লাগবেই. অনেক রেগুলার স্পেয়ার ও দরকার হয়. এবার সাপ্লাই চেন ই যদি বন্ধ হয়ে যায় লক ডাউন এর সুবাদে , তাহলে সেই ডেয়ারী ইন্ডাস্ট্রি ও চালানো সম্ভব হবেনা. তাহলে তার মেজর ইকোনমিক ইমপ্যাক্ট আসতেই পারে. তখন সোশ্যাল সাপোর্ট ই ভরসা. সেটা কালকেই লিখেছি লম্বা সময় ধরে কোনো সরকার দিতে পারবে না.

    2. ট্যুরিজম: আপনাদের মতো এখানেও সরকার ডোমেস্টিক ট্যুরিজম কে অনেক সাপোর্ট দিচ্ছে, সস্তা ফ্লাইট, হোটেল ডিসকাউন্ট , ট্যাক্স ব্রেক , অনেক কিছু. এবার ডোমেস্টিক ইকোনমি যদি খারাপ হতে থাকে, তাহলে কতদিন লোকের উৎসাহ থাকবে বেড়াতে যাওয়ার ? আজকে যার চাকরি গেছে, কালকে সে সোশ্যাল সাপোর্ট র চেকের জন্যে লাইন দেবে , সে যে পরশু বেড়াতে যাবেনা এটা বোধহয় বলা যায়. এই ড্রপটা একদিনে বা একটা হলিডে সিসনে হবে না, কয়েকটা মাস গেলে তারপর বোঝা যাবে. এখানে হয়তো ইন্ডিয়ার মতো রাস্তায় মিগ্র্যান্ট লেবার রা হেটে বাড়ি ফিরতে গিয়ে গাড়ি চাপা পড়েনি , সোশ্যাল সাপোর্ট এর জন্যে পভার্টি টা অতটা ওপেনলি ভিসিবলে নয়, কিন্তু পভার্টি সব জায়গায় ই আছে এবং তাদের অবস্থা আরো খারাপ ই হবে. সোশ্যাল সাপোর্ট যদি কিছু সময় পর আর সাস্টেনেবল না থাকে , তাহলে ক্রাইম রেট পিক আপ করবে.

    আর আমার ব্যক্তিগত ধারণা ডোমেস্টিক ট্যুরিজম হয়তো একটা ছোট টাইম ফ্রেম এ বিসনেস টার্গেট মেকআপ করতে পারে , কিন্তু অল্প পপুলেশন নিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরিজম কে রিপ্লেস করতে পারবেনা ফর এ লংগার টাইম লাইন, বিসনেস র ওপর ইফেক্ট পপড়বেই. সেটা জাস্ট একটা সিসন বা একটা লোকেশন দেখে বোঝা মুশকিল. আর কোয়ারেন্টাইন থাকলে যে কেও বেড়াতে আসবে না , এটা বলে দেওয়া যায়. আর তুললে আবার ইনফেকশন ছড়াতেই পারে.

    3. ফ্যামিলি সেপারেশন : এটাও কালকেই লিখেছি , আর রিপিট করছিনা এই লক ডাউন বা ইসোলেশন এর একটা বিরাট ডিপ্রেসিং ইফেক্ট করছে হাজার হাজার লোকের ওপর, আমার চেনাশোনা লোকের মধ্যেই (আমায় নিজেকে ধরে ). এভাবে কতদিন তারা সাস্টেইন করতে পারবে বিফোর এ মেজর নারভাস ব্রেকডাউন , সেটা জানিনা , কেওই জানেনা হয়তো.

    আর ইন্ডিয়ার মতো দেশে উইথআউট এনি সোশ্যাল সাপোর্ট, উইথআউট এনি প্ল্যানিং লক ডাউন যে কতটা ডিজাস্টার হতে পারে , সে নেকডলি দেখাই গেছে গত কমাসে. আর লিখে লাভ নেই.

    লক ডাউন করলে যে ভাইরাস ছড়ানো কমবে, এটা তো স্বতঃসিদ্ধ, কোনো মডেল ছাড়াই এটা বলা যায়. কিন্তু কথাটা এটাই যে এর পরে কোনো প্ল্যান B আছে কোনো দেশের ? শর্ট টার্ম লক ডাউন ঠিক আছে , কিন্তু তারপর এটাও তো দেখার দরকার কিভাবে দেশের একটা লার্জ পপুলেশন লক ডাউনের জেরে অনেক ইন্ডাস্ট্রি বা সার্ভিস বন্ধ হলে সব কিছু হারিয়ে জবলেস , পেনিলেস হয়ে না যায় ফর এ ভেরি লং টাইম, আগেই লিখলাম তাহলে ক্রাইম রেট উইল গো থ্রু রুফ. যে উপোষ করে আছে , তার কাছে করোনায় মরা আর না খেয়ে মরার মধ্যে বিশেষ তফাৎ নেই.

    লং টার্ম লক ডাউন এর সমস্যা গুলো আমি যেটুকু দেখছি সেটাই লিখলাম. এবং অন্য দেশে ইনফেকশন থাকলে একটা দেশে সাফল্য এলেও লাভ নেই, যদি সেই দেশ নর্থ কোরিয়ার মতো আইরন কার্টেন র মতো না রাখা হয় বছরের পর বছর ধরে.
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৪:৩৭451523
  • হ্যাঁ অরিন, আজকাল অনেকেই দেখি নমন বলে। ফেবুভর্তি খালি নমন আর নমন। কেউ কেউ আবার গান স্যালুটের মতন "আপনাকে ঊগ্রজাতীয়তাবাদী নমন, ভজন ও পূজন", এইরকম স্যালুট দেয়।
    ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৪:৩৫451522
  • এত টন বোম্বেটে জিনিস কেউ এক জায়্গায় রাখে? ছোটো ছোটো ভাগে ভাগে ভিন্ন ভিন্ন স্থানে রাখা উচিত তো!
  • lcm | 99.0.80.158 | ০৫ আগস্ট ২০২০ ০৪:০০451520
  • বেইরুট-এর এক্সপ্লোশনটা বলছে - একটি ওয়্যারহাউসে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছিল। তাতেই বিস্ফোরণ। চাষের সার, নাকি, বোম বানানোর কাজে লাগানোর জন্য - কেন ঐ পরিমান জিনিস ওখানে ছিল বের করবে।
  • lcm | 99.0.80.158 | ০৫ আগস্ট ২০২০ ০৩:৫৪451519
  • হ্যাঁ, টিকটক খবর দেখলাম, ঠিক মেইন নিউজ নয়, তবে খবর হয়েছে। মাইক্রোসফট-ট্রাম্প-জিজিনপিং ---- বড় বড় নাম, ট্রাম্প বিক্রির টাকার % দাবী করেছে সেলস কমিশন হিসেবে।
    কিন্তু এটা কেন টাইমস-অফ-ইন্ডিয়ার মেইন হাইলাইটেড খবর হল - সেটা ক্লিয়ার নয় - এই মুহুর্তে দেশে কি আর কোনো খবর নেই ।
  • S | 2405:8100:8000:5ca1::f9:3f45 | ০৫ আগস্ট ২০২০ ০৩:৪৩451518
  • কিন্তু আম্রিগাতে টিকটক ব্যান নিয়ে তো ভালই খবর হয়েছে। মাইক্রোসফ্ট কেনার চেষ্টা করছে, সেটাও বড় খবর। ট্রাম্পও অন্য সব কাজ ছেড়ে হঠাত টিকটকের পিছনে পড়েছে। ট্রাম্প বড় হয়ে গোবিজী হবে।
  • অরিন | ০৫ আগস্ট ২০২০ ০৩:২৮451517
  • "আজ নাকি ভূমিপূজন ও ভজন ও নমন হবে"

    নমন কি? নমস্কার?

  • অরিন | ০৫ আগস্ট ২০২০ ০৩:২৬451516
  • "আমিও অ্যাসিম্পটোটিক দেখে ঘাবড়ে গেছিলাম"

    "মা গো!", এসিম্পটোটিক এসিম্পটোটিক্যালি এসিম্পটো"মা"টিক  কে এপ্রোচ করছে। 

    ;-)

  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৩:১৫451515
  • এখানে সাইটে তো ৫ তারিখ হয়েই গেছে। আজ নাকি ভূমিপূজন ও ভজন ও নমন হবে। সবাইকে বেলা বারোটা পনেরোতে কী একটা করতে বলছে। আর সন্ধ্যে ছটায় আর একটা কী যেন করতে হবে।
  • Atoz | 151.141.85.8 | ০৫ আগস্ট ২০২০ ০৩:১৩451514
  • আমিও অ্যাসিম্পটোটিক দেখে ঘাবড়ে গেছিলাম। অ্যাসিম্পটোটিক ফ্রিডম বলে একটা গাণিতিক জিনিস নিয়ে খুব লড়তে হয়েছিল কিনা! কিছুতেই বোঝা যাচ্ছিল না।
  • S | 2405:8100:8000:5ca1::56b:d41d | ০৫ আগস্ট ২০২০ ০৩:১১451513
  • বেইরুটের এক্সপ্লোশানের ভিডিও দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত