এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sovan Basu | 117.200.85.31 | ২০ জুলাই ২০১০ ১৬:৪০453910
  • ব্যর্থ প্রশাসক মমতা রেলমন্ত্রককে নিয়ে নয়ছয় করে সারা দেশের মানুষকে বিপদে ফেলেছে। প:ব:র লোকজন তাড়াতাড়ি এই অপদার্থ মহিলাকে মুখ্যমন্ত্রী করে ফেললে দেশের লোকের প্রাণ বাঁচে। তারপর প:ব:র লোকজন প্রাণ হাতে করে কোথায় পালাতে চাইবে তা মমতার বিদ্‌দ্‌বজনরা বলে দেবে নিশ্চয়।
    সিপিএমের ঘাড়ে সব দোষ চালাবাঅর রাজনীতিতে সিঙ্গুরে টাটা তাড়ানো হল, রেল দুর্ঘটনাগুলো চলছে। অত:কিম?
  • Arpan | 216.52.215.232 | ২০ জুলাই ২০১০ ১৬:৫৫453921
  • বিধানসভা নির্বাচন এগিয়ে আনুন। যাতে দেশের লোকের প্রাণ বাঁচে। বিমানবাবু বুদ্ধবাবুকে রাজি করান।
  • Manish | 59.90.135.107 | ২০ জুলাই ২০১০ ১৭:০১453932
  • মমতা:
    Bengal Raiway Minister ???????????
  • til | 220.253.181.141 | ২০ জুলাই ২০১০ ১৭:১৪453943
  • একটি কাল্পনিক রচনা লিখ:
    মমতা প:ব: র মুখ্যমন্ত্রী
    বু ভ ভারতের রেলমন্ত্রী।
  • aka | 168.26.215.13 | ২০ জুলাই ২০১০ ১৮:১১453954
  • এইটা না লজিকালি বুইতে পারছি না।

    ধরে নিলাম মমতা অপদার্থ, তাহলে মন্ত্রীর সাথে সাথে যারা রোজ রেল চালাচ্ছে যেমন ড্রাইভার, গার্ড, ক®¾ট্রালার সবাই এমন অপদার্থ হয়ে গেল কিকরে?

    আমার ধারণা মন্ত্রীরা পলিসি নির্ধারণ করে, আর সরকারী কর্মীরা সেই পলিসি ইমপ্লিমেন্ট করে। মমতা কি এমন পলিসি নিলেন বা এক্সিটিং পলিসি চেঞ্জ করলেন যে রোজ রোজ দূর্ঘটনা ঘটছে?

    ডি:, মমতাকে অপদার্থ বা পদার্থ কোনটাই প্রমাণ করা উদ্দেশ্য নয়, শুধু লজিকালি ব্যপারটা বুইতে চাইছি, মমতার রেজিগনেশন চাওয়াটা কি শুধুই নি-জার্ক রিঅ্যাকশন না সত্যই কোন সারবত্তা আছে। বিমান বাবু, কিন্তু পদত্যাগ দাবী করেন নি, আমার মতে ঠিকই করেছেন, বিচক্ষণতার পরিচয়।
  • pipi | 78.52.233.5 | ২০ জুলাই ২০১০ ১৮:৪৬453965
  • প্যাসেঞ্জার সেফটি, যান্ত্রিক ত্রুটি জনিত দূর্ঘটনা বন্ধ করা এইসব ব্যাপারে পলিসি ইমপ্লিমেন্ট না করে যিনি খালি স্টেডিয়াম, মল, হাসপাতাল, কারখানা, ইস্কুল এইসব ঢপবাজীর কুমীরছানা দেখিয়ে শিল পুঁতে বেড়ান তাঁর তো অপদার্থতা শিকার করে পদত্যাগ করাই উচিত।
    অন্যদিকে, পশ্চিমবঙ্গেই হঠাৎ এত ঘনঘন রেল দূর্ঘটনা ঘটছে কেন? ওনার কথামত যদি এসব ওনাকে অপদস্থ করার জন্য অন্যদের চক্কান্তই হয়ে থাকে তো তাহলেও ওনার সরে যাওয়া উচিত। লোকের প্রাণটা অ্যাটলিস্ট বাঁচবে।
  • PT | 203.110.247.221 | ২০ জুলাই ২০১০ ১৮:৫৬453969
  • কালকে একজন টিভির আলোচনাতে জানালেন যে:

    ১) ""আগে"" একটি ট্রেনকে ৬ ঘন্টা ধরে সেফটি-সিকিউরিটি পরীক্ষা করা হত। ""এখন"" ৮ ঘন্টাতে তিনটি ট্রেনকে ঐ সব পরীক্ষা করা হয়।

    ২) সারা ভারতে ট্রেনের নিরাপত্তার (পুলিশ নয়) সঙ্গে জড়িত ৮০,০০০ পদে কোন লোক নেওয়া হচ্ছে না।

    ৩) লাইন, সিগন্যাল ইত্যাদি যে সব কাজ গ্যাং ম্যানরা করতেন তার বেশীর ভাগই নাকি আউটসোর্সিং করা হচ্ছে। তাতে নিযুক্ত প্রায় ৯ লক্ষ মানুষ রেলের কর্মচারী না হওয়াতে ১৮০ টাকা রোজের বদলে ৭০-১০০ টাকা রোজে কাজ করছেন।

    সরকারী চাকরীতে লোক নিযুক্ত না করা সরাসরি ভাবে সরকারের সিদ্ধান্ত। আর মমতার আমলে রেলের কোন একটা ভিসন স্টেটমেন্টে প্রতি বছর ১% করে রেলে লোক কমনোর সিদ্ধান্তের কথা বলা আছে।
  • aka | 168.26.215.13 | ২০ জুলাই ২০১০ ১৯:৫৪453970
  • ভ্যালিড পয়েন্টস। কোন খবরের লিং দিতে পারেন। খবর তো দেখতে পারি না।
  • Blank | 203.99.212.54 | ২০ জুলাই ২০১০ ১৯:৫৫453971
  • নতুন এক গাদা ট্রেন এসেছে, তাতে এমনিতেই পুরনো ট্রেন গুলোর schedule ঘেঁটে ঘ। এ তো আমার নিজের হাতে গরম অভিজ্ঞতা।
  • nyara | 122.167.252.92 | ২০ জুলাই ২০১০ ১৯:৫৯453911
  • লালবাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে রেলমন্ত্রীর পদ ত্যাগ করেছিলেন। আজকাল সেসব দুরাশা।
  • santanu | 95.141.130.90 | ২০ জুলাই ২০১০ ২০:১১453912
  • ঐ নৈতিক দায়িত্ব! না হলে মমতা ও ট্রেন চালান না, প্রতিম ও আগুন নেভান না। আর প্রচুর মন্ত্রী আছেন যারা কিছুই করেন না। কিন্তু এই প্লেন আর ট্রেন এ কিছু বামালি হলে প্রচুর লোক মারা যায়, তাতেই ঐ নৈতিক দায়িত্বর কথাটা আসে।

    ঐ মাঙ্গালোরে প্লেন গিয়ে খাদে পড়লো, তাতে নাকি প্রফুল্ল প্যাটেল ও এক আধবার কুঁই কুঁই করে বলেছিলেন রিজাইন করার কথা।

    আর সত্যি মমতার ব্যাপারে আর একটা কথা হলো - এতো ট্রেন আসছে কোথা থেকে? সব ই কি বুদ্ধি করে হচ্ছে!!
  • SC | 128.2.53.210 | ২০ জুলাই ২০১০ ২০:৫৪453913
  • মমতা খারাপ প্রশাসক, এটা তো একটা বাচ্চা ছেলেও জানে। সেইজন্যই এদ্দিন মুখ্যমন্ত্রী হতে পারেনি, সিপিয়েমের শত দোষ সত্বেও জিততে পারেনি।
    রেলে এক আধটা দুর্ঘটনা ঘটলে মমতাকে দায়ী করে খুব একটা লাভ নেই। জ্ঞানেশ্বরী তো দুস্টু লোকেরা ইচ্ছে করে করেছে, ওতে আর মমতা কি করবেন? এই দুর্ঘটনার কারণ ঠিক জানিনা। রেল শুনলাম বলছে ড্রাইভারের দোষ। অবশ্য সে নিজের দোষ ঢাকারও চেষ্টা হতে পারে। যদি মমতার কোনো পলিসির জন্য দুর্ঘটনা ঘটে, তাহলে মমতা দোষী হবেন। তবে দুর্ঘটনার থেকেও বড় কথা তার পরে কি করা হলো। কাল স্টার আনন্দ খুলে যা বুঝলাম, উদ্ধারকাজ খুব একটা ভালোভাবে চলছে না। সেটা বরং অনেক বেশী মমতার দোষ আমি বলব।

    আর সত্যিই তো, রেলের থেকে মমতা প: ব: রাজনীতিতে বেশী সময়নষ্ট করেন। তবে কি জানেন তো, প: ব: র লকেরা মমতাকে ভোট দিচ্ছে এই ভেবে, যে "কত খারাপ আর হবে"। যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বা লালগড়ে না গিয়ে নন্দনে কালচার পোগগামের ফিতে কাটেন, তার থেকে খারাপ হতে গেলে মমতাকেও চেষ্টা করতে হবে বলে মনেহয়, অন্তত শেষ পাঁচ বছরের ইতিহাস তাই বলে।
  • Samik | 122.162.75.6 | ২০ জুলাই ২০১০ ২০:৫৫453914
  • রেলমন্ত্রক এখন আর হাওয়াই চটির মত শস্তা নয়। ওটাই বাংলার মুখ্যমন্ত্রীত্বের সেফ প্যাসেজ। রিসেন্ট পাস্টে সমস্ত রেলমন্ত্রীই আগে বা পরে মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহার যা পারে, বাংলা কেন তা পারবে না? ইত্যাদি।
  • Samik | 122.162.75.6 | ২০ জুলাই ২০১০ ২০:৫৭453915
  • সিপিয়েমের বাওয়ালিতে মমতা কষ্ট না করেই অতদূর এগিয়ে আসতে পেরেছে, এখনও ভাবছে এইভাবেই এগিয়ে যাবো ২০১১ পর্যন্ত।

    এখন জনতা কী ভাবে, সেটাই দেখার। অল্পবিস্তর সন্দেহ দেখা দিচ্ছে, সবার মনেই।
  • PT | 203.110.246.230 | ২০ জুলাই ২০১০ ২২:০৩453916
  • মমতা অন্যদের থেকে খারাপ রেলমন্ত্রী এটা প্রমাণ করা কঠিন কাজ। কিন্তু মমতার সমস্যা হল নিজে ন্যানো তাড়ানো ছাড়া প্রকৃত কিছু ""কাজ"" করে দেখানোর আগেই গলা বাড়িয়ে অন্যদের সমালোচনা করে ফেলেছেন খুব বেশী -- ""আমার ব্রেনে বুদ্ধি আছে আর ওদের মগজে মরুভূমি"" -- তাঁর একটি বিখ্যাত উক্তি। স্টিফেন কোর্ট হাউসের অগ্নিকান্ডের পরে বুদ্ধবাবুকে পদত্যাগ করতে বলেছিলেন। ৯৯-এর অগাস্টে গাইসালের রেল দুর্ঘটনার পরে মমতা তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগও দাবী করেছিলেন। তারা এখন মমতাকে ছাড়বে কেন?
  • Arpan | 204.138.240.254 | ২০ জুলাই ২০১০ ২২:০৮453918
  • ও:, এই কথা। তাহলে তো অসীমবাবুর "বিকল্প অর্থনীতি'র কথাও বলতে হয়। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে যা আমাদের লড়াইয়ের হাতিয়ার। অথচ কী আশ্চর্য, যখন যখন বন্ধু সরকার ক্ষমতায় আসে, তখন কেন্দ্রে অর্থমন্ত্রীর পদ গ্রহণ করে প্রকৃত কিছু "কাজ" করে দেখানোর কথা মাথায় আসে না। এইবার বলুন সেইটা কার সমস্যা?

    পদত্যাগের ব্যপারে একদম একমত। এখুনি ওনার পদত্যাগ করা উচিত। তার জন্য আগে কে করেছেন কে করেননি জানার দরকার নেই।
  • arindam | 59.93.217.44 | ২০ জুলাই ২০১০ ২২:০৮453917
  • মমতাও জানে মমতাকে ভালোবেসে কেউ ভোট দিচ্ছেনা। জাস্ট সি পি এম ফুটুক, আর সহ্য হচ্ছেনা।পুরো প্রশাসনটাকেই পার্টীর নিয়ন্ত্রাধীন করে ফেলেছে।
  • PT | 203.110.246.230 | ২০ জুলাই ২০১০ ২২:৫৪453919
  • কি আশ্চর্য - ভোট দিয়ে ফুটিয়ে দিলেই তো হয়। আর অন্য সব পন্থাই তো সংবিধান বিরোধী। অবিশ্যি-রেল দুর্ঘটনা ঘটলে - নাশকতা আর ভোটে জিততে না পারলে - সায়েন্টিফিক রিগিং...
  • dukhe | 122.160.114.85 | ২১ জুলাই ২০১০ ০৯:৪৬453922
  • পদত্যাগ তো মমতা হামেশাই করে থাকেন । ওতে কোন নতুনত্ব নেই । যেমন নেই সিপিয়েমের পদত্যাগের দাবিতে । বিমানবাবু বলছেন পদত্যাগ চাই না । কিন্তু ওনার এমএলএ রা বলছেন এক্ষুণি পদত্যাগ চাই । নীলোৎপল টিভিতে এসে বলছেন পদত্যাগ চাই না কিন্তু লালবাহাদুরকে মিস করছি । এই নির্ভেজাল খোরাককেই তো কবি বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ।
  • shrabani | 124.124.244.109 | ২১ জুলাই ২০১০ ০৯:৪৬453920
  • এই টইয়ের হেডিং টা ভীষণ চোখে লাগছে, লিখব না ভেবেও, শেষে জানিয়ে গেলাম। ভেতরে লোকে যাই লিখুক, অন্তত হেডিং টা একটু অন্যভাবে লেখা যেতনা!
    এক নজরে টই খুললেই চোখে পড়ছে।
  • | 65.49.88.94 | ২১ জুলাই ২০১০ ১০:০৬453923
  • "As many as 76 new trains have been added by Eastern Railway in the last 14 months but the infrastructure has remained the same, other than the publicised inauguration of double lines on two routes. Posts continue to lie vacant. As much as 19% of the total sanction strength of 5,800 posts for the running staff remain vacant. Each driver is overworked," a senior loco-driver posted at the Eastern Railway headquarters told TOI.

    http://timesofindia.indiatimes.com/india/Railways-rot-as-Mamata-plays-politics-in-Bengal/articleshow/6193608.cms

  • Sibu | 68.27.134.38 | ২১ জুলাই ২০১০ ১০:১০453924
  • আরে লোক নিলেই মাইনে দিতে হবে। তাতে দেশের বাজেট ডেফিসিট বাড়বে। কম লোকে রেল চালানো তো কৃতিত্বের পরিচয়। সেটাকে অপদার্থতার টইতে ঢোকানো কেন?
  • til | 210.193.178.129 | ২১ জুলাই ২০১০ ১১:১৮453926
  • শ্রাবণীর বক্তব্যে ডিটো।
  • | 59.93.242.246 | ২১ জুলাই ২০১০ ১১:১৮453925
  • অপদার্থ মানে কি? খারাপ পদার্থ না নাই-পদার্থ? দুটির যে কোন একটি হলেও মমতার ক্ষমতা আছে। এত গুন বা অপগুনের অধিকারিনী হয়েও টইয়ের পাতায় পাতায় ছেয়ে আছে, থাকছে, থাকবেও হয়তো।

    অপেরা থেকে অপদার্থ, এর পর হবে অপরাধী, তার পর ....., পুরো শক্তি সামন্তর ফিলিমি ছিলিম ভায়া, সব সিনেমার শুরু a দিয়ে।
  • quark | 202.141.148.99 | ২১ জুলাই ২০১০ ১১:৩৭453927
  • তবে আজকের টেলিগ্রাফ অনুযায়ী নতুন ট্রেন বাড়ানোর ব্যাপারে মমতা শুধু লালুকে অনুসরণ ক'রে চলেছেন, অন্তত: দুই আমলের পরিসংখ্যান দেখে তাই মনে হ'ল।
  • dukhe | 122.160.114.85 | ২১ জুলাই ২০১০ ১১:৪৮453928
  • স্লিপারে সাইড বার্থে থ্রি টায়ারটা অনুসরণ না করলেই মঙ্গল ।
  • | 210.193.178.129 | ২১ জুলাই ২০১০ ১৩:১৪453929
  • দিল্লীতে গাদা গাদা ফ্লাই ওভার, হ্যানা তানা হলে কিন্তু কোন দিল্লীওয়ালা কমপ্লেন করে না- কেন শরীরের সব রক্ত মাথায় এসে জমা হচ্ছে!
    এশিয়াড তো হলো দিল্লীতে, ক- গেমস তো গুয়াহাটি হতে পারতো!
  • PT | 203.110.246.230 | ২১ জুলাই ২০১০ ১৩:১৬453930
  • টিকিট সংরক্ষণ কাউন্টারের বানে প: বঙ্গ ভেসে যাচ্ছে, কিন্তু সার্ভিসের নামে কাঁচকলা। ""রেল কর্তৃপক্ষ এখনো পর্যাপ্ত কর্মীর ব্যবস্থা করে ঊঠতে পারেনি""- সৌগত রায় উবাচ।
    http://www.anandabazar.com/archive/1100716/16raj5.htm

    আর যিনি সারাক্ষণই প: বঙ্গের বেকারদের জন্য কেঁদে মরছেন তাঁর হাত দিয়ে প্রকাশিত রেলমন্ত্রকের ভিসন স্টেটমেন্ট:
    As a corporate policy, Indian Railways has set itself a goal of 1% reduction in the sanctioned strength per annum, assuming a 3% annual natural attrition, to reach an equilibrium
    level of right-sized staff-strength."
    page 32: http://www.indianrailways.gov.in/indianrailways/VISION%202020_Eng_SUBMITTED%20TO%20PARLIAMENT.pdf

  • Samik | 121.242.177.19 | ২১ জুলাই ২০১০ ১৩:২৮453931
  • সেই এককালে লিখেছিলাম, সমস্ত পাঁউরুটি আর ঝোলাগুড়ই রাজধানীকেন্দ্রিক। তাই সাজানো দিল্লিতে সবকিছু আরো সেজে ওঠে, পাশেই উত্তরপ্রদেশে কয়েকশো মেট্রিক টন গম খাদ্য দপ্তরের গুদামে পচে নষ্ট হয়ে যায় আর রোজদিনকার মত আজ রাতেও কত লাখ বাচ্চা যেন খালিপেটে ঘুমোতে যাবে?

    ক-গেম্‌স দিল্লিতে হবে এ আর আশ্চর্য কী! ঐ পাঁউরুটি আর ঝোলাগুড়ের লোভেই তো আমিও ব্যান্ডেল থেকে দিল্লি এসেছি।

    কলকাতাতেও তো একই কালচার চলে। ফ্লাইওভার হবে, কলকাতায়, অ্যাপোলো কি পিয়ারলেসের হাসপাতাল হবে, কলকাতায়, বৃহত্তম বইমেলা হবে, কলকাতায়, মেট্রো রেল হবে, কলকাতায়; আমলাশোল, নানুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, গাজোল, একলাখি, মাথাভাঙা এরা আজ থেকে সত্তর বছর আগেও যেখানে ছিল, আজও সেখানেই থাকবে। উন্নয়ন বলতে, বড়জোর দু একটি স্টেট ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংকের এটিএম।
  • | 210.193.178.129 | ২১ জুলাই ২০১০ ১৩:৪৪453933
  • যে কটি সংরক্ষণ কাউন্টার আছে, সেখানেও কেন কাজ হয় না? হচ্ছে,হবে অথবা কাল কি রন্না হয়েছিল তার গল্প চলে যখন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন