এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ওরে ভাই | 2a04:52c0:2000:6787::1a70 | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:০৮487820
  • কি হ্যাংলা দুকানকাটা লোক মাইরি! লেচেই চলেছে লেচেই চলেছে।
    জনস্বার্থে কেউ একটা পিডিএফ বানিয়ে মার্কেটে ছাড়লে পারে। বইবিক্রির বিজ্ঞাপন বন্ধ হবে।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০১:০৩487819
  • বাই দ্য ওয়ে, ওখানে গুরুর সোমনাথ রায় কেমনভাবে অর্ণবের কান মুলেছেন সেটা দেখতে ভুলবেন না যেন।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৬487818
  • যাঁর দেওয়াল থেকে লিঙ্কটা শেয়ার করলাম তিনি গুরুর সাইত্য সমালোচকের ভাষায় রেস্টুরেন্ট চালানো প্রকাশক। মানে গুরুতে যাকে বলে গবেষক, গবচন্দ্র, জ্ঞানতীর্থ, জ্ঞানরত্ন, জ্ঞানাম্বুধি, জ্ঞানচূড়ামণি গিজগিজ করছে মাইরি।
  • kk | 68.184.245.97 | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৯487817
  • 'বেলবতী' ছিলো তো। ভারতের উপকথা, বিহার পর্ব। 'বেলবতী আর লিটা' গল্পটার নাম। তারপরে বিম্ববতী ছিলো। যদিও সেখানে 'বিম্ব' অন্য অর্থে। তাতে কী? বিম্ব মানে তো কুঁচফলও হয়।
  • syandi | 45.250.246.238 | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৬487816
  • ঘ্রানং অর্ধনং ভোজনং
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৪২487815
  • তো তাহলে অর্ণব নাগকে কানমলার পর্বটা এখানেই দিয়ে দেওয়া যাক। পুরোটা পড়বেন কিন্তু হেহে । আর এই ভদ্রলোকের সঙ্গে রঞ্জনবাবুকে গোলাবেন না। তাঁর লেখায় সংশোধনযোগ্য বিস্তর জিনিস আছে। সেসব সংশোধিত হবে। তাঁর নাম যথাযথভাবে উল্লেখ করেই হবে। কিন্তু মশারি যদি চালুনির ছ্যাঁদা খুঁজতে চায় তাহলে তাকে তো কানমলা খেতেই হবে, তাই না? তা আপনার জন্য খোরাকটা রইল, কেমন? রাত্তির জেগে পড়ে ফেলুন বরং।
     
     
  • | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৮487814
  • এহ এই মাঝরাতে কে বা কারা ঘিয়েভাজা পরোটা বানাচ্ছে। চাদ্দিক গন্ধে মৌ মৌ।  কোন মানে হয়! 
    :-((
  • &/ | 151.141.84.230 | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৫487813
  • ভেবে দেখুন রাজকন্যাদের নাম কলাবতী হয়, কিন্তু পেয়ারাবতী বিল্ববতী নারকেলবতী ফলসাবতী ইত্যাদি হয় না কেন?
  • হেহে | 169.197.143.22 | ৩০ সেপ্টেম্বর ২০২১ ০০:০৯487812
  • যা বুঝলাম ভাই, এলেবেলের পুউরো এন্ড টু এন্ড সিসটেম। লেখার বছরখানেক আগে থেকে নিজেই বিজ্ঞাপন দিয়ে লোককে তিতিবিরক্ত করে ছাড়েন। তারপর লিখে প্রকাশ করলেন। এবার শুরু হল পাঠক টানা। পড়তেই হবে। না পড়লে দাঁত কিড়মিড়, ইদিকে পড়ে ভাল লাগেনি বললে শাস্তি কান ধরে ওঠবোস।
     
    এরপর সে মাল বই হল। বই কে করবে তা নিয়ে আরেক পর্ব গঞ্জনা, দোষারোপ ও বিজ্ঞাপন। প্রকাশ হবার পর বই বিতরণের পালা। ততদিনে লোকে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বই নিতে চায়না। কিন্তু মুক্তি নেই রে পাগলা! নিতেই হবে। শেষ পাতে বলির পাঁঠা সমালোচক। সালা সম্পাদক বলেছে রিভিউ লিখতে। সমালোচক বেচারি হাত-পা কেঁপে মরছে। সমালোচনা বেরোতেই ফেবুতে ফের কানমলা ও তর্জনগর্জন। মাইরি এলেবেলে একাই একটা প্রতিষ্ঠান।
     
    উনি কোনো রিসক নিচ্ছেন না। আজি হতে শতবর্ষ পরে বইটাকে কেউ দুচ্ছাই করলেও এলেবেলে নির্ঘাত ভূত হয়ে ঘাড় মটকে দেবেন।
  • syandi | 45.250.246.238 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫২487811
  • এটা ঐ 'আরেকজন'- এর কাছে শোনা, উনি এখন একটি সি এস আই আর ল্য়াবে। ম্যাথ পাস-কোর্সের ক্লাসে ভঞ্জবাবু পড়ানো শুরু করার পর একটি ছেলে দেরি করে এসে দরজার মুখে দাঁড়িয়ে ক্লাসে আসার অনুমতি চায়। উনি বিরসবদনে বললেন "দেরি করে আসবে, পড়া-শোনা করবে না। কোন রকমে পাশ করার ধান্দা তোমাদের, শিখবে তো *লটি।" ঘটনাটা শুনে কাঁচা ঢপ ভেবেছিলাম। এখন তাহলে বিশ্বাস করতেই হচ্ছে।
  • Abhyu | 198.137.20.25 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৪487809
    • syandi | 45.250.246.238 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৬487807 
    • ঐ বন্ধুর কাছেই শোনা যে উনি নাকি ক্লাসে মুখ খারাপ করতেন সময় বিশেষে।
    আজ্ঞে না। সময় বিশেষে নয়, সর্বদা মুখ খারাপ করতেন। অন্তর্বাসের গল্পটা সম্ভবতঃ সত্যি, আমরাও শুনেছি। ব্যাপারটা অনেকটা গবার গল্পের মতন - এতটাই সত্যি যে সত্যি না হলেও সত্যি :)
  • অপু | 2401:4900:104e:9571:0:5c:c0d7:ac01 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:১৬487808
  • হমমমমম। টোটাটোটাল। টোটাটাটাল।
     
    তারা মা তারা। ব‍্যোম কালী। ;)))))
  • syandi | 45.250.246.238 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৬487807
    • Abhyu | 198.137.20.25 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৫487806
    • - এইখানে বসেছে - অঙ্ক করেছে। তার দেখে পাশের জন টুকেচে, তার দেখে পিচনের জন, তার পাশের জন টুকেচে। তিন জন টুকেচে। চার জন টুকেচে। আমি স-অ-অ-ব দেকেচি, কিইইচ্চুটি বলিনি। টুকেচে, দেকেচি, বলিনি। কেন বলিনি?

      কারণ পতম যে করেছে সে ভু-উ-উ-ল করেচে।
     
    এটা মশায় একঘর! দারুণ হাসলাম। 
     
    ননী ভঞ্জর আর একটা অ্যানেকডোট আমার ঐ বন্ধুর থেকে শোনা। ক্লাসে একটা ছেলে ময়লা শার্ট পরা আসায় ননীবাবু ছেলেটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উপকারিতার ব্য়াপারে একটু বললেন। আর শেষে নিজের ধুতি ফাঁক করে আন্ডারওয়্যার দেখিয়ে বললেন "দেখো হে বালক, আমার আন্ডারপ্য়ান্টখানাও তোমার জামার থেকে পরিষ্কার।" এটা সত্য়ি ঘটনা নাকি অতিকথন জানি না। 
     
    ঐ বন্ধুর কাছেই শোনা যে উনি নাকি ক্লাসে মুখ খারাপ করতেন সময় বিশেষে। পরবর্তীকালে আরেকজনের কাছেও একই কথা শুনেছিলাম। এই "আরেকজন" নরেন্দ্রপুরে কেমিস্ট্রি অনার্স পড়তেন, আর ননী ভঞ্জ ওনাদের ম্য়াথ পাস কোর্সের ক্লাস নিতেন।
  • Abhyu | 198.137.20.25 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৫487806
  • আমাদের নরেন্দ্রপুরের ব্যাচে মালদা জেলা স্কুল, কুচবিহার - বাংলা মিডিয়ামের ভালো ছেলেতেই ভর্তি ছিল। তখনো ইংরেজী মিডিয়ামের তুলনায় হীনমন্যতা ছিল না, সব দোষ সিপিয়েমের ঘাড়ে চাপিয়েই আমর ক্ষান্তি দিতাম।

    ননী ভঞ্জর গল্প তো মুখে শুনতে হয়। ঐ বলার স্টাইলটা বাদ দিলে ৯০% রসই বাদ গেল। তবু বলছি - উনি কেমন গার্ড দেন নিজেই গল্প করছেন - এইখানে বসেছে - অঙ্ক করেছে। তার দেখে পাশের জন টুকেচে, তার দেখে পিচনের জন, তার পাশের জন টুকেচে। তিন জন টুকেচে। চার জন টুকেচে। আমি স-অ-অ-ব দেকেচি, কিইইচ্চুটি বলিনি। টুকেচে, দেকেচি, বলিনি। কেন বলিনি?

    কারণ পতম যে করেছে সে ভু-উ-উ-ল করেচে।
  • Abhyu | 198.137.20.25 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২৮487805
  • সত্যি বলতে কি, নরেন্দ্রপুরে বেশ কিছু বাংলা মিডিয়াম থাকত, নরেন্দ্রপুরের স্কুলের ছেলেরাই তো বাংলা মিডিয়াম। ওরাই ভয় কাটিয়ে দিত - প্রথম দিনের ক্লাসে
    (to encorage speaking in English) SPM: How do you like this place? (তীর্থ চ্যাটার্জ্জী নামে এক ব্যাদড়া বালককে, দমুদি, মিঠুদি এরা চিনবে)
    ছাত্রঃ (পরিষ্কার বাংলায়) স্যার অনেক দিন তো হল, ভালোই লাগছে।

    আরো ছিলেন মাস্টারমশাইরা। AKT নামে এক ভদ্রলোক, আমি ফিজিক্স ক্লাসে ত'-ত' করছি দেখে - "আরে বাংলায় বল, আমিও বাংলা বুঝি।"

    তো এই রকম ভাবেই প্রথম দুটো মাস কেটে যেত। তারপরে বাই-মান্থলি পরীক্ষা। পরীক্ষার পর সবারই ভয় কেটে যেত। পথের দেবতা প্রসন্ন হেসে বলতেন "সে পথের বিচিত্র আনন্দ-যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমাকে ঘরছাড়া করে এনেছি!" আফটার অল, সন্তোষ মাজির কেমিস্ট্রির খাতা দেখে লোকের ইংরেজি নিয়ে মাথা ঘামানোর সময় থাকতো না :)
     
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:২২487804
  • আমার এক ঘনিষ্ঠ আত্মীয় আছেন যিনি "হারালো হারালো মন হারালো" গানটাকে গাইছিলেন, "হারালো হারালো গরু হারালো", রীতিমতন ভাব ও সুর দিয়ে। আমরা প্রতিবাদ করায় তিনি বললেন মন হারানোর চেয়ে গরু হারানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। ঃ-)
  • Ranjan Roy | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:১৭487803
  • অ্যান্ডর,
     চাষীর গরু হারিয়ে গেলে ্মাথার ঠিক থাকে না। তখন বৌকেও বলে--ক্ষ্যামা দাও, গরু হারিয়ে মাথার ঠিক নেই মা!
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:০৭487802
  • মেয়েকে বোন বানিয়ে দিয়েছিলেন??? কী সাংঘাতিক!!!! ঃ-)
  • Ranjan Roy | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:০৬487801
  • এলেবেলে,
    ফার্স্টক্লাস! কোন প্রবলেম নেই। 
     
       ১ কহিপ্তাশা    হুতো,
      তোমার নানান ছুতো,
       সুপারি দেব ভেবেছিলাম,
     অবশেষে টেরটি পেলাম
    --নেইকো কোন খুঁতো।
     
    ২ দ'য়ে এবং ম'য়ে মিলে  ঠিক  ধরেছেন ভুল,
    মেয়েকে বোন সাজিয়ে দিলে হবেই হুলুস্থুল!
      মিলনসাগর দেখেও আমি
    ভুল করেছি; ফের ন্যাকামি?
    এইমাসেতেই হয়েছি যে বাহাত্তুরে ফুল!
     
        
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:০১487800
  • দাড়িদাদু দ্রষ্টা পুরুষ।
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৯487799
  • এই বামিরাও প্রায় সেইরকমই। ভয়ে ভয়ে থেমে থেমে ।
  • syandi | 45.250.246.238 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৮487798
  • এ  বামি  সেই বামি নহে। 
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৬487797
  • বিশ্বাস না হয় এই দেখুন।
    //////
    হারিয়ে-যাওয়া

    ছোট্ট আমার মেয়ে
    সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে
    সিঁড়ি দিয়ে নীচের তলায় যাচ্ছিল সে নেমে
    অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে।
    হাতে ছিল প্রদীপখানি,
    আঁচল দিয়ে আড়াল ক'রে চলছিল সাব্‌ধানি।

    আমি ছিলাম ছাতে
    তারায়-ভরা চৈত্রমাসের রাতে।
    হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে
    দেখতে গেলেম ছুটে।
    সিঁড়ির মধ্যে যেতে যেতে
    প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে।
    শুধাই তারে, ‘কী হয়েছে বামি?’
    সে কেঁদে কয় নীচে থেকে, ‘হারিয়ে গেছি আমি!’

    তারায়-ভরা চৈত্রমাসের রাতে
    ফিরে গিয়ে ছাতে
    মনে হল আকাশ-পানে চেয়ে,
    আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে
    নীলাম্বরের আঁচলখানি ঘিরে
    দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
    নিবত যদি আলো যদি হঠাৎ যেত থামি
    আকাশ ভরে উঠত কেঁদে, ‘হারিয়ে গেছি আমি!’

     
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৫১487796
  • দাড়িদাদু এইজন্যেই বলেছিলেন, "কী হয়েছে বামি?" ঃ-)
  • syandi | 45.250.246.238 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:৩১487795
    • Abhyu | 47.39.151.164 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৮487678
    • চাঁদমামাটা কি সাঙ্ঘাতিক অবাঙালী টাইপ ছিল, মায় ছবিগুলো পজ্জন্ত।

      নরেন্দ্রপুরে গেছি - বাংলা মিডিয়ামের ছেলে - ল্যাবোরেটরি টেম্পারেচার লিখতে গিয়ে ল্যাভাটরি টেম্পারেচার লিখে আসি - ইংরেজি ক্লাসে প্রথম দিনেই সতীপ্রসাদ মাইতি পড়ালেন ডেবোনেয়র অ্যান্ড জেন্টল টেল অফ লাভ অ্যান্ড ল্যাংগুইশমেন্ট। ক্লাসের পরে অনির্বাণ বলল, এক ডেবোনেয়র ছাড়া আর কিছুই তো বুঝ্লাম না রে!
    •  
    • অভ্যু, আপনি নরেন্দ্রপুর রাকৃমির প্রসঙ্গ উত্থাপন করায় মনে পড়ল আমার এক বন্ধু নরেন্দ্রপুরে গিয়ে বিপদে পরেছিল। সেও ছিল আমার মত বামির ছাত্র। বামি স্কুল থেকে নরেন্দ্রপুর গেছিল, কিন্তু ইমিতে ঠিক জুত করতে না পেরে ৬ মাস পরে ব্য়াক টু প্য়াভিলিয়ন। আমার মনে হয় এই ট্রানজিশন যতটা না বাস্তবে কঠিন তার চাইতেও বেশি কঠিন হয়ে যায় স্রেফ ভীতি বা মেন্টাল ব্য়ারিয়ারের কারণে। সেই ছেলেই পরবর্তীতে বি এস সি বা এম এস সিতে ইংরাজী বই পড়ে দিব্য়ি পাশ করল। আচ্ছা নরেন্দ্রপুরে হায়ার সেকেন্ডারীতে যারা ভর্ত্তি হয় তাদের আন্দাজ কত শতাংশ বামি থেকে আসে। স্টাটিসটিক্যাল ডেটা চাইছিনা, আপনার অভিজ্ঞতার কথা বললেই চলবে। আর তাদের মধ্য়ে এই ভীতি বা মেন্টাল ব্য়ারিয়ার দেখেছিলেন কি? 
    • আর পারলে নরেন্দ্রপুরের ননী ভঞ্জর দুয়েকটা অ্ানেকডোট ডেবেন। এটা স্রেফ আবদার।
  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:০৩487794
  • ওমনাথকে দেখে মনে পড়ল। বালা মজলিশের কত মণিমুক্তো হারিয়ে গেল। কত লেখা সেখানে আসত, অতি চমৎকার চমৎকার সব লেখা। সব উড়ে গেল। এমনকি ওদের সেই পুরনো আই-পত্রিকার লেখাগুলোরও কোনো চিহ্ন আর নেই, কোনো আর্কাইভ নেই। বহুজনের লেখা ছিল ওখানে।
  • link | 144.48.39.114 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:০২487793
  • "এলেবেলে, রঞ্জন দা বাদে আর কেউ তথ্যপূর্ণ সমালোচনা বা আলোচনা করেছেন?"
    অবশ্যই করেছেন। যুক্তিবাদী সমিতির দেবাশীষ ভট্টাচার্য একটি নেগেটিভ রিভ্যু লিখেছিলেন চার নম্বর প্ল্যাটফর্মে।
     

    জন্মদ্বিশতবর্ষে বিদ্যাসাগরের ‘পুনর্নির্মাণ’: যুক্তিবিরোধী, সন্দেহবাতিকগ্রস্ত, অসুস্থ ইতিহাসচর্চার নব দৃষ্টান্ত

  • &/ | 151.141.85.8 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৬487792
  • কী গান লিখেছে! লুপে পড়ে গেয়ে যাচ্ছি! ঃ-)
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:5d95 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৩487791
  • তাতিন, তোমার নাম তাতিন হল কেন - এইরম একটি পদ্য পড়েছিলেম মনে হচ্চে, অনেক দিন আগে 
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:5d95 | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৫487790
  • মারহাব্বা @টিম :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত