এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কম্পু-বাওয়ালি

    Arijit
    অন্যান্য | ১৭ জানুয়ারি ২০০৬ | ৩৩৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Arijit | 128.240.229.66 | ১৭ জানুয়ারি ২০০৬ ০১:০০450673
  • কম্পু-বাওয়ালি - বিল্লুদাদাকে আকাশে তুলুন কি পেড়ে ফেলুন মাটিতে, বা ওপেন সোর্সের গুণকীর্তন করুন, নয়তো লিখুন ম্যাক নিয়ে - সেটা খায় না মাথায় দেয়...

    আর নইলে কম্পু আর সফটওয়্যারের পাবলিক নিয়ে হাজারো মজার চুটকি আছে, সেগুলোই লিখুন...

    এমনকি টেকনিক্যাল সমিস্যের সমাধানও খুঁজতে পারেন - বা জমা দিতে পারেন...নোবেল প্রাইজ নেই কিন্তু...বড়জোর ট্যুরিং অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারেন কপালে থাকলে...
  • Arijit | 128.240.229.6 | ১৭ জানুয়ারি ২০০৬ ০২:০০450678
  • কম্পু-বাওয়ালির কিছু সাইট -

    http://www.xvsxp.com
    http://www.slashdot.org

    আরো আসবে...
  • Arijit | 128.240.229.66 | ১৭ জানুয়ারি ২০০৬ ০৩:০০450680
  • রিমি - একটা পোশ্নো - /etc ডিরেক্টরিতে একটা ফাইল থাকার কথা - modules.conf বা modprobe.conf - সেখানে eth0 ডিভাইসের ডিটেলস থাকবে...যেমন:

    alias eth0 vmnics
    probeall vmnics vmxnet pcnet32
    alias char-major-14 es1371


    এটা যদিও আমার একটা VMWare Machine থেকে তোলা, তাই vmnics - নইলে ওটা tg3-ও হতে পারে...এখানেই বলা থাকে কি ড্রাইভার লাগবে - যেমন আমার ক্ষেত্রে pcnet32। দেখো সেই ড্রাইভারটা লিনাক্সে লোডেড কিনা -

    lsmod | grep driver name

    কিছু না দেখালে ড্রাইভার লোডেড নয়, তখন modprobe দিয়ে সেটা লোড করা যায়...

    যদি modules.conf/modprobe.conf খালি থাকে বা না থাকে, একবার depmod চালিয়ে দেখো - কিছু তৈরী করে কিনা...তারপরে একবার রিবুট করবে।

    এসব করার পরে নেটওয়ার্ক কনফিগারেশন মেনুতে গিয়ে DHCP সার্ভারের ঠিকানা দেওয়া যায়। যদি সব ঠিক থাকে, DHCP থেকে একটা আইপি অ্যাড্রেস পাবে - ifconfig eth0 করে দেখলে।

    একটা কথা - এগুলো করতে গেলে root access লাগবে, কাজেই সাবধানবাণী...লিনাক্সে recycle bin নেই:-)
  • dam | 202.54.214.198 | ১৭ জানুয়ারি ২০০৬ ০৪:০০450681
  • আচ্ছা অর্জিত, কবে থেকে ফোনে ভাত রান্না করা যাবে বলে তোমার মনে হয়? মাইরী ওটা হলেই আমি শুদ্ধু একটা ফোন নিয়ে হিমালয়ে চলে যাব।
  • Arijit | 128.240.229.6 | ১৭ জানুয়ারি ২০০৬ ০৫:০০450682
  • মাইরি বলছি - এটা আম্মো ভেবেছি - ফোনের মধ্যে একটা মাইক্রোওয়েভ জেনারেটর জাতীয় কিছু, আর একটা ফোল্ডিং মিক্সি...
  • dam | 61.246.73.246 | ১৭ জানুয়ারি ২০০৬ ০৬:০০450689
  • আচ্ছা MS Project এ কটা Baseline save করা যায় কেউ বলবে?
  • Arijit | 128.240.229.6 | ১৭ জানুয়ারি ২০০৬ ০৮:০০450690
  • আমি হাত তুলে দিলুম, একে মাইক্রোসফট, তায় প্রোজেক্ট:-)
  • Arijit | 82.39.108.148 | ১৭ জানুয়ারি ২০০৬ ১০:০০450695
  • লিনাক্স শেলে ifconfig দিলে কি বলে সে? কাল ইউনিভার্সিটি গিয়ে দেখবো...ড্রাইভারের সমস্যা সম্ভবত...
  • rimi | 71.108.143.113 | ১৭ জানুয়ারি ২০০৬ ১১:১০450717
  • অরিজিত, অনেক ধন্যবাদ। আমি এই পাতাটা মনে হচ্ছে আগে দেখি নি। কিন্তু pppoe configuration try করেছি।
    এগুলো আবার try করে detailsএ কি কি আসছে লিখে পাঠাচ্ছি। তুমি কালকে দেখো।
  • rimi | 71.108.143.113 | ১৮ জানুয়ারি ২০০৬ ০০:৪৫450684
  • টেকনিকাল সমস্যার সমাধান দরকার।

    সম্প্রতি আমার মেশিনে পার্টিশন করে রেড হ্যাট লিনাক্স ৮ লাগিয়েছি। মুশকিল হল লিনাক্স থেকে কিছুতেই internet কানেক্ট করা যাচ্ছে না। আমার ISP Provider হল Verizon DSL, DHCP কানেক্‌শন। তাদের লিনাক্সের জন্যে কোনো টেক সাপোর্ট নেই।
    আমি বিভিন্নভাবে pppoeconfigure করে NET ঘেঁটে যা কিছু পদ্ধতি আছে সব ট্রাই করেছি,
    কিছুতেই হচ্ছে না।

    কেউ যদি হেল্প করতে পারো খুব উপকার হয়।
  • rimi | 71.108.143.113 | ১৮ জানুয়ারি ২০০৬ ০৮:৩৭450723
  • অরিজিত,

    ifconfig আর route দিলে যা আসছে সেগুলো তুলে দিলাম।

    ifconfig:
    Link encap: Local Loopback
    inet address: 127.0.0.1
    Mask: 255.0.0
    UP LOOPBACK RUNNING
    MTU: 16436

    route:
    Destination 164.254.0.0
    Gateway *
    Genmask: 255.255.0.0
    Flags: u
    Metric 0
    Ref 0
    Use 0
    Iface lo

    আরো তথ্য: router ব্যবহার করি। modem - Actiontec
    কানেকশন টাইপ DHCP

    শেলে dhcpcd বা pump কমান্ড দিলে বলছে invalid

  • deepten | 203.101.51.51 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৪:৪৫450724
  • একেই বলে জেনারেশন গ্যাপ। সবে বায়ান্নো পেইরেছি -, আরো বায়ান্নো বছরের মধ্যে আমার বুড়ো হবার প্রোববিলিটি এক্কেবার জিরো। কিন্তু কম্পিউটার নিয়ে কথা উঠলেই কেমন অকাল বার্দ্ধক্য বোধ করি। সবাই কি যে কথা বলে। ডাউনলোড,আপলোড, বুটস্ট্র্যাপ। ছ্যা, ছ্যা। এক বিন্দুও বুঝি না। কি করে যে মানুষে কমপিউটারে গান শোনে সেই বিদ্যা এখনো অধিগত হইলো না। এ দিকে বেলা বয়ে যায়।
    আমারে কত লোকে ই কার্ড পাঠায়।বেশীর ভাগই খুলতে পারি না।
    মনে হয় চেষ্টা করলে ইন্ডিয়ার ক্রিকেট টীমে আসতে পারবো - কিন্তু কমপিউটারেরে আর বুঝতে পাল্লাম না।
  • rimi | 71.108.143.113 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৫:০১450725
  • অরিজিত, যে পাতাটা পাঠিয়েছ ওটা সত্যিই আগে দেখি নি। এখানে স্পষ্ট লেখা আছে DHCP আর PPPoXmutually exclusive। আমার বাড়িতে যে DHCP সেটা না জেনেই আমি PPPoE নিয়ে নানা পরীক্ষা চালিয়ে অবধারিতভাবে ব্যর্থ হয়েছি। এখন মুশকিল হল DHCP কিছুতেই কনফিগার করতে পারছি না।
  • Arijit | 128.240.229.6 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৫:২৩450726
  • রিমি - একটু দেখে শুনে আবার লিখবো। আসলে আমার কখনো এই ঝমেলাগুলো হয় নি - বাড়িতে কেবল মোডেম দিয়ে ব্রডব্যান্ড আসে - আমি সেটা কানেক্ট করি ওয়্যারলেস রুটারে, সেখান থেকে পিসিতে ইথারনেট আর ল্যাপিতে ওয়্যারলেস। ল্যাপিটা যেহেতু ম্যাক, বিশেষ ঝামেলা পোয়াতে হয় নি:-)
  • Arijit | 128.240.229.6 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৫:২৬450674
  • বুঝলেন দীপ্তেনদা - কলেজে দুটো CST (Computer Sc & Tech)-র পাবলিক এক জায়গাতে হলেই বাকি জনতা ভয় খেত। এম্নি মেক্যানিক্যাল-শিবিল-ইলেক্ট্রিক্যালের অনেক কিছুই বোঝা যায় - মেশিন, ইঁট-কাঠ-স্টীল, এসি-ডিসি, ভোল্টেজ...কিন্তু কম্পুর ডায়ালেক্ট? এক্কেরে আলাদা...

    এই যেমন দুটো এক প্রদেশের লোক হলেই বাকিরা গাড্ডায় পড়ে যায়:-)
  • Arijit | 128.240.229.6 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৬:০৪450675
  • রিমি - ifconfig-এর আউটপুটে শুধুমাত্র localhost রয়েছে - যেখানে আসলে অন্য network device-ও থাকা উচিত ছিলো। যেমন:

    eth0 Link encap:Ethernet HWaddr 00:0D:56:71:46:2B
    inet addr:128.240.149.39 Bcast:128.240.255.255 Mask:255.255.0.0
    UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
    RX packets:13775759 errors:0 dropped:0 overruns:0 frame:0
    TX packets:15641655 errors:0 dropped:0 overruns:0 carrier:0
    collisions:0 txqueuelen:1000
    RX bytes:2108305337 (1.9 GiB) TX bytes:3068215861 (2.8 GiB)
    Interrupt:19

    lo Link encap:Local Loopback
    inet addr:127.0.0.1 Mask:255.0.0.0
    UP LOOPBACK RUNNING MTU:16436 Metric:1
    RX packets:3837734 errors:0 dropped:0 overruns:0 frame:0
    TX packets:3837734 errors:0 dropped:0 overruns:0 carrier:0
    collisions:0 txqueuelen:0
    RX bytes:1998394440 (1.8 GiB) TX bytes:1998394440 (1.8 GiB)


    এটা আমাদের একটা লিনাক্স মেশিন থেকে তোলা - eth0 অর্থাৎ ইথারনেট ডিভাইস, যেহেতু এই মেশিনটা LAN-এ কানেক্টেড। তোমার ক্ষেত্রে এখানে DSL-সম্পর্কিত কিছু থাকা উচিত ছিলো। একটা বড় কারণ হতে পারে তোমার মোডেমের ড্রাইভার লিনাক্সে লোডেড নেই - সেক্ষেত্রে kernel-এর সেই module-টা লোড করতে হবে। সাধারণত: ISP-ই একটা প্যাকেজ দেয় যেখানে ড্রাইভার + অন্যান্য দরকারী সফটওয়্যার থাকে। কি করে মডিউল লোড করতে হয় সেগুলো পাবে এখানে - http://www.tldp.org বা অন্য যে কোন লিনাক্স ডকুমেন্টেশনের মধ্যে...আর http://www.linuxhomenetworking.com সাইটটা দেখে ভালো মনে হল। গুগুলে redhat dhcp configuration dsl দিয়ে খুঁজলে অনেক সাইট দেখাচ্ছে, তার মধ্যে http://www.cs.columbia.edu/~akonstan/infospeed (একটু পুরনো যদিও) বলছে Bell Atlantic Infospeed Connection-এর কথা - কাজেই এটা কাজে আসতে পারে - Bell Atlantic-ই Verizon কিনা...

  • rimi | 71.108.143.113 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৬:১৭450676
  • অরিজিত, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। সাইটগুলো দারুণ। এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ফলাফল জানাবো।
  • rimi | 71.108.143.113 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৬:৩৭450677
  • দীপ্তেনদা, কম্পু নিয়ে মোটেই চিন্তা করবেন না। কম্পু সম্পর্কে ভবিষ্যৎবাণী:

    "Specialized elements of hardware and software, connected by wires, radio waves and infrared, will be so ubiquitous that no one will notice their presence." - Mark Weiser

    ঠিক যেমন আমরা এখন কাগজ কলম কালি প্রতিদিন ব্যবহার করি, কিন্তু কাগজ তৈরীর উপাদান কিম্বা কালি তৈরীর প্রণালী নিয়ে একবারো ভাবি না।

    বি:দ্র: কাগজের উদাহরণটাও মার্কের।
  • Arijit | 128.240.229.6 | ১৮ জানুয়ারি ২০০৬ ১৭:১৯450679
  • মানুষের চাহিদার কি শেষ আছে? ছিলো ফোন, এবার লোকে বল্ল হাঁটতে হাঁটতে ফোনাতে হবে - তাই এলো মোবাইল ফোন। তাপ্পরে লোকে বল্ল গড়িয়াহাটের মোড়ে ঘুরছি, সবচেয়ে কাছের পিৎজা হাটের ঠিকানা চাই, তো এলো "ইনটেলিজেন্ট নেটওয়ার্ক"। লোকে বল্ল আমার রাস্তায় অ্যাকসিডেন্ট হলে খুঁজে বের করবে কি করে? এলো SLMC - Serving Mobile Location Centre...ফোনে এফ এম রেডিও, ভিডিও, ক্যামেরা, এমপিথ্রী প্লেয়ার তো এসেই গেছে, এবার আসবে টিভি - কাল বিবিসি দেখালো...তাপ্পরে ফোনের মধ্যে ছোট ফ্যান, একটা ভয়েস অ্যাক্টিভেটেড রেকর্ডার, ডিওডোরান্ট, মুড়ি-লজেন্স, চিউইং গাম...সবই আসবে:-) একটা ফোন থাকলেই সব কাজকর্ম সোজা হয়ে যাবে...
  • dam | 202.54.214.198 | ১৮ জানুয়ারি ২০০৬ ২০:২৯450683
  • না না মিক্সি না হলেও চলবে। অবশ্যি নেহাৎ যদি তাও আসে, তাইলে আপত্তি নেই।

    তবে ফোনে FM টা পোচ্চুর উপকারী।
  • b,uk | 194.202.143.5 | ১৮ জানুয়ারি ২০০৬ ২০:৪৭450685
  • অরিজিৎ, সাহায্য চাই। তাড়া তাড়ি এই সপ্তাহের মধ্যে, actually এখুনি।

    দুটো processor থাকলে কোনটার উপোর কিরম চাপ পড়ছে বুঝবো কি করে HP UX এ।
  • Arijit | 128.240.229.6 | ১৮ জানুয়ারি ২০০৬ ২০:৫৬450686
  • top বলে একটা ইউটিলিটি হয়...
  • b,uk | 194.202.143.5 | ১৮ জানুয়ারি ২০০৬ ২১:০৫450687
  • কিনতে হবে? না free? আমি ব্যবোহার করি নি কখন।

    কোথায় কিনবো? কত দাম।
  • B,UK | 194.202.143.5 | ১৮ জানুয়ারি ২০০৬ ২১:১১450688
  • ok। পেয়েচি। অনেক অনেক ধন্যবাদ অরিজিৎ।
  • Riju | 192.55.52.3 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৫:২৭450691
  • এতে কিছু কাজের sw এর খবর ও তো দেওয়া যাবে?
    একটা ফ্রি cd/dvd burner সফটওয়ার হল SilentNight Micro CD/DVD/ISO/AUDIO Burner v.4.1.2 লিংক - http://www.freewarefiles.com/program_6_205_11662.html এটা মাত্র 1.2MBসাইজ,ইনস্টল করতে হয় না (মানে admin priviledge না থাকলেও এটা দিয়ে সিডি /ডিভিডি রাইট হয়ে যাবে)প্লাস ফ্রিওয়ার।ব্যাস ।রাইটার থাকলেই হল খালি রাইট করে যাও।
  • tareq | 211.28.40.185 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৯:০৯450692
  • আমি একটা ফ্রি পিডিএফ কনভার্টারের খোঁজ দিতে পারি, আরো অনেকগুলো ব্যবহার করে এটাই আমার কাছে সবচে' বেস্ট মনে হয়েছে।

    http://www.primopdf.com/

    ব্যবহারও খুব সোজা। প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্টার হিসেবে প্রাইমোপিডিএফ-কে দেখিয়ে দিলেই হবে।
  • Somnath | 210.212.137.6 | ১৯ জানুয়ারি ২০০৬ ০৯:৩৮450693
  • আমি pdf995 ব্যবহার করি। চাপ নাই তো সেটাতেও। একই রকম। কনফু, আবাপ-র মাল অনলাইনে pdf করে অফলাইনে বা এক্সপ্লোরার বন্ধ করে দেখেছিস হিজিবিজি হয় কিনা? অ্যাক্রোব্যাট pdfwriter এ বাওয়াল দেয়।
  • tareq | 211.28.40.185 | ১৯ জানুয়ারি ২০০৬ ১০:১৫450694
  • সোমুদা, আবাপ অনলাইনে primopdf দিয়ে pdf করে পরে দেখেছি, হিজিবিজি দেয় না, ঠিকঠাক আসে। :-)
  • Arijit | 128.240.229.67 | ১৯ জানুয়ারি ২০০৬ ১৫:০৩450696
  • ওপেন-সোর্স আর ফ্রী-ওয়্যারে একটু তফাৎ আছে। ফ্রী-ওয়্যার ব্যবহার করার আগে (বিশেষ করে উইন্ডোজে) একটু ভালো করে জেনে নেবেন - অনেক সময় (বলা ভালো অধিকাংশ সময়) কোন না কোন "অ্যাডওয়্যার" বা "স্পাইওয়্যার" অজান্তে ইনস্টল হয়ে যায় - তখন আবার অ্যান্টি-স্পাইওয়্যার চালিয়ে তাকে তাড়াতে হয় - সব অ্যান্টি-স্পাইওয়্যারে আবার সবকিছু যায় না। তাই আগে থেকে সাবধান হওয়া ভালো।

    ওপেন-সোর্সে এই ঝামেলা নেই। যেহেতু পুরো প্রোগ্রামটাই সকলের সামনে খোলা পাতা, লুকিয়ে-চুড়িয়ে অ্যাডওয়্যার বা স্পাইওয়্যার ঢোকানো সম্ভব নয় - কারণ সেটা সকলের চোখে পড়ে যাবে।

    কাজেই, একটু সামলে। ক'দিন আগে আম্মো ভুগলাম একটু - একটা ফ্রী ডিভিডি-রিপার ইনস্টল করতেই গোটাকয়েক স্পাইওয়্যার...মাইক্রোসফটের অ্যান্টি-স্পাইওয়্যার দিয়ে তাড়াতে হল, ইয়াহুরটাতে গেলো না...
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন