এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সারা বিশ্বের বৃষ্টির / বর্ষার গান

    Sourav
    অন্যান্য | ০৯ জুন ২০১০ | ৬২৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sourav | 117.194.204.13 | ০৯ জুন ২০১০ ২০:৫৩456339
  • সুতোর নামেই বোঝা যাচ্ছে, শুধু মেঘমল্লার নয়, অন্যান্য সংস্কৃতিরও বর্ষার গান চাই | আর সেগুলো শুনতে শুনতেই যেন এবার বর্ষা আসে |
  • kallol | 115.242.145.50 | ১০ জুন ২০১০ ১০:১৭456377
  • আয় বৃষ্টি ঝেঁপে / ধান দেবো মেপে / ধানের মধ্যে পোকা / জামাইবাবু বোকা

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর / নদেয় এলো বান / শিব ঠাকুরের বিয়ে হবে / তিন কন্যে দান / এক কন্যে রাঁধেন বাড়েন / আর কন্যে খান / আর কন্যে গোঁসা করে / বাপের বাড়ি যান
  • samran | 117.194.98.25 | ১০ জুন ২০১০ ১১:১৫456388
  • আমাগো দ্যাশের গান। মেঘ লইয়া। পিচ্চিকালে খরার সময় দলে দলে পোলাপাইনে যখন গামছা পইরা হাতে টুকরি লইয়া এই গান গাইয়া বাড়ি বাড়ি যাইয়া উঠানে উঠানে নাচ করত, গান করত, এই গান। আমারও খুব সাধ হইত, আম্মো জামু হেগো লগে, আর গান গাইমু! কুনোদিন যাইতে পারি নাই, এমনকী মুখে আনতেও পারি নাই এই সাধের কথা। রোজদিন মেঘ নামত না, কিন্তু মাঝে মাঝে নামত। আশমান কালা কইরা গুরু গুরু ডাক দিয়া মেঘ নামত। আর আমি আফসোস করতাম, আহারে, সবে মিল্যা গান গাইয়া কেমন মেঘ নামাইল, আমি যাইতে পারলাম না হেগো লগে, গানও গাইতে পারলাম না।

    দিন কয় আগে ঢাকা থেইকা একখান পার্সেল আইল, কয়েকটা সিডি। "মাহবুব পিয়াল' পাঠাইসেন। দুই নম্বর অ্যালবাম "মেঘরাজা'-তে দেখি সেই গান!! কয়েকখান লাইন মনেই আছিল, তয় পুরাটা না, পিয়াল ভাইয়ের গান থেইকা টুকলি দিলাম --

    মেঘরাজারে তুই আমার সোন্দর ভাই
    একগুড়ি মেঘের লাইগ্যা ঘরি ভিজ্জা যায়

    দুয়ার ভিজ্জা যাইতে যাইতে মনায় মারল ফাল
    এক উষ্টাদা ফালাই দিমু কচু খেতের ফাইল।

    কচুপাতার পানিফুডি টলমল করে
    মার চোখের পানিফডি বুক বাইয়া পরে

    মেঘ দিলা যেমুন তেমুন উঠান ভিজল না
    নবী সইত্য আল্লাহ কেন মেঘ দিলায় না

    বেঙের ঝিয়ের বিয়া, সোনার মেডল দিয়া
    আ'লো বেঙ মেঘ দিয়া যা

    মেঘ দিলা যেমুন তেমুন উঠান ভিজল না
    নবী সইত্য আল্লাহ কেন মেঘ দিলায় না

    হউরা খাইল লোকে ধান খাইল পুকে
    মেঘা মেঘি বইয়া রইছে গাঙের কূলে।
  • lcm | 69.236.171.60 | ১০ জুন ২০১০ ১১:২৩456399
  • রিমঝিম গিরে সাওন
    সুলগ সুলগ যায়ে মন্‌
    ভিগি আজ ইস্‌ মৌসম মে,
    লাগি ক্যায়সি ইয়ে আগন্‌

    পহলে ভি ইয়্যু তো বরসে থে বাদল,
    পহলে ভি ইয়্যু তো ভিগা থা আঁচল
    ....
  • Bratin | 125.18.17.16 | ১০ জুন ২০১০ ১১:৩৯456410
  • মাদার সিনেমা তে মান্না দে... দীপঙ্করের লিপে

    এই বৃষ্টিতে ভিজে মাটি
    চলো চলে যাই তুমি আমি
    ....

    দেবদাস ছবিতে সৌমিত্রে লিপে মান্না দে

    "শাওন রাতে যদি স্মরনে আসে মোরে
    বাহিরে ঝড় ও বহে নয়নে বারি ঝরে

    নমহালাল ছবিতে অমিতাভে র লিপে কিশোর

    'আজ রপট যায়ে তো হামে না ওঠাই ও
    হামে যো ওঠাই তো খুদ ভি রপট যাই ও"
  • Bratin | 125.18.17.16 | ১০ জুন ২০১০ ১১:৪২456421
  • 'অফসানা প্যার কা' সিনেমা য় আমীরের লিপে কে(?)

    "টিপ টিপ বারিশ শুরু হো গয়ে
    মানে ইয়া না মানে তু মেরি হো গয়ে"

  • sumeru | 117.194.98.25 | ১০ জুন ২০১০ ১১:৫০456432
  • As coisas vulgares que há na vida
    Não deixam saudades
    Só as lembranças que doem
    Ou fazem sorrir

    Há gente que fica na história
    da história da gente
    e outras de quem nem o nome
    lembramos ouvir

    São emoções que dão vida
    à saudade que trago
    Aquelas que tive contigo
    e acabei por perder

    Há dias que marcam a alma
    e a vida da gente
    e aquele em que tu me deixaste
    não posso esquecer

    A chuva molhava-me o rosto
    Gelado e cansado
    As ruas que a cidade tinha
    Já eu percorrera

    Ai... meu choro de moça perdida
    gritava à cidade
    que o fogo do amor sob chuva
    há instantes morrera

    A chuva ouviu e calou
    meu segredo à cidade
    E eis que ela bate no vidro
    Trazendo a saudade

    Translation in English
    এই রকম দাড়াবে

    Things which are distasteful in life
    Leave us with no longing
    Only the memories which hurt
    Or make us smile

    There are people who make history
    In the history of people
    And others we can't even
    Remember their names

    They are emotions that give life
    To the longing I carry
    Those which I had with you
    And ended up losing

    There are days that mark the soul
    And life of people
    And the day you left me
    I cannot forget

    The rain drenched my face
    Cold and tired
    The streets of the city
    Each one I have wandered
    Oh, my lost child lament
    Cried out to the city
    That love's fire under the rain
    Had died instants ago

    The rain heard and kept
    My secret from the city
    And listen to how it beats on the glass
    Bringing that nostalgia back


    ফদো সংগীত। মার্জিয়ার গলায় তা কেমন শুনে দেখুন।

    #!

  • ranjan roy | 122.168.170.215 | ১০ জুন ২০১০ ১২:৫৬456443
  • সামরান,
    আমার ঠাকুমা গাইতেন:

    ম্যাঘরাজা রে! তুইনি আমার সোন্দর ভাই?
    এক ছিডা পানি দিলে জলির ভাত খাই।।

    শ্যাম বেনেগালের জুনুন ফিল্ম থেকে, আশা'র গলায়:
    ঘিরি আয়ী কালি ঘটা মতওয়ালি, শাওন কী আয়ী বাহার।
    ---- ----
    অঙ্গনা মেঁ ভিগি, অটরিয়া মেঁ ভিগি,
    ভিগি সজনুয়াঁ কে সঙ্গ।

    সুমন কল্যাণপুরের গলায়:
    গরজত বরসত শাওন আয়ো রে!

    ছত্তীসগঢ়িতে :
    রিমির ঝিমির বরষে পানি।
    বা
    বরষারানি, ঝুমকে বরষো।

    রবীন্দ্রনাথ:
    ঐ আসে ঐ অতি ভৈরব হরষে।

    ধুস্‌ শালা! কোন লাভ নেই। গত একমাস ধরে ৪৬ থেকে ৪৭ ডিগ্রি। বৃষ্টির দেখা নেই। আজ মেঘলা হয়ে ৪০। কলের জল ফুটছে। আর সাতদিন এমনি চললে আমার জনাজা নিকলেগা। কোঈ সন্দেহ নহীঁ।
  • Suman | 121.242.177.19 | ১০ জুন ২০১০ ১৩:৫৪456454
  • এসো, করো স্নান নবধারাজলে বলবে কী আর
    শহরে বৃষ্টি, জলকাদা মাখা নোংরা দেদার
    গীতবিতানের শুকনো পাতায় বরষার গান
    রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন, বৃথাই ভেজান।

    নীপবন নেই, শহরে রয়েছে ভরা নলবন
    সিরিয়ালে দেখা হিরো-হিরোয়িন সাজানো দুজন
    (তারপরের লাইনটা কী যেন?)
    এসো হে আষাঢ়, ছাতায় তোমায় বরণ করি।

    প্রতিবেশি মাঠে গেল-বরষায় দেখেছি সবুজ
    এই বরষায় সেখানে উঠেছে বাড়ি-গম্বুজ
    প্রোমোটার শোনে টাকার অঙ্কে বরষার গান
    রবীন্দ্রনাথ একলা ভেজেন, আমাকে ভেজান।

    এসো, করো স্নান নবধারাজলে বলবে কী আর
    রিয়েল এস্টেট শোনে কি কখনও মেঘমল্লার ...
  • Suman | 121.242.177.19 | ১০ জুন ২০১০ ১৪:৩৫456340
  • কখনো মেঘ ঘুঙুর পরে, নাচবে বলে
    কখনো মেঘ নাচতে নেমে ছন্দ ভোলে
    ...
    কখনো মেঘ ঘর ছাড়ার হাতছানি
    কখনো মেঘ ঘরে ফেরার হয়রানি
    ...
    কখনো মেঘ ছাতায় ছাতা মহানগর
    কখনো মেঘ ভাসায় পথ, ভাসায় ঘর
    ঘর বেঁধেছে পথের ধারে যাদের দল
    তাদের কাছে মেঘ মানেই নোংরা জল

    সেই জলেতে বেদম ভিজে একটা লোক
    মেঘদূতের নাম রেখেছে, আহাম্মক।
  • kallol | 115.242.223.113 | ১০ জুন ২০১০ ১৪:৪৫456351
  • আল্ল ম্যাঘ দে পানি দে
    ছায়া দে রে তুই.....
  • Arijit | 61.95.144.122 | ১০ জুন ২০১০ ১৪:৫১456362
  • রেইন রেইন গো অ্যাওয়ে
    কাম আগেইন অ্যানাদার ডে
    লিট্‌ল জনি ওয়ান্টস টু প্লে
    রেইন রেইন গো অ্যাওয়ে

    ইন্সি উইন্সি স্পাইডার
    ক্লাইম্বিং আপ দ্য স্পাউট
    ডাউন কেম দ্য রেইন
    অ্যাণ্ড ওয়াশড দ্য স্পাইডার আউট
    আউট কেম দ্য সানশাইন
    অ্যাণ্ড ড্রায়েড আপ অল দ্য রেইন
    ইন্সি উইন্সি স্পাইডার
    ক্লাইম্বড আপ দ্য স্পাউট আগেইন।

    এগুনো চলবে? ;-)
  • Suman | 121.242.177.19 | ১০ জুন ২০১০ ১৪:৫৩456370
  • মন খারাপ করা বিকেল মানেই, মেঘ জমেছে
    দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে।

    ঘর আবছায়া, আর ভেজা ভেজা হাওয়ায় ঢাকা,
    মাথার ওপর মিছিমিছি ঘুরছে পাখা।

    সরগরম কিন্তু বাইরে রাস্তা, পানের দোকান
    রেডিওতে হঠাৎ একটা পুরনো গান
    (শান্ত নদীটি পটে আঁকা)

    তার সুরটা চেনা চেনা বলেই ছোঁয়াচ লাগে
    কলকাতাতে সন্ধ্যে নামার একটু আগে।
  • Arijit | 61.95.144.122 | ১০ জুন ২০১০ ১৪:৫৬456371
  • I hear thunder, I hear thunder
    Hark don’t you? Hark don’t you?
    Pitter patter raindrops
    Pitter patter raindrops
    I’m wet though, I’m wet through!

  • Bratin | 125.18.17.16 | ১০ জুন ২০১০ ১৫:৫৫456372
  • এটা ঠিক বৃষ্টি নয় তবু ও....

    মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা
    ......
  • AG | 125.18.104.1 | ১০ জুন ২০১০ ১৭:০৯456373
  • এই মেঘ্‌লা দিনে একলা, ঘরে থাকে নাতো মন
    কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রন
    যুথী বনে এই হাওয়া, করে শুধু আসা যাওয়া
    হায় হায় গো, দিন যায় গো
    ভরে আন্ধারে ভুবন।
  • rabaahuta | 203.99.212.54 | ১০ জুন ২০১০ ১৭:২৪456374
  • বাসে বাসে ঘেমো ভীড় প্যাচপ্যাচে কাদা
    সটান আছাড় খেলো পাড়াতুতো দাদা
    কেবলের লাইন গেছে ঝিরি ঝিরি স্ক্রীনে
    নীল ছবি ভোগে গেল হতাশ জীবনে
    খক খক কাশি আর সর্দিতে ম্যাগো
    উদরে আমাশা হয়, ছুটে মরে হেগো
    এমনো শ্রাবণো দিনে ট্রাফিকের জাল
    বাড়ি ফেরা বড়ো দায় পথে কাটা খাল
    সে খালে কুমীর কাঁদে পথে কাঁদে কবি
    ম্যানহোলা ঢাকা খোলা ভুলে গেছে ভবী
  • vikram | 193.120.76.238 | ১০ জুন ২০১০ ১৭:৩৯456375
  • "কেবল লাইন গেছে" ...
  • Kartuj | 125.20.3.146 | ১০ জুন ২০১০ ১৭:৪৮456376
  • 'কেব্‌ল লাইন গেছে' মানে?
  • Shibanshu | 59.97.225.240 | ১০ জুন ২০১০ ১৮:৩০456378
  • মেঘের প্রেসক্রিপ্‌শন:-
    (বিফলে মূল্য ফেরৎ)

    রাগ মেঘ : নিখিল বন্দোপাধ্যায়, ভীমসেন যোশি
    রাগ মিয়াঁ কি মল্‌হার: দামোদর বিষ্ণু পালুসকর, ভীমসেন যোশি, বিলায়ত খান, সঞ্জীব অভয়ংকর

    রাগ নট মল্‌হার: রবিশংকর, ভীমসেন যোশি

    কজরি: গিরিজা দেবি, শোভা গুর্তু

    গরজ গরজ তু আরে বদরিয়া : মান্না দে

    মেঘা ছায়ে আধি রাত : লতা
  • aka | 168.26.215.13 | ১০ জুন ২০১০ ১৯:২৩456379
  • কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত
    কহনি থি তুমসে জো ইয়ে দিল কি বাত

    কথায় খুঁজে পাওয়া যাবে না, বৃষ্টির স্বাদ পেতে পিকচারাইজেশনটা দেখতে হবে।

    পরবর্তী কালে এই ঘরানার অনেক বর্ষার গান হয়েছে যেমন

    টিপ টিপ বরষা পানি
    পানি নে আগ লাগায়ি

    কিন্তু বর্ষা, মেঘ হ্যানাত্যানা থাকলেই যেমন বর্ষার কবিতা হয় না, তেমনই খানিক জল ছেটালেই বর্ষার গান হয় না।
  • Arpan | 204.138.240.254 | ১০ জুন ২০১০ ১৯:৪৯456380
  • শ্রী ৪২০-এর সেই অমর গানটা। প্যার হুয়া, ইকরার হুয়া। একটা ছাতার তলায় রাজ কাপুর আর নার্গিস।

    মি: ইন্ডিয়া-ফিন্ডিয়া ওই চলেবল গোছের।
  • Nina | 64.56.33.254 | ১০ জুন ২০১০ ২১:১৩456381
  • জিন্দগি ভর নহী ভুলেগি
    য়ো বরসাত কি রাত
    এক আনজান হসিনা সে
    মুলাকাত কি রাত----
    হায় য়ো রেশমি zউল্ফোসে
    বরসতা পানী
    ফুল সি গালো পে রুকনে কো
    তরসতা পানি
    দিল মে তুফান উঠাতে হুয়ে
    দিল মে তুফান উঠাতে হুয়ে
    হালাত কি রাত----

    আহা--কি অপূর্ব্ব---এমন করে কেউ গাইলে তবেই না বৃস্টিতে ভেজ সার্থক।
  • Zzzz | 99.227.241.164 | ১০ জুন ২০১০ ২২:০৮456382
  • এক্‌ লড়কি ভিগি ভাগি সি
    শোতি রাতোঁ মে জাগিসি
    মিলি এক্‌ অজ্‌নবিসে কো-ই আগে না পীছে
    তুমভি কহো ইয়ে কো-ই বাত হ্যায়
  • sda | 117.194.194.184 | ১০ জুন ২০১০ ২২:৫৪456383
  • It's just one more day
    No one said
    There would be rain again
    Won't blame it on myself
    I'll blame it on the weatherman
    Get away for a while
    Here I am out on my own again
    Won't blame it on myself
    I'll blame it on the weatherman

    Standing on the shore
    Calling out your name
    I was here before
    I could see your face
    Only clouds will see
    Tears are in my eyes
    Empty like my heart
    Why did you say goodbye

    The rain goes on (on and on again)


    - B-WITCHED
  • Samik | 122.162.75.254 | ১০ জুন ২০১০ ২৩:২১456384
  • কালি ঘটা ছায়ে মোরা জিয়া তরসায়ে
    অ্যায়সে মে কহিঁ কোই মিল জায়ে
    বোলো কিসকো ক্যা জায়ে, সইয়াঁ,
    কিসকো ক্যা জায়ে, সইয়াঁ,
    কিসকো ক্যা জায়ে?

    *** *** ***

    ঘন মেঘের আঁধার হল দেখে
    ডাকতেছিল শ্যামল দুটি গাই
    শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
    কুটীর হতে ত্রস্ত এল তাই
    আকাশ পানে হানি যুগল ভুরু
    শুনলে বারেক মেঘের গুরু গুরু
    ----
    এমনি করে কালো কাজল মেঘ
    জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে
    এমনি করে কালো কোমল ছায়া
    আষাঢ় মাসে নামে তমাল বনে
    এমনি করে শ্রাবণ রজনীতে
    হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে
  • Nina | 64.56.33.254 | ১০ জুন ২০১০ ২৩:২৮456385
  • বরষো রে, মেঘা মেঘা
    বরষো রে মেঘা মেঘা
    বরষো রে মেঘা বরষো
    মীঠা হ্যায় কোসা হ্যায়
    বারিশ কা বোসা হ্যায়
    কোসা হ্যায় কোসা হ্যায়
    বারিশ কা বোসা হ্যায়--

    নন্না রে নন্না রে নন্না রে----

  • Arpan | 122.252.231.10 | ১০ জুন ২০১০ ২৩:৩৭456386
  • নবধারাজলে

    মন মানে না বৃষ্টি হলো এত
    সমস্ত রাত ডুবো-নদীর পারে
    আমি তোমার স্বপ্নে-পাওয়া আঙুল
    স্পর্শ করি জলের অধিকারে।

    এখন এক ঢেউ দোলানো ফুলে
    ভাবনাহীন বৃত্ত ঘিরে রাখে-
    স্রোতের মতো স্রোতস্বিনী তুমি
    যা-কিছু টানো প্রবল দুর্বিপাকে

    তাদের জয় শঙ্কাহীন এত,
    মন মানে না সহজ কোনো জলে
    চিরদিনের নদী চলুক, পাখি।
    একটি নৌকো পারাবারের ছলে

    স্পর্শ করে অন্য নানা ফুল
    অন্য দেশ, অন্য কোনো রাজার,
    তোমার গ্রামে, রেলব্রিজের তলে,
    ভোরবেলার রৌদ্রে বসে বাজার।

    (উৎপল কুমার বসু)
  • anandaB | 170.35.224.64 | ১১ জুন ২০১০ ০৩:১৫456387
  • সুমন - কে, মাঝের লাইন টা খুব সম্বভত

    "এ ডাল নৌক শহুরে লেকের প্রমোদ তরী"

    শিবাংশু - ঐ লিস্টে আরো একটা যোগ হবে... উস্তাদ রশিদ খানের মেঘ মল্লার, 'গরজে ঘটা ঘন', actually পুরো album টাই
  • Shuchismita | 71.201.25.54 | ১১ জুন ২০১০ ০৭:৫৩456389
  • এমন দিনে তারে বলা যায়
    এমন ঘনঘোর বরিষায়
    এমন দিনে মন খোলা যায়

    এমন মেঘস্বরে
    বাদল ঝরঝরে
    তপনহীন ঘন তমসায়
    এমন দিনে তারে বলা যায়

    সে কথ শুনিবে না কেহ আর
    নিভৃত নির্জন চারিধার
    দুজনে মুখোমুখি
    গভীর দুখে দুখী
    আকাশে জল ঝরে অনিবার
    জগতে কেহ যেন নাহি আর

    সমাজ সংসার মিছে সব
    মিছে এ জীবনের কলরব
    কেবলই আঁখি দিয়ে
    আঁখির সুধা পিয়ে
    হৃদয় দিয়ে হৃদি অনুভব
    আঁধারে মিশে গেছে আর সব

    তাহার এ জগতে ক্ষতি কার
    নামতে পারি যদি মনভার
    শ্রাবণ বরিষনে
    একদা গৃহকোনে
    দু'কথা বলি যদি কাছে তার
    তাহাতে আসে যাবে কি বা কার

    ব্যাকুল বেগে আজ বহে বায়
    বিজুলী থেকে থেকে চমকায়
    যে কথা এ জীবনে
    রহিয়া গেল মনে
    সে কথা আজি যেন বলা যায়
    এমন ঘনঘোর বরিষায়
    এমন দিনে তারে বলা যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন