এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্মল আনন্দ

    pi
    অন্যান্য | ০৫ আগস্ট ২০১০ | ১৫৬৬১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ১১:৪৪451952
  • "পরিবর্তনের বাংলা। কোলকাতা নাইট রাইডার্স টিমে নেই সিপিয়েমের ছোঁয়ালাগা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পর্শ।"

    এই রিপোর্টার পরেরবারের বঙ্গবিভুষনের্জন্য লড়ছে???

    http://epratidin.in/Details.aspx?id=8296&boxid=145735515
  • কোয়ার্ক | 69.90.249.141 | ২৮ মে ২০১২ ১১:৫০451953
  • এই "বাংলার মুখ্যমন্ত্রী" ব্যাপারটা যেন "সুবে বাংলার নবাব" এর মত শোনাচ্ছে! কানেরই দোষ হবে হয়তো।
  • harmad | 132.248.183.1 | ২৮ মে ২০১২ ১২:৩৩451954
  • কাপিয়ে দিল তো প্রতিদিন
  • lcm | 60.136.192.52 | ২৮ মে ২০১২ ১২:৪৯451956
  • *সিপিএম হারার আগে থেকেই...
  • lcm | 60.136.192.52 | ২৮ মে ২০১২ ১২:৪৯451955
  • ছোঁয়ালাগা ! মানে ছোঁয়াচে কিছু! কোনো অনুষ্ঠানে সিপিএমের কারোর সাথে হ্যান্ডশেক করেছিল হয়ত সৌরভ, তাইতে ছোঁয়া লেগেছে।
    তবে আনন্দবাজারেও একটা লেখা - এবার পরিবর্তন ক্রিকেটে - যেন, ২০১১ তে সিপিএম ভোটে হেরেছে তাই ২০১২ তে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএল কুড়ি ওভারের সঙ্গে সিপিএম/তিনোমুলের কি সম্পর্ক তা ভগাই জানে। আর সৌরভ তো কেকেআরে খেলছে না সিপিএম আসার আগে থেকেই।
    যত্তোসব!
  • কোয়ার্ক | 69.90.249.141 | ২৮ মে ২০১২ ১৪:২৬451957
  • লসাগু মাইরি বেশ সিরিয়াস ব্যাপাট্টা নিয়ে!
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ১৫:১৩451958
  • লসাগুদা

    এটা পোতিদিন। এই পেপার নিয়ে চিরিয়াস হবার কিচু নেই
  • শ্রী সদা | 69.97.136.23 | ২৮ মে ২০১২ ১৫:৩৮451959
  • আমি তো আবাপ নিয়েও সিরিয়াস হইনা । শুধু প্রতিদিন কেন !
  • ঊমেশ | 90.254.147.148 | ২৮ মে ২০১২ ১৯:৩৫451960
  • গান্ধী, তোমার লিংকটা টার থেকে এটা বেশী নির্মল আনন্দদায়ক।

    http://epratidin.in/Details.aspx?id=8296&boxid=145731781

    তোমাদের ১৯১১ সালের জয়ের সাথে তুলনা করেছে আমাদের কুণালদা।
  • গান্ধী | 213.110.246.25 | ২৮ মে ২০১২ ১৯:৪৩451962
  • ভেউ ঃ(
  • pinaki | 148.227.189.9 | ২৮ মে ২০১২ ১৯:৫৮451963
  • বাব্বা! ছাগলামো আনলিমিটেড! এরকমও লিখতে পারে লোকে! ঃ-) আজকালের উঃসঃ টীম তো ধারে কাছে আসতে পারবে না। একদিকে অব্শ্য ভালোই। আগামী চারবছরের জন্য বাঁধা খোরাক। কনসিস্টেন্সিটা যেন থাকে মা। জোড়া পাঁঠা বলি দেব।
  • পাই | 82.83.81.233 | ২৮ মে ২০১২ ২০:১৭451964
  • তোমার বলি দেবার জন্য এই নিয়ে কত জোড়া পাঁঠা ডিউ হল, হিসেব রাখছো তো ?
  • pinaki | 148.227.189.9 | ২৮ মে ২০১২ ২০:৪৫451965
  • মানত করার সময় অত হিসেব করতে নেই। ;-)
  • একক | 24.96.86.69 | ২৯ মে ২০১২ ০২:০০451967
  • কুনালের কুকাজ



    কিন্তু এসব দিয়ে কী হবা?? এখনো পর্যন্ত একটাও পয়েন্ট কেও তুলতে পারলো না যাতে কিনা গ্রামের মানুষজনের মধ্যে প্রচার করা যায় . এইসব সহুরে জোচ্চুরি .... দূর দূর !
  • cb | 202.193.164.9 | ২৯ মে ২০১২ ১০:৪০451968
  • খুব নির্মল আনন্দ পেলুম না। দেখে বড় নোংরামি লাগলো। হায় রে , গত দু দশকের শ্রেষ্ঠ বঙ্গসন্তানকেও এরা ছাড়ল না :(

    আমরা কুকুরের জাত, তাই চুপ করে থাকা ছাড়া আর কি করার আছে

    মনটা খারাপ হয়ে গেল
  • কোয়ার্ক | 69.90.249.141 | ২৯ মে ২০১২ ১০:৪৬451969
  • "কলকাতা ছিল-আছে-থাকবে" - মাঝখানের চৌতিরিশ বছর বাদ্দিয়ে (এর মধ্যে সিপিয়েমের ছোঁয়া লাগা সৌরভের পুউউউরো কেরিয়ার পড়ে গেল)!

    কি লেখা! খাবি কি ঝাঁঝে মরে যাবি!
  • rajdeep | 230.227.106.153 | ২৯ মে ২০১২ ১৩:২৩451970
  • প্রতিদিনকে গাল দিয়ে কি হবে ? একটি ফ্র্যাঞ্চাইজির জয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল বলছেন এটাই রিয়েল পরিবর্তন !!

    রিডিফ থেকে .....

    Governor MK Narayanan says this is the real poriborton. Mamata is now the emcee and asks a squirming governor to lead the team for the cake cutting ceremony. Just in case, he slips away, she leads him by the hand.
    --------------------------------------------------------------------------------
    13:08
    Diptosh Majumdar @diptosh Oh Lord what is Mamata doing. Even the Governor is there at Eden Gardens. #IPL #KKR

    @Anti_Idiot He's Bengal Governor. RT @_fakeiplplayer: What's our former National Security Advisor doing at the KKR celebration?

    --------------------------------------------------------------------------------

    13:06
    Mamata seems to be worried about security -- in deep conversation with cops.

    The CM takesover. She says the national 'anthom' will be sung -- Shah Rukh please kom, she says. The police band will sing the athem.

    --------------------------------------------------------------------------------
    13:01
    Chandrabindu sings: Eden Gardens e Shah Rukh Khan-er dance dekhte jai. Asks everyone at stadium to raise their hands and sing Hari bol, Hari bol.

    @shominisen Bengali superstars Dev and Jeet going berserk dancing with@iamsrk on stage at #Eden. Gambhir remains gambhir.
  • একক | 24.99.50.215 | ২৯ মে ২০১২ ২১:২১451971
  • মমতা র কাজ অবস্যই নিন্দনীয় কিন্তু মধ্যবিত্ত বাঙালি তার সগরি-পোনা ছেড়ে আর কবে বেরুবে ?

    সামান্য হাগ আর পেক অন দা চিক নিয়ে যারা সার্কাসম করে পদ্য লিখছেন এই বাজারে তাদের মানসিক দৈন্যতা টাও প্রকাশ পাছে বৈকি . পুরো ঘটনা টার নিন্দা এসে ঠেকেছে একটা চুমু খাওয়ায় !! ছি !
    বাঙালির জাতীয় পশু জুতো বাসু আর জাতীয় রোগ শীঘ্রপতন .
  • পাই | 147.187.241.7 | ২৯ মে ২০১২ ২১:৪৮451973
  • এই নিয়ে আবার কোথায় হল্লা হচ্ছে ?
  • cb | 202.193.164.9 | ৩০ মে ২০১২ ০৮:৪০451974
  • জানি না, আমি কিন্তু চুপচাপ বাবা।
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ জুন ২০১২ ০৭:৫৭451975
  • http://epratidin.in/Details.aspx?id=8376&boxid=14451812

    লেখাটার জন্য নয় , মাঝখানের বিগ্গাপনটার জন্য

    বিগ্গাপন কি করে লিখবো?
  • riddhi | 118.218.136.234 | ০৪ জুন ২০১২ ০৮:১২451976
  • j`N = জ্ঞ
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুন ২০১২ ০৮:৪৫451977
  • গান্ধী ঃ))))
  • গান্ধী | 213.110.243.21 | ০৪ জুন ২০১২ ১২:৩২451978
  • https://picasaweb.google.com/108042837624203452989/O#5750072384400478402

    @প্পনদা, টুনদা

    বিহার বিহার ঃ) ২৩শে এপ্রিলের পেপার। ইপেপার পেলামনা পাটনা এডিসনের
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৪:৪৭451979
  • আজকে বর্তমান পত্রিকায় রন্তিদেব শাহরুখ-সমান বনাম বাঙালীর আত্মসম্মান নিয়ে খুব ভালো লিখেছেন। মানে, আমি যা-যা ফিল করছিলাম কিন্তু এমন গুছিয়ে বলতে পারছিলাম না। এনার কুষ্ঠি-ঠিকুজি জানিনে, কিন্তু পরেও পড়ার কৌতূহল রইল।
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুন ২০১২ ২২:০৩451980
  • হে হে গান্ধী, অসামশালা। ঃ)
  • ব্যাং | 132.172.231.195 | ১৪ জুন ২০১২ ১৩:৪৫451981
  • জানেমন সিনেমার গান
  • Sibu for ঘনাদা | 84.125.59.177 | ২২ জুন ২০১২ ২২:৪৬451982
  • Name: ঘনাদা

    IP Address : 233.223.134.242 (*) Date:22 Jun 2012 -- 10:23 PM

    এই চিঠিটা আমি ০৯/০৫/২০১২ তে লিখেছি

    কমরেড বুদ্ধদার প্রতি খোলা চিঠি

    মাননীয় বুদ্ধদা,

    তোমার আমাকে মনে রাখার কথা নয়। সেই কতকাল আগের কথা! “ কফি হাউসের সেই আড্ডাটা আর নেই।” স্মৃতি সততই সুখের! আমার কিন্তু, তোমাকে ভালো করেই মনে আছে। থাকবেই তো!

    ইদানীং তোমার শরীর ভালো যাচ্ছে না বলে, তুমি ট্রেনেও পশ্চিমবঙ্গের কোনো জেলাতেও যেতে পারছ না বলে জেনেছি। দিল্লির ব্যাপারটা ছেড়েই দিলাম।

    বড়ই খারাপ লাগছে। ফোন যে করব, তারও উপায় নেই। আগে , তুলতে না- সেটার কারণ বুঝি, এখনও তোলো না সেটার কারণও জানা। এর মধ্যেই তোমার নম্বরটা নন এক্জিসটিং বলছে। তাই এই চিঠি। তুমি যে এই চিঠি পড়বেই, তার নিশ্চয়তা নেই। বরং বলা ভাল, চোখে পড়লে বা কেউ তোমার দৃষ্টি আকর্ষণ করলেও তুমি পড়বে না!

    তবে কেন লিখছি?

    প্রধানত চারটি কারণে।

    প্রথমত:- তোমার দম্ভ এখনও যায় নি। ব্যক্তিগত আক্রোশ এখনও তুমি পুষে রাখ।

    দ্বিতীয়ত:- গত ৮ ই মে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় ভাষণ।

    তৃতীয়ত: - তোমার ব্যক্তিগত সততা থাকা সত্বেও, রাজনৈতিক দ্বিচারিতা।

    চতুর্থত: -এই লেখাটা একজন, বহু অতীত কাঠবেরালি কমরেডের লিখিত দলিল হিসেবে ইতিহাসের সামান্য একটা নিশ্চুপ কোণে লুকিয়ে থাকা।

    প্রথম কারণটা বলি:- কমরেড নন্দদার ( নন্দগোপাল ভট্টাচার্য্য, সিপিআই) মরদেহে মাল্যদান করেও তোমার প্রতিক্রিয়া, শোক পুস্তকে না লেখা। সংবাদ মাধ্যমের কাছে, অনুরোধ সত্ত্বেও সোজা “ না” বলে দেওয়া। এটা বেশ খারাপ লেগেছে।

    গুরুদাসদা, বিমানদা- তোমাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা সত্ত্বেও তুমি ভ্রুক্ষেপ না করে হনহন করে ভূপেশ গুপ্ত ভবন থেকে বেরিয়ে গিয়েছিলে।

    এই ঘটনার সূত্রপাত, নন্দদার কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে- যার উল্লেখ এখানে না করাই ভালো। কারণ হিসেবে বলা যায় প্রয়াত ব্যক্তির কার্য্য কলাপের প্রতি আঙ্গুল না তোলাই রুচিসম্মত, যদিও প্রমাণিত সত্যের প্রতি আঙ্গুল তোলাই যেত।

    তুমি, এই সৌজন্যটুকু দেখাও নি! বিমানদা কিন্তু লিখেছে।

    দ্বিতীয়ত:- কল্যাণ , হয়তো অজান্তে বা জ্ঞানত একটা স্টেটমেন্ট লোকসভায় ০৮/০৫/২০১২ তে দিয়েছে। তাতে সে স্পষ্ট বলেছে:- বর্তমান রাজ্য সরকারের অর্থনীতির হাল খুব খারাপ, প্রথম ইউ পি এ সরকারের নীতির জন্য।

    এখন, এটা বলাই যায়- তোমরা এটা ইচ্ছে করে চেপে গিয়েছিলে – একটা সমর্থনের দায়বদ্ধতা থেকে।

    এমনকি, অসীমদার মত ভদ্রলোকও, মমতা সরকারে বাজেটের সব ভুল ধরালেও, এই তথ্যটা অশ্বত্থামা হত- ইতি গজ হিসেবে চেপে গিয়েছেন।

    অথচ, পুলিশের বড়কর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ চারিতায় শুনেছি-অসীমদা কোনোদিন তাঁর পদের অপব্যবহার করেন নি! থাক , সে কথা।

    তৃতীয়ত: - তোমার একান্ত অনুগামী, বলা যেতে পারে- তোমার ডানহাত,স্বপন তো না জানিয়েই পার্টি ছেড়ে দিল। সাসপেন্ড হয়েছিল বটে , তবু ওকে পার্টি অফিসে এসে সদস্যপদ পুর্নবীকরণের জন্য “নির্দেশ” দিয়েছিল সুজন।

    স্বপন কিন্তু আসে নি। তাও তোমরা ওকে বাড়ীতে ফর্ম পাঠিয়েছিলে। কি কাণ্ড! সেটাও উপেক্ষা করে স্বপন ( গুপ্ত) খালি ফর্মের সাথে একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে, সে আর পার্টি সদস্যপদ পুর্নবীকরণের জন্য ইচ্ছুক নয়। অবশ্য, সবই শোনা কথা!

    তবে,তুমি তো জানোই, এই “এরা” তোমাকে সব ব্যাপারে যাদবপুরে ডুবিয়েছে।

    খোকনের প্রতি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। এর কারণটা বোধহয় তুমি ভালো বলতে পারবে।

    ভালো লাগলো একটা জিনিস। তুমি হিলারির সফরকে ঘিরে একটা বিবৃতি দিয়েছো। তোমার মধ্যে, ইদানীং সেই রবার্ট ম্যাকনামারার প্রতি বিক্ষোভ দেখানোর যোশটা দেখতে পাচ্ছি।

    ভিয়েতনামে, ডাউ কেমিক্যালসের সহায়তায় নিরীহ লোকেদের মারার জন্য যে প্রতিবাদ হয়েছিল, সেখানে তোমার একটা সক্রিয় ভূমিকা ছিল।

    চট করে চলে আসি, আসল কথায়।

    দাদা, তোমার কি মনে আছে? সেই যে ২০০৭ সালে আমেরিকার অর্থ- সচিব বা ট্রেজারি সেক্রেটারি, মহাকরণে এসেছিল তোমার সঙ্গে দেখা করতে?

    নামটা একটু মনে করিয়ে দি। হেনরি পলসন। পদ মর্যাদায় হিলারির সমান। তারিখটা ছিল ২৮ শে অক্টোবর।

    উনি তোমাকে বলেছিলেন, পশ্চিমবাংলায় আমেরিকার পুঁজি বিনিয়োগের কথা।সেই রাস্তাটার খোঁজ পেতেই হেনরি সাহেব এসেছিলেন।

    তুমি তাকে বলেছিলে, এখানে আমেরিকার আরও বেশী পুঁজি বিনিয়োগের দরকার আছে।

    নন্দী গ্রামের প্রস্তাবিত কেমিক্যাল হাবের জন্য, ভূপালের ইউনিয়ন কার্বাইড কিনে নেয়া ডাউ কেমিক্যালসকে পুঁজি বিনিয়োগ করতে বলেছিলে।

    এছাড়া, আমেরিকার বিশ্ববিদ্যালয় গুলো যাতে এখানে ক্যাম্পাস তৈরি করে , তা জন্যেও তুমি সাহেবকে বারবার অনুরোধ করেছিলে।

    এমনকি ভোপাল গ্যাস কাণ্ডের দায় ডাউ কেমিক্যালসকে কেন নিতে হবে, সেই ব্যাপারেও বিস্ময় প্রকাশ করেছিলে।

    এছাড়া, W.T.O র দোহা রাউণ্ডের ব্যাপার আর সেই যে- সেই বিতর্কিত পরমাণু চুক্তি!!!! সেই ব্যাপারেও কথা বলেছিলে, সেদিন! যদিও, এটা সংবিধান অনুযায়ী একান্ত ভাবে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ব্যাপার।

    এবারে একটা প্রশ্ন! তুমি কি এই সব ব্যাপারে কথা বলার জন্য দায়িত্ব পেয়েছিলে? না হলে তো, একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তুমি সংবিধান লঙ্ঘন করেছিলে।

    এই সব খবর, আমার মত সাধারণ লোকের জানার কথা নয়! ।

    তোমাদের এই সব কথোপকথন কলকাতার কনস্যুলেট থেকে ০৪/১১/২০০৭ সালে সকাল ১১.০৯ মিনিটে ওয়াশিংটনে Unclassified ( গোপনীয় নয়) Document হিসেবে পাঠিয়ে দেয়! পরে এটাই উইকিলিকস ফাঁস করে! সাম্রাজ্যবাদী চক্রান্তর একটা নিকৃষ্ট নমুনা! তোমরা তো তখনও কিছু বল নি! তালে, বাম সরকার কি আমেরিকার মনোমত ছিল????????

    ২০০৬ সালে যে তোমরা বিপুল ভোটে ফিরে এসে সপ্তম বামফ্রন্ট সরকার গড়েছিলে, তার পেছনে ছিল প্রথম ইউ পি এ সরকারের, পরোক্ষ মদত। এটার বিস্তৃত ব্যাখ্যা এখানে দেওয়া উচিত নয়।

    কিন্তু, যে মুহূর্তে তোমার হাজার চেষ্টা সত্বেও যখন বামফ্রন্ট, প্রথম ইউ পি এ সরকারের প্রতি যখন সমর্থন তুলে নেয়, তখন সোনিয়া- মনমোহন জুটি তোমাদের শিক্ষা দেবে বলে বদ্ধপরিকর হয়ে মমতার সঙ্গে জোট বাঁধে। মমতা, ততদিনে আনপ্রেডিক্টেবল মহিলা হিসেবে পরিগণিত।

    তোমাকে, একটা ছোট্ট কথা মনে করিয়ে দেই। মমতা যখন এন ডি এ সরকারে রেলমন্ত্রীর পদ ছেড়ে দ্যায়, তার পরের দিন প্রয়াত বিজেপি নেতা, প্রমোদ মহাজন দেরী করে ঘুম থেকে ওঠেন। কারণ জিজ্ঞেস করাতে বলেন:- আমাকে আর মমতাজীর বাড়ীতে ওনাকে বোঝাতে রোজ রোজ ওনার বাড়ীতে যেতে হবে না। এটা, দিল্লির রাজনৈতিক মহল সবাই জানে।

    তা সত্বেও, সোনিয়া – মনমোহন জুটি এই রিস্ক নিয়েছিলেন, শুধু তোমাদের প্রতি প্রতিশোধ নেবার জন্য।

    যদি, কোনো কারণে সমর্থন না তুলতে, তালে আজ অষ্টম বামফ্রন্ট সরকারই হত! কারণটা আর খুলে বললাম না।

    এখন, সীতারাম ( ওর যে কি চুরি গেছে, কে জানে!) বলছে, বামেদের পরাজয়কে স্বীকৃতি দিতেই হিলারি এসেছিলেন এই বাংলাতেও।

    কেন? তোমাদের কি এটা অজানা ছিল???????? পরাজয় যে বিধান সভা নির্বাচনে হবেই, সেটা তোমরা আগেই জানতে। SIB র রিপোর্ট তো ছিলই, তার ওপর দ্বিতীয় ইউ পি এ সরকারের অনীহা ছিল তোমাদের ফের ক্ষমতায় ফিরে আসাতে!

    দাদা, এসব আমার মোটা মাথায় ঢুকছে না! এগুলো সত্যি নয় বলেই বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না!

    মমতার কিছু ব্যবহারের জন্য, তোমরা ভাবছ পঞ্চয়েতে তোমাদের ফল তুলনা মূলক ভাবে ভালো হবে, কিন্তু সে আশার গুড়ে বালি!

    মমমতারই জিত হবে, তবে কিছু ভোট কমবে। গ্রামের লোকেদের এখনও আশা এবং বিশ্বাস মমতা ম্যাজিক জানে!, সেই ভুল আশা এবং বিশ্বাস উড়ে যাবেই, তবে তার সুফল তোমরা পাবে না বলেই মনে হয়!

    কারণ:- গ্রামে গ্রামে এখনও তিক্ত স্মৃতি গুলো টাটকা ক্ষতের মত দগদগ করছে।

    তাই “ চোর গিয়ে ডাকাত এসেছে” এই কথাটা মুখে মুখে এবং অভিজ্ঞতাতে দেখলেও- মমতার সেই ভুল “ ম্যাজিকই” এখন গ্রামের মানুষদের ভরসা।

    ভালো থেকো দাদা!

    রক্তিম অভিনন্দন সহ

    রামকৃষ্ণ ভট্টাচার্য্য
  • Ishan | 202.43.65.245 | ২২ জুন ২০১২ ২৩:১৫451984
  • প্রশ্নটা ভুল টইতে গেছে।

    এটা কি কারণে তোলা হল একটু এক্ষপ্লেইন করে দিলে ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন