এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bodhisattvagc dasgupta | ০৭ নভেম্বর ২০২১ ১৮:৫৩489809
  • সুকি থ্যাঙ্ক ইউ। হ্যাঁ সেটার সঙ্গে আমার পরিচয় কম। আসলে যে মাল কাগজে লেখা যায় সেটা লোকটে ফোনে ডেলিভার না করলে পড়বে না এটা কনজিউমার বিহেভিয়ার হতে পারে কিন্তু কতটা চয়েস আমি সত্যিই জানিনা। ডীজিটাল স্পেসিফিক কন্টেন্ট আলাদা বস্তু। 
     
    আমার একনিষ্ঠ নিননিছা ফলোয়ারের সংখ্যা আমি মূলতঃ সিপিএম প্রচারক ভুমিকায় আসার পরে বেড়েছে না আগেও এরকম ছিল এটা আমার সেরকম মনে পড়ে না, ভারতের শ্রী মহাকাল দেখছি যুধিষ্টির এর পদব্রজের পরে  অনুসরণযোগ্য প্রাণী দিয়ে ভরিয়ে দেবার জন্য আমার ই চলা পথ কে নির্বাচন করেছেন:-))))
  • r2h | 2405:201:8005:9947:d417:b068:8302:7970 | ০৭ নভেম্বর ২০২১ ১৮:৪৩489808
    • bodhisattvagc dasgupta | ০৭ নভেম্বর ২০২১ ১৭:৩৯489804
    • ...পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে উচ্চমানের থিয়োরি চর্চা সমাজবিজ্ঞান চর্চা হ ওয়া সত্ত্বেও সেখানকার লোক নিজেদের ভাষায় লেখা যখন শুরু করলো... একেবারেই শারদীয়া আনন্দবাজার বা দেশ ইত্যাদির পাড়ার পুজো কমিটির সুভেনির ভার্সন, যেখানে নতুন কোনও আর্টিস্টিক সেন্সিবিলিটি, লিটল ম্যাগ ঘরানার ততদিনে ঘিসাপিটা বিকল্প চর্চা কিছুই নেই। শুধু ই প্রযুক্তি টা নিয়া উত্তেজনা। আমার পরবাস ও বাংলালাইভ সলিড বোগাস ধুর লাগত মোস্টলি ...। 
       
      ...এর গোটাটাই থিয়োরাইজ করা কঠিন কিছু না কিন্তু গুরুচন্ডালি র বাইরে ফ্রাঙ্কলি আমি তেমন বেশি কিছু অনলাইনে পড়িনি। তাই র ডেটা কম।

    যাহ, তেমন বেশি না পড়ে, র ডেটা না থেকেও জানলে কী করে?
  • 2k21 | 43.251.171.45 | ০৭ নভেম্বর ২০২১ ১৮:২৬489807
  • ডিজিটাল ফর্মেই কেবল সম্ভব এমন একটা চেষ্টা দেখো। 
     
    অডিও, ভিশুয়াল, হাইপারলিংকড টেকস্ট - লেখালেখির সাথে এই জিনিসগুলোকে মিশিয়ে ফেলার সুযোগ ব্লগিং আর http// প্লাটফর্মই দিয়েছে। এই সুযোগটা নিয়ে কতখানি কনটেন্ট ডেভেলপ করার দিকে যাব সেটাই দেখার। বিশেষত ভয়েস ব্লগ ইত্যাদি এখনও প্রায় আন-এক্সপ্লোরড, মিউজিক বা সিনে অ্যাপ্রসিয়েশন এর সমবেত আলোচনার জন্যে ।  ছবি দেখার ব্যপার, আর্ট অ্যাপ্রিসিয়েশন - জুম করে ক্রস রেফার করে করে - এসবও। মূলত সমস্যাটা হল সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা এখনও ট্রাডিশনাল মিডিয়ামে বেশি স্বচ্ছন্দ। আস্তে আস্তে হবে ঠিকই। বাড়ি থেকে কাজ করে মোবাইল-ফ্রেন্ডলি হয়ে ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্টে একটু হলেও জনতার ভীতি কাটছে আশা করি।
     
     
     
  • তাই ইন্টারনেট এর বাংলা আমার কাছে রাজনীতি করার আরেকটি জায়গা ছাড়া আর তেমন কিসু নাই | 2600:1002:b00e:2979:531:6616:27fd:a191 | ০৭ নভেম্বর ২০২১ ১৮:১০489806
  • দুনিয়াদারীতে বিষয়ের তো অভাব পরে নাই, তবে খামোখা এই নিয়ে পাতাখানেকের আত্মশ্লাঘা কিসের? 
     
  • সুকি | 49.207.198.161 | ০৭ নভেম্বর ২০২১ ১৭:৪৭489805
  • বোধিদা, অনলাইনে কম হলেও সিরিয়াস চর্চা হয় নি এমন নয়। অনলাইন কৌরব এই এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ১৯৯৮ সালে শুরু করে।  
  • bodhisattvagc dasgupta | ০৭ নভেম্বর ২০২১ ১৭:৩৯489804
  • বাংলাদেশের লিবেরাল ছেলেমেয়েরা তো ইন্টারনেট এ বাংলা লিখে প্রাণ পর্যন্ত দিল তাদের  দেশের সাম্প্রদায়িক দের হাতে। অথচ ধর্মনিরপেক্ষতা র যে পর্যায়ের তত্ত্ব নিয়ে তারা প্রাণ হাতে করে দেশ বাঁচাতে নামলো,   সেটা একটু পুরোনো গোছের। তাঁদের অসামান্য আত্মত্যাগের একেবারে হালের দগদগে ইতিহাসের সামনে কথাটা বোকা বোকা শোনালেও সেটাই ঘটনা। উল্টো দিকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে উচ্চমানের থিয়োরি চর্চা সমাজবিজ্ঞান চর্চা হ ওয়া সত্ত্বেও সেখানকার লোক নিজেদের ভাষায় লেখা যখন শুরু করলো, আমি জানিনা সেটা ইমিগ্রেশন প্যাটার্ন কার জন্য কিনা, একেবারেই শারদীয়া আনন্দবাজার বা দেশ ইত্যাদির পাড়ার পুজো কমিটির সুভেনির ভার্সন, যেখানে নতুন কোনও আর্টিস্টিক সেন্সিবিলিটি, লিটল ম্যাগ ঘরানার ততদিনে ঘিসাপিটা বিকল্প চর্চা কিছুই নেই। শুধু ই প্রযুক্তি টা নিয়া উত্তেজনা। আমার পরবাস ও বাংলালাইভ সলিড বোগাস ধুর লাগত মোস্টলি এবং পরে গুরুচন্ডালি তে সৈকতের লেখা ভালো লাগত। স্মার্ট গদ্যের জন্য না, সেটাতে আমার কোনো দিন ই পোষায় নি, হিউমর টা অবশ্য ভালো লাগত আর থিয়োরি চর্চার একটা কাজ শুরু করেছিল সৈকত , আমি জানিনা তাপস বা সৈকতের অন্য বন্ধুরা সেটা ভেবে চিন্তে করেছিল কিনা , এটাতে কন্টেন্ট এর কারণে ভালোই লাগত, বইমেলা গোছের একটা ফিলিং। ইত্যাদি। তারপরে তো অনেক জল গড়ালো ইত্যাদি। এখন ৪ নং প্লাটফর্ম টা মাঝে মাঝে দেখি আর ফোর্থ পিলার কি যেন সেটা মাঝে মাঝে দেখি ওগুলো ভালো লাগে। সচলায়তন ইজ আ মিস, আমি পুরো ফলো করিনি, দমু লিং দিল দেখলাম ইত্যাদি। তবে বাংলাদেশের একেবারে তরুণ রা এক ই সঙ্গে রাজনৈতিক যেভাবে এনগেজ করছিলেন মুক্তি যুদ্ধের স্পিরিট নিয়ে অন্যদিকে সাহিত্য রচনায় সিভিল ওয়ার থেকে বেরোনোর চেষ্টা করছিলেন , সেটা আমার স্টানিং লেগেছিল। 
    এর গোটাটাই থিয়োরাইজ করা কঠিন কিছু না কিন্তু গুরুচন্ডালি র বাইরে ফ্রাঙ্কলি আমি তেমন বেশি কিছু অনলাইনে পড়িনি। তাই র ডেটা কম। গুরু চন্ডালির অনলাইন চ্যাটেতেই আমি সবচেয়ে বেশি অপমানিত হয়েছি, গালাগাল খেয়েছি,  সেটা রাজনৈতিক জীবনের একটা পার্ট , এমন ইম্পর্টান্ট কিসু না,  কিন্তু তার এডিটেড কন্টেন্ট এর একটা অংশকে কে ,  প্রফেশনালাইজ হবার আগে ও পরে ইন্টারেস্টিং লেগেছে।   ডেস্পাইট আ রিজনেবল পার্ট বি ইং ক্র্যাপ। এবং সেটা তো আনন্দবাজারের থেকে ভালো জিনিষ এর রেশিও অনেক ভালো,ইন কেস ইট স্টিল ইজ আ স্ট্যানডার্ড। 
    গুরু তে অনেক লেখাই আমার বেশ ভালো লেগেছে ওভার অল, গত পনেরো বছরে, সেটার কতটা ওয়ার্ক আন প্রোগ্রেসের সাক্ষী থাকার উত্তেজনা কতটা ফিনিশিং কালচারাল প্রোডাক্ট পড়ার সুযোগের বিষয় জানিনা। 
    নানা কারণে নিজের দেশ থেকে দূরে থাগলে লোকে  ইন্টারনেট লিখতো অকারণে প্রচুর আত্মজীবনী লিখতো , ফেসবুকের মতো , হয়তো কোনো কোনো ক্ষেত্রে আত্মপ্রকাশের একটা অংশ হিসাবেই লিখতো , কিন্তু এখন আপদ লোকে পাড়ার ম্যাগাজিন ও ইন্টারনেটে করে এইটা আমার স্লাইট বোরলাগে। 
    ডিস্ট্রিবিউশনের মোনোপলি বাতিল , বিকল্প চর্চার পরিসর তৈরির একটা উত্তেজনা হয়তো প্রথম দিকে ইনটারনেটের বাংলায় লোকের ছিল কিন্তু এখন সেল্ফ পাবলিকেশনের ঘোমটা সরা ছাড়া আর বড় কিছু দেখিনা। মানে ইন্টারনেট এর বাংলার আগে ও পরের মধ্যে সেটাই মেইন। খারাপ ভালো কিছু না মেইন এটা। 
    আর আমি যেহেতু দেশেই থাকি বাংলা ব ই পাওয়া নিয়ে চাপ কম , ত্রিপুরা আসাম ঝাড়খন্ড বাংলাদেশের বাংলা ব ই ও চাইলে পাওয়া সম্ভব। তাই ইন্টারনেট এর বাংলা আমার কাছে রাজনীতি করার আরেকটি জায়গা ছাড়া আর তেমন কিসু নাই। ইন্টারনেট কে আমি শিল্পীর আত্মপ্রকাশের একমাত্র মাধ্যম হিসেবে দেখার কোনো কারণ দেখছিনা। অন্য কমার্সের মত ই। মুদ্রিত সংস্কৃতি র একটা ইন এভিটেবল অথচ না হলেও চলতো গোছের ক্যাটিগোরি, ফেসবুক সহ বা বাদে। কনটেন্টের দিক দিয়ে ডিজিটাল নেচারটাকে কাজে লাগিয়ে তাক লাগিয়ে দেবার মত সেরকম কিছু হয়েছে কিনা জানিনা , হয়তো প্রচুর নতুন লেখক এসেছেন সেটা ভালো মেডিয়া বুমের পার্ট হিসেবেই এসেছে। অন্য বড় সাইট সব ই পে ওয়াল দিয়ে বন্ধ  হচ্ছে ইন্টারনেট বাংলা কতদিন ভালো মন্দ মিলিয়ে অভয়ারণ্য থাকবে জানিনা। বাংলা ব ইয়ের বিক্রি আর ছোট বিজনেস এর সংখ্যা , কর্মীর , ক্রিয়েটিভ বা টেক কনট্রিউবিউটর দের রোজগার বাড়ছে কিনা এসব ডেটা থাকলে ভালো হত গত বিশ‌বছরের।
     
  • একক | ০৭ নভেম্বর ২০২১ ১৭:১৯489803
  •  ঘটকপ্রেমী রা কি খপর রাখেন?  
     
  • ইন্দ্রাণী | ০৭ নভেম্বর ২০২১ ১৬:৪৯489802
  • ভালো না লাগলে , বিখ্যাত শিল্পীদের গলায় শুনে নিও আর কি-
  • ইন্দ্রাণী | ০৭ নভেম্বর ২০২১ ১৬:৪১489801
  • থ্যাঙ্কু অভ্যু।
    তোমাকেও গান দিই। ইনি শান্তিনিকেতনের। কেমন লাগে দেখোঃ


  • একক | ০৭ নভেম্বর ২০২১ ১৫:২১489800
  • একটা ছোটদের পরবাস বেড়োয়। সেটা কেমন?  ওদের ফন্ট সত্যি কেমন ধ্যাবড়া মত। পড়তে চাপ হয়।
  • 2k21 | 43.251.171.45 | ০৭ নভেম্বর ২০২১ ১৩:২৭489799
  • "লোকে বলে অলৌকিক" আর "রাত বিরেতের গজল" মাস্টারপীস ছিল আইডিজির। অফিস থেকে প্রিন্ট করে করে ফাইল করে রেখেছিলাম। এখনও আছে। ভিক্রম আর তনু পড়িয়েছিল প্রথম।
  • সম্বিৎ | ০৭ নভেম্বর ২০২১ ১৩:০২489798
  • দুখেবাবুর কবিতা বেরিয়েছে অনেক।
  • | ০৭ নভেম্বর ২০২১ ১২:৫৪489797
  • হওয়া উচিৎ ছিল কিন্তু। খুবই অন্যরকম লেখা। 
    গুরুর সেই শুরুর সময় ২০০৫ শুধুই ভাটিয়া৯। আমরা কয়েকজন রাতবিরেতের গজল নিয়ে আলোচনা করছিলাম, তখন ঈশান একদিন মেল করে আমাকে লিখতে বলে। নিজের বক্তব্য গুছিয়েবলিখে পিডিএফ বানিয়ে পাঠয়েছিল। সেই আমার লেখালেখির শুরু। তার আগে কখনো  লেখালিখির কথা সেভাবে ভাবিই নি। 
     
    তাহলে দেখা যাচ্ছে আমার চেনা কবিদের মধ্যে শুধু অনুষ্টুপের কবিতাই পরবাসে মনোনীত ও ছাপা হয়। 
  • সম্বিৎ | ০৭ নভেম্বর ২০২১ ১২:৪৭489796
  • রাতবিরেতের গজল বেরোয়নি বোধহয়।
  • | ০৭ নভেম্বর ২০২১ ১২:৩৭489795
  • আমিও ফেবুতে জিগ্যেস করলাম রাতবিরেতের গজল বই হয়ে বেরোয় নি না? আমি এটা খুব খুঁজেছি বই হয়েছে কিনা জানার জন্য? তাহলে কিনতাম।  
     
    পরবাসের ফন্টটা ভাল্লাগত না এখনো লাগে না, কেমন যেন ভাঙামত দেখতে লাগে। বাংলালাইভ ও পরে  গুরুচন্ডা৯ আরো পরে সামহোয়ারইন ও সচলায়তন এসে যাওয়ায় বহুবছর কেউ লেখা শেয়ার করলে তবেই পরবাস খোলা হয়। 
     
    সত্যিই স্বাতী ঠিক বলেছে দুই বাংলা মিলিয়ে ওয়েবজিন ব্লগসাইটের একটা ইতিহাস কেউ যদি লিখত। 
  • সম্বিৎ | ০৭ নভেম্বর ২০২১ ১২:২৬489794
  • সোডাজলের ক্রসওয়ার্ড করতে পারলে একটা পরবাস টিশার্ট পাওয়া যেত। শুধু রুচিরাই পারত। শেষ অব্দি সমীরদা প্রিন্টারকে বলেছিলেন, ডিরেক্টলি রুচিরার ঠিকানায় টিশার্ট পাঠিয়ে দিতে।
  • সুকি | 49.207.198.161 | ০৭ নভেম্বর ২০২১ ১১:৫৯489793
  • ন্যাড়াদার লেখাটা পড়ে ফেসবুকে কমেন্টও করলাম
     
    পরবাসের ইতিহাস জানা ছিল না এত বিস্তারে - খুব ভালো লাগলো পড়ে। আজ থেকে প্রায় ২০ বছর আগে পরবাস-এ কবিতা পাঠিয়েছিলাম - বলাই বাহুল্য ছাপানো হয় নি। কর্তৃপক্ষ অত কাঁচা জিনিস ছাপিয়ে পত্রিকার মান নামাতে রাজী ছিলেন না। তবে ই-মেল পেয়েছিলাম খুবই ভদ্রভাবে যার সারমর্ম ছিল, কবিতা আপনার কাজ নয়। অন্য কিছু বই রিভিউ থাকলে পাঠান। তা সেই একবারই ছাপা হয়েছিল পরবাসে আমার লেখা - "গ্রামীণ ব্যাঙ্ক ও আমার জীবন" বইটির রিভিউ।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ নভেম্বর ২০২১ ১১:৫৬489792
  • না জানি এবার নিউজিল্যান্ডের কি নাম দেবে এই সব অসদ গরু রা। 
    যাক এবার থেকে লোককে বলবো এক বাঙালি জার্মানি তে ব্যবসা ফেঁদেছে, এখন বিশ্বজোড়া দোকান। তাদের  থে কেই জামা জুুতো কিনবেন - আদি দাস  বস্ত্রালয়
  • r2h | 2405:201:8005:9947:4dc8:624f:a6e4:b4d5 | ০৭ নভেম্বর ২০২১ ১১:৪১489791
  • ন্যাড়াদার লেখাটা পড়লাম, চমৎকার লাগলো। প্রাচীন কালে পরবাস নিয়মিত পড়তাম, অনেক লেখা প্রিন্টআউট নেওয়া আছে, এখনো তোরঙ্গ খুঁড়লে কিছু পাবো। জেপেগ করে লোকজন শেয়ার করতো। সোডাজলের জন্যে তো হাপিত্যেস করতাম।

    অবশ্য ১৯৯৭ সালে সবে ডস প্রম্পটে দুর্বোধ্য অক্ষর দেখেছি। ১৯৯৯ সালে ব্রাউজার টাউজারে হাতেখড়ি।

    বছর পাঁচেক পর গুরুর সন্ধান পাওয়ার পর আস্তে আস্তে কম হলো, তাছাড়া টেকনলজির ব্যাপারে ওঁরা আর কিছু করেননি বোধয়, মোবাইল ব্রাউজারে পড়তে অসুবিধে হয় ইত্যাদি, কিন্তু পরবাস মাইল ফলক বটে।

    আমি পরবাসে একবার কবিতা পাঠিয়েছিলাম যদ্দুর মনে পড়ে, ছাপা হয়নি, কিন্তু সম্পাদক সহৃদয় ইমেল করেছিলেন, দুচারটে ইমেল চালাচালি হয়েছিল। এটা অবশ্য ভুলও হতে পারে, হয়তো এমনি ইমেল করেছিলাম কিছু মতামত জানিয়ে। ইয়াহুর আইডি ছিল, অব্যবহারে নষ্ট হয়ে গেছে।
  • lcm | ০৭ নভেম্বর ২০২১ ১১:৪০489790
  • Abhyu | 47.39.151.164 | ০৭ নভেম্বর ২০২১ ১০:৪৯489789
  • আমিও পরবাস প্রথম দেখছি ২০০৩এর আশে পাশে - সম্ভবতঃ দুখের রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা।

    ন্যাড়াদার স্মৃতিচারণ বেশ লাগল।
  • Abhyu | 47.39.151.164 | ০৭ নভেম্বর ২০২১ ১০:৩৪489788
  • ও ইন্দ্রাণীদি, টইতে গান দিয়েছি তোমার জন্যে। মনে হবে রেকর্ডিংএর সময় বৃষ্টি হচ্ছিল।
  • | ০৭ নভেম্বর ২০২১ ১০:২৯489787
  • *পরবাস
  • | ০৭ নভেম্বর ২০২১ ১০:২৯489786
  • এই নিন পড়ে ফেলুন ইন্টারনেটে বাংলা লেখার আদিযুগের কথা। আমি প্ররবাস দেখছি ২০০৩ থেকে। 
     
  • dc | 223.184.35.173 | ০৭ নভেম্বর ২০২১ ০৯:৫৩489785
  • যদুবাবুকে ধন্যবাদ। বিবিসির খবরটা পড়লাম, আরও আপডেট নিশ্চয়ই বেরোবে। তবে আজকাল কোয়ান্টাম এক্সপেরিমেন্ট নিয়ে অযথা হাইপ খুব তৈরি হয়। ডিলেড চয়েস কোয়ান্টাম ইরেজার নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে, নানা জায়গায় দেখেছেন নিশ্চয়ই। এটার একটা রিভিউ বেরিয়েছ, দেখতে পারেনঃ 
     
  • যদুবাবু | ০৭ নভেম্বর ২০২১ ০৭:৪২489784
  • এই স্মাইলি দেখে মনে পড়লো, 'কোয়ান্টাম চেশায়ার ক্যাটে'র খপরটা পড়েছো? আসল ছবিটা দিয়ে দিলাম নীচে। :D 

    https://www.bbc.com/news/science-environment-28543990

    Cheshire Cat
  • Abhyu | 47.39.151.164 | ০৭ নভেম্বর ২০২১ ০৬:২৫489783
  • :)
  • যদুবাবু | ০৭ নভেম্বর ২০২১ ০৬:০১489782
  • অভ্যুদাঃ ঐ তো সমাস করলেই সহজ হয়ে যাচ্চেঃ উত্তর তারপর অভদ্র আর অবশ্যই শেষে আপদ। এর ডেফিনিশন এবং এগজাম্পেল চারিদিকে বিস্তর ও প্রাঞ্জল দেখা যায়। এটা দ্বিগু না দুগু না কেমন সমাস জানি না অবশ্য। 

    এই বাই দি ওয়ে, (পুরোনো গপ্পের রেফারেন্স টেনে) আমিও ভোস্টেলের নিউজপেপার কমিটির একমেবাদ্বিতীয়ম কনভেনার কাম চেয়ারম্যান কাম মেম্বার ইত্যাদি ছিলাম, একেবারে পুরো বি-এম ৫ বছর রেকারিং ডেসিমালের মত টেনেছি। 
  • Tim | 2603:6010:a920:3c00:2526:155b:16be:3478 | ০৭ নভেম্বর ২০২১ ০৫:৫৯489781
  • নারে বাপু, কাজাই। দেখতে দেখতে সেম শেষের দিকে। এদিকে দিব্যি গুটি গুটি ঠান্ডা পড়ে গেল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত