এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 14.202.99.66 | ১৪ জুন ২০২২ ১৬:৩২504832
  • কেন ? কাজ চাইলে দিদির সিভিক পুলিশের চাকরি আছে তো। আর চাকরি না করতে চাইলে সিন্ডিকেট ? কিসের সমস্যা ?
  • সিএস  | 2405:201:8009:7998:e945:6e0e:5bc9:eb71 | ১৪ জুন ২০২২ ১৬:৩১504831
  • চোখে পড়ে মুসলমান মেয়েরাও যেন আগের থেকে বেশী বেরোচ্ছে, বোরখা - হিজাব পড়েই।

    তো, গত কয়েক বছরে পড়াশোনার সুযোগের ফলেই একটা পরিবর্তন হয়ে গেছে, হচ্ছে।

    ফলে, পরের ধাপটা জরুরী। সারা দেশের জন্যই, পঃ বঃ -এর জন্য তো বটেই।

    না হলে কী আর হবে, যারা ক্ষমতায় আছে, তারা ঘা খাবে। দিল্লীশ্বর সামলে নেবে হয়ত, অঙ্গরাজ্য কী করবে ?

    (যারা বোরখা - হিজাবের বিরুদ্ধে, তারা কিন্তু এটা লক্ষ্য রাখে যে মেয়েরা বেশী বেরোচ্ছে, বেশী পড়ছে, ফলে তাদের ক্রমশঃ গলার জোর বাড়বে ইত্যাদি।)
     
     
  • kc | 188.236.147.40 | ১৪ জুন ২০২২ ১৬:১৯504830
  • মেয়েদের স্কুলছুটের সংখ্যা কিছুটা হলেও কমার কারণ হল 'কন্যাশ্রী'।
  • একক | 2409:4060:114:35eb::4c1:f8a0 | ১৪ জুন ২০২২ ১৬:১২504829
  • এখন যউবন আরও আগে থেকে উদবেল হয়। নগরনটী- নট তথা কোরটিসান কলচর ফিরে আসা উচিত। বাচ্চাদের সেক্সুয়াল লাইফ নিয়ে কথা বলতে লোকজন সমস্যায় ভোগে। অদ্ভুত। 
  • সিএস | 2405:201:8009:7998:e945:6e0e:5bc9:eb71 | ১৪ জুন ২০২২ ১৬:১০504828
  • - অগ্নিপথ স্কীমে মিলিটারিতে লোক নেবে।
    - মিশন মোডে আগামী দেড় বছরে সরকারি দশ লাখ চাকরি। (দেড় বছরটা খেয়াল করবেন, ঐ ২০২৪ টা ধরা হয়েছে আর কি )
    - ২০২৪ এ রাম মন্দির হয়ে যাবে।
    (সরকারি চাকুরেরা অযোধ্যা গেলে LTA concession পাবে ?)

    ব্যাস, ভাজপাকে আর পায় কে ! আর আপনারা বলেন, দেশে নাকি চাকরি নেই।

    কিন্তু পঃ বঃ - এর কী হবে ?

    তার তো অযোধ্যাও নেই, মিলিটারিও নেই।

    ছেলেমেয়েরা স্কুল পাশ না হয় করছে (ছেলেরা একটু ড্রপ করছে), কিন্তু তারপর কলেজ, তারপর কাজ ?

    (দয়া করে আবার বলবেন না, সিঙ্গুর কেন হল না !!)
     
     
  • r2h | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১৫:৩৭504827
  • আগে বয়ঃপ্রাপ্তির ক্রাইটেরিয়াটা আরো কম বয়সে ছিল, বারো চোদ্দ বছরে ছেলে ছোকরারা রাজা হয়ে গেছে, আঠেরো কুড়িতে কাব্য সাহিত্য, তিরিশের মধ্যে দিগ্বিজয় সেরে ফৌত। লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার সঙ্গে সঙ্গে আজকাল কুড়ি বছর বয়সেও লোকে স্মরণজিতের প্রেমের উপন্যাস পড়ে আলুথালু হয়ে যায়। তো, বয়ঃপ্রাপ্তির ব্যাপরটা আরেকটু বাড়িয়ে দিলে পারে। তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বাপমায়ের হোটেলে থাকবে, আনন্দ ফুর্তি করবে, তারপর বোর হয়ে গিয়ে পঁয়ত্রিশ থেকে চাকরি বাকরি শুরু করে আশি নব্বই পর্যন্ত টেনে দেবে।

    এইবার যৌবন উদ্বেল হলে আলাদা বাসা করার কী ব্যবস্থা হবে সেটা একটা সমস্যা, তবে সনাতন ভারতীয় সংস্কৃতি মানলে সেটাও এমন কিছু বড় ব্যাপার না।
  • Ekak | 2409:4060:114:35eb::4c1:f8a0 | ১৪ জুন ২০২২ ১৫:৩১504826
  • বুইড়া জনতাকে ওয়েলফেয়ার দিতে গেলে আর্নিং পপুলেশনের ট্যাক্স রেট বাড়াতে হবে,  বুইড়ারা কদ্দিন বেশি বাঁচে আগের তুলনায় ,  অংক  কষে  নিয়ে। 
     
    যেভাবে পঞ্জি  স্কিমকে স্টেবল  রাখা  হয়  আর  কী।  প্রিমিয়াম  বাড়িয়ে  বাড়িয়ে। বেস্ট  হল  বুইড়াদের 
    গুলাগে  পাঠিয়ে  দেওয়া।  নাহয়  নাম  দেবেন   সরকারি  বৃদ্ধাশ্রম। 
  • Ranjan Roy | ১৪ জুন ২০২২ ১৪:৫২504825
  • ডিসিবাবু   
    আপনি তো গুরুর ক্যাপিটালিজমের স্পোক্সস্‌পার্সন। না না; নূপুর শর্মার সঙ্গে কোন তুলনা করছি না।
    যেভাবে বাজার পড়ছে তাতে আমাগো কী হাল হইব সে নিয়ে দুপয়সা দিন না। এখানেই বা আলাদা টইয়ে? 
     
    যেমন,আমাদের দ্যাশের ইকনমিটা এক্সপোর্টের বদলে ইম্পোর্ট অরিয়েন্টেড। তাহলে ডলারের সঙ্গে রুপিয়ার বিনিময় মূল্য যেভাবে পড়ছে তাতে তো আমদানীর কস্ট বাড়বে ফলে জিনিসপত্রের দামও বাড়বে। ব্রেন্ট অয়েলের দাম বাড়বে তাহলে ফের ফ্রেইট চার্জ বাড়লে জিনিসের দাম বেড়ে ইনফ্লেশন লাগামছাড়া হবে।
    রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়ে  ব্যাংকের  লোনেবল ফান্ড টাইট করে লোন নেওয়া মাহাংগা করে দিচ্ছে,আরও করবে। কিন্তু ব্যাংকগুলো তো আমাদের মত সামান্য ডিপোজিটরদের সেই বেনিফিট  পাস অন করছে না; জমাতে সুদের হার বাড়াচ্ছে না। 
      এভাবে ইনফ্লেশন আরও বাড়বে তখন আমাদের মতন পেনশনভোগীদের পেনশনের রিয়েল ভ্যালু কমে গিয়ে বাঁশ হবে দুদিকেই।
      ক্রয়ক্ষমতা কমল এবং বাজার আরও চড়ে গেল। শেষে কি বুড়ো বয়েসে দুধ ডিম আইস্ক্রিম ছেড়ে দিতে হবে? 
     
      দুটো আশাভরসার কথা শোনান দিকি। 
    দুগ্‌গা! দুগগা!  
  • হেহে | 62.212.64.16 | ১৪ জুন ২০২২ ১৪:৩১504824
  • ডিসিবাবু মস্করা করেন ক্যান? আপনাগো ফেবারিট হিরু অমিতাবচ্চন, রিত্তিক রোশানের অগ্নিপথ হৈয়া ইবার লরেনবাবুর সুপারহিট ফিলিম আইতাসে। হাততালি দ্যান।
  • dc | 2401:4900:1f2b:6ae2:c0f1:b815:375c:a427 | ১৪ জুন ২০২২ ১৪:২১504823
  • আর এই প্র্কল্পে যারা যোগদান করবেন, তাঁদের নাম হবে: অগ্নিবীর। 
     
    চাকরির একটাই শর্ত, চান করা চলবে না বা জলের নামা চলবে না। 
  • সেনাতেও কনট্র্যাক্ট লেবার | 185.100.85.23 | ১৪ জুন ২০২২ ১৪:১৮504822
  • নতুন ‘অগ্নিপথ’ প্রকল্পে সেনা জওয়ানদের বাহিনীতে নিয়োগ করা হবে চার বছরের জন্য। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সি ৪৫ হাজার ভারতীয় এই প্রকল্পের অধীনে কাজের সুযোগ পাবেন ভারতীয় সেনাবাহিনীতে।

    সেনাবাহিনীতে চার বছরের মেয়াদে ৬ মাসের প্রশিক্ষণ পাবেন এই সেনা জওয়ানরা। তাঁদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন এবং অন্যান্য ভাতা দেওয়া হবে। সূত্রের খবর, এই প্রকল্পটি উচ্চস্তরের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। এমনকি এই প্রকল্প সেনাবাহিনীর দেশভক্তি এবং পেশাদারিত্বে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। 
     
  • r2h | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১৩:৪১504821
  • এমনিতে ভারতে জিপিআই ঊর্ধমুখী, ২০১৪তে ১ হয়েছে দেখলাম, ২০২০তে ১.১১ (বিশ্বব্যাংকের তথ্য)।
  • r2h | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১৩:৩০504820
  • আচ্ছা।
    হ্যাঁ, এটাই সবচে' বাস্তবসম্মত সম্ভাবনা।
    আর কিছু হতে পারে কিনা ভাবছিলাম আরকি।

    করোনার সময় স্কুল নেই, পড়াশুনো নেই, ঐ শূন্যতার মধ্যে সিস্টেম থেকে বেরিয়ে যাওয়া খুবই সম্ভব। অন্যান্য রাজ্যে কী অবস্থা সেটাও একটা প্রশ্ন।
    আবার, মেয়েরা যদি এত বিপর্যয়ের মধ্যেও মাধ্যমিক উচ্চ্মাধ্যমিক পর্যন্ত টিঁকে থাকে, সেটাও একটা বিরাট আশার কথা।
  • হজবরল | 185.220.100.248 | ১৪ জুন ২০২২ ১৩:২৮504819
  • বাইরে যারা কাজ করতে যায় তাদের মধ্যেও জেলাওয়ারি ভাগ আছে । লুরুতে যারা রান্নার কাজ করে বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের । রাজমিস্ত্রির কাজ করে প্রায় সব মুর্শিদাবাদের । মাঝখানে হঠাৎ বাংলাদেশের অনেক মুসলিম মহিলারা লুরুতে কাজ খুঁজতে আসতো । সেটা নিয়ে লুরু পুলিশ সতর্ক করে নির্দেশিকাও দিয়েছিল । মানে জেলাওয়ারি সব দালাল চক্র এসবের পিছনে আছে নিশ্চই ।
  • kc | 188.236.147.40 | ১৪ জুন ২০২২ ১৩:২৬504818
  • হতো, দুদিন আগেই কোথায় একটা পড়লাম করোনা'র আগে এইটে আর ইলেভেনে রেজিস্টার্ড ছাত্র ছাত্রীর সংখ্যায় এতটা গ্যাপ ছিলোনা, ..... খুঁজতে ল্যাদ লাগছে।
  • বেশ | 83.137.158.10 | ১৪ জুন ২০২২ ১৩:১৪504817
  • ওদের বাবা মারা জেনে গেছে যে পড়াশুনো করলেই চাকরি পাওয়া যাবে এমনটা নয় | কলেজে পড়ে যদি কাউকে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে হয় তাহলে সে হীনমন্যতায় ভুগবে না ? তার থেকে অতদূর না পড়াই ভালো | ঘুষ দিলে তো ফাইভ পাসও প্রাথমিকে পড়াচ্ছে | 
     
    তবে মেয়েরা পড়লে সমাজটা এগোবে | সেটা ভালোই হবার কথা | মেয়েরা বাড়ি বসে বিয়ের চেষ্টা করার থেকে পড়াশুনো করা ভালো |
  • r2h | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১৩:১৩504816
  • আমাদের ফ্ল্যাটে যাঁরা নানান কাজ করেন তাঁদের অধিকাংশই ক্যানিং সুন্দরবন ঐসব দিকের গ্রামের মানুষ। ওঁদের কাছে শুনি আজকাল পুরুষদের কাজের ভয়াবহ আকাল। মেয়েদের কাজ সেই তুলনায় আছে, ডোমেস্টিক হেল্প, আয়া ইত্যাদি।

    ভিন রাজ্যে আছে নিশ্চয়ই, লুরুতে দেখতাম অধিকাংশ জায়গায় নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, জোগাড়ে ইত্যাদিরা পব, আসাম, ত্রিপুরার বাঙালী।
  • পতিতপাবন সমাদ্দার, বোস্টন | 23.106.56.37 | ১৪ জুন ২০২২ ১৩:০৯504815
  • পচ্চিমবংগে ত বীভৎস পরিস্থিতি মহায়! আইন শ্র্রিঙ্খলা কিসু নাই।
     
    ধরা পড়ার পর পুলিশ হেফাজতে কেটেছে সাত দিন। কিন্তু স্ত্রীর ডান হাত কেটে নেওয়ার অপরাধে অভিযুক্ত শের মহম্মদের আচরণে বড় একটা পরিবর্তন দেখছেন না তদন্তকারীরা। রেণু খাতুনের উপর ভয়ঙ্কর অত্যাচার চালানো সত্ত্বেও ভাবলেশহীন শের মহম্মদ। অপরাধবোধের চিহ্ন নেই তাঁর চোখেমুখে। নেই আক্ষেপও। এমনটাই মত তদন্তকারীদের।
     
    স্ত্রীর ডান হাত কেটে নেওয়ার পর পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। গত মঙ্গলবার রাতে ধরা পড়ে যান শের মহম্মদ। বুধবার অভিযুক্তকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সেই মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। এই সাত দিনে দফায় দফায় জেরা করা হয়েছে শের মহম্মদকে। তদন্তকারীরা ছুড়ে দিয়েছেন একের পর এক প্রশ্নও। অপরাধের কারণই বিশেষ করে ভাবাচ্ছে তদন্তকারীদের। কিন্তু জেরায় নিজের ‘যুক্তি’তে এখনও অটল শের মহম্মদ। তাঁর উত্তর, ‘‘ও (রেণু খাতুন) চাকরি পেলেই সংসার ফেলে চলে যেত।’’
     
  • S | 2405:8100:8000:5ca1::17e:a5a9 | ১৪ জুন ২০২২ ১৩:০৮504814
  • আইপিএলে মিডিয়া রাইটস বিক্রি হচ্ছে বলপ্রতি প্রায় ৫০ লাখ টাকায়। নেক্সট অকশান থেকে টীমগুলোর পার্সও অনেক বেড়ে যাবে। ফলে তখন আমরা বোধয় প্রচুর মাল্টাই মিলিয়ন ডলার পারচেজ দেখবো।
  • r2h | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১৩:০৭504813
  • ছাত্ররা লেবার খাটছে আর ছাত্রীরা পড়ছে - এটার কি কোন পরিসংখ্যান আছে? না ছাত্রছাত্রীদের সংখ্যার বৈষম্য দেখে অনুমান?

    হতেই পারে ঠিক অনুমান, খুবই সম্ভব, আগেও এটা শুনেছি। বোঝার চেষ্টা করছি কী করে বলা হচ্ছে।

    পশ্চিমবঙ্গে স্ত্রীঃ পুরুষ অনুপাত ৯৫০ঃ১০০০ দেখতে পাচ্ছি, তাই এ ছাড়া আর কোন কারন ভাবা মুশকিল।

    আগেকার বিচারে এখন মাধ্যমিকের আগে স্কুলছুটদের মধ্যে মেয়েদের সংখ্যা কমছে, আর ছেলেদের একই রকম থাকছে - এরকম কোন সম্ভাবনা, তার পক্ষে বা বিপক্ষে কোন তথ্য আছে কিনা খোঁজার চেষ্টা করছিলাম।
  • kc | 188.236.147.40 | ১৪ জুন ২০২২ ১২:৫৭504812
  • চকচকে মোড়কে ঢাকা দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে। 
  • হুম | 162.210.194.10 | ১৪ জুন ২০২২ ১২:৪৪504811
  • মাধ্যমিক ত ওই বাংলা মিডিয়ামে পড়া চাষাভুষোর ছেলেমেয়েরা দেয়। ওরা দেখেছে লেবার খাটলে বেশি পয়সা। মেয়েরা বরং পড়লে ভাল বিয়ে হবে।
  • kc | 188.236.147.40 | ১৪ জুন ২০২২ ১২:৪০504810
  • মানে বিপুল সংখ্যক ছাত্র ড্রপ আউট করে লেবার খাটতে নেমে গেছে।
  • :|: | 174.251.167.151 | ১৪ জুন ২০২২ ১২:৩৯504809
  • তারা পাশ করতে পারলে ভালো; নইলে খারাপ। 
  • হজবরল | 185.220.101.41 | ১৪ জুন ২০২২ ১২:৩৫504808
  • মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই দেখা যাচ্ছে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে এক লাখ দেড় লাখ করে বেশি | এটা ভালো না খারাপ ?
  • r2h | 134.238.18.211 | ১৪ জুন ২০২২ ১২:০০504807
  • স্কুল শিক্ষা, পাশ ফেল নিয়ে যে কোভিড অনলাইন পরবর্তী সমস্যাগুলি হচ্ছে পবতে, অন্যান্য রাজ্যে এর কেমন প্রভাব তা ভাবছিলাম।
    হয়েছে তো সারা পৃথিবীতেই, তবে পবতে ছাত্রছাত্রীরা আন্দোলন টান্দোলন করে খুব নিন্দিত হচ্ছে, অন্য কোথাও তা হচ্ছে কিনা জানার চেষ্টা করছি।

    প্রসঙ্গত সাহিত্যিকের জাত বিচার কেন, তা নিয়ে কথা হচ্ছিল। ভারতে কারা কেমন অনলাইন পড়ার সুযোগ পেয়েছিল দেখছিলাম। গ্রামীন শিক্ষার্থীদের মধ্যে ১৫%, আর গ্রামীন তপশিলি জাতি বা উপজাতিভুক্তদের মধ্যে ৪% এই সুযোগ পেয়েছে এক জায়গায় দেখলাম।
  • lcm | ১৪ জুন ২০২২ ১১:১৬504806
  • হ্যাঁ, ক্রিপ্টো হাওয়া হয়ে যাবে না, তবে ক্রিপ্টো নিয়ে যে হাওয়া উঠেছিল সেটা একটু স্তিমিত হয়ে যাবে।

    থ্যাংকু যোষিতা, ঠিক, ওটা ইউনিয়ন ব্যাংক ওফ সুইজারল্যান্ড হবে।
  • S | 2405:8100:8000:5ca1::120:675a | ১৪ জুন ২০২২ ১১:০১504805
  • সুট্টার দোকান হলে একদম ঠিকমতন হত।
  • dc | 2401:4900:1f2b:6ae2:847f:97b0:d147:9485 | ১৪ জুন ২০২২ ১০:৫২504804
  • laugh
  • Amit | 121.200.237.26 | ১৪ জুন ২০২২ ১০:৩৯504803
  • ঠান্ডার মধ্যে রাস্তায় বিড়ি খেতে বেরিয়ে একখান দিব্যি সাজানো অফিস দেখলাম বাইরে থেকে। মাথায় সাইন বোর্ড - এমসিবিসি (MCBC)। ঘাবড়ে গেলাম দেখে যে এটা নির্ঘাত কোনো পাঞ্জাবির অফিস হবে। 
     
    তাপ্পর কাছে এসে দেখি নিচে লেখা মেন্ল্যান্ড চায়না ব্যাঙ্কিং ব্যাঙ্কিং কর্পোরেশন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত