এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সুতোর পায়ের সুতো :-(( জোড়া লেগে এবং তারপর?!

    Nina
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১০ | ২৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 64.56.33.254 | ১৫ ডিসেম্বর ২০১০ ২১:৪২466971
  • উপ্স! নিজের চেষ্টায় বাংলা শেখা, বানামটা আর রপ্ত হয় নাই--নিজগুণে ক্ষমা করবেন গুরু ও চন্ডালেরা :-))
  • achintyarup | 121.241.214.34 | ১৫ ডিসেম্বর ২০১০ ২৩:৩৯466982
  • সুকন্যার (নামটা ঠিক বল্লাম?) পা ভেঙ্গেছে বিভিন্ন লোকের লেখায় দেখছি। ওঁর দ্রুত অরোগ্য কামনা করি
  • Paramita | 202.3.120.9 | ১৬ ডিসেম্বর ২০১০ ০০:০৮466993
  • আমিও প্রার্থনা করি সুকন্যা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক। আর তা হবেই, কারণ খুকীর জন্যই মা আরো দ্রুত ভালো হয়ে উঠবে।
  • sana | 58.106.27.109 | ১৬ ডিসেম্বর ২০১০ ০৬:২৯467004
  • সু-র কষ্ট কমুক,ব্যাথা নিরাময় হোক। খুব,খুব তাড়াতাড়ি সেরে ওঠো,সু।
    রোজ একটু সু-র খবর পেলে,কেমন আছে জানতে পারলে খুব ভালো লাগবে!
    অবশ্য,লামা জানাচ্ছেই রোজ।
  • Nina | 68.84.239.41 | ১৬ ডিসেম্বর ২০১০ ০৭:০৩467015
  • প্লিজ, লামা, হুতো, আমাদের রেগুলার জানিও সুতো কেমন আছে---খুব খারাপ লাগছে আমার অমন হাসিখুশি মেয়েটা কষ্ট পাচ্ছে! পা ভাঙা যে ছোঁয়াচে তা কি কখনও জানতুম :-((
  • Samik | 155.136.80.174 | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:০২467026
  • হ্যাঁ, নীনাদি ভাঙা পা নিয়ে দিল্লিতে পা-রাখল কি সুতো ঝামেলায় পড়ে গেল।
  • Nina | 68.84.239.41 | ১৬ ডিসেম্বর ২০১০ ০৯:০৭467037
  • আরে শমীক লাজোয়াব দিল্লী-ভাই সবার পা টানে---আমার বর দিল্লী airport এ পড়ে গিয়ে পা মচকালো, এখনও খোঁড়াচ্ছে---
    সুতো বেচারির খুব ফাঁড়া কেটেছে---ওর সাহস আর সহ্যশক্তিকে স্যালুট--সুতোকে আমি ঝাঁসী কি রানি লক্ষীবাই উপাধি দিলুম (ডানদিকে বাংলা, নেই বানানভুল মাফ কিয়া যায়)
  • r.huto | 203.99.212.54 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৪:৪০467044
  • সক্কলকে পচন্ডো ধন্যযোগ- মনে মনে, দুর থেকেও সঙ্গে থাকার জন্যে।

    সুতো রাস্তা পেরুতে গেছিলো, স্বাভাবিক গতির একখান লরীর পেছন থেকে অস্বাভাবিক গতির বাইক বেরিয়ে এসে মেরে দেয়, সুতো, বাইক আরোহী, বাইক ইত্যাদি চাদ্দিকে ছিটকে পড়ে। সুতোর পিজির আন্টি দেখতে পেয়ে লোকজন ডেকে তোলায়, সুতোর ম্যাঞ্জার উল্টোদিকের আবাসন থেকে দৌড়ে এসে হাস্পাতালে নিয়ে যায়, প্রাথমিক প্লাস্টারের পর সন্ধ্যের ফ্লাইটে আর্তনাদরত সুতো এসে দমদমে নেমে একফাঁকে জানায় ফ্লাইটে পরিবেশিত লবস্টার মোটামুটি সুস্বাদু ছিল। তারপর কিঞ্চিৎ হাসপাতাল বিভ্রাট ইত্যাদির পর, রাত দুটোয় পিয়ারলেস হাসপাতালে ভর্তি, একদিন পর দু ঘন্টার অপারেশন, পায়ে লম্বাপানা রড এবং ছখানা ইস্ক্রুপ বসানো শেষে আজকে ড্রেসিং হলো। কালকে ছেড়ে দেবার একটা সম্ভাবনা আছে। তবে, তার্পর মোটামুটি তিনমাস বালিসে শুয়ে থাকতে হবে।
    এখন ব্যথা ইত্যাদি যথেষ্ট আছে, স্বাভাবিকভাবেই। সেলাই কাটা আরো এক হপ্তা পরে। থেরাপী ইত্যাদি চলবে, সেটাও এইমুহুর্তে বেশ যন্ত্রনাদায়ক। তবে টেনশন নেই আপাতত।

    এর ফাঁকে ফাঁকে নানান গল্প আছে, আসা করা যায় সুতো সুস্থ হয়ে লিখে দেবে।
    তবে আমার নামে একটু নিন্দে রটছে, সে বিষয়ে পরিস্কার হয়ে থাকা ভালো।

    রাস্তা থেকে তুলে তাকে নিয়ে যখন বসানো হয়েছে, এবং ক্ষয় ক্ষতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়নি, তখন আমাকে সুতো ফোন করে বলে, আমার প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, জানিনা আর দেখা হবে কিনা, সোহাগ কে একটু দেখো।
    তো, তার সকল কথায় স্বল্পভাষায় সম্মতি জানানো আমার প্রায় দু' দশকের অভ্যাস, আমি সেই অভ্যাসবশত: উত্তর দিই, 'আচ্ছা'

    তো, এটা কি একটা নিন্দের কথা হলো?

    সবাইকে আবারো ধন্যবাদ।
  • kumudini | 59.178.146.235 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৫:৫১467045
  • সবাই দিল্লীর বদনাম কর্ছে কেন?এগুলো তো সমাপতন!!
    কিছুটা experienceআছে পা(নিজের) ভাঙার,তাই থেকে লিখি ফিজিওথেরাপি কাঁটায় ,কাঁটায় ডাক্তারের নির্দেশ মেনে করে যাওয়া খুব জরুরী।আরো জরুরী,ঐ তিনমাস শুয়ে থাকার সময় কাছের মানুষদের দেওয়া মানসিক সাপোর্ট।

    হুতোর সাথে আলাপ নেই,কিন্তু ওর লাস্ট পোষ্ট পড়ে এ বিষয়ে ক্যামোন একটা ------

    সুকন্যাকে এক্টা ব-ড় লাল গোলাপ,আর অনেক পছন্দের বই।তাড়াতাড়ি সম্পুর্ণ ভাল হয়ে ওঠো।
  • Shibanshu | 59.96.97.153 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৫:৫৪466972
  • অবস্থা তো দেখছি বেশ গুরুচরণ।

    দু দশকের 'স্টক রিপ্লাই'...!!! এও তো এক চমকে দেওয়া তথ্য। ভালো হয়ে গেলে একটা অগ্নিপরীক্ষা প্রয়োজন। যেকোনও একজনের হলেই চলবে।
    তবে এই মূহুর্তে যথাসত্বর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করুন এটুকু শুভেচ্ছাই জানাই।
  • Manish | 59.90.135.107 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:১৫466973
  • সুকন্যা, গেট ওয়েল সুন।
    ফিজিওথেরাপির ব্যাপারটা অতি গুরুত্যপুর্ণ।
  • Samik | 155.136.80.174 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:২৪466974
  • হুতো সুতোর জোড়ি দু'দশকের পুরনো?? আচ্ছা!!

    যাক। সুতোর কাছে ল্যাপিটা ছেড়ে আপিস যেও। সময় কেটে যাবে। একা একা শুয়ে থাকা ততটা খারাপ লাগবে না।

    তিনমাস শুয়ে থাকা, বাপ রে! ভাবতেই পারছি না!!
  • kumudini | 59.178.146.235 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:৫৬466975
  • জীবন বড়ো আশ্চর্য-পর্বে,পর্বে উপন্যাস।
    তিনমাসও কেটে যাবে।
  • Nina | 64.56.33.254 | ১৬ ডিসেম্বর ২০১০ ২০:৪৬466976
  • আহা, কে নিন্দে রটায় রে, হুতো? বেচারি তুই শকড হয়ে স্তব্ধবাক, মুখে কতা সরে নি তাই!
    নিন্দে কত্তে হলে এমনি হতে হয়:
    রাবণোচিতো গাঙ্গুলী তখন সবে নতুন হন্ডা অ্যাকর্ড কিনেছে ( সে তার মার্সিডিজ ত্যাখন) এক মাসের মধ্যে বেচারি আমি ঠিকঠাক চালাচ্ছিলুম কিন্তু একটা বদ টিনএজার ৩০ মাইলের রাস্তায় ৬০ মাইলে এসে দিল আমায় ঠুকে :-(( গাড়ি বেচারা সব চোটটা নিজের ওপর নিয়েছিল, আমার কিছু হয় নাই--তা কাঁপা গলায়, ফ্যাঁচ ফ্যাঁচ করে করে কানতে কানতে রাবণরে ফোনালাম--কইলাম ফোঁপাতে ফোঁপাতে " আমার না , আমার না , পোচোন্ডো অ্যাকসিডেন্ট হয়েচে"
    রাবণ গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল" গাড়িটার কি অবস্থা--টোটাল করনি আশা কত্তে পারি" এরে কয় নিন্দনীয় ব্যাভার (ফোঁস)
    সুতো কে খুব যত্ন করিস, পোস্ট অপারেশন কেয়ার খুব জরুরি। পা বলে কতা--বঙ্কিমবাবু বলে গেছে যেমনি--দেহি পদপল্লবমুদারম;-))মন দিয়ে কর মালিশম (আমি বল্লুম)
  • M | 59.93.210.115 | ১৬ ডিসেম্বর ২০১০ ২১:১৪466977
  • তাও তো আমি এগুলো কাউকে বলিনা যে একবার আমি একটু ভুতের গপ্প শুনে বাইকের পিছনে বসে ফেরার সময় ভয় পেয়ে পিঠে খচাৎ করে কামড়ে দিয়ে ছিলাম বলে আমাকে স্যুট করে গাড়ী হেলিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছিলো আর আমি বেচারী রাস্তায় বসে কাঁদছিলাম বা হিল কার্ট রোডের উপর আমায় হাত ধরে রাস্তা না পার করলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো বলে একগাদা গাড়ী দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাকা সত্বেও কেউ হাত ধরেনি, শেষে লজ্জাবনত হয়ে একা একাই হাত দুলিয়ে রাস্তা পার হলাম।

    যাকগে শমীক ভালো আইডিয়া দিয়েছে, সুতোকে ল্যাপী দিয়ে যেও।আর সুতো তাড়াতাড়ি ভালো হও।
  • omi | 151.141.84.100 | ১৬ ডিসেম্বর ২০১০ ২২:২০466978
  • বড়েম, কামড়ে দিয়েছিলেন???????
  • byaang | 59.93.240.126 | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:১৬466979
  • সব্বাই সুতোর জন্য হাহুতাশ করছে, আমারও যে খারাপ লাগছে না, তা নয়। তবে কেন জানি না মনে হচ্ছে সুতোর এ শাপে বর হল, তিনমাস কোনো কাজ করতে হবে না, সরভাজাকে সবসময় নিজের কাছে রাখতে পারবে, চটকাতে পারবে, আর হুতোটাকে দিয়ে গুচ্ছের কাজ করিয়ে নিতে পারবে! সুতো যদি তাড়াতাড়ি পা সারিয়েও ফেল, আরো কটা দিন একটু ব্যাথা বাড়ার অভিনয় কোরো বাপু।
  • byaang | 59.93.240.126 | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:১৭466980
  • ব্যথা
  • M | 59.93.194.48 | ১৭ ডিসেম্বর ২০১০ ০০:০৩466981
  • হ্যাঁ তো,আমি পিছনে ছিলাম, আর আমার মনে হলো আমার পিছনেও কেউ আছে,সেটা বারবার বলা সত্বেও বিশ্বাস করলোনা, তো আর কি করবো?
  • Nina | 68.84.239.41 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৫:৪১466983
  • সুতো কি আজ বড়ি এল? কতদূর সত্যি জানিনা তবে আমার দিদা বলতেন জোলো তরকারি যেমন লাউ কুমড়ো এখন খেতে নেই ঘা শুকোতে দেরি হয়! আদা দেয়া চা খেলে নাকি ব্যাথা কমে! আসলে কি যে করি ভেবে পাচ্ছিনা--কি করে মেয়েটার একট আরাম হয় তাই ভেবে যাচ্ছি---
  • Abhyu | 117.194.197.202 | ১৭ ডিসেম্বর ২০১০ ২১:০২466984
  • কিক্কাণ্ড। গেট ওয়েল যতোটা সম্ভব সুন।
  • ranjan roy | 122.168.211.140 | ১৮ ডিসেম্বর ২০১০ ১৮:৪৮466985
  • বড়মা,
    তুমি একটি রোম্যান্টিক যা-তা! নিশ্চয়ই ঘুম না এলে নিজের নানাবিধ কাল্পনিক হেনস্থা আশাভঙ্গ এইসব ভেবে বালিশ ভেজাও।:))))))
    ভাবছি সুতোর কেন অ্যাকসিডেন্ট হল? অমন হাসিখুশি-জিন্দাদিল মেয়ে, কত কঠিন সিচুয়েশনে ম্যানেজ করেছে। আর শেষে কি না রাস্তা পেরোতে গিয়ে--? দুর্ভাগ্য আর কাকে বলে?
    খারাপ লাগছে, ওদের বিবাহবার্ষিকীতে আমন্ত্রিত ছিলাম , সেদিন সুতো সকালে ফোন করে রঞ্জনদাকে রিমাইন্ড ও করেছিল কিন্তু সন্ধ্যে বেলা আমার বোনের পা ভাঙার খবর পেয়ে বাঁশদ্রোণী গেলাম। পাটুলি যাওয়া আর হল না। রজনীগন্ধার বোকে শুকিয়ে রইল।
  • Nina | 68.84.239.41 | ১৮ ডিসেম্বর ২০১০ ২১:০৮466986
  • র্ঞ্জনভাউ, (এইরে ডানদিকে বাংলা নেই, কি লিখছি কে জানে)
    আমিও যেতে পারিনি সেইদিন পাটুলী, বড় আপশোষ, আমারও---কিন্তু এই পা ভাঙাটা কি যে শুরু হয়েছে---সবার কেন পা ভাংঅছে ?!
    হুতো, সুতোর কথা আমাদের জানাতে থাক, ভাই, যতক্ষন না সুতো নিজের হাতে ল্যাপিটা তুলে নিচ্ছে।
  • Nina | 68.84.239.41 | ১৮ ডিসেম্বর ২০১০ ২১:১৩466987
  • অ্যাআল!*রঞ্জন, *ভাঙছে--এবার হল কি ঠ্‌ক --ধ্যুততেরি
  • d | 14.96.122.119 | ১৮ ডিসেম্বর ২০১০ ২১:২৫466988
  • হে: রঞ্জনদা যে কি কয়!! আরে দিল্লী অঞ্চলে কোনো কারণ লাগে না। বাইকওয়ালারা অমনি অমনিই এসে মেরে দিয়ে যায়। দিল্লীর বাইকওয়ালারা অতি অভদ্র, অসভ্য, খুনী টাইপের। পাঁচ বচ্ছর আগে গুরগাঁওয়ে ডি এল এহে ফেজ ওয়ানের ভেতর দিকে একটা শান্ত চুপচাপ রাস্তার পাশের ঘাস ঘাস অংশটা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। এক খুনী টাইপ বাইকওয়ালা রাস্তা ছেড়ী পাশের ঘাসে নেমে পেছন থেকে আমাকে গুঁতিয়ে ফেলে দিয়েছিল। আমি নেহাৎই খুব শক্তপোক্ত বলে শুধু হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছিল।

    এন সি আর অঞ্চলের বাইকওয়ালাদের বাইকে বেঁধে রেখে হাতে পায়ে বিছুটি দেওয়া উচিৎ।
  • kumudini | 115.240.35.134 | ১৯ ডিসেম্বর ২০১০ ১১:২১466989
  • উল্টোদিক থেকেও এইসব বাইকওলারা আসে,ফোনে কথা বলতে বলতে।
    ঐ বিছুটির ব্যপারে একমত,সাথে নাইট্রিক অ্যাসিড।
    শমীককে বাদ।
  • r.h | 203.99.212.53 | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:০২466990
  • হ্যাঁ, সে এসেছে ফিরিয়া, বাড়িতে।
    শুক্কুরবার ছুটি দিয়েছে, এক হপ্তা পর সেলাই কাটা।
  • Samik | 155.136.80.174 | ২০ ডিসেম্বর ২০১০ ১৮:০৮466991
  • খাঁচায় ফেরত যাবার আগে ভালো খবরটা পেলাম। গুড। মনে জোর রাখো সুকন্যা, খুব তাড়াতাড়ি সেরে উঠবে।

    পটাশম্যাম আমায় বাদ দিল কেন? আমায় কি বাইক চালাতে দেখেছে?
  • Nina | 67.133.199.254 | ২০ ডিসেম্বর ২০১০ ২০:২৮466992
  • ধীরে সুস্থে, সুস্থ সুতোর কলমের অপেক্ষায়---:-))
    হুতো, যত্নে টুটি করবা না!
  • kumudini | 59.178.49.206 | ২২ ডিসেম্বর ২০১০ ১৪:৪৬466994
  • সুকন্যা, ভাল আছেন -আশা করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন