এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শের- শায়েরী ।

    tareq
    অন্যান্য | ১৯ জানুয়ারি ২০০৬ | ৩৯৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Arijit | 82.39.108.148 | ১৯ জানুয়ারি ২০০৬ ০১:০০450634
  • আহ, বাহাদুর শাহ জাফরেরটা বহুকাল পরে শুনলাম। সেই এককালে টিভি সিরিয়াল হত, বাহাদুর শাহ জাফর বলে, তার টাইটেলে ছিলো...

    আরো একটা -

    পত্তা পত্তা বুটা বুটা
    হাল হামারা জানে হ্যয়
    জানে না জানে দিলহি না জানে
    বাগ তো সারা জানে হ্যয়।

    - মীর তকি মীর।
  • kali | 68.47.221.138 | ১৯ জানুয়ারি ২০০৬ ০২:০০450635
  • আমার বড্ড প্রিয় এইটা :

    মোহব্বত মেঁ আজ
    সতা লো মুঝে জী ভরকে।
    হো সকে কাল মেরা
    ইশ্‌ক কা আন্দাজ বদল যায়ে।

    গালিবেরও একটা মনে পড়লো :

    দুনিয়া যিসে কহতে হ্যায়
    যাদুকা খিলোনা হ্যায়,
    মিল যায়ে তো মিট্টি হ্যায়,
    না মিলে তো সোনা হ্যায়।

    আচ্ছা,এবার কৈশোরকালের বর্ননা শোনো :

    আভি লড়প্পন ভি হ্যায়
    শবাব ভি হ্যয়
    হায়া কি পরদেমে ও সৌঁখবে
    নকাব ভি হ্যয়।
  • s | 141.80.168.75 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৩:০০450636
  • কলি, শেষ লাইনটা 'খো যায়ে তো সোনা হ্যায়'।
  • kali | 68.47.221.138 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৪:০০450637
  • আচ্ছা s,আসলে আমি একজনের পুরোনো খাতা থেকে পড়েছিলাম তো। হয়তো ভুল টুকেছিলো।যাক জেনে ভালো লাগলো আসলটা।
  • kali | 68.47.221.138 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৫:০০450638
  • সামরান দি,
    'ইয়ে জরুরী তো নহি' দুর্দান্ত।
  • tareq | 211.28.40.185 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৬:০০450655
  • আর কারো কিছু জানা নেই? !!
  • tareq | 211.28.40.185 | ১৯ জানুয়ারি ২০০৬ ১৪:৩৫450633
  • সবার পরিচিত - অপরিচিত এরকম কবিতা এইখানে শেয়ার করলে কেমন হয়? ছোট ছোট , অথচ গভীর অর্থবহ এ সব কবিতা আমার দারুন পছন্দের। আরো ভালো হয়, যদি কবিতার সাথে সাথে জানা অর্থটাও বলে দেয়া যায়।
  • tareq | 211.28.40.185 | ১৯ জানুয়ারি ২০০৬ ১৪:৩৬450644
  • ১।

    তেহমদে চান্দ আপনে জিম্মে ধর চলে।
    কিসলিয়ে আয়েথে হাম কেয়া কর চলে।।
    জিন্দেগী হ্যায় ইয়া কোয়ি তুফান হ্যায়।
    হাম তো ইস জিনে কো হাতো মর চলে।।

    -- খাজা মীর দরদ ।

    ( জীবনের শীর্ষকে ছুঁতে না পারার অতৃপ্তি কেঁদে উঠছে কবিতাটায়। বয়ে চলা জীবনের সাথে সময়ই কাটিয়ে দেয়া হয়েছে শুধু, কিন্তু কিছু করা হয়ে ওঠে নি। )
  • kali | 160.36.205.189 | ২০ জানুয়ারি ২০০৬ ২২:৩৬450666
  • আমার জানা আছে দু একটা। কিন্তু কার তা মনে নেই। যেমন :

    দো লব্‌জোঁ মে পুশিদা মেরি য়ে কহানী হ্যায়
    এক লব্‌জ মোহব্বত,এক লব্‌জ জওয়ানী হ্যায়।
    আঁসু কো মেরে লেকে দামন পে জারা জাঁচো,
    জম যায়ে তো খুন হ্যায়,বহে যায়ে তো পানী হ্যায়।

  • Arijit | 82.39.108.148 | ২১ জানুয়ারি ২০০৬ ০২:৫৪450667
  • মেরা কত্‌ল অর্‌সোসে
    কুছ ইস তরহসে হুয়া
    কভি কাতিল বদল গয়ে
    কভি খঞ্জর বদল গয়া।

    কার মনে নেই এখন...
  • Samran | 61.2.3.97 | ২১ জানুয়ারি ২০০৬ ২৩:১৫450668
  • "ইয়ে জরুরী তো নহি"

    হর শকস কা কো ই তলবগার হো
    ইয়ে জরুরী তো নহি...

    হর রিশতা কা কো ই নাম হো
    ইয়ে জরুরী তো নহি...

    লোগ করতে হ্যায় সউয়াল মুঝসে কিতনে
    হর সওয়াল ক ম্যায় জবাব দু
    ইয়ে জরুরী তো নহি...

    কর ব্যায়ঠে হ্যায় ও প্যায়ার কে বদলে প্যায়ার কি উম্মীদ
    হর কিসিকো বদলে মে প্যায়ার মিলে
    ইয়ে জরুরী তো নহি...

    তুম জিস কি করো খোয়ায়িশ রহে সাথ উমর ভর
    উওহ সদা সাথ রহে তুমহারে
    ইয়ে জরুরী তো নহি...

    পুশিদা রাখি হ্যায় দিল মে হামনে জানে কিতনি বাতে
    হের বাত ক হাম ইজহার করে
    ইয়ে জরুরী তো নহি...

    লোগো কো না পসন্দ হ্যায়
    হামারা আন্দাজ -এ -
    জিন্দেগী
    বদলে হাম আব আপনি জিন্দেগী
    ইয়ে জরুরী তো নহি...

    তুম পর হ্যায় ভরোসা ইয়ে করতে হ্যায় দুয়া
    ইয়ে দুয়া হামেশা ক্কায়েম রহে
    য়ে জরুরী তো নহি...

    বে-দিলি সে পুছতে হ্যায় মেরা হাল হ্যায় ক্যায়সা
    তো ইয়ে হাল ভি উও পুছে
    ইয়ে জরুরী তো নহি...

    ভাল লেগেছিল বলে টুকে রেখেছিলাম, কবির নাম টুকি নি !

  • Samran | 61.2.3.97 | ২১ জানুয়ারি ২০০৬ ২৩:৪৩450669
  • মেরি আঁখোমেঁ আঁসু তুঝে কেয়া কহুঁ কেয়া হ্যায়
    ঠহর জায়ে তো আঙ্গারা হ্যায় বহ যায়ে তো পানী হ্যায়

    - ফানী-

    না কিসিকা আঁখকা নূর হুঁ
    না কিসিকা দিল কা ক্কারার হুঁ
    জো কিসিকা কাম না আ সাকে
    ম্যায় য়োহ এক মুশত গুবার হু

    -বাহাদুর শাহ জাফর-

    হাজারোঁ খোয়ায়িশ অ্যায়সী কি হর খোয়ায়িশ পে দম নিকলে
    বহোত নিকলে মেরি আরমান লেকিন ফিরভি কম নিকলে

    -গালিব-

    বিখরী হুয়ী জুলফে ইশারো মে কহ গয়ী
    ম্যায় ভী শরিক হুঁ তেরি হালে-তাবাহ মে

    -জলীল-

    ইয়ে সাদগী পে কউন না মর জায়ে অ্যায় খুদা
    ক্কতল করতে হ্যায় অউর হাথমে তলওয়ার ভী নহী হ্যায়

    -গালিব-

    গানওয়ালা ছেলেটির জন্য-

  • tareq | 211.28.40.185 | ২২ জানুয়ারি ২০০৬ ০৭:১৬450670
  • কলিদি, অরিদা, সামু'পা- দারুন! আরো আরো চাই।
    -------------------------------

    মেরা দিল ইয়ে সামহালকর হাতমে লে না,
    নজাবত ইসমে ইতনি হ্যায়,
    নজর সে গিড়া, তো টুটা।
  • s | 141.80.168.75 | ২২ জানুয়ারি ২০০৬ ১৬:৫৬450671
  • বফা ক্যায়সি কঁহাকা ঈশক্‌
    যব শর ফোড় না ঠহেরা
    তো ফির অ্যায় সঙ্গদিল তেরা হি
    সঙ্গ-এ-আস্তাঁ কিঁউ হো।

    - গালিব
  • s | 141.80.168.75 | ২৩ জানুয়ারি ২০০৬ ০০:২৭450639
  • উনকো ভি হমসে মুহব্বত হো জরুরী তো নহি
    চাঁদ ছুনে কি তমন্না আগর আতি মুঝকো
    দূর কা চাঁদ হকিকৎ হো জরুরী তো নহি।
    যিসকো কহতে হ্যায় মুহব্বত
    ও খুদা কি হ্যায় নেমত
    সবকি কিসমৎমে ইয়ে ইবাদত হো জরুরী তো নহি।
  • s | 141.80.168.75 | ২৩ জানুয়ারি ২০০৬ ০০:৩০450640
  • উপরের বয়েৎ (যা কিনা গানও) স্মৃতি থেকে টুকলাম, দ্বিতীয় লাইনটি ভুলে গেছি। কেউ মনে করিয়ে দিলে ভাল লাগবে।
  • kali | 68.47.221.138 | ২৩ জানুয়ারি ২০০৬ ০০:৫৭450641
  • আচ্ছা,আরেকটা মনে পড়েছে,বলি।কিন্তু ভুল হলে কেউ ধরিয়ে দিও।

    মেরে মরনে কে বাদ মেরে সীনে সে
    দিল নিকাল লেনা
    কঁহি উয়োহ না জ্বল যায়ে
    যো মেরে দিল মেঁ রহ্‌তে হ্যায়
  • t | 131.95.121.251 | ২৩ জানুয়ারি ২০০৬ ০১:০০450642
  • ওয়া ওয়া ওয়া।
    সত্যি ভারী চমৎকার!
  • tareq | 211.28.40.185 | ২৩ জানুয়ারি ২০০৬ ০১:০৭450643
  • গুস্তাখি ম্যায় সির্ফ করুঙ্গা একবার,
    যব সব প্যায়দল চলেঙ্গে,
    ম্যায় কান্ধে পর সওয়ার।

    - (এটা কার ভুলে গেছি। মৃত্যুর পরে সবার কাঁধে চড়ে কবরে যেতে হয়, সেটাই হবে একমাত্র গুস্তাখি। )
  • sayan | 59.160.140.1 | ২৩ জানুয়ারি ২০০৬ ১২:০২450645
  • অনেকদিন আগে পড়া, কথা হয়ত কিছু ভুল হ'ল -

    বাল বিখরকে টুটী কবরোঁ কি উপর
    যব কোয়ি মহজবীন রোতী হ্যয়
    তব মুঝে অকসর য়হ খয়াল আতী কী
    মওত কিতনি হসীন হোতী হ্যয়

    ----

    এটা এক্কেরে ছেলেমানুষী টাইপের একটা -

    সিতারোঁ সে নহী
    চান্দনী সে হোতা হ্যয়
    ঈশ্‌ক হজারোঁ সে নহী
    কিসি এক সে হোতা হ্যয়
  • sayan | 59.160.140.1 | ২৩ জানুয়ারি ২০০৬ ১২:০৯450646
  • এটা আমার খুব প্রিয় - পরে বোধহয় গানেও লিরিক এসেছিল -

    শাম তক থা এক ভমরা
    ফুল পর মন্ডলা রহা
    রাত হোনে পর কমল কী
    পাঙ্খড়ী মেঁ বন্ধ থা
    কয়েদ সে ছুটা সুবহা তো
    হমনে পুছা ক্যা হুয়া

    কুছ ন বোলা অপনী ধুন মেঁ
    বস য়হী গাতা রহা
    মুহব্বত হ্যয় ক্যা চীজ -

    বহকতা হ্যয় পভন ক্যয়সে
    সুলগতী হ্যয় য়হ সাসেঁ কিঁউ
    য়হ ক্যয়সী আগ হোতী হ্যয়
    পিঘলতী হ্যয় য়হ শম্মা কিঁউ

    জ্বল উঠী শম্মা কো মচলকর
    পরওয়ানা আ গয়া
    আগ কে দামন মে আপনে
    আপ কো নিপটা দিয়া
    হমনে পুছা দুসরে কী
    আগ মেঁ রকখা হ্যয় ক্যয়া

    কুছ ন বোলা অপনী ধুন মেঁ
    বস য়হী গাতা রহা
    মুহব্বত হ্যয় ক্যা চীজ -
  • sayan | 59.160.140.1 | ২৩ জানুয়ারি ২০০৬ ১২:১৫450647
  • এটা যদিও গান, তবু গানের থেকে অনেক উঁচুতে উঠেছে শুধু শব্দগুলোর মাদকতায়, আর ভাবপ্রকাশে - কোন সিনেমায় ছিল - সে তো সবাই জানে -

    ইসকী আগে কি অব দাসতাঁ মুঝসে সুন
    সুনকে তেরী নজর ডবডবা যাএগা
    বাত দিল কী যো অবতক মেরে দিল মেঁ থী
    মেরা দাবা হ্যয় হোঠোঁ পে আ যাএগা
    তু মসীহা মুহব্বত কে মারোঁ কা হ্যয়
    হম তেরে নাম সুনকর চলে আএ হ্যয়
    আব দবা দে য়া তু মুঝকো দে দে জহর
    তেরে মহফিল মেঁ য়হ দিলজলে আএ হ্যঁ
    এক অ্যাহসান কর অপনে মহমান পর
    অপনে মহমান পর এক অ্যাহসান কর
    দে দুআয়েঁ হমে উমরভরকে লিয়ে ...
  • Sayantan | 59.160.140.1 | ২৮ জুলাই ২০০৬ ১৯:২১450648
  • পাস আ কর সভি দূর চলে যাতে হ্যায়
    হম অকেলে থে অকেলে হি রহ যাতে হ্যায়
    দিল কা দর্দ কিসসে দিখায়ে
    মরহম লগানেওয়ালে হি জখম দে যাতে হ্যায়
    ওয়াক্ত তো হমে ভুলা চুকা হ্যায়
    মুকদ্দর ভি না ভুলা দে
    দোস্তি দিল সে হম ইসি লিয়ে নহি করতে
    কিঁউ কি ডরতে হ্যায়, কোয়ি ফির সে না রুলা দে
    জিন্দেগী মে হামেশা নয়ে লোগ মিলেঙ্গে
    কহিঁ জিয়াদা তো কহিঁ কম মিলেঙ্গে
    অ্যায়েতবার জরা সোচ কর করনা
    মুমকিন নহি হর জগাহ তুমহে হম মিলেঙ্গে
  • dd | 202.122.18.241 | ২৮ জুলাই ২০০৬ ১৯:৩০450649
  • দুরের থেকে দেখলাম যেন এক পাথর
    নীল আকাশের নীচে যেন এক পাথর
    মরুভুমির উপর যেন এক পাথর
    কাছে গিয়ে দেখি আরে সত্যি একটা পাথর।

    এটা আমি লিখিচি কিনা তাই কারু ভাল্লাগবে না, এটাই ইন্দোদা লিখলে ওয়া ওয়ার হুলুস্থুলু পরে যেতো।
  • Tina | 205.188.117.10 | ২৮ জুলাই ২০০৬ ২০:১৫450650
  • ডিডি,
    শের-শায়েরী তো উর্দু তে হয়। দেখছেন না সবাই উর্দু তে লিখেছেন? আপনি আপনার শায়েরী টা উর্দু তে অনুবাদ করে লিখে দিন বরং, তারপরে ওয়া ওয়া করবো :-)))
  • Samik | 221.134.238.153 | ২৯ জুলাই ২০০৬ ০০:০৩450651
  • মৎ পী শরাব মসজিদ মে বৈঠ কর অ্যায় গা্‌লিব

    এক হি বোতল হ্যায়, কহিঁ খু্‌দা না মাঙ্গ লে ইস্‌সে
  • tania | 151.151.73.166 | ২৯ জুলাই ২০০৬ ০০:১৯450652
  • বা:! এই থ্রেডটা তো আগে দেখিনি!

    মসজিদেঁ তো বনালি শব ভর মে
    ইমান কে হারারতওয়ালো নে
    পর মন পুরানা পাপী হ্যায়,
    বরসোঁ মেঁ নমাজি না বন সকা।

    [রাত পোহানোর মধ্যে মসজিদ তো খাড়া করে দিল মরাল পুলিশ, কিন্তু মন তো পুরোনো পাপী, তাকে নমাজ পড়তে কে বাধ্য করবে?]

    ইয়ে ক্যয়া বাত হুয়ী কে
    হম কহে অউর তুম সমঝ যাও
    বাত তো ও হ্যায়,
    কে হম না কহে
    অউর তুম সমঝ যাও।
  • tania | 151.151.73.166 | ২৯ জুলাই ২০০৬ ০০:২৫450653
  • খুদ কো কর বুলন্দ ইতনা
    কে হিমালয় কে চোটি পে যা পহুঁচে
    অউর খুদা খুদ বন্দে সে পুছে,
    বোল তেরি রজা কেয়া হ্যায়?

    এটার প্যারডি আছে একটা -

    খুদ কো কর বুলন্দ ইতনা
    কে হিমালয় কে চোটি পে যা পহুঁচে
    অউর খুদা খুদ বন্দে সে পুছে,
    আবে গধে, অব উতরেগা ক্যায়সে?
  • s | 141.14.155.181 | ২৯ জুলাই ২০০৬ ১৯:১৪450654
  • বদল যায়ে অগর মালী
    চমন হোতা নহি খালি
    বাহারে ফিরভি আতি হ্যায়
    বাহারে ফিরভি আয়েঙ্গি।

    কৈ আঁখো আঁখো সে বাত কর লেতা হ্যায়
    কৈ আঁখো আঁখো সে মুলাকাত কর লেতা হ্যায়
    বড়া মুশকিল হ্যায় জবাব দেনা
    খামোশ রহকর কৈ যব সওয়াল কর লেতা হ্যায়।

    টুটে হুয়ে পয়মানে পে জাম নেহি আতা
    ঈশক কে মরিজ কো আরাম নহি আতা
    অ্যায় দিল তোড়নে বালে ইয়ে তো শোচা হোতা
    টুটা হুয়া দিল কিসি কে কাম নহি আতা।

  • s | 141.14.155.181 | ২৯ জুলাই ২০০৬ ১৯:১৬450656
  • অরিজিন্যাল -

    খুদহি কো কর বুলন্দ ইতনা
    কে হর তকদির সে পহলে (হিমালয় নয়)
    খুদা খুদ বান্দে সে পুছে
    বাতা তেরি রজা ক্যা হ্যায়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন