এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্মল আনন্দ

    pi
    অন্যান্য | ০৫ আগস্ট ২০১০ | ১৫৬৪৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 118.23.96.158 | ০৭ মার্চ ২০১৪ ০৬:১৬452151
  • ভাবছি ভয়ে বলব না নির্ভয়ে বলব। মানে মুনমুন সেনের পানু কি চোখ খুলে দেখার মত একটা বিষয় হবে? কেউ যদি বানিয়েও থাকে, দেখবেই বা কে, কিনবেই বা কে?
  • anandaB | 60.46.163.198 | ০৭ মার্চ ২০১৪ ০৯:১০452152
  • কিছুতেই না লিখে থাকতে পারলাম না

    মুনমুন সেন-এর ভিডিও টায় ২:৫০ নাগাদ প্রশ্ন এল "হলিউড এবং tollywood ব্লা ব্লা ব্লা" , আর একদম শেষে খুব হালকা করে (যেন না বললেই ন্য়, "বম্বে"-এর কাউকে আশা করছেন?

    আমার দাবি আঞ্জেলিনা জোলি
  • সিকি | ০৭ মার্চ ২০১৪ ০৯:৩৫452153
  • ;-)
  • b | 135.20.82.164 | ০৭ মার্চ ২০১৪ ০৯:৩৭452154
  • সানি লিওন এখনো বাংলা সিনেমা করেন নি, না? (দীর্ঘশ্বাস)
  • panu | 69.160.210.2 | ০৭ মার্চ ২০১৪ ১১:৫৯452155
  • সিপুএম নিতান্ত জালি, শুধু তাদের হয়ে দাঁড়ায়নি বলে এমনকি মুনির পানুও অখাদ্য বলে দেগে দিল। কি হিংসুকুটি!
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১২:৪০452156
  • কবির সুমন, মুলায়েম আর মুন মুন এক করে দিলেন - এটা কি ঠিক হল? জয়া প্রদা সম্বন্ধে জানি না - কিন্তু অন্য দুজন কিন্তু ইন্টেলেকচুয়ালি ডাম্ব না। সুমন সম্বন্ধে কিছু বলার দরকার নেই - মুলায়েম তো হার্ডকোর পলিটিশিয়ান - সেভাবে ধরলে কেউই কোয়ালিফাই করবে না
  • Anupam Basu | 69.93.197.68 | ০৭ মার্চ ২০১৪ ১৪:৫৭452157
  • হঠাৎ করে একদিনে তো এটা হয় নি। দীর্ঘদিন ধরে আমরা যেভাবে চলে আসছি, যা করে আসছি, তাতে করে এটাই আমাদের সবার জন্য যোগ্য পাওনা। মমতা শক্‌ থেরাপি করে আমাদের দেখিয়ে দিচ্ছে "দ্যাখ তোরা কোন ভাগাড়ের জীব, তোদের খাদ্য কি হওয়া উচিত।"
  • 8-) | 69.160.210.2 | ০৭ মার্চ ২০১৪ ১৫:০২452158
  • এইটে কি তিনো শাসনের জাস্টিফিকেশন হইল? নির্মল নির্মল।
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১৫:২৬452162
  • " মমতা শক্‌ থেরাপি করে আমাদের দেখিয়ে দিচ্ছে "দ্যাখ তোরা কোন ভাগাড়ের জীব, তোদের খাদ্য কি হওয়া উচিত।"" -- এটা গোলা - মদনাও বোধকরি এতটা পারবে না
  • সিকি | ০৭ মার্চ ২০১৪ ১৫:২৬452159
  • ভাগাড়? খাদ্য?

    আহেম।
  • b | 135.20.82.164 | ০৭ মার্চ ২০১৪ ১৬:১২452163
  • ইউ গেট হোয়াট ইউ ডিসার্ভ.... ওটাকেই একটু তীব্র ভাষায় কইলেন আর কি।
  • Anupam Basu | 69.93.197.68 | ০৭ মার্চ ২০১৪ ১৬:২১452164
  • না, মদন মিত্রেরা এটা লোকসমক্ষে বলবার সাহস দেখাবে না, তাদের দিদি-ও না। কিন্তু মাননীয়, মমতা কি তাই করছে না? আরো বাকি আছে? পরশু মদন আবাপ-এ বলছে "হেই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো, ... সলিল চৌধুরী, আই পি টি এ, বামেরা গর্ব করত সংস্কৃতির জগতের লোকেরা তাদের সাথে, আজ কোনো অশিল্পী, কুশিল্পী, কোনো শিল্পীই আর বামেদের সাথে নেই।" তখন এই দেব, মুনমুন, সন্ধ্যা, ইন্দ্রনীল, সৌমিত্র রায়, বাইচুং, প্রভৃতিদের নিয়ে কোনো উচ্চবাচ্যও তো সেলিমকে করতে দেখলাম না। বরং অনেক দ্ব্যর্থহীন ভাষায় মীরাতুন নাহার, অমল মুখোপাধ্যায়দের চব্বিশ ঘণ্টায় বক্তব্য পেশ করতে দেখলাম। মীরাতুন তো এও বললেন যে "এরা হবে মমতা বন্দোপাধ্যায় আজ্ঞাবাহী তল্পিবাহক।, কারন মমতা তাই চায়। অমল বললেন, "এটা আইনসভার অবমাননা। সংসদীয় গনতন্ত্রের অপমান।" সারাজীবন যাদবপুরে বিতর্কসভায় প্রথম পুরস্কার প্রাপ্ত সেলিম-এর কি কোনো যুক্তিই ছিলো না দেবার, মদনের ঔদ্ধত্যকে খণ্ডানোর? এরা কি আগেই হেরে বসে আছে?
  • cm | 127.247.112.174 | ০৭ মার্চ ২০১৪ ১৬:৪৩452165
  • কেন যারা রাজনীতি করতে বারণ করেন তাদের তো উদ্বাহুহয়ে নৃত্য করার কথা।
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১৬:৪৯452166
  • সেটা আবার কোন যুক্তিতে?
  • cm | 127.247.112.174 | ০৭ মার্চ ২০১৪ ১৬:৫৩452167
  • রাজনীতি বহির্ভূত লোকেরা সবাই ভোটে দাঁড়িয়েছেন তাই। এনারা সব রাজনীতি করেন না অতএব সৎ, ন্যায়পরায়ণ খালি ছোট লেজ আছে কিনা বলতে পারবুনি।
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১৬:৫৭452168
  • যারা রাজনীতি করে না তারা সবাই সৎ??? দারুণ তো। লজিকের মা মাসি
  • cm | 127.247.112.174 | ০৭ মার্চ ২০১৪ ১৭:০৪452169
  • এতকাল তো এখানেই অরাজনৈতিক লোকেরা তেমন বলছিলেন। পুরোনো পোস্ট ঘেঁটে বের করতে চাইনে।
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১৭:২৭452170
  • দুর মশাই সরাসরি আর্গু করতেও ভয় পান - আমিই অনেক বার বলেছি "make the politicians irrelevant" - সেটা বলতে এত ঘোরাচ্ছেন কেন
    এই দেব মুনমুন ইন্দ্রনীল সেন এইসব বালবিচিগুলো যে মুহূর্তে ইলেকশানে দাঁড়ালো একটা দলের সিম্বল নিয়ে সেই মুহূর্তে তারাও পলিটিশিয়ান - আরো ধান্দা বাজ নোংরা পলিটিশিয়ান। দেবের যদি গাঁ* এত্ত দম তো নিজের পপুলারিটির ভরসায় একলা দাঁড়ালো না কেন - নির্দল হিসেবে - জিতলে ইস্যু ভিত্তিক সাপোর্ট করত।

    আজ কিছু লোক দাঁড়াক - যাদের পলিটিক্স করে পয়সা রোজগার করতে হবে না - গুন্ডা বাহিনীদের endorse করতে হবে না - মুখে নিজেদের বামপন্থী বলে জয়ললিতার মতো চোরের সাথে গাঁট বাঁধার চুতিয়াপনা করবে না - তাহলে তাকে পলিটিশিয়াব বলবো না - আমি পলীটিশিয়ান বলতে বুঝি

    ১) যাদের পলিটিক্স ছাড়া নিজেদের ডানহাত মুখে তোলার মতো যোগ্যতা নেই
    ২) যারা বিভিন্ন ভাবে ক্রিমিনাইলেজেশান অফ পলিটিক্সকে সাপোর্ট করে ।

    আপনি কি বলতে চান ক্যাডার বাহিনী ছাড়া এই কালচারাল চার অক্ষরের বোকাগুলোর একটাও ভোটে জিতবে ?
  • cm | 127.247.112.174 | ০৭ মার্চ ২০১৪ ১৭:৩৬452171
  • এইটা ঠিক বলেছেন, আর্গু করতে ভীষণ ভয় পাই। ছোটবেলায় ম্যাথেমেটিকাল লজিক পড়ে এই কাল হয়েছে। তবে এপাড়ায় আপনিই যে একমাত্র রাজনীতিকদের গালদেন সেটা জানতাম না। তা আপনার ঐ ১ আর ২ এর মাঝে কি অর আছে না অ্যান্ড?
  • π | ০৭ মার্চ ২০১৪ ১৭:৫১452173
  • তার মানে নির্দল প্রার্থী হলে তাঁরা পলিটিশিয়ান হিসেবে কাউন্টেড হবেন না ? লজিকটা বুঝতে চাইছি।
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১৭:৫৯452174
  • যারা ১) বা ২) এর যে কোনোটাই করবেন তারা আমার অভিধানে "পলিটিশিয়ান" - দাগী পলিটিসিয়ান

    মাঝে OR আছে। বাম দলে অনেক নেতা আছেন যাদের ১ এর দরকার হয় না - কিন্তু ২ টা তারা করেছেন - করে যাচ্ছেন - আবারও ক্ষমতায় এলে আবার করবেন। বুদ্ধ, বিমান, কেউ তার বাইরে না। প্রকাশ কারাট অবশ্য পলিটিশিয়ান কি না আমি জানি না - কারন যারা ভোটে দাঁড়ান না - তাদের সংসদীয় গণতন্ত্রে পলিটিশীয়ান বলা যায় কি না আমার সঠিক জানা নেই

    নির্দল প্রার্থী হলে পলিটিশিয়ান নইয় বলি নি তো - বিলেছি এদের যদি পলিটিক্স ছাড়া অন্য কোনো ভাবে দেশ সেবার উদ্দেশ্য থাকতো তাহলে নির্দল দাঁড়াতো
  • Anupam Basu | 69.93.197.68 | ০৭ মার্চ ২০১৪ ১৮:১৮452175
  • পলিটিশিয়ান, রাজনীতিবিদ -এর নতুন অর্থ জানলাম।

    আড়াই বছরের মমতার সবচেয়ে বড় সাফল্য এটাই। মমতার কাছে এর বাইরে 'কেউ' কিছু আশাও করেন না।

    কিন্তু যে কোন একজন ব্যক্তির, রাজনীতিবিদদের ব্যাপারে এই সংজ্ঞায় উপনীত হবার পিছনে দুঃখজনকভাবে বিগত রাজ্য সরকারের ভূমিকা অপরিসীম, অনেক বেশী।
  • সিকি | ০৭ মার্চ ২০১৪ ১৮:২৩452176
  • ক।
  • :) | 69.160.210.2 | ০৭ মার্চ ২০১৪ ১৮:২৮452177
  • আহা, নির্মিত এই সব সংজ্ঞাও এই টইতেই, নির্মল, নির্মল।
  • sch | 126.203.176.225 | ০৭ মার্চ ২০১৪ ১৯:০৫452178
  • আমার মনে হয় প্রতিটি মানুষ নিজের নিজের বৃত্তের জন্যে বিভিন্ন জিনিসের এক একটা সংজ্ঞা তৈরী করে নেইয় বলেই আমার ধারণা। সৎ, অসৎ, ভালো মন্দ, সব কিছু সম্বন্ধে। এবার সেটা যে প্রচলিত সংজ্ঞার সাথে মিলবে তার তো কোনো দায় নেই।

    আপনারা ভারতবর্ষের একজন রাজনীতিবিদের নাম করুন যিনি ১ বা ২ এর অন্তর্ভুক্ত না - তারপর আপনাদের যুক্তি শুনবো
  • dd | 132.167.19.217 | ০৭ মার্চ ২০১৪ ১৯:২২452179
  • আরে আরে আরে। এ তো কুল্লে মার্চ মাসের প্রথম হপ্তা।এখনো ভোটের হাওয়া গরোম হওয়ার অনেক দেরী।

    এখন থেকেই এতো রাগারাগি করলে স্লগ ওভারে কি করবেন? এখন একটু ঠুক ঠাক চলুক। তারপর ভোট হোক। রেজাল্ট বেরোনোর আগে না হয় খুনোখুনী হয়ে যাবে।
  • Ekak | 24.96.44.85 | ০৭ মার্চ ২০১৪ ১৯:২৮452180
  • ইয়ে ,এটা তো অস্বীকার করার্কিছু নেই যে সো কোল্ড "সমস্কিতির " লোকদের নিয়ে বাঙালির হাভাতেপনা আছে । খুব বেশিরকম আছে । খপরের কাগজ দেকলেই বোঝা যায় । রাজনীতির লোকেরা তার সুযোগ নেয় । মমতা কিছু হিসেব না করে এই ক্রুশিয়াল মুহুর্তে নায়ক নায়িকা দের নিয়ে রিস্ক রিস্ক খেলছে এটা ভাবার বিশেষ কারণ নেই কিন্তু । কিছু সীটে ফ্রেশলি ডাম্ব ক্যান্দিদেত দিতে হয় ।লাগে । মুনমুন এক কাঁড়ি ভোট এনে দেবে দাঁত দেখিয়ে অতটা ভাবার মত বোকা এরা নয় । অসত রাজনীতিক কে বোকা রাজনীতিক ভেবে নেয়াটা আমাদের ভুল ।
  • jhiki | 149.194.248.17 | ০৭ মার্চ ২০১৪ ১৯:২৯452181
  • এখন ২০-২০র যুগ ডিডিদা, প্রথম থেকেই তুলে মার ....
  • sm | 122.79.38.144 | ০৭ মার্চ ২০১৪ ২০:০৭452182
  • ভারতীয় রাজনীতি তে একটু সৎ, বিবেক বান মানুষ থাকলেই যথেষ্ট। কি দরকার সংসদে লালু, কালমাদি,বেন্গারু লক্ষণ , এ রাজা প্রভৃতি রাজনীতিক দের, যাদের নামে কোটি কোটি টাকার চুরির অভিযোগ।তারকা দের দুনীতি তো তুস্চু। এই সব ঝানু রাজনীতি বিশেষজ্ঞ সাংসদরা দেশের তো বারোটা বাজিয়ে ছেড়েছেন। হয় জাতপাত নয়তো ধর্মের ব্যবসা করেছেন। কি এমন এসে যেত এইসব রাজনীতিকরা না থাকলে?
    তবে এন টি রামা রাও, জয় ললিতা এরা গ্ল্যামার এর জগতের লোক হলেও, স্টেট এর অনেক উন্নতি করেছেন । রামা রাও এর আগে অন্ধ্র প্রদেশ এর গরিবী চর্চার বিষয় ছিল। এখন সেকেন্দ্রাবাদ, গুন্তুর, বিজয়্বারা প্রভৃতি জায়গার উন্নতি দেখলে মনে হয়, ভারতের সবচেয়ে বুঝদার রাজনীতিক জ্যোতি বাবু ২ দশকে পশ্চিম বঙ্গ কে কত টা পিছনে নিয়ে গেছেন। কি দরকার এই সব পক্ক কেশ বাক সর্বস্ব রাজনীতিবিদ দের?
  • b | 24.139.196.6 | ০৭ মার্চ ২০১৪ ২১:২৫452184
  • এই টইটা শুধু "নির্মল আনন্দ'-র জন্যেই থাক না, সি পি এম তৃণমূল দ্বন্দ্বসমাসের বাইরে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন