এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arindam Basu | ২৪ নভেম্বর ২০২৩ ২৩:২৫518980
  • "হাহা হাহা সেই কুট্টুসের মত কাঁধের একপাশ ত্থেকে শয়তান বলছে খা খা লহেয়েই দ্যাখ আর একপাশ থেকে দেবদুতভ বলছে খবরদার খাস না খেলেই মানুষের মত নচ্ছার হয়ে যেতে হয়।"
     
    একদম!
    তবে দেবদূত সবসময় জ্ঞান দেবে না, শুধু যখন প্রয়োজন হবে। 
  • Arindam Basu | ২৪ নভেম্বর ২০২৩ ২৩:২০518979
  • @dc, "আমি যেটুকু বুঝেছি, মোটিভেশান আপনার অ্যাপের ইউএসপি (আমি অবশ্য ভুলও হতে পারি)। এবার, মোটিভেশানে আপনার প্রোডাক্টটা গুগল বা আপেলের থেকে ডিফারেনশিয়েটেড হবে ওই মেশিন লার্নিংএর জায়গায়, কারন আপেল বা গুগল স্রেফ ডেটা ট্রেন্ড দেখায় আর সেইমতো কিছু প্রি রেকর্ডেড মেসেজ মেকানিকালি দিয়ে "
     
    একদমই তাই। 
    আপেল গুগল হেল্থ ডাটা ট্রেণ্ড দেখায়, তবে আপনি ডাটা এপিআই দিয়ে নিজের মত করে অ্যানালিসিস করে নিতে পারবেন। আমি আপনারই মতন ডিপ লার্নিং এলগরিদম টাকে নিয়েই ভাবছি, এর প্রসেসিং এর ব্যাপারটা। 
     
    @dc, "ক্ষমা চাইছি, ..." এই ধরণের কথাগুলো আমাকে অন্তত আর কখনো না লিখলে বাধিত হব, :-), বন্ধু /সুহৃদদের মধ্যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা থাকে না তো।
     
    পাই, "কিন্তু কেউ করলা খেল না রসগোল্লা,সেটা ট্যুইন জানবে কীকরে, যদি না নিজে জানাই? "
    না, সেটা তো অবশ্যই ,নিজে না জানালে জানবে না নিশ্চয়ই। তবে এটা যেহেতু একটা কমপ্যানিয়ন অ্যাপ হিসেবে লেখার পরিকল্পনা করছি, সহায়ক রাতের খাবার কি খেলেন জানতে চাইবে,, খাবারের ছবি চাইবে, সুগার টেস্ট করতে উৎসাহ দেবে (সবাইকে নয়, যার প্রয়োজন হবে), এবং "অনেকটা" ডিফারেন্স দেখলে তখন রসগোল্লা না করলা, তখন সে প্রশ্ন আসবে। 
     
    @kk, আপনার শুভেচ্ছা জেনে খুব ভাল লাগল। ঔদার্যের তারিফ করি! নীল বার্নারডের প্রচুর কাজ আছে এই নিয়ে, প্লাস বিলেতের Direct Trial টাও দেখতে পারেন।
     
    @দ, এই ধরণের মনিটর অনেক দিন ধরে চলছে। গুগল কীপ যেমন, আজকাল কিছু নোট লিখে টাইম আর যদি জিওলোকেশন দিয়ে রাখেন তো অবধারিত ভাবে মনে করিয়ে দেবে দোকান বা অফিসের চত্বরে এলে যে অমুক কাজটা এইখানে এইসময়ে করার কথা ছিল। আজকাল iOS 17 Reminder App এও এটা হয়, সেটাকে এরা 'grocery reminder' টাইপের কিছু একটা নাম দিয়েছে, তবে dc যেরকম লিখেছেন, খুব মৃদু একটা nudge দেওয়া চাই, নাহলে হয় লোকে বিরক্ত হবে, নয় ভয় পেয়ে যাবে। 
  • | ২৪ নভেম্বর ২০২৩ ২২:২৯518978
  • ওদিকে কে যেন একজন বলেছেন উনিজির একটা সম্মান আছে না!  উনিজিকে পানৌতি না বলে সম্মান দিয়ে পানৌতিজি বলে ডাকা উচিৎ। laugh
    কিন্তু এত লোক এত ঠিকঠাক লোকেও এমন পয়া অপয়া মানে দেখে আমি হাঁ হয়ে গেছি।
  • | ২৪ নভেম্বর ২০২৩ ২২:২৬518977
  • *খেয়েই
  • | ২৪ নভেম্বর ২০২৩ ২২:২৬518976
  • হাহা হাহা  সেই কুট্টুসের মত কাঁধের একপাশ ত্থেকে শয়তান বলছে খা খা লহেয়েই দ্যাখ আর একপাশ থেকে  দেবদুতভ বলছে খবরদার খাস না খেলেই মানুষের মত নচ্ছার হয়ে যেতে হয়।
  • Utpal Debnath | ২৪ নভেম্বর ২০২৩ ২২:২২518975
  • এদিকে হয়েছে কি, দক্ষিণ দিল্লি কালীবাড়িতে বছরের দ্বিতীয় মেলাটা শুরু হয়ে গেছে। আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। মোটে চারদিন। তারপর আজকের দিনটা তো কেটেই গেল তাহলে হাতে রইল তিন। এই জন্য বলি কি আর দেরি কোরো না। ঠাকুর বলেছে, 'দেরি করা ভালা না'। তাহলে করণীয় - যারা কাছে আছো চটপট চলে এসো।
  • dc | 2401:4900:1cd0:e4ce:935:233c:e475:969a | ২৪ নভেম্বর ২০২৩ ২১:৫৭518974
  • এরকম কি একটা সিনেমা দেখেছিলাম তো! পিৎজা খাওয়া নিয়ে একটা হলোগ্রাফিক অ্যাসিসট্যান্ট ন্যাগ করছে laugh সিনেমা নাকি মিনিসিরিজ, মনে নেই। 
     
    তবে মিটুইন বকবে না, এরকম সব মেসেজ পাঠাতে থাকবেঃ 
     
    তুমি দেখছি আন্না নগরের দিকে যাচ্ছ, ওখানে একটা পিৎজা হাট আছে, সেখানে যেও না কিন্তু! মনে রেখো, তোমার হাই কোলেস্টেরল। 
    আরে পিৎজা হাটের সামনে গাড়ি দাঁড় করালে কেন? জানোনা, লোভে পাপ, পাপে মৃত্যু? 
    এঃ তুমি দেখছি অর্ডারও করে ফেললে! আচ্ছা ঠিকাছে, এখনকার মতো খেয়েই নাও, তবে আগামী এক সপ্তাহ দশ মিনিট করে বেশি দৌড়বে, বুঝেছ? নাহলে বৌকে বলে দেব কিন্তু।
  • | ২৪ নভেম্বর ২০২৩ ২১:৪১518973
  • *পিৎজা হাটের
  • | ২৪ নভেম্বর ২০২৩ ২১:৪০518972
  • সেই অরিজিৎ  বলেছিল মনিটার করতে করতে এমন পর্যায়ে যাবে যে পিৎজার মেনু খুললেই বা পিৎজা হায়ের রাস্তায় গাড়ি ঘোরালেই  ঘড়ি কিম্বা ফোন বকে দেবে তোমার না এই সেই তুমি পিৎজা খাচ্ছ কেন হে? যাও সাবওয়েতে গিয়ে লেটুশপাতা খাও। সেইরকমই দাঁড়াচ্ছে কালেদিনে। 
    ওই সবসময় মনিটার করে বলেই আমি স্মার্ট ওয়াচের দিকে হাতও বাড়াই না।  একটা ফ্রি ভার্সানের স্ট্রাভা ইনস্টল করে রেখেছি ঘড়ি ধরে হাঁটার সময় অন করে নিই। ব্যাসস। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:ad1c:c45b:e5f:1e1e | ২৪ নভেম্বর ২০২৩ ২১:৩২518971
  • নেটফ্লিক্সে Cunk on Earth বলে একটা মিনি সিরিজ দেখছি। বেশ লাগছে।
  • π | ২৪ নভেম্বর ২০২৩ ২১:১৪518970
  • আচ্ছা, অরিনদা,  তাহলে মনিটরিং টা স্মার্টওয়াচের মত কিছুটা। আর কিছু কিছু ব্যাপারে দেখি, সেও খোঁচাতে থাকে। মানে টানা বসে থাকলে খানিক বাদে বাদে ওঠো, হাঁটো বলতে থাকে।  নিজেই কোন কাজেকর্মে উঠে পড়লে,  স্ট্রেচ করতে উঠেছি ভেবে বাহবা জানায়, এইসব! 
     
    কিন্তু কেউ করলা খেল না রসগোল্লা,সেটা ট্যুইন জানবে কীকরে, যদি না নিজে জানাই?   স্মার্টওয়াচে, আর কিছু app কী খেয়েছি জানালে বকাবকি করে দেয়। 
  • dc | 2401:4900:1cd0:e4ce:935:233c:e475:969a | ২৪ নভেম্বর ২০২৩ ২০:৫৪518969
  • kk, আচ্ছা, এটা জানতাম না। তাহলে তো দেখছি রাজমা ছোলে খেয়ে বেশ কয়েকটা আম খেয়ে ফেলা যায়! :-)
     
    তবে আম নিয়ে আমার একটা ছোট্ট গল্প আছে। ২০১৬র মার্চ এপ্রিলে মা, বৌ আর মেয়ে মিলে কলকাতায় গেছিল কি একটা কাজে। আর আমি চেন্নাইতে একাই ছিলাম। তখনও শুশুরমশাই আর শাশুড়িমাতার কলকাতায় বাড়ি ছিল, তো মারা ফেরার সময়ে ওনারা এক ঝুড়ি হিমসাগর আম পাঠিয়ে দিয়েছিলেন। সে একেবারে অসাধারন খেতে, হিমসাগর যেমন হয় আর কি, কাজেই আমি একাই প্রায় পুরো ঝুড়িটা সাবাড় করে দিয়েছিলাম। তবে সেবছরই পরের দিকে আমরা গোয়া ঘুরতে গেছিলাম আর ফিরে এসে আমার ডায়বেটিস ধরা পড়েছিল, কাজেই সেই আমার মোটামুটি শেষবার আম খাওয়া। 
  • দীপ | 42.110.166.30 | ২৪ নভেম্বর ২০২৩ ২০:৪০518968
  • দুকানকাটা কুত্তা রবীন্দ্রনাথের প্রবন্ধ উড়িয়ে দিয়েছে! এখন রবীন্দ্রনাথ‌ও বোধহয় বিজেপির লোক হয়ে গেছেন!
  • দীপ | 2402:3a80:a0f:8a47:0:4e:440a:5201 | ২৪ নভেম্বর ২০২৩ ২০:১২518967
  • ইমতিয়াজ মাহমুদ এর লেখা মুছে দেওয়া হলো!
    উনিও বোধহয় বিজেপির লোক!
  • kk | 2607:fb90:ea99:1143:6078:5fdf:a197:7f64 | ২৪ নভেম্বর ২০২৩ ১৯:৫১518966
  • ডিসি,
    আপনার খুব মিষ্টি বলে ফলের মধ্যে আম বা কলা অ্যাভয়েড করা নিয়ে একটা জিনিষ মনে পড়লো। বছর চারেক আগে ডক্টর নীল বার্নাডের একটা টক শুনেছিলাম। উনি এখানে ডায়াবেটিসের ওপরেই প্রচুর কাজ করেছেন। তো তাতে বলেছিলেন যে রাজমা জাতীয় যেকোনো বীন খেলে ইন্টেস্টিনাল ভিলিতে যে ব্যাক্টেরিয়া গুলো কলোনী বানিয়ে থাকে তাদের একটা পরিবর্তন হয়। মানে অন্য ব্যাক্টেরিয়াল কমিউনিটি তৈরী হয়। তখন তারা খাবারের থেকে শুগার অ্যাবজর্পশনে বাধা দেয়। এমনিতে ধরুন একটা আম জি আই এর দিক থেকে হায়ার সাইডে পড়ে। কিন্তু ঐ নতুন ব্যাক্টেরিয়াল কলোনী যেহেতু শুগার অ্যাবজর্ব করতে দিচ্ছেনা, তখন ঐ আমই আপনার শরীরে লো টু মিডিয়াম জি আই ফুডের মত কাজ করবে।

    অরিনবাবুর স্লাইডগুলো দেখলাম, পরের পোস্টগুলোও পড়লাম। বেশ ইন্টারেস্টিং লাগলো। আগামী সাফল্যের জন্য উইশ করে রাখলাম।
  • | ২৪ নভেম্বর ২০২৩ ১৫:৪১518965
  • dc | 2401:4900:1cd0:e4ce:935:233c:e475:969a | ২৪ নভেম্বর ২০২৩ ১৪:৩৫518964
  • *ঢুকে 
  • dc | 2401:4900:1cd0:e4ce:935:233c:e475:969a | ২৪ নভেম্বর ২০২৩ ১৪:৩৪518963
  • আমি যেটুকু বুঝেছি, মোটিভেশান আপনার অ্যাপের ইউএসপি (আমি অবশ্য ভুলও হতে পারি)। এবার, মোটিভেশানে আপনার প্রোডাক্টটা গুগল বা আপেলের থেকে ডিফারেনশিয়েটেড হবে ওই মেশিন লার্নিংএর জায়গায়, কারন আপেল বা গুগল স্রেফ ডেটা ট্রেন্ড দেখায় আর সেইমতো কিছু প্রি রেকর্ডেড মেসেজ মেকানিকালি দিয়ে দেয়। সেখানে আপনার পার্সোনালাইজড বা বেস্পোক অ্যাপ আমার বিহেভিয়ার স্টাডি করবে, আমার ফুড আর ওয়ার্কিং প্রেফারেন্স মনিটর করবে, আর একটা লার্জ ডেটাসেট (মানে অন্য ইউসারদের ডেটা) এর সাথে কমপেয়ার করে দেখবে কিভাবে আমাকে আমার প্রেফারেন্স অনুযায়ী মোটিভেট করা যায়। তাছাড়া অন্য ডাক্তারদের থেকে বেস্ট প্র‌্যাক্টিসেস ইনপুট নেবে, সেই অনুযায়ী আমাকে সাজেশান দেবে, আর দেখবে আমি সাজেশানগুলো ফলো করছি কিনা, না করলে কেন ইত্যাদি। এইগুলো মনে হলো আর কি, আপনার কাজের জায়গায় ড্জুকে পড়ার জন্য ক্ষমাপ্রার্থী :-)
  • Arindam Basu | ২৪ নভেম্বর ২০২৩ ১৩:২৮518962
  • @dc, "HbA1c লেভেল সাড়ে ছয় থেকে সাতের মধ্যে থাকে, এটা আরেকটু কমানোর চেষ্টা করছি।
    :-), সাড়ে ছয় হলে তো কথাই নেই, আপনার ডায়াবিটিস reversed বলেই ধরে নিতে হবে, মানে যতদিন ঐ লেভেলে থাকবে। 
     
    " মিটুইন যদি রেগুলার হাঁটাহাঁটির জন্য মোটিভেট করতে পারে তো সেটা একটা বড়ো উপকার হবে।"
     
    এর একটা উপায় আমার মনে হয় জিম বা যারা ধরুন খেলার ক্লাব তাদের সঙ্গে একটা কিছু agreement করে App টার প্রচার করা, তাতে কিছুটা এই ধরণের কাজ হতে পারে। সপ্তাহে মিনিট তিরিশ তিন দিন ধরে ট্রেডমিল করলেও বেশ কাজে দেবে।
     
    "আপেল মোটিভেট করার চেষ্টা করে বটে, তবে সে অতি খাজা।"
    সেটাই পয়েন্ট |
     
    আমাকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মশাই আপনার অ্যাপ যদি এত ইয়ে হয় তাহলে আপেল এতদিনে এ জিনিস বানায়নি কেন?
     
    আসলে আমার ধারণা অ্যাপল/গুগল যেমন সকলের জন্য অ্যাপ তৈরী করে, খুব বিস্পোক অ্যাপ তৈরী করা তো তাদের কাজ নয়। গুগল যে কারণে ফিটবিট কিনেছিল মনে হয়।  
    এ প্রশ্নের কোন সদুত্তর আমার অন্তত জানা নেই | আপনার এই কমেন্ট টা পড়ে মনে হল বললে হত, সে মোটিভেশন অতি খাজা।
  • dc | 2401:4900:1cd0:e4ce:935:233c:e475:969a | ২৪ নভেম্বর ২০২৩ ১২:৫৬518961
  • অরিন্দমবাবু, একটু মজা করছিলাম :-)
     
    ডায়বেটিস সম্পর্কে আমার অবসার্ভেশান এরকমঃ চিনি দেওয়া কোন কিছু না খাওয়া, আর নিয়মিত হাঁটাহাঁটি - এই দুটো করতে পারলেই সুগার অনেকটা কন্ট্রোলে থাকে। আর এই দুটোর মধ্যে হাঁটাহাঁটি হলো বেশী দরকারী। 
     
    আমি রোজ বিকেলে আর রাতে ডিনার করে ৩০-৪০ মিনিট করে হাঁটি, অর্থাত রোজ ৭০-৮০ মিনিট, দশ হাজার স্টেপ, পাঁচ কিলোমিটার। দুয়েকদিন নানা কাজে হয়তো গ্যাপ পড়ে যায়, তার পরদিন একটু বেশী হেঁটে নি। আপেলের ঘড়ি পরে হাঁটি, তাতে হার্টবিট, ক্যালোরি বার্নট ইত্যাদি নানারকম প্রয়োজনীয় ডেটা পাওয়া যায়। আর ট্রেন্ড দেখায়, সেটাও কাজে দেয়। আপনার মডেল হয়তো আপেল বা গুগলের হেল্থ অ্যাপগুলোর থেকে ডেটা কালেক্ট করতে পারে। 
     
    মিষ্টি অ্যাভয়েড করি, তবে নানারকম ফল খাই, যেমন পাকা পেঁপে, আপেল, আঙুর, জাম, তরমুজ ইত্যাদি। এগুলোর কয়েকটা মিষ্টি হলেও, আমি যদ্দুর জানি ফলের মিষ্টি অতোটা ক্ষতিকারক না। তবে আম বা কলা, যেগুলো খুব মিষ্টি, সাধারনত অ্যাভয়েড করি। 
     
    এবার একটা ইম্পর্ট্যান্ট ব্যপার আছে, সেটা হলো শুগার ক্রেভিং। অনেকদিন ধরে মিষ্টি একদম না খেলে দেখেছি আমার  এটা খুব হয়। আমি চার মাসে একবার অল্প খানিকটা মিষ্টি খেয়ে নি, যেমন আধা মাফিন বা আধা কুকি ইত্যাদি (বাকিটা মেয়ের বরাদ্দ)। ওতে টেম্পোরারি স্পাইক হয়, কিন্তু সে বড়োজোর একদিনের জন্য। এতে আমার জন্য একটা ব্যালেন্স থাকে, কারন একেবারে মিষ্টি না খেলে ক্রেভিংটা বাড়তেই থাকে, কাজেই চার পাঁচ মাস পরপর হঠাত মিষ্টি কিছু খেয়ে নিলে আবার কমে যায়। 
     
    আমার ডায়বেটিস ধরা পড়েছিল ২০১৬ তে, প্রথম কয়েক মাস সুগার লেভেল থাকতো তিনশোর ওপরে, তারপর এক বছরের মধ্যে দেড়শোর নীচে নেমে গেছিল। আমার ফাস্টিং শুগার লেভেল মোটামুটি ১২০ থেকে ১৩৫ এর মধ্যে থাকে, দুতিনদিন পরপর মাপি। আর HbA1c লেভেল সাড়ে ছয় থেকে সাতের মধ্যে থাকে, এটা আরেকটু কমানোর চেষ্টা করছি।
     
    আমার মনে হয়, আপনার মিটুইন যদি রেগুলার হাঁটাহাঁটির জন্য মোটিভেট করতে পারে তো সেটা একটা বড়ো উপকার হবে। আপেল মোটিভেট করার চেষ্টা করে বটে, তবে সে অতি খাজা।   
     
     
  • Arindam Basu | ২৪ নভেম্বর ২০২৩ ১২:২৫518960
  • @এলেবেলে, "আমরা যারা মফস্‌সলের বাসিন্দা, মানে যারা নিয়মিত কলকাতার লাইব্রেরিগুলোতে ঢুঁ মারতে পারি না, তাদের কাছে এই পত্রিকাগুলোর ডিজিটাল ভার্সনের মূল্য অপরিসীম।"
     
    ডিজিটাল ভারসনের মূল্য সত্যি অপরিসীম কারণ যারা মনে করুন দূরদেশে থাকেন, তাদের পক্ষেও কলকাতায় গিয়ে লাইব্রেরীতে গিয়ে পড়া সব সময় সম্ভব নাও হতে পারে। ইনটার লাইব্রেরী লোন দেখা  যেতে পারে, তবে সে যা সময় লাগে কহতব্য নয়। তারপর ফেরত দেবার আলাদা খরচা।
    আরো দুটো লিঙ্ক দেখতে পারেন, এগুলো চুপিচুপি বলার লিঙ্ক, :-)
    - আলেকজান্দ্রা এল বকায়ান'র https://sci-hub.se (এটার ঠিকানা পরিবর্তন হয় মাঝে মাঝে)
    - অ্যানা'র আরকাইভ: https://annas-archive.org
     
     
  • Arindam Basu | ২৪ নভেম্বর ২০২৩ ১১:৫১518959
  • @π: "এক্ষেত্রে AI একজন ডায়াবেটিককে প্রতি পদে কী করতে হবে, সেটা গাইড করে দেবে,  তাই তো? 
    মানে গুগল খুলে কেউ পরামর্শ চাইলে, নানা সাতসতেরো আসে,  একটার অন্যটার উল্টোও কখনো,  বা ভ্যালিডেটেড নয় এমন কিছু,  এক্ষেত্রে ভ্যআলিডেটেড আর সুপরামর্শ দিয়ে ট্রেন করা এআই সাহায্য করবে,  এরকম? 
    চাইলে নাকি, না চাইতেও, সমানে আক্টিভিটি মনিটর করে? "
     
    না না, প্রতি পদে কি করতে হবে, সে গাইড করবে না, তাহলে তো ভারি মুশকিল, কারণ তখন আর কেউ এআই গাইডের বা ডিজিটাল টুইনের কথা শুনবে না, উল্টে অ্যাপ ডিলিট করে দেবে। 
     
    যেহেতু ডিজিটাল টুইন, সে যখন প্রয়োজন হবে তখনই শুধু গাইডেন্স দেবে, এক ধরণের "খোঁচা" দেওয়া ("দু তিন দিন জিম / দৌড়নো / হাঁটতে যাওয়া হয় নি, এবার উঠে গা ঘামাও বাপু" টাইপের মেসেজ), "Nudge" | ডায়াবিটিসের ক্ষেত্রে এর কাজ হচ্ছে তিন মাসের HbA1c লেভেলকে 48 mmol/mol (আমেরিকানদের জন্য 6.5%) এ বেঁধে দেওয়া, এই ব্যাপারটাকেই ডায়াবিটিসের ক্ষেত্রে reversal/remission বলে ধরা হয় | এখন যেটা সমস্যা, diabetes একবার রিভার্স হলে হবে না, তাকে একটা কড়া নিয়মের মধ্যে দিয়ে বেঁধে রাখতে হয়, এবং একটু ঢিলে দিলেই আবার গোলমাল, সেটা যাতে না হয় তাই জন্য এই ব্যবস্থা |  যাদের উচ্চ রক্তচাপ, তাদের অন্য রকমের ব্যাপার। এই রকম নানান কারণে একটা  artificial neural network এর ব্যবহার না করলে এটা করা যাবে না, ডিজিটাল যমজ শারীরিক যমজের সঙ্গে "শিখতে" থাকবে, :-)
     
    গুগল বা সার্চ ইঞ্জিনের সূত্রে যেটা পাওয়া যায়, সে ধরণের পরামর্শ অন্য রকমের ব্যাপার। এটা সেরকম নয়। এটা যার যার নিজের শরীরগত পরামর্শ, কারণ সকলে তো ব্যায়াম করতে পারে না, সবাই ১৪-১৬ ঘন্টা উপোস করে থাকতে পারেন না, কেউ ওষুধ খান, কেউ রসগোল্লা খেতে ভালোবাসেন, ;-), তো কারোর করলার রস ছাড়া খাওয়া হয় না, ফলে এই সিস্টেমটা personalised না হলে কাজ করবে না। 
     
    ডিজিটাল টুইন সারাক্ষণই একটিভিটি মনিটর করবে, তবে সেটা আসল মানুষের অনুমতি সাপেক্ষে, না চাইলে করতে পারবে না। 
     
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৩ ০৯:৪১518957
  •  এলেবেলে দাকে বহু দিন পরে মেসেজ করলাম।
     
    বই প্রকাশ অনুষ্ঠানে র দিন কলেজ  ষ্ট্রীট এ আসার জন্যে আমাকে বলেছিলেন। তার আগেই খামোকা ঝামেলা হয়ে গেলsad
  • হে হে | 2405:8100:8000:5ca1::4e:f973 | ২৪ নভেম্বর ২০২৩ ০৯:০৫518956
  • এলবোর সাথে বোতিনের ঝামেলা মিটে গেছে? ভাটজুড়ে বোতিনের দাপাদাপি অমন পিছে পিছে না মিটে সামনে মিটলে আমরাও একটু দেখতুম আর কি।
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৩ ০৮:১৩518955
  • এই যে পাই, তোমার সাথে কথা আছে। কালকে মেসেজ করতে গিয়ে দেখলাম ৪ টে নাম্বার। অনেক ভেবে চিন্তে যেটাতে মেসেজ  করলাম ( ডিপি টা দেখে)  সেই মেসেজ  টা দেখলাম তএমি এখনো দেখে নি
  • dc | 2401:4900:1cd0:e4ce:935:233c:e475:969a | ২৪ নভেম্বর ২০২৩ ০৮:০৩518954
  • তা কেন? মিটুইন, মানে আমার এআই টুইন খুব হাঁটাহাঁটি করবে আর একটুও মিষ্টি খাবে না। তাতে দুজনারই সুগার কমে যাবে আর আমি তখন রসোগোল্লা খেতে পারবো। 
  • π | ২৪ নভেম্বর ২০২৩ ০৭:৪৮518953
  • অরিনদা, মিটুইন এর স্লাইডগুলো দেখলাম, ইন্টারেস্টিং।  একটা গ্রান্ট তো পেয়েইছেন, তার জন্য অভিনন্দন রইল।
     
    এক্ষেত্রে AI একজন ডায়াবেটিককে প্রতি পদে কী করতে হবে, সেটা গাইড করে দেবে,  তাই তো? 
    মানে গুগল খুলে কেউ পরামর্শ চাইলে, নানা সাতসতেরো আসে,  একটার অন্যটার উল্টোও কখনো,  বা ভ্যালিডেটেড নয় এমন কিছু,  এক্ষেত্রে ভ্যআলিডেটেড আর সুপরামর্শ দিয়ে ট্রেন করা এআই সাহায্য করবে,  এরকম? 
    চাইলে নাকি, না চাইতেও, সমানে আক্টিভিটি মনিটর করে? 
  • comment | 38.101.26.130 | ২৪ নভেম্বর ২০২৩ ০৭:১৬518952
  • অনেকদিন পরে মুজতবা আলী পড়তে গিয়ে খাজাস্য খাজা লাগল। মনে হয় ছোটবেলায় জার্মানি-টার্মানির ইতিহাস অত জানা না থাকায় ভাল লাগে। সঙ্গে ওই জোর করে প্রতি লাইনে রসিকতা করার প্রচেষ্টা। বিশ্বযুদ্ধ-টুদ্ধ একবার ইংরিজিতে পড়ে ফেললে বাংলা লেখা অতি ধুর লাগে।
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৩ ০৪:৩৯518951
  • অরণ্য দাকে স্কোরের আপডেট দিলুম। আমাকে পাত্তাই দিল না। sad
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত