এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এর কি কোন প্রতিকার নেই...

    arindam
    অন্যান্য | ১৫ নভেম্বর ২০১০ | ৬২৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arindam | 59.93.254.143 | ১৫ নভেম্বর ২০১০ ০৭:৩৩468300
  • Imagine Tv তে এর আগেও রাহুল মাহাজনের বিয়ে দেখেছিলাম। অত্যন্ত খারাপ মানবাধিকার ক্ষুন্ন করা একটি ঘটনা। অতি সম্প্রতী আর একটি সিরিয়াল শুরু হয়েছে রাখী সবন্তের---রাখী কা ইনসাফ নামে। আমি আমার জীবনে এত নোংরা সিরিয়াল দেখিনি। প্রতিটি এপিসোডে নারী-পুরুষকে নিয়ে এসে তাঁদের ব্যক্তিগত জীবনকে "খুলে আম নাঙ্গা' করার বিরলতম উদাহরণ।
    প্রশ্নের ধরন শুনলে গা গুলিয়ে ওঠে। মানুষের ব্যক্তিগত যৌন জীবন নিয়ে প্রশ্ন, তাদের শরীরী মিলন হয়, না হয়না নিয়ে প্রশ্ন, হলে কবার হয়েছে? শুধু করে দেখাতে বলেনি হয়ত ভবিষ্যতে বলবে...
    এহেন নোংরা সিরিয়ালের প্রভাব জনজীবনে পড়বেনা তা'হয়না। কালকের আবাপতে একটি খবর দেখলাম, ঝাঁশির এক দম্পতি গিয়েছিল রাখীর সিরিয়ালে অংশগ্রহণ করতে। বৈবাহিক সম্পর্কে তাদের সমস্যার সমাধান খুঁজতে, রাখীর প্রশ্ন ও মন্তব্যের সম্পর্কে ধারনা ছিল তাই বুঝতে পারি ছেলেটির ওপর কী হয়েছে? রাখী ছেলেটিকে "পুরুষত্বহীন' বলেন। একজন ধর্ষিতা নারীর যেমন বেঁচে থাকার অধিকার নেই, বেঁচে থাকা যেমন মর্মান্তিক হয়ে ওঠে আমাদের সুশীল সমাজে(!!!!)। ঠিক সেইরকমই একজন পুরুষত্বহীন' পুরুষের বেঁচে থাকার অধিকার নেই।
    ছেলেটি অত্মহত্যা করেছে।
    এর কী কোন প্রতিকার নেই? রাখী নিমিত্ত , আসলে এই ধরনের সিরিয়ালের প্রযোজক, পরিচালক ও বিজ্ঞাপনদাতাদের কী কোন শাস্তি হবেনা?
    আমি নিজেও জানিনা সঠিক পদ্ধতি কী এইরকম নোংরামি আটকানোর বা কি করে গণ প্রতিবাদ সংগঠিত করা যায়, তাই আলোচনার জন্য বিষয়টা তুলে ধরলাম।
    এই ধরনের সিরিয়াল লোকে কেন দেখে? আমি'ত দেখিনা...
    এইসব পাশকাটানো মন্তব্য না-করে এখন বোধহয় সত্যি ভাবার সময় এসেছে এই বিষয় নিয়ে
    প্রতিবাদের পদ্ধতি ও তার প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা হোক...
  • Arijit | 61.95.144.122 | ১৫ নভেম্বর ২০১০ ১০:৪৭468311
  • না নেই। কারণ যদ্দিন লোকে এগুলো দেখবে এবং অংশ নেবে, তদ্দিন এগুলো চলবেই। আর "দেখে কেন'-র চেয়েও হয়তো বড় প্রশ্ন লোকে "অংশগ্রহন করে কেন'।
  • Arpan | 204.138.240.254 | ১৫ নভেম্বর ২০১০ ১১:১২468322
  • "ইমোসনাল অত্যাচার' দেখতে পারেন। একটা এপিসোড দেখাই যথেষ্ট।
  • til | 210.193.178.129 | ১৫ নভেম্বর ২০১০ ১১:২৫468333
  • প্রতিকার নেই কেন , আছে। তবে সদিচ্চার অভাব। এখানে বিগ ব্রাদার uncut দেখানো হতো, তাত্তির নটার পর, রেগুলার টাইমে রেগুলার ভার্সান।
    সেটা বন্ধ হয়ে গেছে। কি ছিল তাতে? কি ছিল না। উঠে গেল জনগণের প্রতিবাদে, এমনকি প্রধানমন্ত্রী ও বোধহয় এ সম্পর্কে কি যেন মন্তব্য করেছিলেন।
  • sda | 117.194.201.120 | ১৫ নভেম্বর ২০১০ ১১:২৭468344
  • People get the entertainment they deserve. এর বেশি কিছু বলার নেই।
  • arindam | 202.56.207.56 | ১৫ নভেম্বর ২০১০ ১১:৩৪468355
  • অরিজিত
    দেখে কেন? বললে "অংশগ্রহণ করে কেন?' প্রশ্ন তুলে দিলেই দায় শেষ হয়না।
    অনেক লোকই দেখত সতীদাহ , অংশগ্রহণ করত অনেকেই, এখন সরে এসেছে। আইন হয়েছে...
    লড়ার পদ্ধতি আলোচনা করাই মূখ্য
    সে বিষয়ে মতান্তর থাকার কোন কারণ আছে কি?
  • kallol | 220.226.209.2 | ১৫ নভেম্বর ২০১০ ১২:২৭468366
  • ভদ্রলোক আত্মহত্যা করেছেন। কিন্তু কোন নোট রেখে গেছেন কি? তা না হলে আত্মহত্যায় প্ররোচণার মামলা টিঁকবে না।
    একটা কথা মনে পড়ছে। আমাদের গুরুতে কেউ একজন টই খুলেছিলেন বেশ কাঁচা পাণু ভাষায়, তেমনই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য। কি হলো টইটার ? এতেই জবাব আছে ঐ ধরনের টিভি শো, ফিল্ম, লেখা ইত্যাদি নিয়ে। দেখা ও অংশগ্রহণ করা বন্ধ হোক - ও আপনিই উঠে যাবে। বরং এর বিরুদ্ধে আন্দোলন (দেখানো চলবে না....) করে তাকে আরও প্রচার দেবার কোন মানে নেই।
  • arindam | 202.56.207.56 | ১৫ নভেম্বর ২০১০ ১২:৪২468382
  • কল্লোল
    এইরকম বিষয়ে কেউ কি নোট লিখে মারা যায়? অধিকাংশ আত্মহত্যায় মানুষ(পড়ুন অত্মহত্যাকারী) লিখে যায়---আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাহলে কী সত্যি দায় নেই কারুর?
    আমি আগের টইটার খবর জানিনা, জানলেই বা কী, কারণ আজও যদি এটা ব্যধি হয়ে থাকে সমাজের তাহলে অবশ্যই তা পুনরায় আলোচনার যোগ্য...
  • Arijit | 61.95.144.122 | ১৫ নভেম্বর ২০১০ ১২:৪২468377
  • এই টাইপের সিরিজগুলোর ক্ষেত্রে কি হতে চলেছে সেগুলো সকলেই জানে। সিগারেটের প্যাকেটের ওপর ওয়ার্নিং-এর মত। তারপরেও কেউ যখন যায়, তখন সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সামাজিক "ন্যানি'-র দরকার আছে কি? এটাকে আইন করে যদি ব্যান করা হয়, তাহলে অনেক বই-ব্যান, ইন্টারনেট সাইট ব্যান - সবের ক্ষেত্রেই একই যুক্তি দেওয়া যায়।
  • kallol | 220.226.209.2 | ১৫ নভেম্বর ২০১০ ১২:৫৩468301
  • বহু বহু আত্মহত্যার ঘটনায় আত্মহত্যাকারী "সুইসাইড নোট" লিখে যান। তাতে শাস্তিও হয়।
  • Diptayan | 115.113.42.194 | ১৫ নভেম্বর ২০১০ ১৩:০৮468302
  • এই শো' গুলো অনেকাংশেই সাজালো মনে হয়।কেন ই বা লোকে তার গোপনতম ব্যক্তিগত কথা অন ক্যামেরা বলবে?? কোন যুক্তি আছে কি ? অবশ্য, এমন হতে পারে যে এরা গুচ্ছ পয়সা পায় বা সারা দেশের সামনে টিভি তে আসার লোভ। রূপা গাঙ্গুলী কিছু দিন আগে 'সচ্‌ কা সামনা' তে এসে কেঁদেকেটে একশা করে একটা নাটক করেছিলেন। তখন এটা পাবলিসিটি স্টান্ট - প্রোগ্রামের টি.আর.পি ' র সাথে ডাইরেক্টলি প্রোপোর্শানাল।

    তাই অংশগ্রহনকারীর সামাজিক/অর্থনৈতিক অবস্থানের ওপোর ডিপেন্ডেন্ট। তবে এটা বন্ধ করার জন্য আইন প্রণয়ন - মানে না দেখানোটাকে ইনস্টিটিউশানালাইজ করা - সেটার উপায়টা আলোচোনা বিষয়।
  • arindam | 202.56.207.56 | ১৫ নভেম্বর ২০১০ ১৫:০২468303
  • কল্লোল
    সঠিক।
    লিখে যান কেউ কেউ, এ নিয়ে তর্ক করলে আলোচনার অভিমুখ ঘুরে যায়...
    বরং দীপ্তেন যা বলেছে শেষ অংশে সেটাই সত্য...
    লিখে যাক অথবা না-লিখে যাক তার জন্য সত্য বদলাবে না...
    আমি কিন্তু সত্যি এই বিষয়ে নিয়ে শব্দের খেলা খেলতে চাইছিনা...
    জানতে চাইছি কী হবে তাহলে ভবিষ্যতে? এইভাবেই চলবে...
    আমরা লিখব গুরুতে বা আবাপতে(লিখে টাকা পাব ব্যস্‌)
    এটাই কী শেষ, না অন্য কিছু?
    কেউ বলবে সিগারেট নিয়ে কী হল, কিন্তু মানি বা না-মানি ভারতের অনেক রাজ্যে প্রকাশ্যে সিগারেট খেলে জরিমানা হয়, সত্যি তো? সেইরকমই...
    কিছুই কি করার নেই!
    সমস্ত আলোচনা তর্কের মধ্যে টেনে নিলে...
    আলোচনা বা তর্কের সীমারেখা কী হবে?

  • Kartuj | 59.93.246.219 | ১৫ নভেম্বর ২০১০ ২১:১১468304
  • অম্বিকা সোনির কাছে একখানি জয়েন্ট পিটিশন করলে একমাত্র এর আশু সমাধান হতে পারে, উইথ সিগ্নেচার ফ্রম উক্ত বিষয়ে তিতিবিরক্ত এবং রুচিমনস্ক ব্যক্তিবর্গ।

    হাসবেন না যেন, আমি কিন্তু ছিরিয়াসলি কইচি।
  • ranjan roy | 122.168.248.138 | ১৫ নভেম্বর ২০১০ ২৩:১৩468305
  • আমার কেমন মনে পড়ছে যেন মৃত ছেলেটির মা
    রাখী সাবন্তকে লিগ্যল নোটিস দিয়েছেন এমনি
    কোথাও দেখেছি বা পড়েছি।
    আজকে ইমোশন্যাল অত্যাচার খানিকটা দেখলাম। একই রকম বিবমিষা উদ্রেক কারী।
    কোন নারী বা পুরুষের পরস্পরকে ঠকানোটা ওদের ব্যক্তিগত সম্পর্কের প্রবলেম। এ নিয়ে চ্যানেলের লোকজন কেন গোপন ক্যামেরা
    লাগাবে? আবার আরেক জনকে দেখাবে?
    একটা কোড অফ কন্ডাক্ট অবশ্যি আছে প্রদর্শনকলার ব্যাপারে। আমি ঠিক জানিনা।
    কল্লোলের আইন ব্যবসায়ী বন্ধুরা জানেন কি?
  • kallol | 115.242.237.196 | ১৬ নভেম্বর ২০১০ ০৭:৫৫468306
  • কোড অফ কন্ডাক্ট কিছু আছে কি না জানি না। তবে থাকলেও তা নগ্নতাকে কেন্দ্র করে আছে। শরীরের কতটা উন্মোচিত করা যাবে - সেটা নিয়ে।
    ড্রাগ/গাঁজা/চরস/হেরোইন বেচা/কেনা/সেবন করা বেআইনী। এসবের বিরুদ্ধে আন্দোলনও প্রবল। টিভি/রেডিও/খবরের কাগজে এর কুপ্রভাব নিয়ে লেখা/বিজ্ঞাপন কম নয়। তাতে এগুলো নির্মূল হয় নি। যতোদিন নেওয়ার মানুষ থাকবে ততোদিন এসব চলবে।
    তা বলে কি এর বিরুদ্ধে কেউ বলবে না। নিশ্চই বলবে। এই গুরুর মতো ফোরামে, বাসে-রাস্তায়-বাজারে অনেকেই বলবে। সেটাও একটা প্রতিবাদ। তাতে কাজ হবে কিনা, সেটা অন্য বিষয়। কারন, বেআইনী ঘোষনা করেও ড্রাগ / গাঁজা / চরস / হেরোইন বেচা/কেনা/সেবন করা বন্ধ হয় নি। সিগারেট এখনো লোকে কিনছে, প্রকাশ্যে সেবনও করছে, ফাইনের রক্তচক্ষু সঙ্কেÄও।
  • tatin | 130.39.149.32 | ১৬ নভেম্বর ২০১০ ০৮:২৩468307
  • খুব কনফিউসিং। তবে সচরাচর, 'ইহা করিলে ক্ষতি হইবে' বা 'ইহা করিলে উপকার পাইবেন' জাতীয় স্টেটমেন্টে কোনও ইন্ডিভিজুয়াল একটি প্‌র্‌যাক্টিস বন্ধ বা শুরু করেনা- করে যখন চারপাশে কিছু লোকজনকে সেই প্‌র্‌যাক্টিস বন্ধ বা শুরু করতে দ্যাখে- সিগারেট ছাড়া থেকে প্লাস্টিক না ফ্যালা এসবই মানুষের মধ্যে বেশি পরিমাণে আসে যখন পাশের লোকগুলো কে সেটা করতে দ্যাখে- তাই কোনও শো অপছন্দ হলে সবচেয়ে আগে দরকার নিজের আর নিজের চারপাশের লোকজনকে সেটা দেখা থেকে বিরত রাখা- আস্তে আস্তে সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে পড়বে বা বাকিরা না নিলে আপনিও আবার পুরোনো প্রথায় ফিরে যাবেন।

    মানে 'এর কোনও প্রতিকার নেই?' প্রশ্নের থেকে ইফেক্টিভ স্টেটমেন্ট হলো, আমি ও আমার বন্ধুরা এইটা দেখা বন্ধ রেখেছি জাতীয় স্টেটমেন্ট।

    আর, হ্যাঁ, আইন করে অবশ্যই মেজরিটিকে প্‌র্‌যাক্টিস থেকে বিরত রাখা যায়- গাঁজা ও আফিমের ব্যবহার আমাদের দেশে আইনবশত:ই কমেছে- পৃথিবীর বহু জায়গায় মদ্যপানও আইনেই কমেছে- একদম নির্মূল হবে এরকম নয়, তবে মেইনস্ট্রীমে কমতে বাধ্য আইন থাকলে।

    উল্লেখ্য ক্যালিফোর্ণিয়ায় এইবারের ভোটে গাঁজা আইনসিদ্ধ করা নিয়ে একটি রেফারেন্ডাম এসেছিল যা পাশ করেনি।
  • aka | 24.42.203.194 | ১৬ নভেম্বর ২০১০ ১০:০০468308
  • ক্যালিতে গাঁজা সেবন আইনসিদ্ধ তো, শুধু একটা প্যারা মেডিকাল সার্টিফিকেট লাগে। যাকিনা আমাদের দেশের মেডিকাল সার্টিফিকেটের মতনই ৩০ ডলারে বা ঐরকম কিছু একটা মূল্যে পাওয়া যায় (এনপিআরে বলছিল সেদিন)। এবারে রিক্রিয়েশনাল পট লিগালাইজ করার কথা উঠেছিল। সেটার রেফারেন্ডাম হয়ে গেছে?

  • Kartuj | 125.20.3.146 | ১৬ নভেম্বর ২০১০ ১০:১৯468309
  • আমরা কথা বলি অনেক, আলোচনার ঝড় তুলে আসর একেবারে সরগরম করে তুলতে আমাদের কোনো জুড়ি নেই। এখানে যে এত কথা এত পোস্ট, তার সারমর্ম কী? না, এত সব অপ্রীতিকর জিনিস আশেপাশে ঘটে চলেছে, যার প্রতিবাদও হচ্ছে, আবার তার নিরসনও হচ্ছে না। এত সব আলোচনার একবিন্দুও কি যারা জানলে কাজের কাজ হবে সেখানে পৌঁছোচ্ছে? না, শুধুই বাক্যস্ফূর্তি আর শব্দক্ষয়। যেহেতু এটি টিভি সম্পর্কিত ব্যাপার, এর একমাত্র প্রতিকার করতে পারেন যিনি, তিনি হলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আমরা কিছু লোক যদি প্রোগ্রামটিকে বয়কট করি, তাহলে এই ১০০ কোটি (বা তার বেশী) মানুষের দেশে ওদের টি আর পি কতোটুকু মাত্র কমানো যাবে ভেবে দেখেছেন কি? আপনি না দেখলেও অন্য লোক দেখবে। কাকে আপনি ঘরে ঘরে গিয়ে আটকাবেন? টিভি তে একটা সময় ছিল যখন অনেক অশ্লীল সিনেমার অংশবিশেষ চ্যানেলে চ্যানেলে প্রদর্শিত হত, তা বন্ধ হয়েছিল তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশে। এক্ষেত্রেও একমাত্র সেটিই উপায়, অম্বিকা সোনির কাছে এ নিয়ে যথোপযুক্তভাবে আবেদন করা যায়, তবে এরও প্রদর্শন অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। খুব কি কঠিন কাজ সেটা? হয়ত আপাতকঠিন, কিন্তু একেবারে দু:সাধ্য তো নয়। ভেবে দেখুন তো একবার। সমবেত শুভবুদ্ধি কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারে, যদি সে প্রচেষ্টা আন্তরিক হয়।

    জানি এ পোস্টটাও আপনাদের কাছে পাগলের প্রলাপ মনে হবে, ওভারলুক করে যাবেন, তবু না বলে পারলাম না।

  • arindam | 202.56.207.56 | ১৬ নভেম্বর ২০১০ ১০:২৭468310
  • গাঁজা, চরস বা ব্লু ফিল্ম সেবন ও দেখা বন্ধ হয়নি। কিন্তু বিষয়টা বেআইনী, এটাও সত্যি। তাই লুকিয়ে করার প্রবনতা থাকে।এর নামই অপরাধ প্রবনতা। আগে'ত এটা ভাবতে হবে এটা অপরাধ কিনা, ভেবে সীদ্ধান্তে পৌঁছলে তবে আইন হবে, কিন্তু অপরাধ না মনে করলে তো আইনের প্রশ্নই নেই!
  • arindam | 202.56.207.56 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৩১468312
  • কার্তুজের
    বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। আমার চোখে এটা অপরাধ। বিশেষ করে ভিস্যুয়াল মিডিয়ামের দায়বদ্ধতা অনেক বেশী, তাকে অনেক ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। কারণ একটা টি ভি শোয়ে সমস্ত লোকের কাছে মানুষটা আইডেনটিফাই হয়ে যায়, অন্যমাধ্যমে খুব সহজেই নিজেকে গোপন রাখা যায়।
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৩৭468313
  • ব্লু ফিল্ম ভারতে বেআইনি। অন্য অনেক দেশেই কিন্তু আইনী। সেখানকার প্রাইম টিভি চ্যানেলে রাতের দিকে নিয়ম করে ব্লু ফিল্ম দেখানো হয়। রাস্তার ধারে বিশাল বিশাল বিলবোর্ডে যৌন উত্তেজক ছবি থাকে। ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি পৃথিবীর অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আছে।

    সেম উইথ গাঁজা। ভারতে বেআইনী, কিন্তু কিছু সো-কল্‌ড উন্নত দেশে তা আইনী।

    তো এর মধ্যে অপরাধমনস্কতা-টতা কোথা থেকে আসছে? হাশ্‌ হাশ্‌ হুশ্‌ হুশ্‌ চেপে রাখ ঢেকে রাখ করলেই লোকের মন সেদিকে টানবে। এ তো জানা কথা।
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৪০468314
  • সুষমা স্বরাজ এবং পিওদাসমুন্সি জমানার আগে থেকেই আমরা স্টার মুভিজ, জি এমজিএম এবং রাতের দিকে লোকাল কেবলে পানু সিনেমা দেখে বড় হয়েছি। পরে রাশান টিবিসিক্স এবং হস্টেলবাসের চার বছরে অঢেল পানু।

    তো? বয়ে গেছি বুঝি?
  • tatin | 70.177.55.6 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৪৬468315
  • আইন করলে অবশ্যই ১০০% বন্ধ হয়না তবে কমে, লুকিয়ে চুরিয়ে দ্যাখার হ্যাপা, ধরা পড়ে কেস খাওয়ার চাপ অনেকেই নিয়ে উঠতে পারেন না।

    - আর, অপরাধ ব্যাপারটা সাব্জেক্টিভ, ভারতে তো বোধহয় পায়ুকাম, মুখসঙ্গম এসবও অপরাধ।
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৪৮468316
  • হুঁ, কদিন আগে সমকামও অপরাধ ছিল। অশ্লীলতা ডিফাইন করবার তুমি-আমি কে হে?
  • tatin | 70.177.55.6 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৫০468317
  • আমরাই তো সবটা- আমার যেটা অশ্লীল লাগছে সেটাই অশ্লীল, আমার মত অনেক অনেকের যদি লাগে তাহলে ডেফিনিশন তৈরীই হয়ে যাবে।
  • santanu | 82.112.6.2 | ১৬ নভেম্বর ২০১০ ১১:০০468318
  • কি যমের বাড়ির শাসন রে বাবা,

    দুটো প্রাপ্তবয়স্ক লোক, বৈবাহিক সমস্যার সমাধান খুজতে রাখি সাওয়ান্তের কাছে যাচ্ছে, (টিভি তে মুখ দেখানোটা উপরি পাওনা)

    তাও বন্ধ করবে বলে এরা উঠে পরে লেগেছে।
  • arindam | 202.56.207.56 | ১৬ নভেম্বর ২০১০ ১১:০৯468319
  • samik
    কোথাও ব্যাপারটা আইনী আবার কোথাও বে-আইনী।
    ব্লু-ফিল বা পানু ঘরে বসে দেখলে বা পড়লে মানুষ মরবেনা বা অবসাদগ্রস্থ হয়ে মানসিক রোগের শিকার হবেনা অন্যদের দ্বারা।
    কিন্তু এইধরনের শোয়ে একটা ভয়ঙ্কর মানসিক চাপ তৈরী হয় ঘরে-বাইরে। যা মানুষকে মৃত্যুমখে পতিত করে...
    দুটোর গুরুত্ব কি এক?
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১১:১৩468320
  • অনেকদিন আগে ঐ দিওয়ার না কীসের যেন, সেই বিখ্যাত ডায়ালগের (মেরে পাস মা হ্যায়) একটা জম্পেশ কমেডি দেখেছিলাম চ্যানেল ভি-তে।

    দুজন লোক, একজন বচ্চন একজন শশী কাপুর সেজে, ডায়ালগ দিচ্ছে। বচ্চন বলছে, (সে এমটিভির রিপ্রেজেন্টেটিভ), দুনিয়ার যত পচা-ধসা গান আমি আমজনতাকে দেখাই, হিডেন ক্যামেরা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে লোককে বক্‌রা বানাই, প্রাইম টাইমে "ফুলি ফালতু' দেখানোর মত পয়সা আছে আমার কাছে। তেরে পাস ক্যা হ্যায়?

    শশী কাপুর মাথা চুলকে বলল, "মেরে পাস ... রিমোট হ্যায়।'

    তো, ঐ বক্তব্য। আপুনার কাছে রিমোট আছে। দেড়শোখানা চ্যানেল আছে। জিটিভি সারেগামাপা দেখুন, তারাজলসায় গানের ওপারে দেখুন, আজতকে বারদাত দেখুন, সংস্কার চ্যানেলে রামদেবের চোখ-মারা আর কপালভাতে দেখুন। ব্যস্‌, মিটে গেল।

    আমাদের সময়ে বাপু, কুল্লে অ্যাগ্‌টা চ্যানেল ছিল। মেট্রো চ্যানেল তো এই সেদিন এল। বাবা সায়গল যখন চিত্রসহকারে দিল্‌ ধড়কে মেরা দিল ধড়কে দেখালেন সেই চ্যানেলে, আর রাতের দিকে সাদাকালো টিভিতে ডালাস, আমার পিতৃদেবও এইরকম হায়-হায় করেছিলেন। তখন চ্যানেল ঘুরিয়ে ওয়ার্ল্ড দিস উইক দেখার অপশন এল। তাও, হায়, কেবল শুক্কুরবারে।
  • tatin | 70.177.55.6 | ১৬ নভেম্বর ২০১০ ১১:১৪468321
  • আমি এরকম লোক দেখেছি যারা পানু দেখে ঐভাবে করতে বা করাতে পারছেনা ভেবে ডিপ্রেসড হচ্ছে- এরকম লোকও দেখেছি যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারায় সুইসাইড করছে-
    এদের কথা ভেবে সমস্ত নীতি নির্ধারণ করা হেভি চাপের!
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১১:১৫468323
  • অরিন্দম,

    চাপ নেবে বলেই তো গেছিল। নাচতে নেমে ঘোমটা তোলার কোনও মানে হয় কি? ঘরের ভেতরকার সমস্যা ঘরের ভেতর, না-হলে লোকে আদালতে মেটায়। সে সমস্যা মেটাবার ভার রাখী সামন্তের হাতে ছেড়ে দিলে যা হবার তাইই হয়েছে। এতে এত ভাববার কী আছে? না পোষালে, না-গেলেই হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন