এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১৫ নভেম্বর ২০২১ ০০:০২490320
  • যাঁরা সেব পড়েছেন বলে কলার তোলেন তাঁরা এই শর্মার দৌলতে পেত্থম জানতি পারেন অশনি সংকের ছবিতে রঙিন শাড়ির গোঁজামিলের কথা। সে বহুকাল আগের ব্যাপার। অমন হয় বুইলেন কিনা! কঠিন অঙ্ক কষতে কষতে সহজ অঙ্কর উত্তর মেলে না। এই য্যামন অ্যাকুনও একটি সত্যভক্তও তাঁর ছবি চলার লিস্টিটা দিয়ে উঠতে পারেন্নিকো। কেবলই কান-বার্লিনে চক্কর কেটে মরছেন।
  • হেহে | 154.16.171.167 | ১৪ নভেম্বর ২০২১ ২৩:৫৯490319
  • পুজোর সময় গুরুচন্ডালি বানাম নিয়ে যা করছিল, তকনই বুজেচি এলবেলের ইস্কুরুপ ঢিলে হইচে!
  • বিশেষ-অজ্ঞ | 2a04:52c0:2000:6787::1a70 | ১৪ নভেম্বর ২০২১ ২৩:৫৮490318
  • সত্যজিৎ এর সিনেমা বিশ্লেষনের জন্য বা সমালোচনার জন্য আপনাকে অনেক কিছু "সংগ্রহ" করতে হবে, আপনার "সংগ্রহে" থাকতে হবে অনেক সত্যজিৎ সংক্রান্ত বই, ছবি, চিঠি, ব্যবহৃত পেন, মাথা ধরার ওষুধ - সেসব ৩০-৪০ বছর ধরে "সংগ্রহে" রাখবেন, সেই পরিসংখ্যান কলার তুলে ছড়িয়ে দেবেন।

    কিন্তু ভুলেও ফিল্ম কি করে বানাতে হয়, ফিল্ম মেকিং ক্র্যাফট - এসব নিয়ে পড়বেন না, জানবেন না। মনে রাখবেন অধুনাকালে বিশেষ-অজ্ঞ হওয়ার জন্য দরকার সোশ্যাল মিডিয়া বা কোনো ওয়েব সাইট, এবং - আ বিগ বিগ মাউথ।
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ২৩:৫৬490317
  • উপদেশ দেওয়ার আগে আপুনি অন্তত 'লক্ষন' বানামটি শুধরে নিন। ভগোমান আপুনার মঙ্গল করবেন।
  • উপদেশ | 104.148.30.74 | ১৪ নভেম্বর ২০২১ ২৩:৫০490316
  • এলেবেলেবাবু, আপুনি ভাচ্চুয়াল গুরু ছেড়ে আসল গুরু ধরুন। আপুনার মনের প্রশান্তি দরকার। ছিটেলপনা করে করে মাথার বারোটা বেজে গেচে। মশাই ইমিডিয়েট গুরুসঙ্গ করুন। আঁশবটিতে একে কাটবেন তাকে কাটবেন বলা সুস্থ মস্তিস্কের লক্ষন নয়।
  • জয় | 92.40.186.87 | ১৪ নভেম্বর ২০২১ ২৩:৪৮490315
  • সে, পাই, যদুবাবু এলেবেলে সব্বাইকে ধন্যবাদ। হ্যাঁ, পাই- অপেরেশন হয়ে গেছে।
    একটু মরবিড বলে ডিটেলে লিখছিনা, সার্জারীর পরে সার্জন ভদ্রলোকটি বললেন তিনি আশাবাদী। 
    সকালে আমার তের বছরের মেয়ে জারা সেজেগুজে বন্ধুর জন্মদিনের পার্টিতে গেল। মা কটা ছবি তুলে পাঠিয়েছিল। সারাদিন ধরে ঐ ছবি দেখলাম। তডবড করে বড় হয়ে যাচ্ছে! হয়ে যা মা - আগে বলতাম বড় হোসনা মা। এখন বলি তাড়াতাড়ি বড় হয়ে যা।!ফিরে এসে কল কল করল ফোনে- হাউ ফান! 
    যদুবাবু, এলেবেলে টি এস ইলিয়টের ভূমিকা খুব সুন্দর দিয়েছেন। আবারো ধন্যবাদ।
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ২৩:৩৪490314
  • সত্যজিতের বইপত্রের সংগ্রহ এবং তাঁর ছবির সংগ্রহ আমার খুব একটা কম নেই এবং সেটা প্রায় ৩৫ বছর ধরে চলমান আছে। তা বলে আমার ভক্ত সাইকোলজিও নেই, তাঁকে আঁশবটিতে কাটার কোনও কারণও নেই। কারণ একটা পর্যায় পর্যন্ত তিনি অত্যন্ত গুণী পরিচালক (সেই ফেজে কিছু অখাদ্য ছবি বানানোর পরেও)। লে এবারে কোন ফর্মুলায় ফেলবি ফ্যাল!
  • ভক্ত সাইকোলজি | 185.220.103.7 | ১৪ নভেম্বর ২০২১ ২৩:১২490313
  • মনে রাখবেন, আপনি যে ঋত্বিক ভক্ত সেটা প্রমান করার একমাত্র উপায় হল সত্যজিতকে আঁশবটিতে কাটা। যিনি যত বেশি সত্যজিত নিন্দা করবেন তিনি তত বড় ঋত্বিকভক্ত। 
  • খ্যা খ্যা | 76.72.161.76 | ১৪ নভেম্বর ২০২১ ২২:৪৭490312
  • হামবড়াই ত আপনারই বেশি @এলেবেলেবাবু।
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ২২:৩৯490311
    • আহা | 37.120.147.90 | ১৪ নভেম্বর ২০২১ ২১:১৯490304
    • মানিকদার জাস্ট কোনো তুলনা নেই বুজলেন? রে হচ্ছে বাংলার নবজাগরনের শেষ আলো।
     
    তার প্রথম আলোটিকে আঁশবটিতে কাটা চলছে পুরোদমে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
     
    গুরুতে আজকাল চিরকাল পাণ্ডিত্য, খেউড়, ট্রোল, হামবড়াই, গাম্ভীর্য ও হ্যাটা ইত্যাদির বড় আধিক্য। তবে কেউ কেউ কাঁটা বেছে খেতে ভালোবাসে, এই যা।
  • অর্জুন | 43.231.243.133 | ১৪ নভেম্বর ২০২১ ২২:২৯490310
  • ঋত্বিক ঘটককে নিয়ে অনুপ সিং 'একটি নদীর নাম' নামে একটা ছবি বানিয়েছিল। পুনেতে থাকতে শুনেছিলাম উনি ঋত্বিক ঘটকের জীবনী ও লিখছিলেন। কিন্তু তা প্রকাশ পেয়েছে কিনা জানিনা !!
  • r2h | 2405:201:8005:9947:41e:9d61:6994:17b7 | ১৪ নভেম্বর ২০২১ ২২:২৪490309
  • গুরুতে আজকাল পাণ্ডিত্য, খেউড়, ট্রোল, হামবড়াই, গাম্ভীর্য ইত্যাদির বড় আধিক্য।

    এই বাজারে ছোটদের লেখাগুলি মুক্ত বাতাস।
    আজ তো ক বিভাগ বেরোলো, খ আর গ-ও আসতে চলেছে। ছোটরাও বাংলা পড়ে ও লেখে, এই লেখাগুলি তার বড় প্রমাণ।
  • Abhyu | 47.39.151.164 | ১৪ নভেম্বর ২০২১ ২২:২০490308
  • ও আচ্ছা - অ্যানাউন্সমেন্ট পড়ার আগেই নীচের পোস্টটা করেছিলাম।
  • Abhyu | 47.39.151.164 | ১৪ নভেম্বর ২০২১ ২২:১৯490307
  • ল্যাদোশদা, কুচিদের কারো কারো স্কুল, কারো বা বয়স বাদ গেছে। কনসিসটেন্সি চেক করে নেবে একবার?
  • কুমুদির জন্য গল্প | 2405:201:8005:9947:41e:9d61:6994:17b7 | ১৪ নভেম্বর ২০২১ ২২:১৮490306
  • ছোটদের লেখা নিয়ে - সব অভিভাবকরা স্কুল ইত্যাদি জানাননি, আমরাও আলাদা করে কিছু চাইনি। যারা জানিয়েছেন, তাদেরটা জুড়ে দিয়েছি। কেউ আবার প্রকাশ হওয়ার পর জানাচ্ছেন - তাদেরটাও জুড়ে দিচ্ছি।

    নানান রকম এন্ট্রি এসেছে - কারোরটা মা বাবা টাইপ করে দিয়েছেন, কেউ হাতে লিখে পাঠিয়েছে। সেসব লেখা মেলার সময় রাস্তার ধারের চিনির মঠের মত মিষ্টি। সময় করে সেসবও আস্তে আস্তে আপলোড করা হবে বলে পরিকল্পনা।
  • ঋত্বিক | 2409:4060:2e1d:51c5:6c0a:72d6:6e7e:6d0 | ১৪ নভেম্বর ২০২১ ২১:৪১490305
  • সুভাষ ঘাই এর একটা ইন্টারভিউ তে বোধ হয় পড়েছিলাম । পুনে থাকাকালীন ঋত্বিক ঘটক ভাবী পরিচালকদের বলতেন , বানালে মিউজিকাল বানাবে । ওগুলো বিক্রি হয় । 
    সুভাষ ঘাই অভিনয়ের  ছাত্র ছিলেন । অভিনয় ব্যর্থতার পর পরিচালনায় আসেন । প্রথম ছবি " কালিচরণ " । বক্স অফিসে হিট। তারপর বহু ছবি। সব মিউজিকাল, গান গুলো হিট । কর্জ, বিধাতা, তাল, পরদেশ, কর্মা ইত্যাদি ।
  • আহা | 37.120.147.90 | ১৪ নভেম্বর ২০২১ ২১:১৯490304
  • মানিকদার জাস্ট কোনো তুলনা নেই বুজলেন? রে হচ্ছে বাংলার নবজাগরনের শেষ আলো।
     
    আর মহানায়ক বলতে উত্তমকুমার। বার্লিনে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলেন।
     
    ঋত্বিকের সিনেমা গুটিকয় আঁতেল ছাড়া কেউ দেখেনা। কালের বিচার মেনে নিন এলেবেলেবাউ।
  • t | 2605:6400:30:eeec:4913:c3c1:eec2:151a | ১৪ নভেম্বর ২০২১ ২১:০৯490303
  • এবাবা এলেবেলেও খকে বডিশেমিং করে দিল। নাহয় খ তেমন রোগা নয়, তাই বলে এরকম প্যাঁক দেবে?
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ২১:০২490302
  • ওই কারণে পুণে আসে, সুভাষ ঘাইও আসেন কিন্তু কদাচ মণি কাউল বা কুমার সাহনিরা আসেন না। আসেন না বারীন সাহাও। এই তো জীবন কালীদা।
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ২১:০০490301
  • সুভাষ ঘাই পুণের ছাত্র ছিলেন। সেই হিসেবে অভিনয় করেন। অবিশ্যি গুরুর গালু গোলু মাখনের মতো চেহারাওয়ালারা সন্দেশ আর ফেলু মিত্তির পড়ে রায়বাবু বা রায়মশাই (কী ভাগ্যিস এখনও কেউ মানিকদা বলেননি!) সম্পর্কে চিরকালই অতিমাত্রায় পোসেসিভ ও ছেনছিটিভ। আজ থেকে তো আর দেখছি না!
  • এলেবেলে | ১৪ নভেম্বর ২০২১ ২০:৫৬490300
  • জয়, দ্রুত সুস্থ হয়ে উঠুন। এলিয়ট নিয়ে যদুবাবু অনেক কিছুই বলেছেন। ওগুলো দিয়ে শুরু করতে পারেন। আমার অবশ্য চিরকালীন পছন্দ দ্য ওয়েস্টল্যান্ড। প্রবন্ধের মধ্যে অবশ্যই পড়ুন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এলিয়টের কবিতার মূল সুর ধরতে চাইলে এই প্রবন্ধটা মাস্ট। নাটক পড়ুন মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। সঙ্গে বাঙালি সমর সেনকেও পড়তে ভুলবেন না। একমাত্র এই ভদ্রলোকটি এলিয়টকে যথাযথ আত্মস্থ করতে পেরেছিলেন।
  • যদুবাবু | ১৪ নভেম্বর ২০২১ ২০:৪৮490299
  • @দ-দিঃ লেখা আছে তাড়া-তাড়া, খুঁজেঘেঁটে কপিপাস্তা করতে হবে। আসলে জীবনে বড়ো ল্যাদ। কিন্তু থেঙ্কু থেংকু। আজ চেয়ার-টেবিলে বসলেই একখান করবো। :) 
  • অর্জুন | 43.231.243.133 | ১৪ নভেম্বর ২০২১ ২০:০২490298
  • *১৯২৭ এ মুক্তি পেয়ে ১৯৩৫ এ যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যু পর্যন্ত
  • অর্জুন | 43.231.243.133 | ১৪ নভেম্বর ২০২১ ১৯:৫৯490297
  • @ অরণ্য বাবু,

     

    আপনি জানতে চেয়েছিলেন নেতাজী ওয়েবিনরে আমার প্রশ্ন বিষয়ে। প্রশ্ন গুলো নীচে দিলাম। 

     

    গান্ধী- নেহেরু- নেতাজী এই ত্রয়ী নিয়ে দীর্ঘকালীন এক রাজনৈতিক বিভাজন আছে যা বহুলাংশে ইতিহাস সম্পত নয় এবং খুব আক্রমণাত্মক এবং এই মানসিকতা ইতিহাস চর্চায়েও যে ছাপ ফেলেনি এমন জোর দিয়ে বলা যাচ্ছে না। এ বিষয়ে কিন্তু জরুরী সচেতনতা প্রয়োজন ।

     

    ১৯২৫ এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর থেকে ১৯৩৯ এ কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ পর্যন্ত এই দীর্ঘ চোদ্দ বছরের সুভাষচন্দ্র বসু উল্লেখযোগ্য ভাবে কি কোনো আন্দোলনের ডাক দিয়েছিলেন ? ১৯২৫ এ উনি জেলবন্দী। ১৯২৭ এ মুক্তি পেয়ে ১৯৩৫ যতীন্দ্রমোহন সেনগুপ্ত পর্যন্ত বসু- সেনগুপ্তের প্রদেশ কংগ্রেস কেন্দ্র করে লড়াইটাই প্রধান ছিল।

     

     নাতসিদের মত একটি ভয়ঙ্কর মানবতা বিরোধী রাষ্ট্রীয় শক্তির সাহায্য নিয়েছিলেন সেটা কি শুধুই ‘শত্রুর শত্রু আমার মিত্র’ এই সরল তত্ত্ব ? কারণ তিনিই বলেছিলেন ভারত স্বাধীন হলে দেশকে দশ বছর ডিক্টেটরশীপে রাখবেন !

     

    গান্ধী- নেহেরু- নেতাজী এই ত্রয়ী নিয়ে দীর্ঘকালীন এক রাজনৈতিক বিভাজন আছে যা বহুলাংশে ইতিহাস সম্মত নয় যা অধিকাংশ সময় খুব আক্রমণাত্মক এবং কুৎসিত পর্যায় চলে যায়। এই মানসিকতা ইতিহাস চর্চাতেও যে ছাপ ফেলেনি এমন জোর দিয়ে বলা যাচ্ছে না। এ বিষয়ে কিন্তু জরুরী সচেতনতা প্রয়োজন অন্তত ভবিষ্যৎ প্রজন্মের জন্যে ।

  • | ১৪ নভেম্বর ২০২১ ১৯:৫৬490296
  • এইয়ো যদুবাবু আপনার/ তোমার যে 
    'ইস্কুলের গল্প, কলেজের গল্প, কামাইয়ের গল্প, টুকলির গল্প, ট্রেনের গল্প, তবলা ও ভুতের গল্পো এমন কি সংকোচের গল্পোও' লেখার কথা ছিল, সেগুলো কবে হবে শুনি? 
  • মাইরি | 76.72.161.76 | ১৪ নভেম্বর ২০২১ ১৯:০৩490295
  • এলেবেলে বারবার ঋত্বিক ঘটক নিয়ে লেজেগোবরে হয়, তুবুও ফের তক্কো করতে আসে।
  • যদুবাবু | 162.254.115.137 | ১৪ নভেম্বর ২০২১ ১৮:২৫490294
  • জয়-দা, তাড়াতাড়ি সেরে উঠুন। শুভকামনা রইলো। 

    এলিয়টের একটা চটি বই আমার বাবার কাছে ছিলো, এখন আমার জিম্মায়, সিলেক্টেড পোয়েমস, তাতে 'দ্য লভ সং অফ জে আলফ্রেড প্রুফর্ক', 'হলো মেন', 'ওয়েস্ট ল্যাণ্ড' সবকটাই ছিলো। তা আমার প্রিয়তম ঐ 'লভ সং', পুরোটাই। কয়েক বছর আগে দেখেছিলাম একজন আর্টিস্ট সেইটিকে গ্রাফিক নভেলের মতন করে এঁকেছেন। সেই লিঙ্কটা দিয়ে গেলাম, আশা করি ভালো লাগবেঃ 

    ছবি-কবিতার লিঙ্কঃ https://julianpeterscomics.com/page-1-the-love-song-of-j-alfred-prufrock-by-t-s-eliot/ 

    শুধু কবিতাটা এখানেঃ https://www.poetryfoundation.org/poetrymagazine/poems/44212/the-love-song-of-j-alfred-prufrock
  • ঋত্বিক | 2409:4060:2e1d:51c5:1f35:5398:8ec1:e57d | ১৪ নভেম্বর ২০২১ ১৮:০৫490292
  • ঋত্বিক ঘটকের কোন ছবিতে অভিনয় করেছিলেন সুভাষ ঘাই । 
    বলিউড পরিচালক সুভাষ ঘাই যে একজন ফ্লপ হিরো সেটা পরে জেনেছিলাম । ১০টা ফ্লপ ছবির পর উনি ভাবলেন এবার পরিচালক হবেন ।
     
  • π | ১৪ নভেম্বর ২০২১ ১৬:২৩490291
  • জয়দা, অপারেশন কি হয়ে গেছে, না হবে? 
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত