এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০৪:২৩516409
  • এক বন্ধু এক কৌটো পান্তুয়া অর্ডার করেছিলেন। কৌটো তো এল, পান্তুয়াও ছিল তার মধ্যে, কিন্তু কৌটোভর্তি রস। পান্তুয়া ফুরোলো, রসগুলো কী করেন? আর এক বন্ধু বুদ্ধি দিলেন, রসে খেজুর ফেলে দে। অমনি গোটা পঁচিশ খেজুর রসে ফেলে দিলেন তিনি। দেখা যাক কী হয়। ঃ-)
  • kk | 2607:fb91:142e:498e:72bf:33d3:6f6a:5f0c | ০৭ আগস্ট ২০২৩ ০৪:২২516408
  • হ্যাঁ, লেবুচে গন্ধদ্রব্য খুব ভালো জিনিষ ,শুনে তো আমারই নিতে ইচ্ছে করছে! ফরাসী দোকান খুঁজলে পাওয়া যাবে হয়তো। দেখি।
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০৪:২০516407
  • আবার সুগারও বেড়ে যেতে পারে। হ্যাপা অনেক।
  • চকোলেট | 2600:1002:b00b:9e9b:312b:9aff:f0b7:147a | ০৭ আগস্ট ২০২৩ ০৩:৫৫516406
  • মার্কিন দেশে ভাল চকলেট পাওয়া ঝকমারি, ভাল চকলেটের স্পেশালিষ্ট দোকান খুঁজে বের করা পরিশ্রমসাধ্য। মজার হল, এমনকি লিডিলও সস্তায় নানাবিধ পুষ্টিকর খাদ্য রাখে। আর যদি আশেপাশে ফরাসি দোকান থাকে! 
  • অ্যাসোর্টেড চকোলেটের | 2600:1002:b00b:9e9b:312b:9aff:f0b7:147a | ০৭ আগস্ট ২০২৩ ০৩:৪৯516405
  • না না অতো দেওয়া যাবে না, একটু ভাল জাতের চকলেট অল্প করে, যাতে তারা না খেলে তাদের মা বাবারা খেতে পারেন। 
  • একুশে গিফট | 2600:1002:b00b:9e9b:312b:9aff:f0b7:147a | ০৭ আগস্ট ২০২৩ ০৩:৪৬516404
  •  তারা গন্ধদ্রব্য পছন্দ করতে পারে, গরমের লেবুচে গন্ধ 
  • kk | 2607:fb91:142e:498e:a12a:cc7f:f2a0:4eb0 | ০৭ আগস্ট ২০২৩ ০৩:৪৫516403
  • চকোলেট দিতে ভয় করে জানেন? একবার আমি একজনকে একটা বড় অ্যাসোর্টেড চকোলেটের বাক্স দিয়েছিলাম। তার মা আমার সামনেই তার থেকে সেটা কেড়ে নিয়ে বলেছিলেন " একদম না, তোমার দাঁত খারাপ হয়ে যাবে।"

    অ্যান্ডর,
    তাই তো, বাঘ-সিংহর কথা মাথায় আসেনি! অবশ্য সিংহ তো বনে থাকেনা। ভালুক আসতে পারতো অবশ্য।
    হ্যাঁ, এই সাজগোজ, ওষুধ, রূপচর্চা এগুলো কেমন ভাবে এলো সে জানতে তো আমারও বেশ ভালো লাগবে। মানুষের কৌতুহল তো বরাবরই খুব বেশি। এক্সপেরিমেন্ট করতে করতেই এগুলো জেনেছে নিশ্চয়ই। কিছুকিছু জিনিষ হয়তো অ্যাক্সিডেন্টালিও জানা হয়ে গেছে।
  • পছন্দ- অপছন্দ | 2600:1002:b00b:9e9b:312b:9aff:f0b7:147a | ০৭ আগস্ট ২০২৩ ০৩:২৭516402
  • একুশ বছুরে ছেলেরা ছাড়া চকলেট সবাই পছন্দ করে। একুশেরা গিফ্ট কার্ড পছন্দ করতে paare.
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০৩:২২516401
  • কেকে, ভেবে দেখেছ মানুষ যে এই নানারকম লতাপাতা গেরিমাটি পাথরনুড়ি পালক ফুল এইসব দিয়ে সাজসজ্জা করতে শিখল, এটা কীভাবে হল? কোনো তো প্রয়োজন ছিল না? কীকরে হলুদ চন্দন বেটে মুখ মাখতে শিখল ত্বক সুন্দর হবে বলে? কেশুতে পাতা বেটে মাথায় মাখতে শিখল চুল ঘন হবে বলে?
    সবচেয়ে বড় ব্যাপার হল মানুষ চিকিৎসা করতে শিখল কীভাবে? ধরো শিকারে গিয়ে দলের একজন বা দু'জন আহত হয়েছে, তাদের বহন করে আস্তানায় এনে ক্ষততে ভেষজপ্রলেপ দিয়ে পাতা ঢাকা দিয়ে বেঁধে দেবার ব্যাপারটা আবিষ্কার করল কী করে মানুষ?
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০৩:১০516400
  • ঘোড়ার ব্যাপারটা দারুণ! এটা আমি সেই সময়ে ভাবিনি। কিন্তু বনের মধ্যে ঘোড়ার পিঠে চড়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলে যদি বাঘ আসে? বা সিংহ?
  • kk | 2607:fb91:142e:498e:a12a:cc7f:f2a0:4eb0 | ০৭ আগস্ট ২০২৩ ০৩:০৩516399
  • বেশ বেশ, আইডিয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ধারণা ছিলো গিফট কার্ড জিনিষটা খুব ইম্পার্সোনাল। তবে এটা ঠিকই যে তাতেই হয়তো সবাই সবচেয়ে খুশি হবে।

    আরে অ্যান্ডর, আমারও যে ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে যাবার ভয়ানক ইচ্ছে হতো! অবশ্য টাকাপয়সা মোটেই কেউ দিতোনা। আমার স্থির ধারণা ছিলো কোনোভাবে একটা ঘোড়া জোগাড় করতে পারলেই হবে। তাতে চেপে জঙ্গলের মধ্যে দিয়ে গেলেই তো গাছেগাছে ফলপাকুড় পাওয়া যাবে। রাত্রে গাছের ডালেই থাকা, নদীতে হ্রদে চান করে নেওয়া... খুব অসুবিধে হবেনা। স্রেফ একটা ঘোড়ার অভাবে আমার জীবনটাই অন্যরকম হয়ে গেলো! ভাবা যায়?
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০২:২৭516398
  • ঈশ, ছোটোবেলায় এই সাত-আট বছর বয়সে, আমি তো ভাবতাম যদি আত্মীয়স্বজনেরা পাঁচ, দশ, পনেরো ইত্যাদি করে করে মোট পঞ্চাশটা টাকা গিফ্ট দ্যান, ব্যস, বাড়ি থেকে পালাই। বিশাল ব্যাপার, পঞ্চাশ টাকা, সারাজীবন সুখে থাকতে পারব। (অবশ্য পালিয়ে গিয়ে বড়লোকের কন্যা মুন্তাইকে সাজানোর চাকরি যদি পাই, তাহলে তো আরও ভালো। বেতনও পাবো ঃ-) )
    বলা বাহুল্য, কেউই পঞ্চাশ পয়সাও দ্যান নাই। আমারও আর পালানো হয় নাই। পালিয়ে যে মাঠে যাবার কথা ভাবতাম, সমুদ্রে ঝুঁকে মুখ দেখা পাহাড়ের পায়ের কাছে সেই মাঠখানা আজও আছে, কোথাও, অন্য কোনো গ্রহে হয়তো বা। ঃ-)
  • r2h | 192.139.20.199 | ০৭ আগস্ট ২০২৩ ০২:১৮516397
  • হ্যাঁ, গিফট কার্ডই সবচে ভালো। যদিও আমার ব্যাপারটা তত পছন্দ না, কিন্তু আগেকার দিন তো আর নেই যে টিফিন বাক্স, টেবিলে মাখন রাখার বাটি, লাল রঙের জলের বোতল, হরিদ্বারের ছবিওলা খেলনা ক্যামেরা এসব পেয়ে খুশি হওয়া যাবে। আমার দাদা ওর ন'বছরের জন্মদিনে প্রমথনাথ বিশির রবীন্দ্রনাথের ছোটগল্প বই উপহার পেয়েছিল, উপহারদাতা বইয়ের নাম পড়ে একটু বয়ে গেছিলেন আরকি।
    সেদিন কলকাতায় আমাদের প্রতিবেশি তিন বছর বয়সী একটি শিশু জন্মদিনের উপহার পেয়ে মাকে বলেছে, জামা দিলে কেন, খেলনা দিতে পারোনি?

    যার একুশ বছর বয়স তাকে অবশ্য টুপি স্কার্ফ এসব দেওয়া যায়, সে ওরকম বলবে না। আর আট বছুরেকে বার্ন্স অ্যান্ড নোবল্সের গিফ্ট কার্ড দেওয়া অসমীচিন হবে না। পাঁচকে যাই দেওয়া হবে তাতেই সে অতি স্বল্প সময়ের জন্য খুশি হবে এবং কিছুক্ষন পরে বেমালুম ভুলে যাবে এমন আশা করা যায়।

    তবে যেসব ছোটরা ছোটবেলায় বড়দের থেকে উপহার হিসেবে নগদ টাকা পেত এবং পরে সেগুলো নিজেরা খরচ করতে পারতো তারা সকলের ঈর্ষার পাত্র ছিল। গল্পে শোনা ঐসব টাকা দেওয়া আত্মীয়দের নিজের আত্মার আত্মীয় বলে মনে হত।
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০২:১৫516396
  • কেকে, সেদিন তোমাকে অলীক মানুষ নিয়ে জিজ্ঞেস করছিলাম একটা কারণে। ওই উপন্যাসে একজন ছদ্মবেশী স্বাধীনতা-আন্দোলনকারী ছিলেন, ওদের আশ্রমে ছদ্মনাম নিয়ে থাকতেন। এক জমিদারের ছেলে। আমার কেজানে কেন যেন মনে হত ওই চরিত্রটা প্রফুল্লচন্দ্র রায়ের আদলে তৈরী। অবশ্য 'অলীক মানুষ' বইতে আখ্যানভাগ এতই লাফিয়ে লাফিয়ে অতীতে ভবিষ্যতে যাতায়াত করেছে যে খেই হারিয়ে গেছে, অনেক খোলা সুতো কোথায় গেল আর সন্ধান পাই নি।
    তবে প্রফুল্লচন্দ্র ও তাঁর ছাত্রদের নিয়ে দুর্দান্ত উপন্যাস লেখা সম্ভব। রাজশেখর বসু(পরবর্তীকালে পরশুরাম ছদ্মনামে লেখালিখি করে যিনি বিখ্যাত) তো রীতিমত গোপণে বিপ্লবীদের সাহায্য করতেন, বেঙ্গল কেমিক্যাল থেকে নানা মেটেরিয়াল পৌঁছে দিতেন। নিজে নাকি সঙ্গে KCN রাখতেন, ধরা পড়লেই যাতে মুক্তি নিতে পারেন কারণ ধরে টর্চার করলে যদি বলে দেন বাই চান্স? তাই সেফসাইডে থাকার জন্য... এসব জিনিস নিয়ে রীতিমতন 'সেই সময়' টাইপের মহা-উপন্যাস রচনা সম্ভব। কিন্তু হায়, সেই সুনীল কোথায়?
  • &/ | 151.141.85.8 | ০৭ আগস্ট ২০২৩ ০২:০৩516395
  • আট বছর বয়সী ও পাঁচ বছর বয়সীর জন্য ছবির বই ও নানা ধরণের খেলনাও ভালো উপহার।
  • :|: | 174.251.161.49 | ০৭ আগস্ট ২০২৩ ০১:২৬516394
  • গিফ্ট কার্ড। সেফেস্ট চয়েস। যা ইচ্ছা কিনে নেবে। ইউএসেতে এসে নিজে নিজে শপিং করে খুব খুশীও হবে। 
  • kk | 2607:fb91:142e:498e:ca6f:6a8e:64e:5449 | ০৭ আগস্ট ২০২৩ ০০:৫৯516393
  • আমাকে একটা ব্যাপারে একটু সাহায্য করুন তো। আমার দুই কাজিন তাদের পরিবার নিয়ে বেড়াতে আসছে। একজন ইউএসএতেই থাকে, একজন ক্যানাডা থেকে আসবে। তো আমার তিন ভাইপো-ভাইঝি, তারা এই প্রথম আমাদের বাড়ি আসছে। এদের বয়েস যথাক্রমে একুশ, আট ও পাঁচ। এদের কী জিনিষ গিফট দেওয়া ঠিক হবে? আমি আসলে বাচ্চাদের পছন্দ- অপছন্দ সম্পর্কে কিছুই জানিনা। আর আরো মুশকিল যে এই ছেলেমেয়ে গুলিকে আমি একেবারেই চিনিনা, কাজেই কার কী স্বভাব সেসব সম্পর্কে অন্ধকারে। ওদের বাবা-মা কে জিজ্ঞেস করলে তারা ভদ্রতা করে খালি বলছে "না না আবার ওসব কেন? দেখা হবে সেই তো বড় কথা" ইত্যাদি। সহৃদয় বন্ধুরা কেউ যদি কোনো হদিশ দেন বড় ভালো হয়। আগাম ধন্যবাদ।
  • π | ০৬ আগস্ট ২০২৩ ০৯:৩৭516392
  • Bratin Das | ০৫ আগস্ট ২০২৩ ২৩:৫৩516391
  • টেক-হেল্প | 76.133.84.36 | ০৫ আগস্ট ২০২৩ ২১:৪৬516390
  • নামহীন (150.107.179.185, ০৫ আগস্ট ২০২৩ ১৮:৩১),

    আপনি প্লিজ একটা ইমেইল ([email protected]) পাঠান, ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার জন্য।   
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:b4f1:ad7a:a16a:e12a | ০৫ আগস্ট ২০২৩ ২১:৩১516389
  • আর দুর্নীতি তো শুধু পলিটিশিয়ানদের নয়। কর্পোরেট ওয়ার্ল্ডও দুর্নীতির আখড়া।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:b4f1:ad7a:a16a:e12a | ০৫ আগস্ট ২০২৩ ২১:২৯516388
  • দুর্নীতি উবে গেছে এমন দেশ আছে নাকি? কেউ জানলে জানান।
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ০৫ আগস্ট ২০২৩ ২১:২৬516387
  • ভোটের খরচের ব্যাপারে কোন একটা আইন আছে যে প্রার্থীরা কত খরচ করতে পারবে, সেসবের হিসেব দিতে হবে ইত্যাদি।

    হাস্যকর এই ধারণা যে সেসব নিয়ম মেনে হয়, বিশেষ করে ক্ষমতাসীন দলের প্রার্থীরা সেসব নিয়ম মেনে করে। অন্যপক্ষ করতে পারে, কিন্তু বাধ্য হয়ে, টাকা নেই বলে।

    কিন্তু আইনটি করতে হয়েছিল এক রকমের 'নৈতিকতার' দিক দিয়ে, বাস্তবে যার মূল্যই নেই, গণতান্ত্রিক পদ্ধতির শুরুটাই কোরাপ্ট।
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ০৫ আগস্ট ২০২৩ ২১:২০516386
  • মেনে নেওয়া ভাল, পলিটিশিয়ানাদের দুর্নীতি, বিভিন্নভাবে যা তারা চালাবে, এ দেশে অন্তত সে জিনিস উবে যাবে না।

    কিন্তু চুরি করছে সে অভিযোগ প্রমাণ করতে পারলে বা পারসেপ্শন তৈরী করতে পারলে ভোটে সুবিধে হতে পারে।

    ফলে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও সেটিং আরো ম্যানিপুলেট করে চালাবে। বক্তব্য হল, 'নৈতিকতার' , দিক দিয়ে দেখা,যে সবদিক কত খারাপ হচ্ছে, সে করে মনে হয় না বিশেষ কোন লাভ আছে। ফলে, তুম কি মনে কর না যে অমুক নেতাটি চোর, এই প্রশ্নেরই কোন মানে নেই।
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ০৫ আগস্ট ২০২৩ ২১:১১516385
  • চাদ্দিকে ইডি ইডি করে, আমার তো ধারণা, দুর্নীতি আরো নর্মালাইজড হয়ে যাচ্ছে।

    লোকে তো দিব্যি জানে তিনোরা টাকা তুলছে, যথেচ্ছভাবে। তাও তারা গিয়ে তাদেরই ভোট দিচ্ছে।

    তাহলে কি লোকেরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে ?
     
     
  • র২হ | 96.230.209.161 | ০৫ আগস্ট ২০২৩ ২১:০৭516384
  • ধরো নীরব মোদি বিজয় মালিয়ার কাছে গিয়ে অভিযোগ করলো অনুব্রত মণ্ডল হিসেবের নয়ছয় করেছে। আমরা সবাই জানি অভিযোগে সারবত্তা আছে। 
    তবু খুবই হাস্যকর শোনাচ্ছে পুরো ব্যাপারটা। মমতার নামে শুভেন্দুর রাজ্যপালের কাছে অভিযোগও এতটা না হলেও একটু হাস্যকর।
     
    লালু তো পুরনো ব্যাপার। আগে রাজনৈতিক প্রতিশোধ স্পৃহার বাইরেও লোকজন অভিযুক্ত হতো, সাজা পেতে অবশ্য তত দেখিনি।
    দিল্লি কমনওয়েল্থ, ২জি স্পেক্ট্রাম, জয়ললিথা, কার্গিলের কফিন। জগদীশ টাইটলারের দাঙ্গার উস্কানির অপরাধ এখনো মাফ হয়ে যায়নি।
    অরাজনৈতিক রাঘব বোয়াল হর্ষদ মেহতা, তেলগি।
    এই বাজারে ব্যাপম ধামাচাপা, অরাজনৈতিকরা বিদেশে, রাজনৈতিকরা বিজেপিতে ঢুকে প্রায়শ্চিত্ত করে। 
  • dc | 2401:4900:2320:6ede:a0e3:b79c:4e1b:e4c2 | ০৫ আগস্ট ২০২৩ ২০:৫২516383
  • ওদিকে চন্দ্রযান ৩ সফলভাবে লুনার অর্বিটে ঢুকে পড়লো। দেখা যাক চাঁদের মাটি নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারে কিনা। 
  • aranya | 2601:84:4600:5410:8cb1:c7c1:6e00:6c63 | ০৫ আগস্ট ২০২৩ ২০:৪৮516382
  • শুভেন্দু রাজ্যপালকে অভিযোগ জানিয়েছেন, বললেন 
  • সিএস | 2405:201:802c:7838:641f:768c:747b:ad0b | ০৫ আগস্ট ২০২৩ ২০:২২516381
  • রাজ্যপাল তো শুনলাম অ্যান্টি কোরাপশন সেল খুলেছেন রাজভবনে।

    অভিযোগ থাকলেই জানাতে বলেছেন।

    শুভেন্দু বা ঐ সাংবাদিকটি অভিযোগ জানিয়েছেন ?
  • aranya | 2601:84:4600:5410:8cb1:c7c1:6e00:6c63 | ০৫ আগস্ট ২০২৩ ২০:০৬516380
  • লসাগু, কোন দুর্নীতির তদন্ত যখন হয়, তার জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, রাজনৈতিক দলের লোক জড়িত হলে সেই দলের মাথারা জড়িত কিনা, এগুলো তো স্বাভাবিক ভাবেই দেখতে হবে। কাটমানির ভাগ কত ওপর পর্যন্ত গেছে, দলের সুপ্রিমোর আশীর্বাদ নিয়ে দুর্নীতি গুলো হচ্ছে কিনা, এগুলো তদন্তে আসা উচিত। 
    শুভেন্দু অতি জালি লোক। কিন্তু তিনি সম্প্রতি যে অভিযোগটি করেছেন - ১২০ কোটি টাকার টেন্ডার ওয়েবেল পাচ্ছিল, তাদের চাপ দেওয়া হয় টেন্ডার উইথড্র করার জন্য। তারা রাজি না হওয়ায় অন্য দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের আওতায় এটাকে নিয়ে আসা হয়, নতুন কিছু ক্লজ ঢোকানো হয় যাতে প্রশান্ত কিশোরের আই প্যাক -কে ১৫২  কোটিতে টেন্ডারটা দেওয়া যায়। এই অভিযোগ সত্য হলে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই ঘটনাক্রম অসম্ভব এবং তদন্ত সততার প্রতীকের বিরুদ্ধেও  হবে। 
    যদি তদন্ত আদৌ হয় 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত