এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:৩৮490380
  • রমিত, ধন্যবাদ।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৫ নভেম্বর ২০২১ ০৯:৩০490378
  • আমি অনেকের সাথে মনরোগ ও চিকিৎসা নিয়ে কথা বলে এইটুকু বুঝেছি মধ্যবিত্ত কনজারভেটিভ লোকজন দের কে এই ব্যাপারে কনভিন্স করতে হলে শব্দ চয়ন গুলোর ব্যাপারে ভীষন যত্নশীল হতে হবে। থেরাপিস্ট, সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিস্ট জাতীয় শব্দ, মন রোগ, চিকিৎসা এই সমস্ত শব্দ বর্জন করতে হবে।
     
    আলোচনা, জটিলতা কাটানো এইসব দিকে ফোকাস করতে হবে। 
  • এলেবেলে | 202.142.80.19 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:২৪490377
  • অমিত, আদৌ তক্কো হচ্ছে বলে আপনি মনে করেন? পাইপ চিবোতে চিবোতে ইঞ্জিরি বলতে পারতেন কি না, কান-বার্লিনে পুরস্কার পান কি না, ছবিগুলো চলেছিল কি না, সাহেবরা পাত্তা দিত কি না, মাতাল, পাগল রিত্তিক যারা লিখছেন তাঁরা আপনি মনে করেন সত্যজিৎ ও তাঁর সিনেমা গুলে খেয়েছেন? সবই তো বোধহয়, সম্ভবত, কোথাও একটা শুনেছিলাম, কোনও একটা জায়গায় পড়েছিলাম - এসবের রেকারিং ডেসিমেল আর তেড়ে ব্যক্তি আক্রমণ। যেন ঋত্বিককে খুবসে গুরুর পাতায় হ্যাটা করলেই তিনি সেই লেভেলে নেমে যাবেন। এর চেয়ে বালখিল্য বিষয় হয় কিছু? রঞ্জন বন্দ্যো নায়ক সিনেমার একটা চমৎকার রিভিউ লিখেছিলেন বহু বছর আগে। এখানে সত্যভক্তদের কতজন সেই লেখাটা পড়েছেন বলে আপনার ধারণা? কিংবা শতরঞ্জ কি খিলাড়ির অ্যানাক্রনিজম নিয়ে? সবই তো অ্যানেকডোটের চাষ আর গুছিয়ে ট্রোল।
  • :|: | 174.255.128.154 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:২১490376
  • নাইন ইলেভেনের পোস্টের প্রেক্ষিতে: তর্ক হচ্ছেনা, এখন আলোচনা হচ্ছে। গতকাল তর্ক ছিল, আজ নাই। 
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:২০490375
  • আচ্ছা, কেউ আবার কিছু যেন মনে করবেন না, 'ত্রিজল' কথাটার অর্থ কী? শব্দটা এমনিতে বেশ শ্রুতিমধুর।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:১৮490374
  • গরীবের ছেলে বিভূতিভূষণ বেঁচে গেছেন, মদ টদ খান নি মনে হয়। শাকপাতা ডালভাত মাছভাত বহু যত্নে খেতেন আর পায়ে হেঁটে দূরে দূরে ঘুরতেন। যদিও দীর্ঘজীবী হন নি, কিন্তু সেটা অন্য কথা।
  • এলেবেলে | 202.142.80.19 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:১৭490373
  • হ্যাঁ, শুধু নাটক নয়, মানসিক হাসপাতালে বসে সেই বিষ্ণুপ্রিয়ার স্ক্রিপ্টও লিখেছিলেন। পরবর্তীকালে সেটা নাটক হিসেবে অভিনীত হয়। 
  • Amit | 121.200.237.26 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:১১490372
  • এই তর্কটা কি কোথাও পৌঁছবে শেষ অবধি ?
  • সিএস | 49.37.32.64 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:১০490371
  • মদ খাওয়া আর শিল্প-সাহিত্য করা, বাঙালীরই এ দীর্ঘ ট্রাডিশন - মাইকেল - মাণিক - ঋত্বিক। আর কী আশ্চর্য, তিনজনেই প্রথাভাঙা, তাঁদের কাজের জায়গায়। তিনজনেই মনে হয়, অবস্থার চাপেই ক্রমশঃ মদ্যপান করেছেন এবং এক সময়ে ভেবেছেন মদটাই তাদের কাজের জোর যোগাবে। মাইকেলের ক্ষেত্রে মনে হয় না, মাণিক ও ঋত্বিক দু'জনেই চিকিৎসার চেষ্টা করেছেন, তখন যা প্রচলিত ছিল তার মধ্যেই হয়ত। মাণিকের সময়ে আরোই কম ছিল, তার ওপর ওনার ছিল দুরারোগ্য এপিলেপসি।
  • aka | 2600:1005:b12e:b10c:5c04:a0b9:714e:6b56 | ১৫ নভেম্বর ২০২১ ০৯:০১490370
  • আমি একজনকে জানি যিনি ৪৪ বছর অবধি মদ স্পর্শ করেননি কিন্তু ৪৫ বছর হওয়ার আগে ওনাকে রিহ্যাবে যেতে হয়েছিল। 
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৫৫490369
  • কারণ সম্ভবতঃ এখন আর ওরকম স্বপ্ন বিশ্লেষণ করে মানসিক চিকিৎসা হয় না, সরাসরি স্নায়ুতন্ত্র পরীক্ষা করা হয়।
    অভি একটা সিরিয়াস লেখা লিখতেও শুরু করেছিলেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৫৩490368
  • অভিকে দরকার। সরাসরি ডাক্তারের কাছ থেকে বক্তব্য পেলে জিনিসটা খুবই ভালো হয়।
  • b | 117.194.210.188 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৫০490367
  • অভি কোথায়?
  • সিএস | 49.37.32.64 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৪৯490366
  • এ তর্ক অনন্তকাল ধরে চলবে, সত্যজিত - ঋত্বিক, কে বড়। কোন মানে হয় না, দুজনেই দু জায়গা থেকে সিনেমা করতে এসেছে, সিনেমাটা কী বস্তু সে নিয়ে দুজনের ধারণার ফারাক ছিল। দু'জনের সিনেমায় ইমেজগুলোই আলাদা।

    ফ্লবয়ার আর ডস্টভয়েস্কির উপন্যাসের তুলনা হয় নাকি। একজন সুচারু, নিঁখুত; অন্যজন ডাইগ্রেসিব্জ, বক্তব্যময়। অনুরুপ রায় ও ঋত্বিক। আর্টের দুটো আলাদা দর্শন, হ্যাঁ রায় ও ফ্লবেয়ার দুজনেই সিনেমা  - উপন্যাস কেমন হওয়া  উচিত তার উদাহরণ তৈরী করেন। ঋত্বিক ও ডস্টভয়েস্কি ঐ দুই মাধ্যমকে এক্স্টেন্ড করেন।

    আর পুরস্কার দিয়ে পুরোটা প্রমাণ হয় না। পরিচালকের ক্ষমতা নিয়ে কিছুটা হয়।

    আর, ঋত্বিকের চিকিৎসা তো হয়েছিল, ডাক্তারের কাছে গিয়ে প্রথমে জিগ্যেস করেছিলেন তিনি ফ্রয়েড না ইয়ুং পন্থী। গোবরা হাসপাতালেও তো ছিলেন, বিনয় মজুমদারও তখন সেখানে, শোনা যায় কোন একটা নাটক অভিনয়ের ব্যবস্থা করেছিলেন হাসপাতালের রোগীদের নিয়ে।
     
  • kk | 68.184.245.97 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৪৯490365
  • বিকল্প আছে তো। একই পদ্ধতি তো সবার জন্য কাজ করেনা। মন জিনিষটাই এত কমপ্লিকেটেড আর ব্যক্তিবিশেষে এত ভ্যারী করে! কার কোন পদ্ধতি কাজ করবে সেই বুঝে এগোনো।
  • এলেবেলে | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৪৩490364
  • "গোপনে মৃণাল-ঋত্বিক ছাড়ান" বলে হ্যান্ডবিল দেখলে বলবেন। 
     
    সক্কালবেলা এই চিমটিটি দেখে মনটা তেতো হয়ে গেল। এত বিষ? এত বিদ্বেষ? এত মনের ভেতর পুষে রাখা তিক্ততা? এসব গোপনে ছাড়ানোর চিকিৎসা জানা আছে কারও?
     
    অ্যালকোহলিজম ও মানসিক অসুস্থতা
     
    ভদ্রলোক ৩৪ বছর অবধি মদ স্পর্শ করেননি। ৫০ বছর বয়সে মারা যান। প্রায় গোটা পাঁচেকবার মেন্টাল হসপিটালে ভর্তি হন এই বেসিকগুলো জেনে নিয়ে আহা-উহু করলে ভালো লাগে আর কি।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৪২490363
  • আর আমাদের উপমহাদেশের সমাজে মানসিক ব্যাধি জিনিসটাকে কীরকম একটা "দিব্যোন্মাদ ভাবোন্মাদ বদ্ধোন্মাদ" ইত্যাদি ধরণের রহস্যময় কিছু হিসেবে দেখা হয়। বহুকাল আগে মৃগীরোগকে যেমন ডিভাইন কিছু বলে মনে করা হত, সেরকম। আমাদের সমাজে নানা জায়্গায় এখনও "ভর এ পড়া" জিনিসটাকে একটা অতিমানবিক কিছু ভাবা হয়, তা কাজে লাগিয়ে কিছু লোক ব্যবসাও করে নেয়। আবার নিতান্ত চেনাজানা মধ্যবিত্ত লেভেলেও দেখা যায় অনেকে বলে "আরে ও? ও তো বেশি পড়াশোনা করে পাগল হয়ে গেছে", মানে জিনিসটাকে একটা "রহস্যময় আকাঙ্ক্ষিত" ধরণের কিছু বানিয়ে রাখা হয়েছে আজও।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:৩৫490362
  • সেটাই। তবে চিকিৎসারও নানা অপশন থাকা দরকার। নানা বিকল্প। শারীরিক চিকিৎসায় যেমন একগাদা অ্যান্টিবায়োটিক ঠুসে দেওয়া অনেকে পছন্দ করেন না , বিকল্প চিকিৎসা নিতে যান। সেরকম মানসিক আধিব্যাধির ক্ষেত্রেও বিকল্প থাকলে ভালো। যেখানে একেবারেই উপায় নেই, সেখানে তো অবশ্য যা পাওয়া যায় তাই নিতে হবে।
  • kk | 68.184.245.97 | ১৫ নভেম্বর ২০২১ ০৮:১৭490361
  • অ্যান্ডর,
    অ্যালকোহলিজম, যেকোনো অ্যাডিকশন, এগুলোর শুরু তো মেন্টাল হেল্থ প্রবলেম থেকে। তাই না? মেন্টাল হেল্থের চিকিৎসা ব্যাপারটাতেই তো প্রচণ্ড সোশ্যাল স্টিগমা আছে। সে নিয়ে কথা বলতে বেশির ভাগ লোকই অস্বস্তি বোধ করেন। কাজেই জানা আর কী করে যাবে বলো। এমনকি নিজের পরিবারের অনেকেও এমনি বলেন যে "না না, আসলে তোর কিছু হয়নি। এগুলো মনগড়া ব্যাপার। পাত্তা না দিলে কিছুদিন পরে আপনিই ঠিক হয়ে যাবে।" কিম্বা -- " ওসব খুঁড়ে তুলতে যাসনা। তাতে তো আরোই খারাপ হবে। অন্য কিছুতে মনটা ডাইভার্ট কর জোর করে। তাহলেই সব এসব ন্যাকামি কেটে যাবে।"
    কবে যে মানুষ এইসব ইনহিবিশন থেকে বেরোতে পারবে তাই ভাবি।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৭:৩৯490360
  • ধন্যবাদ আকা। সেটাই তো। অথচ বিখ্যাত কবি, চলচ্চিত্রকার ইত্যাদি- এইসব সেলিব্রিটিদের অ্যালকোহলিজম নিয়ে পাব্লিক নানা গল্প করে, যেন একধরণের বিনোদন। সেই অসুখের চিকিৎসা হল কিনা সেই ব্যাপারে সব নীরব, প্রায় কিছুই জানা যায় না।
  • aka | 143.59.211.4 | ১৫ নভেম্বর ২০২১ ০৭:৩১490359
  • অ্যালকোহলিজম একটা অসুখ। ডেফিনিশন হিসেবে যদি কেউ তার অ্যালকোহল কনজাম্পশনের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে সেটা অ্যালকোহলিজম। তবে এই রোগের কোন টেস্ট হয় না, নিজেকেই আইডেন্টিফাই করতে হয় কারুর এই রোগ আছে কিনা। কারণের মধ্যে জেনেটিক ফ্যাক্টর আছে, বিশেষ জিন শরীরে থাকলে তার প্রিডিসপজিশন রেট ৫০%, তুলনায়, ব্রেস্ট ক্যানসারের জেনেটিক প্রিডিসপোজিশন রেট মাত্র ৭%। কারুর কারুর শরীরে ও মনে অ্যালকোহলের প্রভাব অন্যরকম। তারা দীর্ঘদিন অ্যালকোহল বেশি মাত্রায় খেতে থাকে ও তাদের শরীরে ও মনে পার্মানেন্ট চেঞ্জ হয়। ব্রেণের যেসব জায়গায় পরিবর্তন হয় সেখানে পরিবর্তন হলে সিদ্ধান্ত নেবার ক্ষমতা হ্রাস পায়, ব্যবহার যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি স্বাভাবিক অবস্থায় তা হ্রাস পায় ইত্যাদি। এমত অবস্থায় কেউ পৌঁছলে একমাত্র ট্রিটমেন্ট কমপ্লিট আনকন্ডিশনাল ফিজিকাল সোব্রাইটি। আর তা মেইনটেইন করার জন্য জীবনযাত্রার পরিবর্তন। 
     
    এসব ওয়েল ডকুমেন্টেড।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৭:২৩490358
  • একটা "ট্রোল অ্যালার্ট' জাতীয় অপশন দরকার। মাত্রাতিরিক্ত অসভ্যতা আর ব্যক্তিআক্রমণ দেখলে যাতে ওই পোস্টগুলো রিপোর্ট করা যায়।
  • | 2601:247:4280:d10:953f:c0d4:cda:71bd | ১৫ নভেম্বর ২০২১ ০৬:৪৩490357
  • গুরুতে ইতরামির ইতিহাসের হীরকযুগ চলছে মনে হয়।
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৬:১৬490356
  • কিন্তু সিরিয়াসলি, এই ঋত্বিক আর শক্তির মদ খাওয়া নিয়ে লোকের এত উলুতপুলুতি, অথচ ওঁদের কোনো চিকিৎসা হয়েছিল কিনা সেটা বিষয়ে কোথাও কিছু শুনেছেন?
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৬:১৪490355
  • এখন  শুনেছি বিজ্ঞাপণ দেয়, "গোপণে ফেসবুক ছাড়ান" ঃ-)
  • সম্বিৎ | ১৫ নভেম্বর ২০২১ ০৬:১৩490354
  • "গোপনে মৃণাল-ঋত্বিক ছাড়ান" বলে হ্যান্ডবিল দেখলে বলবেন। 
  • :|: | 174.255.128.154 | ১৫ নভেম্বর ২০২১ ০৫:৫৯490353
  • মদ বোধহয় গোপনে ছাড়াতে হয়। বহুযুগের আগে তেমনই পড়তাম। হ্যান্ডবিলে। 
  • &/ | 151.141.85.8 | ১৫ নভেম্বর ২০২১ ০৫:০৭490352
  • আচ্ছা, এই যে যাঁরা মদের নেশায় লাগামছাড়া হয়ে যান, হিতাহিতজ্ঞানশূন্য, এটা কি এক ধরণের মানসিক অসুখ নয়? এর কাউন্সেলিং বা অন্য কোনো চিকিৎসা হয় না? এই যে নেশাগ্রস্ত চিত্রপরিচালক, এঁর কি কোনো মানসিক চিকিৎসা হয়েছিল?
  • পলিটিশিয়ান | 2607:fb91:301:8c4e:f22e:4650:f347:d325 | ১৫ নভেম্বর ২০২১ ০৪:৩৬490351
  • রন্টিনাচন কি পদার্থ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত