এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • দুরন্ত ঈগল

    Somnath
    বইপত্তর | ১৩ জানুয়ারি ২০০৬ | ৫৯৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Somnath | 210.212.137.6 | ১৩ জানুয়ারি ২০০৬ ০৯:৩৭450797
  • কলিদি, শুরু কর, গল্পটা। :-))
  • kali | 160.36.205.189 | ১৪ জানুয়ারি ২০০৬ ০৫:৪১450808
  • অত বড়,অমন জটিল,অত রঙীন গল্প কি আর এই টুকু জায়গার মধ্যে ভরে দেওয়া যায় রে সোমনাথ? অন্তত আমার তো সেই ক্ষমতাই নেই। দমু দি কি বাপ্পা কি তুমি নিজে বরং পারবে ভালো।

    লিখে ফেলো।কোথাও কোন জায়গায় এতটুকুও ভুলে গেলে আমি সঙ্গে সঙ্গে এসে পূরণ করে দেবো দেখো।
  • Tirthankar | 69.180.29.91 | ১৪ জানুয়ারি ২০০৬ ০৯:৪২450819
  • এটা কি দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই চমৎকার উপন্যাসটা? পামিরের ছোট্ট গ্রাম মিন আরখারের যোদ্ধা জুরা, বলশেভিক ইভাস্কো, বাসমাচি তাগাই, কিরঘিজ চারণকবি কুচাক, ... সেই কোন্‌কালে পড়েছিলাম, দুর্দান্ত গল্প।
  • kali | 69.252.171.153 | ১৪ জানুয়ারি ২০০৬ ২৩:৫৮450830
  • হ্যাঁ তীর্থ দা, সেইটাই।যাতে কুচাক ওর কুঠরীতে বসে চাঁদের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো,স্বপ্ন দেখতো এমন এক দুনিয়ার যেখানে সবাই প্রাণ ভরে খেতে পায়।শিকারী জুরা ভাবতো খোদা আর দেও দের ঘেন্না করেছিলো,কোরবানি দেবার পরেও তাঁরা ওর পাশে দাঁড়াননি বলে।ইভাস্কো সেই .... একশো শয়তানকেও পরোয়া করিনা।সেই বইটি।
  • b | 222.101.24.101 | ১৬ জানুয়ারি ২০০৬ ০২:৩৮450837
  • কৃষ্ণকলি,

    দময়ন্তীর কথাই ঠিক, এ গল্পটা কিশোর ভারতী নামে তখন সবচেয়ে আকর্ষণীয় আর সম্ভবত: কিশোর মাসিক পত্রিকাদের মধ্যে সেই সময় শ্রেষ্ঠ পত্রিকাতে ধারাবাহিকভাবে সত্তরের গোড়ায়, বাহাত্তর-তিয়াত্তর সালে বেরিয়েছিলো। তখন সেই সময় ও পত্রিকার সম্পাদক এ গল্পটা লিখতেন দীননাথ কাশ্যপ ছদ্মনাম দিয়ে।

    কিশোর ভারতীর বর্তমান সম্পাদক ত্রিদিব বা দিলীপ চট্টোপাধ্যায়(দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই)এর উদ্যোগেই মনে হয়, নিশ্চিত নই, পরবর্তীকালে গল্পটা ছবিতে গল্প হিসেবেও বেরিয়েছে। এ প্রসঙ্গে আমি আজ অন্য জায়গায় যা হারিয়ে যায়, তাতে লিখেছি কিছু। এ ব্যাপারে কোথায় খোঁজ করতে হবে, তাও।

    দেখতে পারো।
  • kali | 160.36.205.189 | ১৭ জানুয়ারি ২০০৬ ০০:২৩450838
  • বাপ্পাদা,

    অনেক ধন্যবাদ।এবার দেশে ফিরলে পুরনো বইয়ের দোকানে খোঁজ করবো নিশ্চয়ই,পাই বা না পাই। আসলে আমি তো দুরন্ত ঈগল পড়েছি তার জন্মের অনেক পরে,১৯৮৯ এ। ততদিনে বই আকারেই বেরিয়ে গেছিলো। কিশোর ভারতী পত্রিকাও পড়েছি অনেক,তবে তাতে যখন দুরন্ত ঈগল বেরিয়েছিলো (১৯৭২ নাগাদ) তখন আমি তো ছিলাম না।

    আচ্ছা,একটা কথা, ত্রিদিব চট্টোপাধ্যায় দীনেশ চন্দ্রের ছেলে,তাই তো? অর দিলীপ হলেন ভাই।তাই না? একটু গুলিয়ে যাচ্ছিলো,তাই কনফার্ম করে নিলাম।
  • b[uk] | 86.142.175.112 | ১৭ জানুয়ারি ২০০৬ ০২:১০450839
  • b,

    অনেক খবর পাওয়া গেল, অনেক ধন্যবাদ। আমি এইবার বইমেলা তে যদি যেতে পারি, জোগাড় করব।
  • :( | 127.194.192.239 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৯450840
  • এটা রাশিয়ান উপন্যাসের অনুবাদ জানার পর যা দুস্কু পেয়েছি সে আর বলার নয়।
  • PT | 213.110.242.4 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫২450841
  • "দুরন্ত ঈগল" এখান থেকে ডাউনলোড করা যাচ্ছেঃ
    http://www.mediafire.com/file/br7ld77efdjfr9t/duranta+eagle.pdf
    দীনেশচন্দ্র "দ্য হান্টার অব পামীর্স" বইটির দ্বারা "উদ্বুদ্ধ ও প্রভাবিত" হওয়ার কথা স্বীকার করেছেন বইয়ের শুরুতেই।
  • ranjan roy | 132.162.175.132 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪১450798
  • পিটি ও অন্যান্য বন্ধুদের ধন্যবাদ।
    এই বইটির আগে নামও শুনিনি।
    এখন নামিয়ে নিয়ে একঝলক দেখে নিয়েছি। এবার রাত্তিরেই শেষ করব।
  • sswarnendu | 198.154.74.31 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৯450799
  • দুরন্ত ঈগল এক রাত্তিরে শেষ করে ফেলবেন???!!!!
  • PT | 213.110.242.8 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৩450800
  • RR
    দীনেশবাবুর লেখা "নীল ঘুর্ণি" না পড়ে থাকলে পড়ে ফেলবেন। বহুবছর আগে পড়েছি-চমৎকার লেগেছিল।
  • d | 144.159.168.72 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৩450801
  • ইয়েস নীল ঘুর্ণি। কিশোর ভারতীতে বেরৈন আরো একটা দুর্দান্ত লেখা।
  • PM | 213.77.177.174 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১২:০২450802
  • ডুরন্ত ঈগল অতি ভালো বই---- আবার একবার পড়তে ইচ্ছ হলো ।

    দিনেশচন্দ্রের নীল ঘুর্নী, ভাবা সিরিজ সব-ই ছোটো বেলয় রুদ্ধ শ্বাসে পড়তাম

    বেশীরভাগ ভাবা -ই পুজোর কিশর ভারতী তে পড়া। দুরন্ত ঈগল অবশ্য বইতে

  • ranjan roy | 132.162.175.132 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪২450803
  • পিটি,
    আপনার কাছে আছে? তাহলে কোলকাতায় এলে আপনার বাড়িতে হামলা করব।
  • PM | 213.77.177.175 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৪450804
  • রন্জনদা, অমার কাছে সফ্ট কপি আছে। সপ্তহান্তে খুজে বের করে পাঠাবো
  • PT | 213.110.242.24 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২৭450805
  • আরেকটা নাম মনে পড়ছেঃ
    "কালের জয়ডঙ্কা বাজে"-
    যতদূর মনে পড়ে প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসক/শল্যকার জীবককে নিয়ে লেখা।
  • B | 69.97.216.181 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৮450807
  • বই মেলায় পত্র ভারতী বা কিশোর ভারতীর স্টলে তখনকার কিশোর ভারতীতে ধারাবাহিক উপন্যাস হিসেবে প্রকাশিত সব কটি উপন্যাস অথবা সেই সময়কার শারদীয়া সংখ্যায় প্রকাশিত বেশ কিছু গল্প, যেগুলো পরে বাঁধানো বই হিসেবে বেরিয়েছে, সেগুলো পাওয়া যেতে পারে।
    ততদিন অবধি ধৈর্য্য না থাকলে, ৮/৩, চিন্তামনি দাস লেন (মির্জাপুর স্ট্রীট বা সূর্য্য সেন স্ট্রীট দিয়ে কলেজ স্কোয়ার পেরিয়ে পূব দিকে কিছুটা এগিয়ে বাঁ দিকের গলিতে) কিশোর ভারতীর তদানীন্তন কার্যালয়ের দোতলায় পাওয়া যেতে পারে।
    নয়তো, ওই চট্টোপাধ্যায় পরিবারের পটলডাঙা পার্কের পিছনের বাড়িতেও পাওয়া যাবে।

    অবিশ্যি সেদিনের দীনেশ-পুত্র ত্রিদিববাবু এখন অন্যভাবে, 'বুকসেলার্স অ্যাণ্ড পাবলিশার্স গিল্ড'এর কর্ণধার হিসেবে 'সু'-প্রতিষ্ঠিত ও 'সু'-পরিচিত। তাঁর এই পরিবর্তিত সময়ে, কিশোর ভারতীর শারদীয়ায় লেখেন নির্বেদ রায়, নচিকেতা, চন্দ্রবিন্দুর অনিন্দ্য প্রমুখ।

    পুরোনো বইয়ের মধ্যে উল্লিখিত বইগুলো ছাড়াও সেই সময়ে একমাত্র ব্যতিক্রমী কিশোর-পত্রিকার বহু বিভাগ, যেমন মহাকাল রায় ছদ্মনামে সম্ভবত; সম্পাদকেরই লেখা ধারাবাহিক 'ইতিহাসের দিনলিপি'(যাতে তৎকালীন 'নকশাল আন্দোলন'ও বেশ বড় বর্ণনা ছিল), বিজ্ঞান বিভাগের কুসংস্কার বিরোধী লেখাগুলো পাওয়া উচিত। শ্যামাদাস দে'র 'রুনু' সিরিজও।
  • ### | 69.160.210.3 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৫450809
  • ব্যক্তিগত সংগ্রহে পাওয়ার উপায় কদ্দুর রয়েছে এখনও? বিভিন্ন স্বেচ্ছাসেবী ছেলেপিলে আর্কাইভ হিসেবে এগুলি অবাণিজ্যিকভাবে সকলের জন্য সংরক্ষণ করতে উৎসাহী।
  • B | 69.97.216.181 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫০450810
  • " .... আর্কাইভ হিসেবে এগুলি অবাণিজ্যিকভাবে সকলের জন্য সংরক্ষণ...."। সে তো খুব ভালো কথা, প্রশংসনীয়ও বটে। তবে সকলে দেখবে বা পড়বে কোথায়? মানে আমরাই কি 'সকলে'?
  • PT | 213.110.242.4 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩১450811
  • কিশোর ভারতী যে তার চরিত্র বদল করেছে সেটা প্রচ্ছদের পত্রিকার নামাঙ্ক্ণ থেকেই বোঝা যায়। আমরা সুর্য রায়ের নামাঙ্কণের তীক্ষ্মতা ও তীব্রতার সঙ্গে পরিচিত ছিলাম। সে অবিশ্যি অন্য সময় ছিল আর দীনেশবাবু কট্টর বামপন্থী ছিলেন। অন্যদিকে ত্রিদিববাবু "সু"-ব্যব্সায়ীও বটে। রবিঠাকুরের সম্পক্ক ইত্যাদি নিয়ে গল্প-কথা ছাপিয়ে দু-পয়সা আয় করেছেন ও পত্রিকাটিকে বাঁচিয়েছেন।

    তবে যতদূর জানি নির্বেদ রায়ের সঙ্গে সত্তর দশকেও কিশোর ভারতীর একটা ঘুরপথে যোগাযোগ ছিল। কিশোর ভারতীতে প্রকাশিত ময়ূখ চৌধুরীর কমিকসের কিছু গল্পের লেখক ছিলেন নির্বেদ রায়।
  • ranjan roy | 132.162.175.132 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৩450812
  • পি এম, পিটি ও গুগল,
    আপনাদের ধন্যবাদ। কালকে দুরন্ত ঈগল আর আজকে নীল ঘুর্ণি! দিল একদম গার্ডেন গার্ডেন হো গয়ে।

    পিএম,
    আপনাকে সরি বলবার সুযোগ খুঁজছিলাম। মাসখানেক আগে সম্ভবতঃ হীরাভ'র পাতায় আপনার একটি কমেন্টের প্রেক্ষিতে অত্যন্ত কটু ভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলাম,-- যার জন্যে লজ্জা পেয়েছি। আসলে স্বভাবের বিপরীত কিছু করলে পরে কষ্ট পাই।
    প্লিজ ওটা কাটিয়ে দেবেন। ঝোঁকের মাথায় হয়ে গেছে, হওয়া উচিত নয়। প্লিজ!
  • ### | 127.194.203.148 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৭450813
  • http://dhulokhela.blogspot.in/

    এখানে ২০১৪ আগস্ট থেকে এখন অবধি ৪৮৬ টি পত্রিকা ওরা আর্কাইভ করেছে। আরো করে চলেছে।

    ওখানে সূচী সিন্দুক প্রকল্প একটা জায়গা যেখানে হয়তো কোনোদিন যাবতীয় বাংলা পত্রিকার সূচীপত্র থাকবে সার্চেবল ফর্মে।

    এবার আমরা বলতে, হ্যাঁ, যাদের অন্তত ইন্টারনেট খুলে লিংক এ ক্লিক করে বই ডাউনলোড করার অপশন আছে বা ভবিষ্যতে থাকবে তাদের কে "সকল" বলা হল, বিশ্বব্যপী।।
  • PM | 11.187.208.49 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৩450814
  • এই রে রন্জনদা, সেসব কবে হয়েছিলো ??? মনেই নেই--- আড্ডার চেচামেচি কেউ থোরি-ই মনে রাখে ? এক্কেবারে চাপ নেবেন না প্লিজ ঃ)
  • ranjan roy | 192.69.111.196 | ০১ অক্টোবর ২০১৬ ০০:২৭450815
  • পড়লাম।
    এই বয়সে নীল -ঘূর্ণি দুরন্ত- ঈগলের চেয়ে বেশি ভাল লাগল। দাদন দিয়ে কন্ট্র্যাক্ট চাষ আবার শুরু হচ্ছে বলে কি? কী জানি!
  • PT | 213.110.242.5 | ০১ অক্টোবর ২০১৬ ০৮:১৬450816
  • কালের জয়ডঙ্কা বাজে?
  • শিবাংশু | ০১ অক্টোবর ২০১৬ ১১:০৯450817
  • শুকতারা আর শিশুসাথীর দুনিয়ায় দীনেশচন্দ্র একটা অন্যরকম পত্রিকা প্রকাশ করতে চেয়েছিলেন। তখনও ঘোষিতভাবে 'কিশোর'দের জন্য কোনও পত্রিকা বাংলায় ছিলোনা। অংকুরিত পাঠকদের ভোলানোর জন্য নয়, বোঝানোর জন্য একটা প্রয়াস। যতোদূর মনে পড়ছে ১৯৬৮ সালে প্রকাশিত প্রথম সংখ্যা থেকেই বাবা আমাকে পত্রিকাটির গ্রাহক করে দিয়েছিলেন। 'দুরন্ত ঈগলে'র জয়নাব আমার প্রথম মিউজ। লাইনোটাইপে ছাপা প্রথম কিশোর পত্রিকা। ছাপার অক্ষরে নিজের নাম সেই বাল্যকালে প্রথম দেখেছিলুম ঐ পত্রিকাটিতে। পাঠকদের আসরে কিছু না কিছু লিখতুম।মাঝে মাঝে প্রকাশিতও হতো। তবে প্রায় প্রতি সংখ্যাতেই থাকতো আমার সম্পাদকের নামে লেখা চিঠি।
    -------------------
    দাপুটে স্ট্রোকে আঁকা সূর্য রায়ের অলংকরণ একটা বড়ো সম্পদ ছিলো কিশোরভারতীর। মনে আছে ৬৮ সালে পুজোর ঠিক আগে জলপাইগুড়ির বিধ্বংসী বন্যার পর দিনেশ দাশ লিখেছিলেন "তোমরা কি চুপচাপ, এখনও কি চুপচাপ?" সেই ভুলতে না পারা কবিতাটি এই পত্রিকাতেই।
    -----------------------
    তবে নীরেন্দ্রনাথ আনন্দমেলা নিয়ে আসার পর কিশোরভারতীর পাঠকরা কিছু দ্বিধাবিভক্ত তো হয়েই যায়। সরকারবাড়ির অনেক টাকা। ঝলমলে চেহারা, নামী লেখককুল। প্রতিযোগিতার চাপটা হয়তো একটু বেশিই হয়ে গিয়েছিলো। নতুন প্রজন্মের সম্পাদক সম্বন্ধে কিছু বলা নিষ্প্রয়োজন। পরিবর্তনটি 'বাজারে'র প্রয়োজনে এসেছিলো না নিজস্ব সংকল্পের অভাবে, বলা মুশকিল। আমার দীর্ঘকালের কিশোরভারতী পড়ার অভ্যেস পরিত্যক্ত হয়ে যায় 'পরিবর্তনে'র চাপে।
  • ### | 127.194.200.70 | ০১ অক্টোবর ২০১৬ ১১:২২450818
  • আর সেই পত্রিকা সংগ্রহগুলি? এখনও কি রয়েছে? ঘনাদার "ছুঁচ" গল্পটি এখানেই পড়েছিলেন কিনা মনে পড়ে?
  • rana | 228.248.49.2 | ০১ অক্টোবর ২০১৬ ১১:৩১450820
  • কিশোরভারতীতে বিভিন্ন হাতের লেখা আর হাতের লেখা ইম্প্রুভ করার উপায় সন্ক্রান্ত একটা লেখা বেরিয়ে ছিল, সম্ভবতঃ ৭২-৭৩ সালে পর পর দুই বা তিনটে ইসুতে, খুব ইনফর্মেটিভ আর কাজের লেখা ছিল। কেউ উদ্ধার করতে পারেন?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন