এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 103.51.59.165 | ০৬ মে ২০২১ ০০:১৮479764
  • এন্টারটেনর শব্দটার মধ্যে একটা বিশ্রী ইঙ্গিত করা হয় এবং এটা এক চেটীয়া ব্যবহার করা হয় অভিনয়,নৃত্যও সংগীতের শিল্পীদের। বিশেষ করে মহিলাদের। রাজনীতির লোকজন তো অন্যতম এন্টারটেনর বেশ কিছুকাল। সাহিত্যও তো যথেষ্ট এন্টারটেনিং একটি মিডিয়ম। লেখক কবিরাও তো তাই। 

  • বুঝভুম্বুল | ০৬ মে ২০২১ ০০:১৭479763
  • এইটা বলেছেন 

    আমার প্রশ্ন আজকের দিনে নটী শব্দকে অসম্মানজনক মেনে নিলে নিজের পেশাকেই অসম্মান করা হয় না? 

  • বুঝভুম্বুল | ০৬ মে ২০২১ ০০:১৬479762

  • এইটা বলেছেন 


    আমার প্রশ্ন আজকের দিনে নটী শব্দকে অসম্মানজনক মেনে নিলে

  • | 157.40.215.123 | ০৬ মে ২০২১ ০০:১০479761
  • তথাগত নগরনটী বলেছে। আম্রপালীকে নগরনটী বলা হত। তার প্রায়োগিক অর্থ, নগরের খ্যাতনাম্নী এন্টারটেইনার। এবার এন্টারটেইনারকে কীভাবে তথাগত ব্যাখ্যা করে, আর মানুষ পারসিভ করে, তা নিয়ে দুস্তর আলোচনা চলতে পারে। তবে তথা যেরকম শুবা, তাতে ও এস্কর্ট বলতে চেয়েছে, বলাই বাহুল্য। 


    এক বিশিষ্ট কবিনী সেদিন কঙ্গনা আর শ্রীলেখাকে অবশ্য এসকর্টই বললেন। ফেসবুকে৷ 

  • সম্বিৎ | ০৫ মে ২০২১ ২৩:৩৬479760
  • তথাগতবাবু কী এবং কীভাবে বলেছেন জানিনা, তবে নটী৷ শব্দর রুট তো নট, নাট্যর রুটের সঙ্গে এক। অবশ্যই ভিক্টোরিয়ান আমলে, এবং অষ্টাদশ ঊনবিংশ শতকে, এমনকি বিংশ শতকের গোড়ায় বাঙালি সমাজে শব্দের প্রসারণ ঘটে ও ডিরোগেটরি নুয়ান্সে ব্যবহৃত হতে থাকে।

  • b | 14.139.196.12 | ০৫ মে ২০২১ ২৩:২২479759
  • "নগরের নটী " বলতে যদি রবীন্দ্রনাথের  সেই শব্দবন্ধ ব্যবহার করেন তবে অবশ্যই মানেটা একটু ডেরগেটরি, আজকের প্রেক্ষিতে। 

  • বুঝভুম্বুল | ০৫ মে ২০২১ ২৩:১৮479758
  • আচ্ছা, এই যে তথাগতবাবু  অভিনেত্রীদের নটী বলেছেন,এই শব্দটা কি ডিরোগেটরি? নাকি যেভাবে বলেছেন সেটা অপমানজনক? 

  • b | 14.139.196.12 | ০৫ মে ২০২১ ২৩:০৫479757
  • সজনে ডাটা কুমড়ো আর  আলু দিয়ে চচ্চড়ি  করলে ভালো লাগে, শুক্তোতেও  দেওয়া যায়। কাটোয়ার ডাটা একটু চিংড়ি না দিলে অপ্টিমাইজ হয় না। দক্ষিণীরা  সম্বরে ইয়া মোটা মোটা ডাটা দেন, সেগুলো কামড়াতে গেলে দাঁত ভেঙে যেতে পারে। 


    এই হল আমার ডাটা অ্যানালিসিস। 

  • dc | 122.178.53.234 | ০৫ মে ২০২১ ২২:৩৫479756
  • অপুর সাথে অনেকটাই একমত, তবে নন-্প্যারামেট্রিক মানেই চাপ্মুক্ত, এটা ঠিক মনে হলো না :-) মানে ডিস্ট্রিবিউশান ফ্রি (নন-প্যারামেট্রিক) ধরে অ্যানালিসিস করলেও তার কিছু লিমিটেশান আছে। তাছাড়া র‌্যান্ডম ফরেস্ট তো এমনিতেও নন-্লিনিয়ার মডেল, কাজেই লিনিয়ার রিগ্রেশান ধরারই দরকার নেই। 

  • অপু | 2409:4060:294:a0bc::275a:10a5 | ০৫ মে ২০২১ ২২:১২479755
  • LCM দা, Predictive  Analysis সব সম য় যে Forcasting করবে এমন ন য়। Classification problem ও হতে পারে।


     আর Multiple Linear Regression, Logistic Regression, Fisher's LDA তো আমাদের বোস পুরোনো ক্লাসিক‍্যাল মেথডস। সেই নর্মালিটি assumption. অটোকোরিলেশন, মাল্টিকোলিনিয়ারিটি, হোমোস্কেডাসটিসিটি টেস্ট করো রে। তারপরে আসল আনালিসিস।


    কিন্তু  হালের মেশিন লার্ণিং টেকনিক এ এত চাপ নেই। যেমন ধরো Random Forest. পাতি নন প‍্যারমেট্রিক আপ্রোচ। আর জীবন চাপমুক্ত।

  • lcm | 99.0.80.158 | ০৫ মে ২০২১ ২১:৫৭479754
  • ডিসি,
    একদম ঠিক। এদের মধ্যে প্রেডিক্টিভ টা এদের মধ্যে দেখতে শুনতে বেশ ইয়ে। প্রেসক্রিপটিভ এ রিস্ক বেশি।
    মানে ধরো, প্রেডিকটিভ অ্যানালিসিস করে দেখা গেল, ২০২১-২০২২ এ কোম্পানির রেভিনিউ পড়বে। প্রেসক্রিপটিভ অ্যানালিসিস বলে দেবে কি কি করলে এই পতন কমানো যাবে বা অপটিমাইজ করা যাবে।

  • lcm | 99.0.80.158 | ০৫ মে ২০২১ ২১:৫৪479753
  • বেসিক্যালি - 

    There are three types of data analysis:

    • Predictive (forecasting)
    • Descriptive (business intelligence and data mining) 
    • Prescriptive (optimization and simulation)
  • dc | 122.178.53.234 | ০৫ মে ২০২১ ২১:৫৩479752
  • আকাই সেই ৮? অর্থাত কিনা গোখরো? মেরেছে। 


    এলসিএমদা, প্রেডিকটিভ অ্যানালিসিসের বিভতস ডিম্যান্ড, মানে আমি যেটুকু দেখি, বেশীর ভাগ কোম্পানি এটার পেছনে ছোটে। প্রেসক্রিপটিভে হয় এখনো অতোটা ইন্টারেস্ট তৈরি হয়নি বা আমি ওই ধরনের কাজ বেশী পাইনা। জানিনা কোনটা ঠিক। 

  • lcm | 99.0.80.158 | ০৫ মে ২০২১ ২১:৪৭479751
  • এর মধ্যে কোনটা কোনটা করে ডিসি ? 


  • aka | 143.59.211.4 | ০৫ মে ২০২১ ২১:৪৩479750
  • ডিসিকে তো কাল্টিভেট করতে hachchhe

  • aka | 143.59.211.4 | ০৫ মে ২০২১ ২১:৩৭479749
  • হ্যাঁ কাল যখন জানবেন আমিই ৮। তখন আমাকেও সমঝে চলবেন। 

  • dc | 122.178.53.234 | ০৫ মে ২০২১ ২১:২২479748
  • মেরেছে হুঁহুঁ আমাকে বিগ্যানি ভেবেছেন নাকি? আমি এবার লজ্জায় লাল হয়ে গেলাম. আমি পাতি ডেটা অ্যানালিসিসের কাজ করে রুটি আর মাখন জোগাড় করি :d 

  • Ranjan Roy | ০৫ মে ২০২১ ১৯:২৫479746
  • অভ্যু


    কথামৃতের গল্পটাই আমার প্রেরণা। আমি ধরে নিয়েছি ওটা সবাই জানে তাই আর ডিটেইলস এ যাইনি।


    ইন ফ্যাক্ট, এস এমকে একসময় বারবার 'ঝোলা---' বলে তাড়িয়ে দেওয়াটা আমার খুব খারাপ লেগেছিল। সেটা উনি ডাক্তার বলে নয়, একজন ভদ্রপুরুষ বলে। রাজনীতিতে না মিলুক, সে তো আমার বাবার সঙ্গেও মিলত না।


    তাই একবার বলেছিলাম গুরুতে এই কথাগুলো মান্য-- লিস্টে ওই শব্দটাও ছিল। আশা ছিল কেউ প্রটেস্ট করবে। তুমি করলে, ব্যস, আমার হল সারা।

  • Abhyu | 47.39.151.164 | ০৫ মে ২০২১ ১৮:২৮479745
  • আহা, কথামৃতের গল্প রঞ্জনদা। ঠাকুরের বলার স্টাইল অনেক সরেস। 


    একজন নাপিত কামাতে গিয়েছিল। একজন ভদ্রলোককে কামাচ্ছিল। এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল। আর সে লোকটি (damn) ড্যাম্ বলে উঠেছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে ক্ষুর-টুর সব সেখানে রেখে, শীতকাল, জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম্ বললে, এর মানে কি, এখন বল। সে লোকটি বল্লে, আরে তুই কাম না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার নয়, সে বলতে লাগল, ড্যাম্ মানে যদি ভাল হয়, তা হ’লে আমি ড্যাম্ আমার বাপ ড্যাম্ আমার চৌদ্দপুরুষ ড্যাম্। আর ড্যাম্ মানে যদি খারাপ হয় তা হ’লে তুমি ড্যাম্ , তোমার বাবা ড্যাম্ , তোমার চৌদ্দপুরুষ ড্যাম্ । আর শুধু ড্যাম্ নয়। ড্যাম্ ড্যাম্ ড্যাম্ ড্যা ড্যাম্ ডাম্।

  • Ranjan Roy | ০৫ মে ২০২১ ১৮:১৬479744
  • @ হুঁহুঁ,


    ভুল বলছেন। প্রফেসর কি মাস্টার--সেটা ইস্যু না। ইস্যু হল খামোখা ব্যক্তি আক্রমণ এবং গালপাড়া। পিটি রুচিতে ভিক্টোরিয়ান, গাল খেলে চেহারা লাল হয় , কিন্তু পালটা গাল দেন না।  একবার এলেবেলেকে দিয়ে দেখুন না!


    ওকে যদি বলেন 'ড্যাম' তো তৎক্ষণাৎ বলবে --আমাকে বললি? তবে শোন তুই ড্যাম, তোর অমুক ড্যাম, তোর তুসুক ড্যাম ইত্যাদি। আর আমি হলাম দু'কান কাটা। গাল দিলে হ্যা-হ্যা করে হাসব। যাক গালই তো দিয়েছে, ইগ্নোর তো করেনি।


    ঠিক কলেজ লাইফে মেয়েরা 'কী অসভ্য" বললে যেমন খুশি হতাম।


    আমি কিন্তু আপনাকে কেউ খামোখা গাল দিলে ঠিক প্রটেস্ট করব। একবার খেয়েই দেখুন!

  • b | 14.139.196.16 | ০৫ মে ২০২১ ১৭:১৮479743
  • "সেদিন সকালে উঠে দেখি গলার পাশে কাঁধে কেমন লাল হয়ে গেছে"


    লাল তো? মানবেন না জানি, ওটা সি পি এম পোকা।


    আমার একবার নাকের মধ্যে বোধ হয় শুঁয়ো  ঢুকে ক্রমাগত হাঁচি, তারপরে হাঁপের টান, চোখ চুলকানো, শ্বাসকষ্ট, মুখ ফুলে ঢোল এরকম অবস্থা হয়েছিলো। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে। পটাপট অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশন, নেবুলাইজেশন , অকসিজেন ইত্যাদি রক্ষা করেছিলো। 

  • হুঁ হুঁ | 2405:8100:8000:5ca1::333:b14b | ০৫ মে ২০২১ ১৫:৫২479742
  • পপেচারের সম্মান নিয়ে কি ব্যস্ত সবাই। ম্যাস্টারকে পাশের সুতোয় যথেচ্ছ গালি দিয়ে চলেছে তাই নিয়ে কেউ রা টি কাড়ছে না পপেচারের জন্য বুক পেতে দিচ্ছে। কাল যদি জানা যায় ডিশি আসলে মস্ত বিগ্যানী সব চুপ হয়ে বসবে তক্কুনি। ক্লাস ক্লাস হুঁ। একই কাজ ছাত্তর ঠ্যাঙানো, ওদিকে গ্ল্যাম আলেদা বাবা।

  • অর্জুন | 103.51.59.165 | ০৫ মে ২০২১ ১৪:৩৬479741
  • হুইল চেয়ার | 207.244.126.132 | ০৫ মে ২০২১ ১১:৫৪


    ৫০০০ শতাংশ একমত।  তাছাড়া অল্প চোট পেলেও সাবধানতা নিয়েছিলেন। 

  • অরিন | 118.149.86.153 | ০৫ মে ২০২১ ১৪:০৬479740
  • না, আগের পোস্টটা বাদ দিন। আমি ভাল করে না দেখে লিখেছিলাম। 

  • অরিন | 118.149.86.153 | ০৫ মে ২০২১ ১৩:৫১479739
  • https://www.sciencemag.org/news/2020/07/it-safe-strike-band-time-coronavirus


    বদ্ধ ঘরের মধ্যে বিউগল বাজিয়ে শপথগ্রহণ। কোভিডের মধ্যে। একটু প্রোটোকল অদলবদল করা যেত না কি?

  • র২হ | 49.206.13.189 | ০৫ মে ২০২১ ১২:৪২479738
  • সর্বনাশ করেছে। তাই তো, এটা পড়েছিলাম ক'বছর আগে। তবে আমার জ্বর ট্বর হয়নি, কাঁধের ওই লাল জায়গাটা ছাড়া আর কোথাও কোন যন্ত্রনাও নেই, আর ওষুধ খেয়ে আর লাগিয়ে বেশ চটপট কমছে।


    তবে থ্যাঙ্কিউ, মাথায় রাখবো এটা, আর গোলমাল দেখলে ভালো করে ডাক্তার দেখাবো।

  • অপু | 2409:4060:294:a0bc::275a:10a5 | ০৫ মে ২০২১ ১২:২৪479736
  •  আমি ও ছোটবেলা থেকে তীব্র CPM বিরোধী। গুরুর প্রত‍্যেক টা লোক জানে।


    তো?।.... 


    মমতা নির্বাচন  জেতার পরে কটা কমেন্ট করেছি।

  • র২হ | 49.206.13.189 | ০৫ মে ২০২১ ১২:১১479735
  • সেদিন সকালে উঠে দেখি গলার পাশে কাঁধে কেমন লাল হয়ে গেছে, এক চোখ ফুলে আধবোঁজা। কলকাতা ছিলাম, ভাবলাম হয়তো গরমে অ্যালার্জি। বরফ অ্যান্টিসেপটিক লাগিয়ে কাটলো।


    পরদিন দেখি সে আরো ভয়াবহ অবস্থা, ফুলে, লাল কালো হয়ে প্রচণ্ড সেন্সেটিভ, পরদিন আবার লুরুর রক্তচক্ষু ফ্লাইট, সপ্তাহের মাঝে আরো লম্বা ফ্লাইট (সে অবশ্য মোদিজির কল্যানে ট্র্যাভেল ব্যানের ভোগে গেছে)। ক'দিন আগেই গুরুতে শিংগলস নিয়ে পড়েছি, ভাবলাম নির্ঘাত ওই, কিন্তু আমার তো চিকেনপক্স হয়নি কখনো। ভয়াবহ যন্ত্রনা, কিছু লাগলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনরকমে ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে ফিরলাম।


    এসে আর দেরি না করে ওয়ানএমজিতে ভিডিওকলে ডাক্তার দেখালাম (লুরু লকড ডাউন, যাওয়ার উপায় নেই কোথাও, সব বন্ধও)। ডাক্তার ছবি ভিডিও দেখে টেখে বললেন ও কিছু না, ইনসেক্ট বাইট, কিন্তু সারতে সময় লাগবে। এবার সে হতেই পারে, কলকাতায় আমি জানলা খুলে ঘুমাই, জানলার পাশে একটা বড় ফাঁকা ডিসপিউটেড প্লট আছে, সোয়াম্প মত, ধার ঘেঁষে অনেক গাছ, তাতে হাঁড়িচাঁচা পাখি থেকে ভামবিড়াল সবই থাকে। কয়েকটা বজ্রকীট থাকতে কোনই বাধা নেই। 


    যদিও আমার শুরুতে বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল এটা নিশ্চয় আরো ভয়ানক কিছু, কিন্তু যা ওষুধ দিয়েছেন তাতে কাজ হচ্ছে, তাই মেনে নিতেই হবে।


    এত কথা বলার একটাই কারন, কলকাতায় কী এমন ভয়ানক পোকা আছে, যার কামড়ে এই রকম হতে পারে? একটা পোকার কামড়ে এরকম হলে, দল বেঁধে কামড়ালে তো লোকে পটল তুলবে! আর এমন বাঘা পোকাই যদি কামড়ালো তাহলে তেজস্ক্রিয় মাকড়সা, নিদেনপক্ষে তেজস্ক্রিয় গুবরে পোকা মতও তো কিছু কামড়াতে পারতো।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত