এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:8803:be5f:e555:fea2:e12e:6d71 | ২১ আগস্ট ২০২০ ২০:২৩452840
  • তিন-চারবার তো বিষ প্রয়োগও হয়েছিল, বেঁচে গেছিলেন। মন্দিরের ভেতরে হয়ত মারা হয়নি, বন্দী করে রাখা হয়েছিল কিছু দূরে, সেখানে মারা যান, এসব অনুমানও আছে, ইভেন দেহ কোথায় মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে সেসবও। তবে রাজা-রাজত্ব-প্রভাবশালী গোষ্ঠী- বিবিধ স্বার্থ এসবের মধ্যে পড়ে গিয়েছিলেন। উপরন্তু চৈতন্যের পাঁচ-্ছয় ঘনিষ্ঠ সঙ্গীও বিশেষ কিছু বলেননি, অন্তর্ধানের পরে।

    থ্রিলার লেখার দারুণ উপকরণ কিন্তু বাঙালীর একো নেই, অপিচ ড্যান ব্রাউনও নেই।
  • r2h | 73.106.235.66 | ২১ আগস্ট ২০২০ ২০:০৫452839
  • যাহ, পলান্ন বলতে পারলে পুষ্পান্ন কী দোষ করলো? জাফরান তো পুষ্পই।

    এমনিতে এদের নানান গোলমাল আছে তাতে দ্বিমত নেই।
  • এলেবেলে | 202.142.71.77 | ২১ আগস্ট ২০২০ ১৯:৫৭452838
  • -দি, রাগ করার প্রশ্নই নেই। খুব ছোট থেকে এই গাছান্যাকা ভণ্ড বাবাজিদের দেখে দেখে এমন ঘেন্না জন্মে গেছে যে ইহজীবনে চৈতন্যকে 'শ্রী' মণ্ডিত কিংবা তাঁর ওপরে দেবত্ব আরোপ করতে পারি না। ফলে রবীন্দ্রনাথ-মার্ক্স-গান্ধীকে যেমন রবীন্দ্রনাথ-মার্ক্স-গান্ধী বলি ও লিখি, তেমনই চৈতন্যকে চৈতন্য বলা ও লেখা আমার অভ্যাস।

    কিছুক্ষণ পরে মানে ঘন্টা দেড়েক বাদে এ ব্যাপারে আপনাদের জানকারি দিচ্ছি। সেই ফাঁকে নিজের লেখাটা খানিক এগিয়ে নিই। তবে তার আগেই অভিকে ধন্যবাদ জানাই। সিএস-কেও। কেন জানাচ্ছি, পরে বিস্তারিত বলব। 

  • | ২১ আগস্ট ২০২০ ১৯:২৪452837
  • হ্যাঁ অভির মত আমিও মলাটে ঐ 'কাঁহা গেলে তোমা পাই' নিয়ে দেখেছি ভদ্রলোক খুন হয়ে গেছিলেন। সম্ভবত বইয়ের মেটেরিয়াল এবং অন্যন্য জিনিষপত্রও নষ্ট করা হয়েছিল। তা এ বেশ ফ্রেডরিখ ফরসাইখ টাইপ ব্যপার মনে হয়। কেউ ভক্তি টক্তি বাদ দিয়ে খানিক জানালে ভালই হয়।

    'পুষ্পান্ন'! আচ্ছা এনাদের গাছন্যাকা বললে কি এলেবেলেসহ ব সব্বাই খুব রাক্করবেন?
  • PT | 115.187.44.217 | ২১ আগস্ট ২০২০ ১৯:১৫452836
  • "শেষে কিনা পিটিস্যারও ট্রোলের আশ্রয় নিলেন।"
    আরেন্না!! করোনার করুণায় মানষের মুখ দেখিনা,ঠাট্টা-মশকরিও বন্ধ। এই একমাত্র জায়গা যেখানে "যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ " বলে অগ্রিম অনুমতি দেওয়া আছে। চৈতন্যদেব সম্পর্কে যা লিখবেন তাই পড়ব। সম্প্রতি নগরকীর্তন ছবিতে চৈতন্যদেবের উপস্থিতি দেখে তাঁর সম্পর্কে জানার ইচ্ছে আরো তীব্র হয়েছে।
  • avi | 2409:4061:2d84:bde5:d53c:26fa:38b6:374f | ২১ আগস্ট ২০২০ ১৯:১১452835
  • জয়দেব মুখোপাধ্যায়। দুই খণ্ডে গবেষণা গ্রন্থ লেখেন, কাঁহা গেলে তোমা পাই। দ্বিতীয় খণ্ড সম্ভবত এখনও অপ্রকাশিত। এই অংশে চৈতন্যপরিণতি বিষয়ে ওঁর বক্তব্য থাকার সম্ভাবনা ছিল। ১৯৯৫-৯৬ সালে জয়দেব পুরীতে নিহত হন।

    এই বিষয়ে ভাসা ভাসা তথ্য মাঝে মাঝে চোখে পড়ে। স্বভাব আলসেমির চোটে বিস্তারিত জানা হয় নি।

  • নবদ্বীপে এক বছর | 165.225.38.27 | ২১ আগস্ট ২০২০ ১৯:০৮452834
  • সে তো হিন্দু ব্রাম্ভন পন্ডিতরা ক্যালাবে বলে পালাতে হয়েছিল, নইলে খুন হয়ে যেতেন!
  • ঘোঁতন | 103.214.144.196 | ২১ আগস্ট ২০২০ ১৮:৫৭452833
  • মরেচে! গবেষক খুন? না না, এলেবেলেবাউ এসব ফক্কুড়িতে জড়াতে যাবেন না। অন্য মহাপুরুষ ধরুন। ম্যালা মহাপুরুষ বাংলায়। আশুতোষ মুখুজ্যে হয়ে গেচে?

  • avi | 2409:4061:2d84:bde5:d53c:26fa:38b6:374f | ২১ আগস্ট ২০২০ ১৮:৪৭452832
  • চৈতন্যের ব্যাপারটা বিস্তারে হলে ভালোই হয়। রাজা বলতে এদিকে তো তখন আলাউদ্দিন হুসেন শাহ (নাকি তাঁর ছেলে?), আর উড়িষ্যায় বোধ হয় গজপতি প্রতাপরুদ্র। চৈতন্য কি চব্বিশ বছর পুরীতেই ছিলেন, নাকি দক্ষিণাত্যে মানে এই অন্ধ্র কাঞ্চী বা এদিকে কাশী বৃন্দাবনেও বার কয়েক যাতায়াত করেছিলেন? পুরীতে যা হয়েছিল, তা তো রাজনৈতিক ব্যাপার বলেই শোনা যায়, তবে জানা দরকার। কদিন আগে এক বাঙালী গবেষক এই নিয়ে খোঁড়াখুঁড়ি করার সময় খুন হয়েও যান। পাণ্ডাদের ডকুমেন্টে সেই সময়ের নথি এখনও রয়েছে, তবে সেসব চরমভাবে ক্লাসিফায়েড। এলেবেলে একটু জানান দিন।

  • এলেবেলে | 202.142.96.175 | ২১ আগস্ট ২০২০ ১৬:৪২452831
  • বি, না। না স্যা কিছুটা ভুল লিখেছেন। নবদ্বীপ আর মায়াপুরের মঠমন্দিরে ভাতকে বলে অন্ন, ডালকে ডালই বলে, ডালনাকে বলে রসা আর হলুদ ভাতকে বলে পুষ্পান্ন। ছোটবেলায় পরিবারের সঙ্গে মহাপ্রভু মন্দিরে ভোগ (সরি প্রসাদ!) খেতে গেছি। বাবার সহকর্মী বিষ্ণুবাবু ওই মন্দিরের সেবায়েত হিসবে সেদিনের 'পালা' পেয়েছেন (এই পালা পাওয়াও এক পুদুচ্চেরি কেস!)। তাঁর নিমন্ত্রণ রক্ষা করা আর কি। তো আমি বলেছি 'একটু পোলাও দিন'। বিষ্ণুবাবু আমার দিকে রোষকষায়িত নয়নে তাকিয়ে বললেন, "ওরে মূর্খ (শিক্ষক হিসবে সেটা ততদিনে বুঝে ফেলেছিলেন অবধারিতভাবে) পোলাও মানে পল মিশ্রিত অন্ন রে হতভাগা। আমরা কি মহাপ্রভুকে মাংস নিবেদন করতে পারি? পুষ্পান্ন বল।" ওই যে স্যারের থেকে শিখে গেলাম, সেই ইস্তক আর ভুল করিনি!

    হে হে ঘোতনা এসে গ্যাচেন? তো আপনার গনশা কই?

  • ?? | 95.211.230.211 | ২১ আগস্ট ২০২০ ১৬:৩০452830
  • এখানে বটানিস্ট কেউ আছেন? Hickory গাছ নাকি আসামে পাওয়া যায়। সেটার স্থানীয় নাম কী?

  • b | 14.139.196.11 | ২১ আগস্ট ২০২০ ১৬:১৭452829
  • আমার আবার চৈতন্য ভাবলেই না স্যা-র সেই বিখ্যাত গল্পটা মনে পড়ে যায়।
    ******
    ওনারা অফিস থেকে দল বেঁধে নবদ্বীপ বা মায়াপুরে গ্যাছেন, ওখানেই আশ্রমে খাওয়া দাওয়া হবে। এবার খেতে বসে একজন ভাত চেয়েছেন। পরিবেশনের দায়িত্বে থাকা বড় মহারাজ শিউরে উঠে দু কানে হাত দিয়ে বললেন, " ভাত! ও কথা উচ্চারণ করবেন না।" তার পরে ভেতরে হাঁক দিলেন," বাবা নবীনমাধব, এখানে একটু অন্ন দিয়ে যাও তো।"
    এর পরে একজন ডাল চাইতে মহারাজ হাত জোড় করে বললেন, "ছি ছি, অমন শব্দ এই আশ্রমে বলবেন না। বাবা নবীনমাধব, রসা নিয়ে এসো"।
    ভয়ে আর কেউ কিছু দু বার চাইতে পারছে না। এদিকে না স্যা-র প্রবল হেঁচকি উঠছে, কিন্তু জল চাওয়াটা শোভন হবে কি না বুঝতে পারছেন না। হিঁক হিঁক করতে করতে পাশের জনকে ফিশ ফিশ বললেন, "হিঁক, জল, হিঁক"। সে বলল," দাদা, আপনি সাহিত্যিক। জলের প্রতিশব্দ ভাবতে পারছেন না?" না স্যা বলতে লাগলেন " হিন্দিতে পানি, ইংরিজিতে ওয়াটার, স্প্যানিশে অ্যাকুয়া, ফরাসীতে ও, হিঁক হিঁক হিঁক"। পাশের জনই বলল, "এক কাজ করুন, জলের গ্লাসটা দুবার মেঝেতে ঠক ঠক করুন, মহারাজ ভাববেন আপনি বোধ হয় খেতে বসে কথা বলেন না"। তাই করলে মহারাজ একগাল হেসে বললেন, "বাবা নবীনমাধব, একটু জীবনপাত্রটা এদিকে নিয়ে এসো, ওনার তৃষ্ণা পেয়েছে"
  • b | 14.139.196.11 | ২১ আগস্ট ২০২০ ১৬:০০452828
  • বলেন কে লেখছেন

    ছেলে নাকি চুরি করেছে কার একখানা পেন
    বাবা রেগে তাইতো ছেলের দু কান মুলে দেন
    করলে চুরি, বলেন বাবা, চামড়া খুলে নেবো
    লাগলে কলম অফিস থেকে আমিই এনে দেবো।
  • ঘোঁতন | 103.214.144.196 | ২১ আগস্ট ২০২০ ১৫:৫৭452827
  • প্রেম বিলান গো এলেবেলেবাউ। প্রবন্ধ বিলিয়ে কিচু হবেক লাই। জ্ঞানমার্গ ছেড়ে ভক্তিমার্গ ধরুন।

  • সিএস | 2405:201:8803:be5f:9445:bf28:228f:d965 | ২১ আগস্ট ২০২০ ১৫:৪৮452826
  • চৈতন্য পরিস্থিতি তৈরী করে নিজেকে খুন করিয়েছিল, সেই সময়েই পায়ে টিটেনাস হয়েছিল বলে ছুটে পালাতে পারেনি, এই জন্য করিয়েছিল যাতে পরে লোকজন রাজনীতি আর ধর্মের (পাণ্ডাদের) আঁতাত প্রমান করতে পারে।
  • sm | 42.110.129.148 | ২১ আগস্ট ২০২০ ১৫:৩২452825
  • আরে অরিন বাবু,রসুন।আরো কতো কি রহস্য বেরোবে দেখুন।এ হলো গিয়ে গুরুর ভাট পাতা! এলেবেলে বাবু এক্ষুনি,প্রাঞ্জল করে বুঝিয়ে দেবেন কি করে চৈতন্য দেব মারা গেছিলেন।

    অবিশ্যি মারা আদৌ গেছিলেন কি না,সে নিয়েও নতুন দ্বার উদঘাটন হতেই পারে।

  • অরিন | 161.65.237.26 | ২১ আগস্ট ২০২০ ১৫:২৬452824
  • "পোস্টমর্টেম রিপোর্ট  এ কিছু অসঙ্গতি আছে"

    শ্রীচৈতন্যদেবের পোস্ট মর্টেম রিপোর্ট?!!

    ১৫৩০ এর দশকে ভারতে  অটোপসি? 

  • sm | 42.110.129.148 | ২১ আগস্ট ২০২০ ১৫:২৬452823
  • পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুন বাই ব্লান্ট অবজেক্ট। ইদিকে,রাজার ফিজিশিয়ান বলছে কজ অফ ডেথ হলো গিয়ে, টিটেনাস!

    নবদ্বীপের মিউনিসিপ্যালিটি হাসপাতাল এর রেকর্ড বলছে,গৌরাঙ্গ কে টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয়েছিলো।তাহলে কি ভ্যাকসিন টা জালি ছিলো? খুব বড় ড্রাগ মাফিয়া দের কাজ।বিগ ফার্মা পিছনে থাকতে পারে।যাকে বলে পরিস্থিতি!

  • Amit | 27.32.184.199 | ২১ আগস্ট ২০২০ ১৫:২২452822
  • আরে দাদা আপনি লিখুন তো আগে. আগে নিজে প্রশ্ন সাজিয়ে তারপর লিখবেন নাকি ? লেখা পড়ে তারপর লোকের তো প্রশ্ন করা উচিত .
  • Amit | 27.32.184.199 | ২১ আগস্ট ২০২০ ১৫:২০452821
  • বোধহয় একই ডাক্তার সুশান্ত সিং রাজপূত আর চৈতন্য দেব দুজনের ই পোস্ট মর্টেম করেছে. এ বোধহয় অরণ্যদেব র ভাই-ই হবে , এখনো বেঁচে আছে .
  • এলেবেলে | 202.142.96.175 | ২১ আগস্ট ২০২০ ১৫:২০452820
  • উঁহু, তার আগে তো বলতে হবে তিনি নবদ্বীপে মাত্র এক বছর থাকলেন কেন? কোন রাজার আমলে তিনি পুরীতে গেলেন? কী এমন ঘাপলা হল, যে রাতারাতি তিনি পুরীর পাণ্ডাদের চক্ষুশূল হয়ে উঠলেন? এগুলো না জানলে সুইপিং স্টেটমেন্ট বন্ধ করতে হবে তো!

  • sm | 42.110.129.148 | ২১ আগস্ট ২০২০ ১৫:১৪452819
  • বিস্তারিত ভাবে লেখাই উচিত।পোস্টমর্টেম রিপোর্ট  এ কিছু অসঙ্গতি আছে। 

  • Amit | 27.32.184.199 | ২১ আগস্ট ২০২০ ১৪:৫৬452818
  • নিশ্চয়, 100 বার লিখুন চৈতন্য কে নিয়ে. অনেক টুকটাক গল্প বা রহস্য এদিক সেদিক ছড়িয়ে আছে, ডকুমেন্টারী এভিডেন্স কম ই . Aআর সব রকমের ভিউপয়েন্ট ই পড়ে দেখা উচিত . কোনো কিছুতেই অন্ধ বিশ্বাস থাকা কোনো কাজের কথা না .
  • sm | 42.110.129.148 | ২১ আগস্ট ২০২০ ১৪:২৯452817
  • তাহলে,নতুন জিনিষ পত্র ছাড়তে থাকুন।আমরা সঙ্গে আছি।বেঙ্গল ওয়ান্টস টু নো।নেশন্স ওয়ান্টস টু নো।

  • এলেবেলে | 202.142.96.175 | ২১ আগস্ট ২০২০ ১৪:২১452816
  • শেষে কিনা পিটিস্যারও ট্রোলের আশ্রয় নিলেন। জালিম জমানা। নতুন কিছু শুনলেই এঁদের এতদিনকার সযত্নলালিত ধারণা টাল সামলাতে পারে না! 

  • a | 27.33.203.172 | ২১ আগস্ট ২০২০ ১৪:০০452815
  • লেকার ধরণ এককবাউএর মত কিন্তু বানান্ভুল নেই এটা কিরকম হচ্ছে? নিজের স্ট্যন্ডার্ড নিজে মেন্টেন করুন
  • PT | 115.187.44.217 | ২১ আগস্ট ২০২০ ১৩:৫৫452814
  • #সকল
  • PT | 115.187.44.217 | ২১ আগস্ট ২০২০ ১৩:৫৩452813
  • ঠাকুর শুধু বিনোদিনীর চৈতন্য চেয়েছিলেন। এতদিন পরে স পতিতের পোকিত চৈতন্য হবে!!
  • ফাঁসুরের-্ফ্যান | 2405:8100:8000:5ca1::92a:31c4 | ২১ আগস্ট ২০২০ ১৩:৪৭452812
  • আহা! বস্‌ - এবার শ্রীচৈতন্যকে একহাত নিন, পিন্ডি চটকে দিন প্লিজ। আর একটা রিকোয়েস্ট আছে - রিসার্চ পেপার ঘেঁটে প্রচুর রেফারেন্স থেকে স্বভাব্সিদ্ধ পড়াশোনা করে ফাটাকেষ্ট ও প্রসেনজিৎ-র মহত্ব, মানবিকতা ও তৎকালীন শহুরে সাহিত্যের ও চিত্রকলার ওপর ওনাদের প্রভাব নিয়ে কিছু লিখুন। প্লিজ।

    - ইতি
    এলেবেলের গুণমুগ্ধ ভক্ত
  • এলেবেলে | 202.142.96.175 | ২১ আগস্ট ২০২০ ১৩:৪৭452811
  • ভ্যাজর ভ্যাজর ভাজার আগে বলুন দিকি চৈতন্য কোন রাজার আমলে পুরীতে যান? সন্ন্যাস গ্রহণের পরে মাত্র এক বছর তিনি নবদ্বীপে ছিলেন কেন? কেন জীবনের বাকি ২৪টা বছর তাঁর নীলাচলে কাটে? হে হে সবই মায়া, বুইলেন কিনা!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত