এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সুতোর পায়ের সুতো :-(( জোড়া লেগে এবং তারপর?!

    Nina
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১০ | ২৮৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | 59.178.43.165 | ৩০ ডিসেম্বর ২০১০ ১৫:৩৪466995
  • সুকন্যা,
    ভাল আছেন তো?physiotherapy ও আর যা কিছু ড: বলেছেন,সব খুব যত্নে ফলো করুন,পরে কোন সমস্যা থাকবে না।
  • Nina | 68.84.239.41 | ৩১ ডিসেম্বর ২০১০ ০৫:৫৯466996
  • আরে, হুতো এই টইটাকে আপডেট না কল্লে কি করে চলবে?
    কেমন আছে আমাদের সুতো-হুটো-পুটি?
  • su | 117.194.229.64 | ০২ জানুয়ারি ২০১১ ১৯:২৩466997
  • আমি ভাল আছি!একটু তাড়াতাড়ি ই ঠিক হয়ে যাচ্ছি মনে হচ্ছে! সব্বার এতো শুভ কামনা এমন কাজ করছে!! ..... সময় এর অনেক আগে ই আমার পা সেরে যাচ্ছে! তবে সত্যি কথা টা হল ... আমি এত তাড়াতাড়ি ঠিক হতে ও চাইছি না!! :P

  • sana | 58.106.38.160 | ০২ জানুয়ারি ২০১১ ১৯:৪৭466998
  • তোমার নিজের হাতে 'ভালো আছি'দেখে খুব ভালো লগলো,সু!
  • su with tibia fracture | 117.194.229.64 | ০২ জানুয়ারি ২০১১ ২১:২৬466999
  • byaang একদম ঠিক ধরেছে!!! হা হা হা... তোমরা বিশ্বাস করবে কি না জানি না...আমি যখন 10th decসকাল 9:15 তে vaishaali তে ১/২ sec এর জন্য ঘুড়ির মত উপরে উড়লাম (আমার হিসাবে)... এরপর মাটি তে নেমে অপেক্ষা করছি যে, পেছনের লরি টা এই বোধ হয় আমার মাথার উপর দিয়ে যাবে... গেল না, পড়ে ই রইলাম; এরপর ভাবলাম যে সিনেমার মত মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে যাবে... গেল না... এরপর দেখলাম, দুরে বাইক টা ও শুয়ে আছে... আর আমি অন্ধকারে চলে যাচ্ছি...কিন্তু, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে ঘুমানো চলবে না... আমার ল্যান্ড লেডি'র সালোয়ার টা দেখলাম...আমি যে বাঁচবো ভাবতে ই পারি নি; এতো জোরে বাইক টা একটা লরির পেছন থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আমার পেটের ডান সাইডে ধাক্কা দিল,হেলমেট টা আমার কাঁধে; উড়ে গেলাম ঘুড়ির মত;এরপর বাইক টা আমার পা এর উপর দিয়ে গেল;আমি ভেবেছিলাম internal hemorrhage হয়ে আমি মরতে যাচ্ছি!ল্যান্ড লেডি ঠিক ঐ সময় বাজার করতে বেরিয়েছিলেন; আর উনার চিৎকারেই লোকজন আমাকে মৃত ভেবে ই তুলেছিল ধরাধরি করে; কিন্তু পা এর দিকে হাত দিতে গিয়েই ওরা আমার চিৎকারে বুঝল যে আমি বেঁচে আছি...
    উনি কাঁদতে কাঁদতে হুতো কে ফোন করতে গেলেন, আমার মনে হল যে আমি ই জানাই যে আমি বেঁচে আছি; আর কতক্ষণ বাঁচতে পারবো বুঝতে পারছি না;
    এরপর ওকে বল্লাম " যদি মারা যাই তবে সোহাগ কে দেখো, আমার মা বাবার সাথে যোগাযোগ রেখো"... উত্তর এলো " আচ্ছা" ।
  • kk | 68.47.236.79 | ০২ জানুয়ারি ২০১১ ২২:০২467000
  • সুকন্যা, ভালো আছো দেখে খুব ভালো লাগছে। তাড়াতাড়ি সেরে ওঠো।
    (তোমার লেখা পড়ে আমার ২০০০ সালের জুন মাসের কিছু স্মৃতি ফিরে এলো।)
  • su | 117.194.229.64 | ০২ জানুয়ারি ২০১১ ২২:০৫467001
  • ঠিক বলেছো kk ই; আমার ও হাসপাতাল এ শুয়ে তোমার কথা মনে হল...
  • i | 59.93.241.39 | ০২ জানুয়ারি ২০১১ ২২:১৯467002
  • সুকন্যার ২রা জানুয়ারির পোস্টটি-ই নতুন বছরের সেরা প্রাপ্তি।
    আন্তরিক শুভেচ্ছায়-
  • su | 117.194.229.64 | ০২ জানুয়ারি ২০১১ ২২:২৭467003
  • i কে ধন্যবাদ! আমি আরো আগে থেকে ই আসতে পারতাম; হুতো জানালো যে আমার ল্যাপি খারাপ; ওয়্যারলেস কাজ করে না; আমি খোঁড়া... এখন যা বোঝায় তা ই বুঝতে হয়; কাল একজন বন্ধু এসে জানালো হুতো ঠিকঠাক install ই করে নি! যাক, আজ থেকে আমি আবার গুরুচক্রে!!!
  • Nina | 68.84.239.41 | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৪৮467005
  • আহ! কি আরাম! সুতোর নিজের মুখে " ভাল আছি" শুনতে। খুব তাড়াতাড়ি একেবারে সুস্থ হয়ে ওঠ, তবে ;-) zআন্তি দিওনি--আ: উ: করে যত পার সেবা যত্ন আদায় কর আর সোহাগের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড কর!
  • ranjan roy | 122.168.184.117 | ০২ জানুয়ারি ২০১১ ২৩:৫৮467006
  • নিনার সঙ্গে একমত হলাম।
    কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া! খুব আরাম কর, বরের সেবাযত্ন উপভোগ কর। আর আমরার লগে গপ্পোগাছা করতে থাক, মেলা পুণ্যি হইবো।
  • Shibanshu | 59.97.233.69 | ০৩ জানুয়ারি ২০১১ ১০:৩১467007
  • সুকন্যা, ভালো হয়ে উঠুন, ভালো থাকুন।
  • su with tibia fracture | 117.194.227.37 | ০৩ জানুয়ারি ২০১১ ১০:৫৭467008
  • ধন্যবাদ!
  • su with tibia fracture | 117.194.227.37 | ০৩ জানুয়ারি ২০১১ ১১:১২467009
  • সোহাগ কে নিয়ে কিভাবে যে দিন কেটে যাচ্ছে;মেয়ে ও মা এক বিছানায় গুন্ডামি করছি ;সোহাগ যা খুশি মুখে ঢোকায়...সব কিছু চাটে ও...একটু দু:খ আছে আমার মেয়ের মনে; মা'র এতো সুন্দর প্লাস্টার (!) টা খেতে/চাটতে পারলো না এখনো!
  • siki | 155.136.80.174 | ০৩ জানুয়ারি ২০১১ ১৩:১০467010
  • :)
  • su with tibia fracture | 117.194.232.140 | ০৩ জানুয়ারি ২০১১ ১৮:২৯467011
  • আমার হাসপাতালের কয়েকটা মজার ঘটনা বলি; যে মুহুর্ত থেকে আমি বুঝতে পারলাম যে আমার বাঁ পা টা গেছে... আমি কাউকে ধরতে দিতাম না।দিল্লী তে এক্স রে টেবিলে ও আমি নিজে নিজে ই পোজ দিলাম পায়ের।এরপর যখন স্ল্যাব বসিয়ে দিলো, তখন শুধু না ধরতে দিয়ে উপায় ছিল না।
    যাই হোক; রাতে তো কলকাতা এসে ভর্তি হলাম হাসপাতালে। অপারেশন করতে ই হবে।পায়ে রড, স্ক্রু ... এসব ঢোকাতেই হবে; সে অন্য গল্প....
    অপারেশনের পরদিন সকালে একজন doc round এ এলে আমি জানতে চেয়েছিলাম বাড়ি কবে যাবো,বাপ্‌রে-এত্তো জোরে ভাঙা পা টা নাড়িয়ে দিয়ে গেলো.... একটু পরেই আর একজন doc এসে পরিচয় দিলেন "আমি doc Sinha". বলে ই পায়ের দিকে এগুচ্ছেন... আমি শান্তভাবেই উনাকে বল্লাম " পায়ে হাত দেবেন না"। উনি রেগে গিয়ে বলে উঠলেন "পায়ে হাত দেবো না তো কোথায় হাত দেবো!"আমি তো থ্‌;উনি বলে ই যাচ্ছেন:আমাকে কি কচি খোকা মনে হয়!(তখনো "খোকাবাবু যায়, লাল জুতা পায়" গানটা শোনা হয় নি!)আমি physical medicine এর doc, আর আমাকে বলা হচ্ছে পায়ে হাত না দিতে!
    তখন ব্যাপার্টা বুঝে আমি ও উব্‌নাকে বল্লাম যে উনি তো জানালেন ই না আমাকে কিসের doc তিনি... এরপর ভুলবোঝাবুঝির পালা শেষ হল....
    পরদিন এসে অনুমতি চইলেন "পায়ে হাত দেব!"
    আমি উত্তর দিলাম "শুধু পায়ে ই হাত দেবেন,আর কোথাও নয়!"
    তুমুল হাসাহাসির মধ্যে এ physical medicine পর্ব শেষ হল।
  • hu | 12.34.246.72 | ০৩ জানুয়ারি ২০১১ ২০:০১467012
  • বাহ! সুকন্যা নিজে এখানে লিখলেন দেখে খুব ভালো লাগল। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
  • siki | 155.136.80.174 | ০৪ জানুয়ারি ২০১১ ০৯:০৬467013
  • যা-তা :-)
  • M | 59.93.223.138 | ০৪ জানুয়ারি ২০১১ ১০:৪১467014
  • সুতো,
    তুমি ভালো হয়ে যাচ্ছো শুনে খুব ভালো লাগলো,সময় মতো মজার কথা গুলো একটু আধটু শুনিয়ে যেয়ো।আর সরভাজাকে নিয়ে খুব আনন্দ করো।
  • su | 117.194.226.195 | ০৪ জানুয়ারি ২০১১ ১৭:২৯467016
  • যিনি আমার পা জোড়া দিলেন,সেই doc এর সাথে আমার কিছু কথোপকথন:

    doc : কি madam, এতো সুন্দর fracture কি করে করলেন!

    patient : delhi তে একটা বাইক এসে মেরে দিয়েছিল।

    doc: বা:! আর আপনি চেয়ে চেয়ে দেখলেন! এইরকম ই fracture হয়েছিল 2nd হুগলী ব্রীজ এর উপরে... কি যেন নাম ওর... কি ওবেরয়.... যাক্‌.... সে তো এখন আবার নাচতে টাচতে ও পারে ... ভয় নেই, আপনি ও ঠিক হয়ে যাবেন।

    patient : doc, operation না করলে হয় না!

    doc : operation ! কে বলল! operation তো হবে না!(patient খুব খুশি হয়ে doc এর দিকে তাকাল)
    এত্তো জঘন্য fracture আর বাজে swelling,৩/৪ দিন অপেক্ষা না করে কিছু ই করা যাবে না।

    doc মুচি্‌ক হেসে বেরিয়ে গেলেন।
    ---------------------------------
    ----------------------------------
    operation এর আগের দিন:
    patient : sisster,doc কে একটু দেকে দিন, আমার কিছু প্রশ্ন আছে।

    doc এলেন ৭/৮ ঘন্টা পরে...

    doc :আপনি নাকি আমাকে প্রশ্ন করবেন কিছু!করুন, আমি এখন free আছি।

    patient : আমার যে operation হবে। আমি কি টের পাবো?

    doc : হ্যাঁ।
    patient : আমি চাই না।
    doc: আমি চাই!
    patient : আমি চাই না!!! আমি ভয় পাবো!

    doc : ভয় পাবেন! হা হা হা... (junior doc এর দিকে তাকিয়ে) ওহ্‌! ও তো জানেনা, আমি radio mirchi শুনতে শুনতে operation করি। ভয় কেন পাবে! পাশের screen এ সব দেখতে পাবে; আমি কোনো ভুল করলে ডাক দিতে পারবে,; তবে madam, radio mirchi ই শুনতে হবে। আমি আর অন্য কিছু পছন্দ করি না।
    patient : আমি anesthetist এর সাথে কথা বলতে চাই।
    doc: বলতে ই পারেন; কিন্তু ও আমার কথা ই শুনবে।

    -----------------------------------------------------------

    OT'র ভেতর:
    doc: ভয় পাচ্ছেন!
    patient : এখন আর বলে লাভ আছে!
    doc : good! এই শোন্‌ তোরা সবাই, patient ready!

    তারপর দৌড়াদৌড়ি শুরু হল মনে হল.... একজন আমার পিঠের দিকে দৌড়ে চলে গেলেন, দুজন আমাকে জাপটে ধরে বসিয়ে দিলেন।
    বুঝলাম যে পেছনের জন ই anesthetist
    patient : ব্যাথা পাবো!
    anesthetist : একেক জনের ব্যাথা অনুভব করার মাত্রা একেক রকম; তাই এটা নিয়ে ওভাবে কিছু বলা যায় না।

    ততক্ষণে যা যা হবার হয়ে গেছে......

    আমার মনে হল অমার পা নিয়ে ফুটবল খেলা শুরু হয়ে গেছে....
    patient (চীৎকার)আমি সব টের পাচ্ছি doc!drilling, হাতুড়ি পেটা , করাতের আওয়াজ, সব ধরতে পাচ্ছি!!!!!!

    doc : এটাই তো মজা দিদি, সব টের পাবেন, কিন্তু ব্যথা পাবেন না!
    ঠক্‌ ঠক্‌ করে আওয়াজ হতে থাকল.... মনে হল আমার কোমরের থেকে পা পর্য্যন্ত কিছু কাঠমিস্ত্রী সারাই করছে;
    ব্বাধ্য হয়ে rdio mirchi শুনলাম, পাশের screen এ সব দেখলাম;
    OT থেকে বেরুবার পর doc এসে জানতে চাইলেন, "কেমন লাগলো দিদি!"
    আমি বললাম " দু'ঘন্টা সময় আমি একটা carpenterteam এর সাথে কাটালাম মনে হল!

    doc হেসে উত্তর দিলেন "basically আমরা মিস্ত্রীর ই জাত!"
  • siki | 155.136.80.174 | ০৪ জানুয়ারি ২০১১ ১৭:৫০467017
  • হ্যাট্‌স অফ। ভাঙা পা সারানো নিয়ে এই রকমের মজা বোধ হয় সুতো একমাত্র করতে পারে।
  • Nina | 64.56.33.254 | ০৫ জানুয়ারি ২০১১ ০৪:৩৬467018
  • সত্যি রে সুতো আমার এই টইটা খোলা সার্থক হয়েছে ;-)))
    উ: আহ: কে এমনতর হি:হ:হা:হা: কেউ করতে পারেনা, সুতোর জয় হো :-)))
  • su with tibia fracture | 117.194.236.126 | ০৫ জানুয়ারি ২০১১ ২৩:১০467019
  • আমার পা ভাঙার ফলে আমি হঠাৎ করে অনেক কিছু পেলাম,বুঝলাম, আবিষ্কার করলাম আরামে বেঁচে থাকার নানা উপায় :

    . এতো সুন্দর একটা টই উপহার দিল Nina দি।

    . টই ভর্তি শুভকামনা।

    . খাটে বসে বসে সাম্রাজ্য চালানো ও রাজত্ব করা।

    .সোহাগ কে চব্বিশ ঘন্টা কাছে পাওয়া।

    . হুতোর কাছ থেকে সেবা পাওয়া নিয়ে কোনো নতুন feelings নেই; বেচারা day 1 থেকেই best টা দিয়ে আসছে । তবে লাভ যেটা হচ্ছে বাড়িতে আর চীৎকার হচ্ছে না....এটা কোথায় রাখলে!/ওটা কোথায় গেলো!/ অমুকটা নেই কেনো! বেচারা হুতো প্রয় বোবা হয়ে গেছে!!

    .আর, উল্লেখযোগ্য common পাওনা... মানে- আমার আর হুতোর:-
    আমাদের সরভাজা যা দেখে তা ই চাটে। আমি অনেক চাটা বাচ্চা দেখেছি; কিন্তু আমাদের মেয়ের কাছাকাছি কেউ পৌঁছুতে পারবে না; এটা অবশ্য ২দিন আগের মন্তব্য; কারণ গত ২দিন থেকে ও শুধু ওর চাটার যোগ্য জিনিস ই মুখে তুলছে;
    এই অসাধ্য সাধন করেছে অবশ্য হুতো ই.... আমরা ওর সব চাটা নিয়ে এমন হতভম্ব হয়ে যচ্ছিলাম যে- কি করা যায় বুঝতে পারছিলাম না; ২ দিন আগে হঠাৎ করে হুতো বাড়ির সবচাইতে বড় আলমারির কাছে সোহাগ কে নিয়ে গিয়ে খুব আহ্লাদ করে বলল "এটা চাটো!" বেচারি এই আট মাসে এমোন অবাক করা কথা আর শোনেনি; ওর সারা মুখ ভর্তি দুটো চোখ ই দেখা যায়; সেই চোখ দুটো আরো বড়ো হয়ে গেলো; অবাক করা / বোকা হয়ে যাওয়ার মতো দৃষ্টি;
    ও চাটলো না!!!
    এরপর হুতো মহা আনন্দে একটা সুটকেস এনে ওর মুখের সামনে ধরে বলল "এটা ও চাটতে পারো!!"

    বেচারি ক্যাবলি হয়ে গেলো।

    ব্যস!!!! আমাদের পায় কে!

    এরপর শুরু হল ওকে নিয়ে ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন,ট্রেড মিল,চিমনি,টিভি ইত্যাদি বিশালাকার জিনিসের সামনে নিয়ে গিয়ে চাটার সুযোগ দেয়ার।
    বিশ্বাস করুন আপনারা, মেয়েটা এতো লজ্জা/বোকা/ অপ্রস্তুত/ এই আট মাসে কখনো হয় নি।

    সেই আঘাত সামলাতে না পেরে গত ২ দিন থেকে আজ এখন পর্য্যন্ত আমাদের মেয়ে ওর চাটার জিনিস ছড়া আর কিছু চাটছে না।

  • Paramita | 122.172.161.211 | ০৫ জানুয়ারি ২০১১ ২৩:১৯467020
  • হো হো হো হো! নিজের মনে ক্রমাগত হেসে যাচ্ছি!
  • Nina | 64.56.33.254 | ০৫ জানুয়ারি ২০১১ ২৩:৪৯467021
  • হা হা হা হা হা হা ওফ! বহুদিন এমন করে হাসিনি---আমার খালি সোহাগ-চাঁদের মুখটা আর ওর বলো বলো চোখ্‌দুটো চোখের সামনে ভাসে্‌ছ---আর হুতোটার মাথায় কি গজগজে দুষ্টুবুধি হো হো হো হো--
  • hu | 12.34.246.72 | ০৬ জানুয়ারি ২০১১ ০৩:১৮467022
  • দুর্দান্ত :-))))
  • su | 117.194.228.235 | ০৬ জানুয়ারি ২০১১ ০৭:৫৮467023
  • :P
  • Lama | 203.132.214.11 | ০৬ জানুয়ারি ২০১১ ০৯:৫৩467024
  • যারা বলেছেন সোহাগ তার জেঠুর আঙুল চেটেছে এবং জেঠু তাতে বাধা দেয় নি, তাদের বিরুদ্ধে রইল সুতীব্বো পোতিবাদ!
  • siki | 155.136.80.174 | ০৬ জানুয়ারি ২০১১ ০৯:৫৯467025
  • উফ্‌ফ্‌!! লামাকে জেঠু ভাবতেও কেমন রোমাঞ্চ হচ্ছে মনের মধ্যে!!
  • a x | 99.53.140.72 | ০৬ জানুয়ারি ২০১১ ২১:০১467027
  • :-)) এদ্দিন পড়িনি এই টইটা! যা তা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন