এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ২৭ নভেম্বর ২০২৩ ১১:১৭519010
  • ডাবলিন এখন বোনরা আছে। বেশ বাজে অবস্থা শুনলাম।
  • Bratin Das | ২৭ নভেম্বর ২০২৩ ১১:১৪519009
  • আমি অনেকদিন আগে একসাথে কী করে বেশি বই পড়া যেতে পারে ​​​​​​​কী স্ত্রাটেজি হতে ​​​​​​​পারে ​​​​​​​জিগিয়ে ​​​​​​​ছিলম। ​​​​​​​কেউ পারলে?
  • &/ | 151.141.85.8 | ২৭ নভেম্বর ২০২৩ ০৫:৩৩519008
  • আগেকার দিনে যেমন কিছু মোছা খুবই বিরল গোত্রের ঘটনা ছিল। সাম্প্রতিককালে তা নয়। এখন দেখি নিয়মিতই কিছু না কিছু জিনিস মোছা হয়। এমনকি গোটা থ্রেডও ভ্যানিশ হতে দেখেছি। সে অ্যাডমিন নিশ্চয় যুক্তিমতই করেন। কিন্তু যাদের পোস্ট বা কমেন্ট ওড়ানো হচ্ছে, তারা মনে হয় বেশ রাগপ্রধান গাইছেন(রেগে রেগে গাইতে হয় কিনা! )। বড় লেখার ব্যাপার হলে তাদের কাছে নির্ঘাৎ ব্যাকাপ থাকছে। মানে তাদের নিজেদের কাছে।
  • &/ | 151.141.85.8 | ২৭ নভেম্বর ২০২৩ ০৫:২৫519007
  • আচ্ছা, টইতে নানা থ্রেডে যেসব মন্তব্য মোছা হয়, সেগুলোর কি হিসেব রাখা হয়? বা কোথাও ব্যাকাপ রাখা হয়? (মোছা হয় সে ঠিকই হয়, কারণবশতঃই হয় নিশ্চয়। কিন্তু কন্সিটেন্টলি হতে থাকলে ব্যাকাপ থাকলে সুবিধে, উস্কানিমূলক জিনিসপত্রের একটা লিস্ট টাইপের কিছু তাহলে থাকে, যেগুলো বিশ্লেষণ করে গবেষণা করা সম্ভব যে কেন ঝামেলা লাগে দেশে দেশে জাতিতে জাতিতে। হয়তো কোনো সমাধান বের করাও সম্ভব)
  • r2h | 165.1.200.97 | ২৭ নভেম্বর ২০২৩ ০৪:০১519006
  • অবশ্য স্থানীয় বাসিন্দারা ঢুকে পড়েছিলেনও দেখলাম। শুধু কলেজের ছাত্রছাত্রী না।
  • r2h | 165.1.172.197 | ২৭ নভেম্বর ২০২৩ ০৩:২৩519005
  • হ্যাঁ, স্ট্যাম্পিড। আর হ্যাঁ, আরও পাঁচটা কারন তো অবশ্যই থাকবে, ক্রাউড কন্ট্রোল ইত্যাদি।

    কিন্তু একটা কলেজের ফেস্টে বৃষ্টি নেমেছে বলে ছাত্রছাত্রীরা পায়ের তলায় পড়ে যাওয়া সহপাঠীদের মাড়িয়ে দৌড়বে... এ যেন হাঙ্গার গেমসের নতুন সিজন।
    ডিস্টোপিক ফিক্শনে তাও এসবের কিছু কঠিন মোটিভেশন থাকে, এখানে ছিল বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়।
  • Bratin Das | ২৭ নভেম্বর ২০২৩ ০০:০১519004
  • ঠিক আছে এলে দা। বইমেলায় ব্যাটে বলে হবে। তখন কিনে নেবো।
     
    এর মধ্যে কলককাতায় এলে পিং করো।
  • এলেবেলে | 202.142.71.17 | ২৬ নভেম্বর ২০২৩ ২৩:৫০519003
  • ২৪ নভেম্বর ২০২৩ ০৪:২৭
     
    ব্রতীনবাবু, দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আজকাল সামান্য অনিয়মিত হয়ে গেছি বলতে পারেন। আছি মোটামুটি। আপনি কেমন?
     
    আপনার অতি পছন্দের প্যারামাউন্ট-এর উল্টোদিকে কাউন্টার এরা-র দোকান। ধ্যানবিন্দুর দু-চারটে দোকান আগে। ওখানে বিদ্যাসাগর-রামমোহন দুটোই পাওয়া যাচ্ছে। আপনি যদি বিদ্যাসাগর কিনতে চান, তাহলে বইমেলার সময় কেনার অনুরোধ করব। কারণ হ্যাজ।
     
    আর বইয়ে সই দেওয়ার মতো কেউকেটা এখনও হয়ে উঠতে পারিনি। কাজেই আগাম মার্জনা করবেন।
     
    অরিনবাবু, আপনার দেওয়া সাই হাবের লিঙ্কটা খুলল না। তবে এখান থেকে টুকটাক কিছু লেখাপত্র আগে নামিয়েছি। অন্য সাইটটা বুকমার্ক করে রাখলাম। অনেক ধন্যবাদ।
  • সিএস | 2405:201:802c:7838:f01e:8f30:6339:1294 | ২৬ নভেম্বর ২০২৩ ২৩:৩৮519002
  • https://www.thenewsminute.com/kerala/how-the-cusat-stampede-happened-eyewitnesses-recount-the-terrible-tragedy

    বৃষ্টি প্রধাণ কারন নয়। লোক অনেক বেশী হয়েছিল, ঢোকা বেরোনর রাস্তায় সমস্যা ছিল, অ্যাম্ফিথিয়েটারের পজিশন, ক্রাউড কন্ট্রোল ঠিক মত না হওয়া - এই সব মিলিয়ে হয়েছে।

    কিন্তু কথা হল, বলিউডের এ কোন গায়িকা যে তার জন্যে কেরালার কলেজে
    ছেলেপুলেদের এত ভীড় হয় ?

    কলকাতায় বিভিন্ন রকমের অব্যবস্থার জন্য বলিউডের গায়ক মরে, কেরালায় ছেলেমেয়েরা মরে।
     
     
  • দীমু | 182.69.183.67 | ২৬ নভেম্বর ২০২৩ ২২:৫০519001
  • কোচির ঘটনাটা মনে হয় স্ট্যাম্পেড। বৃষ্টি হয়েছিল কিন্তু অবশ্যই ওখানে যতজন দেখতে পারে তার থেকে অনেক গুণ বেশি লোকজন জমা হয়েছিল।
  • Bratin Das | ২৬ নভেম্বর ২০২৩ ২২:১৯519000
  • আজ অরিজিতের নাম গুলো র লিস্টি করতে অভ্যু একটা টই  নামিয়েছিল তার যেন কী নাম? 
  • Bratin Das | ২৬ নভেম্বর ২০২৩ ২২:১৫518999
  • কাল ছিল তার জন্মদিন
     
     
    যখন বৃষ্টি নামলো
    ________________

    বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলোমলো
    কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল
    নেই নিকটে- হয়তো ছিলো বৃষ্টি আসার আগে
    চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে
    পোড়োবাড়ির স্মৃতি? আমার স্বপ্নে-মেশা দিনও?
    চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন ।

    বৃষ্টি নামলো যখন আমি উঠোন-পানে একা
    দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাবো তোমার দেখা
    হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলিগাছের তলে
    আজানুকেশ ভিজিয়ে নিচ্ছো আকাশ-ছেঁচা জলে
    কিন্তু তুমি নেই বাহিরে- অন্তরে মেঘ করে
    ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে!
     
     
  • r2h | 165.1.172.197 | ২৬ নভেম্বর ২০২৩ ২১:৫৮518998
  • https://bengalinfo.com/newsdetail.php?newsid=217844
     
    "...কোচি বিশ্ববিদ্যালয়ের ফেস্টে দুর্ঘটনাজানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ফেস্টের আয়োজন করা হয়েছিল কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। একটি সংগীতের অনুষ্ঠান চলছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। অতিথি শিল্পী হিসেবে হাজির ছিলেন নিকিতা গান্ধী। তাঁর কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার পড়ুয়া। তার মধ্যে আচমকাই বৃষ্টি শুরু হয়ে যায়। আর সেখানেই ঘটে বিপত্তি। মারাত্মক ভিড়ে হুড়োহুড়ি পড়ে যায়। দিশেহারা হয়ে দর্শকরা এদিক-সেদিক ছুটোছুটি শুরু করে দেন। প্রচুর সংখ্যক মানুষ ভিড়ে পদপিষ্ট হয়ে যান।এর মধ্যে চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। কালামেশ্বরী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় ওই পড়ুয়াদের নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন..."
     
    এই খবরটা দেখে হতবাক হয়ে গেলাম। কলেজে পড়া তরুণ তরুণী গানের জলসা থেকে সহপাঠীদের মাড়িয়ে বৃষ্টি ভেজার ভয়ে ছুটে পালিয়ে গেল?
    এসব দেখে অবাক হই, পৃথিবী কি এমনই ছিল, কম বয়সী ছেলেমেয়েরা কি এরকমই ভাবতো চিরকাল?
    এ তো এক দু'জন না, দেড় হাজারের মধ্যে অন্তত শ'খানেক "উজ্জ্বল উচ্চ মেধা"র ছেলেমেয়ে নিজেদের সহপাঠীদের মাড়িয়ে ছুটে পালায় বৃষ্টি ভেজার ভয়ে...
  • | 103.76.82.80 | ২৬ নভেম্বর ২০২৩ ০৯:০৭518997
  • অ না, ওটা অস্ট্রেলিয়ার টইতে আছে। ওকে।
  • ? | 103.76.82.80 | ২৬ নভেম্বর ২০২৩ ০৯:০৪518996
  • আই পি এল টই থেকে সতর্ক থাকুন কমেন্ট মোছা হল?
  • যোষিতা | ২৫ নভেম্বর ২০২৩ ২৩:২৪518995
  • ডাবলিনে গত বেস্পতিবারে রেসিস্ট অ্যাটাক হয়েছে, সঙ্গে রায়ট।
  • Utpal Debnath | ২৫ নভেম্বর ২০২৩ ১০:০৮518993
  •  
    দেশভাগ নিয়ে ইতিমধ্যেই লেখা হয়েছে নানা কিছু, আখ্যান, গল্প, অভিজ্ঞতা। এ এক অদ্ভুত আঁধারের সময়। সেই সময়ের খণ্ডলিপিরই খোঁজ করেছেন দময়ন্তী, পারিবারিক অ্যালবাম থেকে খুঁজে বের করার চেষ্টা করেছেন ইতিহাস। ইতিহাসের নানা বর্ণমালা, ব্যক্তিস্মৃতি এখানে 'ইতিহাস' হয়ে উঠেছে, আর ইতিহাস হয়ে উঠেছে গণস্মৃতির উপজীব্য। প্রয়োজনীয় একটি বই, ইতিহাস-চর্চার সামগ্রিক পরিসরে দাগ রাখবে অবশ্যই। পাশাপাশি স্মৃতির রোমন্থনও বটে। ইতিহাস ও মানবিক ফিকশনের যুগলবন্দী। - 'এই সময়' সংবাদ পত্র 
    __________________________________________
    বইয়ের নাম: সিজনস অব বিট্রেয়াল 
    লেখক: দময়ন্তী
    প্রচ্ছদ: দেবরাজ গোস্বামী
    প্রকাশক: গুরুচণ্ডা৯
    মূল্য: ১৩০ টাকা

    অনলাইনে সংগ্রহ করতে 8777642234 অথবা 9330308043 নম্বরে যোগাযোগ করুন। 

    কলেজস্ট্রিট থেকে সংগ্রহ করতে লালমাটি, দে'জ, ধ্যানবিন্দু। দক্ষিণ কলকাতায় পাটুলির হারিত বইঘরে।
  • :|: | 174.251.162.48 | ২৫ নভেম্বর ২০২৩ ০৬:৪৬518992
  • বরফির জমানায় সে ছিলো জুলফি। আইপি জমানায় হৈছে ঝুলপি। 
  • &/ | 151.141.85.8 | ২৫ নভেম্বর ২০২৩ ০৫:৫২518991
  • জুলফি কর জুলফি কর জুলফিকর ঃ-)
  • সুন্দর? | 173.49.254.96 | ২৫ নভেম্বর ২০২৩ ০৫:২৯518990
  • ঝুলপিটা হল, যাকে বলা উচিত, বাঘা 
  • :|: | 174.251.162.48 | ২৫ নভেম্বর ২০২৩ ০৫:২৫518989
  • অর্থাৎ কথাবার্তা গুলো সত্য আর ঝুলপিটা সুন্দর? 
  • সত্যসুন্দর  | 173.49.254.96 | ২৫ নভেম্বর ২০২৩ ০৫:২০518988
  • ট্রুথ ও বিউটির ভিডো দেখ্তে দেখতে পেন্রোজ ফ্যাইনম্যানের পরে এইটে দেখে ফেল্লুম অ্যাসিমভ, আশি সালে। কি সব চমত্কার কথাবার্তা, আর তেমনই ঝুলপি। আমি যখন বড় হব, ঐরকম ঝুলপি বাগাবো।
  • :|: | 174.251.162.48 | ২৫ নভেম্বর ২০২৩ ০৫:১৬518987
  • হেদোর সিরিজের ছেচল্লিশ নং পর্বটা না দেওয়ার পিছনে কী রহস্য বলেন দেহি? লেখক তো জিজ্ঞাসাকে পাত্তাই দিলেন্না! নিশ্চয়ই কারণ আছে কিছু। মনডা ক্যামন খুঁত খুঁতাচ্ছে। 
  • &/ | 151.141.85.8 | ২৫ নভেম্বর ২০২৩ ০৪:৩৪518986
  • একে বলে গুরু ও চন্ডালের আশীব্বাদ! হুঁ হুঁ বাবা, সোজা কথা না। ঃ-)
  • Arindam Basu | ২৫ নভেম্বর ২০২৩ ০৩:৩১518985
  • @যদুবাবু, "'নাজ' নামেই বোধহয় রিচার্ড থেলারের একটা বই পড়েছিলাম, খুব-ই কনভিন্সড হয়েছিলাম, এখনো মনে হয় খুব-ই কাজের জিনিষ।"
     
    যদুবাবু, আপনার উৎসাহ পেয়ে এবং ব্যাপারটা  যে আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল | বস্তুত, গুরুচণ্ডালীতে সকলে প্রোজেক্টটাকে এমন স্বাগত জানালেন যে আমি সত্যি বলতে কি আপ্লুত বোধ করছি, :-), সিরিয়াসলি | 
     
    স্টার্টাপ পিচের প্রথম রাউণ্ডে  ঝাড় খেয়ে আমি বেজায় মুষড়ে পড়েছিলাম, কিন্তু এখানে সকলের উৎসাহ আর আলোচনা দেখে আমার মনে হচ্ছে আইডিয়াটা নিয়ে আরো এগোন উচিৎ | অবশ্য এ এখনো মডেল ট্রেনিং আর অ্যাপ Wireframing এর স্টেজে রয়েছে, মনে হয় ফেব্রুয়ারীর মধ্যে একটা প্রাথমিক প্রোটোটাইপ তৈরী করতে পারব |  
     
    নাজের কথায় আসি। থেলার আর ক্যাস সানস্টাইনের বইটা ক্লাসিক, এরা পরে, খুব সম্ভবত, ২০২২ সালে ফাইনাল এডিশন নাম দিয়ে আরেকটি সংস্করণ প্রকাশ করে। নাজ প্রায় আজকাল সর্বত্র দেখতে পাওয়া যায়, এমনকি বিলেতে সরকারের একটা নাজ ইউনিট অবধি রয়েছে, এদের Mindspace Report (https://www.instituteforgovernment.org.uk/sites/default/files/publications/MINDSPACE.pdf) টা পড়ে দেখতে পারেন, আপনি জানেন নিশ্চয়ই। তারপর টেকসাসের বিখ্যাত "Don't mess with Texas" (https://www.dontmesswithtexas.org/about/history/ ) রাস্তায় ময়লা ফেলার বিরুদ্ধে স্লোগান -- সেও এক ধরণের নাজ। তো দেখা যাক, কতটা কাজ হয়। 
     
    "সব ওয়্যারেবলেই প্রাইভেসি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে আর কিছু বায়াসের ব্যাপার আছে। মানে ঐগুলো যে পপুলেশনে ক্যালিব্রেট করা, তার বাইরে অনেক সময় গড়বড় করে"
     
    প্রাইভেসি, প্রচুর ডাটা ইত্যাদি এগুলো সত্যি সমস্যার, তবে সব কিছু সহজ হলে তো আর কথা ছিল না, :-)
     
    যাই হোক, প্রোজেক্টটার একটা ব্লগ লিখতে শুরু করেছি, এখানে রাখা রইল, https://medium.com/metwin
  • যদুবাবু | ২৫ নভেম্বর ২০২৩ ০১:৪৬518984
  • অরিন-দা, আমি এই বোধহয় সব্বার শেষে দেখলাম স্লাইডগুলো। খুব-ই ভালো আইডিয়া। 'নাজ' নামেই বোধহয় রিচার্ড থেলারের একটা বই পড়েছিলাম, খুব-ই কনভিন্সড হয়েছিলাম, এখনো মনে হয় খুব-ই কাজের জিনিষ। পড়াশুনোর ক্ষেত্রে তো অবশ্যই। বাচ্চাদের অল্প 'নাজ' করলে লাভ হয় এমন প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। 
     
    স্বাস্থ্যের জন্যেও হবে আশা করি - একজন একটু হাল্কা পুশ করলেই হয়তো একটা জিনিষ করতাম বা করতাম না, কিন্তু কেউ না বললে কিছুই করার নয়। আর জেনেরিক অ্যাডভাইস হয়তো আপাতদৃষ্টিতে ভালো, কিন্তু মোটিভেশনের জন্য খুব-ই বেকার। পার্সোনালাইজড হলে খুব-ই ভালো। অনেক শুভেচ্ছা জানালাম। 
     
    তবে যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন অলরেডি  - পার্সোনালাইজেশন আর প্রাইভেসির একটা বোধহয় ট্রেড-অফ আছে বলে মনে হয়, মানে যে জিনিষ যত পার্সোনালাইজড, ততো আইডেন্টিফায়েবল, তাহলে তাতে প্রাইভেসি ইনভেশনের রিস্ক ততো বেশি মনে হয়। সেরকম পার্সোন্যালাইজড হতে গেলে তো প্রচুর ডেটা স্টোর-ও করতে হবে, তাই না? তাহলে খুব-ই আঁটসাঁট সিকিওরিটী লাগবে। অবশ্য আমি ভুল-ও হতে পারি। 
     
    এখানে আমার এক ছাত্র বয়স্ক এশিয়ান-আমেরিকানদের ডায়াবেটিস রিস্ক নিয়ে কিছু কাজ করছিলো, করতে গিয়ে দেখে যে বেশির ভাগ ডেফিনিশন/ক্রাইটেরিয়া/থ্রেশহোল্ড ইত্যাদি যে পপুলেশনের উপর ভিত্তি করে বানানো তার থেকে শুধু এশিয়ান-আমেরিকান বয়স্ক লোকের প্রোফাইল খুব-ই আলাদা। সেসব নিয়ে এখন যে কাজ হচ্ছে, সেটাও ভালো ব্যাপার। তার-ই এক বন্ধু এখন (Oura) রিং নিয়ে কিছু কাজ করছে, সে বলছিলো যে খুব-ই কাজের যন্তর, কিন্তু সব ওয়্যারেবলেই প্রাইভেসি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে আর কিছু বায়াসের ব্যাপার আছে। মানে ঐগুলো যে পপুলেশনে ক্যালিব্রেট করা, তার বাইরে অনেক সময় গড়বড় করে। 
  • Arindam Basu | ২৫ নভেম্বর ২০২৩ ০০:৪৭518983
  • দ,  "মনিটারিং ব্যপারটা ঠিক সুবিধের লাগে না।"
     
    লাগার কথাও নয়। 
    কে কিসের ধান্দায় মনিটর করছে কে জানে। নিজে নিজেকে মনিটর করা এক জিনিস, আর ব্যবসা, সরকারের হাতে মনিটরড হওয়া সম্পূর্ণ অন্য, লোকেশন ট্র্যাকিং অফ করাটাই উচিৎ। তবে তাতেও নিস্তার নেই, নেস্ট বা ইকো যে লুকিয়ে আপনার কথা শুনছে না তাও তো নয়। যে কারণে আমি পারতপক্ষে গুগল ক্রোম ব্রাঊজার বা সার্চ ব্যবহার করি না। 
  • &/ | 151.141.85.8 | ২৫ নভেম্বর ২০২৩ ০০:১৬518982
  • কুট্টুসের এক কাঁধের দেবদূত এক সাদা কুকুর, সাদা ডানাওয়ালা, নীল আভা ছড়ানো। আর শয়তানের দূত অন্য কাঁধে, মেটে লাল কুকুর, তারও ডানা আছে তবে বাদুড়ের মতন ডানা। বিভিন্ন প্রাণীদের দেবদূত শয়তানদূত সবই সেই প্রজাতির প্রাণী? বাঘের দেবদূত ডানাওয়ালা বাঘ? টিরেক্সের দেবদূত ডানাওয়ালা টিরেক্স? (কী ভয়ানক!!!! ঃ-))
  • | ২৪ নভেম্বর ২০২৩ ২৩:৪১518981
  • অরিন,
     হ্যাঁ গুগল কিপের কথা জানি।  স্ট্রাভাতে গুগল কিপের সাথে সিঙ্ক করাবার অপশান দেয়।  তবে আমি করি না।  আমি লোকেশানও বেশিরভাগ অফ রাখি। কোথাও দরকার হলে অন করে নিই।  মনিটারিং ব্যপারটা ঠিক সুবিধের লাগে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত