এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sayantan Goswami | 115.187.35.236 | ২৪ নভেম্বর ২০১০ ২১:০৫452805
  • Souva-rgodyotritiyoshibirporlam...beshlekha...Souva-rfanaaminisdsondehe...tobegodyercheyeorkobitaguloimonkaarey..eilekhatibhalolegechhe,,,dui-trtiyangshoporgodyermulfulcrum-eychirdhorechhejodio...sandipanerprovabdekhechhi, baaaarosposhtokorejodiboltehoySarte-rprobhab...emonlekhaportechaaee..ebongtaaaromoulikhoyuthuk...
  • Ishan | 122.163.79.223 | ২৪ নভেম্বর ২০১০ ২২:১৫452806
  • বিগ বি নামটা কিন্তু আমার হেবি লেগেছে। পাসে্‌সানালি। :)
  • aka | 24.42.203.194 | ২৫ নভেম্বর ২০১০ ০৯:২৬452807
  • আমার কিন্তু বিগ-বি লেবেলিং ভাল লাগে নি। মানে রিয়েল পলিটিক্স কাটিয়ে দিয়ে এ ভালো না, সে ভালো না, এই পলিটিক্স ভালো লাগে না।

    ১। ব্যক্তি পুজো যদি এতই ঘৃণ্য হয় তাহলে ব্যক্তি ঘৃণাই বা ঘৃণ্য নয় কেন?

    ২। নন্দীগ্রামের মতন ঘটনায় শুধুই বুদ্ধদেব ভট্টাচার্য্যকে দোষী সাব্যস্ত করা কতটা ঠিক?
  • Ishan | 122.248.182.16 | ২৫ নভেম্বর ২০১০ ১০:২৪452808
  • বিগ বি তো ঠিক ঘৃণা সংক্রান্ত লেবেলিং নয়। ব্যঙ্গাত্মক। ইউপিএ সরকারের অন্তরাত্মা টাইপের। :)

    নন্দীগ্রামের ঘটনার (ঠিক ভুল যাই হোক) দায় মুখ্য/স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আবার কার?
  • kallol | 220.226.209.2 | ২৫ নভেম্বর ২০১০ ১০:৩৯452809
  • নন্দীগ্রামের ঘটনায় বিগ-বি একা কেন দায়ী হবে। দায়ী পুলিশের যো হুজুর কত্তারা - যারা বলেছিলেন এট্টু গুলি চালালে কিচ্ছুটি হবে না। দায়ী হলদিয়ার এককালের মাফিয়া লক্ষণ শেঠ - যিনি আশ্বাস দিয়েছিলেন - লড়কে লেঙ্গে নন্দীগ্রাম। এবং দায়ী বিগ-বি খোকা যিনি এসবে মুন্ডু নেড়ে সায় দিয়েছিলেন।
    তবে আর দায়ী-টায়ী বলে কি লাভ। এখন তো প্রচার শুরু হয়ে গেছে - "ওরা" রাষ্ট্র/সরকার/পার্টি/মন্ত্রী বিরোধী কাজ করবে আর পুলিশ লাঠি গুলি চালাবে না - ইল্লি নাকি!! ম্যাকনামারাকে গো ব্যাক বললে কংগ্রেসের গায় লাগে - তাই লাঠি গুলি চলে। তাতে দোষ নেই!! খোকাবাবুকে গোব্যাক বললে সিপিএমএর গায়ে লাগে - তাই লাঠি গুলি চললে সে বেলায় দোষ? না না এটা খুব অন্যায়।
  • I | 14.96.77.86 | ২৫ নভেম্বর ২০১০ ১০:৩৯452810
  • কি জানি বাপু! ডাক্তারীও তো টিমওয়ার্ক। তা-ও তো কোনো শাস্তিযোগ্য ভুলচুক হলে টিমলিডারই সবার আগে শাস্তি পায়, সে যে-ই ভুল করুক না কেন।
    তাপ্পর বলবে না তো, ইহুদি-নিধনের জন্য হিটলার, পোলিশ-নিধনের জন্য একা স্ট্যালিনকে দোষ দেওয়া ঠিক নয় !
  • tatin | 70.177.55.6 | ২৫ নভেম্বর ২০১০ ১০:৩৯452811
  • ব্যক্তিপূজা ঘৃণ্য কেন হবে? যিনি পূজ্য তিনি পূজা পাবেনই- তবে তোমার পূজর ছলে তোমায় ভুলে না থাকি সেটা দ্যখার
  • Arpan | 112.133.206.18 | ২৫ নভেম্বর ২০১০ ১০:৪১452812
  • আকা, বিগ-বি পুলিশমন্ত্রীও তো বটে, নয় কি?
  • kallol | 220.226.209.2 | ২৫ নভেম্বর ২০১০ ১০:৫২452813
  • আরে আরে, ব্যক্তি কে নাম দিয়ে যাতা বলা। কি অন্যায় কি অন্যায়! সত্যি, কারা যেন কাকে কানা বেগুণ আর কাকে যেন কাঁচকলা বলতো? কি যেন নাম অতু....... না না প্রফু..... যা: ভুলে গেছি।
  • aka | 24.42.203.194 | ২৫ নভেম্বর ২০১০ ২১:১৫452815
  • হিটলার বা স্টালিনের সাথে পার্থক্য আছে। ডিক্টেটরশিপ আর ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে যতটা পার্থক্য ততটা। তাই ইরাক যুদ্ধের জন্য শুধু বুশই দায়ী এটা আমি মনে করি না। ইরাক যুদ্ধের প্রস্তাব কংগ্রেসে পাশ হয়েছিল।

    সেরকমই নন্দীগ্রামে গুলি চালানো, ক্যাডার বাহিনীর মোটরসাইকেলে চড়ে পেশি প্রদর্শন শুধু বুদ্ধবাবুর সিদ্ধান্ত? বিন্দ্রা কারাত যেন টিভিতে "ডমডম ডাওয়াই' এর কথা বলেন নি? বিনয় কোঙার বলেছিলেন - "ওরা লক্ষণকে মারবে বলেছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা কি হয়"?

    অর্গানাইজড ক্রাইমকে কোন স্কেপ গোট ধরে তার মাথায় চাপিয়ে দিলে বড় ছবিটা ক্রমশ অস্পষ্ট হতে থাকে। আর অসুর হিসেবে হাতে থাকে কখনো জর্জ বুশ, কখনো বিগ বি।
  • tatin | 70.177.55.6 | ২৫ নভেম্বর ২০১০ ২১:২৩452817
  • আকা একদম ঠিক বলেছেন- নাজি পার্টি বা সিপিএসিউ এর বাকি সমর্থন ছাড়া একা হিটলার বা একা স্ট্যালিন কী? আর ব্যাক্তিকে খিস্তোনোর আড়ালে বাকি অপরাধীদের বা এজ এ হোল অপরাধটাকে প্রায়শ:ই লঘু করে ফেলা হয়।
    তবে আরেকটা ব্যাপার হলো, দোষ-গুণ সবই তার সম্পাদনকারী বা প্রতীককে দিয়ে মনে রাখা মানুষের একতা স্বাভাবিক প্রবৃত্তি- সে রামরাজত্ব বা তালিবানি ফতোয়া যাই হোকনা কেন! মোদী আর বুদ্ধ তাই তাদের নেত্তৃত্বে হয়ে আসা অপরাধগুলির প্রতীক হয়ে দাঁড়ান।
  • tatin | 70.177.55.6 | ২৫ নভেম্বর ২০১০ ২১:২৪452816
  • আকা একদম ঠিক বলেছেন- নাজি পার্টি বা সিপিএসিউ এর বাকি সমর্থন ছাড়া একা হিটলার বা একা স্ট্যালিন কী? আর ব্যাক্তিকে খিস্তোনোর আড়ালে বাকি অপরাধীদের বা এজ এ হোল অপরাধটাকে প্রায়শ:ই লঘু করে ফেলা হয়।
    তবে আরেকটা ব্যাপার হলো, দোষ-গুণ সবই তার সম্পাদনকারী বা প্রতীককে দিয়ে মনে রাখা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি- সে রামরাজত্ব বা তালিবানি ফতোয়া যাই হোকনা কেন! মোদী আর বুদ্ধ তাই তাদের নেত্তৃত্বে হয়ে আসা অপরাধগুলির প্রতীক হয়ে দাঁড়ান।
  • kulada roy | 74.72.144.174 | ২৫ নভেম্বর ২০১০ ২৩:১০452818
  • নাসরিন সিরাজের লেখাটি ভালই লাগছে। লেখাটি প্রচলিত সাংবাদিকের রচনার বাইরে। খুঁটিনাটি বলছেন নেতাদের সম্পর্কে--নেতাদের অফিস সম্পর্কে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের এবং হনুদের কর্মকাণ্ডের সঙ্গে তাদের অন্দরমহলেও উঁকি দেওয়া দরকার। তাদের গাঞ্জে ফেরেশতা মার্কা আসল মূর্তি বোঝা দরকার।

    একসময় বাংলাদেশে পনের বছর গ্রামগঞ্জে কাজ করেছি। সে সময় আমার কাজ ছিল কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া। আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন গ্রামে কৃষি সেন্টার নামে ছোট ছোট বিল্ডিং তৈরি হত। এই বিল্ডিংগুলো নির্মাণের তঙ্কÄবধানের কনটাক্ট পেত শহীদুল্লাহ এন্ড এসোসিয়েটস নামের একটি কোম্পানী। এই কোম্পানীটি একজন ইঞ্জিনিয়ারকে পাঠাতেন কাজ তঙ্কÄ¡বধানের জন্য। ইঞ্জনিয়ার সাহেব ঐ সাইটেই অবস্থান করতেন।

    এই বিল্ডিংগুলো নির্মাণের পরে দেখা যেত ছাদ দিয়ে পানি পড়ছে। পলেস্তারা খসে যেত। দেওয়ালে নোনা পড়ত। নির্মাণ সামগ্রী ব্যবহার করা হত--দুই তিনম্বরী। পুরো সরকারী সম্পদ লুটপাট করা আর কি। এই রকম মচ্ছদ দেখে এক ইঞ্জনিয়ারকে বলেছিলাম--ভাই, যে বিল্ডিং বানালেন--তার ছাদ দিয়ে তো এখনি পানি পড়ে। ভদ্রলোক দাঁতমুখ খিচিয়ে বলেছিলেন, ছাদ দিয়ে পানি পড়বে নাতো সরবত পড়বে? আমি বলি, সরবত পড়লেই ভাল হত।

    এই শহীদুল্লাহ এন্ড এসোসিয়েটসএর মালিকই হলে তেল গ্রাস রক্ষা কমিটির প্রধান শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। সব সরকারের আমলেই অধিকাংশ সরকারী নির্মাণের তঙ্কÄ¡বধানের কন্টাক্টটি পায় তার কোম্পানী। কিভাবে পায়--একমাত্র আলেমূল গায়েবই জানেন। শহীদুল্লাহ সাহেবের তেলগ্যাস রক্ষার আন্দোলনে অবদান দেখে ভাল লাগে। তিনি কী এইসব লংমার্চে অংশগ্রহণকারী কমরেডদের পানি তেষ্টা পেলে কী খাইওয়ান? পদ্মার পানি, না--তার লুটপাটকারী কোম্পানীর গড়া বিল্ডিংয়ের ছাদ থেকে পড়া সরবত? ভাই নাসরিন সিরাজ--এইটা একটু খোঁজ লন তো। আমার সরবত খাইতে মঞ্চায়।

  • Sayantan Goswami | 115.187.32.13 | ২৬ নভেম্বর ২০১০ ১২:৫৬452819
  • নানী শব্দটা গল্পের সাথে খাপ খায়নি , তাছাড়া খুব মিষ্টি লেখা...মনে ধরেছে...
  • Subrata | 61.12.28.123 | ২৬ নভেম্বর ২০১০ ১৩:৫২452820
  • দারুন
  • Manish | 59.90.135.107 | ২৬ নভেম্বর ২০১০ ১৫:৪৭452821
  • কুলদা রায়ের লেখা ভলো লেগেছে। একটি ছোট্টো অনুরোধ, বানানের প্রতি একটু খেয়াল রাখলে পড়ার সুখ আরো বেশী হয়।
  • Biplob Rahman | 202.164.213.4 | ২৬ নভেম্বর ২০১০ ১৭:১৬452822
  • @ কুলদা দাদা, আপ্নের মন্তব্যখান তাঁরাইলাম (*)! জাঁঝা!
  • Chitrabhanu | 122.163.87.146 | ২৭ নভেম্বর ২০১০ ১৯:৫৬452823
  • টাট্‌কা খবর এ উমাকান্ত মাহাতোর উপর লেখাটাতে মাসূমের রিপোর্ট এ লেখা আছে হার্মাদ শব্দটা। হার্মাদ এর আসল মানেটা না জেনেই যারা রিপোর্ট লিখেছে তাদের হাল্কা উদ্দেশ্য আছে বলেই মনে হচ্চে। অথেন্টিসিটিটা ঐখানেই নষ্ট হইআ গেল।
  • tatin | 70.177.55.6 | ২৭ নভেম্বর ২০১০ ২০:২৩452824
  • আসল মানে কোনও শব্দেরই চিরকাল থাকেনা। লৌকিক মানেটাই বেশি প্রযোজ্য।
  • Guruchandali | 122.162.75.254 | ২৯ নভেম্বর ২০১০ ০৯:৩৯452826
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজা :

    বাঙালবাড়ির কিস্‌সা পর্ব ৭ : রঞ্জন রায়
    লং মার্চের ডায়েরি : দ্বিতীয় কিস্তি : নাসরিন সিরাজ
    বুলবুলভাজা - ধন্যবাদ : ধনবাদ? (দুটি লেখা)
    ফ্রেঞ্চ ফ্রাইডে : ক্রেপ সুজেৎ : নিয়ামৎ খান
  • Dolonchampa | 122.102.120.148 | ২৯ নভেম্বর ২০১০ ১৩:১৩452827
  • শমীকের লেখা বরাবরই ভালো লাগে। অনেকদিন পর আবার পড়লাম। লেখার ধরনটা কিছু বদলেছে বলে মনে হল। খুব ভালো থেকো। আরো লেখো।
  • Rupankar Sarkar | 110.227.125.193 | ২৯ নভেম্বর ২০১০ ১৪:০৯452828
  • শমীক মুখোপাধ্যায়ের লেখা পড়লাম।অখুব ঝরঝরে সুন্দর লেখা, এমন লেখা, যেটা পড়তে পড়তে মাঝপথে কেউ থামবেনা। লেখার মাঝে 'নয়ডা'র উল্লেখে খুব মজা পেয়েছি, যাক সে কথা।
  • Samik | 122.162.75.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৪:৩৮452829
  • এই যে দোলনচাঁপা ...

    অনেকদিন দেখাসাক্ষাত নেই। আমারি দোষ, যোগাযোগ হয়ে ওঠে নি। কেমন আছো?
  • Samik | 122.162.75.254 | ২৯ নভেম্বর ২০১০ ১৪:৩৯452830
  • রূপঙ্করবাবু,

    :-) :-) :-)
  • Biplob Rahman | 202.164.213.4 | ২৯ নভেম্বর ২০১০ ১৬:৪৮452831
  • জনৈক হত্‌কমল-এর 'থ্যাঙ্কসগিভিং ডে: মুদ্রার উলটো পিঠের কথা' স্বনামে লেখা হলে অসুবিধা কী ছিলো? ছদ্মনামে যে কোনো লেখার প্রতি আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই। :(
    তবে ছোট্ট লেখাটি ভালো লাগলো। :)
  • Biplob Rahman | 202.164.213.4 | ২৯ নভেম্বর ২০১০ ১৬:৫২452832
  • নাসরিন সিরাজের 'লং মার্চের ডায়েরি : দ্বিতীয় কিস্তি' ও ভালো লেগেছে। খুব প্রাণোবন্ত লেখা। লেখার সঙ্গে দু-একটি ছবি থাকলে আরো ভালো হতো। চলুক। :)
  • Rupankar Sarkar | 110.227.232.83 | ২৯ নভেম্বর ২০১০ ১৬:৫৭452833
  • রঞ্জন রায়ের বাঙালবাড়ি - আগে পড়া হয়নি বলে অনুশোচনা।
  • Manish | 59.90.135.107 | ২৯ নভেম্বর ২০১০ ১৭:৩২452834
  • হরিদাস পাল = ভরদ্বাজ গোত্র = হরিদাস মুখার্জী

    :-)
  • kallol | 220.226.209.2 | ২৯ নভেম্বর ২০১০ ১৮:০৪452835
  • থ্যাংসগিভিং............ সাংঘাতিক লেখা।
    বিপ্লবকে - ভানুসিংহ, বনফুল, নীললোহিত বা কালকূটে আগ্রহী নন? সত্যি?
  • Blank | 59.93.194.139 | ২৯ নভেম্বর ২০১০ ২৩:১৮452837
  • ২০১০-১৯৭০ = ৮০ !!!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন