এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১৪ সেপ্টেম্বর ২০২০ ১০:০৯459876
  • @b, আছে নিশ্চয়ই, Asian Development Bank এর সাইট থেকে খুঁজে পেতে বার করতে হবে, আপনি যদি দেখতে পান, দিন না এখানে। তবে আমার ধারণা খুব সাংঘাতিক উন্নতি হবে বলে মনে হয় না। 

  • b | 14.139.196.11 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ১০:০৩459875
  • ২০১৯-এ আপডেট হবে না?
  • অরিন | ১৪ সেপ্টেম্বর ২০২০ ১০:০২459874
  • @Amit, কি বলবেন? 

    ভারত সরকার সামাজিক নিরাপত্তা খাতে মাথাপিছু ২০ ডলার করে খরচা করেন, গরীব, মধ্যবিত্ত, বড়লোক সব মিলিয়ে, তার মধ্যে আবার বেশীর ভাগ খরচা গরীব নন, এমন মানুষদের ওপর খরচা হয়। ভেবে দেখুন, দুটো ৭৮৭ বোয়িং কেনার টাকা ১ কোটি ৭৫ লাখ লোকের সামাজিক নিরাপত্তায় ব্যয় করার সমান। এ টাকাটা কাদের কাছ থেকে সরকার পাচ্ছেন, কেন পাচ্ছেন, প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি?

    @Pi, ভারতের অবস্থা সত্যি খুব করুণ |  এশীয় উন্নয়ন ব্যাঙ্কের ডাটা (২০১৫) থেকে নেওয়া রেখচিত্রটা দেখ, দেখবে সামাজিক ইনসিওরেন্সে (পেনশন, স্বাস্থ্যবীমা, অন্যান্য বীমা) খাতে ভারতের যা ব্যয়, আর ভারতের খাতায় কলমে যা উচ্চাশা ("বিশ্বগুরু"), তার মধ্যে কোন মিল নেই | 

    (দেশের GDP যত বাড়ে, তত দেশের সামাজিক "বীমা" বা insurance এ investment ও বাড়ে ) | ভারতের ইকোনমি কিছু  ছোটখাট নয়, কিন্তু মানুষকে সামাজিক নিরাপত্তা দেবার ব্যাপারে এত কার্পণ্য করে যে বলার নয়। জনস্বাস্থ্যে ইনভেস্টমেন্টেরও ওই এক হাল।

    এ ছবি কোভিড১৯ এর আগেকার কথা। এর পর যে কি হবে কে জানে! 

  • Amit | 203.0.3.2 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৯:২৭459873
  • আপনেরা শুধু নজর দ্যান. এই যে দ্যাখেন মোদী বাবু দুখানা ব্র্যান্ড নিউ লং হল বোয়িং-787 কিনেছেন বিদেশ ভ্রমণ এর জন্যে, মাত্তর কতশো কোটি যেন দাম. কিন্তু করোনার জ্বালায় তিনি সেগুলোয় চেপে একবারও বিদেশ যেতে পারেননি, সেগুলো বসে বসে মরচে পড়ে গেলো. সেই দুঃখ তাকে নালিশ করতে দেখেছেন কোথাও-?
  • T | 146.196.46.99 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৯459872
  • তোমার চাড্ডি যারে দাও তার পরিবারে দিও ব্যাংকার
    তোমার সেবার মহান দুঃখে ভরে গেল কত ট্যাংকার
    কান্নার জলে কৃষিকাজ হবে লাইনেই আছে যন্ত্র
    সিয়াচেনে খাড়া সুবোধ সেনারা পার্লামেন্টে মন্ত্রী

    দুর্গম পথে এগিয়ে চলেছে ভক্তেরা অতি শুদ্ধ
    কালো টাকা সবি নিমেষে উধাও স্বচ্ছ ভারত মুগ্ধ
    এটিএমে যত সুবিধেবাদীরা চিল্লায় দিবারাত্র
    সিয়াচেন রাখে সুবোধ সেনারা ভুলিয়া ব্যক্তিস্বার্থ

    তোমার চাড্ডি যারে দাও তার মগজেও সার্ফ এক্সেল
    কাশ্মীর ভরা সন্ত্রাসবাদী উত্তর-পুবে নকশাল
    শুন্ডিতে বোবা হাল্লায় খুন আচ্ছে দিনের সাক্ষ্য
    সিয়াচেনে মরে সুবোধ সেনারা গরীবেরা অপদার্থ

    তোমার চাড্ডি যারে দাও তার পতাকায় নেই রক্ত
    জীবনমৃত্যু হেলায় ঠেলিয়া জাগিছে হিন্দু শক্তি
    ব্যাঙ্কে ব্যাঙ্কে উড্ডীয়মান ইকোনমি নিউ হাইটে
    সিয়াচেনে আছে সুবোধ সেনারা প্রধানমন্ত্রী ফ্লাইটে।।

    -- মিঠুন্দা, সার্কা ২০১৬

  • π | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৭459871
  • অরিনদা, হ্যাঁ।
    কিন্তু এসব কি আর ঠিক হবে? সবকিছু আরো আরো বেঠিক হওয়ার দিকেই তো পিছোচ্ছি!

    এই যে টি যে কাগজ থেকে তুলে দিল, 'পরে ভাঁড়েরা নানা শং করিয়াছিলেন কিন্তু তাহার মধ্যে একজন গো বেশ ধারণপূর্ব্বক ঘাস চর্ব্বণাদি করিল', তা এও এখন আর শং, ভাঁড় নেই, এইসব ভক্তরাই সংখ্যাগরু!
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.81.153 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৪459870
  • "সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মতে, ‘‘বিগত কয়েক মাসে দিল্লি পুলিশ জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জেএনইউ-এর ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীদের অনেককেই গ্রেফতার করেছে। এর পরে তথাকথিত স্বীকারোক্তিমূলক বিবৃতির নামে ইয়েচুরি, জয়তীদের নাম ঢুকিয়ে দেওয়া হল! দিল্লি পুলিশের ‘দাঙ্গা তদন্ত’কে মোদী সরকার ব্যবহার করছে বিরোধী কণ্ঠস্বরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার হাতিয়ার হিসেবে।’’ সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বামপন্থীরা লড়াই চালাবেন বলে মন্তব্য করেছেন দীপঙ্করবাবু।"
    আবাপ --
    https://www.anandabazar.com/national/protest-against-revenge-politics-will-continue-says-sitaram-yechury-on-being-named-in-delhi-riots-1.1202407?ref=related-stry-2

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.81.153 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪২459869
  • সোমনাথ, সৈকত দ্বিতীয় র লেখাটার লিংক ওখানে দিবি না? ইম্তিজার হুসেনের থ্রেড টায়?

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • T | 146.196.46.99 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪১459868
  • এলেবেলে, আমি কিন্তু শুধুমাত্র পুথির ভাষ্য বলছি। আপনি রবীন্দ্রনাথের প্রাচীন পুথি সংক্রান্ত যে বক্তব্য কোট করেছেন তার প্রেক্ষিতে। ঐ  যে পাঠক আপনা আপনি আন্দাজ পাবে, এ মনে হয় খুব অতিরিক্ত আশা। মনে হয় কোনো পুণ্য প্রভাতে রবীন্দ্রনাথ সবে রবির কর টর দেখতে বসেছেন, এইবার কেউ এসে জিগিয়েছে যে গুরুদেব, যেখানে সেমিকোলন মারার কথা সেখানে কমা বসিয়েছেন ক্যানো! ব্যাস, খচে গিয়ে প্রথম ক্রৌঞ্চ হিসেবে বলে দিয়েছেন, অ্যাত হেকিমী দেখিও না তো।

    খবরের কাগজে বাংলা গদ্য ছিল তো। সেইসময়কার খবরের কাগজ পড়েওছি। মজার সব ঘটনা জানা যায়। যেমন,
    'মোং কলিকাতা ১১ দিসেম্বর২৭ অগ্রহায়ণ বৃহস্পতি বার সন্ধ্যার পর শ্রীযুত বাবু দ্বারিকানাথ ঠাকুর স্বীয় নবীন বাটিতে অনেক ২ ভাগ্যবান সাহেব ও বিবীরদিগকে নিম্নত্রণ করিয়া আনাইয়া চতুর্ব্বিধ ভোজনীয় দ্রব্য ভোজন করাইয়া পরিতৃপ্ত করিয়াছেন এবং ভোজননাবসানে ঐ ভবনে উত্তম গানে ও ইংগ্লন্ডীয় বাদ্য শ্রবণে নৃত্য দর্শনে সাহেবগণ অত্যন্ত আমোদ করিয়াছিলেন। পরে ভাঁড়েরা নানা শং করিয়াছিলেন কিন্তু তাহার মধ্যে একজন গো বেশ ধারণপূর্ব্বক ঘাস চর্ব্বণাদি করিল।

    সমাচার দর্পণ, ২০ ডিসেম্বর, ১৮২৩
    ঃ)))

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.81.153 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৪459867
  • aka | 143.59.211.4 | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:১৫459826
    আপনাদের জন্য রইল অনেক আদরবাসা রইল।

    ঃ-))))))))))))))

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • দীপাঞ্জন | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:০৭459866
  • "১৯৬৮তে মুক্তমেলা " - রঞ্জনদা, একটা কৌতূহল | সেই বছর যে ববি কেনেডি, মার্টিন লুথার কিং খুন হলেন, তা নিয়ে কি / কী আলোচনা হতো ?
  • Atoz | 151.141.85.8 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৬:১১459865
  • ডিসি, আপনি ঝগড়া বন্ধ করার দাওয়াই হিসেবে কি ইডলি আর সম্বর খেতে বল্লেন? হোয়াট অ্যাবাউট দোসা?
  • Atoz | 151.141.85.8 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩২459864
  • "দাদা" রা করে দেবে। শুধু এরা তো না, দুনিয়া জুড়েই তো ফ্যাসিজম মাথা চাড়া দিচ্ছে। ফ্যাসিজম কি আর শুধু, একধরণের ক্যানিবালিজম। ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে বড় মাছের বাড়বাড়ন্ত।
  • Amit | 203.0.3.2 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৬459863
  • না না, ওসব ভাইরাস টাস বানানোর ক্যালি ভক্তদের নেই, ওসবের জন্যে পড়াশোনা লাগে. হোয়াটস্যাপ এ ওসব জিনিস শেখানো হয়না. ওই গোরক্ষক দিয়ে পিটিয়ে মারা বা দাঙ্গা করাই এদের দৌড়.
  • Atoz | 151.141.85.8 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৫:২০459862
  • এখন তো আরো হাইটেক করে ফেলবে। কায়্দা করে ডিজাইন করা ভাইরাস ফাইরাস ছেড়ে দেবে, বুঝতে পারার আগেই সব "শত্রু" সাবাড়। খেল খতম, ঝামেলা শেষ। কেউ ধরতেও পারবে না নাটের গুরুরা কারা কোথায় কী করছে। কেউ যদি ধরে টরেও ফ্যালে, মিডিয়া তো আছেই সব ভোলানোর জন্য।
  • Amit | 203.0.3.2 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪২459861
  • উমর খালিদ কে ধরা হলো দাঙ্গার দায়ে, কপিল মিশ্র এদিকে দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছে. যা হাল দাঁড়াচ্ছে, সরকারের সমালোচনা করলেই মোটামুটি UPA লাগিয়ে জেলে ঢোকানো হবে, কেউ খোঁজ পাবেনা , মিডিয়া বলিউড ড্রামা নিয়ে ব্যস্ত থাকবে.

    ভালোই এগোচ্ছে ফ্যাসিজম. গ্যাস চেম্বার কবে চালু করবে, সেটাই দেখার.
  • S | 2405:8100:8000:5ca1::3f:4557 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৬459860
  • সেতো অনেক কাজ। সেসব ডেটা জোগাড় করাও তো মুশকিলের। করেওছি, কিন্তু এক্সেলে ফেলার একজন লোক হলে ভালো হয়।

    রানাঘাটের কথাই ধরা যাক। এখানকার সব বিধানসভা কেন্দ্রেই (শান্তিপুর ছাড়া, এবং কয়েকদিন পশ্চিম রানাঘাট বাদ দিয়ে) একসময় বামেরা এগিয়ে থাকত। পরে তিনোরা এগিয়ে ছিল। এখন বিজেপি। এবারে এটা বুঝিয়ে দিন যে মাইনরিটি, বাঙাল (উদ্বাস্তু), আর ঘটিদের ভোট ঠিক কেমন করে পরিবর্তন হল।

    কারণ তাহলে তো ধরতে হয় যে সবাই লয়ালটি পাল্টেছে। মাইনরিটি ভোট যখন বামে, বাঙালদের ভোট তখন তিনোতে, ঘটিরা কোনদিকে ভোট দেয়। আবার মাইনরিটি ভোট যখন তিনোতে, বাঙালদের ভোট তখন বামে, ঘটিরা কোনও একদিকে ভোট দেয়। অনেকটা গেছোদাদার মতন হয়ে যাচ্ছে যে।

    বাঙালদের ভোট যদি হঠাত বামেদের ছেড়ে বিজেপিতে চলে গেছে ধরা যায়, তাহলে প্রশ্ন ওঠে যে দেশভাগের প্রজন্ম আজীবন বামপন্থা করে গেল আর আজকের প্রজন্ম, যাদের সঙ্গে দেশভাগের কোনও সম্পর্কই নেই, হঠাত সাম্প্রদায়িক হয়ে গেল?

    আর পশ্চিমান্চলের সীটগুলোতে কোন উদ্বাস্তুরা বিজেপিতে ভোট দিচ্ছে? নাকি এই ভোটটা মূলত কিছুটা মোদিবন্দনা, অনেকটা দিদির বিরোধীতা? এবং সেই কারণেই রাজ্যের সব সীটেই তার প্রভাব দেখা গেছে।
  • S | 2405:8100:8000:5ca1::26:6274 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৬459859
  • এবারে একটা হিসাব দিই। রানাঘাটের।

    ২০১৯ঃ মোট ভোটার ১৪ লাখ ৮৪ হাজার। বিজেপি পায় ৭ লাখ ৮৩ হাজার। তিনো সাড়ে ৫ লাখ। বাম আর কঙ্গ মিলে ১ লক্ষ ২০ হাজার।
    ২০১৪ঃ মোট ভোটার সাড়ে ১৩ লাখ। তিনোরা প্রায় ৫.৯ লাখ, বামেরা ৩.৯ লাখ, বিজেপি ২.৩ লাখ আর কঙ্গ ৯২ হাজার।
    ২০০৯ঃ মোট ভোটার সাড়ে ১১ লাখ। তিনোরা (ইনক্লুডিং কঙ্গ) পেয়েছিল পৌনে ছয় লাখ। বামেদের পৌনে ৫ লাখ। বিজেপির ৮৪ হাজার।

    ২০০৯ থেকে ২০১৪ তে বামেদের কিছু ভোট কমেছিল। কিন্তু সেটা এক লাখেরও কম। তিনো+কঙ্গ মিলে ভোট বেড়েছিল লাখ খানেক। বিজেপির ভোট বেড়েছিল দেড় লাখ। কি করে? তার থেকেও মজার কথা হল ২০১৪র থেকে ২০১৯এ বিজেপির ভোট বেড়েছিল সাড়ে ৫ লাখ। বাকী সবার ভোট কমেছে। বিশেষ করে বামেদের ভোট। কিন্তু তিন অবিজেপি দল মিলে ভোট কমেছে ৪ লাখ, আর বিজেপির ভোট বাড়লো সাড়ে ৫ লাখ। কি করে?

    কারণ নতুন ভোট পুরোপুরি বিজেপি পাচ্ছে। আর বামেদের পুরোনো ভোটাররা ন্যাচারালি ভোটার রোল থেকে পার্জ হয়ে যাচ্ছে, বা অনেকে হয়ত আর ভোট দিতেই যাচ্ছে না। নতুন প্রজন্ম, যারা স্বাভাবিক কারণেই এই রাজ্যে চিরকালই অ্যান্টি ইনকামবেন্ট (চাকরি বাকরি জোগাড় করতে গেলে বোঝা যায়), তারা বামেদের চেনেনা, দেখেনি, কিন্তু মোদিকে জানে-চেনে, রোজ সকালে হোয়াতে মেসেজ পায়, তারা সবাই বিজেপিতে ভোট দিচ্ছে।
  • rfe | 103.76.82.229 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৫459858
  • পোস্ট টাইপ করার পর, মানে ছবি টবি গুঁজে সাজানোর পর একটা প্রিভিউ অপশন থাকা দরকার। মানে পোস্ট করলে কেমন দেখাবে। অপশনাল, যার দরকার সে একবার ক্লিক করে দেখে নেবে সাজানো প্রপারলি হল কিনা। নইলে এই আনএডিটেবল পোস্টের ভ্রমনিরসন করার জন্য আবার পোস্ট, তারপরে আবার, এ অনর্থক। সাইটে গার্বেজ বাড়ে।

  • অরিন | 161.65.237.26 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০১:০৫459857
  • "আজ পুণ্যদার সঙ্গেও অনেক কথা হচ্ছিল। সেই ব্যাক টু, সবার জন্য স্বাস্থ্য, এই পুরানো দাবি, যা নিয়ে কিছু লোক এত গলা ফাটিয়েও জনস্বাস্থ্যকে কোন ইস্যু বানাতে পারেনি, হয়ত এবার লোকজন হাড়ে হাড়ে বুঝছে। কিন্তু তাও এনিয়ে অর্গানাইজড দাবিদাওয়া কই? পার্লামেন্টের এই সেশনেও কি স্বাস্থ্যখাতে নিয়মিত বরাদ্দ বাড়ানোর দাবি উঠবে!"

    পাই, প্রথমত, যে সব দেশ প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে কেন্দ্র করে কোভিড১৯ ফেস করেছে, তারা অসুখটাকে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যে কটা দেশ উন্মাদদের দ্বারা পরিচালিত, বা যেখানে প্রাথমিক স্বাস্থ্যের ব্যাপারটি সিস্টেমেটিকালি অগ্রাহ্য করেছে, কোভিড১৯ সেখানে বাজে ভাবে ছড়িয়েছে/ছড়াচ্ছে। 

    দ্বিতীয়ত, স্বাস্থ্যের অধিকার বলে লোকে আসলে যে ব্যাপারটি বলতে চায়, সেটি চিকিৎসার নাগাল পাবার অধিকার। এবং এখানেও যেটা লেখার, পাঁচটা বড় অসুখ, আসলে তাদের প্রাথমিক বা আউটডোরে চিকিৎসা হলে ভর্তি করে চিকিৎসা করার প্রয়োজন পড়ে না। এবার যে সব দেশে সরকার মানুষের প্রধান হেল্থ ইনসিওরার, সেখানে সরকার নিজের তাগিদেই প্রাথমিক চিকিৎসার অর্গানাইজেশন এর খাতে ব্যয় করে। সেটা করতে গেলে জনস্বাস্থ্য তে ব্যয় করতে হয়। এশিয়ায় জাপান তাদের gdpর ৬% স্বাস্থ্যে ব্যয় করে, ভারত সেখানে ১% 

    তৃতীয়, দারিদ্র্য নিজে একটি সামাজিক অসুখ। মিলেনিয়াম ডেভেলপমেন্ট আর সাসটেইনেবল ডেভেলপমেনট, দুটো লক্ষের ই প্রথম শর্ত দারিদ্র্য বিমোচন। সেটা যে ভাবে সম্ভব, তার রূপরেখা এশিয় ডেভেলপমেনট ব্যাঙ্ক, বিশ্ব ব্যাঙ্ক, WHO, এরা মনে করেন সামাজিক নিরাপত্তার মধ্যে দিয়ে সম্ভব। বিশ্ব স্ট্যাটিসটিকস বাদ দাও, এশিয়ার নিরিখে ভারতের অবস্থান নীচের সারিতে। জাপান যেখানে ১১% পার ক্যাপিটা জিডিপি সামাজিক নিরাপত্তার পেছনে ব্যয় করে, ভারত সেখানে ১ দশমিক ৩ শতাংশ, তাও সবাই তার সুযোগ পায় না। মানে মাথাপিছু ভারত ১৬০০ টাকা করে সামাজিক নিরাপত্তার খাতে ব্যয় করে, এর মধ্যে সামাজিক বীমা, সামাজিক সহায়তা (ক্যশ ট্রান্সফার টাইপের ব্যাপার), রোজগার স্কিম, সব ধরা আছে। 

    এবং ২০১২ সাল থেকে এই চলছে। ১০০ দিনের mnrega আর রাষ্ট্রীয় স্বাস্থ্যবীমা যোজনা ভারতের মুখ রেখেছে এইটুকু বলতে পারা যাবে। 

    এই যদি চলতে থাকে করোনা পরবর্তী পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করবে। 

  • | 2601:247:4280:d10:192c:b86b:a4aa:4e71 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৪459856
  • ফুচক্র?তাইলে দিক্রিনিচক্রবর্তীতে চড়ে যাবখন:-)

  • k | 117.227.73.122 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০০:১৯459855
  • রোগ ফুরোলে, মিঠুদি এলে এবার মিঠুদিকে নিয়ে কলেজ স্কোয়ারের ঋকবৈদিক ফুচক্র খেতে যাব।

  • k | 117.227.73.122 | ১৪ সেপ্টেম্বর ২০২০ ০০:০৭459854
  • খুবসে অ্যালকোহল পান করলে দেহ ভিতরে-বাইরে শুচি হয় একথা শোনা গেছিল। ফলে অ্যালকোহলের বিক্কিরি যে পরিমান বাড়ল, চাটের বিক্কিরি কিন্তু সে পরিমান বাড়ল না। তাই বেচারারা আর কি করে, আমাদের সেন্ট্রান এভিনিউ-বৌবাজারের মোড়ে এই বিজ্ঞাপন দিয়েছে----


    আমি এই বিজ্ঞাপনের বক্তব্য খুবই সমর্থন করছি এবং প্রাণপনে ডালমুট চিবোচ্ছি। প্রাণটা তো বাঁচাতে হবে!!

  • এলেবেলে | 202.142.96.200 | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪১459853
  • বড়েস, আমি নিজে রানাঘাট লোকসভার ভোটার। ভোটের দিন পনেরো আগে এই এমপি-র নাম ঘোষণা হয়। নতুন দেওয়াল তো লেখা হয়ই নি, পুরনো নামও মোছা হয়নি। আপনি একটু স্পেসিফিক রানাঘাট সম্পর্কিত ডেটা দেবেন? বিধানসভা ভিত্তিক? কৃষ্ণনগরেও সেম কেস। বনগায় মার্জিন আরও বাড়ত ক্যান্ডিডেট নিয়ে ক্যাচাল না হলে। এই ভোটগুলো কি উড়ে উড়ে আসল? আমি কিন্তু জেনেরালাইজ করিনি। আপনি শুধু এই তিনটে লোকসভার বিধানসভা-ভিত্তিক ডেটা দিন। আর ঈশানকে জিগান তিনি কেন এমনটা লিখেছিলেন। 

  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:২২459852
  • কেলোদা, হুম্ম।৷ অনেকের কাছেই শুনছি সরকারি হাস্পাতালে ভর্তি হতে পারলে ভাল, নয়তো কপালে প্রচুর দুঃখ। টাকাপয়সা না থাকলে যে কী দশা হচ্ছে! আর এমনি অবস্থা, টাকাপয়সা না থাকার দশাই বাড়ছে, বিশাল সংখ্যক লোকের জন্য!

    অভিজ্ঞতাগুলো একটু সময় করে লিখে ফেলুন না। নন কোভিড নিয়ে তো হাড়ে হাড়ে বুঝলাম। মাঝে মা বাবা অসুস্থ হয়ে।

    ত্রিপুরার পিএইচসি মুখ্যমন্ত্রীর ভিসিটে রাতারাতি কোভিড হাস্পাতাল হয়ে গেল !
  • π | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৮459851
  • টি, এস - এই দুটো লেখায় কিছুটা কী করিতে হইবে কথাবার্তা আছে৷ যদিও খুব কোভিড সমস্যা স্পেসিফিক না। https://www.guruchandali.com/comment.php?topic=18808

    আর স্বাস্থ্য নিয়ে লেখাগুলোতে কিন্তু অনেকেই কী করিতে হইবে লিখে চলেছেন। আজ পুণ্যদার সঙ্গেও অনেক কথা হচ্ছিল। সেই ব্যাক টু, সবার জন্য স্বাস্থ্য, এই পুরানো দাবি, যা নিয়ে কিছু লোক এত গলা ফাটিয়েও জনস্বাস্থ্যকে কোন ইস্যু বানাতে পারেনি, হয়ত এবার লোকজন হাড়ে হাড়ে বুঝছে। কিন্তু তাও এনিয়ে অর্গানাইজড দাবিদাওয়া কই? পার্লামেন্টের এই সেশনেও কি স্বাস্থ্যখাতে নিয়মিত বরাদ্দ বাড়ানোর দাবি উঠবে!
  • এলেবেলে | 202.142.96.200 | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৩459850
  • টি, আপনার পুঁথি বিষয়ক আলোচনাটা বেশ লাগছিল। তখন বলা হয়নি।

    এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বিদ্যাসাগর প্রথম ইংরেজি যতিচিহ্ন ব্যবহার করেন বেতালপঞ্চবিংশতির দশম সংস্করণে।  এটা এইমাত্র ফের একবার চেক করে নিলাম। বিদ্যাসাগর নিজেই এ কথা জানিয়েছেন। ১২৮৩ বঙ্গাব্দ। ইংরেজিটা হিসেব করে নিন। 

    তৃতীয় কথা হচ্ছে বাংলায় শুধুই কাব্য ছিল তাই এক দাঁড়ি আর দু দাঁড়িতেই কাজ চলে যেত এটাও কিন্তু একটা মিসকনসেপশন। বস্তুতপক্ষে গদ্য শুধু ছিলই না, তাতে বিদ্যাসাগরের আগে যতিচিহ্নও ব্যবহৃত হয়েছিল। ১৮২৯ সাল, সমাচার দর্পণ পত্রিকা। 

    চতুরানন, (সরি আপনার চিহ্ন আমি ডেস্কটপ তন্ন তন্ন করেও পেলাম না) ব্যাসবাক্য নিয়ে রঞ্জনবাবু ছাড়া আর কেউ বলেননি। আরও দু-একজন সমাসজ্ঞর জন্য অপেক্ষা করবেন? আমি তো বলেই দিয়েছি তাঁহারা যাহাই কহিবেন তাঁহাই মানিয়া লইব। এবার আপনার আদেশের অপেক্ষা।

    রঞ্জনবাবু, আপনার ওই 'হাফ গ্লাস খালি আর হাফ গ্লাস ভর্তি'-র মধ্যে একটা হাইপোথিসিস লুকিয়ে আছে। সেটা ওই ৫০% নিয়ে। মানে ওটা যে পঞ্চাশ শতাংশই ভর্তি, কিছুতেই ৭৫ও নয় ২৫ও নয় - এটাকেই হাইপোথিসিস বলছি আর কি।

    আমি খ-এর সঙ্গে একদিন ফোনে আড্ডা মারতে গিয়ে কথাপ্রসঙ্গে বিদু সম্পর্কে তাঁর মূল্যায়ন জানতে চেয়েছিলাম। তাতে যা বুঝেছি তাঁর বিধবাবিবাহ নিয়ে একটা সফট স্পট আছে (মানে যদি ভুল বুঝে না থাকি)। আপনি কাইন্ডলি আমাকে বিদুর শিক্ষা-সমাজ-সাহিত্য নিয়ে তিনটে করে বুলেট পয়েন্ট উল্লেখ করবেন? তক্কো করব না, আমার নিজস্ব ডিসকোর্সটা গঠন করতে সুবিধে হবে।

    প্রসঙ্গত কোন একটা মন্তব্যে যেন ঈশানকে 'সে' 'বলেছে' ইত্যাদি লিখে ফেলেছি। ওটা একমাত্র ঈশান বাদে বাকিরা 'তিনি' 'বলেছেন' হিসেবে দায়িত্ব নিয়ে পড়ে নেবেন প্লিজ।

    , হ্যাঁ রঞ্জনবাবুর থেকে আমার শেখার আছে। অনেক শেখার আছে। তবে বোধহয় আমাদের শেখার নেই? তাই না?

  • সিংগল k | 117.226.201.122 | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৯459849
  • পাইদিদি, কোভিডে ভোগা লোকজনের অভিজ্ঞতা মিশ্র। মানে ভাল মন্দ দুইই শুনছি।
    নন কোভিড যেকোনো রোগীর অবস্থা খুবই খারাপ। নানারকম সমস্যায় পড়তে হচ্ছে। সবচে বড় সমস্যা হচ্ছে অকারন অর্থব্যয়।

  • S | 2405:8100:8000:5ca1::394:21ad | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:৫১459848
  • "আপনাকে এবং বড়েসকে বলার, ঈশান উদ্বাস্তু ভোট শিফট নিয়ে যদি আমার মতোই বলে থাকেন তবে তাঁর পলিটিক্যাল অ্যানালিসিসকে আনত কুর্নিশ। "

    পুরুলিয়ায় কোন উদ্বাস্তু ভোট আছে যেটা এমন শিফট করলো যে বিজেপির ভোট ৭% থেকে বেড়ে ৪৯% হয়ে গেল? বাঁকুড়াতে ২০% থেকে বেড়ে হয়েছে ৪৯%। ঝাড়গ্রামে ১০% থেকে হয়েছে প্রায় ৪৫%। মেদিনিপুরে ১৪% থেকে বেড়ে হয়েছে প্রায় ৪৯%। বিষ্ণুপুরে হয়েছে ১৪% থেকে বেড়ে ৪৬%। দুর্গাপুর, আসানসোলেও বেড়েছে কিছুটা করে - তবে এই বাকী সীটগুলোর থেকে কম।

    বিজেপির বেশিরভাগ সীট এসেছে উত্তরবঙ্গ আর এই পশ্চিমাঞ্চল থেকে। পুরো দক্ষীনবঙ্গ থেকে সীট বেড়েছে ৪ টে।

    কৃষ্ণনগরে ভোট বেড়েছে মাত্র ১৪%। এখানে আগেও একবার বিজেপি জিতেছিল ১৯৯৯তে। মতুয়াদের কথা হচ্ছিল। সেই বনগাঁতে ২০১৯এ বিজেপি ভোট পেয়েছে ৪৯%, কিন্তু ২০১৫তেও বাইইলেক্শনে ভালই ভোট পেয়েছিল।
  • পাই | 42.110.143.200 | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৭459847
  • লিটার লিটার জিন টনিক খান। ম্যালেরিয়ার জন্যেও ভাল/।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত