এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে

    kd
    নাটক | ২১ নভেম্বর ২০১০ | ১৮৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Souva | 122.248.183.1 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৬:৪১468146
  • ফেলুদা-র কথা উঠলো যখন, তখন ফেসবুকে দ্যাখা এ বিষয়ে কিছু মন্তব্য এখানে লিখে দিই--

    একজন স্ট্যাটাস মেসেজ দিয়েছিলো--

    "গল্পে আমি দিব্বি ছিলাম হংকং থেকে লন্ডনে
    আমার গল্পের পোঁদ মেরেছে সত্যজিতের সন্তানে'

    অন্য এক ব্যক্তি লিখেচেন--

    "ফেলুদার সবচেয়ে বড় শত্রু সন্দীপ রায়।' তারপর আরেকটু যোগ করে-- "সন্দীপ রায়কে দেখলে বোঝা যায় লোকে ক্যানো ভাই-বোনদের মধ্যে বিয়ে করতে বারণ করে!'

    সব মিলিয়ে, প্রতিক্রিয়া বিশেষ ভালো নয়।

    ডি: যাঁরা ফেসবুকে আছেন, তাঁরা অনেকেই এইসব মন্তব্যের প্রণেতাদের সম্বন্ধে অবহিত। আমি নাম উহ্য রাখলুম।
  • Samik | 155.136.80.174 | ১৬ ডিসেম্বর ২০১০ ১৭:৫৮468147
  • ভদ্রলোকের আর কোথাও কদর হয় না, তাই আজকাল মাঝেমধ্যে সন্ধ্যেবেলায় তিনি তারানন্দের আপিসে বসে সুমনের সাথে গল্পগুজব করে আসেন।
  • Nina | 68.84.239.41 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৪:৩৮468148
  • দ্যুত তেরি কি হল-১৬ তারিখের গানের ওপারে কোথায় গেল, কেন পাচ্ছিনা?? হেল্প, কৈ হ্যয়
  • aka | 59.94.2.200 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৩৬468149
  • আজ একটা প্রেডিকশন দিয়ে যাই।

    গোরা + কুমু উদ্দাম প্রেম হবে।

    ওদিকে গোরা এবং পুপে দুজনেই বুঝিবে এদ্দিন যা চলেছে তা আসলে ইনফ্যাচুয়েশন। বাজি?
  • a x | 99.69.152.240 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৭:৫৮468150
  • বাজি।
  • pi | 128.231.22.87 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৮:১২468151
  • বাজী জিতলে কী পাওয়া যাবে ? সেই বুঝে ধরবো।
  • pi | 128.231.22.87 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৮:১৭468152
  • তবে আমি নিজে ঐ সেপ্টেম্বরের যে তিমিরে ছিলাম, এখনো সেখানেই। এক এপিসোড ও আর এগোই নি। এদিকে এই টইয়ের কল্যাণে শেষ চ্যাপ্টার পড়া হয়ে যাচ্ছে।
  • a x | 99.69.152.240 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৮:৩৭468153
  • আরে স্কিপ করে করে দেখ! এই করলে কোনোদিনও ওয়ার অ্যান্ড পিস পড়া হবেনা। স্কিপিং ইস অ্যান আর্ট ;-)
  • Paramita | 202.3.120.9 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:০৫468154
  • কাল আমার দিদিঠাম্মির সঙ্গে গোরার পার্টটুকু বেশ লেগেছে। অনেকদিন পর।

    লিংক দিতে গিয়ে দেখি বুন্তুলি দেবী বোধহয় ভেকেশানে গেছেন। এখনও ডিসেম্বর ষোলোর দেখা নাই। এনারাইদের(হা হা এখন আর আমাকে কেউ..) তো হাতে হ্যারিকেন!
  • dukhe | 122.160.114.85 | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:৩৬468156
  • বুড়ো ফেলুদা আর কচি ব্যোমকেশ - দুটৈ রদ্দি । মাথা দুটো যদি ঠুকে দেওয়া যেত !
  • y | 61.12.12.83 | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:০২468157
  • এখানে কী হচ্ছে? সিরিয়ালের ধারাবিবরণী?
  • aka | 117.194.6.158 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৩৬468158
  • বাজি ধরা হচ্ছে। চলো চালাও পানসি

    গোরা-কুমু ১ কে ৪
    গোরা-পুপে ১ কে ২
  • byaang | 59.93.193.200 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৪:৩৯468159
  • আমি গোরা-কুমুর পক্ষে ধরলাম।

    (আকা একবার জিটকে আয়।)
  • kumudini | 59.178.41.149 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:২৮468160
  • গোরা-পুপে
  • Samik | 155.136.80.174 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:২৮468161
  • আমি গোরা-পুপে।

    দুজনেই নিখাদ বং। ওদিকে প্রদীপ্ত-কুমু দুজনেই বিলেতফেরৎ। ভালো জমবে।
  • Souva | 122.177.180.179 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৫:৪২468162
  • আমি গোরা-পুপে। কারণ আগেই ব্যাখ্যা করেছি।
  • kd | 59.93.213.197 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৬:০৯468163
  • GNO - Dec 16 এসে গ্যাছে!!!!
  • kd | 59.93.213.197 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৮:২০468164
  • কুমুদিনীর চরিত্রে শাল্মী বর্মন - লা- মার্টিনিয়ার্সে ক্লাস ১২এ পড়ে।

    কেউ জানতে চাওয়ার আগেই বলে দিলুম।
  • kd | 59.93.213.197 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৮:২৭468165
  • আমি দীপ-পুপে, গোরা-কুমু কম্বোর পক্ষে। কী হবে কে জানে তবে এটা হওয়া উচিৎ। গোরা আর পুপে দু'টোই ইম্‌ম্যাচিওর্‌ড - ওদের সারা লাইফ হাত ধরার জন্যে ঠিক পার্টনার দরকার। কুমুদিনীকে এখনও বেশী দেখায়নি কিন্তু ওইটুকুতেই বেশ লেভেলহেডেড মনে হচ্ছে।
  • Nina | 68.84.239.41 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৮:৪৭468167
  • গোরা+কুমু আর দীপু+পুপে ঠিকঠিক কম্বো হবে কিন্তু আজকাল বেঠিকেরই যুগ --উল্টোপাল্টা নাহলে যুগ কা ম্ফিক হয়না--আমার মেয়ে আমাকে বলে মা তুমি হোপলেসলি রোম্যান্টিক--স্টোরিব্‌ক টাআঈ
    :-(( THOSE DAYS ARE GONE
  • Nina | 68.84.239.41 | ১৭ ডিসেম্বর ২০১০ ১৮:৫১468168
  • উফ!! ডানদিকে বাংলা নেই!! স্টোরিবুক, মাফিক, আর পারিনা!
    আফিস যাবার আগে বর ফুট কেটে গেল" গোরা+পুপে আর ডীপু+কুমু তবেই জমবে ফ্রিকশন চাই--যদিও সে র্কটাও দেখেনা, আমার মুখে যতটুকু শোনে---যাই আপিস যাই
  • a x | 99.69.152.240 | ১৭ ডিসেম্বর ২০১০ ২৩:১২468169
  • পুপে আর দীপ যখনই কাছাকাছি আসে, একটা সুর বাজে - খুব চেনা কিন্তু মনে করতে পারছিনা, কেউ জানে/ন?

    দিদিঠাম্মা আর গোরা'র কিছু মুহূর্তেও একটা সুর বাজে - কনসিস্টেন্টলি কিনা জানিনা। তবে এই ছেলেটার একটু উচ্চারণের দিকে নজর দেওয়া উচিৎ। পোদিপ্তদা শুনতে যাস্ট অসহ্য!
  • Paramita | 202.3.120.9 | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২১468170
  • আমার মনে হয়েছে পোদিপ্তোদা ওর চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বলানো হয়েছে।

    সুচিত্রা মিত্রকে দহনে ডাব করানো হয়েছিল জানিস তো? ঋতুপর্ণ ওনাকে বিষ্টি বলতে বলায় উনি রাজী হন নি। তারপর ডাব করানো হয়।
  • a x | 99.69.152.240 | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৫468171
  • মানে? কোন চরিত্রের লোক পোদিপ্ত বলে? আর ঐ মহিলার হিস্টেরিয়া, চোখ ঘুরিয়ে? সেটাও চরিত্র ফুটিয়ে তুলতে?
    আর আর এই চন্দ্রশেখরের অতি পাকামো, যে গেছিল, তার মেয়ে বৌ কে না জিগিয়েই লোকটাকে তাদের নাকের ডগায় নিয়ে আশা, এটাও কি ঐ মহিমান্বিত পুরুষসূর্যর চরিত্র রূপায়নের নিমিত্তেই?

    এই সিরিয়ালটা ঋতুপর্ণ'র হাত দিয়ে বেরোয় নি। আমি বাজি রেখে বলতে পারি।
  • Tim | 198.82.20.19 | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:২৬468172
  • একই তো হলো। বিষ্টিরও জল হয়, ডাবেরও জল হয়। খেতে আলাদা, তাতে কি!
  • Paramita | 202.3.120.9 | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:৩৬468173
  • টিম, তিরিশ সেকেন হাঁ করে তাকিয়ে থেকে পিজে বুঝলাম।

    অক্ষ, এই সিরিয়ালে তো অনেক কিছুই চোখে আঙুল দাদা। গোরার উচ্চারণকে শুদ্ধ উচ্চারণের কনট্রাস্ট হিসেবে দেখানো হয়েছে, এটা শুধু পোদিপ্তোদায় নয়, ওর সম্পূর্ণ ডিকশানেই ফুটে ওঠে। হতেই পারে বাস্তবেও ও এমনই উচ্চারণ করে -সেক্ষেত্রে অন্যরকম রোল করতে গেলে প্রচুর খাটতে হবে।(যদিও বাস্তবে পোদিপ্তো বললে আমি খুব আশ্চর্য হব কারণ সব্যসাচী আর তার স্ত্রী - দুজনেরই উচ্চারণ ভালো। বাপ মার উচ্চারণ ভালো হলে ছেলেরও হওয়া উচিত।)

    বাকিগুলোর জন্য কতৃপক্ষ দায়ী নহে। আমি কক্ষণো ওগুলোর গুণগান করি নি।
  • Tim | 198.82.20.19 | ১৮ ডিসেম্বর ২০১০ ০০:৩৯468174
  • হ্যাঁ আমি কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করিনা। পিজেও হেবি কটিন অম্‌ক করে করা। :-)
  • Souva | 122.177.201.51 | ১৮ ডিসেম্বর ২০১০ ০৯:৩৩468175
  • গোরার উচ্চারণ নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। আমাকে "বারো হাঁড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি' বলতে বললে র-ড় গুলিয়ে অনেকটা লালমোহনবাবুর মতো-ই অবস্থা হবে। আর দ্বিতীয়ত:, আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ধরণের উচ্চারণ শুনে কান সয়ে গ্যাছে। আর পরমিতাদি যেটা বললেন, সেটা তো ঠিকই।

    কিন্তু আরো কিছু সিরিয়াস গলতা গোড়া থেকেই আছে। ১৯৪১ সালে, দাদু মারা যাওয়ার সময়ে চন্দ্রশেখরের বয়েস ছিলো ১৮। তাহলে এখন তার বয়েস হওয়া উচিৎ ৮৮-র মতো। দেখে কি মনে হয়? সিমিলারলি, দিদিঠাম্মির বয়েসও ৮৮, যেহেতু উনি চন্দ্রশেখরের সহপাঠী ছিলেন। দেখে কি মনে হয়?? দেখে কী মনে হয়???

    আর পুপের অভিনয় বড্ডো ম্যানারিজম-এ আক্রান্ত। তার ওপর হাত কোথায় রাখবে, কীভাবে রাখবে সেটা এখনো রপ্ত হয়নি।
  • barsha | 117.201.35.139 | ১৮ ডিসেম্বর ২০১০ ০৯:৫৮468176
  • বিশ্রী কি মহামানবের ভূমিকায় নাকি? চন্দ্রশেখর তো মাথা নেড়ে সরি বলে জনিয়ে দিলেন , এটা একটা ঐতিহাসিক ভুল। কুমুর ডায়্‌লগ গুলো পাকামিতে
    পরিপূর্ণ। দেখি আগে কি হয়।।
  • Z | 59.162.23.4 | ১৮ ডিসেম্বর ২০১০ ১১:০৫468178
  • এ কিরকম কথা? আমার ক্লাসের একজন সহপাঠীর বয়সই চল্লিশের ঘরে। অনেকেই তো কিছু বছর চাকরিবাকরি করে পরে আবার পড়তে আসেন...

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন