এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 174.102.66.127 | ২৪ আগস্ট ২০২০ ০৯:৫৮453111
  • ক্রিকেট তো খুবই বৌদ্ধিক ব্যাপার। মাইকেল হেডেন ক্রিজে এসে এইজন্য পাঁচ মিনিট ধ্যান করে নিত।
  • aka | 143.59.211.4 | ২৪ আগস্ট ২০২০ ০৯:৪৬453110
  • এর্মধ্যে একটু ক্রিকেট আর কিশোর কুমার ঢুকিয়ে দিলেই ষোলকলা পূর্ণ।

    ক্রিকেটে আসলে একটি বৌদ্ধিক আখ্যান।

    অথবা কিশোর কুমারের গায়কি পোস্ট কলোনিয়াল সমাজের উত্থানের প্রমাণ।
  • অরিন | 161.65.237.26 | ২৪ আগস্ট ২০২০ ০৯:৩৫453109
  • দলাই লামা বোধিসত্ব অবলোকিতেশ্বরের অবতার, তাঁকে কেউ সিলেক্ট করেন না, নির্দিষ্ট করতে পারেন মাত্র। তিনি হয়ত জন্মেছেন, হয়ত জন্মাননি। ত্রয়োদশ দলাই লামা যখন মারা যান, তখন ১৪শ দলাই লামা কে হবেন ঠিক ছিল না, ১৩ তম দলাই লামা হঠাৎ করে মারা যান। তখন সিনিয়র সাধুদের একটি কাউন্সিল বসে। এই সময় একদিন দেখা যায় মৃত দলাই লামার মাথা পুব দিকে সামান্য হেলে, আর তাঁর সমাধির কাছে একটি নির্দিষ্ট দিকে (আমার মনে নেই কোন‌দিকে, মন থেকে লিখছি পরে দেখে বলব)। তখন লামাদের সার্চ পার্টি সেই দিকে যাত্রাকরে আমদো নামে একটি জায়গায় বর্তমান দলাই লামা কে নানারকম লক্ষণ দেখে নির্দিষ্ট করেন। সে শিশুর তখন খুবই অল্প বয়েস। 

  • দু পয়সা | 185.220.101.143 | ২৪ আগস্ট ২০২০ ০৯:৩১453108
  • জাপান কখনো পরাধীন ছিল না। বিদেশীদের সেদেশে নামারও নিষেধাজ্ঞা ছিল । ১৮৫৩ সালে কমোডর পেরি সে নিষেধ না মেনে নেমে ছিলেন। জাপানের সম্রাটদের কিছুই করার ছিল না, দেশ ছিল একে মধ্যযুগীয় স্তরের পশ্চাদপদ তায় শোগুন দের ওয়ারলর্ডদের মধ্যে বিভক্ত। ১৮৬৮ সম্রাট মেইজি, শোগুনদের দমন করে সম্রাটের ক্ষমতা পুনপ্রতিষ্ঠা করলেন আর দেশকে উন্নত করতে পুরো শিক্ষা, বিচার, প্রশাসন, সামরিক কর্মকান্ড ঢেলে সাজালেন। ২০ শতকের শুরুতে জাপান এশিয়ার উদীয়মান শক্তিতে পরিণত হলো। ১৯০৫ সালে ব্যাটল অফ ৎসুশিমা স্ট্টেইটের যুদ্ধের রুশ নৌবহরকে সম্পূর্ণ বিদ্ধস্ত করে (ট্রাফালগারের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌযুদ্ধ) জাপান প্রমাণ করল ইউরোপিয়ানদের তাদের 'খেলা'য় হারানো যায়, তাদের প্রযুক্তি দিয়েই। 

    এখন মেইজি ও জাপান একটা আউটলায়ার বলতে পারেন। এরকম এক্সপেরিমেন্ট সফলভাবে কোনো প্রাচ্য দেশ ১৯শতকে থেকে বিশ শতকে মাঝামাঝি সময় পর্যন্ত করতে পারেনি। ১৮৩০ এ মিশরের খেদিভরা, ১৮৮০ তে তরুন তুর্কিরা, সাফাভিদ-পাহলাভি শাহরা, করার চেষ্টা করেছিলেন। বা ১৯১২তে চিনে ড. সান ইয়াতসেন মাঞ্চু ডাইনাস্টি উল্টে চিনে প্রথম জাতীয়তাবাদী বিপ্লব আনলেন। কিন্তু কোনোটাই জাপানের মতো সফল নয়, জাতীয় একীভবন, প্রায় একশোভাগ সাক্ষর জনগোষ্ঠি সৃষ্টি, জাতীয় ভারী শিল্পে স্বয়ংসম্পূর্ণতা আনা। সশস্ত্রবাহিনীর শক্তি এতটা বাড়ানো কোনো বিদেশী পাশ্চাত্য শক্তিকে রুখে দিতে পারে (১৯৪৫ এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পুর্ন পরাস্ত হওয়া বাদ দিলে) এসব কোনোটাই আর কোনো আফ্রিকি-এশিয় দেশ করে দেখাতে পারে নি। মাও এর চিন বিশ্ব শক্তি হিসেবে হাঁটি হাঁটি পা ফেলতে শূরু করেছে ১৯৫০ এর দশকে ১৯৪৯ সালে গৃহযুদ্ধে জয়ী হয়ে কমিউনিস্ট শাসন কায়েম করার পরে।

    এলেবেলে যদি এভাবে বলে থাকেন যে ঔপনিবেশিকরা আমাদের ছিঁটেফোটা অনিচ্ছাস্বত্বে দিয়ে গেছে এবং তাতে শিল্পবিপ্লব বা সার্বজনীন শিক্ষাবিস্তার কিংবা বিজ্ঞানের উচ্চতর চর্চা কোনোটাই ঠিক মতো হয় নি। কয়েক ব্যতিক্রমী মনিষী ওই ব্যবস্থা অতিক্রম করে নিজদের প্রতিষ্ঠিত করেছেন, পিএইচডি, ডি.লিট, নোবলে এনেছেন তবে তিনি খুব ভুল বলেন নি।  তবে যদি বলে থাকেন, ইংরেজ একেবারেই আধুনিক শিক্ষা বা বিজ্ঞানের কিছু আনে নি বা আনতে চায়ও নি (একটা বড় অংশ আনতে চায় নি সত্য) তবে সেটা একেবারেই ঠিক নয়।

    আর যারা বলছেন ইংরেজ শাসন না আসলে বা ইউরোপীয়  শিক্ষা-বিজ্ঞান-ধ্যানধারণার কিছুই আসত না।  সতীদাহ, টোল, বিচার ব্যবস্থা, রাজনীতি  সবই একই রকম থাকত, তারাও একেবারে ঠিক বলছেন না। অন্তত ইতিহাস বলছে কিছু এনোমালি ঘটেছে, কলোনি - প্রটেক্টোরেট হতে হয় নি এমন দেশ, খুবই মনোযোগ ও আগ্রহের সাথে ইউরোপীয় প্রযুক্তি ও এনলাইটেনমেন্টের ধারণা চর্চা করেছে গত দুশো বছর ধরে, এবং অনেক ব্যাপারে তারা সফল্ও হয়েছে। মানুষ ও মানুষের সমাজ বিবর্তিত হয়। বাইরের আই্ডিয়া শিকড় গাড়ে, বাইরের প্রযুক্তি দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে (বাইসাইকেল, টিউবওয়েল এর কথা ভাবুন) তারজন্য পরাধীন হতে হয় না ।

    বাহাদুর শাহ জাফর বা তাঁর অগ্রবর্তীরা যদি কেউ মেইজি সুলভ সংস্কারবাদী পথে হাঁটতেন (ঐতিহাসিক সম্ভাব্যতার নিরীখে প্রায় অসম্ভব একটা ব্যাপার, জাপান মূলত তিনটি দ্বীপ, একটি দ্বীপ প্রধান, ১৩০ হাজার ব. মাইল আয়তন, প্রায় একই ভাষা, একই রাজভক্তি, একই সংস্কৃতির অংশীদার। অবিভক্ত ভারত সাড়ে ১৭ লক্ষ ব.মাইল, ভাষা ধর্মগত, গাত্রবর্ণের পার্থক্য ছোঁয়াছুয়ি ও পারস্পরিক ধর্মগত বিদ্বেষ আকাশ-স্পর্শী)  তাহলে অন্যরকম হলেও হতে পারত।

    দীর্ঘশ্বাস, আমাদের কোনো মেইজি আসেন নি। তারপরেও ভাগ্যিস ইংরেজ এসেছিল, তাই তাদের দেবভোগ্য ধ্যানধারণাগুলো জানতে পেরেছি। এই বণ্কিমসুলভ বন্দনা থেকে বের হওয়া দরকার। 

  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৯:৩০453107
  • অমিত,
    হ্যাঁ, ম্যাঙ্গো বাবামা ওসব নিয়ে বিরোধিতা করতে পারেন তো অবশ্যই। আর জ্যাকফ্রুট বাবামা আরও অন্যরকম বিরোধিতা করতে পারেন। বহুরকম সম্ভাবনা আছে।
  • Amit | 121.200.237.26 | ২৪ আগস্ট ২০২০ ০৯:২২453106
  • এতো আদর্শের কনফ্লিক্ট এর কি আদৌ দরকার ? ম্যাংগো বাবা মায়েরা জাস্ট ছেলেমেয়ে দের সেফটি আঙ্গেল হোক, বা এসব করে ক্যারিয়ার , ভবিষ্যৎ সব উচ্ছন্নে যাবে , এর থেকেও তো বিরোধিতা করতে পারেন.
  • Amit | 121.200.237.26 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১৯453105
  • আচ্ছা , বুদ্ধ ধর্মে কি দলাই লামার পসিশন টা মোটামুটি ক্যাথলিক চার্চ এর পোপের একুইভ্যালেন্ট -? মানে ওনার পরবর্তী দলাই কে হবেন, সেটা কি তিনিই একমাত্তর ডিসাইড করতে পারেন , নাকি কোনো গভর্নিং কাউন্সিল আছে ইন প্যারালাল -?

    যদি কোনো দলাই লামা কোনো এক্সিডেন্ট এ টপকে যান পরবর্তী কে সিলেক্ট করার আগেই , তখন কি করে ম্যানেজ হয় ?
  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১৮453104
  • টিম,
    হুঁ, তা তো বটেই। এমনকি আদর্শগত বিরোধিতাও থাকতে পারে। হয়তো বাবামা ওই বিপ্লবের আদর্শকে মোটেই সমর্থন করেন না। একেবারেই ভুল ভাবেন।
  • Tim | 174.102.66.127 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১৭453103
  • রঞ্জনদা, তোমার আগের পোস্ট না দেখেই আমার পোস্ট। হ্যাঁ আদর্শগত পার্থক্যের ব্যাপারটা তো অবশ্যই থাকতে পারে। সেক্ষেত্রে তো কথাই নেই।
  • Tim | 174.102.66.127 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১৫453102
  • এতজ,
    একদম। কিন্তু আদর্শগত ড্রাইভ বা মনোবল বিপ্লবীদের থাকতে পারে, তাঁদের বাবামায়েদের থাকতেই হবে এমন কোন কথা নেই। কাজেই মানসিক প্রস্তুতি তাঁদের নাই থাকতে পারে।
  • ফাঁসুরের ফ্যান | 2a0b:f4c2:2::1 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১৪453101
  • "নারীশিক্ষা নিয়ে বেথুন কিংবা বিদ্যাসাগরের বাকতেল্লা মারতে আসলে বিপদে পড়ে যাবেন! ইংরেজি শিক্ষিত বাবুদের চলনসই বিবি বানানোর স্কিম ছিল ওটা। গুচ্ছের অর্থের অপচয় করে। বলবেন, রেফারেন্সের বন্যা বইয়ে দেব। কেমন?"

    উফ! এলেবেলে হল গিয়ে টোটাল বস্‌ ! শালা! রেফারেন্সের বন্যা বইয়ে দেবেন!
    এরকম জোশ তো আজকাল দেখাই যায় না। মনে পড়ে যায় - আর এক গুরুদেব (সম্প্রতি পরলোকগমন করেছেন) বলেছিলেন - ঘরে ছেলে ঢুকিয়ে দেবো।

    গুরু এলেবেলে - বাংলা চিত্রকলায় ফাটাকেষ্টর প্রভাব নিয়ে লেখার রিকোয়েস্টটা রেখো ওস্তাদ।

    ইতি,
    গুণমুগ্ধ ভক্ত
  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১৪453100
  • রঞ্জনদা,
    অর্থাৎ আদর্শগত একটা দ্বন্দ্বও ছিল ?
  • অরিন | 161.65.237.26 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১২453099
  • বুদ্ধথিওরির আর কি ডেফিসিয়েনসি, বুদ্ধের সবটাই তো সেই দ্বাদশ নিরদানচক্রে জরামরণ আর কম্মের আর জন্য়ানতরের খেলা। লামা এ জন্মে টাকা খাচ্ছে, পরের জন্মে এটিএম হয়ে ফিরে আসবে, লোকে লামার কাছ থেকে টাকা তুলে নিয়ে যাবে।

    এ খেলা চলছে নিরন্তর। 

  • রঞ্জন | 122.176.181.176 | ২৪ আগস্ট ২০২০ ০৯:১১453098
  • @এতোজ ও টিম,

       আরেকটা দিক আছে। বাবা-মা ছেলের আদর্শকে সঠিক না ও মনে করতে পারেন। ১৯৪৮ সালে কাশ্মীরের যুদ্ধ করা বাবা ৬২তে চীনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি । 'চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান' শ্লোগান ওঁর মতে মূর্খামি ও অন্তঃসারশূন্য। পরবর্তী সময়ে এটা প্রমাণিত যে উনি ঠিক ছিলেন , আমরা ভুল।

    অনেক আগে গুরুর বুলবুলভাজায় ধারাবাহিক ভাবে প্রকাশিত "বাঙালবাড়ির কিস্যা"য় (পরে গাঙচিল থেকে বই হয়েছে) এ নিয়ে একটা পরিচ্ছেদ লিখেছি।

  • রঞ্জন | 122.176.181.176 | ২৪ আগস্ট ২০২০ ০৯:০১453097
  • "এই যে লামারা টাকা খাচ্ছে - এটা কি বুদ্ধথিওরির ফান্ডামেন্টাল কোন ডেফিসিয়েন্সির জন্য - এমত বলা চলে?"

    --- দুটো স্তরে ভাবা যাক । 

    ১ থিওরি মানেই ( আমার স্বল্পবুদ্ধিতে) রিয়েলিটিকে একটা স্ট্যাটিক কাঠামোর মধ্যে বেঁধে ফেলার চেষ্টা। কিন্তু জীবন ও বাস্তবতা ডায়নামিক, ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, বয়ে যাচ্ছে নদীর মত ( এটা বৌদ্ধ দর্শনের ক্ষণিকবাদ থেকে চুরি করলাম)।

    ফলে সমস্ত থিওরি-- ঋগবেদ, আরিস্ততল, বুদ্ধ,মনু, মার্ক্স , লেনিন মায় মাও, কার্ল পপার, অমর্ত্য সেন, জন রলস, মার্থা নুসবাউম, হারারি-- সবই অ্যাপ্রক্সিমেশন, আংশিক। অর্থাৎ জন্মলগ্নেই কিছু না কিছু ফান্ডামেন্টাল ডেফিশিয়েন্সি থাকবে। বৌদ্ধসংঘের কড়া আচরণবিধির অচলায়তন এবং বাস্তবজীবনে সমাজে যা চাহিদা তা মেটানোর প্রচেষ্টার অন্তর্বিরোধ এই সব সমস্যা প্রতিনিয়ত তৈরি করবে। রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কমিউনিস্ট পার্টিও ইলেকশন লড়ার তাগিদে শিল্পপতিদের ডোনেশঙ্কে অগ্রাহ্য করতে পারে না ।

     ২ অন্য স্তরেঃ

       যা কিছু চকচক করে তাই সোনা--- ইত্যাদি।

    ফলে বাবা রাম রহীম , রামদেব বা আশারাম বাপুকে দিয়ে হিন্দুধর্মের ফান্ডামেন্টাল ডেফিশিয়েন্সি মাপতে গেলে খচ্চা আছে। তেমনই নর্থ কোরিয়ার উন্মাদকে দিয়ে কমিউনিস্ট   আদর্শকে ।

  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৯:০০453096
  • অরিন,
    তিব্বতের ব্যাপারটা বহুকাল ধরে কীরকম যেন হয়ে আছে। এ ব্যাপারটা সমাধানের কোনো চেষ্টা হয় না কেন? চীনের আগ্রাসনের কথাগুলো সেভাবে বাইরে আসেও না পর্যন্ত!
  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৫৮453095
  • টিম,
    সে তো বটেই। বিপ্লব তো আর সাধারণ জিনিস না। অনেকরকম সমস্যা ও বাধা ও আরও বহুরকম ক্ষতির ঝুঁকি মেনে নিয়েই তো-
  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৫৫453094
  • ?, সেই তো বলছি, কোথায় কী মন্তব্য করবো বা করবো না সে তো নিজে বুঝবো। আপনি আগ বাড়িয়ে মন্তব্য করতে বলতে এসেছিলেন বলেই বলা।
    আপনার চিহ্ন নিয়ে আপত্তি তো করার প্রশ্ন নেই, সে আপনি নিজে বুঝবেন।
  • হেহে | 2a03:4000:2:a11:3a58:da1f:cffa:1bc | ২৪ আগস্ট ২০২০ ০৮:৫৪453093
  • ফালতু মন্তব্য করলে ফালতুই ফেরত আসবে। পেচুনের ইতিহাস যেকানে বাদুড়ের ডানার মত কালো চিমসে গন্দোওলা সেকানে নেকিপনা দেখাতে এলে ত হবেই
  • Tim | 174.102.66.127 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৫৩453092
  • সন্তান আদর্শের জন্য অকালে মরে যাবে এটা আর কতজন বাবামা সহজে মেনে নিতে পারবেন? এগুলো বাস্তব সমস্যার থেকেও কিছু বেশি মনে হয়।
  • অরিন | 161.65.237.26 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৫৩453091
  • দলাই লামার নির্বাচন হয় না, পরবর্তী দলাই লামা "নির্দিষ্ট" হন । এ কাজ বর্তমান দলাই লামা তাঁর মৃত্যুর আগে স্থির করেন কে তাঁর পরে আসবেন। চীনের টাকা ঢালা বেকার (যদি আপনার খবর ঠিক হয়) 

  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৫০453090
  • ডিসি, এইসব &*%$ রা ওঁত পেতে থাকে মনে হয়, এদের জীবনের একমাত্র কাজ এইসবই। দল বেঁধে থাকে এরা। সুযোগ পেলেই শুরু করে দেয়।
    এদের বিন্দুমাত্র পাত্তা না দেওয়াই ভালো।
  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৪৭453089
  • কিন্তু রঞ্জনদা, একটা আদর্শ নিয়ে যদি সন্তান বিপ্লব করতে যায়, সেই আদর্শ যদি সত্যিই সমর্থনযোগ্য হয়, তাহলে তো বাবামায়েরও সমর্থন থাকা উচিত। নয় কি? নানা বাস্তব সমস্যা তো থাকবেই, নইলে আর আদর্শ কেন, বিপ্লব কেন?
  • dc | 103.195.203.41 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৪৭453088
  • কি ফালতু সব মন্তব্য হচ্ছে! এগুলো করে কি লাভ হয়?
  • হেহে | 2a03:4000:2:a11:3a58:da1f:cffa:1bc | ২৪ আগস্ট ২০২০ ০৮:৪৫453087
  • আংলি করাই খিস্তিট্যানের কাজ। আত্ববিশ্বাসের প্রচন্ড অভাব থাকায় আর খুব কুটিল প্যাচালো মন হওয়ায় কাউকে মিডিয়াম করে আংলি করে। বাপ তুলে গালিমারা নিজের বাপকে দেখে শিখেছে।
    এরপরে কুকুরি হয়ে কুকুর খোজা শুরু হবে।
  • ? | 42.110.141.121 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৪৪453086
  • প্রশ্ন করতেই পারেন, কিন্তু সেটা বোকাবোকা হবে, A Z এসব নিক হতে পারলে '?' ও নিক নয় কেন, তার উত্তর দিতে না পারলে। বক্তব্যকে কাউন্টার করতে না পারলে। যেকাজ নিজে করেনইনা, অন্যে করলে সেনিয়ে কেবল ব্যঙ্গবিদ্রূপ করে ভাটিয়ে গেলে। অকারণে পিতৃদেব প্রসঙ্গ উত্থাপন করলে।

    ভাটিয়ালিতে আপনার নিরন্তর প্রশ্নমালা, যার গুগল করলেই উত্তর পাওয়া যায়, বা, সামান্য ওয়াকিবহাল হলেই, সেও যেমন হয় আরকি।
  • প্রশ্ন | 151.197.225.87 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৪৪453085
  • এলেবেলের ঔপনিবেশিকতাবিরোধী য়্যাপ্রোচের প্রতি পূর্ণ শ্রদ্ধা র পরেও উত্খুলে কিছু প্রশ্ন আছে!
    ব্রিটেন যদি ভারতে মেডিকাল, বিগ্গ্যান - এসবের পশ্চিমি পদ্ধতি চালু না করত- তাতে তাদের ভারত শোষনের কতটা ঘাটতি পরত?
  • রঞ্জন | 122.176.181.176 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৪২453084
  • @এতোজ ও অমিত,

                আদৌ জয়তিলকের প্রশ্ন নয় ।

      তখন মৌলানা আজাদে ইকনমিক্স পড়ি, বয়েস ১৮। তাই ক্যালানোর প্রশ্ন নেই কিন্তু বাবা মার রাগ ও আতংক ছিল।

    বাবা স্বপ্ন দেখতেন ছেলে বড়  হয়ে বিদ্যাদিগগজ মহাধনুর্ধর হবে (হয়েছে একটি মহা বা* )। হাহাকার করেছিলেন-- এরা আমারে বুড়া বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে বাইধ্য করব্‌ , দেইখ্যা নিও।

    আর ভয় ছিল ছেলের জন্যে পুলিশের রিপোর্টে ভিলাই স্টিল প্ল্যান্টের চাকরি হারানোর, আবার নিজভূমে পরবাসী হওয়ার । এবং কোনদিন ছেলের চিতেয় ওঠার খবর পাবার।

  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৮:৩২453083
  • সন্ন্যাসীদের ব্যাংক অ্যাকাউন্ট????? কী সাংঘাতিক!!!! ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ২৪ আগস্ট ২০২০ ০৮:২৮453082
  • ?, যদি প্রশ্ন করি, কী কারণে আপনি ? নিয়ে লেখেন? একটা নিক নিয়ে তো লিখতে পারেন! তখন যেমন আপনি বলবেন, সে আপনার স্বাধীনতা, নিজের ইচ্ছে। কার পিতৃদেবের কী? ঠিক তেমনি আতোজ কেন মন্তব্য করে না বা বিস্তারিত আলোচনা করে না, তার জবাবে সে বলবে সেটা তার স্বাধীনতা, তার ইচ্ছে। কার পিতৃদেবের কী? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত