এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চশমা -- মাছ -- মশা -- এবং পাইয়ের পারিবারিক গপ্পো :)

    chanDaal
    অন্যান্য | ২১ ডিসেম্বর ২০১০ | ৫২৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.247.66 | ২৩ জানুয়ারি ২০১১ ১৬:১৪466220
  • এতদিন শুধু কম্পুতেই পাইয়ের গান শুনেছি, এই কলিভাটে জ্যান্ত (লাইভের বাংলা, ঠিক তো?)শোনার সৌভাগ্য হোলো। এখানে কে যেন বলে ""দিল গার্ডেন গার্ডেন'', তা কী, সেদিন বুঝলুম। অবিস্যি তার সঙ্গে কল্লোলের গানও আমাদের মাতিয়ে দিয়েছিল। আরও শুনলুম সৈকতের গান, লাইভ। আর কী চাই।
    এক কথায় যাকে বলে মজলিস সরগরম। যারা আসতে পারনি, জানো না, কী মিস করলে!
  • kumudini | 122.162.244.146 | ২৩ জানুয়ারি ২০১১ ১৮:১০466221
  • পাই,তিলস্যারের ওখানে যখন ঘুরতে যাবে,তখন গানের খাতা বওয়া ,অন্যান্য কাজের জন্য assistant চাই তো?আমার অ্যাপ্লি জমা দিলুম।
  • til | 220.253.65.196 | ২৪ জানুয়ারি ২০১১ ১২:৩২466222
  • সিলেক্টেড।
    এয়ারলাইনেরও কোন আপত্তি থাকবে বলে মনে হয় না, পাই্‌দির তো ওজন তিন গ্রাম, কুমুদির ৯০ কিলো। প্রথমজনের টিকিটে staple করে দেবে!
  • siki | 122.162.75.73 | ২৪ জানুয়ারি ২০১১ ২০:২৬466223
  • পাইদিদি দিল্লি আসে না গাঙ্গাইতে। :(
  • siki | 123.242.248.130 | ১৯ আগস্ট ২০১১ ১১:৪০466224
  • তুলে দিলাম।
  • byaang | 122.178.240.245 | ১৯ আগস্ট ২০১১ ১২:১৮466225
  • পাইয়ের মাছের গল্পের শেষটা জানতে বড়ই আগ্রহী আমি।
  • PM | 2.50.13.108 | ১৯ আগস্ট ২০১১ ১৪:০৪466226
  • অনেকগুলো গান শুনলাম । অ-সা-ধা-র-ন। আপনার গান সামনে থেকে শোনার অপেক্ষায় রাইলাম। জানি না সে সৌভাগ্য হবে কিনা কোনোদিন।
  • pi | 72.83.74.17 | ১৯ আগস্ট ২০১১ ১৯:১৩466227
  • অনেক ধন্যবাদ :)

    ব্যাঙদি, লিখবো। মাছ ছাড়তে 'প্রায়' সক্ষমের প্রায়ের পিছনের দু:খের কাহিনী :(

    তুমি ঐ বিভীষণদার ম্‌ৎস্য পর্বটা এখানে রেখে দাও না। ভাটে হারিয়ে যাবে।
  • aka | 168.26.215.13 | ১৯ আগস্ট ২০১১ ১৯:২৭466228
  • এই তো দিব্যি হয়েছে।

    আমার কিছু পোস্ট পাইদির খারাপ লাগছে, তাই একটু পিঠ চাপড়ে দিয়ে গেলাম। আরে যতই পিনাকি কিং মেকার ইত্যাদি বলে নিজের পিঠ চাপড়াক পাইদির উৎসাহ না থাকলে এই কথা চালাচালিও হত না সে কারুর জানতে বাকি নেই। :))

    এবারে অনুরোধ বাকিটা অ্যাকাডেমিক ডিসকাশন হিসেবেই দেখা হোক। না হলে দেখা হলে শাস্তি হিসেবে আমার গলায় চাট্টি গান শুনিয়ে দেব। :)

    কিন্তু কমরেড সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারব না অন্য টইতে আসুন শার্প এক্সচেঞ্জ করি। ;)
  • Nina | 68.45.76.170 | ২০ আগস্ট ২০১১ ১০:১৮466230
  • পাই
    মাছের গপ্প কই?
  • pi | 72.83.74.17 | ২১ আগস্ট ২০১১ ০৬:০৩466231
  • ও গপ্পো যত কম করা যায়, ততই ভাল :(
    সামনে আবার মতস্যগন্ধা দিন আসিতেছে :((
  • prateek | 122.167.82.57 | ২১ আগস্ট ২০১১ ২২:৫৩466232
  • বন্‌গ্‌ল অসে্‌চন:(
    তবে মোশমেসো সোলিদ লোক ।।ণিবেদিত স্‌চূলের এক্তি পর্তিউলর বতে্‌চর মেয়েদের পতিভগ্য খুবি মনে হ্নে হ্নে :)
  • siki | 122.162.75.240 | ২২ আগস্ট ২০১১ ১০:৫৫466233
  • হ্নে হ্নে হাসিটা কিন্তু বিয়াপ্পোক!
  • prateek | 180.151.34.130 | ২২ আগস্ট ২০১১ ১১:২৩466234
  • :)
  • pi | 78.48.231.217 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৭466235
  • ছোটবেলায় দাদা ডাকতো ছাগলী বলে।শুরুতে অবশ্য আমার নাম ছাগলী ছিল না, মামাতো দিদি ছিল ছাগলী, আর আমি পাগলী। কেমন করে দিদির চক্রান্তে নামদুটো সোয়াইপ হয়ে গেল, সে গপ্পো আগে লিখেছিলুম, আজ অন্য কথা। এসব গপ্পোও কিছু কিছু আগেই করেছি।
    আজ ভাটে নাম নিয়ে গপ্পোগাছা হওয়াতে সেসব কিছু মনে পড়ে গেল। আমার ডাকনাম নিয়েও আবার শোকটা উথলে উঠলো। কেন যে এত পচা লাগে নামটা, সে নিয়ে অনেক ভেবেচিন্তে কিছু থিয়োরি বের করেছি। তার গ্রাউণ্ড তৈরি করতেই বাকি কথার ‘ত্যানা পেঁচানো’ ;)
    আমাকে পাগলী বলা নিয়ে আমার তেমন সমস্যা ছিলোনা, অথচ ছাগলী শুনলেই আমার তিড়িং বিড়িং লাফানি, ম্যা ম্যা করে চীৎকার শুরু হয়ে যেত ,এটার প্রকৃত মনস্তাত্বিক কারণটা কী হতে পারে বটে? এনিয়ে অনেক ভেবেছি। পাগলী, আফটার অল, স্টিল মানুষ তো বটে। তবে কি মনুষ্যেতর প্রাণী হতেই আপত্তি ছিল আমার? নাঃ,তাই বা কেন ? এই যে লোকে আমাকে বকবকানির জন্য কাব্লিওয়ালার মিনি আর তার থেকে টেনে মেনি , পুসি কত কী কইতো, তাতেও তো দুক্ষু পাই নাই কখনো। বাঁদর, হনুমান বল্লেও না। গাধা বল্লে খারাপ লাগার কারণটা অবভিয়াস। কিন্তু ছাগল তো আর গাধামি করে না! তবে ছাগলী ডাকে এত যে কেন খেপতাম! ছাগলের অমনি ছাগল ছাগল চেহারার জন্য কি? না মনে হয়। তেল চুকচুকে লোম চকচকে চেহারা ছাড়াও ছাগলের ফেসকাটিং টা আমার তেমন মন্দ লাগতো না। বিশেষতঃ সাইডফেসটা বেশ কিউট ই! আর, আজ তো একথা বাঘা বাঘা সৌন্দর্যের সমঝদাররাও স্বীকার করেন। দেশে- বিদেশে ছাগ সুন্দরী প্রতিযোগিতার হিড়িক। মিস লাটভিয়া 'গ্র্যাটজিলিয়া 'কে দেখতে মাঠে উপচে পড়ছে ভীড়, পেজ ওয়ানে উঠে আসছে সে ছবি, সৌদির শেখরা অভিজাত 'নাজদী' বংশীয় ছাগ কন্যাদের জন্য বিশহাজার পাউণ্ড দিতেও পিছপা নন, আর বিশ্বছাগসুন্দরীর জন্য তো ।।।।
    তাইলে ?
    অনেক ভেবে আমার ঐ বিরূপতার একটা কারণ আমি বের করেছি কিছু। নাম, এই নামেই সব কিছু আসে যায়। অন্তত আমার তো যায় ই। আর আমি যদ্দুর জানি, অনেকেরি যায়।এই যেমন আমার বান্ধবীর। যেত। তার বাবার নাম নিয়ে। ওকে বরাবর লিখতে দেখতুম, পি জি রয়, বাবার নাম পি জি রয়। তা সেবার ক্লাশ ফাইভে আমাদের খেয়ালখুশির খাতায় দিদিমণি বলেচেন নিজের ও মা-বাপের নাম ও ধাম কে কত কায়দা কারুকাজ করে লিখে আনতে পারো, আনো দেখি। বড় বড় করে , গোটা গোটা করে , অনেক লতাপাতা, ছবিটবি এঁকে সেসব লিখে দিদিমণিকে দেখালাম আমরা। দিদিমণি আবার প্রত্যেকের লেখাই তুলে তুলে ক্লাশের সবাই কে দেখালেন। হঠাৎ একটি খাতায় পি জি রায় দেখে ক্লাশের ই কোন একজন জিগিয়েছে নাকি দিদিমণি, মনে নাই, পুরো নাম কি ? সে মেয়ে তো স্পিকটি নট। তারপর চাপাচাপিতে বলে বলবো না। তারপর আরো চাপাচাপিতে সে কী কান্না , কী কান্না! সাথে আবার রীতিমতন হাত পা ছুঁড়ে সঙ্গত, মাইরি বলছি, নইলে এদ্দিন মোটে মনে থাকতো না। আর সেই হাঁউ মাঁউ এর মাঝে ভাল করে কান পাতলে যে দু তিনটে করে অর্থপূর্ণ শব্দ উদ্ধার হয়, তাদেরকে জোড়াটোড়া দিলে এই রকম কিছু দাঁড়ায়। 'আমি কিছুতেই লিখবোনা আমার বাবার নাম পাচুগোপাল রায়'। সে যাগ্গে, অনেকটা এরকম লেভেলের কমপ্লেক্স আমার নিজেরই আছে, নিজের নাম নিয়ে। ডাকনাম।
  • siki | 132.177.247.146 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০০466236
  • গ্রেট। অব আগে বঢ়ো। :)
  • শ্রী সদা | 127.194.196.214 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১০466237
  • চলুক, চলুক।
  • গান্ধী | 213.110.247.221 | ০১ মার্চ ২০১৩ ০০:২২466238
  • চলুক
  • pi | 78.48.231.217 | ০১ মার্চ ২০১৩ ০২:০৮466239
  • ডাক নাম নিয়ে তো বাপ মায়ে যা পারে করে রাখে ,কোনোরকম ইয়ে নেই। এই আমার নিজেরই শৈশবে কত চোখের জলের ফোঁটা যে এই খাতে ঝরেচে, কৈশোরে কত দীর্ঘশ্বাস,যৌবনে কত , কত কী , ঠিক মনে পড়ছে না, যাগ্গে। সেই দুঃখ ভোলার একটাই উপায় ছিল। সেটা হল হলেও হতে পারতো এক ভয়াবহতর সিচুয়েশনের কল্পনা। আমার বর্তমন ডাকনাম নিয়ে যতই দুঃখ পেয়ে থাকিনা ক্যানো, যত ক্ষোভ অভিমান ই জমা হয়ে থাকুক না ক্যানো, আমি বাপ মা কে ক্ষমা করে দিয়েচি, সেই সিচুয়েশনটাকে বাস্তবায়িত না করার জন্যে।
    যা শুনেছি, হাসপাতালে পুঁটুলায়িত শিশুকন্যার মুখ অবলোকন করে আমার পিতৃদেবের মনে কি জানি কি ভাবের উদয় হয়, হাসপাতাল চত্বরে কেউ তপোবন ধূপ টূপ জ্বালিয়েছিল কিনা আর সেই গন্ধ ডেটল জনসনের গন্ধকে ওভারকাম করে ফেলতে পেরেছিল কিনা জানা নেই, মোদ্দা কথা, সেই পুণ্যক্ষণে আমার পিতা স্থির করেন, কন্যার নাম দেবেন বনতোষিণী। তবে এই প্রচন্ড রকম লাইফলং ডিসাস্টারের হাত থেকে আমি বেঁচে যাই, মায়ের একটি মহত্তর রিয়েলাইজেশনের ফলে। মা'র মনে হয়েছিল, বনতোষিণীর ইনএভিটেবিল সংক্ষিপ্ত ভার্শন, অর্থাৎ অপভ্রংশ জনিত ডাকনাম হবে ভন্তুসি। এবং ওটি বাতিল হয়।
    বনতোষিণী, ভন্তুসি, উফ্‌ফ, জীবনটা যে আরো কত ভয়ঙ্কর হতে পারতো। এইসব ভাবলে ল্যাবের মশা ও প্যারাসাইটদের চরম অযৌক্তিক আচরণ নিয়ে জেরবার হয়ে যাওয়া জীবনেও ঈশ্বরে বিশ্বাসী হয়ে যেতে ইচ্ছে হয়, তাঁকে মিষ্টি হেসে থ্যাঙ্কু বলতে ইচ্ছে হয়।
  • siki | 132.177.247.146 | ০১ মার্চ ২০১৩ ০২:১২466241
  • যাচ্চলে! এতক্ষণে এইটুকু?
  • pi | 78.48.231.217 | ০১ মার্চ ২০১৩ ০২:৪২466242
  • তা, ছাগলকে খারাপ লাগাও , আমার ধারণা,তার নাম দিয়েই । ছাগলি ,এই শব্দটা,ভালো করে ভেবে দেখলে এই শব্দটা ইটসেল্ফ কী কানে ও মনে একটা অশ্রদ্ধার ভাব উৎপাদন করেনা ? পাগলি কিন্তু করেনা। কমন গলি কেটে দিয়ে হাতে পড়ে থাকে ছ। হ্যাঁ, আমার ধারণা, বিশেষ বিশেষ বর্ণোচ্চারণ কর্ণপটাহে যে বিশেষ ফ্রিকোয়েন্সির আন্দোলনের জম্ন দ্যায়, তা ঐ কানের মধ্যে হাতুড়ি , পেরেক ইত্যাদি হাড় ঠুকে ভায়া ককলিয়ায় কয়েল অডিটারি স্নায়ু বেয়ে মস্তিষ্কে পৌঁছে যে দরজায় কড়া নাড়ে, সেটা খুল্লেই একটা একটা বিচ্ছিরি লাগা বেরিয়ে পড়ে।
    আমার ডাক নাম টার বেলাতেও একি কেস। ঝ দিয়ে শুরু না হলে এই নাম আমার মোটেও এমনি বাজে লাগতো না। ভন্তুসি ও যে এত খারাপ, সেও তো শুনতেই, আর সে ও ঐ ভ এর জন্য। ্নইলে মৌতুসিই তো কেমন সুন্দরপানা শুনতে নাম।ভোম্বল, ভোলা, ভোঁদা এই সব উদাহরণ এই থিয়োরীটাকেই আরো স্ট্রং করে। ক বর্গের চতুর্থ, চ বর্গের দ্বিতীয় ও চতুর্থ, প বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ, তারপর হ এই সব কটা অক্ষরই ইনে্‌হরেন্টলি আনস্মার্ট এবং কিছু কিছু কম্বিনেশন, যেমন প ও চ বর্গের প্রথম অক্ষরদ্বয়। নাঃ,স্মৃতি যত পষ্ট হচ্ছে, ক্রমশঃ তত প্রতীতি জন্মাচ্ছে, এ থিয়োরী সত্য। নইলে দাদা যখন অত আদর করে আমার নাম দিল হাতুকুতু, আমার সেবারের ভাইফোঁটায় পাওয়া অলঙ্কারপুরী আর হুড়ুকবাজ সিং এর বইগুলোতে সবুজ স্কেচপেন দিয়ে বড় বড় ক’রে লিখে দিল, কুমারী হাতুকুতু পাল, আমি কেন এত তেলেবেগুনে জ্বলে উঠেছিলাম ! দাদা তো বলেই ছিল, হাতুকুতু হল, 'হাসি তুই, কান্না তুই' এর আদ্যক্ষরগুলো নিয়ে তৈরি নাম, এটার যে একটা গালভরা টার্ম ও আছে, অ্যাবব্রিভিয়েশন, তাও বোঝানোর চেষ্টা করেছিল, অথচ অমন সুন্দরপানা মানে শুনেও আমি খেপে গেছিলুম। এটার আর কী বা কারণ থাকতে পারে ! ঐ হ।
    যাইহোক, আরেকটু বড় হয়ে এই ডাকে আর অতটা খেপতাম না। বড় হয়ে গেছিলাম বলে কি ? উঁহু। আসলে তখন ব্যাকরণ বই পড়ে জেনে গেছি যে,পাঁঠার স্ত্রীলিঙ্গ ছাগল। স্ত্রীলিঙ্গের আবার স্ত্রীলিঙ্গ কি ! অতএব ছাগলী বলেও কিছু হয় নাকি!! আর, অস্তিত্ববিহীন কোনো কিছুকে বড় জোর ভয় পাওয়া যায়, তার জন্য কষ্ট থোড়াই পাওয়া যায়! আরো কিছু দিন পরে গুয়াহাটির এক মিউজিয়মে গিয়ে এক পশু চামড়ার সামনে ' ছাগলী' লেবেল দেখে দাদার ডাকে খেপা উচিত কি উচিত না এ নিয়ে আবার একটু কনফিউজড হয়ে গেছিলাম অবশ্য। কিন্তু তারপর পরই তো দাদা চাকরি করতে কত দূর চলে গেল। বছরে একবার দেখা হলে আর চুল টানতো না, ছাগলীও বলতো না।
    আমিও দুম করে বড় হয়ে গেলুম।
    আর নটেগাছটাও মুড়িয়ে চিবিয়ে খেয়ে ফেল্লুম। আফটার অল, ছাগলী তো ছিলুম বটে ঃ)
  • pipi | 139.74.191.152 | ০১ মার্চ ২০১৩ ০৩:১১466243
  • সবই তো হল, কিন্তু ঝিনি নামটা নিয়ে আপত্তির কারণটা তো এখনো খোলসা হল না! নাকি আমি কোন পোস্ট মিসিয়ে গেছি?
  • pi | 78.48.231.217 | ০১ মার্চ ২০১৩ ০৩:৫৪466244
  • যাচ্চলে,লিখলুম তো !
  • nina | 79.141.168.137 | ০১ মার্চ ২০১৩ ০৪:৫২466245
  • ওম্মা, পাই,
    কই লিখলি? ঃ-০ আম্মো তো তাই ভাবছি--ঝিনি তে আপত্তি কাহে? ঝানু মনে হতে পারে বলে?
    আর একটা কোশ্নো পাচ্ছে--করি?
    তোর দাদার ছেলেপুলেদের নাম কি রেখেছে রে, বম্বে পি?

    আমার তো সারাজীবনের দুক্কু যে আমার কোনো ডাকনাম নেই --আপামর জনতা ঘরে বাইরে সেই একই নামে ডাকছে ঃ-(। দুক্কুটা বরকে জানিয়েছিলাম --ভেবেছিলুম সে বেশ একটা আদরের নামে ডাকবে --তা সে শাউড়ির ব্যাটা হ্যা হ্যা করে হেসে --শুরু কল্ল পাঁচুর মা ঃ-x তখনো পাঁচু-টাঁচু জন্মায়নি তবু!! ধ্যুস্স!

    আর এবার কলকাতায় গিয়ে শুনলুম আর একজনের নিজের নাম নিয়ে হতাশা---
    সে ছোটবেলায় রেগেমেগে তার মাকে বলেছিল
    কি বিচ্ছিরি নাম রেখেছ আমাদের প্রকৃতি , সুকৃতি
    লোকেদের মেয়েদের কি সুন্দর সব নাম লিলি ডলি---

    ঃ-) আমার এক দিদি ও ফুঁসে উঠেছিল----তার নাম মাদল আর তার দিদি বাদল--সে বলেছিল তোমরা বাংলা নাম রাখতে পারনি--যেমন নন্দরানী মোন্দাকিনী

    নিজের নাম কার কার ভাল্লাগে??
  • kumu | 132.176.32.39 | ০১ মার্চ ২০১৩ ১১:২০466246
  • আমার লাগেনা-অখদ্য(টাইপো নয়) নাম এই জয়ন্তী,ছ্যাঃ।তার চেয়ে নীনার দেয়া কুমুদিনী নাম ঢের ভাল।
  • jhumjhumi | 127.194.232.191 | ০১ মার্চ ২০১৩ ১১:২৬466247
  • আমার ডাকনামটাই ভালো, ভালোনামটা বাজে। আর ডাকনামটা চ বর্গের চতুর্থ অক্ষর দিয়েই------------ঃ-)
  • dukhe | 212.54.74.119 | ০১ মার্চ ২০১৩ ১১:৩৫466248
  • সে কী! পাইয়ের ডাকনাম মশামাসি নয়?

    কত কী জানার, কত কী শেখার।
  • RATssss | 73.192.82.30 | ০১ মার্চ ২০১৩ ১২:৩২466249
  • নামের দুঃক্ষ কার নেই? চাকরের নাম রতন - রবিঠাকুর থেকে নীলরক্ত সবাই রেখেছেন। জন্মেছিলাম বেশ একটা ভাল নাম নিয়ে। শীর্ষেন্দু - বেশ পছন্দের নাম। বেশ চলছিল। প্রায় তখন বছর খানেক বয়স। বাংলাদেশ থেকে ঠাকুমা পাসপোর্ট বানিয়ে ইন্ডিয়া বেড়াতে এলেন। এসেই সর্বনাশটা করলেন। তাঁর ছোটছেলের - ছেলের মুখ দেখে তার বংশের রতন এসেছে বলে নেত্য করতে লাগলেন। জীবনের প্রেথ্থম নাতি দেখেছেন বলে কথা। আর আমার বাপও "মা নাম রাখছে রতন" বলে এমন গদগদ হয়ে পরলেন যে আমার বেচারী মা-র কোনো রাস্তা খোলা থাকলো না। হাজারো কান্নাকাটি চেঁচামেচি -- কিছুতেই কিছু হলো না। শীর্ষেন্দু নামটা শুধু কুষ্ঠি ঠিকুজিতেই রয়ে গেল। আমি হয়ে গেলাম ইউনিভার্সাল চাকর।
  • প্পন | 126.202.123.142 | ০১ মার্চ ২০১৩ ১৪:১৬466250
  • যাহ, র‌্যাটাসদা এইটা কি কইল! টাটা গ্রুপের হদ্দমুদ্দের কত্তা এই কাল অব্দি যিনি ছিলেন, এমনকী পোস্টমাস্টার গল্পের সেই চির দুখিনী বাচ্চা মেয়েটি, এমনকী সেইদিন এনডিটিভিতে যে সোমত্থ মেয়েটির লাইভ স্বয়ম্বর হল আর আপামর জনতা হাঁ করে দেখল, তাদেরও নাম ছিল ওই আদি আর অকৃত্রিম রতন!
  • ম্যাক্সিমিন | 69.93.193.38 | ০১ মার্চ ২০১৩ ১৪:৪৭466252
  • হ্যাঁ পিপি মিসিয়েছ। নীনাও মিসিয়েছ। 'চ বর্গের দ্বিতীয় ও চতুর্থ, প বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ, তারপর হ এই সব কটা অক্ষরই ইনহেরেন্টলি আনস্মার্ট।'

    গতিময় লেখায় অমন এক আধটু মিস হয়ে যায়, কোই বাত নেই। পড়তে ভালো লাগছে পাই। লিখে যাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন