এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমনওয়েলথ নামক অভিশাপ

    Raj
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১০ | ৩১৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Raj | 202.79.203.59 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৩459186
  • এই কমনওয়েলথ গেমসের সর্বান্ত:করণে ব্যার্থতা কামনা করছি

    গত এক সপ্তাহ ধরে গুরগাঁও এবং দক্ষিন দিল্লীর বিভিন্ন সেক্টরে যে অমানবিক উপায়ে বাইরের রাজ্য থেকে আসা খেটে খাওয়া মানুষদের রাতারাতি উৎখাত করা হল তাকে এক কথায় বলা যায় ""নারকীয়""। না না ভাববেন না যেন শুধু ভিখিরি তাড়িয়ে সঞ্জয় গান্ধীর কায়দায় কিছু করা হচ্ছে , সমস্ত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ যারা কিনা গুরগাঁও ও দক্ষিন দিল্লীর বিভিন্ন অঞ্চলে প্রায় ঘেটোর মত থাকেন তাদের ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে, যে ভদ্র্রমহিলা আমাদের ব্লকে বেশিরভাগ বাড়িতে পরিচারিকার কাজ করেন তাঁর পরিবার শুদ্ধু চম্পারণে ফিরে যেতে বাধ্য করা হয়েছে , পাড়ার একজন রিক্সাওয়ালা নদীয়ায় বাড়ি পুলিসের হুমকিতে চলে গেছে রাতারাতি - ওর ভোটার আই ডি কার্ড (নদীয়ার ঠিকানা) আমাকে দেখিয়ে বলেছিল আমার কি দোষ বলতে পারেন ? কি এমন খেলা যে আমরা থাকলে বিপদ হবে? নিজের কলকাতার ঠিকানায় ভোটার আই কার্ডটা দেখে মনে হয়েছিল কি মুল্য আছে এর............... এটা একটা দেশ ? একটা রাষ্ট্রযন্ত্র এই ?? একরাশ ঘৃণা রইল নিজের তথাকথিত সো কলড মাতৃ বা পিতৃভুমির সিস্টেমের প্রতি ।

    ভাবছেন এইখানে শেষ ? গুরগাঁওয়ের প্রতিটি বড়সড় রিয়েল এস্টেট প্রজেক্টের কাজ আপাতত: বন্ধ - কাষ্টমারদের সবিনয়ে বিল্ডাররা জানাচ্ছে এই দেরীর কথা এইরকম বলে "" আচ্ছে আচ্ছে মিস্ত্রি-কারিগর লোগোকো পুলিশ ভাগায়া অর আপ তো জানতে হি হ্যায় হামারা প্রজেক্ট মে আচ্ছে লেবার হি কেবল কাম করতে হ্যায়, গেমস খতম হোনে কে বাদ ফির কাম চালু হো জায়গা""

    মিডিয়াতে সেভাবে বিষয়টি সামনে আসে নি খালি কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়ায় একটি দায়সাড়াগোছের খবর ছিল যে "মেড সার্ভেন্ট এন্ড ডেলি লেবার্স আর আউট অফ টাউন টিল দ্য গেমস এন্ড" ব্যাস এটুকুই ... দশহাজার টাকার প্লাসটিক চেয়ার বা এক লাখ ভাড়ার দুটনের এসি নিয়ে যে শোরগোলটা সঙ্গতভাবেই হয়েছে তার কিছুটা এদের জন্য করে দুনিয়াকে দেখিয়ে দেওয়া যেত কি উন্নত সুপারপাওয়ার দেশের নাগরিক আমরা ।

  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩২459197
  • ভিসুয়াল মিডিয়াতে খবরটা আসে নি কিন্তু টিওআই আর এইচটিতে ভালোভাবেই বেরিয়েছিল খবরটা। এক কথায় অমানবিক। একটা রাষ্ট্রের ভেতর যে কোনও জায়গায় কিছু লোকের খেটে খাবার অধিকার নেই, জাস্ট বিকজ তারা আনঅর্গানাইজ্‌ড লেবার! ভিখিরি হলে তাও কথা ছিল, কিন্তু এরা ভিখিরি নয়, চোর ডাকাত গুন্ডা বদমাশ কিচ্ছু নয়, সব খেটে খাওয়া মিস্ত্রি-ছুতোর-রিক্সাওলা-কাজের লোক। লিটারেলি ঘাড় ধরে, পুলিশি বন্দুকের নল উঁচিয়ে ধমকি দিয়ে এদের দিল্লি এনসিআর ছাড়া করা হচ্ছে।

    এরা সাবঅল্টার্ন, তাই ভিজুয়াল মিডিয়া এদের জন্য নয়। এই অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমার তরফ থেকে রইল একরাশ ঘেন্না।

    সর্বান্ত:করণে এই গেম্‌সের ব্যর্থতা আমিও কামনা করছি। সব্বার মুখ পুড়ুক।
  • Raj | 202.79.203.59 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৫459208
  • সর্বমোট ১৮৪টি হ্যাঁ হ্যাঁ একশ চুরাশি ইন ওয়ার্ডস পয়েন্টে গেমস চলাকালীন নানারকম রেস্ট্রিকশন লাগু করা হয়েছে পাবলিক বা প্রাইভেট যেকোন বাহনের জন্য , এই সময় যদি কেউ দিল্লী বা আশেপাশে আসতে চান ঐ লিস্টিতে একটু চোখ বুলিয়ে নিতে ভুলবেন না যেন।
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৫459219
  • মণিশংকর আইয়ারবাবু লংডংয়ে গেছেন কমনওয়েলথ গেম্‌সের পুরো সময়টা কাটিয়ে আসতে। তিনি প্রথম থেকেই এই কর্মযজ্ঞের বিরোধী ছিলেন। দুর্নীতির প্যান্ডোরার বাক্স তিনিই প্রথম খুলে দিয়েছিলেন।

    যাবার আগে সাংবাদিকদের এক কথায় তিনি জানিয়েছেন : "I'm getting the hell out of this country'।

    http://www.hindustantimes.com/newdelhi/True-to-word-Aiyar-hell-out-of-country/605438/H1-Article1-605417.aspx
  • Raj | 202.79.203.59 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫২459230
  • আয়ারবাবুর তো লন্ডন আছেই আর আমাদের ঐ মাসির বাড়ি ফেরার সময় বা বলা ভাল পালানোর সময় কান্নাকে হাহাকার বলেই মনে হচ্ছিল আর বিশেষ করে যে সমস্ত মানুষ ধর্মে মুসলিম আর তায় আবার বাংলায় কথা বলে তাঁদের তাড়াতে তো কোনও বেগই পেতেই হয় নি - বাংলাদেশি বলে দু চারটে ধমকিতেই তো অপারেশন সাকসেসফুল।

    তবে একটাই আশার কথা মানবতার খাতিরেই হোক বা দুর্জনদের মতে "কাজের লোক " চলে যাওয়ার ফলে কায়িক পরিশ্রমেই হোক গুরগাঁওয়ের বেশ কিছু "অ্যাফ্লুয়েন্ট" রেসিডেন্ট অ্যাসোশিয়েসন থানায় ডেপুটেশন-টেপুটেশন দিচ্ছে বলে শুনলাম
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:০২459233
  • এই এদের খেদানোটা নিশ্চয়ই লিগ্যাল হতে পারে না! কেউ এদের হয়ে কোনও PILও দাখিল করছে না?

    ভারতের যে কোনও প্রান্তে কাজ করাটা সংবিধানপ্রদত্ত একটা বেসিক অধিকার।
  • kallol | 124.124.93.205 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৮459234
  • রাজ - এটা নিয়ে একটু বিস্তারিত লিখবেন?
    শমিক - তুইও দ্যাখ না।
  • til | 220.253.188.98 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:১২459235
  • গেমস পড়ে মরুক, কমনওয়েলথের মেম্বার থাকারই বা কি দরকার ছিল। রাণী আসছেন না ঘেন্নায়, তো আমাদেরই বা জী হুজুর করবার কি প্রয়োজন। সাউথ আফ্রিকাও বলে কিনা...!
  • Raj | 202.79.203.59 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৩459236
  • কাল্লোলদা আমি রাজদীপ , আপনি -টাপনি বলে ক্যানো যে লজ্জা-টজ্জা দ্যান ইত্যাদি !
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৫459187
  • এর বেশি তো কিছু লেখার নেই, দিল্লি গুরগাঁওয়ের রাস্তায় রাস্তায় বাঙালিদেরই সংখ্যাধিক্য। সবাইকে ধরে ধরে নিউ দিল্লি স্টেশনে ছেড়ে দেওয়া হয়েছে, জনতা এক্সপ্রেসে তুলে দেওয়া হয়েছে। মানে যাকে যাকে পাওয়া গেছে আর কি। এবং ঘটনাটা ঘটেছে বেশ হিউজ স্কেলে।
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৯459188
  • ইন ফ্যাক্ট, এটা নিয়েই একটা টই খুলব ভাবছিলাম। কমনওয়েলথ গেম্‌স বৃটিশ ভারতের স্লেভারির একটা এক্সটেন্ডেড নিদর্শন, আমি চাইনি ঐ ব্যাটন মধ্যপ্রদেশে ঢুকুক, কিছুদিন আগেই বলেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ঐ ব্যাটন আমাদের দাসত্বের কথা মনে করিয়ে দেয়, ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীক ওটা।

    আমার খুব একটা ভুল লাগে নি কথাগুলো।

    টানা দেড় দিন টাস্‌ল চলার পরে ফাইনাল হয়েছে ভারতের রাষ্ট্রপতি নয়, গেম্‌সের উদ্বোধন করবেন প্রিন্স চার্ল্‌স। এটাও কি আমাদের দেশের খুব সম্মান বাড়ালো?
  • til | 220.253.188.98 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:২০459189
  • btw তারা কি বেশীর ভাগই পশ্চিম বাঙালী না বাঙলাদেশী? শেষেরটা হলে আমার সহানুভূতি নেই।
  • til | 220.253.188.98 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৬459191
  • ABC টিভি/রেডিও অষ্ট্রেলিয়া
    Authorities in Delhi are denying suggestions Commonwealth Games billboards are being used to disguise the city's slums.

    New Delhi's chief minister Sheila Dikshit has shrugged off accusations that the city is trying to hide its underclass from Games visitors.

    Colourful banners promoting the Games have been erected around the city, often blocking slums from view.

    Beggars have also been moved on and migrant workers have been told to return to their homes in rural areas.


  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩১459192
  • তিল, আপনি আমি হয় তো তাদের ডায়ালেক্টে বুঝব, তারা বাংলাদেশী। কিন্তু তাদের ভোটার আইডি কার্ড যে চব্বিশ পরগণার, মালদার, কোচবিহারের, দিনাজপুরের ঠিকানা দেখায়! এককালে সব বর্ডার পার হয়ে এসেছিল বাংলায়, সেখানকার রাজনৈতিক নেতাদের জ্বালায় তিষ্ঠোতে না-পেরে আর সেখানকার মৃত অর্থনীতির জ্বালায় তারা সামান্য সুখের আশায় চলে এসেছিল দিল্লি, মুম্বই, চেন্নাইতে। এখন পরিচয়ের বেসিসে তারা বাঙালি, আর বাংলাদেশি নয়।

    বাংলাদেশি পরিচয়ে কি কেউ দিল্লিতে বাস করে? ফাগল?
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৪459194
  • শীলা দীক্ষিত আজ পর্যন্ত কিছু সত্যি কথা বলেছে? পাঁড় মিথ্যুক একটা!

    উইকেন্ডে একেবারে সময় পেলাম না, ভেবেছিলাম নিজের হাতে কিছু ফোটো তুলে গুরুতে পোস্ট করে দেখাবো কীভাবে ঐ বড় বড় বোর্ড দিয়ে ঢেকে রাখা হয়েছে স্লাম, নোংরা খাল, রাব্‌ল্‌স। দেখাতাম গেম্‌স ভিলেজের উল্টোদিকটা এখনও কীরকম বানভাসি হয়ে রয়েছে, যমুনার পাড় থেকে প্রায় দু কিলোমিটার এখনও জলের তলায়। মনের আনন্দে সেখানে বংশ বাড়াচ্ছে ডেঙ্গির মশারা।
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৬459195
  • দ্যাট ইজ দ্য হার্ড ফ্যাক্ট, অরিজিতের লিংকে যেটা আছে।

    কী গালাগাল আর দেব, খোলা পাতায়!
  • Raj | 202.79.203.59 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৪459198
  • আরো একটা ইচ্ছে হচ্ছে
    সেই ৭৭এ রাম চাটুজ্জেকে ক্যালকাটা সুইমিং ক্লাবে ধুতি পাঞ্জাবি পরে ঢুকতে না দেওয়ার জন্য পরের দিন আদিবাসী মানুষজনকে ডেকে এনে সুইমিং পুলে সাঁতার কাটিয়েছিলেন ঠিক সেই ভাবে এই মানুষগুলিকে নিয়ে গেমস চলাকালীন যুবরাজাধিরাজ-রাষ্ট্রপ্রধানদের সামনে মিছিল করা - দেখো দিল্লী কিৎনা সুন্দর হ্যায় / হো রাহা হ্যায় ভারত নির্মান
  • dukhe | 122.160.114.85 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৭459200
  • আজ হঠাৎ দেখছি গেমস নিয়ে সবাই উচ্ছ্বসিত । মিডিয়া বলুন, টিমগুলো বলুন । একটা স্যাম্পল -
    http://sports.rediff.com/slide-show/2010/sep/28/slide-show-1-cwg-2010-delhi-australia-impressed-with-cwg-preparations.htm
    রাতারাতি কী যে হয়ে যায় আমরা ম্যাঙ্গো পাবলিকরা আর কী বুঝব ?
  • Samik | 121.242.177.19 | ২৮ সেপ্টেম্বর ২০১০ ১৮:১২459202
  • দুখে, ওটা কালকের ব্রেনওয়াশের ফল।

    প্রথম জানা, পয়সা দিয়ে সবই কেনা যায়?

    http://blogs.hindustantimes.com/sportoholic/2010/09/24/games-get-dirtier/

    প্রতিবাদগুলো ডকুমেন্টেড হয়ে থাকুক।
  • Snehanshu | 70.120.175.31 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ০১:৩২459203
  • rajdeep,I'll blog something about this very soon.Can I quote your personal experience? Samik,lekhata sampurno hobe jodi kichu chobi pai..abooyssoi with due credits..I'm sorry between meetings likhchi..bangla horof tai katiye dilam!
  • a x | 143.111.22.23 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ০২:৩৬459204
  • একটা কোয়ালিশনের আন্ডারে এই উচ্ছেদের বিরূদ্ধে ১৪ই আর ১৫ই সেপ্ট চক্কা জ্যাম ছিল তো কিছু কিছু জায়গায়। এরা হয়ত আবার কিছু করবে। যদি কেউ যোগাযোগ করতে চান, ইনফো গুলো দিয়ে দেব। এরা গান গাইতে পারে, স্কিট করতে পারে, আইন কানুন জানে, কিম্বা স্রেফ রাস্তায় নেমে জড়ো হতে পারে, এমন লোক চাইছিল।
  • Raj | 202.79.203.59 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ০৯:০০459205
  • স্নেহাংশু স্বছন্দে রেফারেন্স দিতে পারেন

    গুরগাঁওয়ের কাদারপুরে গোটা একটি গ্রামের মানুষকে সিকিউরিটিওয়ালারা গৃহবন্দী করে রেখেছে, ইস্কুল-পাঠশাল সওব বন্ধ
    http://timesofindia.indiatimes.com/city/gurgaon/Games-drives-Kadarpur-folk-off-their-fields/articleshow/6616515.cms

  • kc | 194.126.37.76 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৪459207
  • সবকটা রাজনৈতিক দল (হ্যাঁ, সবকটাই) কিন্তু চুপচাপ বসে আছে। ঘেন্না ধরে গেল।
  • Samik | 122.162.75.188 | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১০:১৪459209
  • কেসি, ঐ যে, পয়সা দিয়ে সবই কেনা যায়।

    স্নেহাংশু, আমি আসলে পরের বুধবার দিল্লি ছেড়ে পালাচ্ছি, আর রোববারেই কমনওয়েলথ শুরু হচ্ছে। জানি না শনিবার পারব কিনা, কতটা বিজি থাকব ইত্যাদি। তবে তুলতে পারলে নিশ্চয়ই পাঠাবো।

    কল্লোলদা, মেল পেয়েছি, কিন্তু লেখার সময় পাবো কিনা জানি না, যদি পাই তো আজকালের মধ্যেই লিখে ফেলব।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন