এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 42.110.142.120 | ০৩ অক্টোবর ২০২১ ২৩:২৩488120
  • হীরেনবাবুকে অনেক আগেই প্রশ্ন করেছিলাম, হয়তো কোন পর্বে উত্তর আসবে, সাধারণ ইজ্রায়েলিরা পালেস্তনীয়দের নিয়ে কী মনোভাব পোষণ করেন।  রাষ্ট্র্বের কাজে সায় আছে কি সবার বা অনেকের?  
     
    অটোমান সাম্রাজ্যের ইতিহাসে দেখছিলাম, ওদের আর ইহুদিদের মধ্যে সম্পর্ক রীতিমতন সৌহার্দ্যপূর্ণ!  অত্যাচারিত হয়ে পালিয়ে আসা ইহুদিদের অনেকবারই তুরস্কে বা সাম্রাজ্যের অন্যত্র আশ্য, নিরাপত্তা মিলেছে। ব্যবসার জন্য অনেক ছাড়ও। উলটে ধনী ইহুদি ব্যবসায়ীরাও টাকা ঢেলেছেন। ওঁদের নিজেদের ধর্মপালনের অধিকারও সুরক্ষিত করছেন মুস্লিম শাসকেরা!   রোম পোপের সঙ্গে শত্রুতা, লাগাতার যুদ্ধের মধ্যে ইহুদিদের সঙ্গে এই সুসম্পর্ক আজকের নিরিখে দেখলে অদ্ভুত লাগে।  ভাল কথা, এখনকার তুরস্কের লোকজনের ইহুদিদের প্রতি মনোভাব কেমন?  
  • syandi | 45.250.246.238 | ০৩ অক্টোবর ২০২১ ২২:৫৬488119
  • গতকাল রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছিল দেখলাম। আচ্ছা আপনারা শ্রেয়া গুহঠাকুরতার গান শুনেছেন নিশ্চয়ই। উনি ঋতু গুহঠাকুরতার ভাইঝি, কিন্তু গান শিখেছেন কনিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। গাওয়ার স্টাইলটিও একেবারে শান্তিনিকেতনি। 
                                             
  • Tim | 2603:6010:a920:3c00:39d9:c43d:692f:89b0 | ০৩ অক্টোবর ২০২১ ২২:৩২488118
  • ইজরায়েল জিওপলিটিক্সে কী ভূমিকা নিচ্ছে বেশ অনেকদিন ধরেই, বা তাদের প্যালেস্টাইন কর্মসূচী মনে হয় প্রায় অনেকেই জানেন। হীরেনবাবুর ধারাবাহিকের মুগ্ধ পাঠকরাও আশাকরি সেটা জানবেন। লেখাটায় আলাদা করে ভালো লাগা থাকছে কারণ লেখক একেবারে ভাষা সংস্কৃতি ঐতিহাসিক প্রেক্ষাপট চমৎকারভাবে মিশিয়ে দিচ্ছেন। মজার সাথে দুঃখ অশ্রুজল সেসব তো আছেই কিন্তু আরো আছে আয়রনি যে একদা কনসেন্ট্রেশন ক্যাম্প দেখা ইহুদীরাই এখন কথায় কথায় বাচ্চাদেরও খুন করে ফেলে। প্রায় প্রতিটি কৌতুক পড়ার সময়ই এই কথাগুলো মনে পড়তে বাধ্য। 
  • syandi | 45.250.246.238 | ০৩ অক্টোবর ২০২১ ২২:২৬488117
  • Abhyu,প্রোফেশন্যাল জায়গায় কয়েকজন ইজরায়েলির সাথে কাজ করার অভিজ্ঞতা সুখকর হয়নি। তবে মাত্র তিনজনের সাথে কাজ করেছি, সেটা দিয়ে গোটা দেশের লোককে জাজ করলে অন্যায় হয়ে যাবে। এদের মধ্য়ে দুজন ছিল চরম combative এবং প্রিটেনশাস। কোলাবোরেশনের কাজ, কিন্তু আমার সাবজেক্টে তাদের বিন্দুমাত্র জ্ঞান না থাকা সত্তে্বও মিটিং-এ আমার পার্টটার উপরে বেশ কিছু সাজেশন করল যেগুলো শুনে মাস্টার্স স্টুডেন্টরাও হাসি চাপতে পারছিল না। একেবারে ভুলভাল সাজেশন। 
  • kc | 188.236.134.4 | ০৩ অক্টোবর ২০২১ ২২:২৬488116
  • আর ফ্রেশ নারকোল।
  • kc | 188.236.134.4 | ০৩ অক্টোবর ২০২১ ২২:২৫488115
  • কেকে, ফ্রেশ বাটন মাশরুম।
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ২২:০১488114
  • *** অন্য ভয়েসও আছে।
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ২২:০০488113
  • স্যাণ্ডি, ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে শুধু ইজরায়েলের কথা নয়, তিনজন আলাদা আলাদা ব্যক্তি মানুষ হিসেবে কতটা খারাপ সেগুলো লিখতে হবে। তার অনেকটা আবার পেশাগত, সুতরাং খোলা পাতায় লিখব না। তবে ঐ সব জিনিস দেখে ইজরায়েলের কোনো ব্যবহারেই বিস্মিত হতে পারি না। "ইজরায়েলকে নিষ্ঠুর হতে বাধ্য করার জন্যে প্যালেস্তাইনকে ক্ষমা করতে না পারা"র মানসিকতা অনেক ছোটো ছোটো ক্ষেত্রেও এতো বার হাতে কলমে দেখেছি যে বলার নয়। হীরেনবাবুর টইতে যে সমাজের পরিচয় পাই সেটা মোটামুটি "ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রাম" হিসেবে নন্দীগ্রাম খেজুরি সম্পর্কে ধারণা করার মত। তবে আপনার ঐ উদাহরণটা খুব যথায্থ, NRI-দের মধ্যেও যেমন RSS ভক্তির বাহুল্য, তেমনি উল্টোটা ভয়েসও আছে।

    কেকে, আমি তো বাটন মাশরুম দিয়েই করতাম। এবার করলে হয়তো বেবি বেলা দিয়ে ট্রাই করব।
  • kk | 68.184.245.97 | ০৩ অক্টোবর ২০২১ ২১:২৯488112
  • অভ্যু,
    থ্যাংকু। অতি অবশ্য টইতে তুলে দাও। এখানে তো হারিয়ে যাবে। আর, কোন মাশরুম দিয়ে করবো সেটা বলে দাও। বাটন মাশরুম বা বেবী বেলা দিয়ে হবে? না অন্য কিছু লাগবে?
  • অপু | 223.191.57.163 | ০৩ অক্টোবর ২০২১ ২১:১২488111
  • ইন্দ্রানী দি, কেমন আছো? 
  • | 2406:7400:63:4e30::100 | ০৩ অক্টোবর ২০২১ ১৮:০৫488109
  • ধুস পোঙটা পন্ডিত এলেবেলে আসছে না | খোরাক ও জমছে না |
  • syandi | 45.250.246.238 | ০৩ অক্টোবর ২০২১ ১৬:৫২488108
  • ঠিক বলেছেন অমিত, একেবারে ভিশাস সার্কেল ! জিওপলিটিক্সের যে অবস্থা  এখন তাতে কোন আশু সমাধানও বোধ হয় নেই। 
  • Amit | 103.60.200.23 | ০৩ অক্টোবর ২০২১ ১৬:৪৫488107
  • তবে চারদিকে এতগুলো হোস্টাইল দেশ ঘিরে থাকলে ইজরায়েলের পক্ষে কতটা প্যাসিফিস্ট রিয়ালিস্টিক্যালি হওয়া সম্ভব সেটাও দেখার। একা প্যালেস্টাইন তো নয়। যাবতীয় ইসলামিক দেশগুলোই তো চায় ও দেশ টাকে ম্যাপ থেকে মুছে ফেলতে। 
  • syandi | 45.250.246.238 | ০৩ অক্টোবর ২০২১ ১৬:০০488106
  • আপাতত একটু রুদ্রবীণা শুনুন     
                                    
  • syandi | 45.250.246.238 | ০৩ অক্টোবর ২০২১ ১৫:৫৭488105
  • অভ্যু,আপনার ইতস্তত করার কোনো কারণ নেই। ইহুদীরা হাজার হাজার বছর ধরে দমন-পীড়নের স্বীকার এটা যেমন সত্যি, ঠিক তেমনই সত্যি ঘটনা হল ইজরায়েল আজকের দিনে প্যালেস্টাইনে অত্যাচারীর ভুমিকায় অবতীর্ণ। প্রসঙ্গত জানাই যে আমার এক জন ইজরায়েলি বন্ধু ইজরায়েলের প্যালেস্টাইন নীতির চরম বিরোধী। একবার এক আর এস এস ভক্ত ভারতীয় ইজরায়েল প্যালেস্টাইনকে টাইট দিয়ে ঠিক কাজ করছে জাতীয় প্রোইজরায়েলি কথা বার্তা বলায় ঐ ইজরায়েলি বন্ধুটি সঙ্ঘিটিকে একেবারে ধুয়ে দেয়। ইজরায়েলি বন্ধু আবার রাজনৈতিক পরিবার ছেলে। ওর আপন মামা ছিল Tzipi Livni- এর মন্ত্রীসভার মেম্বার।  
     
    আপনার আপত্তি না থাকলে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাও শুনতে চাইব। টইতে লিখলে যদি তাল কাটবে মনে হয় তো এখানেই লিখুন।
  • বাজেয়াপ্ত | 2a0b:f4c1:2::247 | ০৩ অক্টোবর ২০২১ ১৪:১০488104
  • খ্যাক | 2a03:e600:100::25 | ০৩ অক্টোবর ২০২১ ১৪:০৩488103
  • ধনাও ভবানিপুরে প্রচার করতে গেসল নাকি?
    সেই পুরাতোন জোটসঙ্গি হাত ছেড়ে চলে যাওয়া দলটা ক ভোট পেল? তারা নিচ্চই তেড়ে পচার করেছিল? 
  • dc | 122.174.97.5 | ০৩ অক্টোবর ২০২১ ১৩:২৪488102
  • হায় আজ আবার ধনখড়ের অপমানিত হওয়ার দিন! ভবানীপুরের ভোটাররা ওনাকে এমনভাবে কেন অপমানিত করলেন? :-(
  • ইন্দ্রাণী | ০৩ অক্টোবর ২০২১ ১২:৩৩488101
  • অভ্যু,
    ঠিক।
    আশা করি আর ভুল হবে না।

    কুন্তক পড়েছি আমিও। ভুলে গেছি- দেখাই যাচ্ছে।
    থ্যাঙ্কু।
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ১২:২৩488100
  • *** - তাহলে হয় সশঙ্ক বলবি, নয় শঙ্কিত। কিন্তু সশঙ্কিত কখনোই নয়।
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ১২:২১488099
  • ইন্দ্রাণীদি, ছোটোবেলায় আনন্দমেলায় কুন্তক ছদ্মনামে শঙ্খ ঘোষ লিখতেন। সেখানে পড়েছিলাম "মনে ছিল না সঠিক" কথাটা ঠিক নয়। কখনো খুঁজে পেলে দেব। খুব সুন্দর লেখাটা ছিল। শেষ হচ্ছে এরকম ভাবে

    - তাহলে হয় বলবি, নয় শঙ্কিত। কিন্তু সশঙ্কিত কখনোই নয়।
    - শঙ্কিত তো জানি, সশঙ্ক আবার কে বলে?
    - অনেকেই বলেন। সশঙ্ক লঙ্কেশ শূর স্মরিলা শঙ্করে, শুনিস নি?
    - জানতাম। মনে ছিল না সঠিক। সরি, ঠিক।

    তোমার "আমি জানি না সঠিক" পড়ে হঠাৎ মনে পড়ল :)
    তবে ওটা বোধহয় শঙ্খ ঘোষের ব্যক্তিগত মত, তাও আজ থেকে ত্রিশ বছর আগের কথা।
  • ইন্দ্রাণী | ০৩ অক্টোবর ২০২১ ১২:১৩488098
  • সুপূর্ণা চৌধুরী হবে। টাইপো হয়েছে।

    সম্বিৎ,
    তাই হবে। আমি জানি না সঠিক।
    আসলে কলিম শরাফীর কোনো একটা সাক্ষাৎকারে পড়েছিলাম (নেটেই কোথাও) তড়িৎ চৌধুরী আর শুভ গুহ ঠাকুরতার একটা যোগাযোগের কথা। বিশদ মনে নেই। আজ লিখতে গিয়ে ভাবলাম- তাহলে কি দক্ষিণী?
  • r2h | 2405:201:8005:9947:b89f:59e4:9c4e:1680 | ০৩ অক্টোবর ২০২১ ১২:০৮488097
  • আচ্ছাঃ)

    তবে এসব প্রসঙ্গও আসবে বলে আমার আশা। তোমার মন্তব্যটা কপি করে রাখি, ঐরকম পর্ব এলে পেস্ট করে দিয়ে আসবো!
  • সুকি | 49.207.211.234 | ০৩ অক্টোবর ২০২১ ১২:০৮488096
  • অভ্যুদা - আমি একমত। ওই টইতে এক বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই ইহুদী বিষয়ে লেখা হচ্ছে। এর বাইরেই অনেক কিছু আছে - শুধু আমেরিকা কেন, আমার কিছু বন্ধু আছে প্যালেস্তাইনে। তো সব দিক শুনলে এত উলুত-পুলত হবার আগে অনেক ভাবতে হয়। তবে আমার নিজে ভালো লাগার কারণ লেখকের পরিশ্রম এবং প্রচেষ্টা। 
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ১২:০২488095
  • হুতো ঐ টইতে একটি বিশেষ দৃষ্টিভঙ্গী থেকেই ইহুদীদের বিষয়ে লেখা হচ্ছে তো, সেখানে আর এই সব লিখে তাল কাটতে চাই না। আমার ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা খুবই অন্যরকম, সে নিয়ে ব্যক্তিগত আলাপচারিতায় বলা যাবে'খন :)

    তাছাড়া খবরের কাগজে পড়া ইজরায়েলের কথা, আমেরিকায় জুইশ লবির কথা এমনকি এই দুদিন আগে হ্যারিস পর্ব - এগুলো ওখানে মানাবে না।
  • r2h | 2405:201:8005:9947:b89f:59e4:9c4e:1680 | ০৩ অক্টোবর ২০২১ ১১:৩৬488094
  • অভ্যু, এটা টইতে লিখলে ভালো। সবদিকগুলোই আসুক। আর এইটা একটা বড় ব্যাপার তো অবশ্যই।
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ১১:২১488093
  • টইয়ে মুগ্ধ পাঠকদের কাছে রসভঙ্গ করব না, এখানেই লিখি। আর হীরেনবাবু বলেওছেন ওনার অনেক আত্মীয় বন্ধুরা ইহুদী। তবু ইজরায়েলপন্থী ইহুদী, যারাই সম্ভবতঃ সংখ্যায় বেশি, তাদের উপরে সহানুভূতি রাখাটা কঠিন। আর আমেরিকার পলিটিক্স থেকে অ্যাকাডেমিয়া - প্রো-ইজরায়েল ইহুদী লবির কথা আর না বলাই ভালো।
  • Abhyu | 47.39.151.164 | ০৩ অক্টোবর ২০২১ ১০:৫৮488092
  • এবারের পোস্ট কেকেকে। ফীডব্যাক দিলে ঠিকঠাক করে টইতে তুলে দেব।

    মাশরুমের প্যাকেট
    --------------------
    ২৫ গ্রাম শুকনো নারকেল কোরাকে চার চামচ গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখো। বড়ো এক কোয়া রসুন গ্রেট করে নাও। দু চামচ ফ্রেশলি স্কুইজড লেবুর রসে মিশিয়ে দাও। খুব সরু সরু করে কাটা (আমি কাঁচি দিয়ে কাটি!) একটা বড়ো কাঁচা লঙ্কা মিশিয়ে দাও। এবার নারকেল আর আধ চামচ অ্যাঞ্চোভি পেস্ট, আধ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর নুন - সব একসাথে ভালো করে মিশিয়ে দাও। এবার (কেকের কথামতো) মাশরুমকে ময়েস্ট পেপার টাওয়েল দিয়ে মুছে কুচি করে কেটে নাও। এবারে একটা মিক্সিং বোলে সব ভালো করে মিশিয়ে নাও। অ্যালুমিনিয়াম ফয়েলের ছোটো ছোটো প্যাকেটে মুড়ে সাড়ে তিনশ ডিগ্রীতে আধঘন্টা বেক করে নাও।
  • সম্বিৎ | ০৩ অক্টোবর ২০২১ ১০:৫২488091
  • যদ্দুর জানি তড়িৎ চৌধুরীর দক্ষিণী কানেকশন নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত