এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১৩ অক্টোবর ২০২০ ১৩:৫৯462838
  • দময়ন্তী এবং এলসিএম এর পোস্টে খাতা/ব্লগ খানিকটা ক্লিয়ার হল। এখন তিনটে প্রশ্নঃ


    ১ খেরোর খাতার আঁকিবুঁকি কি চাইলে মুছে দিতে পারি? মানে নিজেরটা?


    ২ ধারাবাহিক কিছু লিখতে চাইলে বোধহয় ব্লগেই লেখা উচিত? তাহলে টইয়ে শুরু করা লেখা ব্লগে তুলে আনা উচিত? বা পরের অধ্যায় থেকে ব্লগে?


    ৩ কীভাবে এককালে লগ ইন করতাম ভুলে গেছি। কিমকর্তব্যম?

  • Ranjan Roy | ১৩ অক্টোবর ২০২০ ১৩:৪৭462837
  • ক কু ম'র সম্বন্ধে সম্ভবতঃ বিক্রমন নায়ারের কোন স্মৃতিচারণে পড়েছিলাম যে আড্ডায়  বিক্রমন ( বেশ উগ্র বাম) কমলকুমারকে ( রামকৃষ্ণ ভক্ত) উগ্র ভাবে আক্রমণ করছিলেন -- পরমকারুণিক ঈশ্বরের দুনিয়ায় এত অসাম্য কেন ?


    অনেকক্ষণ চুপ করে শুনতে শুনতে কমলকুমার নীচুগলায় বললেন --কারণ, সেটাই ঈশ্বরের অভিপ্রায়।


    এই উত্তরে বিক্রমনরা হকচকিয়ে গ্যালেন।


    ( পরে বোধহয় সেন্ট টমাস বা সেন্ট ফ্রান্সিসের  এধরনের বক্তব্য কোথাও পড়েছি।)


    এতোজ,


     ছান্দোগ্য উপনিষদে একই ধরণের ডিস্কোর্সটা সম্ভবতঃ নচিকেতার সঙ্গে। গার্গী ও মৈত্রেয়ী দুজনের সঙ্গে ওই বৃহদারণ্যকে।

  • b | 14.139.196.11 | ১৩ অক্টোবর ২০২০ ১৩:২৫462836
  • মানিকববু খেইছিলেন, হালকা করে। 


    খুব সম্ভবতঃ এরকম একটা লাইন, একশোর মধ্যে ৯৫ এর উপরে পেলে বড়  প্রতিভা আছে ধরে নেওয়া হয়। বড় ঘরের ছেলেটির ( মানিকবাবু)তা ছিলো কি? মোটামুটি ৭৫ থেকে আশির উপরে ওনাকে  দেওয়া যায় কি?


    এছাড়াও নির্মাল্য আচার্য্য গালাগালি খেয়েছেন মানিকবাবুর ঘনিষ্ঠ বলে,  শঙ্খ ঘোষ গালাগালি খেয়েছেন নির্মাল্য আচর্য্যকে ডিফেন্ড করতে গিয়ে, সুনীল গালাগালি খেয়েছেন আর্থিকভাবে স্বচ্ছল  বলে ইত্যাদি ইত্যাদি। লেখক নিজেকে কেন গালাগালি দেননি, কমল মজুমদার ন হওয়া সত্ত্বেও, সেটা বুঝি নি। 


    মানে পড়তে ভালই  লাগে। বড় ঘরের কেচ্ছা যেমন। 

  • lcm | ১৩ অক্টোবর ২০২০ ১৩:০৬462834
  • কেকেএম নিয়ে সুনীল গাঙ্গুলী - 


    ... কমলকুমারের স্কেচ ও জল রঙের ছবি দেখেছি অনেক, সমকালের বিশিষ্ট শিল্পীরা যে তাঁকে কতখানি মর্যাদা দিতেন, তাঁর প্রমাণও পেয়েছি অনেকবার। একদিন কলেজ স্ট্রিটে আমি কমলকুমারের সঙ্গে হাঁটছিলাম, এমন সময় প্রখ্যাত শিল্পী গোপাল ঘোষের সঙ্গে দেখা। আলাপচারির মধ্যে গোপাল ঘোষ হঠাৎ বললেন, কমলবাবু, আপনি যদি মন দিয়ে শুধু ছবি আঁকতেন, তাহলে আমাদের ভাত মারা যেত ...
    ... একটু সময় পেলেই কমলবাবু উড-কাট করতেন, অনেক সময় কথা বলতে বলতেও ...
    .... তিনি ইচ্ছে মতন লিখে গেছেন, কিন্তু গ্রন্থকার হওয়ার ব্যাপারে ছিল তাঁর গভীর অনাসক্তি। কোনো প্রকাশক তাঁর বই ছাপতে আগ্রহী হলে তিনি অবাক হতেন। 'নিম অন্নপূর্ণা' নামে তাঁর প্রথম গল্প সংকলন যখন বেরুলো, তা নিয়ে কৌতুক করতেও ছাড়েননি। আমাদের বলেছিলেন, ঐ বইটা ১৭ কপি বিক্রি হয়েছে, তার পরে ১৮ জন এসে ফেরৎ দিয়ে গেছে...
     

  • সিএস | 103.99.156.98 | ১৩ অক্টোবর ২০২০ ১৩:০৫462833
  • গান, সিনেমা , ছবি, অভিনয় , নাটক, সব মিলিয়ে শিল্প বস্তুটা, পুরোন বাংলা সাহিত্য, পশ্চিমী সাহিত্য , ধর্ম, বাঙালী জীবন, গ্রাম জীবন, বাংলা আর্ট, উনিশ শতক, মদ্যপান  - মোটামুটি এসবই কমলকুমার বুঝতেন। মদ্যপান বাদে বাকী বিষয়গুলো নিয়ে লেখাপত্র আছে, মদ্যপানের জ্ঞান যারা সঙ্গী ছিল তারা পেয়েছে ! একমাত্র রবীন্দ্রনাথ ছাড়া এই রেঞ্জ দেখা যায়নি। আর কথামৃত সুলভ একটা ব্যাপার ছিল ঐসব বিষয়কে নিয়ে। 


    আলাপ হলে বর্তে যেতাম । :-)

  • kc | 37.39.135.255 | ১৩ অক্টোবর ২০২০ ১২:৪২462832
  • মানিকবাবু সেরকম খিস্তি খাননি লেখাটায়, খেয়েছিলেন মানিকবাবুর চেলারা।


    লাহিড়ীবাবুর কলকাতার আড্ডা নিয়ে একটা বই, বেরুবে বেরুবে করছে অনেকদিন ধরে। 

  • kc | 37.39.135.255 | ১৩ অক্টোবর ২০২০ ১২:৩৮462831
  • b, একদম, তবে জমাটি লেখার স্টাইল। 


    ভাস্কর চক্রবর্তী, সন্দীপন, এনারা একটু কম খেয়েছেন। সবথেকে জমাটি খিস্তিটা লেগেছিল শাঁটুল গুপ্তকে। 

  • সম্বিৎ | ১৩ অক্টোবর ২০২০ ১২:৩৬462830
  • মনে পড়েছে। বি-বাবু হক কথা কয়েছেন। লাহিড়ীমশাই কমলবাবুর পুজো করেছেন। কমলবাবুতে এতলোক আচ্ছন্ন ছিলেন - মানিকবাবু থেকে কৃত্তিবাসীরা - এতবছর পরে আমি ব্যক্তিগতভাবে তার কারণ পাইনা।


    এরকমই আরেকটি লেখা অনুষ্টুপেই পড়েছিলাম কমল সাহার (নামটা ঠিক বললাম তো?) লেখা উৎপল দত্তর ওপর। তবে সে নাট্যসংখ্যা অনুষ্টুপেই পাচু রায়ের চমৎকার একটা লেখা ছিল নাট্যবিষয়ে। সেও আজ কিছু নাহক বছর কুড়ি আগের কথা।   

  • S | 2405:8100:8000:5ca1::117:d6ef | ১৩ অক্টোবর ২০২০ ১২:২৯462829
  • পুতিন, শিজিন্পিং আর মোদির পর ট্রাম্প নতুন সমর্থক পেলঃ তালিবান। 

  • b | 14.139.196.11 | ১৩ অক্টোবর ২০২০ ১২:২১462828
  • @কেসি, হ্যাঁ  মনে আছে। কিন্তু বইটার মুশকিল হচ্ছে, যাঁরা যাঁরা কমলকুমার মজুমদার নন, তাঁরা সবাই খিস্তি খেয়েছেন।

  • kc | 37.39.135.255 | ১৩ অক্টোবর ২০২০ ১২:১৪462827
  • ন্যাড়াদা,


    "..... শক্তিদের বন্ধুস্থানীয়, মোটামুটি মাঝারি মাপের সরকারি কর্মচারী, প্রথম যৌবনে একটি কবিতার বই নামিয়েছিলেন বটে, গুনগত মানে যা-ই হোক, তবে গত পঁচিশ / তিরিশ বছর ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় পরিবেশন করে আসছেন পুনঃচক্রায়িত অসুস্থ মজা-মশকরা। রিসাইক্লড সিক জোকস।..."

  • b | 14.139.196.11 | ১৩ অক্টোবর ২০২০ ১১:৩৯462826
  • ই রাম, স্রেফ সিইও?  আমি,  বললে বিশ্বাস যাবে না, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতুম। t

  • সম্বিৎ | ১৩ অক্টোবর ২০২০ ১১:৩২462825
  • আপিসে ফাঁকি মেরে দিনের পর দিন ওই ভাট না মারলে আজ আমি এরকম ফ্যাফ্যা না করে কোম্পানির সিইও হতে পারতাম।

  • Jaydip Jana | ১৩ অক্টোবর ২০২০ ১১:২৪462824
  • আমি বাপু একেনে এসে  বেশ মজা পাইসি।  এখনও এক্সপেরিমেন্ট চলতেছে। এসেই পেত্যমে  খেরোর খাতা খুইলে বইসেছি। আর একটুকুন সময় লাগবে সব বুইজে উটতে 

  • Jaydip Jana | ১৩ অক্টোবর ২০২০ ১১:১৭462823
  • এখনও বুঝে উঠতে আর একটু সময় লাগবে,  সবার ভাট গুলো থেকে জ্ঞান  নিচ্ছি

  • অরিন | ১৩ অক্টোবর ২০২০ ১১:১৬462822
  • আঃ,  এইবার  বেশ বোঝা গেলো, @দ ! অসংখ্য ধন্যবাদ! 

  • | ১৩ অক্টোবর ২০২০ ১০:৫৫462821
  • ভাটিয়া৯ তো আড্ডা মারার জায়গা। আগে তো আমাদের সন্ধ্যের পর আম্রিকার সকালের দিকটায় আমরা বেজায় আড্ডা মারতাম। সে রোবু সেদিন কী রান্না করল থেকে অভ্যু পাঁঠার গায়ে হলুদ দিয়ে ফেলেছে কিনা হয়ে আরো নানা সব ডালেপাতায় ছড়াত। এখন তেমন জুৎ করে আড্ডা মারার লোকই পাই না। ভাটাতে লগিন লাগে না। হুলো মেনি যে খুশী এসে আড্ডামেরে যেতে পারে। 


    টইপত্তর আবার বিষয়ভিত্তিক। একটা নাম দিতে হবে আর তার কিছু কনটেন্ট। কিন্তু ঐ লগিন লাগে না। যে কারণে নিকচুরির বাড়বাড়ন্ত হয়েছিল। 


    খেরোর খাতা হল আসলি সোশ্যাল মিডিয়ার প্রথম ধাপ। আপনাকে একটা লগিন আইডি বানাতেই হবে। একটা হেডিং দিয়ে লিখতে হবে। কিন্তু আনাড়ি হলেও চলেগা। 


    ব্লগ অ্যাকসেস কর্তৃপক্ষ বুঝেশুনে দেবেন।  কথা হল গুরুসহ পশ্চিমবঙ্গের সব সাইটই ব্লোগের বাসটা মিস করেছিল। ব্লগের স্বর্ণযুগ ছিল ২০০৬-১০। সামু, সচল, আমার ব্লগ  ইত্যাদি সেইসময় দাপিয়ে রাজত্ব করেছে। পশ্চিমবঙ্গ তখন 'এহ ইউনিকোড আবার কি! অত্ত খাততে পারবো না এই তো কেমন বাংলিশে লিখছি'বলে পাশ ফিরেছে। 


    এরপর এলো ফেবু যুগ। আর মেহেদীর অভ্র আরো ভাল পলিশড হল। ব্যাস্স্স 

  • সম্বিৎ | ১৩ অক্টোবর ২০২০ ১০:৩৭462820
  • এই এদ্দিনে কেউ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। দ-দির কথা সব বেশ বোঝা যাচ্ছে। 


    এবার ওদিকে লেখা পড়তে গিয়ে একটা নীল 'আদরবাসা দিন' টাইপের কী একটা প্ররোচনা ভেসে বেড়াচ্ছে। গুরু মাইরি জুমের থেকেও দ্রুত ফিচার বদলাচ্ছে।

  • অরিন | ১৩ অক্টোবর ২০২০ ১০:৩৩462819
  • "যখন যা মনে হল লিখে দিলেন। দেখবেন কি ভাল খেলাম কিন্তু আঁচানোর জলটায় গোলাপের গন্ধ ছিল না টাইপের লেখাপত্তর ওখানে পড়ছে। আবার ঠিক গোছানো নয় কিন্তু অর্ণব হুড়কো খাচ্ছে দেখে উৎফুল্ল হয়ে দু'কথা লিখে দেওয়া সেও ওখানেই যাবে। "


    তা'লে  ভাটিয়ালি আর টইপত্তর কোন কাজে লাগে? 

  • অরিন | ১৩ অক্টোবর ২০২০ ১০:৩১462818
  • Amit : " সেকেন্ডলী কেও কেও না দেখলেও কিন্তু তারা বিপদ থেকে বাচঁবেনা।"


    সেটাই তো কথা । 


    বিপদ থেকে বাঁচা আর চ্যানেল না দেখার কোনো পারস্পরিক সম্পর্ক নেই,মানুষ কি টিভি চ্যানেল দেখে বিপদ এড়াবার জন্য? কিন্তু চ্যানেল টিকে যদি অপ্রাসঙ্গিক করে দেন তাহলে বাঁচার জন্যে চ্যানেলটা চেষ্টা করবে মানুষ যা দেখতে চায় ("খেতে চায়") সেই রকম করে ক্যাটার  করতে । সেটা একটা দিক । 


    ব্যাপারটা তো আজকাল টিভিরও  নয়,সোশ্যাল মিডিয়ার ও । তার সঙ্গে জুটেছে এলগোরিদম । আপনি চোরা "হিন্দুত্ববাদী", অত  ভেবেচিন্তে দেখেন না, "গরুপূজোর" ভিডিও দেখে লাইক দিলেন, তারপরই  পরের পর আপনার মাথা গুলিয়ে দেবার মেসেজ পেতে থাকলেন । ঠিক যেরকম ইন্টারনেট এ  বাড়ি কেনার সার্চ করার সময় দেখবেন ফ্রীজ কোম্পানিগুলো কিরকম করে যেন জেনে বুঝে বিজ্ঞাপন পাঠাতে থাকে । 


    অনেকটা সেই সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিস এর মতো হয়ে যাচ্ছে । সাবপ্রাইম attention  । যার বাড়ি করার টাকা ধার পাবার কথা নয়, জোর জবরদস্তি তাকে চড়া  সুদে টাকা দিয়ে বাড়ি কিনিয়ে দেওয়া হত  । এও  তাই মশাই । অপরিণত অশিক্ষিত, কুশিক্ষিত লোকের হাতে পাওয়ারফুল ডিভাইস , সে করে কি? 

  • | ১৩ অক্টোবর ২০২০ ১০:২২462817
  • ধ্যাৎ আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। খেরোর খাতা হল ফেবু দেওয়ালের মত। যখন যা মনে হল লিখে দিলেন। দেখবেন কি ভাল খেলাম কিন্তু আঁচানোর জলটায় গোলাপের গন্ধ ছিল না টাইপের লেখাপত্তর ওখানে পড়ছে। আবার ঠিক গোছানো নয় কিন্তু অর্ণব হুড়কো খাচ্ছে দেখে উৎফুল্ল হয়ে দু'কথা লিখে দেওয়া সেও ওখানেই যাবে। 


    হরিদাস হল গিয়ে ব্লগ। সে ঐ অর্ণবের হুড়কো খাবার পেছনে বলিউডের কী কী হিসেব কাজ করেছে, ভারতীয় রোয়ান্ডা টিভির ভবিষ্যৎ কী হওয়া উচিৎ এইসব লেখার। সেইটে লিখে যদি আপনার মনে হয়  মিডিয়া কন্ট্রোল ও তার আর্থ সামাজিক প্রভাব ও তার প্রতিকারের উপায় বিষয়ে আপনি একজন অথরিটি টাইপ তাহলে পাঠিয়ে দিন বুবুভায়। 

  • অরিন | ১৩ অক্টোবর ২০২০ ১০:১৭462816
  • আমি  খেরোর খাতাটা scratch  পেজ বলে ভাবতুম । এখন দেখছি ব্যাপারটা বোধয় সেরকম নয়,কি জানি । ওয়াল বলছে কেন? কিসের পাঁচিল? 

  • সম্বিৎ | ১৩ অক্টোবর ২০২০ ১০:০১462815
  • আমি তালে ফাস্টো ক্লাস। আমার খেরোতে কী প্রয়োজন। সেদিন দেখলাম ঈশান, যে কিনা ফাস ক্লাস ফাস, সে খেরোর খাতায় লিখেছে। 

  • অরিন | ১৩ অক্টোবর ২০২০ ০৯:৫০462814
  • কেন, অনুমোদিত বলছে তো! হরিদাস পালরা ফার্স্ট ক্লাস, খেরোর খাতা ক্যাটল ক্লাস। 

  • a | 220.245.195.208 | ১৩ অক্টোবর ২০২০ ০৯:৩৭462813
  • ঐ 2 আর 3 এর তফাতটাই একটু শিশি বোতল লাগল বাকিটা তো বোঝাই Jaachchhe

  • সম্বিৎ | ১৩ অক্টোবর ২০২০ ০৯:১৩462812
  • ছায়া প্রকাশনী ও রায়-মার্টিনের দৌলতে পি আচার্য ও এম সেনের দিন কী গিয়াছে?

  • সম্বিৎ | ১৩ অক্টোবর ২০২০ ০৯:০৯462811
  • এ টেক্সট বইয়ের জবাব হল। আমি মানে বই চাই। 

  • lcm | ১৩ অক্টোবর ২০২০ ০৯:০২462810
  • (১) বুলবুলভাজা - শুধুমাত্র সম্পাদকেরা প্রকাশ করতে পারে
    (২) হরিদাস পাল (ব্লগ) - অনুমোদিত লগড-ইন ইউজাররা প্রকাশ করতে পারেন।
    (৩) খেরোর খাতা (ওয়াল) - যে কোনো লগড-ইন ইউজার নিজের খেরোর খাতায় লিখতে পারেন
    (৪) টইপত্তর - যে কেউ লিখতে পারেন, লগড ইন ইউজার হওয়া বাধ্যতামূলক নয়
    (৫) ভাটিয়ালি - যে কেউ লিখতে পারেন, লগড ইন ইউজার হওয়া বাধ্যতামূলক নয়
    (৬) কোনো লেখায় মন্তব্য - যে কেউ করতে পারেন, লগড ইন ইউজার হওয়া বাধ্যতামূলক নয়
    ----
    এবার, আমার মতে একটু বেশি হয়ে গেছে, কনফিউশন এর সুযোগ

  • Новгородская | 162.247.74.7 | ১৩ অক্টোবর ২০২০ ০৮:২৯462809
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত