এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্মল আনন্দ

    pi
    অন্যান্য | ০৫ আগস্ট ২০১০ | ১৫৮১৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.67 | ০৫ আগস্ট ২০১০ ০৯:২৫451827
  • ???
  • Lama | 203.99.212.54 | ০৫ আগস্ট ২০১০ ০৯:২৮451938
  • স্বামী নির্মলানন্দ নামে কোনো বাবাজি আছেন বলে তো শুনি নাই
  • pi | 72.83.82.169 | ০৫ আগস্ট ২০১০ ০৯:৩৯452049
  • মাঝে মধ্যেই পেয়ে থাকি, সে জীবন যতই পোড়ারমুখো হোক না ক্যানো। এটাসেটা দেখে, পড়ে, শুনে।
    এই যেমন আজ এইটি পড়ে পেলুম।

    জনতার তো পুরো মাথায় হাত ! জগৎসভায় ভারতের আসন হল বলে ধূলিসাৎ !!
    কমলওয়েলথ গেমসের আগে স্টেডিয়াম যদি রেডি না হয় ! প্রেস্টিজের এই পাংচার আর সারাই করা যাবে ?
    তবে, চিন্তা করণের কিছু নাই। যব তক সূরয চাঁদ রাম সীতা ও বানরসেনারা আছেন।
    মোটামুটি সেতুবন্ধনের উৎসাহ নিয়ে তাঁরা দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করতে চলেছেন।

    আর এস এস কম্যুনিটিতে এই চিঠিখানি পড়লুম এবং নির্মল আনন্দ পেলুম। :)

    "Common Wealth Games... I am ready
    Dear Prime Minsterji,

    I am sensible and responsible Indian Citizen. Working in Mumbai.

    Form last few days I am listening the “Tamasha” on the electronic media about the slow preparation of the Common Wealth Games. I decided to write a letter to you and went to the web site http://pmindia.nic.in/write.htm which says write to PM. But, I didn’t find the Sport’s Option in the subject, which is strange. So I request you to add this option in the subject selection.

    I also think that, this discussion in the media is not going to solve the problem. This problem will be solved only if we arrange extreme man power for the work pending, We have only 60 days to start the game.

    In this regards ; on behalf of my friends, I would like to inform you that if our nation needs us as youth to work for these common wealth games please let us know. I am ready to come in delhi and devote my some for any kind of work. It may be labours job. I don’t mind working if it’s a question of national pride.

    I am also sending this to Mr. Arunob Goswami, the winner of the best editor, and some of the chief ministers and members , just to tell that instead of accusing, please start acting on positive note. This time is not to criticize, this time is to act. We as a citizen are not concern about what Kalmadi things or what is the potential of organizing committee. We are more concern about the nation’s image in the world.

    So, Me and my friends are ready to make the change.

    Waiting for your reply.

    Jay Hind. Jay Bharat

    Yours sincere citizens.

    If we swayamsevaks can build run way in Kashmir, within some days... stadium kya chiz he.....


    উফ্‌ফ ! চোখে জল এসে যাচ্ছে। নির্মল আনন্দাশ্রু। ব্যাকগ্রাউণ্ড মনোজকুমারের গান ও মনে হয় শুনতে পাচ্ছি।

    জয় শ্রী রাম। জয় কালামদি।
    নির্মলানন্দ মহারাজ ও আছেন নাকি ? তাইলে তাঁর নামেও জয়।
  • pi | 72.83.82.169 | ০৫ আগস্ট ২০১০ ০৯:৫৩452160
  • আজকের দিনটা ক্ষী: ভালো রে ভাই।
    নির্মলানন্দের কোনো শেষ যে না পাই !

    15 Points Hindus to follow religiously!!!
    We had few more sessions of meeting of Hindu intellectuals to make hindus stronger invidually as well as communally!! and we got 7 more points. this gist boils down to fifteen IMPORTANT POINTS!!....
    We have to religiously follow these points....

    1- No family planning: Don't follow family planning. Give birth to as many hindus as possible. As head count is every thing in democracy. if we are going to reduce in number we will keep losing our hindu representative in Govt and day by day Muslims and converted christian will get diminated to India. All the budget and income tax we hindus pay will go to walfare to muslims and christains as you can see how
    Tirupathi temple funds are being used by christian YSR for christians!!!...We should keep in mind muslims are still breeding 4-5 offsprings and we have to contribute to keep our ratio high.
    So give birth to at least 3 kids.

    2- Friend Circle: Don't keep you family friendship to muslims and christians. There are chances that a male from other community can woo a beloved lady of your family and you may end peace of family and one person of hindu community.

    3- Hindu Yellow pages: Hindus should do business only with hindus. Money is very important to make any community or institution strong!....
    If you are going to do shopping, buy it from shop of a hindu, irrespecive of the cost of stuff you are going buy!!..probably you may not know that muslims are already pracaticing this for many years. They have lot of local 'muslim yellow pages'.

    4- inter-caste marriage. : Inspire your kids, siblings and friends to do inter-caste marriage. This will not only eradicate evil root of caste-ism from our community but also make hindus stronger

    5- Hindus on top : Hindu parents should motivate their kids to grab good jobs in Govt and pvt/public sector thus making hindus dominant everywhere.

    6- Financially strong hindus : Hindus SHOULD NOT WASTE THEIR MONEY unnecessarily in marriages as marriage expenditure weakens many hindu families financially. Keep your marriage budget as low as possible.

    7- Financially strong hindus :- Keep a good knowledge of english as english is business communication nowadays and all information on net is available on net. Sound knowldge of english is necessary for hindus to mak progress.

    8- Hindus should support hindus :- If you are in interview board, try to recruit hindus as compared to other community guys.

    9- No Astrology: Hindus please don't believe in astrology. Astrology is nothing but a suject thriving on garbage of superstition. Hindus should believe nothing is pre-determined in this world. A person believing in astrology can never have strong will power. Hindus can't progress much with astology. Please believe in god not in astrology.

    10- Drive carefully: While on roads, hindus should drive carefully. Thousands of hindus in india are killed every year while driving on roads which reduces hindu population.

    11- Improve Average life: To improve average life of hindus, they should take care of their health. They should take the diet full of nutrient. They should go to gym and keep their body fit.

    12- Family security: Hindus spend lot of money in buying house hold items, vehicles and on their recreation. They should keep a budget to buy weapon, what if somebody break into your house during riot??

    13- Healthy relations in family: Since hindus have to make a strong community thus it's very much required that they should have a strong family as well because without having a strong family we can't have a strong community. Hindus should take care that none of incidents like pramod/praveen mahajan, anil/mukesh ambani, arjun/duryodhan happens in their homes any more!!!...

    14- Avoid songs during worship: We should avoid playing filmi songs in durga
    puja/ ganesh chaturthi as well as from any other temple.....this deteriorate the religious sanctity and community among hindus.

    15- Respectful communication: To make hindu community strong hindus should have a respect towards each other.

    PS: Any more suggestion from hindu brothers is always welcome. If hindus have some website, kindly try these points to publish over there!

    We need to confine this discussion among hindus only.
  • ranjan roy | 122.168.223.82 | ০৫ আগস্ট ২০১০ ১০:০৩452237
  • দারুণ! দারুণ! ১,৪,৬,৭,৯,১১ তে আমি আছি। পিটিবাবু যাই বলুন।:)))
  • pi | 72.83.82.169 | ০৫ আগস্ট ২০১০ ১০:০৮452248
  • আরো আরো আল্লা, আরো আরো ! :)

    Must See Miracle of Allah
    Allah in Arabic is written on the surface of Mars and image of Masjid of Prophet Muhammad(SAW) also found on planet Mars, Must See Miracle

    http://www.lovepaki.com/islam-miracle.html
  • quark | 202.141.148.99 | ০৫ আগস্ট ২০১০ ১০:৫০452259
  • রঞ্জনদা,

    ৪,৬,৭,৯,১১ তে আমিও রইলুম। কিন্তু ১!
  • Arpan | 216.52.215.232 | ০৫ আগস্ট ২০১০ ১১:৩৬452270
  • আরে ৪, ৯ আর ১১ তো ভালো। ইপিস্তাও যেমন। সব বিষয়েই নাক কুঁচকোয়।
  • Arpan | 216.52.215.232 | ০৫ আগস্ট ২০১০ ১১:৩৭452281
  • হ্যাঁ, ৬ আর ৭-এও আছি! :-)
  • dukhe | 122.160.114.85 | ০৫ আগস্ট ২০১০ ১১:৪৬451828
  • ১২ টা খুবই জরুরি । অ্যাদ্দিন খেয়াল হয়নি । একটা পৌরাণিক অস্ত্র চাই । কারো সন্ধানে ভালো গদা থাকলে বলবেন ।
  • Arpan | 204.138.240.254 | ০৫ আগস্ট ২০১০ ১১:৫৫451839
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=5cal2.htm

    আরো খোরাকের ব্যপার হল বাংলার বাইরে কিছু কলেজে নাকি ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ইউনিফর্ম আছে।
  • Samik | 121.242.177.19 | ০৫ আগস্ট ২০১০ ১২:৪৫451850
  • সেই মুরলীধরের প্রিন্সিকে আজ সকালে দেখে এলাম স্টার কিন্তু-তে। তিনি বললেন, ঐ যা লেখা আছে, "কোনওরকম অশালীন পোশাক "পড়ে' আসা, কোনওরকম আঁটোসাটো পোশাক "পড়ে' আসা, ক্যাপ্রি জাতীয় প্যান্ট যাতে পা দৃষ্টিকটূভাবে "বেড়িয়ে' থাকে ...'

    মাইরি, একদম স্পষ্ট ডয়ে শুন্য ড়।
  • Arpan | 204.138.240.254 | ০৫ আগস্ট ২০১০ ১২:৪৭451861
  • এঁকে শুক্কুরবার করে আমাদের অফিস ক্যাম্পাসে ছেড়ে দেওয়া উচিত।
  • Samik | 121.242.177.19 | ০৫ আগস্ট ২০১০ ১২:৫৫451872
  • অথবা ডিপিএস নয়ডায়। আআহ্‌, হাতকাটা গেঞ্জী আর টাইট জিন্‌স পরা পিটি টিচার।
  • ranjan roy | 122.168.177.170 | ০৫ আগস্ট ২০১০ ১৮:২১451883
  • কোয়ার্ক,
    আমার কেমন মনে হয় বিপ্লবের প্রি-কন্ডিশন রিজার্ভ আর্মি অফ লেবার। কাজেই ১ নম্বর।
    কিন্তু গিন্নি শুনে তেড়ে মেড়ে বল্লো-- তোমার বিপ্লবের নিকুচি করেছে। এতো হিটলারি ষড়যন্ত্র--- মেয়েদের রান্নাঘরে বন্দী রাখার। মেল-শভিনিস্ট-পিগ! কখনো ভেবে দেখেছ যে প্রত্যেকটি সন্তানের জন্ম দিতে প্রত্যেক মেয়েকে একবার করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়। তাদের স্বাস্থ্যের কি হাল হয়!
    সরকারের উচিৎ টিউবেকটমির জায়গায় শুধু ভাসেকটমি করানো।
  • kc | 89.203.49.18 | ০৫ আগস্ট ২০১০ ১৯:৪৩451894
  • শমীক পিটিকে পিএ করল। মুর্দাবাদ।
  • d | 219.64.74.180 | ০৮ আগস্ট ২০১০ ১৯:০২451905
  • কিয়ৎকাল পূর্ব্বে জনৈক ব্যক্তি এই জগৎজোড়া জালের কোন একটি অংশে আমার সহিত কথোপকথন চালাইবার চেষ্টা করিতেছিলেন। তাঁহার সহিত আমার কম্পাঙ্কের কোনরূপ মিল না হওয়ায় আমি 'হুঁ হ্যাঁ' অথবা নীরবতা দিয়া কালক্ষেপ করিতেছিলাম ও ইঁহাকে আমার জালবদ্ধ অস্তিত্বটির বাহিরে নিক্ষেপ করিলে কিরূপ হয়, তাহা মনে মনে পর্যালোচনা করিতেছিলাম। এমতসময় তিনি আমাকে বলিলেন 'শুনহ তোমার সেই লেখাটি অতি অপুর্ব লাগিয়াছিল, আমি মুগ্‌ধ হইয়াছিলাম ......... কিন্তু লেখাটি যে ঠিক কি ছিল তাহা স্মরণে আনিতে পারিতেছি না।'

    তাঁহার এই সরল সত্যভাষণ অপিচ পৃষ্ঠ কণ্ডুয়ন করিবার দূর্মর আগ্রহ দেখিয়া বহু বহুকাল পরে যৎপরোনাস্তি নির্মল আনন্দ লাভ করিয়াছি।
  • M | 59.93.221.190 | ০৮ আগস্ট ২০১০ ২১:২০451916
  • অনেকদিন পরে আবার আজব গাঁয়ের আজব কথা দেখে নির্মল আনন্দ পেলাম।
  • ranjan roy | 122.168.165.111 | ০৯ আগস্ট ২০১০ ০০:১৩451927
  • দময়ন্তী,
    ওই ব্যক্তিটি ""আমি'' নইতো? বুড়ো হয়েছি, মাঝে মধ্যেই ভুলে যাই। অ্যালজিমারের লক্ষণ দেখা দিচ্ছে।
  • d | 219.64.186.177 | ০৯ আগস্ট ২০১০ ০৮:০৭451939
  • আরে না না আপনি নন।
  • rokeyaa | 203.110.243.22 | ০৯ আগস্ট ২০১০ ১০:৩০451950
  • গতকালের বর্তমান, প্রথমপাতার নীচে গাম্বাটমতন অ্যাড একটা। কলকাতার কোনো এক ই: কলেজের। কলেজের সুযোগসুবিধের লিস্টিতে, ফ্রি ল্যাপটপ, ইত্যাদি নাকিছু, এবং, ফ্যাশন শো! হায়, কোনো লিং দিতে পারলাম না :(
  • Samik | 12.191.136.3 | ০৯ আগস্ট ২০১০ ১২:০২451961
  • স্টার কিন্তু-তে painmuktiর অ্যাড। একবার দেখলে বারবার দেখতে থাকবেন।
  • Arpan | 204.138.240.254 | ০৯ আগস্ট ২০১০ ১২:০৩451972
  • জাপানী তেলের থেকেও কি ভালো? তালে কস্টো করে চ্যানেলটা খুলবো।
  • samik | 12.191.136.3 | ০৯ আগস্ট ২০১০ ১২:১৩451983
  • জাপানি তেলের থেকেও ভালো। হতাশ হবেন না, কমরেড।
  • ranjan roy | 122.168.171.242 | ১০ আগস্ট ২০১০ ০০:৩৮451994
  • তোমরা যা তা!!!
  • I | 59.93.247.42 | ১৪ আগস্ট ২০১০ ২১:০২452005
  • আমার কোনো নির্মল আনন্দ নাই। আমার কেবলি মলে আনন্দ।
  • sumeru | 117.194.99.210 | ১৫ আগস্ট ২০১০ ১৪:৪১452016
  • তা আর বলতে! সব জায়গায় তোমার "আমি' "আমি' করা দেখেই বুয়েচি। তা কোন মল, সাউথ সিটি না মোনি স্কয়ার?
  • pi | 72.83.80.105 | ৩০ আগস্ট ২০১০ ০৫:২৭452027
  • ও স্যাণ্ডাল পরা কন্যা তোমার নাম কী বলো !
    http://www.youtube.com/user/rabiaxm#p/u/12/xNhvW0XPLtI

    সুন্দরী, আমার পেয়ারী, একবার বলো আই লাভ রে
    ও আমার জান রে , ও আমার প্রাণ রে
    http://www.youtube.com/user/rabiaxm#p/u/23/ziKWaqWuQUk

    আজ হোঁচট খেলে কেউ আমায় ধরে ফেলো না, আজ আছাড় খেলে কেউ আমায় তুলে ধরো না
    http://www.youtube.com/user/rabiaxm#p/u/18/MNGFmmsiarU

    ইত্যাদি ইত্যাদি।
    মোটামুটি কোনো গান ই প্রায় এই বঙ্গানুবাদের ঝটকা থেকে রেহাই পায়নি। এনার চ্যানেলের ডানদিকে ভিডিওগুলি দ্রষ্টব্য।

    এনজয় গুরু ! :)
  • pi | 128.231.22.87 | ৩১ আগস্ট ২০১০ ২৩:০৫452050
  • সমকামী আর হিজড়াদের নিয়ে লোকজনের কিছু মন্তব্য শুনছি ক'দিন ধরে। বিশেষ করে গুরুতে বেরোনো লেখাগুলোর পরিপ্রেক্ষিতে। বেশিরভাগ ই এই টই তে দেবার মতন :)

    একটা দুটো নমুনা :
    ছোটোবেলা থেকে বাবা মার চড় থাপ্পড় খেলে ছেলেমেয়ের এইসব প্রবণতা ( সমকামিতা বা মধ্যলিঙ্গ) দেখা যেতো না। সব শুধরে যেত।

    হোমোরা কি কখনো ভদ্দরলোক হয় ? কোনো সামজিক অনুষ্ঠান ইত্যাদিতে ওদের ঢুকতে দেওয়া ই উচিত না। লাথ মেরে বের করে দেওয়া উচিত।

    আম্রিগাপ্রবাসী উচ্চশিক্ষিত লোকজনের কমেন্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন