এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:f56c | ১৩ জুন ২০২২ ১০:২৯504622
  • কিছু ম্যাক্রোইকোনমিক ইন্ডিকেটরঃ 
     
    সাপ্লাই চেন ক্রাইসিস চলছেই 
    ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট খুব খারাপ জায়গায়। 
    চীনে নতুন করে কোভিড রেস্ট্রিকশান ইমপোজ করা হচ্ছে। 
    চীনের ইকোনমি বেশ উইক জায়গায়। 
    আমেরিকায় রান অ্যাওয়ে ইনফ্লেশান, ফেড চেষ্টা করবে রিসেশানে ঠেলতে। 
     
    কাজেই এ বছরটায় ৫০% কারেকশান আসতে পারে। অর্থাত কিনা ইটস টাইম টু শর্ট, বেবি।  
     
     
     
  • সম্বিৎ | ১৩ জুন ২০২২ ১০:২৯504621
    • S | 2405:8100:8000:5ca1::131:659b | ১৩ জুন ২০২২ ১০:১৫504606
    • ঐ লিস্টে দেখলাম প্রথম নামটি বন্কিমের। তিনিই বোধয় ঐ লিস্টের সবথেকে পুরানো লেখক (চট করে দেখে যা মনে হল)। তিনিও মারা গেছেন প্রায় সোয়া একশ বছর হয়ে গেলো। ফলে স্যাম্পেল সাইজ মোটেই ছোটো না। যথেষ্ট বড়। এমনকি কেরানীর চাকরিতেও এই রিপ্রেজেন্টেশান ছিলোনা; সেইজন্যই সংরক্ষণ আনা হয়েছে।

      প্রমথেশ বড়ুয়াও মারা গেছেন সত্তর বছর হয়ে গেছে। অথচ এখনও আমরা একজনও লীড মুসলিম হিরো পাইনি। নুসরতকে বাদ দিলে ফিমেল লীডও বোধয় নেই। অথচ বলিউড পুরো ভর্তি - চিরকালই। বালিতে মুখ ডুবিয়ে এভরিথিং ইজ ফাইন ভাবলে ঠিকই আছে। নইলে এইসব কথা মাথায় আসে। সবাইকেই যে এইসব নিয়ে একইরকম চিন্তা করতে হবে, তাও না।
     
    ঠিক কত বড় স্যাম্পেল সাইজ? হাজার? দুহাজার? পাঁচহাজার? দশহাজার? ভারতের জনসংখ্যার ঠক কত শতাংশ?
  • S | 2405:8100:8000:5ca1::239:2e2e | ১৩ জুন ২০২২ ১০:২৭504620
  • @হুতোঃ আমি কিন্তু সোশাল মিডিয়ায় এইসব নিয়ে এমন একটা প্রশ্ন দেখেছিলাম যে চমতকৃত হয়েছিলাম। লোকজন ইন্ডিয়ান ক্রিকেট টীমের অ্যানালিসিস করেছিলো যে লোয়ার কাস্টের লোকজন নেই বা কম কেন।
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ১০:২৭504619
  • এসেমের কি সাহিত্য নিয়েও জানকারি আছে? স্ট্রেঞ্জ! অমিয়ভূষণ মজুমদার, উদয়ন ঘোষ, অরুণেশ ঘোষ, কমল চক্রবর্তী সম্পর্কে জানেন-টানেন? জানলে ১০.১৯-এর মন্তব্যটা করতেন না।
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ১০:২৪504618
  • সকাল ৬টা ৫৮। ঠিক দু'পাতা আগে। আমার তখন গভীর রাত। ব্যাকলগটা কিলিয়ার করে নিন বরং।
  • hehe | 198.16.66.155 | ১৩ জুন ২০২২ ১০:২৪504617
  • এসএম আর ধোঁয়া দিয়েন না। এলবোর মতো পরশ্রীকাতর মাল নিজের জেলার মান্যিগণ্যি মানুষকেও দেখতে পারে না। সুধীর চক্কোত্তি মারা যাবার পর খাতাচোর বলে গালি দিচ্ছিল। কুচুটে লোক।
  • S | 2405:8100:8000:5ca1::e6:9a53 | ১৩ জুন ২০২২ ১০:২৩504616
  • @দীপবাবুঃ
    "ওরে হতচ্ছাড়া; শিল্পীর, লেখকের যে কোনো জাত হয়না- সেটা জানিস না? "

    এই কথাটা বোধয় সর্বৈব ঠিক নয়। বিশেষ করে আমাদের দেশে যেখানে ঘরাণা ইত্যাদি আছে। এমনকি আম্রিগাতেও জ্যাজ, কান্ট্রি, হিপহপ (গ্রেটেস্ট এমিনেম বাদ দিলে) এসবে জাতপাতের রিপ্রেজেন্টেশান আলাদা। কারণ এগুলোর সবকটি শিল্পের পিছনে কিছু ইতিহাস আছে, স্ট্রাগল আছে, স্টাইল আছে ইত্যাদি।

    আবার উল্টোদিকে ভাবুন। সেদিক থেকে তো কেরানীর তো কোনও জাতপাতই থাকার কথা না। এমনকি কোনও বিশেষ স্কিলও দরকার নেই, খুব হাইলি ট্রেইন্ডও হতে হয়্না। তারপরেও সেখানে সংরক্ষন আনা হল কেন? কেন সেখানে আজও রিপ্রেজেন্টেশন আলাদা।
  • r2h | 134.238.14.27 | ১৩ জুন ২০২২ ১০:২১504615
  • এমনিতে, এই ক্লাসিফিকেশন তো স্বীকৃত ধারা, গুরুত্বপূর্ণও নানান স্টাডিতে।

    আসলে এইসবই সোশ্যাল মিডিয়ার ব্যাপার। আগে খুব জেনেরাল বা পপুলার নয় এমন আলোচনা যেসব বৃত্তে হত, সেখানে অংশগ্রহণকারীদের এই নিয়ে প্রাথমিক প্রস্তুতি থাকতো। এখন আমার মত লোকও যেকোন কিছুতে দুটো বকে দিয়ে যায়। তো, এখন গন্ডীগুলো নেই। একদিকে হয়তো ভালোই, বাক্সের বাইরের চিন্তাভাবনার জায়গা হয়।
    কিন্তু এত সহজে রাগারাগি করলে আর কী হবে।
  • sm | 2402:3a80:1cd3:ce2d:478:5634:1232:5476 | ১৩ জুন ২০২২ ১০:১৯504614
  • ঠিক ই তো রবীন্দ্রনাথ কলকাতার আর অজিত রায় লন্ডন থুড়ি আমি জানি না।
    বঙ্কিমচন্দ্র চট্ট - নদিয়া
    তারাশঙ্কর মুখো- বীরভূম
    শরৎ চন্দ্র চট্টো- ব্যান্ডেল
    বিভূতভূষণ বন্দ্য -- বসিরহাট
    শীর্ষেন্দু মুখো -- বিক্রম পুর,
    শরদিন্দু বন্দ্যো  -- জউন পুর
    সুনীল গঙ্গপাধ্যায় -- ফরিদ পুর
     
    সব কটা বাজে লেখক।সব কটা কলকাতার বাইরের লোক। বড়লোক তো একদম নয়।
    দাড়ি দাদু,খালি কলকাতার বনেদী জমিদার লোক।
    সব্বাই বামুন।কি কেলো!! 
    সাধে কি বাংলা সাহিত্য পাতে দেবার মতো নয়! 
    কি বলেন বাবু, এলেবেলে?
  • hehe | 198.16.66.155 | ১৩ জুন ২০২২ ১০:১৮504613
  • গভীর রাতে উস্কানি দিচ্ছে? মাইরি! এলবো তকন সবে গুলি খেয়ে শুইচে।
  • r2h | 134.238.14.27 | ১৩ জুন ২০২২ ১০:১৭504612
  • ওহ। আমি এই এলাম, গভীর রাতের ব্যাকলগ এখনো ক্লিয়ার হয়নি!
  • দীপ | 42.110.138.205 | ১৩ জুন ২০২২ ১০:১৭504611
  • কারা উস্কানি দেয়, সেটা খুব ভালোভাবেই জানা আছে!
  • দীপ | 42.110.138.205 | ১৩ জুন ২০২২ ১০:১৭504610
  • কারা উস্কানি দেয়, সেটা খুব ভালোভাবেই জানা আছে!
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ১০:১৬504609
  • হুতো, উস্কানিটা গভীর রাতে শুরু হয়নি? 'কে ক্ল্যাসিফিকেশন করতে লেগেছে সেটা দেখতে হবে তো। কুটলেমি করাই যার কাজ।' - এটা উস্কানি নয়?
  • hehe | 198.16.66.155 | ১৩ জুন ২০২২ ১০:১৫504608
  • সিভিলিটিহীন গেরামের ঝগড়া সুরু হয়ে গেল!
  • r2h | 134.238.14.27 | ১৩ জুন ২০২২ ১০:১৫504607
  • (১০:০৯ প্রসঙ্গে)
  • S | 2405:8100:8000:5ca1::131:659b | ১৩ জুন ২০২২ ১০:১৫504606
  • ঐ লিস্টে দেখলাম প্রথম নামটি বন্কিমের। তিনিই বোধয় ঐ লিস্টের সবথেকে পুরানো লেখক (চট করে দেখে যা মনে হল)। তিনিও মারা গেছেন প্রায় সোয়া একশ বছর হয়ে গেলো। ফলে স্যাম্পেল সাইজ মোটেই ছোটো না। যথেষ্ট বড়। এমনকি কেরানীর চাকরিতেও এই রিপ্রেজেন্টেশান ছিলোনা; সেইজন্যই সংরক্ষণ আনা হয়েছে।

    প্রমথেশ বড়ুয়াও মারা গেছেন সত্তর বছর হয়ে গেছে। অথচ এখনও আমরা একজনও লীড মুসলিম হিরো পাইনি। নুসরতকে বাদ দিলে ফিমেল লীডও বোধয় নেই। অথচ বলিউড পুরো ভর্তি - চিরকালই। বালিতে মুখ ডুবিয়ে এভরিথিং ইজ ফাইন ভাবলে ঠিকই আছে। নইলে এইসব কথা মাথায় আসে। সবাইকেই যে এইসব নিয়ে একইরকম চিন্তা করতে হবে, তাও না।
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ১০:১৪504605
  • ওসব বালের প্রগতিশীল দেখে দেখে চোখে ছাতা পড়ে গেছে। আমাদের ঠাকুন্নমো করার অভ্যাস আজও যায়নি তো!
  • r2h | 134.238.14.27 | ১৩ জুন ২০২২ ১০:১৪504604
  • এই সকাল সকাল শুরু হয়ে গেল।

    মুশকিল হল এসব উস্কানীর উপেক্ষা করারই মত, মানে সারবস্তু তো নেই। কিন্তু সে আর হয় কই।
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ১০:১৩504603
  • ফের 'হতচ্ছাড়া' আর 'মাতব্বর' সম্বোধন দেখতে পেলেই কাঁচা গালাগালির বন্যা ছোটাব। শিল্পী-সাহিত্যিকদের জাতধর্ম হয় না ন্যারেটিভটাই পাক্কা বদমাইশির নমুনা। নিজেরই অজান্তে শিবকুমার শর্মা আর জাকির হোসেনের উল্লেখেই সেটা স্পষ্ট হয়ে গেছে।
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:f56c | ১৩ জুন ২০২২ ১০:১২504602
  • kk দেখলাম কামারতাজের উল্লেখ করেছেন! হুম।  
  • দীপ | 2401:4900:3a0d:dbb1:297f:5bc4:c478:8e0e | ১৩ জুন ২০২২ ১০:০৯504601
  • লেখকের মধ্যে কে হিন্দু, কে মুসলিম; কে উচ্চবর্ণ, কে নিম্নবর্ণ - তাই নিয়ে বাতেলা চলছে! ওরে হতচ্ছাড়া; শিল্পীর, লেখকের যে কোনো জাত হয়না- সেটা জানিস না? 
    জাকির হোসেন আর শিবকুমার শর্মা একসাথে বাজিয়েছেন। মানুষ শুনে ধন্য হয়েছে। কেউ তাঁদের জাত নিয়ে প্রশ্ন তোলেনি! 
    আর এখানে মাতব্বরেরা শিল্পীর, লেখকের জাত দেখছে! 
    এরাই আবার নিজেদের প্রগতিশীল দেখায়!
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:f56c | ১৩ জুন ২০২২ ১০:০৮504600
  • সম্বিত, হ্যাঁ। আর এখন ১৫০০ পয়েন্ট ডাউন :-)
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ১০:০৪504599
  • এক টুকরো অজিত রায় আপনার মন্তব্যের কাউন্টার করার জন্য রইল --- 'কেন কেবলমাত্র একটি শহরের সাহিত্যকেই ‘শ্রেষ্ঠ’ বলে দেগে দেয়া হবে? আর, যাঁরা দেগে দিচ্ছেন তাঁরা প্রত্যেকে কলকাতাবাসী ব্যক্তি অথবা ব্যবসায়ী সংস্থা। তাঁরা স্বঘোষিত পণ্ডিতপ্রবর তথা সবজান্তা, কেন্দ্রে বসে জ্ঞান বিতরণ করে প্রান্তবাসীদের মূর্খ ও সেকেন্ড ক্লাশ খাড়া করার এই চক্রান্ত অনেকাংশে ভারতবর্ষ তথা আফ্রিকায় বৃটিশ উপনিবেশীদের ভূমিকার কথা স্মরণ করায়। ... একই ভাষাগোষ্ঠীর লোক সবাই সমান হওয়া সত্ত্বেও রংদারি ফলায় কলকাতার স্বঘোষিত কর্তাবাবারা।'
     
    কাজেই লেখক কলকাতার নাকি কাঠমাণ্ডুর - সেটা বাংলা সাহিত্যে অন্তত ম্যাটার করে।
  • এলেবেলে | ১৩ জুন ২০২২ ০৯:৫৮504598
    • kk | 2601:448:c400:9fe0:cd09:a6fc:394:3916 | ১৩ জুন ২০২২ ০২:১০504445
    • এলেবেলে, ঠিক আছে। আমি অবশ্য পার্সোনালি মনে করি যে কোনো লেখক কলকাতার না কাঠমান্ডুর না কামারতাজের সেই দিয়ে কিছু যায় আসে। কেউ যদি লেখক কোথাকার, কোন ডাইটির পুজো করেন, কোন ফ্লেভারের চা ভালোবাসেন এগুলো নিয়ে ভাবতে ভালোবাসেন তো সেটা তাঁর অভিরুচি।
     
    ঠিকই, তবে কি না সেটা আপনার ব্যক্তিগত মনে হওয়া এবং অভিরুচি। কিন্তু সেটাই কেমন গণতান্ত্রিক রূপ পেয়ে গেল যখন এর ভিত্তিতে লেখা হল 'কে ক্ল্যাসিফিকেশন করতে লেগেছে সেটা দেখতে হবে তো। কুটলেমি করাই যার কাজ।'
     
    এসব বালের সুইপিং স্টেটমেন্টের তো কোনও অর্থ হয় না, কেবল দল পাকানো আর গায়ের ঝাল মেটানো ছাড়া। এর যে একটা মারাত্মক সোশিও-ইকনমিক অ্যাঙ্গেল আছে, সেটাকে আড়াল করার চেষ্টা করে লাভ নেই। আনন্দবাজার একটা নিছকই স্যাম্পল সেখানে।
     
    আমার আলোচনার প্রিমাইসটা অত ছোটও ছিল না। প্রাক্‌-ব্রিটিশ বাংলায় গোটা সমাজটার অর্থনীতি আর রাজনীতির পকড়টা বৈশ্য (বাংলায় মূলত ব্যবসায়ী সম্প্রদায়) আর শূদ্রদের হাতেই ছিল। তারপরেই এই ব্রাহ্মণ্যবাদের উত্থান। সাহিত্যের জগতে এর উদাহরণ খুঁজে পাবেন বৈষ্ণবসাহিত্য, মঙ্গলকাব্য, নাথসাহিত্য, সিদ্ধাদের কাহিনি এবং 'মুসলমানি' সাহিত্যে। কিন্তু পলাশি-পরবর্তী বাংলায় মোটামুটি সেই যে ১৭৭৬ থেকে এই নয়া প্রিভিলেজড শ্রেণিটির উদ্ভব হল, তার প্রায় ২৫০ বছর পরেও তার সামান্যতম ব্যত্যয় ঘটেনি।
     
    আর ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে ভিক্টোরিয়ান এরার হার্ডি-ডিকেন্সের সঙ্গে এমিলি ব্রন্টি ও জর্জ এলিয়টের উপন্যাস পড়তে হয়েছে। আরেকটু উঁচু ক্লাসে ভার্জিনিয়া উলফও। কাজেই মেয়েরা হয় লিখতে পারেন না কিংবা কম লেখেন - এই আপ্তবাক্যকে আমি অন্তত পাত্তা দিই না।
     
    আসলে আমরা ছদ্ম উদারতার ভান নিয়ে বাঁচতে ভালোবাসি। তাই এসব জাতপাতধর্মের উল্লেখ আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। 
  • সম্বিৎ | ১৩ জুন ২০২২ ০৯:৪৫504597
  • কে ডাউন, সেনসেক্স?
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:f56c | ১৩ জুন ২০২২ ০৯:১৬504596
  • প্রি ওপেনিং এই ১২৫০ পয়েন্ট ডাউন! frown
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:f56c | ১৩ জুন ২০২২ ০৮:৪৫504595
  • "লার্জ স্যাম্পল পপুলেশনের ডিস্ট্রিবিউশন মোটামুটি ফলো করবে"
     
    অর্থাত স্যামপ্লিং ডিসট্রিবিউশান অফ এরর কম। অর্থাত কিনা বেশীর ভাগ ন্যাচারাল প্রসেস, যা কিনা কন্টিনুয়াস, গসিয়ান ডিসট্রিবিউশান ফলো করে। চতুর্দিকে গসিয়ান নয়েজ। 
  • dc | 2401:4900:1cd1:fde2:bd5d:6b8e:3c93:f56c | ১৩ জুন ২০২২ ০৮:১২504594
  • অংক নিয়ে একটা দুর্দান্তরকম অসাধারন ভিডিও দেখুন 
     
  • যোষিতা | ১৩ জুন ২০২২ ০৭:৫৫504593
  • বাহ! সুন্দর রিভিউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত