এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টিন টক

    M
    অন্যান্য | ২০ ডিসেম্বর ২০১০ | ২৮৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 122.161.180.167 | ২৭ মার্চ ২০১১ ২১:৫৩466319
  • জ্জিও, দারুণ ভাল্লাগ্লো। !!
  • kumu | 122.162.233.160 | ২৭ মার্চ ২০১১ ২২:০৩466320
  • ঋভুর গান ও গীটার দুটোই খুব ভালো লাগলো।
    নীনার ১১-১৬ পি এম,২৬/৩ পোস্তোর প্রস্তাবকে পোচ্চুর সাপোট।
  • Nina | 68.84.239.41 | ২৮ মার্চ ২০১১ ০৫:৩৫466321
  • কিকিয়া, দিদিদের (কুমু ও নিনা) কথাটা মন দিয়ে শোন!
  • Du | 71.240.160.109 | ২৮ মার্চ ২০১১ ০৬:৪৭466322
  • যেমন সুন্দর গান তেমনই ভালো বাজনা। দারুন, ঋভু।
  • kd | 74.72.161.90 | ২৮ মার্চ ২০১১ ০৭:২১466323
  • আমি লাইভ শুনেছি, হ্যাঁ বাব্বা (কলার তোলা ইমোটিকন)!! বম্মা যেবার ভাটে নিয়ে এসেছিলো আমার বাড়িতে। পুরো জমিয়ে দিয়েছিলো।
    বম্মা আমার কাছে খুব বকুনি খেয়েছে ওকে এবার না নিয়ে আসার জন্যে।
  • Shibanshu | 117.195.179.102 | ২৮ মার্চ ২০১১ ১৩:১৩466324
  • জিতা রহো ববুয়া !!!
  • Bratin | 122.248.183.1 | ২৮ মার্চ ২০১১ ১৩:২১466325
  • আম্মো শুনেছি। খুব ভালো লেগেছে!!
  • সুতরাং | 138.192.7.51 | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:১৮466326
  • name: byaang mail: country:

    IP Address : 132.178.251.59 (*) Date:30 Jan 2015 -- 10:17 PM

    না শিশুটকে দিলে ব্যাঙাচি রেগে যাবে। দিস না। ব্যাঙাচি কদিন আগেই বলে দিয়েছে তাকে এখন থেকেই টীনেজার বলে ভাবা প্র্যাকটিস করতে।

    সুতরাং

    name: byaang mail: country:

    IP Address : 132.178.251.59 (*) Date:30 Jan 2015 -- 09:48 PM

    আমাদের কালকের যাতায়াত কীরকম হবে সেটাই বরং লিখে দিই। তারপর বেঁচে থাকলে আবার এখানে লিখব।

    লেখা শুরুর আগে বলে রাখি। আজ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা অব্দি আমি আর ব্যাঙাচি শুধু হেঁটেছি, একবারও বসি নি। জানি বিশ্বাস করবে না কেউ, তাই বলে সত্যের অপলাপ তো আর করা যায় না। পা এত চিবুচ্ছে এখন বলার কথা না।

    যাই হোক এবার কালকের কথা শুনুন।
    যাত্রা শুরু সকাল আটটায়। বানেরঘাটা রোডে আইআইএম থেকে দুইকিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে।
    গন্তব্য আইআইএসসি , কুড়ি কিলোমিটার দূরে।

    আইআইএসসি থেকে পরবর্তী গন্তব্য ব্যাঙাচির ইস্কুল। আইআইএসসি থেকে ১০ কিমিদূরে।

    ব্যাঙাচির ইস্কুল থেকে পরবর্তী গন্তব্য আইআইএম, ব্যাঙাচির ইস্কুল থেকে দশ কিমি দূরে।

    সেখান থেকে গন্তব্য বাইশ কিমি দূরে হোয়াইট্ফিল্ডের এক মল। সেখান থেকে বেরোনোর কথা রাত পৌনে একটায়।
    আবার ফিরে আসা হবে চব্বিশ কিমি দূরে, এই বাড়িতে।

    পুরো যাতায়াতটাই করা হবে অটোয়।

    রাত পৌনে একটায় আমি আর ব্যাঙাচি অটোয় ফিরব শুনে বিভীষণ ব্যাগড়া দেওয়ার চেষ্টা করেছিল হোয়াইট্ফিল্ডে খুব মাগিং হয় বলে। এবং অটোড্রাইভাররা নাকি মাগারদের সাহায্য করে, বাধা না দিয়ে। সেই কথা শুনে ব্যাঙাচি হ্যা হ্যা করে হেসে উড়িয়ে দিয়েছে, "মা যা সাংঘাতিক, মা নিজেই মাগারদের সারাদিনের আরনিংস মাগিং করে নিতে পারে। আর অটোড্রাইভারও মায়ের ফ্যান হয়ে গিয়ে মায়ের টীম জয়েন করে নিতে পারে" বলে।
  • Abhyu | 138.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১৫ ০১:২৪466327
  • name: byaang mail: country:

    IP Address : 132.178.251.59 (*) Date:30 Jan 2015 -- 11:25 PM

    আমি চিরখোকা ভাবি কিনা জানি না। তবে সে আজকাল আমার উপর খুবই বিরক্ত হয়।
    তাকে নিয়ে আমি প্রায়ই নানাধরণের সিনেমা দেখে থাকি, অ্যাডাল্ট সিনেমাও। তার দুই-তিন বছর বয়স থেকেই। তা সে বরাবর বেশ নির্বিকার মুখেই গোলমেলে সীনগুলো পার করে দেয়। কোনো প্রশ্ন করে বা রিঅ্যাক্ট করে সীনগুলিকে বিশেষ প্রাধান্য দিত না। এ হেন ছেলে কিছুদিন আগে কী একটা যেন সিনেমা দেখতে গিয়ে একটি ঘনিষ্ঠ দৃশ্যের সময় মন দিয়ে নিজের জুতোয় হাত দিয়ে জুতোর ভেলক্রো স্ট্র্যাপ ফড়ফড় করে খুলছিল। এবার ছেলে জুতোয় হাত দিচ্ছে দেখে আমি আমার ব্যাগ খুলে ওয়াইপসের প্যাকেট হাতড়াতে হাতড়াতে হাঁ হাঁ করে বলে উঠেছি, "দিব্যি তো সিনেমা দেখছিলি, হঠাৎ জুতো খুলতে আরম্ভ করলি কেন? চুপচাপ বসে দেখতে পারছিস না? সিনেমাটা তো স্ক্রীনে হচ্ছে, নাকি জুতোয় হচ্ছে?" বলতে বলতে হাত টেনে নিয়ে আঙুলগুলো চেপে চেপে মুছে দিচ্ছিলাম। তখন সে খুব বিরক্তমুখে বলে উঠল, "সবই তো বুঝতে পারছ। তাহলে এখন সিনেমাটা দেখছি না কেন এটা জিজ্ঞেস করছ কেন? তোমাকে নিয়ে না .... উফ্ফ!"
    আমি হ্যা হ্যা করে হাসতে লাগলাম বুঝতে পেরে। আর সে রাগ রাগমুখে বসে থাকল।
  • Abhyu | 85.137.14.101 | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩১466329
  • name: byaang mail: country:

    IP Address : 132.172.241.191 (*) Date:21 Feb 2015 -- 12:59 PM

    আর এলসিএম আর কাজুকে আরো একটা কথা বলার ছিল। সেই রহস্যভেদ করা গেছে, সেই যে গল্পের বই ভাড়া নেওয়ার রহস্যের। তিনি কদিন আগে স্বীকার গেছেন। "ক্যান্টিনের কুপন দিতাম। ফর্টি রুপিজের কুপন দিয়ে হান্ড্রেড ফিফটি রুপিজের বই পড়তে পেতাম। তাই প্রফিটটা আমারই হয়েছে। একশোদশটাকার প্রফিট করেছি প্রত্যেকটা বইয়ে।"

    আমার আর কিছু বলার নেই।
  • Atoz | 161.141.84.175 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৫466330
  • কী অপূর্ব! সত্যিই তো প্রফিট করেছে। ঃ-)
  • Abhyu | 109.172.117.250 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৩৮466331
  • name: byaang mail: country:

    IP Address : 132.178.252.152 (*) Date:23 Feb 2015 -- 11:12 PM

    ব্যাঙাচি শুক্কুরবার বিকেলবেলায় আমার সঙ্গে ঝগড়া করে গৃহত্যাগ করেছিল, সন্ধ্যে সাড়েআটটা নাগাদ দরজায় বেল দিয়ে বলল "জল তেষ্টা পেয়েছে, জলের বোতল নিতে এসেছি"। আমি অম্নি জলের বোতল ওনাকে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। মিনিট পনেরো বাদে আবার দরজায় বেল, এবারে বক্তব্য অন্যরকম। "আমি কিন্তু বাড়িতে কোনোমতেই ফিরব না। আমার পিছনে সিকিউরিটি গার্ড পাঠাবে না। ওরা রিকোয়েস্ট করলেও আমি ফিরতে পারব না।"

    নিশ্চিন্ত করলুম কেউ ওনাকে ডাকতে যাবে না। আবার আধঘন্টা বাদে দরজায় বেল। এবার মুখঝামটা দিলেন "উউফ্ফ পোডিয়ামে কী মশা! তুমি অ্যাসোসিয়েশনে আছ, অথচ পোডিয়াম থেকে মশা কমানোর জন্য কিছুই কর না! সর তো, আমাকে যেতে দাও।"

    এবার পর্বতরূপী আমিই বলি "তুই যদি বাড়ি আসতে চাস, আসতে পারিস। দরজা খোলা রইল।" বলে ভিতরে চলে যাই। এবার তিনি খোলা দরজারই বেল বাজিয়ে বলেন "আসতে পারি। কিন্তু একটা কন্ডিশন আছে। তুমি যদি আমাকে প্লিইজ বলে আসতে রিকোয়েস্ট কর, তবে আসব। নয়তো আসতে পারব না।" কোনোরকমে হাসি চেপে "প্লিইইজ ভিতরে এসো, এসে আমাকে উদ্ধার করো" বলতেই হয় এবার।
    তিনি ভিতরে এসে "উউফ্ফ তোমাদের সঙ্গে থাকা যায় না" বলে গজগজ করতে স্নানে যান। স্নান করে বেরিয়ে সুবোধ বালক সেজে গম্ভীর মুখে বইয়ের তাক থেকে বই বার করে নিয়ে পড়তে বসেন। আমিও রাগের চোটে আর দেখতে যাই নি কী পড়ছে।

    শনিবার বাবার থেকে ঝাড় খেয়ে সেই বইটাই পড়ছিলেন দিনেরবেলায়। তারপর তো আমরা বেবি দেখে এলুম।

    গতকাল সকাল থেকেই আমি খুব ব্যস্ত ছিলাম আর তিনিও সকাল দশটা থেকেই বন্ধুদের সাথে খেলতে চলে গেছিলেন। কাল খুব সম্ভবত সারাদিন পড়তেই বসেন নি। আজ ওনার পরীক্ষা ছিল। আনতে গেছি ইস্কুল থেকে। আমাকে দেখেই ফিকফিক করে হাসতে শুরু করেছেন। তারপর বললেন "আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু বলব না। কারণ কথাটা শুনলে তুমি টেনশনে মরেও যেতে পার।"
    খানিকক্ষণ অনুরোধ ও শাসানির পর তিনি বললেন "আজ পরীক্ষা দিতে গিয়ে আমি বুঝলাম আমি ক্লাস সিক্সের বইটার বদলে ভুল করে ফাইভের বইটা পড়ে পরীক্ষা দিতে এসেছি।" বলেই ফ্যাকফ্যাক হাসি।
  • Abhyu | 126.203.187.193 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:২২466332
  • তুলে দিলাম
  • ranjan roy | 24.99.74.51 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৪466333
  • আমি মুগ্ধ হয়ে ওর বাঁহাতের আঙুলের কাজগুলো দেখছিলাম-- কী অনায়াসে অনামিকা ও কেনে আঙুল ফ্রেট থেকে ফ্রেটে ঘুরে বেড়াচ্ছে!
  • Abhyu | 190.215.95.98 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:০১466334
  • name: Byaang mail: country:

    IP Address : 233.227.44.158 (*) Date:10 Dec 2015 -- 01:13 PM

    ঐ যে একজনকে মাঝে মাঝেই শুধোতিস, হাবিজাবি সিনেমাগুলো দেখেছে কিনা। এখন সে তোর নাম করে জেমস বন্ড দেখতে চাইছে। বলছে "তিতাসমামা যে যে সিনেমা দেখত, আমিও সেগুলো দেখি। তিতাসমামার নিশ্চয়ই স্পেক্টার দেখা হয়ে গেছে, আমিও দেখব।"

    আমি আপত্তি করে বলেছি বন্ডের সিনেমা অ্যাডাল্ট হয়। তখন বলল "আমি দেখেছি এটার পোস্টারে ইউএ লেখা আছে। উইকিতে লেখা আছে ইউএ মানে আন্ডার থারটীনরা পেরেন্টের পারমিশন নিয়ে দেখতে পারে।"
    আমি খচে গিয়ে বলেছি "ইউএই হোক আর যাই হোক, সব্বাই জানে বন্ডের সিনেমায় অ্যাডাল্ট সীন থাকে, আমি ও জিনিস দেখার পারমিশন দিলাম না"
    তখন জিগাচ্ছে "ঠিক কী থাকলে তোমার মনে হয় যে সিনেমায় অ্যাডাল্ট সীন আছে, সেটা আমাকে বলে দাও?"

    এখন বারো বছরের ছেলেকে "ঠিক কী থাকলে অ্যাডাল্ট সীন হয়" এটা বোঝাতে আমি অপারগ।

    name: Byaang mail: country:

    IP Address : 132.167.98.145 (*) Date:10 Dec 2015 -- 02:11 PM

    আর এমন কিছু শিশুও নন। আজকাল মাঝে মাঝেই বন্ধুদের গার্লফ্রেন্ডদের নাম শোনা যাচ্ছে। জেথরোর গার্লফ্রেন্ড আছে, জোশুয়ার আছে, লুকের আছে, (লুক হচ্ছে ক্লাসের সবচেয়ে বড় বুলি।এনার আবার মারামারি করার সিগনেচার স্টাইল আছে। মারামারি করতে আসার আগে পকেট থেকে বার করে একটা ললিপপ গুঁজে নেন মুখে। টারপর আয়েস করে পিটোন), মাসুদেরও আছে, কেভিনেরও আছে ইত্যাদি। গার্লফ্রেন্ডরা সব পাশের গার্লস স্কুলে পড়ে। আর আমাদের এনার নাকি মেয়েদের খুবই অপছন্দ, ওনার গার্লফ্রেড হবেই না কখনো ইত্যাদি ।

    সেদিন একটা মজা হয়েছে। কিছুতেই লেখাপড়া করবে না আর আমিও ছাড়ব না। খুবই দরাদরি চলছে। এমন সময়ে বিভীষণ ইয়ার্কি দিতে গেছিল ছেলের সাথে। বিভীষণ বলেছে, "তুই যতক্ষণ ধরে মায়ের সঙ্গে ঝগড়া করছিস, এতক্ষণে হয়তো জোশুয়া আর জোশুয়ার গার্লফ্রেন্ড পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলেছে। "
    বিভীষণ এটা বলা মাত্র প্রতিবাদী কন্ঠ বিভীষণের দিকে প্রশ্ন ছুঁড়ে দিল "তোমার কি মনে হয় একসাথে লেখাপড়া করার জন্য জোশুয়া গার্লফ্রেন্ড নিয়েছে?"

    বিভীষণ যেন ওঁত পেতে ছিল । যেই জিজ্ঞেস করেছে "তাহলে ঠিক কেন নিয়েছে?" অম্নি আমাদের উনি ঢোঁক গিলে তোতলাতে আরম্ভ করেছেন। তখন আর কোথায় সেই রুদ্ররূপ! মিনমিন করে বিরক্তির সাথে বলছে "আমি জানি না কেন নিয়েছে"
  • Tim | 140.126.225.237 | ১০ ডিসেম্বর ২০১৫ ২৩:১১466335
  • ঃ-))

    বাবা জোশুয়া তো মহাবীর। গার্লফ্রেন্ড "নিয়েছে"।
  • Atoz | 161.141.84.176 | ১০ ডিসেম্বর ২০১৫ ২৩:২০466336
  • এ তো পুরো বাইবেল! লুক, যোশুয়া!
    নির্ঘাৎ ম্যাথিউ, মার্ক, জন, পল, পিটার এনারাও আছেন! ঃ-)
  • ব্যাংয়ের জন্য | 192.69.246.234 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৮:৫১466337
  • তুলে দেওয়া হল।
  • Abhyu | 85.137.3.12 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:০১466338
  • একদম টঙে
  • byaang | 132.172.96.31 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৩৪466340
  • জেথরোবাবু প্রায়ই ক্লাসে ওনার প্রেমের আপডেট দিয়ে থাকেন। তিনি বেশ সাড়া জাগানো পাড়া কাঁপানো একটি প্রেম করছেন। প্রেমের গল্প শুনিয়ে প্রায়ই ক্লাসের বন্ধুদের কাঁপিয়ে দিচ্ছেন। এই যেমন, ডিসেম্বর মাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে বাড়ি এসে আমাদের ইনি আমাকে সরাসরি চার্জ করলেন, "এই যে তোমার খুব ইচ্ছে না, যে আমার গার্লফ্রেন্ড থাকুক? সত্যি যদি থাকত, তাহলে আর চাইতে না।" অবিকল সেই নেই তাই খাচ্ছর সুরে।
    (এখন কথাটা সত্যিই। আমি প্রায়শই এরকম ইচ্ছে প্রকাশ করেই থাকি, নতুন কানের দুল, লকেট ইত্যাদি যত্ন করে তুলে রাখি, ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে যেদিন প্রথম আলাপ করিয়ে দেবে, সেদিন মুখ দেখব বলে ইত্যাদি। সানন্দার বিজ্ঞাপনে নতুন নেকলেসের ছবি দেখলেও বিশেষ ইচ্ছে প্রকাশ করি, কবে ছেলের গার্লফ্রেন্ড হবে বলে অধৈর্য্য হয়ে পড়ি। খুবই ইচ্ছে জমিয়ে ছেলের গার্লফ্রেন্ডের জন্য শপিং করার)
    ছেলের অমন বিচ্ছিরিভাবে কথা বলা দেখে খুবই বিরক্তি নিয়ে বললাম "ভদ্রভাবে কথা বল। নিজের মাকে এই যে বলে ডাকা আবার কী? ভালোভাবে কথা বলতে শিখিস নি? ফের এইভাবে কথা বললে কিন্তু দুই থাপ্পড় দেব।" বললাম বটে, কিন্তু মনে মনে খুবই ইচ্ছে অমন মন্তব্যের পিছনের কারণটা জানার। বেশি খ্যাঁকালে যদি বিগড়িয়ে গিয়ে আর কিছু না বলে, তাই গলাটা একটু নরম করে নিয়ে এবার বলতেই হল "গার্লফ্রেন্ড থাকলে চাইতাম না থাকুক , এই কথাটার মানে কী? যত দিন যাচ্ছে, কোনো কথারই কোনো মানে বোঝা যাচ্ছে না আজকাল।" শেষ বাক্যটা একটু হাল ছেড়ে দেওয়া স্বগতোক্তি স্টাইলে বললাম। তা ডায়লগ ডেলিভারিটা ঠিকঠাকই হয়েছিল মনে হয়। কারণ সে উত্তর দিল।
    "জেথরোর তো গার্লফ্রেন্ড আছে, সে কী করেছে জানো? কাল সারাদিন জেথরোকে আরটিনগরে হাঁটতে হয়েছে, সকাল থেকে সন্ধ্যে অব্দি। ওর গার্লফ্রেন্ডের নাকি খুব হাঁটতে ইচ্ছে করছিল। পরীক্ষার আগের দিনই তো সবাই পড়ে, জেথরো সেই দিনটাই পড়ার চান্স পেল না। আমার গার্লফ্রেন্ড থাকলে আমি যদি পরীক্ষার আগেরদিন না পড়ে সারাদিন হাঁটতাম, তাহলে তুমি কী করতে, সেটা একবার ভাবো?"
    আঃ কী আরাম! কেমন লোপ্পা ক্যাচ দিল! এ সুযোগ ছাড়া যায়? বললাম, "ঐ জন্যই তো সারা বছর ধরে রোজ পড়তে বলি, তাহলেই আর পরীক্ষার আগের দিন পড়তে হয় না।" বলেই সুট করে বাথরুমে ঢুকে পড়ি, খুব একচোট হেসে নিই।

    কয়েকদিনে বাদে আবার নিজের থেকেই এসে বেশ বিরক্তির সাথে বলল "গার্লফ্রেন্ড থাকলে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে ঝগড়াও হয়ে যেতে পারে। আজ জেথরো আর কেভিনের মধ্যে খুব ঝামেলা হয়ে গেল।"
    আমি তো এই অব্দি শুনে একটা বেশ ত্রিকোণ প্রেমের আভাস পাচ্ছিলাম। তারপর শুনি কেস নাকি অন্য।
    জেথরোকে নাকি আজ ক্লাসে সবাই মিলে ধরেছে, বলতেই হবে গার্লফ্রেন্ডের নাম কী? কোথায় আলাপ হল? জেথরো বলেছে, সানডে মাসের সময়ে অমুক চার্চে আলাপ হয়েছে। তারপর গার্লফ্রেন্ডের নামও বলেছে।
    গার্লফ্রেন্ডের নাম আর চার্চের নাম শুনে কেভিন নাকি বলেছে " সে কি! এ তো আমার কাজিন। অমুক পাড়ায় থাকে, অমুক চার্চে যায়, নামও তো একই। তমুক স্কুলে পড়ে, ক্লাস সেভেনে। সেকশন হ্যানা, রোল নম্বর ত্যানা।" সব সব মিলে গেছে জেথরোর গার্লফ্রেন্ড আর কেভিনের কাজিন একই লোক প্রমাণ হয়ে গেছে। তার্পর নাকি কেভিন বলেছে, "ড্যুড, খুব সাবধান। শী ইজ ভেরি অ্যানয়িং অ্যান্ড ট্রাবলসাম।"
    সেই শুনে জেথরো বলেছে "না না ও খুবই ভালো।"
    কেভিন বলেছে "হুঁঃ! আমার কাজিন আর আমি জানি না! জন্ম থেকে অত্যাচার সয়ে আসছি।"
    জেথরো বলেছে "আমার গার্লফ্রেণ্ডকে আমি তোর থেকে ঢের ভালো চিনি।"
    এবং মারপিট।
  • sinfaut | 74.233.173.198 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৩৭466341
  • :-)))
  • Abhyu | 85.137.3.12 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৪১466342
  • খাসা গল্প :)
  • dd | 116.51.25.127 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৪৯466343
  • বিপুল ভালো হচ্ছে।
  • blank | 11.39.36.173 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৫৬466344
  • :-D
  • পুপে | 131.241.184.237 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:০৫466345
  • ঃ)))))) ... কতবচ্ছর আগের আমাদের টিনবেলার কথা মনে পড়ে গেল; স্থান-কাল-পাত্র পেরিয়ে সব টিনেদের মধ্যে বোধহয় একটু না একটু মিল থেকে যায়।
  • d | 24.97.30.230 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:১৫466346
  • :-))) ক্কি মজার।
    আহারে ব্যাঙাচির জিএফের জন্য আমরাও হা পিত্যেশ করে থাকি এখন ....
  • Abhyu | 81.12.144.136 | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৫466348
  • আপডেট কই?
  • Tim | 78.63.145.192 | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫০466349
  • এটা মিস করে গেছিলাম ঃ))
  • raatri | 192.66.2.229 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৩466351
  • এই থ্রেডটা দারুণ তো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন