এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্মল আনন্দ

    pi
    অন্যান্য | ০৫ আগস্ট ২০১০ | ১৫৬৬৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.246.230 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৫452086
  • http://www.anandabazar.com/16edit4.html

    "মাইকেল মধুসূদন দত্ত মানে হল রবীন্দ্রনাথ। কারণ মাইকেলের স্মরণ-অনুষ্ঠানে পিছনের ব্যানারে থাকে রবীন্দ্রনাথের ছবি। আবার, মাইকেল মানে মধুসূদন চট্টোপাধ্যায়। আবার, রবীন্দ্রনাথ মানে হল দ্বিজেন্দ্রলাল রায়। কারণ ‘ধনধান্যপুষ্প ভরা’ হল রবীন্দ্রনাথের লেখা। তা হলে সমীকরণগুলি মেলালে কী দাঁড়াল? মধুসূদন=রবীন্দ্রনাথ=দ্বিজেন্দ্রলাল। এই সরল গণিত থেকে পাই, মাইকেল আসলে দ্বিজেন্দ্রলাল, আর রবীন্দ্র চট্টোপাধ্যায় আসলে লালসূদন নাথ।"
  • Kunal Ghosh | 96.96.160.13 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫০452087
  • কাল আমাদের বৈঠক আছে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই মিটিংয়ের পরে আমরা এই নিয়ে ফাইনাল কমেন্ট জানাব।
  • Kunal Ghosh | 24.139.128.15 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ২০:৩১452088
  • বৈঠক শেষ হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, দ্বিজেন্দ্রলালই আসলে গানটির লেখক। তবে রবীন্দ্রনাথও অমনটাই ভাবতেন। এটা বুদ্ধিজীবীদের বক্তব্য। রবীন্দ্রনাথ চাইতেন বাংলার ভালো হোক, দিদিও তাই চান, দ্বিজেন্দ্রলালও তাই চাইতেন। তাই এখানে কে লিখেছিল সেটা ইম্পর্ট্যান্ট নয়, ভাবটিই আসল। আসলে এই কথায় কথায় খুঁত ধরা সিপিএমের অভ্যেস। ৩৪ বছর ধরে তৈরী হয়েছে। এখন পরিবর্তন। আসুন সবাই মিলেমিশে কাজ করি, ঠিক যেমন দ্বিজেন্দ্র ও রবীন্দ্রে মিলে গেছে। শেষের দিকে দিজেন্দর রবিন্দরে মিলমিশ ছিল না। দিদি ওঁদের মিলিয়েছেন। এবার মা মাটি মানুষকে মেলাতে হবে। সিপিএম ইতিহাস জানত না, খালি ঐতিহাসিক ভুল করত, আমরা ইতিহাসে নয়, প্রতিদিন বর্তমানে বিশ্বাস করি। ফলে আমাদের কোন ভুলই ঐতিহাসিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এরপর সমস্ত গাড়ীর সামনের সিটে মাকালীর বদলে গীতবিতান রাখতে হবে। লোকে বরাবরই রবীন্দ্রনাথকে সমঝে চলে, ফলে আকসিডেন্টের চান্স কম হবে। সিপিএম এসব ভাবতে পারেনি।

    পরের মিটিং নেক্সট সোমবার।
  • মদঅন মিত্তির | 96.98.85.176 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ২১:১৫452089
  • যা তা তো!
  • গান্ধী | 213.110.247.221 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ২২:১৭452090
  • যা তা !!!!
  • Du | 127.194.210.52 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ২২:১৯452091
  • *মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ঃ)
  • Du | 127.194.210.52 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ২২:২০452092
  • যা তা। 'রবীন্দ্র আর দ্বিজেন্দ্র দুই হাসিখুশি বোন' টাই যা বাদ গেছে ঃ))
  • u | 69.164.98.192 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ২৩:০০452093
  • আনন্দবাজারের যৎকিঞ্চিৎ টা বেশ খারাপ রকমের পিজে হয়েছে।
  • শ্রী সদা | 127.194.192.233 | ০২ অক্টোবর ২০১২ ১০:৫২452095

  • ফেবুতে শেয়ার করেছে এক বন্ধু।
  • Treebeard | 24.99.106.14 | ০২ অক্টোবর ২০১২ ১২:২১452096
  • বলিউড বলেই না এত তাচ্ছিল্য। হলিউডে রোবোকপ হয় নি? তখন? তখন?
  • শ্রী সদা | 127.194.197.215 | ১৬ অক্টোবর ২০১২ ২১:৫৪452097
  • http://tinyurl.com/cfw8jal
    আজকের আনন্দবাজারে অ্যাডটা বেরিয়েছে। ছবি তুলে পোস্টালুম ।
  • pi | 127.194.9.62 | ১৬ অক্টোবর ২০১২ ২২:০৮452098
  • 'গরুর বৃদ্ধ বয়সকে সেলাম কর, কেননা সে অন্য চতুষ্পদ প্রাণীদের সর্দার হয়।' ঃ))
  • শ্রী সদা | 127.194.197.215 | ১৬ অক্টোবর ২০১২ ২২:১৫452099
  • সুনামি এবং ভূমিকম্পের আসল কারণ এতদিনে ঠিকঠাক জানা গেল !
  • গান্ধী | 213.110.246.230 | ২১ নভেম্বর ২০১২ ১২:০৭452100
  • de | 190.149.51.69 | ২১ নভেম্বর ২০১২ ১৩:৫০452101
  • ঃ)))
  • গান্ধী | 213.110.246.230 | ২১ নভেম্বর ২০১২ ১৩:৫৬452102
  • আরো ভালো একটা পেলাম। এটাতে তো দুর্গাপুজোর পুষ্পান্জলীটাই ঝেড়ে দিয়েছে

    http://abpananda.newsbullet.in/video/state/30430-2012-11-20-16-18-13
  • pi | 78.48.231.217 | ২২ মার্চ ২০১৩ ২০:৫৭452106
  • ' ‘আপনারা বলছেন রেপ (ধর্ষণ) বেড়েছে৷ জনসংখ্যাও তো বেড়েছে, গাড়ি বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচার (অবকাঠামো) বেড়েছে, শপিং মল বেড়েছে, মডার্ন হচ্ছে, ওয়েলকাম করতে হবে এগুলোকে।’

    ডিঃ নিজের কানে শুনিনি, কাগজে যা পড়লাম।
  • pi | 78.48.231.217 | ১৫ মে ২০১৩ ১৭:৫৮452109
  • pi | 172.129.44.120 | ২৯ মে ২০১৩ ০২:২৫452110
  • :wq! | 132.177.231.100 | ১০ জুন ২০১৩ ১১:১৬452111
  • এটা না দিয়ে পারা গেল না।

    Name: প্রণব রায় চৌধুরী

    IP Address : 69.93.242.81 (*) Date:10 Jun 2013 -- 11:13 AM

    [কেন কেন? হুইস্কি বা রাম খাওয়া উচিত? ভদকা নয়?]

    আপ রুচি খানা । তাই কে কি খাবে তা তার পছন্দ মত । হুইস্কি রাম ও যা ভদকাও তা , শেরী স্যাম্পেনও চলতে পারে । তবে ভারতীয়দের জলহাওয়া ও অর্থনৈতিক কারণে চিন্তা ভাবনা করে চালান উচিৎ । তবে যদি গুরু মানে ডাক্তারের বারণ থেকে থাকে শরীরের কারণে তবে এর কোন কোন কিছুই না চালানটা কর্তব্য । ভদকা ছাড়া যদি অন্য কিছু থেকে থাকে যেমন রাম , হুইস্কি , শেরী , শ্যাম্পেন বা আরও কিছু সেগুলোও ফেলে দেওয়াটা কর্তব্য । তবে তাও আমার মতে । অন্যের মত অনুযায়ী অন্যে অন্য সিদ্ধান্ত নিতেই পারে । আমার বলা কর্তব্য মনে করে বলছি । রাখা যার কর্তব্য সে রাখবে কিনা তার ব্যাপার ।
  • কৃশানু | 177.124.70.1 | ১০ জুন ২০১৩ ১১:৪৩452112
  • "তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “দলের বর্ধিত সাধারণ সভা থেকে শুরু করে সর্বত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছেন, অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকা চলবে না। তা সত্ত্বেও যারা গুন্ডামি করছে, তাদের হাতে তৃণমূলের ঝান্ডা থাকতে পারে না! ঝান্ডা তাদের হাতে রাখা যাবে না!”
    - হেহে।
  • :q! | 131.241.218.132 | ১০ জুন ২০১৩ ১১:৫১452113
  • পঞ্চায়েত ভোটের রেজাল্ট (আপাততঃ যা আছে, এবং ফাইনালি যা হবে) পুরোটাই এখানে আসা উচিত।
  • :wq! | 132.177.231.100 | ১০ জুন ২০১৩ ১৫:৪২452114
  • দাঁড়াও বাপু। আগে থেকেই প্রেডিকশন দিও না।

    সেই কুসুম্বা গ্রামের কথা লিখবে বলে টই খুলল, সে কই গেল?
  • Bhagidaar | 216.208.223.1 | ১১ জুন ২০১৩ ০৬:২২452115
  • মমতা এভারেস্ট জয়ীদের আরো ওপরে উঠতে বলার উপদেশের কোনো লিংক আছে? থাকলে এখানে পেস্টানো যাক!
  • সিকি | 132.177.57.167 | ২০ জুন ২০১৩ ০৯:১২452117
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হো হো হো হো হো ... উরেবাবা ...

    সিপিএম-মাওবাদী-কংগ্রেসের সঙ্গী নাকি এবিপি-ও

    অরুণাক্ষ ভট্টাচার্য ও সীমান্ত মৈত্র • দত্তপুকুর ও গাইঘাটা

    আগে তাঁর অভিযোগ ছিল, সিপিএম তাঁকে হত্যার চেষ্টা চালাচ্ছে। সেই হত্যার অভিযোগ দিয়েই বুধবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগের চেয়ে এক ধাপ এগিয়ে এ দিন গাইঘাটার জনসভায় তিনি জানালেন, সিপিএম -মাওবাদী ও কংগ্রেস একজোট হয়ে তাঁকে হত্যার চক্রান্ত করছে। সঙ্গে রয়েছে এবিপি। সোমবার কামদুনি এলাকায় তাঁকে হত্যার চক্রান্তও হয়েছিল বলে এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
    গাইঘাটার চাঁদপাড়ায় নির্বাচনী সভায় এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে কাল পুলিশ থেকে বলা হল, ‘আপনি কি জানেন আপনাকে খুন করার একটা পরিকল্পনা চলছে?’ আমি জানি, সিপিএম, কংগ্রেস ও মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে খুন করার পরিকল্পনা চলছে এবং তাতে এবিপি -র প্ল্যান আছে। এই প্ল্যানে যে এবিপি আছে, তা আমি চ্যালেঞ্জ করে বলছি।” তিনি আরও বলেন, “সিপিএমের লোকেরা জামাইষষ্ঠী খেতে গ্রামে এসেছিল, আর বেরোয়নি। ।।। আমি খুব সিরিয়াস, রাফ অ্যান্ড টাফ। আমি মরে গেলেও আমায় পুড়িয়ে দিলে হবে না। আমি কিন্তু রেকর্ড রেখে দিয়ে যাচ্ছি ! সব রেকর্ড। ইট ইজ রেকর্ডেড। কে কী করবে, কোথায় কী প্ল্যান হচ্ছে ।।।।”
    কামদুনিতে যে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, তা বোঝাতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “কেন বলছি এ কথা? আমি (কামদুনি থেকে ) বেরিয়ে চলে এসেছি। আমার সিকিওরিটিরা আমাকে বলছে, ‘দিদি, আপনি কি জানেন, আপনার কাছে একটাও সিকিওরিটি ছিল না ! দু’ঘণ্টার জন্য আপনি একদম একা হয়ে গিয়েছিলেন ! আপনি যে কোনও সময় মার্ডার হয়ে যেতে পারতেন ! ’ আমি বললাম, দেখ, আমি তো ও সব কিছু ভাবিও না, বলিও না। ওরা বলল, ‘আপনাকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি বলেছে, ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার। আর এরা এ সব করছে, আর আপনি করতে দিচ্ছেন ! ’ আমি বললাম, কী হয়েছে? ওরা বলল, ‘আপনি যে চলে এসেছেন, একটি কাগজের রিপোর্টার ।।। ’, আমি এখানে কাগজটার নাম আর ভদ্রতা করে বললাম না। নামটা তাঁর অরুণাক্ষ। খুঁজে নেবেন। তিনি চার জন সিপিএমের কমরেডকে বলছেন, আপনারা বসে পড়ুন, পুলিশগুলোকে আটকে দিন। তার মানে আপনি কী করলেন, জানেন? আপনি আমার সিকিওরিটিগুলোকে আটকে দিলেন ! আপনি আমার জীবনের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছেন। আপনার বোঝা উচিত, আপনি এক জন রিপোর্টার। ইউ ক্যান নট ডু দিস। আইন কিন্তু কাউকে ক্ষমা করে না। আপনি যে করেছেন, তার এভিডেন্স আছে আমাদের কাছে। প্রমাণও আছে। দেখুন, কেউ ভুল করলে আমি তাঁর বিরুদ্ধে কিছু করব না। এটা আমার নীতি নয়।”

    মাত্র চার জন মহিলাকে দিয়ে মুখ্যমন্ত্রীর ‘জেড -প্লাস’ নিরাপত্তায় মোতায়েন অফিসারদের দু’ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেই থামেননি মুখ্যমন্ত্রী। এই ঘটনা দেখানোর জন্য এবিপি -আনন্দের উপরেও তিনি যে ক্রুদ্ধ, তা বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। যিনি বসে বসে এ সব আলোচনা করছেন, জিজ্ঞেস করুন, আপনি কী করেছেন? দেব? ভাতের হাঁড়ি খুলে দেব? ফাঁস করব? কোর্টে তো কেস হয়ে আছে, কোর্টের অর্ডারে। বলব? বড় বড় জ্ঞান দিচ্ছেন সবাইকে ।।।। জ্ঞানদাতা !।।।।সবাইকে জ্ঞান দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নাকি সব কিছু, ধর্ষণ করেছে। ।।।। আমি নাকি ধর্ষণ করতে গেছি, বুঝুন ! তা -ও যদি আমি একটা ছেলে হতাম ! এ তো মহা মুশকিল ভাই। মানে এঁরা কারা? এঁরা সমাজের কারা? এঁদের না আছে লাজ, না আছে লজ্জা ! যেটা খারাপ, সেটাকে খারাপ বলো, আমি নিজে আগে বলব খারাপ। কে সাপোর্ট করে? কোন তৃণমূল করেছে? ওগুলো সব ক’টা মজিদ মাস্টারের বাহিনী ছিল। সব ক’টা শাসনে অত্যাচার করেছে। বড় বড় ভাষণ আর কথা? তার নিজের নামে কত অভিযোগ ! বলে দেব কোনও দিন লাইভ -এ, বলে দিলাম। নাম জানি, কাগজ দেখিয়ে দেব। কোর্টের কাগজ, থানার কাগজ। বলছি না, ভদ্রতা আমি করব শুধু? আর তোমরা অভদ্রামি করে আমাকে খুন করার প্ল্যান করবে, দু’টো হয় না। হয় ভদ্রতা, সৌজন্যতা ।।।।ভদ্রতা আমার দুর্বলতা নয়। আমি আপনার সব কিছু জানি। প্লিজ ডোন্ট টেল মি দ্যাট আমি শুড হ্যাভ ওপেন্ড মাই মাউথ। আমি খুলছি না, এখনও খুলছি না। এখন আমি বন্ধ করে রেখে দিয়েছি। কিন্তু আপনি দয়া করে যেটা সত্য সেটা বলুন, আমার কোনও অভিযোগ নেই। দশটা গালাগালি দিন আমায়, কিন্তু মনে রাখবেন, আপনারাও যদি কোনও মেয়ের উপর অত্যাচার করেন, সেটাও অত্যাচার। গ্রামে -গঞ্জে হলে অত্যাচার, আপনারা যদি কেউ করেন, তা হলে সেটাও কিন্তু অত্যাচার। খেয়াল রাখবেন।”

    সোমবার কামদুনির ধর্ষিতা ও নিহত তরুণীর বাড়ি গিয়েছিলেন মমতা। সেখানে মেয়েটির পরিবারের সঙ্গে সামান্য বাক্য বিনিময় হয় তাঁর। পরে এলাকারই কিছু মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে স্থানীয় সমস্যা নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু মমতা উত্তেজিত হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। এমনকী, এর পিছনে সিপিএম -মাওবাদীদের চক্রান্তও আছে বলে তিনি অভিযোগ করেন। কেন তিনি তাঁদের মাওবাদী বলেছেন, এ দিন গাইঘাটার জনসভায় তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, পোশাক -পরিচ্ছদ দেখেই তিনি মাওবাদীদের চিনতে পারেন। তাঁর দাবি ঃ তিনি কামদুনি না -গেলে জানাই যেত না, ওখানে মাওবাদীরা আছে ! সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তারাই ওঁকে খুন করার চেষ্টা করেছিল বলে মমতার অভিযোগ।

    কামদুনিতে গিয়ে বিক্ষোভকারীদের গায়ে মুখ্যমন্ত্রী সিপিএম ও মাওবাদী তকমা এঁটে দেওয়ায় এলাকাবাসীর একাংশ বিস্মিত ও ব্যথিত হয়েছিলেন। এ বার মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ তোলার পরে কার্যত তাঁরা যে হতবাক, ওঁদের অনেকের কথায় তার ইঙ্গিত মিলেছে।
    বস্তুত ক্ষমতায় আসার পর থেকেই নানা ঘটনায় মমতা সহিষ্ণুতা হারিয়েছেন বলে নানা মহলে অভিযোগ উঠেছে। তিনি মানসিক ভাবে সুস্থ কিনা, সে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এ দিন কামদুনিতে ‘সিপিএমের চক্রান্ত’ প্রসঙ্গে মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “ওঁকে খুনের চক্রান্ত বাজে কথা। বারবার রাজনীতিতে বাজে কথা, মিথ্যা কথা বলার অভ্যাস উনি কী করে ত্যাগ করবেন?” মুখ্যমন্ত্রীর কামদুনি সফর সম্পর্কে পুলিশও যে আগাম কিছু জানত না, তার উল্লেখ করে বিমানবাবুর মন্তব্য, “পুলিশ, সাংবাদিক কেউ জানত না। কাকপক্ষীও আগাম জানত না। সিপিএম কী করে জানবে, উনি কামদুনি যাবেন? খালি সিপিএমের নামে কুৎসা করা ! ” বিমানবাবু বলেন, “ওখানে লাল পতাকা কোথায়? মুখ্যমন্ত্রীর সফরের সময়ে ৩২টা তৃণমূলের পতাকা ছিল। কিন্তু একটাও লাল পতাকা ছিল না। সকল গ্রামেই ওঁরা জিতেছেন। উনি খালি লাল -আতঙ্ক, সিপিএম -আতঙ্কে ভুগছেন। আর সিপিএম -সিপিএম করছেন ! ” সংবাদমাধ্যমের একাংশের প্রতি মুখ্যমন্ত্রীর বিষোদ্গারের প্রতিবাদে এ দিন সন্ধ্যায় বারাসতে বিক্ষোভ -মিছিল করে ফব। মুখ্যমন্ত্রী অবশ্য এ দিনের সভায় বলেছেন, “আমাকে অনেকে ফোন করে। আমি বলি, নাটক -যাত্রা, ফিল্ম দেখুন। অন্য চ্যানেল দেখুন। মাথা গরম করবেন না।” এবং এই সূত্রেই সংবাদমাধ্যমের একটি অংশের প্রতি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “কে কোথায় কী করছে, সব নজরে রাখছি। আমার লড়াই ইঞ্চিতে -ইঞ্চিতে।”

    http://anandabazar.com/20pgn1.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন