এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জয় | 82.1.126.236 | ০২ নভেম্বর ২০২১ ০০:২৭489599
  • নিতান্ত দুঃখিত- কিভাবে তিনবার পোস্ট হয়ে গেছে! কোন ভাবে ডিলিট করা যাবে? 
  • জয় | 92.40.186.195 | ০২ নভেম্বর ২০২১ ০০:০৬489598
  • ধন্যবাদ kk. সামনের সপ্তাহে অপরেশন। ফিঙগার ক্রশড।
    আজ পড়লাম ৩ডি প্রিন্ট করে প্ল্যান্ট বেসড+ বায়ো সিন্থেটিক মাংশ, তাও আবার যেমন তেমন মাংশ নয় রিবআই স্টেক নামাচ্ছে (ইজ্রায়েলের এক কোম্পানী)। সিঙ্গাপুর প্রথম দেশ যারা প্ল্যান্ট বেসড+ বায়ো সিন্থেটিক মাংশ বাজারে বিক্রীর অনুমতি দিয়েছে! হরিহে মাধব!!!
  • | ০১ নভেম্বর ২০২১ ২৩:১৭489595
  • বিরিয়ানি কোনকালেই আমার দারুণ কিছু লাগে না। একটু হালকা  হলে তাও ভাল। আলিবাবার বিরানি হালকার দিকে ছিল। কিন্তু সিরাজের যেমন একেবারে  ডালডা মশলা চপচপে।  কিন্তু আমার সাথে যারা থাকত তারা সব বিরিয়ানি বুভুক্ষু পাবলিক। সে পার্ক্সট্রীট ফুটপাথের বিরানিও হালুম হুলুম করে খেয়ে নিত। ত সেই সময় বিভিন্ন জায়গার বিরানি চাখা হয়েছে। ওই গুলি কাবাব দেয়া ব্যপাট্টা ভাল লাগত।
  • একক | ০১ নভেম্বর ২০২১ ২২:৩৮489594
  • মাই টাইপ অফ ডার্ক কমেডি :)) দিল গারডেন হো গয়া!  
     
    জুতোর বাড়ি মারতে হয় সালাদের.. 
  • kk | 68.184.245.97 | ০১ নভেম্বর ২০২১ ২২:২৪489592
  • জয়,
    ভালো হয়ে উঠুন।
  • aranya | 2601:84:4600:5410:60f7:65f3:d568:68ff | ০১ নভেম্বর ২০২১ ২১:৫০489591
  • আমার আর বিরিয়ানি ভাল লাগে না, এ বড় দুখের দিন  :-(
    টেস্ট বাডস পাল্টে যাচ্ছে 
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ নভেম্বর ২০২১ ১৬:০০489590
  • কাবুলিওয়ালা র মাংসের ডিশ গুলো মন্দ নয়। বিরিয়ানি ঠিকঠাক, নট that good। ঠিক আওয়াধি ফ্লেভার টা আসেনি।
  • জয় | 82.1.126.236 | ০১ নভেম্বর ২০২১ ১৫:৪৫489589
  • আর ওটা ক২ নয়। সি ও টু লিখতে গেছিলাম।
  • জয় | 82.1.126.236 | ০১ নভেম্বর ২০২১ ১৫:৪৪489588
  • পন্ডিত সাজতে গিয়ে পৃথিবীর বানানটাই ভুল কল্লাম!
  • জয় | 82.1.126.236 | ০১ নভেম্বর ২০২১ ১৫:৪২489587
  • খুব অল্প দিন হল মাংশ খাওয়া ছেড়েছি- তাও তা সদ্য বাওয়েল ক্যানসার ধরা পড়ার পর। তাই দুদিনের বোষ্টম ভাতেরে কয় অন্ন? 
    গ্রীন গ্যাস বেরুচ্ছে এই গরু ছাগল চাষ থেকে  সে বাদ্দিন। মাংশ খাওয়া নাকি সাসটেইনেবল নয়। ৭০% কৃষিজমি ব্যবহার হয় ১৭% ক্যালোরি উৎপাদনের জন্য?  মনে হয়  এখনও পৃথীবির বেশীর ভাগ মানুষের রেগুলার মাংশ খাওয়ার পয়সা নেই (আমার কাছে এভিডেন্স নেই- কুঁড়েমি করে খুঁজিনি)- খেলে কি হত?
    কৃত্রিম মাংসের টেকনলজি যা এখনো পর্যন্ত- বেশী এনার্জি লাগে। যদিও কম মিথেন ছাড়ে- বেশী কার্বন ডাই অক্সাইড ছাড়ে। লং টার্মে মিথেন নয়- ক২ বেশী ক্ষতি করে- পরিবেশে থেকে যায় বলে? 
    সিন্থেটিক বায়োলজি একধরনের মলিকিউলে আবিষ্কার করেছে- লেগহিমোগ্লোবিন, প্ল্যান্টবেসড বার্গারে রক্তের স্বাদ আনার জন্য! 
    ভাবুন শেষের সেদিন- আরসালান নাম বদলে আরভিগান হয়ে গেল আর বিরিয়ানির বদলে ভিগিয়ানি বেচতে শুরু করলঃ)
  • একক | ০১ নভেম্বর ২০২১ ১৫:১২489586
  • বুলবুলে তিনবারের বেশি স্ক্রল হলে পেজিনেশন অটোমেট করা যায় না?  টেক টিম প্লিজ দেখুন, এখনকার ডিজাইনে এত বেশি স্ক্রলেবল কন্টেন্ট সেম পেজে রাখলে ইউসারের পড়তে চাপ।
  • a | 194.193.166.124 | ০১ নভেম্বর ২০২১ ১৩:৪৫489585
  • কাবুলিওলা বাড়িতে আনিয়ে খেয়েছি, ডবল প্যাক অপশন আছে। ভালৈ লেগেছে। 
    আর আইপ্যাড দামে পোষালে অন্য কিছু না দেখাই ভালো। 
  • কৌশিক ঘোষ | ০১ নভেম্বর ২০২১ ১১:২৩489584
  • @ kc
    শশধর তর্কচূড়ামণি  বহরমপুরে জুবিলী টোলে যোগ দিয়েছিলেন। কিন্তু এখানে তাঁর পরিচিতি ছিলো জাস্ট নামকরা পন্ডিত হিসেবে। কোলকাতা কাঁপিয়ে এসেছেন এই রকম একজন মানুষ একটা ছোট শহরে এলে যা হয় আর কি।
    এখানে ঐ টোলের স্পনসর ছিলেন কাশিমবাজার রাজবাড়ির ছোট শরিকরা। ঐ পরিবারের বধূ আন্নাকালি দেবী শশধরকে আনার প্রধান উৎসাহদাতা ছিলেন। শ্রীরাম শিরোমণি ছিলেন টোলের অধ‍্যক্ষ তখন। সম্ভবত লক্ষ্য ছিলো টোলে একজন 'কোলকাতা-স্বীকৃত' পন্ডিতকে এনে টোলটাকে আর্যদের হৃতগৌরব ফিরিয়ে আনার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। হাঁচিটিকিগ্রহণস্নানের বৈজ্ঞানিক ব‍্যাখ‍্যা ট‍্যাখ‍্যা দিয়ে শশধর এরকম একটা ছোট শহরের পয়সাওয়ালা লোকদের চোখে একেবারে হিরো সেকালে। বহরমপুরে কৃষ্ঞনাথ কলেজে ইংরেজি অধ‍্যাপনার জন‍্য শশী তারুর এসে যোগ দিলে যেমন করবে বহরমপুরের লোকজন, সেইরকম অনেকটা।
    আশ্চর্য এই যে এখানে আসার পরে শশধর আর তেমন কিছু করেননি, অধ‍্যাপনা ছাড়া। ১৯০০ থেকে ১৯২৮ সময়পর্বে রাজনৈতিক আন্দোলন ইত‍্যাদির ফলে শশধরের বৈজ্ঞানিক ব‍্যাখ‍্যাগুলোর আবেদন এবং গ্রহণযোগ্যতা কমে গিয়ে থাকবে। হয়তো ছোট শহরের পুরনো খ‍্যাতির আঁচ পোয়াতে পোয়াতে অধ‍্যাপনা করা বেশি আকর্ষণীয় মনে হয়েছিলো শশধরের।
    বহরমপুরে ওনার পরিবার তারপরেও দীর্ঘদিন বাস করেছে। ওনার নাতির এখানে বাস করার কথা শুনেছি। আপাতত তর্কচূড়ামণির বংশধররা বহরমপুরে আছেন কিনা জানি না।
    চেষ্টা করছি, জানতে পারলে বলবো‌।
  • সিএস | 103.99.156.98 | ০১ নভেম্বর ২০২১ ১১:০৫489583
  • গড়িয়াহাটের আমিনিয়া, আমার ধারণা ছিল শুধু রোলই পাওয়া যায় ! বিরিয়ানি খাওয়ার চেষ্টা করিনি কোন দিন। তবে ধর্মতলার আমিনিয়ার বিরিয়ানিতে এখন গুলি কাবাব দেয় না।
  • | ০১ নভেম্বর ২০২১ ১০:২৯489582
  • আগে গড়িয়াহাটের  আমিনিয়ার বিরিয়ানিতে চিকেন গুলি কাবাব দেয়া থাকত। আগে মানে ধরুন ১৯৯৭-২০০২ সময়কালে। মাটন চিকেন দুইরকম বিরিয়ানিতেই চিকেন গুলি কেবাব দিত।
     
    ডিঃ এখনো থাকে ক্না জানি না। 
  • সিএস | 103.99.156.98 | ০১ নভেম্বর ২০২১ ১০:১৮489581
  • বছর দু'এক বা তারও আগে সল্লেক সিটি সেন্টারের কাছে Nav Aminia নামে একটি দোকান হয়েছিল। ওরিজিনাল আমিনিয়ার অফশ্যুট কিনা জানিনা, কিন্ত কয়েকমাস চলে উঠে গেল। তো, তাদের বিরিয়ানিতে গুলি কাবার দেওয়া থাকত (পরশুরামের বিরিঞ্চিবাবা গল্পের প্রথম দিকে গুলি কাবাবের উল্লেখ ছিল), কিন্তু এই গুলি কাবাবের ব্যবহার আমি আর অন্য কোথাও দেখিনি। কারোর জানা থাকলে জানাবেন তো।
  • সিএস | 49.37.32.64 | ০১ নভেম্বর ২০২১ ০৯:৫৯489580
  • জমজমের পাশে তো এখন রয়াল - ও আছে। আহা, তাহাদের বানানো চাঁপ, মুর্গীরটার থেকে মটনেরটা, মাঝেমাঝেই প্রবল টান অনুভব করি ! শক্তি চাটুজ্যের কবিতার চাঁদের মত আয় আয় করে ডাকে, আমি তাকে পারি না এড়াতে। জমজমের বিরিয়ানি  বীফের পদগুলো পুষ্টিকর, তার উল্টোফুটে অতিসাধারন দেখতে নাফিল -এর পরোটা আর বীফ - এর পদও উপাদেয়। বিকেলের দিকে বীফ রোল বানায়, পরোটার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেয় শুধু, ইদানীংকার কাবাব রোলের মত বড় আকারের নয়, গোটা তিন - চার কামড়েই শেষ হয়ে যাবে। কাবাব রোলের সাথে তুলনা করলে ঠকবেন।

    বিরিয়ানি খেতে খেতে ক্রমশঃ শুকনো হয়ে গেলে ভালো লাগে না, কিছু একটা নিশ্চয় থাকে না সেই বিরিয়ানিতে। ফলে সিরাজের বিরিয়ানির প্রথম দিকটা ভাল লাগলেও শেষের দিকটা একটু ঠকে যাই, মেজবানের - টাও সেরকম লেগেছিল। আমি অবশ্য আমিনিয়ারটাও পছন্দ করি, আরসালান -ও। মনজিলাত - ও ভাল লেগেছিল, আর একবার গিয়ে দেখতে হবে। অওধ - এর খাবার আমার খুব একটা পোষায় না, তদুপরি হাই - এন্ড রেস্তোরা হওয়ার চেষ্টা করে, দাম বাড়িয়ে রেখেছে। কিছু অর্বাচীন মোগলাই দোকান হয়েছে, যেমন কাবুলিওয়ালা বলে একটি, খেয়ে দেখতে পারেন, তবে এরা মনে হয় শুধু বাড়িতে দেয়।
  • lcm | ০১ নভেম্বর ২০২১ ০৯:৫৮489579
  • মোটামুটি নামকরা দোকান আমার সবই ভালো লাগে, কতটা খিদে আছে তার ওপর ডিপেন্ড করে।
  • | ০১ নভেম্বর ২০২১ ০৯:৩১489578
  • না রে বাবা জমজম পার্কসার্কাসে।
  • b | 14.139.196.16 | ০১ নভেম্বর ২০২১ ০৯:২১489577
  • হ্যাঁ,   খাঁটি লখনৌ  এর বিরিয়ানি (ওনারা বলতেন পুলাও ) ওরকম উগ্র মশালাবিহীন হয় । 
  • | 2601:247:4280:d10:2043:9518:64d3:dbe2 | ০১ নভেম্বর ২০২১ ০৮:৫৬489576
  • জমজমে খাইনি।সেটা কোথায়? খিদিরপুরে?
  • | 2601:247:4280:d10:2043:9518:64d3:dbe2 | ০১ নভেম্বর ২০২১ ০৮:৫৬489575
  • গোলাপ,আতর,কেওড়া ইত্যাদি দেওয়া বিরিয়ানি ( আমিনিয়া) জঘন্য লাগে। আবার হাতে বা চামচে এক পরত শুকনো ডালডাও( রহমানিয়া, দাদা বৌদি) সমান অখাদ্য। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ নভেম্বর ২০২১ ০৮:৪৯489574
  • আমারও আরসালান ভালো লাগে। আমিনিয়া বা অন্য কিছু একদম নয়। জমজম ও খারাপ না।  তবে রিসেন্টলি আমার মতে আরসালান একটু ডিটোরিয়েট করেছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ নভেম্বর ২০২১ ০৮:৪৭489573
  • আমি মনজিলাত থেকে আনিয়ে খেয়েছি। আগে ভাগে বলে রাখি, ওনাদের কোনো হোম ডেলিভারি অপশন নেই, জমাটো, সুইগি ওনাদের ডেলিভারি করে কিনা জানিনা, আমি সুইগি জিনি দিয়ে আনিয়েছিলাম
     
    বিরিয়ানি অসাধারণ, অসামান্য। একদম খাঁটি মশলা দিয়ে সুন্দর করে রান্না করা। কিন্তু বেশ হালকা। উগ্র গন্ধ বিহীন। অনেকে হালকা বিরিয়ানি পছন্দ করেন না, আগে তাই বলে রাখলাম। মাংস নরম ছিল।
     
    আরেকটা মাটনের ডিশ নিয়ে ছিলাম, মনে করতে পারলে বলবো। সেটাও খুব সুন্দর ছিল। স্বাদের মধ্যেও ব্যালেন্স ছিল। খুবই সুস্বাদু। ভীষন রিচ নয়। তেল চুপচুপে টাইপের জিনিস নয়। তার সাথে খেয়েছিলাম উল্টা তাওয়া পরোটা। এই জিনিসটা মাস্ট ট্রাই।
     
    ডেজার্ট আগে থেকেই বাড়িতে ছিল,  তাই  ওনাদের     ডেজার্ট ট্রাই করা হয় নি।
  • | 2601:247:4280:d10:2043:9518:64d3:dbe2 | ০১ নভেম্বর ২০২১ ০৮:৪৭489572
  • সৈকত, ঐটাই হলো আসল কথা।তবে আমার দ্বিতীয়বার যাওয়া মুশকিল। তোমার মতে কোন বিরিয়ানির দোকানটা ভালো? 
    আমার যেমন আর্সালান ভাল্লাগে। 
  • | 2601:247:4280:d10:2043:9518:64d3:dbe2 | ০১ নভেম্বর ২০২১ ০৮:৪২489571
  • কাবাব খেতে খিদিরপুর! একটু বেশিই দূর হয়ে যাবে:-(
  • সিএস | 49.37.32.64 | ০১ নভেম্বর ২০২১ ০৮:৩৪489570
  • মনজিলাত'্স এ দুবার খেয়েছি। অল্প বসার জায়গা, এক - দুদিন আগে অন্তত বুক করতে হয়, ভদ্রমহিলা মোটমুটি নিজেই রান্না করেন, কয়েকজন সহকারী আছে। আর পাঁচটা রেস্তোরার মতো ব্যবস্থা অত চৌকশ নয়, ইনফর্মাল , খাবারের জন্য অপেক্ষাও করতে হতে পারে।

    প্রথমবার খেয়ে প্রায় তুরীয়ভাব হয়েছিল। বিরিয়ানি, কাবাব সবই। কিন্তু দ্বিতীয়বার অতখানি নয়, মাটিতে
    ছিলাম, বেশ স্বাদহীন লেগেছিল। তবে ইন জেনারেল, কোন রান্নাই রগরগে নয়, হালকার ওপরে। কিন্তু খেয়ে দেখতে পারেন, নবাবের বংশধরকেও দেখা হবে।
  • সম্বিৎ | ০১ নভেম্বর ২০২১ ০৮:৩৪489569
  • মনজিলাত গেল বারই খাব ভেবেছিলাম। অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। কলকাতার সেরা গালৌটি খিদিরপুরের ইন্ডিয়া হোটেল - পুরনো ফ্যান্সি মার্কেটের পাশে।
  • | 2601:247:4280:d10:2043:9518:64d3:dbe2 | ০১ নভেম্বর ২০২১ ০৮:৩২489568
  • বিখ্যাত শুনলে আমার আজকাল তেমন নোলা সকসক করে না।অওয়ধে র গলৌতি কাবাবের প্রশংসা শুনে মন ভরে গিযেছিলো।খেয়ে ততটা না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত