এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ডেবিয়ান -৫ লিনাক্স

    sda
    অন্যান্য | ০৩ জুন ২০১০ | ৪১২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • sda | 117.194.196.162 | ০৩ জুন ২০১০ ০১:৪১457051
  • লিনাক্স এর সঙ্গে আমার চিরকালই একটা লাভ-হেট রিলেশনশিপ আছে। পপুলার ডিস্ট্রো গুলো র সবচেয়ে বড় চাপ হল মাল্টিমিডিয়া কোডেক গুলো থাকে না, সব কিছু ধরে নেয় ইউজার নেট থেকে নামাবে , কিন্তু আনলিমিটেড নেট আর কতজনের আছে। আর বেশির ভাগ ডিস্ট্রোতেই X-Windows এ ঝামেলা থাকে, হয় বাগ থাকে আর না হয় ডিবাগ বিল্ড দিয়ে দেয় - যেটা সাধারনত স্লো হয়। উবুন্টুতেও এই ঝামেলা দেখেছি। অনেক সফ্‌টওয়ার কলেজ থেকে সোর্স কোড নামিয়ে নিজের মেশিনে কম্পাইল করতে হয়, তবে বেশির ভাগ বন্ধুকে এই পথ নিতে বললে চরম গালাগাল খাওয়ার চান্স আছে। আর একট সমস্যা হল ফেডোরা বা সুজে র নতুন ভার্সান গুলো আমার পুরানো মেশিনে খুব স্লো চলে।
    তবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি ডেবিয়ান ৫ ব্যবহার করে। প্যাকেজ টা ৫ টা DVD র , কিন্তু সাধারন কাজের জন্য প্রথম ডিস্ক টাই কাফি। কি করে একটা DVD তে অত কিছু দেয় কে জানে, কিন্তু অসা জিনিস। সব মাল্টিমিডিয়া ফাইল চলছে। C/C++/JAVA র জন্য ডেভেলপমেন্ট প্যাকেজ আছে। GNOME,KDE,FLUXBOX,XFCE,LXDE কি নেই ! আমার পি-৪ ,৫১২ এম বি তে উইন্ডোস এর থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। এক মাস ব্যবহার করেও কোন বাগ পাই নি। Wine দিয়ে উইন্ডোস এর প্রোগ্রাম ও খাশা চলছে।
    একটাই জিনিস অল্প চাপে রেখেছে - একটু পুরানো মাদারবোর্ডে (865,915) Grub এর অপ্‌শন গুলো আসতে অনেকটা সময় নিচ্ছে- প্রায় ২-৩ মিনিট। নতুন মেশিনে এই প্রব্লেম নেই।
  • sinfaut | 117.194.192.43 | ০৩ জুন ২০১০ ২৩:১৭457062
  • যতবারই আমার হার্ডডিস্কে কিছু ঝাড় খাই, ততবার ভাবি এই ডেবি -৫ লাগাবো, কিন্তু সে আর হয়ে ওঠে না।
  • sda | 117.194.197.118 | ০৪ জুন ২০১০ ০০:৩৫457073
  • @sinfaut
    দরকার হলে একটা ছোট পার্টিশান কেটে নিয়ে ডেবি লাগিয়ে নিন। আমার লিনাক্স রুট পার্টিশানটা ৬ জিবি। ফাঁকা আছে ১.৫ জিবি। স্পেসের অভাবে সোয়াপ দিতে পারি নি। কিন্তু পারফর্মেন্স ভালই।
    ReiserFS ফাইল সিস্টেম এর সাপোর্ট ও ভালই আছে দেখলাম। EXT2/EXT3 র থেকে অনেক ভালো স্পিড।
  • bitoshok | 128.101.220.108 | ০৪ জুন ২০১০ ০১:২৫457084
  • ReiserFs আর রেকমেন্ডেড নয়। রাইজার জেলে ঢোকার পর এদের ডেভেলপমেন্ট ভালো এগোচ্ছে না। ডেবিয়ানের জন্য একটা তুল্যমুল্য আলোচনা:

    http://www.debian-administration.org/articles/388
  • sda | 117.194.196.118 | ০৪ জুন ২০১০ ০২:৩০457095
  • @bitoshok da
    থ্যান্‌কু। নেট এ অনেকেই বলছে ext2/3 ইউজ করতে। তবে লো রিসোর্স সিস্টেমে রাইজার বা এক্সেফেক্স এর স্পিড একটু হলেও ভালো মনে হয়। যদ্দিন না কোনো মেজর ঘাপলা হয় তদ্দিন এক্সপেরিমেন্ট করে দেখি !
  • Arijit | 61.95.144.122 | ১৪ জুলাই ২০১০ ১৭:৫৬457100
  • কাল যখন পুরো রি-ইনস্টল করতেই হবে তখন এইটে করেই দেখবো। প্রথম সিডিটা নামাতে দিয়েছি।
  • sda | 117.194.192.89 | ১৪ জুলাই ২০১০ ২২:০৫457101
  • সিডি ? ডিভিডি নয় ?
  • Arijit | 61.95.144.122 | ১৫ জুলাই ২০১০ ০৯:৫১457102
  • হুঁ - ওদের সাইটে তো বল্ল প্রথম সিডি দিয়েই কাজ চলে যাবে। সিডিটা ৭০০মেগ, ডিভিডি সাড়ে চার গিগ। তাই সিডিটাই নামালুম, বাকি প্যাকেজ ম্যানেজার দিয়ে করে নেবো। তবে ডুয়াল বুট করবো - ফেডোরা ১৩ আর ডেবিয়ান। নেটে ঘেঁটে মনে হল ডেবিয়ান হল স্টেবল তবে একটু পুরনো। অনেকদিন ধরে ফেডোরা ব্যবহার করছি বলে ফেডোরা-র "কাটিং এজ'-এর ওপর একটু দুর্বলতা আছে, তাছাড়া রেডহ্যাটে অভ্যেস হয়ে গেছে...

    আরো একটা ঘেঁটে দেখার ইচ্ছে আছে - লিনাক্স মিন্ট। এটা নাকি দারুন। এবং স্ক্রীনশট দেখলুম - এতে উইন্ডোজের "স্টার্ট'-এর মতন একখান "মেনু' বাটন আছে, যারা "স্টার্ট' না থাকলে আটকে যায় তাদের সুবিধার জন্যে;-)
  • bachchha chhele | 203.78.217.151 | ১৫ জুলাই ২০১০ ১০:০৩457103
  • নোকিয়া PCSuite এর লিনাক্স ভার্সান নেটে পাচ্ছি না. আর হ্যাঁ, গেমও খেলতে পারছি না.
  • Blank | 203.99.212.54 | ১৫ জুলাই ২০১০ ১১:২২457052
  • কেউ একটু উবন্টু স্টুডিও নামিয়ে দেখো না, কেমন হয়েছে
  • sda | 117.194.198.205 | ১৫ জুলাই ২০১০ ১৯:০১457053
  • মিন্ট অসা জিনিস , এখন ঐ থেকেই নেট করছি :-)।
    খুব ভালো UI , BASH টার্মিনাল গুলো ও এতো ভালো কি বলবো, কোনো টুল ,যেটা ইন্‌স্‌টলড নেই সেটা চালাতে চাইলে কোন কোন প্যাকেজে পাওয়া যাবে সেটাও বলে দেয় , আর বেশ লাল নীল সবুজ লেখা আসে টার্মিনালে।
    অডিও কোডেকগুলো সব ই আছে , আর প্রোপাইটারি কোডেকগুলো র জন্য VLC ও আছে in builtcvlc নামে একটা প্রোগ্রাম দিয়েছে দেখ্‌লাম যেটা দিয়ে টার্মিনাল মোডই গান চালানো যায় , ভিডিও এখনো ট্রাই করিনি।
  • sda | 117.194.198.205 | ১৫ জুলাই ২০১০ ১৯:০৭457054
  • @ বাচ্চা ছেলে :

    উইন্ডোজ লাগাও , মশা মারতে কামান দাগবে কেন ?
  • sda | 117.194.198.205 | ১৫ জুলাই ২০১০ ১৯:১২457055
  • তবে মিন্ট এ একটা বাজে কাজ করেছে, vim আর emacs দেয় নি, বাধ্য হয়ে nano বলে একটা কুচো এডিটর ইউজ করছি।
  • nyara | 122.167.169.165 | ১৫ জুলাই ২০১০ ১৯:১৯457056
  • আমি প্রথম উবুন্তু স্টুডিও নাবিয়েছিলাম। গ্র্যাফিক্সের কাজের জন্যে জানিনা, কিন্তু অডিও-ভিডিওর জন্যে, বিশেষত: ভিডিও-র জন্যে ইন-অ্যাডেকোয়েট।

    উবুন্তুর ডিফল্ট মিডিয়া প্লেয়ার এমপ্লেয়ারেও CLI-তে গান শোনা যায়। উবুন্তুতেও কোন না-থাকা প্রোগ্রাম চালতে গেলে কোন প্যাকেজে পাওয়া যাবে সেটা বলে দেয়। যদ্দুর জানি Mint তো Ubuntu-based
  • sda | 117.194.198.205 | ১৫ জুলাই ২০১০ ১৯:২৪457057
  • ন্যাড়া স্যার , হ্যাঁ মিন্ট উবুন্টু বেস্‌ড।
  • sda | 117.194.198.205 | ১৫ জুলাই ২০১০ ১৯:৩২457058
  • এম প্লেয়ারের এত নামডাক শুনি , কিন্তু জিনিসটা ঠিক আমার ভাগ্যে সয় না , একবার ফেডোরা ৯ এ কম্পাইল করেছিলাম , সব এ চলতো শুধু flv ফাইল চালাতে গেলে সিস্টেম পুরো ফ্রিজ হয়ে যেত ,আর কি-বোর্ডের এল ই ডি দুটো দপ্‌দপ করতো, অনেক কনফিগ টনফিগ পাল্টেও কিছু হল না , তার পর থেকে VLC ব্যবহার করি।
  • bitoshok | 76.113.141.132 | ১৫ জুলাই ২০১০ ২০:৩৮457059
  • এম-প্লেয়ার বেশ কাজের জিনিস। আমি অবশ্য সাধারনত xine সোর্স থেকে কম্পাইল করে নেই। আর এম-প্লেয়ারের কোডেক গুলো ডাউনলোড করে রেখে দিয়েছি। কোন একটা জায়গায় রেখে, xine কে পাথটা চিনিয়ে দিলেই হল।

    vlc ও ইউজ করি। যখন যেটা ইচ্ছে করে।

    আমি ভিডিও এডিটিং সেইভাবে কিছু করি নি কখনো, তবে অডিও বা ফটোগ্রাফি এডিটিং এর টুকটাক কাজকর্ম অ্যাভেলেবল সফটওয়ার দিয়ে হয়ে যায়।
  • sda | 117.194.192.235 | ১৫ জুলাই ২০১০ ২২:৩৩457060
  • দেখি কোনো আনলিমিটেড ডাউনলোডের জনতাকে ধরে উবুন্তু স্টুডিও নামানো যায় কি না। তবে ঐ সব হাই ফাই জিনিস আমার আদ্যিকালের সিস্টমে চলবে কি না সেটাই দেখার।
  • bitoshok | 128.101.220.108 | ১৫ জুলাই ২০১০ ২৩:২৩457061
  • আদ্যিকালের সিস্টেম গুলোর জন্য এটা একটা ভালো অপশন হতে পারে।

    http://vectorlinux.com/

  • sda | 117.194.202.18 | ১৫ জুলাই ২০১০ ২৩:৩০457063
  • থ্যাংকু। দেখি নামাতে পারি কি না।
  • bachchha chhele | 59.162.23.19 | ১৬ জুলাই ২০১০ ০১:৩৫457064
  • @sda...ref.postofDate:15Jul2010 -- 07:07PM

    এবং ঐটাই আসল কথা। (উইন্ডোজ লাগাও , মশা মারতে কামান দাগবে কেন ?)

    যাদের সত্যিই মশামারার-ই দরকার, তারা কেন কামান দাগতে যাবে। আমার অপারেটিং সিস্টেমের চয়েজ হবে আমার আমি যা যা চালাতে চাই সেগুলো সেই ওএস সাপোর্ট করে কিনা তার ওপর। আর আমজনতার চাহিদার জিনিস এখনও উইন্ডোজ বেশী ভালো যোগান দেয়। যতদিন না হার্ডোয়্যার কম্পানী গুলি লিনাক্সের জন্যেও সমান সাপোর্ট দিচ্ছে, লিনাক্সের জন্যও ড্রাইভার/সফটওয়্যার উপলব্ধ করছে সে নতুন ক্যামেরাই হোক কি মোবাইল, বা টিভি-টিউনার কার্ড, ততদিন ৮% এর থেকে জট থেকে বেরনো কঠিন।

    হার্ডওয়্যার বিক্রেতারা লিনাক্সের জন্য ড্রাইভার দেয়না তার পেছনে দুটি কারণ থাকতে পারে।
    ১) কারণ: অসংখ্য ডিস্ট্রো... সবার জন্যে আলাদা করে সাপোর্ট দিতে গেলে যা খরচ হবে তা ৮% এর জন্যে পোষায় না।
    ২) (মুখ্য কারণ) ৮% এর জন্যে খরচা পোষায় না।

    এবং এটা একটা ভিসিয়াস সার্ক্ল রচনা করে। কোনোভাবে ৮% থেকে ২৫-৩০% হতে না পারলে, এই ভিসিয়াস সার্ক্ল ভাঙা মুস্কিল। আর সেই জন্যে দরকার বড় অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা। সেটা আবার ওপেনসোর্সের ক্ষেত্রে পাওয়া যাবে কিনা জানি না।

    (ভুল থ্রেডে পোস্ট... সরি)
  • sda | 117.194.201.157 | ১৬ জুলাই ২০১০ ১০:৩২457066
  • @ বাচ্চা ছেলে
    তুমি যেগুলো বললে (ড্রাইভার নেই , কোম্পানী সাপোর্ট দেয় না ) , সব ই মানলাম। কিন্তু সেগুলো কে সমস্যা হিসাবে দেখে তার সমাধান খুজতে হবে , ইউজারদের নিজের স্বার্থেই এমন প্রোডাক্ট বাছতে হবে যেটা তাকে যে কোন স্ট্যান্ডার্ড ও এস বেছে নেওয়ার ক্ষমতা দেয়। একটু খেয়াল করলে দেখবে স্ট্যান্ডার্ড ডিভাইস গুলো (ইথারনেট কার্ড, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, চিপসেট) সব কিছুরই মোটামুটি লিনাক্সের ইন বিল্ট ড্রাইভার থাকে, কারন ঐ জিনিসগুলোর ডিভাইস ইন্টার্ফেস টা এমন যে একটা জেনেরিক ড্রাইভার লিখতে পারলে সেটা দিয়েই ঐ টাইপের সব ডিভাইস এর বেসিক ফাংশন গুলো চালানো যায়। এবার ঝামেলাটা হয় নন স্ট্যান্ডার্ড ইন্টারফেস নিয়ে , যেমন ইউ এস বি মোডেম। লিনাক্স প্রোগ্রামারদের দাবি হল কম্পানী জাস্ট কমুনিকেশন ইন্টারফেস , ক®¾ট্রাল কোড এই গুলো দিক , তাহলে ড্রাইভার বানানো যাবে। বেশির ভাগ কম্পানি সহয়োগিতা করলেও অনেকে করে না , যেমন আমার ব্রডব্যান্ড মোডেম (SIEMENS C2110) লিনাক্স এ USB মোডে চলে না , বাধ্য হয়েই একটা ডেস্কটপ কম্পু কে এক্স পি লোড করে রাখতে হয়েছে , কারন তার একটা সব পি সি আই পোর্ট ব্যস্ত , ইথারনেট কার্ড লাগানোর যায়গা নেই।
    একটা জিনিস খেয়াল করে দেখবে , ভালো কম্পানির পেরিফেরাল এর সঙ্গে ইদানিং লিনাক্স , ম্যাক , ও এস ২ সব এর ই ড্রাইভার দেয়।
    আর, মাই এস কিউ এল বা অ্যাপাচে র মত জটিল এবং সফিস্টিকেটেড ওপেন সোর্স প্রোডাক্ট কিন্তু পয়সার অভাবে থেমে যায় নি।
  • bachchha chhele | 59.162.23.19 | ১৬ জুলাই ২০১০ ১২:১৯457067
  • একমত। কিন্তু কি করে নিশ্চিত করবেন যে আমজনতা পপুলার প্রোডাক্ট না বেছে সেই সব প্রোডাক্টই বাছবে যা তাকে যেকোনো স্ট্যান্ডার্ড ওএস বেছে নেওয়ার ক্ষমতা দেয়? ইউজার নিজের স্বার্থে এটা করবে না কারণ তার উইন্ডোজ ব্যবহার করে দিব্যি চলে যাচ্ছে। তাকে সুখে থাকতে ভুতে কিলোবে কেন?

    যেদিন নোকিয়ার ওয়েবসাইটে পিসিস্যুইটের লিনাক্স ভার্সান পাওয়া যাবে সেদিন থেকে উইন্ডোজের কোনো অ্যাডভান্টেজ পয়েন্ট থাকবে না। কিন্তু ভিসিয়াস সার্কেল ভেঙে সেখানে পৌঁছবেন কিভাবে।
  • sda | 117.194.201.134 | ১৬ জুলাই ২০১০ ২১:৩৮457068
  • ঠিক। আমজনতা কম্পু টাকে কাজের জিনিস হিসাবে দেখে , কোন এক্সপেরিমেন্টের ল্যাব হিসাবে নয়। তবে কিনা গত কয়েক বছরে লিনাক্স যে ভাবে ইউজার ফ্রেন্ডলি হয়েছে, আর পাল্লা দিয়ে মাইক্রোসফ্‌ট ঝুল থেকে ঝুলতর প্রোডাক্ট বের করছে , তাতে আমার মনে হয় কয়েক বছর পর ও এস মার্কেট মাইক্রোসফ্‌ট এর কত শেয়ার থাকবে সেটা বলা মুস্কিল। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে , কিছুদিন পর ম্যাকের একটু দাম কমলে অনেকেই কিনবে , আর একটু নন-ম্যাঙ্গো ইউজার দের জন্য লিনাক্স তো আছেই।
    সত্যি কথা বলতে কি , উইন্ডোজ সেভেন আর ভিস্তা দেখে চরম হতাশ হয়েছি , এত হাই ফাই সিস্টেম রিকোয়ারমেন্ট নিয়েও এতো স্লো ইউ আই বানানো যায় , না দেখলে বিশ্বাস হয় না।
    এবার গেম খেলার কথায় আসি, গেম গুলো ডেভেলপ করতে প্রচুর খরচ , আর বাড়তি পার্ফরমেন্স এর জন্য গেম গুলো লেখা হয় সাধারনত সি তে , কিছু ক্ষেত্রে অ্যাসেম্বলি ও ব্যবহার হয়। সেই জন্য ক্রস প্ল্যাটফর্ম গেম হয় না বল্লেই চলে , কোম্পানিগুলো শুধু সেই প্লাটফর্মের জন্যই লেখে যে প্ল্যাটফর্ম তাদের টার্গেট ইউজার ব্যবহার করে। কয়েক বছর পরে যে লিনাক্স এর জন্য গেম ডেভেলপমেন্ট হবে না সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না।
    মনে হয় ভিসিয়াস সার্কল থেকে বেরোনোর সময় আসছে। আমার প্রচুর চেনাজানা জনতা লিনাক্স আর উইন্ডোজ এক সঙ্গে ব্যবহার করে , আনেকেই প্রথমটাই বেশি করে। কয়েক বছর আগে এটা ভাবা যেত না।
  • sda | 117.194.197.164 | ১৭ জুলাই ২০১০ ১০:২৭457069
  • অরিজিত দা ডেবিয়ান লাগালেন মেশিনে ?
  • Arijit | 61.95.144.122 | ১৯ জুলাই ২০১০ ১১:৪৪457070
  • না। ডাউনলোডটা শেষের কাছাকাছি অবধি গিয়ে এখানে নেট ডাউন হয়ে গেলো, আর ল্যাদ খেয়ে নামাতে দিইনি।
  • sinfaut | 117.194.206.157 | ০৫ আগস্ট ২০১০ ২২:৩৬457071
  • আচ্ছা, কোনটা নামাবো? ৫.০৪ না ৫.০৫?

    মুস্কিল হচ্ছে, ৫.০৪ এর ১ নম্বর ডিভিডি টা নামিয়ে ফেলেছি, এখন দেখছি, ৫.০৫ বলেও একটা ব্যাপার আছে।
  • aka | 168.26.215.13 | ০৬ আগস্ট ২০১০ ১৮:৫৯457072
  • ইউজার চয়েজ তো। যত বেশি ডিস্ট্রো, যত বেশি ভার্সন তত বেশি অপশন, তত বেশি ইউজার এমপাওয়ারমেন্ট। কনফিউজড হবেন না কমরেড। সবকটাই নামান, একের পর এক ভার্সন ইনস্টল করুন, তারপর এক্সেলে (ওপেন সোর্স স্প্রেডশীট) ফিচার, বাগ ফেলে ফেলে কমপেয়ার করুন, তারপর তো ইজি।
  • sda | 117.194.199.172 | ০৬ আগস্ট ২০১০ ১৯:৩৯457074
  • নারদ! নারদ !
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন