এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নাম নেই | 2601:205:c280:2890:30d6:9820:453a:6851 | ২৫ অক্টোবর ২০২১ ১৫:৪৩489291
  • @কৌশিকঘোষ কি করবেন - চয়েস আপনা আপনা। বেসিকালি বাংলা যদি দুভাগ হয়েও সুখে শান্তিতে থাকে - সো লেট ইট বি। কিন্তু মনে হয় - কিছুটা ডেভেলপনেন্ট আলাদা হয়ে গেলে পাওয়া গেলেও যেতে পারে। অবশ্য নেতাদের লোভের তো আর সীমা নেই! সবই আটার ট্র্যাস - বুঝতেই পারছেন।
  • নাম নেই | 2601:205:c280:2890:30d6:9820:453a:6851 | ২৫ অক্টোবর ২০২১ ১৫:৪৩489290
  • @কৌশিকঘোষ কি করবেন - চয়েস আপনা আপনা। বেসিকালি বাংলা যদি দুভাগ হয়েও সুখে শান্তিতে থাকে - সো লেট ইট বি। কিন্তু মনে হয় - কিছুটা ডেভেলপনেন্ট আলাদা হয়ে গেলে পাওয়া গেলেও যেতে পারে। অবশ্য নেতাদের লোভের তো আর সীমা নেই! সবই আটার ট্র্যাস - বুঝতেই পারছেন।
  • মো সালাহ - লিভারপুল | 2601:205:c280:2890:30d6:9820:453a:6851 | ২৫ অক্টোবর ২০২১ ১৫:১৮489289
  • মো সালাহ নিয়ে এখানে কোনা উচ্ছ্বাস নেই। এখানেও নেই - না আন্দবাজারে। এদিকে মেসি রোনাল্ডো আর হয়তো আর দুবছর আছে। 
    সামহাউ বাঙালীর রাডারে আর কেউ নেই।
    কেনো? 
    আজ মে সালাহ হ্যাট্রিক করেছে এগেন্স্ট ম্যানসেস্টার ইউনাইটেড। অথচ কেনো হেডলাইন নেই কোথাও।  সেই মেসি-রোনাল্ডো। আজকে রোনাল্ডো অবশ্য মাঠে ছিলো। একটা গোলও করেছে অফসাইডে। আনন্দবাজারে তো ইন্ডিয়া পাকিস্তান ছাড়া কোনো খবরই নেই! হায়!
    আজকের গোলগুলো - সালাহ্ র হ্যাটট্রিক! 
  • b | 14.139.196.16 | ২৫ অক্টোবর ২০২১ ১৪:৫৫489288
  • এদিকে কালকে ম্যান ইউ যে পুচ্ছ গোময়ে মাখামাখি কল্ল ।
    হায় সেরকম সিরিয়াস ফুটি নাই। অরিজিৎ গান্ধী সবাই গুরু ছেড়ে দিয়েছে। 
  • Ranjan Roy | ২৫ অক্টোবর ২০২১ ১৪:১২489287
  • @চ্তুর্ভুজ,
    "ভাগ্যিস হারল"! 
    সব মুমকিন হ্যায়! চাহে জ্যাভ্লিনে সোনা জেতা হোক বা--!
    আমার মটোঃ
    "দশে মিলে করি কাজ,
    হারি জিতি নাহি লাজ"।
    কিন্তু অমন গোহারান হারের পর বিরাট যখন এক গাল হেসে রিজওয়ানকে অভিনন্দন জানালো আমার দিল একদম গার্ডেন ! গার্ডেন! 
    যেমনটি ব্রেক আপ হয়ে যাওয়া অনুষ্কার সম্পর্কে অন্ধভক্তদের কটুকাটব্যের পর ওর রুখে দাঁড়ানোয় হয়েছিল।
     
  • অপু | 2401:4900:3ee5:8e40:0:6d:d0e2:a301 | ২৫ অক্টোবর ২০২১ ১৩:৪৬489286
  • পুনশ্চ টা অনেক আগেই প্রকাশিত হ য়েছে। 5 খন্ডে। আমি 9/10 আগে ব ই মেলায় ব্রাউজ করতে করতে পেয়েছিলাম।
     
    কমপ্লিট টা নবপত্র র। নিয়েছি। কিন্তু এই মুহূর্তে  কটা আউট অফ প্রিন্ট।
  • কৌশিক ঘোষ | ২৫ অক্টোবর ২০২১ ১৩:২৯489285
  • নাম নেই
    দার্জিলিংয়ে ঘুরতে গেলে শিমলা শিমলা ফিল করতে পারবো। হাজার হোক অন্য রাজ‍্য তো বটে।
  • নাম নেই | 2601:205:c280:2890:70a3:47c4:f63a:129e | ২৫ অক্টোবর ২০২১ ১৩:১৯489284
  • উত্তর বঙ্গ আলাদা হতে চাইলে - হাত তুলে দিলাম। কলকাতার বুদ্ধিজীবিদের অপ্রেশন আর মানা যায় না। গত কয়েক দশক ধরে দেখলাম। কিসুই হয়নি।
  • কৌশিক ঘোষ | ২৫ অক্টোবর ২০২১ ১৩:০১489283
  • @ r2h 
    এতোদিন কোথায় ছিলেন ? 
    প্রাণিজগৎ বিষয়ে যথেষ্ট মূল‍্যবান কিছু পয়েন্ট যোগ করলেন। হাতি নিয়ে হাতাহাতির সময় আপনি থাকলে ভালো হতো।
     
    প্রথম লাইনটা পড়ে আবার ভাববেন না যেন আমার চোখ পাখির নীড়ের মতো। নিতান্তই বদখত দেখতে।
  • Abhyu | 47.39.151.164 | ২৫ অক্টোবর ২০২১ ১২:৩১489281
  • না না সে তো বটেই - ব্রতীন্দা তো নতুন কেনা বইতের ছবিও দাও। ভালো কথা, পুনশ্চ থেকে শিবরাম রচনাবলীর নতুন খণ্ড বেরিয়েছে দেখেছ?
  • r2h | 2405:201:8005:9947:f100:96c4:73ff:f3d3 | ২৫ অক্টোবর ২০২১ ১২:২৮489280
  • অ্যাণ্ডরের প্রকৃতি বিষয়ক বিবিধ প্রসঙ্গেঃ

    বিলুপ্ত ব্যাঙ - এহ, রীতিমত বিভত্স ব্যাপার। এটা অর্ধ আধ্যাত্মিক কেন? এমনিতেও মাতৃত্ব একটা বায়োলজিক্যাল ব্যাপার, মানুষ তার ওপর নানান রকম গ্লোরি চাপিয়েছে। বুদ্ধিমান মানুষ যদি ঐ ঝামেলায় না যেতে চায়, সেটাকে কাউন্টার করার জন্য একটা সামাজিক চাপ তো লাগবে। ব্যাঙেদের কী আর ওসব ঝামেলা আছে, ইন্স্টিংক্ট যা বলবে তাই করবে।

    ঐসব ক্লোন টোন করে ফিরিয়ে আনা, এগুলি নিষ্ঠুর প্রক্রিয়া বটে, এ আমিও মনে করি। তারওপর ঐ জুরাসিক পার্ক কী গডজিলার মত ব্যাপার হয়ে গেলে বাজে কেস হবে।
    কিন্তু এসব কী আর শুধু বিজ্ঞানী নিজের স্যাটিসফেকশনের জন্যে করেন, এমন হয় নাকি? আজকাল ওরকম ইভিল বিজ্ঞানী নিজের বেসমেন্টে মিনটর বানিয়ে ধর্মতলার মোড়ে ছেড়ে দিলেন ওরক হয়? যে প্রতিষ্ঠানের ইন্ফ্রা, যার ফন্ডিং - তাদের নিশ্চয় কিছু জাস্টিফিকেশন দেখাতে হয়। ক্লোন টোন করে মানুষ অমর হয়ে যেতে পারবে। ব্যাপারটা সুবিধের হবে না, একটা হিটলার রোস্ট হয়ে যাওয়ার পর দু'বছর পর হাওয়া ঠান্ডা হলে আরেক পিস হিমঘর থেকে বেরুলো, গোলমেলে ব্যাপার। কিন্তু সে যাই হোক, আমার বৈজ্ঞানিক গবেষণা নিয়ে জ্ঞানগম্যি নেই, কিন্তু বিজ্ঞানী নিজের খুশির জন্য ওরকম কিছু করতে পারেন কিনা, এইটা নিয়ে সন্দেহ আছে।

    মানে, প্রকৃতির রহস্যভেদও তো একটা পার্পাস। না হলে ছায়াপথের ইশেন কোণে কী আছে তা জেনে মানবজাতির কী লাভ? লার্জ হেড্রন কোলাইডার দিয়েই বা কোন দেশে পালং শাকের দাম কমবে? ঐ লাইনেই ব্যাঙের ক্লোন আর টি রেক্সের পা ওয়ালা মুর্গি। তবে জীবিত প্রাণী নিয়ে কারবার করতে গেলে মরালিটি জীবে দয় এইসব মাথায় রাখা দরকার, তা ঠিক, না হলে গোলমাল হয়ে যাবে।

    আর মানুষ না হয়ে গরু ঘোড়া ইঁদুর বাঁদরের মত প্রাণী হলে তো প্রকৃতির ভালোই হত, শিল্পবিপ্লব, বনজঙ্গল কাবার, ডোডো পাখি নির্মূল - আরো কত কিছু না হয়ে প্রকৃতি নিজের ছন্দে থাকতে পারতো।
    মানুষ হয়ে মানুষের খুব উপকার হয়েছে, আর তেমন কারো উপকার হয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, বেড়ালদের উপকার হয়েছে বলা যায়। আর কেউ ওদের এত প্রশ্রয় দিতো না।

    ছবির হাতি, আমারও তাই মনে হয়, পোষ মানিয়েছে ভালো মানুষ ভারতীয় হাতিদের, ছবি আঁকার সময় এঁকেছে আফ্রিকার হাতিদের, ওদের যেহেতু কুলোর মত কান মুলোর মত দাঁত নিয়ে বেশি বীরত্বব্যাঞ্জক চেহারা।

    টাঁড়বাড়ো বিষয়েও তাই। স্বধর্মচ্যুত হলে আর দেবতা বাঁচাবে কেন।

    বিটিডাব্লিউ, নেটফ্লিক্সে নর্সম্যান সিরিজটা কেউ দেখেছেন? (https://www.imdb.com/title/tt5905354/)
  • অপু | 2401:4900:3ee5:8e40:0:6d:d0e2:a301 | ২৫ অক্টোবর ২০২১ ১২:১৯489279
  • ছি ছি কী অকমান অভ‍্যু। আমি ছোটদের/কিশোর দের বই প্রচুর পড়ি এখনো। :)))
     
    কবি বলেছেন " বয়েস বাড়তে চায় বাড়ুক, কিন্তু মনের বয়েস বাড়তে দিও না"- 
    বুইলে কিনা??  :))
     
    কিন্তু তার মানে এই নয় যে অন‍্যবই পড়ি না। :)))
  • অপু | 2401:4900:3ee5:8e40:0:6d:d0e2:a301 | ২৫ অক্টোবর ২০২১ ১২:১৬489278
  • হমম। সেটা পরে মনে এলো :)))
  • b | 14.139.196.16 | ২৫ অক্টোবর ২০২১ ১১:৪৩489277
  • আধ্যাত্মিক আবার কি মশাই? সবই সেলফিশ জিন। 
  • Abhyu | 47.39.151.164 | ২৫ অক্টোবর ২০২১ ১০:৫৪489276
  • ব্রতীন্দা তো ক্লাস ফাইভ থেকে টেনের পাঠ্য গল্পের বইয়ের ব্যাপারে একজন অথরিটি ভাবতাম। হাতির সঙ্গে হাতাহাতি জানতে না???
  • :|: | 174.255.131.132 | ২৫ অক্টোবর ২০২১ ০৮:৫২489275
  • "থাকলে লিখতেন" না -- থাকাকালীনই লিখেছিলেন "হাতির সঙ্গে হাতাহাতি"। কাকার শ্বেতহস্তী সংগ্রহ করার শখকে কেন্দ্র করে।
  • অপু | 2401:4900:3ee5:8e40:0:6d:d0e2:a301 | ২৫ অক্টোবর ২০২১ ০৮:২১489274
  • কিংবা  "হাতাহাতি" :))
  • অপু | 2401:4900:3ee5:8e40:0:6d:d0e2:a301 | ২৫ অক্টোবর ২০২১ ০৭:০৯489273
  • শিবরাম থাকলে লিখতেন "হাতি নিয়ে মাতামাতি" :))
  • &/ | 151.141.85.8 | ২৫ অক্টোবর ২০২১ ০৬:৫৭489272
  • ক বাদ পড়ে গেছে। স্যাটিসফেকশন। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৫ অক্টোবর ২০২১ ০৬:৫৫489271
  • কেকে, আমার মনে হয়, কৌতূহল মেটানো বা নিজেদের সায়েন্টিফিক জোশ দেখানোর জন্য এইভাবে একটা একটা প্রাণী ক্লোন করে ফেরানো ভালো না। প্রাণীরা তো একা বাঁচে না, তাদের বিশাল যূথ নিয়ে বাঁচে। কিছুকাল আগে সেই একরকম বিলুপ্ত ব্যাঙ ক্লোন করে ফেরানো শুনেছিলাম, সে এক আশ্চর্য প্রজাতির ব্যাঙ। মা ব্যাঙ ব্যাঙাচি সন্তানদের নিজের পাকস্থলীর মধ্যে বড় করে। নিজে খাওয়াদাওয়া বন্ধ করে দেয়, একটা পর্যায়ে ফুসফুস পর্যন্ত চাপে ছোটো হয়ে যায়, ওই মা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে ত্বকের দ্বারা শ্বাসকার্য চালায়। তারপরে পূর্ণগঠিত ছোটো ছোটো ব্যাঙ গুলোকে একসময়ে মুখ দিয়ে বার করে দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ফেলে হাঁপ ছাড়ে। আবার খাওয়াদাওয়া শুরু করে।
    এরকম একটা অর্ধ-আধ্যাত্মিক মাতৃত্বকে জোর করে ল্যাবে ফিরিয়ে এনে পুরো প্রক্রিয়াটা করতে বাধ্য করানো, খুব খারাপ লাগে। বিশেষ করে এতে যখন অন্য কোনো লাভ হচ্ছে না, শুধুই বিজ্ঞানীর স্যাটিসফেশন ছাড়া।
  • &/ | 151.141.85.8 | ২৫ অক্টোবর ২০২১ ০৬:৪৩489270
  • আরে অমিত, সেসব তো হবেই। এককালে গোটা গোটা মানুষ ধরে ধরে নিয়ে বলি দিত, যক বানাতো, ইত্যাদি আরো বহু কিছু করত। তখন জাস্টিফাইও করত। আরে তোর তুচ্ছ জীবন ধন্য হল স্যাক্রিফাইস করে। কালে কালে সেসব প্রথার প্রাদুর্ভাব কমেছে। ক্লোনিং করে করে এখন যদি সেসব মেডিকেল রিসার্চে কাজে লাগায় বা চিকিৎসায় কাজে লাগায়, তাতেই বা কার কী করার থাকবে? এইসব এথিকাল টেথিকাল সবই ক্ষমতাশালী মানুষ নিজেদের সুবিধামতন লিস্ট তৈরী করে টিক মেরে মেরে নেয়।
  • মানবকুল | 2600:1002:b1c2:8ff3:b97f:3c98:2aa1:f070 | ২৫ অক্টোবর ২০২১ ০৬:৩৭489269
  • আপনাদিগের চিন্তা দেখি বড়ই গন্ডিবদ্ধ। 
    মানুষ অন্য প্রাণিকুল নিয়ে এই সব ছলাকলা করবে - এটা যে পার্ট অফ গ্রান্ড ডিজাইন - এভাবেও তো ভাবতে পারেন। 
    আর, মানুষ যে কুকুর ছাগলের থেকে আলাদা - কুকুর ছাগল সাট্টিফাই না করলে মানব কেন সেকথা? 
  • Amit | 121.200.237.26 | ২৫ অক্টোবর ২০২১ ০৬:১০489268
  • হ্যা। এথিক্যালি এটা খুবই ভুল মনে হয়। একটা লুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে এভাবে ফেরালে তার আল্টিমেট ফল কি হবে কেও জানেনা। খোদার ওপর খোদকারি করা যাকে বলে। 
     
    তবে বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তাতে কতদিন এথিক্স নিয়ে ম্যাংগো লোকে ভেবে ঠেকাতে পারবে বলা মুশকিল। ক্লোনিং টাই ধরেন না। সব দেশই এটাকে এথিক্যালি ভুল  বলে মেনে নিয়েছে খাতায় কলমে। কিন্তু লুকিয়ে লুকিয়ে কোথায় কি রিসার্চ চলছে , সেসব সফল হলে তারপর অর্গান ট্রান্সপ্লান্টেশন এ ব্যবহার হবে কিনা কে বলতে পারে। দুনিয়া তো বেসিকালি চালায় আদতে কিছু ডেমাগগ লিডার আর মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানিরা। ম্যাংগো লোকে ভাবে তারা চালাচ্ছে। আসলে ফক্কা। 
  • kk | 68.184.245.97 | ২৫ অক্টোবর ২০২১ ০৫:৫৬489267
  • অ্যান্ডরের ০০-৩৫ এর পোস্টটা খুব ভালো লাগলো। ঊলি ম্যামথ ক্লোনিং এর ঘটনাটা আমি এক্দমই মন থেকে মেনে নিতে পারিনা। কারুর সাথে ভাবনাটা মিলে গেলো দেখে খুব ভালো লাগলো।
  • :|: | 174.255.131.132 | ২৫ অক্টোবর ২০২১ ০৫:১৯489266
  • ভাগ্যিস হারলো! থ্যাঙ্কু (কাকে দিলাম শিওর না)। নইলে এখন কৃকেটে কৃকেটে ছয়লাপ হয়ে যেতো এই ভাটের পাতা। আবারও থ্যাঙ্কু। থ্যাংকস গিভিং আসছে  -- দিয়ে রাখলুম দুটি এক্সট্রা। 
  • &/ | 151.141.85.8 | ২৫ অক্টোবর ২০২১ ০৩:৩১489265
  • মানুষরা ক্রমাগতঃ পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে, সমাজব্যবস্থাতেই হোক কি জিনিসপত্র বানানোতেই হোক। এটাই মানুষের অস্তিত্বের কারণ। নইলে গরু ঘোড়া ইঁদুর বাঁদরের মতন আর একটা প্রাণীই হত মানুষ। সেই প্রাণী দিয়ে কী কাঁচকলাটা এগোতো প্রকৃতির? ঃ-)
  • কৌশিক ঘোষ | ২৫ অক্টোবর ২০২১ ০২:৫১489264
  • মুদ্রা নিয়ে আপনার বলা পয়েন্টটা ভাবার মতো।
  • কৌশিক ঘোষ | ২৫ অক্টোবর ২০২১ ০২:৫০489263
  •  &/ 
    জমিয়ে দিলেন। কিন্তু আজ আবার আমি থাকতে পারি নি। পরে এসে সব পড়লাম। দারুণ ব‍্যাপার তো। ঠিকই বলেছেন। অনেক ব‍্যাপারেই না-মানুষরা মানুষের চেয়ে অনেক ভালো।
  • Abhyu | 47.39.151.164 | ২৫ অক্টোবর ২০২১ ০১:২৯489262
  • অতি হতচ্ছাড়া অ্যাড ছিল ঐ মওকা মওকা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত